এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০০৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:০৮673720
  • ডিসি,
    নেট নিউট্রালিটি - মোটেই আইএসপি-র প্রাইসিং নিয়ে কিছু বলছে না। ক্যারিয়ার যে স্পিডে যা খুশী প্ল্যান/প্রাইস করতে পারে, মাসে লাখ টাকাও চাইতে পারে, দ্যাট ইজ ফাইন। কিন্তু ফ্লো অফ কনটেন্ট কন্ট্রোল করতে পারবে না, বিকজ, দে ডোন্‌ট ওন কনটেন্ট, দে আর ক্যারিয়ার অফ কনটেন্ট।
    এইটা হল রুল - ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। নাথিং টু ডু উইথ স্পিড।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:১১673722
  • এ পাড়ার স্টার্ট`আপ রা তো এক্কেবারে দুহাত তুলে আশীর্বাদ করছে নেট নিউট্রালিটিকে।

    Net Neutrality is crucial for small business owners, startups and entrepreneurs, who rely on the open Internet to launch their businesses, create a market, advertise their products and services, and distribute products to customers.

    Net Neutrality lowers the barriers of entry for entrepreneurs, startups and small businesses by ensuring the Web is a fair and level playing field. It’s because of Net Neutrality that small businesses and entrepreneurs have been able to thrive on the Internet. They use the Internet to reach new customers and showcase their goods, applications and services.

    No company should be able to interfere with this open marketplace. ISPs are by definition the gatekeepers to the Internet, and without Net Neutrality, they would seize every possible opportunity to profit from that gatekeeper control.
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:১৫673723
  • শ্রী সদা আসলে আমি এইসব টেকনিকাল দিক এতোই কম জানি (আসলে কিচ্ছু জানিনা) যে আমার তর্কটা বোধায় আপনাদের এঁড়ে তর্ক মনে হচ্ছে। তবে আমি পাতি কনসিউমার হিসেবে বুঝতে চাইছি কিসে আমার লাভ আর কিসে ক্ষতি। ইন্টারনেটকে আর দশটা ব্যবসার মতো কেন ট্রিট করা যাবেনা সেটাও বুঝতে পারছিনা, তবে সেটাও বোধায় কম জানার কারনেই। তাও এই দুটো টই পড়ে আগের থেকে অন্তত বেশী জেনেছি।

    "গুগুল আর মাইক্রোসফট সম্পূর্ণ আলাদা বলগেম। একজন টেনিস, আরেকজন ফুটবল। এইগুলো না একটু খেটে পড়তে/বুঝতে হয়। গুগুলের ইউএসপি একেবারেই অন্য জায়গায় ছিলো যেখানে মাঃসঃ বিং-এর আগে কখনো হাতই দেয়নি।"

    মাইক্রসফ্টের মনোপলি ছিল উইন্ডোজে, তাই তো? গুগল সেই মনোপলি ভাঙ্গেনি, কিন্তু বাজারটাকেই এক্সটেন্ড করে দিয়েছে। মোবাইলের বাজার ধরে নিয়েছে, সেটা মাইক্রোসফট পারেনি। তেমনি এয়ারটেল জিরো বানালে হয়ত কোন স্টার্টাপ এমন কিছু করবে যে জিরো ব্যাপারটাই ইরেলিভ্যান্ট হয়ে যাবে। তাই শুধুমাত্র স্টার্টাপকে বাঁচানোর জন্য জিরো বানাতে দেওয়া যাবেনা, এই যুক্তিটা একটু দুর্বল মনে হচ্ছে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:১৭673724
  • পরে আসব।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:২১673725
  • না না, ডিসি, এয়ারটেল করুক না বিজনেস।
    কিন্তু, ইন্টারনেটে বিভিন্ন সাইটের যা সব কনটেন্ট, সেগুলোর মালিক তো এয়ারটেল নয়, ডিস্ট্রিবিউটর-ও নয়, জাস্ট ক্যারিয়ার বা গেটকিপার।
    কুরিয়ার সার্ভিসের মতন, তারা প্যাকেজ বয়ে দেয়, প্যাকেজের মধ্যের জিনিস বেচে না। আইএসপি-ও তেমন, তারা ডেটা বহন করুক, তার জন্য চার্জ নিক, কিন্তু কন্টেন্ট বিক্রি করতে পারবে না।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:২৩673726
  • গুগুল মোবাইলের বাজার ধরেছে কারণ ওটা ওদের টার্গেট ছিলো। মাঃসঃ র ভুল হল ওরা মোবাইল পেনিট্রেশন ব্যাপারটাই ধরতে পারেনি, এবং এই কিছুদিন আগে অবধি টার্গেটও করেনি, কাজেই তুলনাটা খাটে না। বরং অ্যান্ড্রয়েড আর আইওএস তুলনা করা যায়। যদিও সেখানেও লেভেল প্লেয়িং ফিল্ডে কম্পিটিশন। আমি যদি অ্যাপ বানাই, আমি চাইলে দুই প্ল্যাটফর্মের জন্যেই বানাতে পারি, প্লেস্টোর আর অ্যাপল স্টোর দুটোতেই হোস্ট করতে পারি।

    আপনার যুক্তিটা দুর্বল মনে হচ্ছে কারণ আপনি মনে করতে চাইছেন তাই। এবং লাস্ট যুক্তিটা তো...যাই হোক।

    হ্যাঁ বা না তে উত্তর দিন তো। ১০০ মিটার রেসে আপনি কি আপনার কম্পিটিটরকে হ্যান্ডিক্যাপ দেওয়া মেনে নেবেন?
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:৪০673727
  • না।

    এখন বাইরে, পরে লিখবো।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:৫০673728
  • তাহলে একটু ভেবে উত্তর দিন।

    আপনার একটা ফ্লিপকার্টের মত কোম্পানি আছে। আপনি অ্যাপ বানিয়ে মার্কেটে এলেন। এবার আপনার খবর ফ্লিপকার্ট জানে, তারা জিরোতে আছে, সেই জন্যে তারা প্রেফারড ট্রিটমেন্ট পাবে। আপনি পাবেন না। আপনার অ্যাপের ট্রাফিক আটকাবে এয়ারটেল, কারণ তারা নেটওয়ার্ক প্রোভাইডার।

    অ্যাক্সেপ্টেবল, নাকি অ্যাক্সেপ্টেবল নয়?

    আপনি বল্লেন আপনি ইনোভেট করে সার্ভিসটা এমন করবেন যে সেটা ফ্লিপকার্টের চেয়েও ভালো হবে (আপনার আগের পোস্ট)। সত্যিটা হল হবে না - কারণ তখনও ট্রাফিক কন্ট্রোল করবে এয়ারটেল, এবং ফ্লিপকার্ট ওদের প্রেফার্ড এন্টিটি। এখানে আপনার কম্পিটিটর শুধু হ্যান্ডিক্যাপই পেয়ে নেই, আপনি অলরেডি মাঠের বাইরে চলে গেছেন।

    নিউট্রালিটি মানে এয়ারটেলের হাতে ট্রাফিক কন্ট্রোল বা ডিসক্রিমিনেট করার ক্ষমতা না দেওয়া।

    আপনি বল্লেন আপনিও প্রেফারড এন্টিটি হবেন - টাকা দিয়ে। ফ্লিপকার্ট আপনার চেয়েও বেশি টাকা দেবে। আপনিই ভাবুন - টাকায় কম্পিট করতে পারবেন? পারলে অবিশ্যি কিছু বলার নেই - কারণ নিউট্রালিটি না থাকলে মানি উইল বাই এভরিথিং। এবং অবশ্যই সেটা ফেয়ার গেম নয়, সে আপনি যাই ভাবুন না কেন।
  • hmm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৩673729
  • dc র এই প্রশ্ন টা বেশ -
    "এক বিলিয়ন ইউসার নিজের নিজের মিটারে চুজ করবে কতো স্পিডে কি সাইট দেখবে আর তার জন্য কতো টাকা দেবে। যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এরকম একটা সিস্টেম নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে?"
  • hmm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৯673731
  • "কিন্তু এক বিলিয়ন কনজিউমারের যদি এক বিলিয়ন চয়েজ হয় তাহলে তার টেকনিক্যাল ফিজিবিলিটি নিয়ে প্রশ্ন আছে।" - সেটাও কি impossible ? ধরুন আইপির ওপর কিন্তু এইচটিটিপি নয় , পাব সাব প্রোটোকল বেসড সার্ভিস ?
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৭:০৪673732
  • ইমপসিবল হয়তো নয়, কিন্তু হেব্বি কমপ্লিকেটেড কিছু একটা হবে। তারওপর ধরুন ইউজারেরা যদি মুডমাফিক কিছু একটা চায়:-p
  • pintu | 15.79.68.161 | ২৯ এপ্রিল ২০১৫ ০৭:২৫673733
  • এক বিলিয়ন ইউজার এক বিলিয়ন চয়েস মানে ১০ ^ ১৮ সাইজের একটা টেবিল লাগবে। এক এক ইউজারের জন্য ১ বাইট করে ডাটা মানে এক্সাবাইট ডাটা, যেটা একটা মেশিনে স্টোর করা মুশকিল।

    তবে ডিস্ট্রিবিউটেড স্টোরেজের চেয়েও মুশকিল হল আইপির মত প্যাকেট সুইচড নেটওয়ার্কে রাউটার লেভেলে খুব বেশী স্টেট ইনফর্মেশন স্টোর করতে হবে, যেটা প্রায় অসম্ভব। এছাড়া এই ভাবে স্টেট ইনফর্মেশন স্টোর করলে রাউটারগুলো টিসিপি SYN অ্যাটাকের মত ডিনাইয়াল অফ সার্ভিস অ্যাটাক ফেস করবে।

    সোজা কথায় টিসিপি আইপি বেসড নেট দিয়ে এটা ফিসিবল হবে না। সার্কিট সুইচিং উইথ প্রপার অ্যাডমিশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, ট্রাফিক শেপিং চাই। এবং রাউটারে এসবের সাপোর্ট চাই।

    এরপর বলতে গেলে খুব টেকি কথা হয়ে যাবে।
  • t | 127.18.231.47 | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩২673734
  • যদি ভুল বুঝে না থাকি তাহলে dc র দুটো প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় এ দুটোই খুব ভ্যালিড প্রশ্ন। এবং উত্তরগুলো নন-টেকি ওয়েতেই দেয়া দরকার।

    ১. যদি কোম্পানি x চায় যে তাদের সাইটটা মোর ইজিলি অ্যাক্সেসিবল/ব্রাউজেবল/ডাউনলোডেবল হবে বা তারা সার্চ এঞ্জিন র‍্যাংকিং এ উপরের দিকে থাকবে, এবং এ জন্য তারা এক্সট্রা পে করতে রাজী থাকে তাহলে তাদের কী করতে পারে?

    ২. যদি কনজ্যুমার y কোনো বিশেষ সাইটে বিশেষ প্রিফারেনশিয়াল ট্রিটমেন্ট পেতে চান (স্পিড) এংব সেজন্য পে করতে রাজী থাকেন তবে কী করতে হবে?

    এবং দুটোর কোনোটার জন্যই নেট নিউট্রালিটি প্রিন্সিপল ভায়োলেট হবে কিনা? উত্তর হচ্ছে, ক্যাটেগোরিক্যালি না।

    ১. এখন কোনো অর্গানাইজেশন যদি চায় তাদের ওবেবসাইট, ভিজিটরস ফ্রেন্ডলি হবে, কোনো ওয়েবসাইট মোর এক্সেসিবল (রেসপন্স টাইম কমিয়ে আনা), কনকারেন্টলি অনেকগুলো ডাউনলোড রিকোয়েস্ট হ্যান্ডল করা ইত্যাদির সলুশন হচ্ছে সেটার সার্ভারে কিছু টুইক করা, সেটার প্রসেসিং ও স্টোরেজ কেপাসিটি বাড়ানো, একাধিক সার্ভার বসানো এবং অবশ্যই ব্যান্ডুউথ বাড়িয়ে নেয়া। ব্যান্ডউইথ বাড়লে এট এ টাইম ট্র্যাফিক হ্যান্ডল করার ক্ষমতা বাড়বে। আরও কিছু কাজ আছে যেমন, একাধিক জিওগ্রাফিক লোকেশনে মিরর সার্ভার বসানো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের (সিডিএন) শরণ নেয়া ইত্যাদি।

    আরেকটা হচ্ছে নন আইটি অ্যাসপেক্টে নেম রিকগনিশন বাড়ানো। পাবলিক রিলেশনস এর কাজ করা, অ্যাড দেয়া, সে ট্র্যাডিশনাল অ্যাড হতে পারে, টিভি, প্রিন্ট, বিলবোর্ড, নন ট্র্যাডিশনাল হতে পারে (ইন্টারনেটে অ্যাড সার্ভিস আছে প্রচুর) সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অ্যাড চালানো, ফেবু, ব্লগ পেজ খুলে অ্যাড পেজ চালানো, ইত্যাদি। মোট কথা মানুষকে আপনার প্রতিষ্ঠানের প্রডাক্টের নাম চেনাতে হবে। এবং নেম রিকগনিশন থাকলে মানুষ ঠিক ওই নাম দিয়েই সার্চ করবে (ফ্লিপ কার্ট, মার্সিডিজ, স্যামসাং, গুরুচন্ডালী হোয়াটেভার) এবং নাম ধরে সার্চ দিলে কিন্তু সবার উপরে ওটাই শো করবে।

    এখন সার্চ এঞ্জিন, গুগুলের কথাই ধরি, ঠিক কী ভাবে র‍্যাংকিং করে সেসব কিছুদিন পরপর পাল্টে যায়। মানে পুরোটা গুগুল (বা বিং বা ইয়াহু) কেউ খুলে বলবে না। তবে 'হাউ গুগল র‍্যাংক পেজেস' সার্চ দিয়ে দেখতে পারেন। মোদ্দা কথাটা হচ্ছে এগ্রিগেট ক্লিক-সার্চ কন্টেন্ট ইত্যাদি প্লাস জিওগ্রাফিক প্রক্সিমিটি ইত্যাদি পেজ র‍্যাংকিং এ রোল প্লে করে।

    এর কোনোটার জন্যই নেট নিউট্রালিটি ভায়োলেট হচ্ছে না। মানে অর্গানাইজেশনের সাথে ক্যারিয়ারের কোনো বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে না। (অর্গ যদি বেশি ব্যান্ডউইথের কানেকশন নেয় সেটাও এর মধ্যে পড়ছে)

    ২. হ্যাঁ, একজন ব্যক্তি অবশ্যই কিছু বিশেষ সাইটে প্রিফারেন্শিয়াল ট্রিটমেন্ট আশা করতে পারেন । বিশেষ করে সেগুলো যদি ডাউনলোড, ভিডিও লাইভ স্ট্রিমিং ইত্যাদি হয়। হ্যাঁ এরকম শয়ে শয়ে সাইট আছে, বিশেস করে ইন্টারনেট পে টিভি ইত্যাদো, পে সাইট। তো ওইসব সাইটে গিয়ে রেজি: করে ক্রেডিট কার্ডে একটা পেমেন্ট করতে হয় তো তারপরে খেলা, মুভি, টিভি হোয়াটেভার দেখুন। যা হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড প্রটেক্টেড একাউন্ট ক্রিয়েট হচ্ছে, একটা পার্টিকুলার টাইমপিরিয়ডে, লগ ইন অবস্থায় একটা নির্দৃষ্ট এমাউন্টের ডেটা আপনি ইউজ করতে পারছেন।

    তো দেখা যাচ্ছে এখানেও ক্যারিয়ারের কোনো কাজ নেই। ক্যারিয়ার শুধু রিকোয়েস্টেড ডেটা, এক্সপেক্টেড ব্যান্ডুইথে ক্যারি করছে মাত্র।

    আর এটা ভাববেন না যে ক্যারিয়ার কোনো নন প্রিফার্ড সাইটকে স্লো করে দিলে বা আটকে দিলে আপনার পছন্দের সাইট 'ফাস্ট' হয়ে যাবে। ব্যাপারটা মোটেই সেরকম নয়।

    অতএব উপরে দুটো সিনারিওতে (যা বর্তমানে ইতিমধ্যেই বাস্তব) নেট নিউট্রালিটির উপর প্রভাব ফেলছে না। অ্যাজ লং ক্যারিয়ার, কন্টেন্ট প্রোভাইডার, এবং সার্চ এঞ্জিন-সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্টদের মধ্যে কার্টেল গড়ে উঠছে না।
  • শ্রী সদা | 24.96.77.46 | ২৯ এপ্রিল ২০১৫ ১১:১৫673735
  • t খুব ভালো লিখেছেন। জাস্ট এইগুলোই বলার ছিল।
    আই এস পি বেসিক্যালি মিডলম্যান। তারা কনটেন্ট জেনারেট করে না, শুধু ক্যারী করে। তাই কনটেন্টের টাইপ অনুযায়ী আলাদাভাবে ট্রিট করা তাদের এক্তিয়ারের মধ্যে পড়া উচিত নয়। ইউজার বিশেষ কোনো সুবিধা চাইলে সেটার ব্যবস্থা এবং বিলিং দুটৈ কন্টেন্ট প্রোভাইডারের হাতে থাকা উচিত।
  • dc | 132.164.65.145 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:২৮673736
  • t কে অনেক ধন্যবাদ, এবার ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়েছে। আমার প্রশ্নদুটো সংক্ষেপে এরকম ছিল।

    ১। কাস্টমার বেশী পয়সা দিতে রাজি থাকলে ডেটা স্পিডে সাইট স্পেসিফিক প্রেফারেন্শিয়াল সার্ভিস পেতে পারে কিনা।

    ২। কোন সাইট ওনার বেশী পয়সা রাজি থাকলে তার ডেটা বেশী স্পিডে পাঠাতে পারে কিনা।

    t এর উত্তর পড়ে মনে হচ্ছে দুটোই করা যেতে পারে, আর তাতে নিউট্রালিটি ভায়োলেট হবেনা (তবে pintu আর Calm এর পোস্ট পড়ে মনে হলো টেকনিকাল প্রব্লেম হতে পারে)। টেকনিকাল সমস্যায় যদি ইমপ্লিমেন্ট নাও করা যায়, অন্তত ইন প্রিন্সিপল সম্ভব হলেও অসুবিধে নেই। কতো রিসার্চ তো হচ্ছেই, ভবিষ্যতে হয়তো কোন উপায় বেরোবে। এই প্রভিশনগুলো থাকলে আমি পুরোপুরি নিউট্রালিটির পক্ষে, কারন এতে হয়তো কাস্টমার আর বিজনেস ওনার, দুদিকেই চয়েস বাড়বে।

    শ্রী সদা আসলে নিউট্রালিটির তর্কে আমি এয়ারটেল, কমকাস্ট বা গুগল/ফেবু, কারুরই পক্ষ নেইনি। আমি জানতে চেয়েছি নেটে বেশী পয়সা দিয়ে প্রেফেরেন্সিয়াল সার্ভিস কেনা বা বিক্রি করা যাবে কিনা - সেটা কারা কিনল আর কারা বিক্রি করলো সে নিয়ে আমার মাথাব্যথা নেই। কন্টেন্ট ওনার যদি ডাইরেক্ট বিক্রি করে তো অবশ্যই করবে, শুধু বিক্রি করতে পারার প্রভিশনটা রাখলেই হলো।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৩৭673737
  • এই ফর্মে এখনই অনেক সার্ভিস আছে। আপনি কনজিউমার হিসেবে অ্যামাজনের কাছ থেকে নানারকম "ইন্সট্যান্স" নিতে পারেনঃ স্মল, মিডিয়াম, লার্জ - তাদের সিপিইউ/মেমরি/ব্যান্ডউইডথ আলাদা, কোন ইন্স্ট্যান্স নিচ্ছেন তার ওপর বিলিং হবে। বা র‌্যাকস্পেস থেকে স্টোরেজ ভাড়া নিলেও এরকম কনসেপ্ট আছে। বিলিং করবে সার্ভিস প্রোভাইডার।

    কিন্তু এটা কনজিউমার আর সার্ভিস প্রোভাইডারের মধ্যে কনট্র্যাক্ট। ক্যারিয়ার এর মধ্যে ঢোকে না। অ্যামাজনের সাথে ক্যারিয়ারের কোনো চুক্তি নেই। আপনার স্মল ইন্সট্যান্স আপনি এয়ারটেল/ভোডাফোন/বিএসএনএল - সবকিছু থেকেই অ্যাকসেস করতে পারবেন, এয়ারটেল বলবে না যে আমার নেটওয়ার্কে আপনাকে অ্যামাজন ক্লাউড অ্যাকসেস করতে গেলে পাঁচশো টাকা দিতে হবে, কিন্তু র‌্যাকস্পেসের জন্যে হাজার টাকা।
  • dc | 132.164.65.145 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৪০673738
  • Calm কাল একটা প্রশ্ন করেছিলেন, তাড়াহুড়োয় একটা নিউট্রাল উত্তর দিয়ে চলে গেছি :p

    "হ্যাঁ বা না তে উত্তর দিন তো। ১০০ মিটার রেসে আপনি কি আপনার কম্পিটিটরকে হ্যান্ডিক্যাপ দেওয়া মেনে নেবেন?"

    মশাই, আমার মতো জিরো এথিক্স সেলসম্যানকে এই প্রশ্ন কেউ করে? আমার উত্তর হলো, অবশ্যই অবশ্যই অবশ্যই মেনে নেব। আমার কম্পিটিটরের হ্যান্ডিক্যাপ না থাকলে জাজকে ঘুষ দিয়ে হ্যান্ডিক্যাপ দেওয়ানোর ব্যবস্থা করবো। আগে একবার লিখেছিলাম, আমার কাজ হলো মেশিন বিক্রি করা। তো ক্লয়েন্ট সাইটে গিয়ে দেখলাম কম্পিটিটরও হাজির, তখন আমার প্রথম কাজ হয় ক্লায়েন্টের টেকনিকাল ইন চার্জ বা কমার্শিয়ালের সাথে বসে, তার সাথে লাইন বানিয়ে, তাকে দশ কুড়ি হাজার ঘুষ দিয়ে টেন্দারে এমন ক্লজ ঢোকানো যাতে শুধু আমার মেশিন পাস হয়, কম্পিটিটরের মেশিন ডিসকোয়ালিফাই হয়ে যায়। অবশ্যই আমার কম্পিটিটরও একই খেলা খেলবে, কখনো ও জিতবে, কখনো আমি জিতবো :d

    যাই হোক, আপনার প্রশ্নের ইনটেন্ট বুঝতে পেরেছিলাম, তাই উত্তর একই থাকছে - না, মেনে নেব না।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৪৩673739
  • আপনার কম্পিটিটর মানে আপনার ঘোড়া নয়, আপনার বিপক্ষের ঘোড়া।
  • dc | 132.164.65.145 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৪৩673740
  • Calm তাহলে তো ঠিকই আছে। কমকাস্ট বা এয়ারটেল নিয়ে আমার কোন মাথাব্যথা নেই, আমি জানতে চাইছিলাম এরকম সার্ভিস পেতে পারি কিনা। বা বিক্রি করা যায় কিনা। উত্তর হ্যাঁ হলেই হলো, যেই কিনুক বা বিক্রি করুক না কেন।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৪৪673742
  • ও আচ্ছা, বুঝলাম। আগেরবার একটু কনফিউজন হয়ে গেসলো।
  • dc | 132.164.65.145 | ২৯ এপ্রিল ২০১৫ ১৫:৪৪673743
  • আচ্ছা। যাই হোক, একই উত্তর - না। :d
  • :-| | 219.126.110.112 | ৩০ এপ্রিল ২০১৫ ১৭:০৪673744
  • কিন্তু বিপ কোথায়? বিপ পাল কী শেষ কথা বলবে না?
  • potke | 126.202.128.224 | ৩০ এপ্রিল ২০১৫ ১৮:৪৯673745
  • আরেকটা টই খোলা হবে,অচিরেই।
  • lcm | 118.91.116.131 | ৩০ এপ্রিল ২০১৫ ২০:০৭673746
  • ডিসির ভয়ের কিসু নাই। কনটেন্ট ওনার ডাইরেক্ট বিক্রি করছে তো। অনেক নিউজ মিডিয়া আছে যাদের সিলেক্টেড কনটেন্ট সাবস্ক্রিপ্‌শন বেস্‌ড - নিউইয়র্ক টাইম্‌স থেকে আবাপ-র দেশ অনলাইন। কিন্তু, সেই সাবস্ক্রিপশনের সঙ্গে নেটওয়ার্ক ক্যারিয়ারের কুনো সম্পর্ক নাই। থাকার কথাও নয়।
    কুরিয়ার কোম্পানী তো প্যাকেট বহন করে, বিক্রি তো করে না।
  • dc | 132.164.235.68 | ৩০ এপ্রিল ২০১৫ ২০:৩০673747
  • নো প্রব্লেম,ক্যারিয়ার আর কুরিয়ার নিয়ে আমার আলাদা মাথাব্যথা নাই। কাস্টমার আর বিজনেস ওনাররা নানারকম ডিফারেনশিয়েটেড সার্ভিস কিনতে আর বেচতে পারলেই হলো।
  • pi | 192.66.7.69 | ০৪ মে ২০১৫ ১৬:৪৪673748
  • এটা কী কেস হচ্ছে ? জুকুবাবু হেব্বি চার্জড বক্তিমে দিচ্ছেন। বলছেন internet.org এর জগৎসভায় সকলের নেমন্তন্ন। যে ইচ্ছে চলে আসতে পারে। নেটওয়ার্ক প্রোভাইডারের কোন গপ্পোই নেই নাকি এর মধ্যে ?
  • S | 109.27.138.238 | ১৩ মে ২০১৫ ২১:২১673753
  • কিন্তু আমি যে শুনেছিলাম যে ইন্টারনেট নাকি ফ্রি হয়ে যাবে, মানে যেখানে যখন খুশি তখন পেয়ে যাবেন। অস্টিন শহর নাকি পুরো ওয়াইফাই করে ফেলা হবে ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন