এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পুটর টেকনলজি ভাট

    lcm
    অন্যান্য | ০৮ এপ্রিল ২০১৫ | ৪২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 60.242.74.27 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:১৭674617
  • হালে তিনটে খবর শোনা যাচ্ছে মাইক্রোসফ্‌টের থেকে

    ১) দীর্ঘ ২০ বছর পরে ইন্টারনেট এক্সপ্লোরার রিটায়ার করছে, উইন্ডোজ ১০ এর সঙ্গে আইই আসবে না।
    নেটস্কেপ ছিল শত্তুর। তাকে ধ্বংস করলেও, তাদের তৈরী একটি কম্পুটার ভাষাকে মাইক্রোসফ্‌ট ধ্বংস করত ব্যর্থ হয়েছে - সেটি হল, জাভাস্ক্রিপ্ট। বরং, ব্রাউজার ক্লায়েন্টে তার বাড়বাড়্ন্ত বেড়েছে। শোনা যাচ্ছে মাইক্রোসফ্‌ট-এর নতুন ব্রাউজার (স্পার্টান) খুবই জাভাস্ক্রিপ্ট ফ্রেন্ডলি।

    ২) মাইক্রোসফ্ট বাজারে নিজেদের লিনাক্স অপারেটিং সিস্টেম মিউক্স MIUX আনছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নি এখনও - কাজ চলছে।

    ৩) মাইক্রোসফ্‌ট উইন্ডোজ ওপারেটিং সিস্টেম সোর্স কোড ওপেন সোর্স করে দেবে, অর্থাৎ জনগণ ওএস কোড দেখতে পাবে - এমন শোনা যাচ্ছে।

    মাইক্রোসফ্‌ট কর্তা স্টিভ বামার এক সময় লিনাক্স কে ক্যানসার-এর সঙ্গে তুলনা করেছিলেন। বেসিক্যালি, ওপেন সোর্স কনসেপ্টকে তুলোধোনা করেছিলেন - বলেছিলেন লিনাক্স ইজ কমুইনিজ্‌ম।

    এখন ভোল বদল। ওপেন সোর্স ফিলসফি সফটওয়্যারের জগৎ পাল্টে দিয়েছে।
  • lcm | 60.242.74.27 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:২৪674628
  • এবার আর এক হাতির কথা - অ্যাপ্‌ল।

    স্টিভ জব্‌স অ্যান্ড্রয়েড-কে হিসেবের মধ্যেই ধরেন নি, বলেছিলেন - যদি ফোনে পর্নোগ্রাফি দেখতে চান তো যান অ্যান্ড্রয়েড ব্যবহার করুন না, কে বারণ করেছে। - ... I will spend every penny of Apple's $40 billion in my bank, to right this wrong. I'm going to destroy Android, because it's a stolen product...

    আজ, কিছু ক্ষেত্রে অ্যাপ্‌ল ফলোস অ্যান্ড্রয়েড, ফোনের সাইজ থেকে হাতঘড়ি।
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:৩২674661
  • সেটার কারণ বোধয় এটা "The drivers, once added to the Linux kernel, will provide the hooks for any distribution of Linux to run on Windows Server 2008 and its Hyper-V hypervisor technology. Microsoft will provide ongoing maintenance of the code."
  • lcm | 60.242.74.27 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:৩৩674672
  • মিউক্স টা মনে হচ্ছে হোক্স।
    কিন্তু মাইক্রোসফ্ট-এর লিনাক্স বেস্‌ড ওএস একটি আইডিয়া।
    ঠিক যেমন, অ্যাপ্‌ল এর আসল গুরু স্টিভ (জব্‌স নয়, ওয়াজ্‌নিয়ক) বলেছিলেন কয়েক বছর আগে যে অ্যাপ্‌ল-এর উচিত অ্যান্ড্রয়েড ফোন তৈরী করা ঃ-)
  • lcm | 60.242.74.27 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:৩৬674683
  • দুনিয়ায় একটা দিন আসতেই পারে, যখন ডেস্কটপ=লিনাক্স-বেস্‌ড-ওএস। হবে।
    ফোন বা হ্যান্ডহেল্ড ডিভাইস ওএস-এ অলরেডি যেটা হয়েছে।
    এবং, ঠিক এই জায়গাটাই মাইক্রোসফ্‌ট-এর কনসার্ন।
  • Spaceman Bells Bump | 47.228.105.28 | ০৮ এপ্রিল ২০১৫ ২১:৪৪674687
  • গেঁয়ো যোগী ভিখ্‌ পায় না
    ঘরকি মুর্গী দাল বরাবর

    ইত্যাদি প্রভৃতি
  • শ্রী সদা | 24.99.82.196 | ০৮ এপ্রিল ২০১৫ ২৩:৫৯674688
  • মাইক্রোসফট নতুন জিনিস অ্যাডপ্ট করতে একটু টাইম নেয়। কয়েকদিন আগেই কোরায় পড়ছিলাম, ১৯৯৩ অব্দি নাকি মাইক্রোসফট ওয়েব বা নেটওয়ার্কিং বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি। দেখানোর কথা ও নয়। গোটা আশির দশকে এম এস ডস, তারপর নব্বই এর শুরুতে উইন্ডোজ 3.1 আর এনটি - এইসব করে অপারেটিং সিস্টেমের ব্যবসায় প্রায় মনোপলি, কেন শুধু শুধু ওয়েব নিয়ে মাথা ঘামাবে। ফল, এখন ওয়েব রেভোলুশনের বাজারে জাস্ট পাত্তা পাচ্ছে না।
    তারপর দুহাজারের দশকের হ্যান্ডহেল্ড ডিভাইসের বাজার ধরতে ল্যাদ খেলো। অ্যান্ড্রয়েডের অনেক আগে থেকেই মাইক্রোসফটের ওএস ওয়ালা ফোন ছিল, উইন্ডোজ এমবেডেড অপারেটিং সিস্টেম। যদ্দুর জানি শুধু এইচ টি সি র হার্ডওয়ারে চলতো। কিন্তু মাইক্রোসফটের খুব বড়সড় কিছু ভিশন ছিলনা এই এমবেডেডের মার্কেট নিয়ে। এর মধ্যে ওপেন সোর্স অ্যান্ড্রয়েড চলে আসায় যেটা হল, যে কোনো হার্ডওয়ার ম্যানুফ্যাকচারার তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ডিপ্লয় করতে শুরু করলো, জাস্ট একটা হার্ডওয়ার স্পেশিফিক বোর্ড সাপোর্ট প্যাকেজ (BSP) বানিয়ে তার উপর অ্যান্ড্রয়েড কার্ণেল চাপিয়ে দেওয়া। টাইম টু মার্কেট অনেক কম, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইত্যাদির ঝামেলা নেই। এখন যা অবস্থা, মাইক্রোসফটের লুমিয়া সিরিজ খুব মিরাকল কিছু না হলে অ্যান্ড্রয়েডের কাছাকাছি লেভেলেও মার্কেট ধরতে পারবে না। সারফেস ট্যাব অলরেডি ঝাড় খেয়ে গেছে।
    তবে একটা জিনিস ঠিক, এখনো বেশীরভাগ ইউজারের জন্যে ট্যাব বা ফোন এর ইউজ কেস ডেস্কটপ বা ল্যাপটপের থেকে আলাদা, না হলে ল্যাপটপ আর কেউ কিনতো না। মনে হয়না অন্ততঃ আগামী এক দশকে মাইক্রোসফটকে ডেস্কটপ কম্পুটিং ও এস এর দিক দিয়ে অন্ততঃ কোনো চ্যালেঞ্জে পড়তে হবে।
  • শ্রী সদা | 24.99.82.196 | ০৯ এপ্রিল ২০১৫ ০০:১২674618
  • তবে শুধু মাইক্রোসফট না, নিয়মিত ইনোভেটিভ প্রোডাক্ট না বানাতে পারলে প্রোডাক্ট কোং হিসেবে টিঁকে থাকা চাপ। মাইক্রোসফট এই হিসেবে চল্লিশ বছর প্লাস চালিয়ে যাচ্ছে, মনোপলি ধরে রেখে, নট ব্যাড।
  • potke | 126.202.140.112 | ০৯ এপ্রিল ২০১৫ ০১:২৫674619
  • মাঃসঃ এর রিসার্চ গ্রুপ খুব স্ট্রং।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ০৭:৩২674620
  • প্রথমে স্মার্টফোন/হ্যান্ডহেল্ড ডিভাইসে মাইক্রোসফ্‌ট খারাপ ছিল না - পাম, ব্ল্যাকবেরি, মাইক্রোসফ্‌ট - এই তিনটে মেজর প্লেয়ার ছিল। ২০০৫ সাল নাগাদ আমি চেঞ্জ করে উইন্ডোজ মোবাইল ব্যবহার করতে শুরু করি। তখনও আইওএস/অ্যান্ডয়েড আসে নি।

    আসলে মাইক্রোসফট শুরুতে মোবাইল প্লাটফর্মকে খুব একটা পাত্তা দেয় নি। আইফোন/আইপ্যাড আসার পরে টনক নড়ে, কিন্তু অ্যান্ড্রয়েডের উত্থান ধরতে পারে নি। অ্যাপ্‌ল-এর আইপড-এর সঙ্গে পাল্লা দিয়ে বের করল জিউন মিউজিক প্লেয়ার। এর মধ্যে এক্স-বক্স লেগে গেল, যদিও শুরুতে মার্কেট পেতে খুব মুশকিল হয়েছিল, কিন্তু এক্স-বক্স দাঁড়িয়ে গেল। জিউন প্লেয়ার উবে গেল।

    এখনও ল্যাপটপ/ডেস্কটপে ওএস-এ মাইক্রোসফ্ট-এর গ্লোবাল মার্কেট শেয়ার ৯০% , ম্যাক ৫.৫%, লিনাক্স (< ২%)

    কিন্তু, হ্যান্ডহেল্ড ডিভাইসে (ফোন,ট্যাবলেট, ফ্যাবলেট...) মাইক্রোসফ্‌ট-এর মার্কেট শেয়ার প্রায় নেই, অ্যান্ড্রয়েড ৬২%, আইওস ৩৬%, মাইক্রোসফ্‌ট ২%।
    আর আইডিসি অ্যানালিসিস বলছে, ... By 2017, 87% of the worldwide connected device market will be tablets and smartphone, with PCs (both desktop and laptop) being 13% of the market...

    এই প্রেডিকশন নিঃসন্দেহে মাইক্রোসফ্‌ট-এর পক্ষে অস্বস্তিকর।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ০৭:৪৩674621
  • স্পেসম্যান-বেল্‌স-বাম্প বোধহয় অজ্জিত।
    হ্যাঁ, যদ্দুর মনে পড়ছে অজ্জিতের সঙ্গে যা নিয়ে ২০০৭ নাগাদ তক্কো হয় সেটা মূলত ছিল লিনাক্স ডেস্কটপ নিয়ে। সেই মার্কেট খুব একটা বাড়ে নি। যেটা বেড়েছে সেটা হল - ইউনিক্স বেস্‌ড ওএস - অ্যান্ড্রয়েড, আইওএস (এটা ওএসএক্স বেস্‌ড, যা কিনা বিএসডি ইউনিক্স বেস্‌ড)।
    যদিও, উবুন্টু বা সেন্ট বা অন্য পপুলার ইউনিক্স ডেস্কটপ-এর ব্যবহার তেমন বাড়ে নি, কিন্তু পোটেনশিয়াল আছে। এখন এদের একটা গুগল টাইপের কোম্পানী চাই। উইন্ডোজ-কে হঠিয়ে আসলে মার্কেটে ঢুকছে অ্যান্ড্রয়েড।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ০৭:৪৭674622
  • শ্রীসদা,
    মাইক্রোসফ্‌ট এর ফিউচার নিয়ে একটা লেখা কিছুদিন আগে পড়লাম। ওপেন সোর্স মুভমেন্টটা আইবিএম, ওর‌্যাক্‌ল সকলে ধরে ফেলল, শুধু মাইক্রোসফ্ট ধরল না, বেশিদিন মনোপলি করলে এই এক সমস্যা হয়। অ্যাপ্‌ল আর মাইক্রোসফ্ট - এই দুই কোম্পানীর একটা কমন অডাসিটি আছে, যেটা এদের ডোবাতে পারে।
  • Spaceman Bells Bump | 125.112.74.130 | ০৯ এপ্রিল ২০১৫ ০৯:৪৪674623
  • নাঃ শুধু ডেস্কটপ/ল্যাপটপ ওয়ার নয় - সেখানে পার্সোনাল প্রেফারেন্স আর প্রোজেক্ট প্রেফারেন্স দুইই থাকে। বক্তব্যটা টেকনিক্যালিটি নিয়ে - লিনাক্সের ইউজেবিলিটি কম - এই মিথটা ক্রমশঃ ভাঙছে। আমাদের ল্যাবেই গত দু বছরে বেশ বড়সড় কনভার্সন রেট।

    আর দ্বিতীয়তঃ ওপেন সোর্স - এই নিয়েও গুচ্ছ বাইট খরচ হয়েছে - সিকিউরিটি/ইউজেবিলিটি ইত্যাদি নিয়ে। সেখানেও দেখা যাচ্ছে বড় কোম্পানিও বাধ্য হচ্ছে এই মডেলে ঢুকতে।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ১০:৩৩674624
  • আজকাল আইটি টেক টিমে আর ম্যাটার করে না, ছেড়ে দেওয়া হয়েছে, একই টিমে কেউ ম্যাক, কেউ উইন্ডোজ, কেউ লিনাক্স - যার যা পছন্দ, বেসিক্যালি এ নিয়ে আর লোকজন মাথা ঘামায় না। য্খন ইক্লিপ্‌স খুলছে তখন যাতেই খুলুক ব্যাপারটা তো একই। আমাদের এখানে আইডিই ও ছেড়ে দেওয়া হয়েছে, যার যা ভালো লাগে ব্যবহার করে।

    আইবিএম ২০০১-এই, ইক্লিপ্‌স তৈরীর জন্য ওদের ভিসুয়ালএজ-এর কোডবেস আর প্রায় ৪০ মিলিয়ন ডলার দেয় ইক্লিপ্‌স ফাউন্ডেশনে - এটাকে অনেকে বলে থাকেন পায়োনিয়ারিং মুভমেন্ট অফ কর্পোরেট ইন্ভেস্টমেন্ট ইন ওপেন সোর্স ।
    ... In 2001, IBM had a vision of how to build better software products. The strategy they executed with Eclipse has effected the entire software industry. Open software platforms and open collaboration were radical ideas then. Now they are conventional wisdom...
  • Spaceman Bells Bump | 125.112.74.130 | ০৯ এপ্রিল ২০১৫ ১১:১১674625
  • সব জায়গায় এটা মনে হয় সত্যি নয়, অন্ততঃ এদেশে। বাইরে জানি - আমার এক বন্ধু নিউক্যাসল থেকে মাঃসঃ রিসার্চে গেছিলো, রেডমন্ডে। সে একবার এসে বল্ল ওখানে মেজরিটি জনতা ম্যাক ব্যবহার করে। সে নিজেও।

    এখানে প্রোজেক্ট রিকোয়্যারমেন্টের ওপর সব ঠিক হয়, কেউ শেয়ারপয়েন্ট, কেউ অন্য কোনো টুল এই সব আছে। মনে হয় অন্য সার্ভিস কোংগুলোতেও এটাই সত্যি। তারপরে আমাদের দোকানেই যেমন অধিকাংশ পোর্টাল মেড ফর আইই - অন্য কিছু ব্যবহার করলে নানান ঝকমারি, এবং সেগুলো নিয়ে হল্লা করলে এসকে-র মত কিছু গাম্বাট উঁচুতলার জনতা বলে "ডোন্ট বি আ সোর থাম্ব" ঃ-) তাছাড়া, সবাই উইন্ডোজে থাকলে কর্পো সিকিউরিটি আর সিস অ্যাডমিনের পোয়াবারো - ম্যাকাফি/নর্টন এইসব জিনিস বা ওয়েবসেন্স এজেন্ট বসিয়ে অনেক রেসট্রিকশন আনা সহজ হয়ে যায় - যেমন কিছু ইনস্টল করতে গেলে সিআর ছাড়া হবে না, পেনড্রাইভ বন্ধ ইত্যাদি। অথচ ওভাবে অন্ততঃ আমাদের কাজ হয় না, আমরা নানারকম জিনিস ইনস্টল করে দেখি, কনফিগারেশন বদলে দেখি - সবকিছুর জন্যে সিআর খুলে সাপোর্টের আশায় বসে থাকলে আর কাজ হবে না। ওদিকে লিনাক্সে লোকজনকে এই ঝামেলা পোয়াতে হয় না, কিন্তু তাতে আবার এই দাদাগিরিও ওরা করতে পারে না - তাই সবরকম ভাবে লিনাক্স প্রোপোনেন্টদের বাঁশ দেওয়ার চেষ্টা করে।

    এই যেমন কিছুদিন আগে দুম করে NTLM অথেন্টিকেশন শুরু হল কাউকে কিছু না জানিয়ে। লিনাক্স/ফাফ থেকে ব্রাউজ করতে গিয়ে ঝাড়টা টের পেলুম। তখন আবার খুঁজে পেতে CNTLM দিয়ে সেইটা ম্যানেজ করা গেলো। কিন্তু ওই - প্রায় একদিন নষ্ট হল রাস্তা বের করতে।

    লোটাস ছাড়া মেল চলে না (ওয়েবমেল আছে অবশ্য) - ওদিকে ৬৪ বিট লিনাক্সে লোটাস ইনস্টল করার অনেক হ্যাপা, আর লোটাস একটি অতি বদখৎ জিনিস। কিন্তু তা সত্ত্বেও পপ/আইম্যাপ খুলবে না। আমরা খেটেখুটে লিনাক্সে লোটাস করে নিই, তারপর সেই নলেজটা ছড়ানোর চেষ্টা করি যাতে অন্যরাও করে নিতে পারে।

    সোজা হিসেব হল রুখে দাঁড়ালে এরা বেশি ট্যাঁ ফোঁ করতে পারে না। হায়দ্রাবাদ ল্যাবে সীতারাম বলে একজন আছে, বেশ উঁচু লেভেলের লোক - সিকিউরিটি এক্সপার্ট। আর সাংঘাতিক রকমের লিনাক্স/ওপেন সোর্স ভক্ত। সে যেমন বলেই দিয়েছে লোটাস ব্যবহার করবে না, রীতিমত প্যারালেল মেল সার্ভার চালায় হায়দ্রাবাদ ল্যাবে, এবং কারো ক্ষমতা নেই ওকে ঘাঁটায়। মোটামুটি ভাবে লিনাক্স বিদ্রোহটা ওই লীড করে - আমার সঙ্গে হেব্বি জমে লোকটার। ল্যাবে লিনাক্স ব্যবহার নিয়ে কর্পো সিকিউরিটির ভিপি একবার ধাষ্টামো শুরু করেছিলো - তার্পর একটা কংকল হয় - সেখানে আমরাও ছিলুম। সিস অ্যাডমিন আর কর্পো সিকিউরিটির মোটামুটি পেন্টুল খুলে নেওয়া হয়েছিলো। তারপর থেকে ওই ভিপিটিও দেখি সমঝে চলেঃ-)
  • quark | 24.139.199.12 | ০৯ এপ্রিল ২০১৫ ১১:২২674626
  • ও ইয়েস! ডেস্কটপে উইন্ডোজ সেই ছোটবেলায় কখনও ব্যবহার করেছিলাম, আজকাল রাস্তায় দেখা হ'লে ভালো ক'রে চিনতেও পারি না।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ১১:৫২674627
  • লোটাস নোট্‌স ! বহুদিন পরে শুনলাম।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ১২:২১674629
  • আমাদের রোজ সহ্য করতে হয়। অসম্ভব অসহ্য এক জিনিস।
  • d | 144.159.168.72 | ০৯ এপ্রিল ২০১৫ ১৩:২০674630
  • লোটাস নোটস, হ্যাঁ একবার একটা কোঙে মাস ৬এর জন্য ব্যবহার করতে হয়েছিল। ৬ মাস পরে তারা আবার হুড়মুড়িয়ে মাইক্রোসফট এক্সচেঞ্জে ফেরত গেল।
  • lcm | 118.91.116.131 | ০৯ এপ্রিল ২০১৫ ১৩:৪০674631
  • মাইক্রোসফ্‌ট বাজারে আনছে ফিনফিনে পাতলা সার্ভার - ন্যানো সার্ভার। পরের বছর - উইন্ডোজ ২০১৬ সার্ভার রিলিজে আসবে। ন্যানো সার্ভারে কোনো UI নাই।
    ... Nano Server will offer Windows Server customers the option of running Windows Server stripped down to its smallest footprint. Nano Server will be about 1/20th the size of Windows Server Core and no UI.
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:৩৬674632
  • আমাদেরও মাইক্রোসফ্ট এক্সচেঞ্জ। প্রবলেম হল, থান্ডারবার্ড বা অন্যান্য ওপেন সোর্স মেল ক্লায়েন্ট দিয়ে কানেক্ট করা যায়না। আউটলুক লাগে।
  • lcm | 60.242.74.27 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:৪৮674633
  • যদি পপ বা আইম্যাপ সাপোর্ট কনফিগার করা থাকে তাহলে কানেক্ট করা উচিত। আর তোমাদের এক্সচেঞ্জ যদি শুধু ম্যাপি mapi সাপোর্ট করে তাহলে মুশকিল, শুধু আউটলুক ক্লায়েন্টে কাজ করবে, mapi হল মাইক্রোসফ্ট-এর প্রোপিয়েটরি প্রোটোকল।

    যাই হোক, থান্ডারবার্ড-এ ExQuilla অ্যাডঅন লাগাও, ম্যাপি-তেও কাজ করা উচিত।
  • শ্রী সদা | 24.99.114.150 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৫২674634
  • এক্সকুইলা ফ্রী নয় তো ঃ(
    পপ বা আইম্যাপ ডিটেল খুঁজে দেখিনি অবশ্য, কিন্তু আউটলুকে জাস্ট ইমেল আইডি আর পাসওয়ার্ড দিলেই কনফিগ করে নেয়। উইন্ডোজ ফোনেও।
  • শ্রী সদা | 24.99.114.150 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৫৫674635
  • তবে হ্যাঁ, ফিচার সেটের দিক দিয়ে আউটলুক ওপেন সোর্স অল্টারনেটিভগুলোর থেকে অনেক অনেক বেটার। কোলকাতায় অ্যালামনাসে যখন ছিলাম থান্ডারবার্ড ইউজ করতাম, লিনাক্স ওয়ার্কস্টেশন ছিল। তারপর এই চাগ্রীতে এসে আউটলুক কদিন ইউজ করে বুঝলাম কী ডিফারেন্স ঃ)
  • lcm | 146.152.142.63 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৩৩674636
  • কি ডিফারেন্স? আমি জানতে চাই। আমার দুটো অপশনই আছে।
  • শ্রী সদা | 24.99.114.150 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৪৬674637
  • পুরো অ্যাপ্রোচটাই আলাদা টাইপের মনে হয়। আউটলুকে জি ইউ আই অনেক রিচ, প্রচুর বেশী অপশন, ইন্টিগ্রেটেড ক্যালেন্ডার আর মিটিং ইনভিটেশন, খুব স্মুদ মাইক্রোসফট অফিস ইন্টিগ্রেশন, ইন বিল্ট অ্যাকটিভ ডিরেক্টরি ইন্টিগ্রেশন .... সব মিলিয়ে আলাদা এক্সপিরিয়েন্স। থান্ডারবার্ড অবশ্য অনেক লাইটওয়েট।
  • pj | 120.227.18.247 | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৫৪674638
  • আউটলুক কয়লা ভত্তি স্টেশন ওয়াগন এর থেকেও ভারী । আমরা আউটলুক চালু করতে দিয়ে টিফিন করতে যেতুম।
  • দী | 228.248.6.140 | ১০ এপ্রিল ২০১৫ ১০:১৬674640
  • সফটয়্যার হিসেবে লোটাস নোটস আই ই-র থেকেও বিরক্তিকর - এর চেয়ে বেশি আর কীই বা বলা যেতে পারে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন