এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ২৩৯১৮ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 125.187.53.39 | ০৮ মে ২০১৫ ২৩:৩৮677542
  • আপিস যাতায়াতের পথে যদি আপিসের গাড়ি না ব্যবহার করতে হয় এবং নিজে গাড়ি না চালাতে হয়, এবং পেছনের সিটে পা মেলে বসে বিয়ারের ক্যানে চুমুক দেওয়া যায়, আর গোঁপ বেয়ে বিয়ার গড়িয়ে পড়লে দোকান থেকে দেওয়া খবরের কাগজের টুকরোয় মুছে ফেলা যায়, তাহলে ভাল। আজ যাতায়াতের পথে দুবেলাই অমনি করলাম। গাড়ির জানালায় বেআইনি কালো কাচ, এসি চলে, কিন্তু জানালা একটুখানি ফাঁক করে সিগারেট খাওয়া যায়, কারণ ড্রাইভার আপত্তি করে না। কাচের ওপর দিয়ে লাল-হলুদ ফুলওয়ালা গাছ দেখতে দেখতে আপিস গিয়ে পৌঁছনোর পর বিরক্তির একশেষ। তার ওপর পা ফুলে ঢোল। গোদাক্রান্ত সরকার কাকিমার মতো
  • sm | 233.223.159.253 | ০৮ মে ২০১৫ ২৩:৫৮677553
  • যাতায়াতের পথে দুটো দোকান পড়ে; থ্রেট ( বোধহয় থ্রেড হবে ) সেন্টার , আর একটায় লেখা, এখানে ঢেউ খেলানো ছাদ বিক্রি হয়।
  • b | 24.139.196.6 | ০৯ মে ২০১৫ ০০:০২677564
  • উল্টোদিকে প্রবল নদ, অন্ধকার, ভয়াল। সেই পাহাড়ের উপরে মন্দির, আষাঢ়ে আষাঢ়ে মা ঋতুমতী হন, ভক্তের ঢল নামে। মাটির খুব কাছাকাছি মেঘে ও বৃষ্টিতে ভিজে যায় অভাজন শরীর, পৃথিবী নিশ্বাস বন্ধ করে পুনর্জন্মের প্রতীক্ষা গোণে।
  • anandaB | 154.160.226.94 | ০৯ মে ২০১৫ ০০:০৬677575
  • SDF এর পথে কাদাপাড়ার মোড়ে (নাকি চিংড়ি ঘাটা, এতদিন বাদে খেয়াল-ও থাকে না ছাই) বহুদিন ধরে একটা সাইনবোর্ড ছিল

    "দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে টু প্রিভেন্ট এইডস" - আর তার তলায় একটা বিশাল হাতের ছবি

    মানে অপরের কোট এর ভেতরকার কথাগুলো verbatim নাও হতে পারে কিন্তু মানে করলে ওই দাড়ায়
  • 4z | 79.157.80.175 | ০৯ মে ২০১৫ ০০:০৭677586
  • রোজ অফিসের জানলা দিয়ে প্লেনগুলোর ওঠানামা দেখতে দেখতে হিসেব করি এদের মধ্যে কোনটা আমাকে নিয়ে যাবে দুই বুড়োবুড়ির কাছে। মাঝে মাঝে মনে হয় আহা ঐ ল্যান্ডিং গিয়ার ধরে যদি ঝোলা যেত! এক্সেল শিটে তো আর কলামের সংখ্যা বেড়েই চলে।
  • avi | 125.187.41.150 | ০৯ মে ২০১৫ ০০:২০677597
  • আমার বন্ধুর বাড়ির পাশে একটা মনিহারী দোকান আছে। নিবেদিতা স্টোর্স। তাতে নাকি লেখা আছে, " এখানে সমস্ত জিনিস পাওয়া যায়।" আর পরের লাইনে, "এখানের কোনো জিনিসের কোনো গ্যারান্টি নেই।"
  • শঙ্খ | 127.194.250.32 | ০৯ মে ২০১৫ ০০:২৪677608


  • কীপ লিসনিং, কীপ লিসনিং
  • a x | 138.249.1.202 | ০৯ মে ২০১৫ ০০:৩০677619
  • চিটচিটে আঠার মধ্যে একটা গুবড়ে পোকা কাত হয়ে পড়ে। সরু মুখওয়ালা ফরসেপে টেনে বার করে রেলিংএর ওপর তুলে দিই পোকাটকে। ফরসেপের মুখে কোনো দাঁত নেই, যাতে পোকাটার ডানায় না দাগ বসে। পোকাটা জিভ দিয়ে চেটে চেটে আঠা পরিষ্কার করে। মাঝে মাঝে হাঁপায়। তারপর উল্টো থেকে সোজা হবার প্রক্রিয়াটা চালাতে থাকে। আমি অপেক্ষায় থাকি। সোজা হলেই আবার উল্টে দি। অন্ধকার হয়ে এলে আবার সাবধানে ফরসেপে করে পোকাটাকে আঠার ঠিক মাঝখানে ফেলে দি। বারান্দার দরজাটা কতবার বলেছি বন্ধ রাখতে!
  • I | 120.224.201.214 | ০৯ মে ২০১৫ ০০:৩১677630
  • ভীড় ট্রেনের মধ্যে একটা সিট খালি হয়; মা ধপ করে বসে পড়ে। আমাকে কোলে নিয়ে নেয়। মা'র কপাল থেকে ঘাম গড়াচ্ছিল। লোক্যাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জার মহিলারা ঠুকরে ঠুকরে মা'র পালক ছিঁড়ে নেয়। হাওয়ায় ধুনুরির তুলো ওড়ে। মা অপরাধীর মত হাসে। ঠোকরাতে শেখে নি।

    মিশনে ভর্তির পরীক্ষা দিতে নিয়ে গেছে আমাকে, মা। আমি অ্যালাউ হই নি। আমাদের বাড়ির চারপাশে কলোনি'র গন্ধ ম ম করে। সন্ধ্যে হলে ভুতের ছানার মত বাচ্চারা কোথা থেকে পিলপিল করে বেরিয়ে এসে তাসা পার্টির বিসর্জনের নাচ নাচে। ওরা পড়াশুনো করে না। রোদ্দুরে মা আর আমি দাঁড়িয়ে আছি। মিশনের ফুলবাগানে গরমকালে আর কী ফুল ফুটবে? আমি মা'র পায়ে মাড়িয়ে দিই। নখকুনি হয়েছে; মা'র পা থেকে গলগল করে পুঁজ বেরোয়। যন্ত্রণায় চীৎকার করে ওঠে।

    মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আই সি ইউ র বিছানায় শুয়ে। কারো সাথে কথা বলে না। পেচ্ছাপ চেপে রাখতে মা'র কষ্ট হয়। প্যান্ট ভিজে যায় দু ফোঁটা-চার ফোঁটা। আজকে আর মা অন্য কারো কথা ভাবছে না। নিজের কথাও না। দূরে মৃৎভাণ্ড ভেঙে যায়। পৃথিবীতে দিন হয়, রাত হয়।
  • h.halder | 149.72.158.28 | ০৯ মে ২০১৫ ০০:৩৬677642
  • চেপেচুপে রাখি ফিরবার পাখা ঢাকা থাকে সব মগজের ভাঁজে
    ঐপারে আছে স্তিমিত ভোল্টে চিড়বিড় করে নিয়নের চোখ
    গলকম্বলে নরম গাভীর আদরের মত দুঃখরা জমে নিকোটিন পোড়া বাদামের চাক
    ট্রেল মিক্স যেন কোন দেশী স্বাদ, মুখ ফিরে আসে বাঙালীয়ানা ঝাল
    নেই শুধু শীত কেটে গেলে রোদে, ফিরবার পাখা
    ছেঁটে ফেলা হোক। ঐপারে আলো স্তিমিত, হলুদ, লোডশেডিঙের কোন সন্ধ্যায় ছুটি পেয়ে যায়
    বৃদ্ধ মানুষ। জলের পোকারা জল নিয়ে খেলে, ঝর্ণাতলার, নির্জনে
    ছায়া।
  • kk | 182.56.20.12 | ০৯ মে ২০১৫ ০০:৪০677653
  • শংখর এই আইডিয়াটা ভালো।আমার যা মনে আসছে সেটাও একটা গান দিয়েই সবচেয়ে ভালো লেখা যায় --
  • Div0 | 132.167.219.246 | ০৯ মে ২০১৫ ০০:৫৪677664
  • ইনডীড, থ্যাংকস শঙ্খ আর কেষ্টদি -



    "The wild dogs cry out in the night
    As they grow restless longing for some solitary company
    I know that I must do what's right
    Sure as Kilimanjaro rises like Olympus above the Serengeti
    I seek to cure what's deep inside, frightened of this thing that I've become"
  • Div0 | 132.167.219.246 | ০৯ মে ২০১৫ ০০:৫৬677675
  • ডলি পার্টন, মাইকেল বুবলে... অ্যাম কাউন্টিং :)
  • achintyarup | 125.187.53.39 | ০৯ মে ২০১৫ ০১:২৫677686
  • দাগ বসে যায়, হাঁটুতে ব্যথা করে, রাস্তায় বড্ড জ্যাম, আমার ঘুম পায়, অথচ চোখ বুজলেই সব ছবিরা আসে, ঘুম হয় না, আর মৌচাক আর পেয়ারাগাছ আর লাল ধুলো রাস্তার কথা ভাবলে দেখি ঝাপসা হয়ে আসে সব, কিছুই আজকাল ভাল মনে থাকে না, আর ভিড় ভাল লাগে না, অথ্চ পালাতেও ইচ্ছে করে না, আর কোথাও যাই না কিন্তু হাঁটতে থাকি আর গড়াতে থাকি আর কাচবন্ধ গাড়ির মধ্যে বসে থাকি আর রাস্তায় বড্ড জ্যাম, আর হাঁটুতে ব্যথা করে, এদিকে যেই ভাবি, আর পারিনে, তুলে নে মা, অমনি হাসি পেয়ে যায়, কিন্তু দাগ বসে যায় আর জ্বালা করে, বার বার নেট চলে যায়
  • একক | 24.99.67.100 | ০৯ মে ২০১৫ ০১:৩৩677697
  • কুকুর বেসিক্যালি কাওকে ডাকে ফাকে না ,জাস্ট ডাকে ।
  • san | 113.252.218.109 | ০৯ মে ২০১৫ ০১:৩৫677708
  • মটরশুঁটির খোসা ছাড়াচ্ছিলাম। একটা সবুজ শুঁওপোকা হাতে উঠে এসেছে। একেবারে কচি , জ্বালাটালাও করলনা । বারান্দার রেলিং এ ছেড়ে দিয়ে এলাম। আশা করি সে প্রজাপতি হবার পরে আরেকবার আসবে।
  • aka | 81.91.98.91 | ০৯ মে ২০১৫ ০১:৫৮677719
  • লোকটা একটা মাছ ধরল। বালতিতে ছুঁড়ে ফেলে দিল। খানিক বাদে, মাছটা তখনও ছটফট করছে, এসে একটা কাঁচি দিয়ে গলাটা কেটে নিল। পরের বারের টোপ। একদিকে ভালই সব কিছু বেশ তাড়াতাড়ি হল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সম্পূর্ণটাই। আমিও মাছ খাই।
  • 4z | 79.157.80.175 | ০৯ মে ২০১৫ ০২:২৬677730
  • আজ্জোদার লেখা দেখে মনে পড়ল। কোনদিন বাবা মাংসের দোকানে নিয়ে যেত না, সেদিন নিল। দেখলাম চাহিদা অনুযায়ী কেমন মাংস কেটে দিচ্ছে। আবার একদিন গেলাম, আবার একদিন। নজর পড়ল দোকানের পিছনে। শিং দুটো দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা আর একজন পিছনের পা দুটো টেনে ধরে আছে। কিছুক্ষণ পরে ধড় আর মুণ্ডু আলাদা হয়ে গেল, ফিনকি দিয়ে ছুটল রক্ত। তখনও পা দুটো ছুঁড়ছিল। মাটন আজও আমার প্রিয়।
  • kc | 198.71.244.198 | ০৯ মে ২০১৫ ০২:৩৫677741
  • আমার ছেলেকে মাংসের দোকানে নিয়ে যেতাম। বেশী বদমায়েশি করলে ওরকম করে টাঙিয়ে রাখা হবে বলে ভয় দেখাতাম। পুত্র আজ টিন। আজও সে আমিষ খ্যয়না।
  • h.halder | 149.72.158.28 | ০৯ মে ২০১৫ ০২:৩৮677753
  • রোগশয্যায় শুয়ে থেকে হাত ধরে নেয় মানুষ যেন আটকে যাবে বিবিধ প্রস্থান।
    ভবিষ্যৎ বদলে যাবে রিপোর্টে লিখ্ছে যে বিষ
    যেন নেমে যাবে প্রিয়জন পরিজন তাদের হাতের টানে জড়িবুটি ম্যাজিক শিকড়।
    হাত ধরে নেয় তার, যে কিনা সর্বদাই ধূসর বকের মত অনির্দিষ্ট লক্ষ্যে অবিচল।
    রোগশয্যায় শুয়ে মানুষ খুঁজতে থাকে যাকে সে জন্মাবধি উড়ু উড়ু প্রাণ তার বাহিরাম বাহিরাম করে
    রোগশয্যায় শুয়ে আষাঢ়ের প্রশম দিবসে যদি কোন কিছু আচম্বিৎ ঘটে, যদি সে জীবন পায় যদি পায়
    পরিজন জীবনের ছোট ছোট গ্রীষ্মদিন শীতের পলকা দিনে হরিনের সহসা পারাপার
    রোগশয্যায় শুয়ে বিভ্রমে হাত ধরে নিতে চায় যে হাতের প্রকৃত স্পর্শ অচেনা।
    হাত ধরে নেয় তার যেন এই হাতে আছে ধুলোমুঠি সোনা করা জ্ঞান, যেন এই হাতে লতা গুল্ম বেয়ে ওঠে যেমনটা অরণ্যে মহাবৃক্ষে হয়
    এই হাতে যেন আছে ছায়া যেন হ্রদের কিনার ঘেঁষে যৌবনে পিকনিক, মৃদুমন্দ কিশোরকুমার
    হাত ধরে নেয় তার যেন সে রবীন্দ্র ঠাকুর, রোগশয্যার বিভ্রম তাকে কি জানি কি বলে
    আসলে সে হাত যেন স্বার্থপর পলাতক নয়, যেন সে টানবে কাছে পৃথিবীর মত।
  • kc | 198.71.244.198 | ০৯ মে ২০১৫ ০৩:৩৭677764
  • ট্যাব এস 8.4 ইস দ্য বেস্ট । বেটার দ্যান আইপ্যাড।
  • Paramita | 208.95.226.236 | ০৯ মে ২০১৫ ০৪:৩১677775
  • সব সময় খালি মনটা হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে করে। কি করি বলুন তো?
  • dc | 132.164.207.170 | ০৯ মে ২০১৫ ০৭:২৬677786
  • এবার কলকাতায় গিয়ে গোলবাড়ির কষা মাংস খেতেই হবে। অনেক দিন খাওয়া হয়নি। সাথে এক প্লেট লিভারও নেব। আর পরের দিন সকাল বেলা গিয়ে উল্টো দিকের মিষ্টির দোকানে গরম গরম বোঁদে কয়েক পাতা। আঃ!

    যাই এবার ইডলি আর সম্বর খাই গিয়ে।
  • Tim | 101.185.27.237 | ০৯ মে ২০১৫ ১১:০৭677797
  • ফেসবুকে আলবাল জনতার পোস্ট পেলেই গিয়ে প্রোফাইল দেখি। খুব জানতে ইচ্ছে করে ইন জেনেরাল এদের। কি করে কোথায় পড়াশুনো, পরিবার কেমন। যদি একটা গাবদা বইয়ে এদের জীবন লেখা থাকতো তো কিনে পড়তাম।
  • Abhyu | 85.137.13.237 | ০৯ মে ২০১৫ ১১:২৬677808
  • সেদিন গাড়ি ধোয়াতে নিয়ে গিয়েছিলাম। গাড়ির মধ্যে কোয়ার্টারের একটা রোল ছিল, মানে দশ ডলার, সেটা মিসিং। আর্যদার পোস্ট দেখে মনে হল। লোকগুলো খুব কম মাইনে পায়। কিন্তু ঠকলে খারাপ লাগে।
  • | ০৯ মে ২০১৫ ১১:৩৮677819
  • ফেসবুক হল গিয়ে প্রাপ্তবয়স্কদের কাল্পনিক বন্ধু বানাবার জগৎ ---- পছন্দ হয়েছে কঠাটা
  • cm | 116.208.128.8 | ০৯ মে ২০১৫ ১৩:২৩677830
  • মনের শূন্যতা যে ধারণা দিয়ে ভরানো যায় তাই ঈশ্বর। ভালবাসার ধারণাও খানিকটা তেমন।
  • sinfaut | 69.93.200.159 | ০৯ মে ২০১৫ ১৩:৪৯677841
  • মনে যা আসে তাই লিখতে পারা আসলে অসম্ভব। যা ভাবি তা তো পুরোপুরি মানুষি ভাষা নয়। এখানে কমা পড়বে, ওখানে দাড়ি এসব ভাবতে বাক্য বানাতে বসি, আর ঠিক যা ভাবছিলাম তাকে ঘিরে গপ্প বা ঢপ দিতে বসি। যেমন গাড়ি বিস্ট গাজলার এসব পড়তে পড়তে ভাবছিলাম আসলে লিংগ আর ছবি মনে পড়লো গাড়ির গিয়ারটা আসলে উত্থিত নাড়ানাড়ি, সেকি আনন্দ মাইরি গাড়ির শরীর বেয়ে আমার শরীর বেয়ে। এমনসব।
  • dc | 132.164.207.170 | ০৯ মে ২০১৫ ১৪:৪০677852
  • আজ কিছুটা গরম পড়েছে, ৩৬ ডিগ্রী। এই সময়টায় রোদচশমা পরে ঘোরাঘুরি করতে বেশ ভাল্লাগে। মনে হয় বেশ মেঘলা মতো, ওদিকে রোদ্দুরে চাঁদি ফেটে যাচ্ছে। সুন্দর কনট্রাস্ট। এই সময়টাকে বলে অগ্নি নক্ষত্রম বা কাত্রিভেল। এখন তামিলরা বাটি বাটি ঝাঁঝালো গরম রসম খায় আর ধবধবে সাদা শার্ট আর ভেষ্টি পরে ঘুরে বেড়ায়।
  • dc | 132.164.207.170 | ০৯ মে ২০১৫ ১৪:৪৭677864
  • ওদিকে ইন্ডিয়ান আর্মির গোলাগুলি ফুরিয়ে এসেছে বলে যুদ্ধে যেতে পারবে না। এটা বেশ ভালো, পাকিস্তানি আর্মিরও যদি গুলি ফুরিয়ে যায় তো ওরাও আর যুদ্ধ করতে পারবেনা। ফাঁকা বন্দুক, কামান আর ট্যাংক দিয়ে যতো পারো ভয় দেখাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন