এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৫৫673621
  • এয়ারটেলের এটা জানতাম না। ইন্ডিয়া গভর্নমেন্টের আইন করে এগুলো বন্ধ করা উচিত। ব্যাকবোন নেটওয়ার্কে গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত - ওয়্যার্‌ড এন্ড ওয়্যারলেস দুটোতেই - নইলে যেটা হবে, হাসপাতাল/কলেজ/ইউনি/পাবলিক ট্রান্সপোর্ট/পুলিশ কোনো ব্যান্ডউইড্থ পাবে না। এটা সব্বোনেশে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:০০673622
  • না, টেলেকম/ফোন/ওয়ারলেস ক্যারিয়ার ব্যবসা করুক না, অবশ্যই করবে। আমি হাইস্পিডের জন্যে পয়সা দেবো, কিন্তু সেই হাই স্পিড দিয়ে আমি কোন সাইটে যাবো সেটা আমার ব্যাপার।
    ধরুন, টেলিভিশনে তো এমন হয় না। আপনি কেব্‌ল নেটওয়ার্কে সাবস্ক্রাইব করলেন, কিছু চ্যানেলে স্ক্রিন বোঝা যাচ্ছে না, আর কিছু চ্যানেল পরিষ্কার আসছে - এটা কেব্‌ল কোম্পানি কন্ট্রোলে করতে পারে না।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:০৫673623
  • এগজ্যাক্টলি। এইটাই ওই ফ্রীডম ইত্যাদির মূল কথা।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:০৮673624
  • কন্ট্রোল করতে পারবে না কেন? চীন গুগুলকে আটকায় না? বা ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন সাইট বন্ধ করা হয়নি? কিন্তু হওয়াটা উচিত নয় - সেই কারণেই এই সাইট আটকানো ইত্যাদির বিরুদ্ধে কথাবার্তা হয়। আশার কথা হল বন্ধ করেও বিশেষ কিছু করা যায় না, লেটেস্ট উদাহরণ বিবিসির ইন্ডিয়াজ ডটার ডকুমেন্টারিটা - এবং এটা সম্ভব হয় ইন্টারনেটের ওপেননেসের জন্যেই।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:১০673625
  • হ্যাঁ, পারে না মানে বলতে চেয়েছি এটা করতে দেওয়া উচিত নয়। অবশ্যই সরকারেরও করা উচিত নয়।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:১২673626
  • lcm, কিন্তু কেবল টিভিতেও তো সাবস্ক্রাইব করে কিছু চ্যানেল দেখতে পাই, কিছু পাই না। ইন্টারনেটে এরকম ফিলটারিং করা যাবেনা বলছেন?

    আর কবল টিভিতে ডিসটিভি না পোষালে আমি টাটা স্কাই তে যেতে পারি। সেরকম এয়ারটেলে না পোষালে ধরুন ভোদাফোনে গেলাম, তখনো কি জিরো আমাকে খুলতেই হবে? মানে ভোদাফোনের কানেকশন নিলেও কি আমার কম্পুতে শুধু জিরোই দেখা যাবে? বা শুধু ইন্টারনেট।অর্গ দেখা যাবে?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:১৯673627
  • আর গুগল নিজেদের সাইট খুব ফাস্ট আর অন্য সাইট সব স্লো - এটা কেন চাইবে বোঝা যাচ্ছে না।
    গুগল-এর সার্চ দিয়েই তো লোকে অন্য সাইটে যায়, গুগল তো আরো বেশি করে চাইবে যাতে লোকে অন্য সাইটে যেতে পারে, জনগণকে অন্য সাইট খুঁজে দেওয়াই তো ওদের মেইন বিজনেস।

    খুব দ্রুত গুগল সার্চ করে পাওয়া ওয়েব সাইটে যদি লোকে যেতেই না পারে, তাহলে তো গুগলেরই লস। ২০১৪ সালে গুগল-এর রেভিনিউ ছিল ৬৬ বিলিয়ন, এর সিংহভাগই কিন্তু সার্চ/সার্চ-অ্যাড থেকে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২০673628
  • প্রিসিডেন্স।

    এয়ারটেল জিরো করলে ভোদাফোন ভোঁদা ওয়ান করবে, অন্য কেউ আরো কিছু করবে। তখন?

    কেবল প্যাকেজেও এই জাতীয় ঝামেলা আছে - আমি ফুটবল পছন্দ করি, তাই স্টার স্পোর্টসের চ্যানেল নিতে হয়, কিন্তু তার জন্যে প্যাকেজ - মানে আরো অনেক আপদ যেগুলো আমি দেখি না - তাও নিতে হয়। ট্রাই কেবলে অলরেডি মাখিয়ে রেখেছে - কেবল অপারেটরগুলো "আ-লা-কার্তে" (ট্রাইয়ের দাবী মেনে) এমনভাবে করেছে যে নিজের পছন্দসই চ্যানেল নিলে বহুগুণ বেশি খরচ পড়বে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২২673631
  • ডিসি,
    হ্যাঁ, কিন্তু সেটা আপনি জানেন, জেনে বুঝেই আপনি সেই কেব্‌ল কোম্পানিতে সাবস্ক্রাইব করছেন। কিন্তু আমি জানি না, ইন্ডিয়াতে কি কোনো প্রাইভেট কেব্‌ল কোম্পানি আছে যারা সরকারি ডিডি চ্যানেল ব্লক্‌ড করে রেখেছে। ওটা কিন্তু ফ্রি পাবলিক চ্যানেল। যদি থাকে, মানে আইনত ভাবে সেটা মুশকিল।

    যদি ইন্টারনেটে এমন জিনিস অ্যালাউ করতেও পারে, কিন্তু ঐ যদি অন্য সাইট স্লো বা ব্লক করে দেয় ক্যারিয়ার - দ্যাট ইজ এ ব্যাড থিং।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২২673629
  • প্রশ্নগুলো ঠিক করে লিখে দিঃ

    ১। জিরো তৈরী হলে কি আমার কম্পুতে শুধু জিরো দেখতে পাবো, আর কোন সাইট না? আর আমার ফোনে কি শুধু জিরোর অ্যাপ ইনস্টল করতে পারবো, আর কোন অ্যাপ না?

    ২, জিরোতে যারা পয়্সা দেবে তাদের সাইট আমার কম্পু বা মোবাইলে তাড়াতাড়ি খুলবে। অন্য সাইট এখন যে টাইমে খোলে সেই টাইমেই খুলবে, নাকি এখনকার থেকে স্লো খুলবে?

    ৩। আমি যদি এয়ারটেল না নিয়ে ভোডাফোল নি তাহলে ১ আর ২ নং প্রশ্নের উত্তর কি হবে? মানে যে কোন সাবস্ক্রাইবার কি জিরো দেখতে বাধ্য?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৫673633
  • *ক্যারিয়ার
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৫673632
  • ঐ যে বললাম, ঐ জন্য দরকার নেট নিউট্রালিটি। ক্যারুয়ার শুড নট কন্ট্রোল কনটেন্ট। ক্যারিয়ার ক্যান কন্ট্রোল স্পিড, বাট, নট কনটেন্ট। কনটেন্ট শুড বি ফ্লোয়িং উইদাউট এনি অব্স্‌ট্যাক্‌ল।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৬673635
  • এগুলোর উত্তর এআইবির ভিডিওটাতে আছে। এয়ারটেল জিরো ফাইনাল হয়ে গেলে আপনি এয়ারটেল কনজিউমার হলে জিরো কার্টেলে যে যে সার্ভিস প্রোভাইডার আছে (ফ্লিপকার্ট যদি থাকতো তাহলে তারা, বা অন্য ক খ গ) তাদের সাইটে ফাস্ট অ্যাকসেস পাবেন, অন্য সব হয় সাধারণ স্পীডে বা এয়ারটেল চাইলে আরো ধীরে অ্যাকসেস হবে। এয়ারটেলের হাতে কন্ট্রোল চলে যাবে - যে ও আপনাকে কী দেবে, কী দেবে না।

    ভোডাফোন কনজিউমার হলে ভোডাফোন যদি কার্টেল বানায় সেগুলোর ক্ষেত্রে একই হবে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৬673634
  • ক্যারিয়ার ক্যান কন্ট্রোল স্পিড - এর মানে এই নয় যে এক এক সাইটের জন্য এক এক রকম স্পিড।
    বেশি পয়সা দিলে বেশি স্পিড পাবো, কিন্তু কোন সাইটে যাবো, কোন কনটেন্ট পাবো সেটা আমার ইচ্ছে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৭673636
  • জিরো তৈরি হলে (বা ধরুন ভোদাফোন এক) কি কনজিউমার হিসেবে আমার জিরো বা এক না দেখে আর কোন উপায় থাকবে না? সর্বভারতীয় বোকা**গুলোর :p ভিডো দেখে সেটাই মনে হয়েছিল, তাই শিওর হয়ে নিচ্ছি। এই প্রশ্নটা অন্য টইতেও একেবারে প্রথম দিকে করেছিলাম।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৮673637
  • সেরকম শক্তিশালী হয়ে গেলে এরা বলতেই পারে যে আমার নেটওয়ার্কে ফ্লিপকার্টই অ্যাকসেস করতে হবে, অ্যামাজন হবে না।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:২৯673638
  • ভিডিওটা দেখছি, কিন্তু জিরো আমার একমাত্র অপশন হবে না অন্য অপশনও থাকবে সেটা পরিষ্কার হয়নি।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৩০673639
  • আরে দাদা - আপনাকে তো কারো না কারো নেটওয়ার্ক নিতেই হবে। আর নয়তো খুঁজে বের করতে হবে কে সাম্যবাদী ক্যারিয়ার আর কে কার্টেলপন্থী। একটা প্রিসিডেন্স হয়ে গেলে (মানে জিরো) নিশ্চিতভাবে বলা যায় যে বাকি ক্যারিয়ারগুলোও একই পথে হাঁটবে (যেমন রিলায়েন্স + ইন্টারনেট ডট অর্গ)।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৩১673640
  • কিন্তু এয়ারটেল কি অতোটা শক্তিশালী হবে? অ্যামাজন কি সেটা অ্যালউ করবে, অ্যামাজনও তো কম শক্তিশালী না!
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৩৩673642
  • জানি না, কে কোন কার্টেল কীভাবে বানাবে। যেটা জানি সেটা হল এটা রিভার্সিবল প্রসেস নয়। সফটওয়্যার পেটেন্টের মত। একবার ঢুকে গেলে হয়ে গেলো।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৩৫673643
  • ফোন কোম্পানিগুলোকে ইন্টারনেট কনটেন্ট কন্ট্রোল করতে দেবার ক্ষমতা দেওয়া উচিত নয়।
    ফোনে তো হয় না, আপনি ভোডাফোনে সাবস্ক্রাইব করে ফোনে যে কথা বলেন তা কার সঙ্গে বলবেন কি বলবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। অন্য কোম্পানির গ্রাহকের সঙ্গেও কথা বলতে পারেন। টেলিকম আইন আছে না, ওখানে কোনো ক্যারদানি হবে না।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৪৬673644
  • ঘটনাটা ঠিক আমাজন বা ফেসবুক সাইটে যাওয়া নিয়ে নয়।

    আপনি যখন ইন্টারনেট ডেটার জন্য সাবস্ক্রাইব করলেন, তখন আপনার যেখানে খুশি যেতে পারার অধিকার থাকা উচিত। নইলে আপনি যখন হাসপাতলের ওয়েব সাইটে যেতে চাইবেন, বা, পাবলিক ট্রান্সপোর্টের ওয়েব সাইটে যেতে চাইবেন তখন এয়ারটেল ঐসব সাইটের কনটেন্ট এমন স্লো ডেলিভারি করবে যে আপনি বিপদে পড়বেন।
    আপনি তো আমাজনে যাবার জন্যে এয়ারটেল, ফেসবুক করবার জন্যে ভোডাফোন, পাবলিক সাইটে যাবার জন্যে বিএসএনএল - তিন জায়গায় সাবস্ক্রাইব করতে চাইবেন না, কিন্তু আইন না থাকলে আপনাকে এরা প্যাঁচে ফেলে তাই করতে বাধ্য করবে।

    এইটা হল মূল কনসার্ন।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১১:৫০673645
  • না এরকম ঢুকে গ্যালো হয়ে গ্যালো নয় :) ইন্ডিয়াতে ডাউনপ্রাইসিং রেগুলেটেড নয় ।এবার ফ্লিপকার্ট আইপিও তে ঢোকার জন্যে হুলিয়ে ডাউনপ্রাইসিং করলো ।বেসিকালি কাঁচা টাকা ঢেলে মার্কেট বাড়ানোর চেষ্টা ।ম্যানুফ্যাকচারার দের ঘুম উড়ে গেসলো ।তাতে আলটিমেটলি কী হলো ? ওই মডেল একনাগাড়ে চালাতে পারবে ? পারবে না । মার্কেট এভাবে বিহেভ করেনা । সর্বদাই ক্ষমতাবান দের ইন্টারেস্ট কনফ্লিক্ট এবং মারামারি চলতে থাকে । গুগল অন্যের স্পিড চেপে দেবে বলে যেটা বলা হচ্ছে ওটা হায়পথেতিকাল ।বাস্তবে ওরকম করলে গুগল নিজেও প্যাঁচে পর্বে । একচুয়ালি স্টেট রেগুলেশন তুলে নিলে যে অসুবিধে সৃষ্টি হবেনা একদম তা নয় কিন্তু নতুন এরিয়াতে জয়েন্ট ভেনচার বাড়বে যেটা আমাদের দেশের পক্ষে ভালো সাইন । হাইলি কম্পিটিটিভ মার্কেটে টেকনোলজি ও পাল্টায় ।

    এইযে আপনারা ধরে নিচ্ছেন কনসিউমার এবং সার্ভিস-প্রভাইডার একটা ওয়ান-ওয়ান রিলেশন এটাও ভবিষ্যতে না থাকতে পারে । এমন কোনো মিডলম্যান সিস্টেম আসতে পারে যে আমাকে অপটিমাম ইউসেজ-চার্জ সেন্স করে করে ডিফারেন্ট চ্যানেলে রাউট করাবে । ইউটিউবে ঢুকে গান শুনছি স্লো স্পিড নো প্রবলেম । সিনেমা দেখব, জানতে চাইল স্পেশাল গেটওয়ে ইউস করব কিনা ।ইয়েস বললে মিটার চালু । মানে এগুলো ভবিষ্যতে আসতেই পারে । মার্কেটে দিসরাপটিভ আইডিয়া এসে ঝামেলার মুখে না ফেললে ইনোভেশন হয়না । এত আতুপুতু করে কী লাভ । লেটস পুট ইট ইন প্রবলেম ।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:০০673646
  • এর সাথে ইনোভেশন, আইডিয়া, মার্কেট, এসবের কুনো যোগাযোগ নাই।

    দেশে টেলিকম আইন আছে, রেগুলেশন আছে, ইন্টারনেট আইনও থাকবে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:০৩673647
  • আরে বাবা, বেশি পয়সা দিলে বেশি স্পিড তো কবে থেকেই আছে। কিন্তু সেই স্পিড দিয়ে আমি ইউটিউব দেখব না গুরুচন্ডালি দেখব সেটা আমার ব্যাপার - ক্যারিয়ার শুড হ্যাভ নো কন্ট্রোল ইন দ্যাট।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:০৫673648
  • সেটা আপনার ব্যক্তিগত মনে হওয়া ।সবাইকে স্টেটিস্ট হতে হবে তার তো কোনো মানে নেই :) বিসনেসে স্টেট রেগুলেশন এর সর্বদাই বিরোধিতা করবো । সরকারের কাজ বিসনেসে যে কোনো দুটো পার্টি যে কন্ট্রাক্ট করছে সেইটা ফুলফিল হচ্ছে কিনা দেখা। কন্ট্রাক্ট এর নেচার রেগুলেট করা হেইনাস ক্রাইম বলে মনে করি ।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:০৮673650
  • "কিন্তু ঐ যদি অন্য সাইট স্লো বা ব্লক করে দেয় ক্যারিয়ার - দ্যাট ইজ এ ব্যাড থিং।"

    একমত।

    "ক্যারুয়ার শুড নট কন্ট্রোল কনটেন্ট। ক্যারিয়ার ক্যান কন্ট্রোল স্পিড, বাট, নট কনটেন্ট। কনটেন্ট শুড বি ফ্লোয়িং উইদাউট এনি অব্স্‌ট্যাক্‌ল।"

    একমত, কিন্তু তর্কটা তো স্পিড নিয়েই হচ্ছে, তাই না? ফ্লিপকার্টের স্পিড বেড়ে যাবে আর হাসপাতালের সাইটের স্পিড কমে যাবে।

    আমার দুয়েকটা কথা মনে হচ্ছে। এয়ারটেল বা ভোডাফোন যদি নিজেদের নিজেদের প্ল্যাটফর্ম বানায় তো আপত্তির কিছু দেখিনা, যদিনা ওরা অন্য সব সাইট ব্লক করে দেয়। অন্য সাঅইট দেখ যাবে না, শুধু জিরো দেখা যাবে, এরকম হলে চলবেনা।

    এই প্ল্যাটফর্মে কেউ যদি বেশি টাকা দিয়ে নিজেদের কনটেন্ট বেশী স্পিডে ডেলিভার করাতে চায় তো আপত্তির কিছু দেখিনা, যদিনা অন্যদের কনটেন্ট বেশী স্লো ডেলিভার হয়। ধরুন দুটো গাড়ী কুড়ি কিমি ঘন্টায় চলছে। ফ্লিপকার্ট এয়ারটেলকে বল্লো আমি বেশী টাকা দেবো, তুমি আমার গাড়ীটা তিরিশে চালাও। এটাতে আপত্তির কিছু দেখিনা, কারন প্রিমিয়াম সার্ভিস সব ব্যাবসায়ে হয়। কিন্তু ফ্লিপকার্ট বা এয়ারটেল যদি বলে যে অন্য গাড়ীটাকে দশে চালাবে আর ফ্লিপকার্টকে তিরিশে, সেটা আপত্তিকর।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:০৮673649
  • রেগুলেশন ইজ নট ক্রাইম। হা হা।
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:১২673651
  • 'যে কোনো দুটো পার্টি যে কন্ট্রাক্ট করছে সেইটা ফুলফিল হচ্ছে কিনা দেখা' .. এটা রেগুলেশন নয় ?
    মানে স্টেট রেগুলেশনের ব্ল্যাংকেট বিরোধিতা নেই ?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:১৫673653
  • রেগুলেশন প্রিভেন্ট্‌স মনোপলি, হেল্প্‌স কম্পিটিটিভনেস ইন ওপেন মার্কেট, হুইচ ইজ দ্য ওনলি এন্ড ফান্ডামেন্টাল পজিটিভ সাইড অফ ওপেন মার্কেট - "কম্পিটিটিভনেস"।

    যে কারণে, বেবি বেল-দের মনোপলি আইন করে বন্ধ করা হয়েছিল টেলেকমে, যে কারণে ইউনাইটেড-স্টেট্‌স ভার্সেস মাইক্রোসফট মামলা হয় - রেগুলেশন ইজ এসেন্‌শিয়াল, ইভেন ফর রাইটিস্ট মার্কেট ইকনমি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন