এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ০১ জুলাই ২০১৫ ১৯:১২681480
  • গানের ওপারে-তে বাসবদত্তা কোন ভূমিকায় ছিল? সিরিয়ালের ডিটেলগুলো এক্কেবারে মনে পড়ছে না। ঐ সিরিয়ালে ওঁর অভিনীত যে কোনও এপিসোডের লিং দিলে খুবই উপকার হয়।
    ধন্যবাদ।
  • | 183.17.193.253 | ০১ জুলাই ২০১৫ ১৯:২৫681481
  • গানের ওপারে বাসবদত্তা ছিলো?কোন ভূমিকায়?
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ১৯:৩৫681482
  • দামিনী বা মিনি।
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ১৯:৩৭681483
  • | 77.98.72.126 | ০১ জুলাই ২০১৫ ১৯:৪১681484
  • মিনি তো কাবুলিওয়ালায়। আর দামিনী হল গিয়ে দামিনী সিনেমা ইয়ানি কি মীনাক্ষী শেষাদ্রী ঃ))
  • Atoz | 161.141.84.176 | ০১ জুলাই ২০১৫ ২০:৩২681485
  • "আ যা মা" দেখতে পাবার অপেক্ষায় আছি।
  • kumu | 132.161.6.79 | ০১ জুলাই ২০১৫ ২১:১৪681486
  • বাঃ।বেশ লাগল।থাংকু পাই।
  • sinfaut | 127.195.50.215 | ০১ জুলাই ২০১৫ ২২:৫১681487
  • "সিনেমার এ সব রত্নাবলী তারাকভস্কির পর উবে গেছে।" -
    কিংবা আপনার দেখা থেমে গেছে কল্লোলদা। চারটি নাম- বেলা তার, লাভ দিয়াজ, চাই মিং লিয়াং, থিও অ্যাঞ্জেলোপুলুস। শুধু রিয়েল টাইম শট কে "রত্ন" ভেবে বললাম। কোনো রত্ন কোথাও কম পড়ে নাই।
  • কল্লোল | 125.185.151.16 | ০১ জুলাই ২০১৫ ২৩:১০681488
  • ১) মোবাইলের অ্যালার্ম তো, ফোন তো কেউ করেনি যে কেটে দেবে।
    - না বোধহয়। ঋত্বিকের বেলায় মনে হয়েছিলো অ্যালার্ম। কিন্তু বাসবদত্তার বেলায় ঠিক তার আগের শট - ঋত্বিক ওর কাজের জায়গার একটা ল্যান্ড লাইন থেকে ফোন করছে। তারপরই বাসবদত্তার মোবাই বেজে ওঠে। কাজেই ওটা অ্যালার্ম নয়, সম্ভবতঃ ঋত্বিকেরটাও নয়।
    ২) সবাই যে দামী মোবাইলে শিফট করবে, এমন তো নাও হতে পারে। বিশেষ করে এরম আর্থিক অবস্থার দুজন মানুষ যদ্দিন ওরম মোবাইল চলে চালিয়েই যাবে।
    - আপনি ভুল বুঝেছেন। আমি সিনেমার গল্প্টার সময়কাল বোঝাতে চল্টা ওঠা মোবাইলের উল্লেখ করেছি। ৮০০০ টাকা মাইনে পাওয়া মানুষের হাতে মোবাইল ২০০৪/৫এর পরের ব্যাপার। তার আগে ঐ আয়ের মানুষের পক্ষে মোবাইল কেনাই সম্ভব ছিলো না।

    আমার বলার কথা সেটাই। পরিচালক মনে মনে সময়টা ভেবেছেন ৬০এর দশক। কিন্তু কাহিনী চলে এসেছে ২০০৪/৫এর পরে। গন্ডোগোলটা সেখানেই। সে সময় দুটো মানুষ যারা পরষ্পরকে ভীষণ ভালোবাসে তারা কথা বলে নিতেই পারে, দেখা না হলেও।
    গল্প্টাকে ৬০এর দশকে আনতে - মোবাইল, বাসের টিকিট, কার্ডবোর্ডের পেটিতে সাঁটা কাগজে কম্পিউটার প্রিন্ট, তৃণমূলের দেওয়াল লেখা আর রাস্তার কিছু শট বা শটের অংশ বাদ দিলেই হয়ে যায়।

    অথবা, এরা ভাষার মাধ্যমে আদানপ্রদানে বিশ্বাস করে না। বা নীরবতা এদের প্রতিবাদ। তাহলে সময় অপ্রাসন্হিক হয়ে যায়। কিন্তু সেটা কোথাও প্রতিষ্ঠিত হয় নি।
  • কল্লোল | 125.185.151.16 | ০১ জুলাই ২০১৫ ২৩:১১681490
  • *অপ্রাসঙ্গিক
  • সে | ০১ জুলাই ২০১৫ ২৩:১৫681491
  • আমি বলব? আমি বলব? একটু বলি?
    যদি দুজন দুজনকে খুব ভালোবাসে, তাহলে মোবাইল ফোন না থাকলেও কথা বলবে ফোন করে। আমি করতাম। ১৯৯৬। খুবই অল্প আয়। শুধু ভালোবাসার জন্যে চুরি করে ফোন করতাম ল্যাণ্ড লাইন থেকে। দেখা নাই বা হোলো। কথা না বলে থাকবো কেমন করে?
  • কল্লোল | 125.185.151.16 | ০১ জুলাই ২০১৫ ২৩:১৮681492
  • কিংবা আপনার দেখা থেমে গেছে কল্লোলদা - সিফোঁ একদম ঠিক। শেষ ১৫ বছর, ভালো বিদেশী ফিল্ম দেখা হয় নি। কলকাতায় থাকতেই দেখা ছেড়ে দিয়েছিলাম। নন্দনের ফিফে ছাড়া তো দেখাও যেতো না সেসব। নন্দন ফিফের আদিখ্যেতায় ওদিক মোটে মারাতামই না।
    শেষ দেখেছিলাম গোর্কি সদনে তারাকভস্কির রেট্রো।
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ২৩:৩০681493
  • দেখিনি, কিছু বলা উচিত না। কিন্তু কল্লোলদার লেখা পড়ে মনে হচ্ছে, সত্যিই , মোবাইলে কথা বলতো না কেন?

    কাজুর লেখাটা বেশ লেগেছে, তবে কবিতাগুলো বাদ দিলে, বা এভাবে না বললে বেশি ভাল লাগতো , ব্যক্তিগতভাবে মনে হয়েছে ঃ)
  • dorshok | 125.112.74.130 | ০২ জুলাই ২০১৫ ১২:১৮681496
  • খুব সুন্দর ফিল্ম । কিন্তু এত সুন্দর একটা প্রেমের গল্পে শরীর থাকবে না ! কাছে না পাওয়ার আক্ষেপ আকুতি থাকবে না ! ইহা কি প্লেটনিক প্রেম ?
  • সে | ০২ জুলাই ২০১৫ ১২:২১681497
  • শরীর ছাড়া কি ভালোবাসা একেবারেই অসম্ভব?
  • Kaju | 131.242.160.210 | ০২ জুলাই ২০১৫ ১২:৩৩681498
  • একদমই অবান্তর প্রসঙ্গ। এখানে এসব আলোচনার জায়গাই নয়। টইকে বিপথগামী না করার অনুরোধ রইল।
  • Kaju | 131.242.160.210 | ০২ জুলাই ২০১৫ ১৮:২১681501
  • পাইদিকে দুবার থ্যাংকিউ দিতেই হবে। একটা হল গানের ওপারে-র এপিসোডটা দেবার জন্যে। আর অন্যটা...ওই আর কি। ঃ)
  • rabaahuta | 215.174.22.27 | ০২ জুলাই ২০১৫ ২২:৫৭681502
  • শরীর অথবা শরীর নয়, ভালোবাসা এগুলো এখানে অবান্তর কেন? মানে ভালোবাসা কিংবা প্রেম কিংবা সম্পর্ক এইসব নিয়েই তো সিনেমা নাকি?

    আমি অবশ্য দেখিনি, তাই জানি না ঠিক। সিনেমা এবং ভালোবাসার মধ্যে ব্যাকরণগত বৈসাদৃশ্যও কিছু থাকতে পারে।
  • Atoz | 161.141.84.176 | ০২ জুলাই ২০১৫ ২৩:২৩681503
  • হয়তো গভীর গোপণ দূরছোঁয়া ভালোবাসা। বৈদ্যুতিক বা চৌম্বক আবেশের মতন। দূর থেকেই প্রভাবিত করে। দুম দাম কলিশন খ্যাঁশ খ্যাঁশ ফ্রিকশন এইসব করে করে শক্তিক্ষয় করে না।
    "সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে/ অঙ্গবিহীন আলিঙ্গনে অঙ্গ সকল ভরে ", সেইরকম হয়তো। ঃ-)
  • rabaahuta | 215.174.22.27 | ০৩ জুলাই ২০১৫ ০০:২৮681504
  • সে তো হতেই পারে। আমি ভাবছিলাম এই টইতে সিনেমায় দেখানো ভালোবাসা ও তার সঙ্গে শরীর আছে কি নেই ইত্যাদি অবান্তর কেন।

    এমনিতে অঙ্গবিহীন আলিঙ্গনে বিষয়ে আমার কোন অনাস্থা নেই, তা এটা আমার,ঐ, চায়ের কাপ কিনা সেই ব্যক্তিগত প্রসঙ্গে না গিয়েও। তবে শরীর মানে দুম দাম কলিশন খ্যাঁশ খ্যাঁশ ফ্রিকশন, এইটাও চরমপন্থী।
    কতকিছুই হতে পারে।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১২:০৯681505
  • নিশ্চয়ই অবান্তর। সিনেমাটা না দেখলেও সে নিয়ে অনেক কিছুই কথাবার্তা হচ্ছে, যেখানে স্পষ্টতঃ বোঝা যাচ্ছে এখানে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কী, কেন একে 'Labour of Love' বলা হল, তার পরেও 'এমন সিনেমায় শরীর নেই?', ভালোবাসায় শরীর অপরিহার্য কিনা এসব প্রশ্ন আসা মানে সাতকান্ড রামায়ণ পড়ে 'আচ্ছা সীতা তাহলে রামের কে হল?" টাইপের প্রশ্ন। কথা নানা দিকের আসতেই পারে, কিন্তু সেটা যেন (উদাঃ-স্বারূপ) ক্লাসে পড়ানোর সময় অনাগ্রহবশতঃ ঘুমোচ্ছো, হঠাৎ জেগে উঠে একেবারে করতে হয় তাই করা টাইপ বোকা বোকা প্রশ্ন করা - এর কি কোনোই মানে হয়?
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১২:২৬681506
  • আর ভালোবাসায় যৌনতা আর শরীর টেনে আনতএ আনতে আর তথাকথিত সব বড় বড় সিনেমায় তার প্রকাশ দেখতে দেখতে মানুষ ভুলেই গেছে সত্যিকারের ভালোবাসা কেমন, নিত্যদিনের কাজের মধ্যে, একে অপরের যত্ন, মায়া মমতা সাহহর্যে উৎকন্ঠায়, খুঁটিনাটি জিনিসের খেয়াল রাখার মধ্যে ও সর্বোপরি ছোটখাটো সাংসারিক ব্যাপারেও অসাধারণ understanding-এর মধ্যেও যে গভীর প্রকাশ হতে পারে ভালোবাসার, যান্ত্রিক মানুষ আজ সেইসব অনুভূতিগুলো হারিয়ে ফেলেছে। তাই তো ভালোবাসার নাম শুনলেই যৌনবুভুক্ষুর মত 'শরীর নেই কেন শরীর নেই কেন' করে নিজের দীনতাকে খোলাবাজারে মেলে ধরে।

    দেখা না হওয়া সত্ত্বেও কোথাও দুজনেরই অসুবিধে হয় না এই সিনেমায়, কেন? understanding-এর তালমেল অসামান্য। একজনের activity-র সম্বন্ধে অন্যজন কতখানি ওয়াকিবহাল, সেরার সেরা partnership-এর তুলনা হয়ে থাকা, অদৃশ্যভাবে কতখানি পাশে থাকা যায়, সেটাই দেখাই এই দুজনের সম্পর্ক। দুটি সমান্তরাল জীবন আসলে অতলে গভীরে তাদের যাপনরেখার ছেদবিন্দু খুঁজে পায় প্রতি লহমায়, প্রতিটি দরকারের মুহূর্তে কোনো রকম হাঁকডাক 'কোথায় গেলে গো, এটা দিয়ে যাও এটা দিয়ে যাও গো' ছাড়াই, কোনো দৈহিক ভালোবাসাবাসি ছাড়াই কতখানি টান ফুটে ওঠে সকালের ওইটুকু অবসরে সুদীর্ঘ অপেক্ষার ক্ষণিকের অবসানে, এত সহজে একে শরীরে মেপে ফেলা যায়?
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১২:২৮681507
  • Typo- আনতে, সাহচর্যে, সেটাই দেখায়
  • haturi | 144.159.168.107 | ০৩ জুলাই ২০১৫ ১২:৩০681508
  • শরীরের কথা শুনলে আঁতকে ওঠা ন্যাকাচোদা খোকাখুকীদের অবান্তর মনে হবে । আর গুরুর আঁতেলকুলের শরীরকেই প্রধান মনে হবে।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১২:৩২681509
  • ভাষাটা ভদ্র করুন। সব জিনিস এক নিক্তিতে ওজন করা যায় না।
  • haturi | 144.159.168.107 | ০৩ জুলাই ২০১৫ ১২:৩৫681510
  • অন্যকে ধমকানো বন্ধ করুন। সবাই আপনার অধস্তন কর্মী নয়।
  • সিকি | ০৩ জুলাই ২০১৫ ১২:৪৪681512
  • কাজু - ইগনোর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন