এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১২:৪৭681513
  • নাঃ আর কিছু বলব না উত্তরে। আপনার যা ভোকাবুলারি, পাতাটা নোংরা হবে শুধু শুধু।
  • কল্লোল | 111.63.70.161 | ০৩ জুলাই ২০১৫ ১৩:০০681515
  • কাজু।
    এই শরীরের আলোচনাটাকে সিনেমার জায়গা থেকে দেখা হোক।
    যদি হুতোর মনে হয়ে থাকে তো হুতো লিখুক। আমরা একমত হতে পারি নাও পারি। আলোচনা চলুক।
    কিন্তু এই হাতুড়ি মার্কা জীবদের উপেক্ষা করাই শ্রেয়। এরা মনে করে খানিক গালাগালি দিলেই খুব চাকচিক্যময় দেখায়। মনে করতেই পারে, সে অধিকার তাদের আছে। আমার দিক থেকে এদের প্রাপ্য করুণা ও উপেক্ষা। আপনার কাছেও আমার সেটুকুই চাওয়া।

    হ্যাঁ, এবার শরীর।
    দেখা হতেই ওদের শরীরভাষা বদলে যায়। একটা অদৃশ্য আবেগ খেলে যায় সারা শরীর জুড়ে। এতোক্ষন দুজনেই কেমন ক্লান্ত হয়েছিলো। দেখা হতে টানটান হয়ে দাঁড়ায় ওরা। দুজনের দৃষ্টি বিনিময়ে স্নিগ্ধতা আর ঠোঁটে স্মিত হাসি।
    দুজন দুজনকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে পাহাড় আর গাছেদের দেশে। ঐ পাহাড় আর অরণ্যরাজির মধ্যে ওদের পালংক, আয়না, ওদের মগ্নতা বিরাজ করে। চারপাশে অলৌকিক পাখী ডেকে ওঠে। পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ে আলোকচূর্ণ তাদের সমস্ত প্রেম নিয়ে।
    এই অসাধার্ণ দৃশ্যকল্পে শরীর নেহাৎই অধিকন্তু হয়ে যায়। পরষ্পরকে ছুঁয়ে থাকে তারা সময়, কাল ও বাস্তবের ব্যবধান ছাড়িয়ে।
  • haturi | 144.159.168.107 | ০৩ জুলাই ২০১৫ ১৩:২৩681516
  • এইতো গুরুর দলবল নেমে পড়েছে।
    এই কাজুমার্কা জীব যখন অন্যদের চুপ করাচ্চিল ধমক মেরে মেরে তখন এই দলবলেরা কাজুমার্কাকে ইগনোর করতে বলেনি।

    পাতা নোংরা? হাহাহাহা। দুমাস আগেই না এই লোক থুতু ছিটিয়ে লাথি দেখিয়ে সবাইকে গালি দিয়ে পঞ্চমবারের মত বিদায় নিয়েছিল! ৬বারে ফিরে কি তেজ। এই লোক নিজের লেখার প্রশংসা শোনার জন্য যেমন হাত চিৎ করে পেতে রাখে ওটা দেখতেই নোংরা লাগে।
    ন্যাকাচোদা একট গালি বললেও বলতে পারা যায় এদিকে অনেক গালির গল্প বানাচ্ছে এরা। তাহলে আরেকটা গালি দিয়ে দিই
    নিজের পোঁদে ময় ময় গু। অন্যকে বলে ভাল করে ধো।
  • b | 135.20.82.164 | ০৩ জুলাই ২০১৫ ১৩:৪০681517
  • "তাই তো ভালোবাসার নাম শুনলেই যৌনবুভুক্ষুর মত 'শরীর নেই কেন শরীর নেই কেন' করে নিজের দীনতাকে খোলাবাজারে মেলে ধরে।"

    রবাহুতো যৌনবুভুক্ষু যে, জানা ছিলো না। এবার থেকে সাবধানে থাকবো।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০৩ জুলাই ২০১৫ ১৩:৪৫681518
  • কল্লোলদার লেখা থেকে শুধু একটি শব্দ তুলে নেব, "শরীরভাষা"। আর কিছু বলার দরকার নেই। ওর মাধ্যমেও ভাব প্রকাশিত হয়, আর বহুমাত্রিক ভাবই প্রকাশিত হতে পারে, হয়। পুতুলের মাঝে যেমন ঈশ্বরকে খুঁজি তেমনি দেহের মাঝে মন খুঁজে বেড়াই।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৩:৫৪681519
  • বি-দা ভুল বুঝছেন। ওটা হুতোদাকে মোটেই বলিনি, হুতোদা শুধু অবান্তর কেন সেটা বলেছে, যাদের উদ্দেশ্যে বলা, তাদের নমুনা আমরা দেখতেই পাই আর পাচ্ছি।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৩:৫৭681520
  • কল্লোলদা যেভাবে বললেন একদম সহমত। এর পর আর কিছু বলারই নেই। কিন্তু শরীর কথাটা তো সেই অর্থে আনেনি dorshok IP Address : 125.112.74.130 (*) Date:02 Jul 2015 -- 12:18 PM, তাহলে আমি বলতামই না।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৪:০৬681521
  • আর এই তই খুলেছিলাম শুধু নিজের ভালোলাগা সিনেমাটা নিয়ে সবার সাথে মত বিনিময় করার জন্যে। এখানে কারুর কোনো প্রশংসায় নিন্দায় কিছুই আসে যায় না। কথার চুলচেরা বিচার, ভুল মানে করে আক্রমণ সামলানো, তার এক্সপ্ল্যানেশন দেয়া এসব আমার ধৈর্য আর সামর্থ্যের বাইরে, কাজের প্রচন্ড ক্ষতি হয়, এই জন্যেই এতদিন আসিনি, অকিঞ্চিৎকর এই লেখাটাও স্বনামে সেজন্যেই দিতে চাইনি, কথাও বলতে চাইনি সেই নিয়ে।
  • san | 113.245.12.111 | ০৩ জুলাই ২০১৫ ১৪:২৮681372
  • হাতুড়িভাইয়ের প্রলাপের আবার উত্তর দিয়ে ওনাকে উৎফুল্ল করার দরকার কি রে বাবা :-) কাটান দ্যাও , কাটান দিন।

    আর বাকি জনতাকে - ইয়ে , আপনারা পেটভরে সমালোচনা করুন না ক্যানো , তবে সিনেমাটা একটু দেখে নিয়ে করলে হত না ? (এই কল্লোলদার মতন আর কি )।
    দেখার পরেও নিন্দের সুযোগ পাবেন , মাইরি বলছি , খাতা কেউ কেড়ে নেবেনা :-)
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০৩ জুলাই ২০১৫ ১৪:৩৪681373
  • সে সুযোগ আর হচ্ছে কই।ঃ(
  • san | 113.245.12.111 | ০৩ জুলাই ২০১৫ ১৪:৪২681374
  • আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখতে গিয়ে 'কথা কেন বলেনি' এ নিয়ে ভাবতে ইচ্ছে হয়নি। কথা অনেক রকম হয়। সব বলার দরকারও হয় না । হয়তো সেই না-বলা-কথাগুলোতেই পরিচালক ফোকাস করতে চেয়েছেন ।

    আর সে তো চরিত্ররা শুধু নিজেদের মধ্যে নয় , কারোর সঙ্গেই কোথাও কোন কথা বলেনি গোটা সিনেমায়। সমস্ত শব্দাবলীই ব্যাকগ্রাউন্ডে। বাস্তবে নিশ্চয়ই সেভাবে তাদের দিন কাটে না । সে কে না জানে।

    আবারও বলছি , আমার , এক সিনে-মূর্খ জনতার , মনে হয়েছে নৈঃশব্দকেই পরিচালক একটি ভাষা হিসেবে তুলে ধরতে চেয়েছেন। হতেই পারে সেটা ভুল ভাবছি। দেখে নিন না।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৪:৫৬681375
  • সংলাপহীনতার মধ্যেও কত কথা লুকিয়ে আছে নাগরিক আবহে, দীর্ঘ অদর্শনের পরে চোখের চাওয়ায়, তুচ্ছাতিতুচ্ছ কাজের মধ্যে - সেই নৈঃশব্দ্যকে ধরার জন্যেই তো একটিও কথা না বলা। কথা কি নেই একেবারেই, যেখানে ঋত্বিক মাছের বাজারে যায়, মাসকাবারির বাজার করে সেখানে কিছু বলতে দেখা যায়, বাসবদত্তাকে ব্যাগের ফ্যাক্টরিতে কোনো সহকর্মীর সাথে কিছু বলতে দেখি, কিন্তু নাগরিক cacophony-র মধ্যে তো হারিয়ে যায়, যায় না কি আমাদেরও? সবার সব কথা কি শুনতে পাই রাস্তায়?

    স্যান্দি সবার আগে দেখেছে, আমি কালই বলতে যাচ্ছিলাম কেন লিখছ না? কল্লোলদা যেভাবে অ্যানালাইজ করেছেন, একা আমি আর কত ভুলভাল বকব উল্টোদিকে। mise en scene তো গুগল করলাম তাও ক্লিয়ার হল না। তোমরা গুছিয়ে মিনিময় করতে পারো, তোমরা না লিখলে হয়? এই সিনেমাটা নিয়ে অনেক কিছু আদানপ্রদানের জায়গা আছে।

    আর লাখ কথার এক কথা - 'সিনেমাটা একটু দেখে নিয়ে করলে হত না ?' এটাই তো বলছি আমিও। এই সিনেমাটার লাইনের বাইরে গিয়ে এটা নেই কেন ওটা নেই কেন বললে সেটা নিয়ে কী করে কথা হয়? আগে একটু দেখে নিন, বা তা না হলে একটু বুঝতে চেষ্টা করুন এর genre-টা নানাদিকের লেখা থেকে, তারপর যা প্রশ্ন আসে সেগুলো নিয়ে কথা বলার জন্যেই তো এই টই।
  • de | 24.139.119.174 | ০৩ জুলাই ২০১৫ ১৫:০৭681376
  • আর কিছু না হোক - কাজুর রিভিউগুলো এতো ভালো লেখা হচ্ছে যে দেখতে যেতে ইচ্ছে করছে - বিশেষত 12.26 এর সেকন্ড প্যারা!
  • | 77.98.72.126 | ০৩ জুলাই ২০১৫ ১৫:২৯681377
  • কেউ খেয়াল করছে না আমি এখন ও এক্সপার্ট অপিনিয়ন দিই নি। ভাবছি চাপ নিয়ে সিনেমা টা দেখেই নি।
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৫:৪০681378
  • থ্যাংকিউ সো মাচ দে-দি। ঃ)

    এই সপ্তাহ থেকে নন্দন-২-তে 6:30 PM হয়েছে পরিবর্তিত সময়। আরো দু জায়গায় দেখানো শুরু হল এই হপ্তা থেকে -

    INOX Hiland Park - 5:15 PM
    INOX Quest Mall - 6:40 PM

    নন্দন-২ তে আসল চাপটা হল দেখার দিন ছাড়া বুকিং হবে না, অনলাইন বুকিং হবে না, আর ওদিন গিয়ে কাটতে গেলে হাউসফুল হবার প্রবল সম্ভাবনা শনি রোববারে। অনেকেই শুনছি টিকিট না পেয়ে ফেরত গেছে গত সপ্তাহে।
  • 0 | 132.163.25.216 | ০৩ জুলাই ২০১৫ ১৬:৫৬681379
  • দেখতে হবে। পারলে নন্দনেই।
    না দেখলেও একটা কথা মনে হলো যেটার কাছাকাছি একটা কথা নীলাঞ্জনও তার টইতে লিখেছে যে, লেখার আগেই বিশেষ ক'রে হিন্দু বা মুসলমান জীবনের কাহিনী লিখবো ভেবে লেখাটা ঠিক নয়। অনেকটা লাগসই অন্তমিলের শব্দগুলো আগে ভেবে নিয়ে পরে তার সাথে ভাব ও ছন্দ মিলিয়ে বাকি শব্দ জুড়ে পদ্যের লাইন বানানোর মতো।
    কল্লোলদার, সে'দির বক্তব্যগুলো পড়ে খানিকটা সের'মই ধারণা হচ্ছে।
    আগে থেকে এই সংলাপহীনতাই একটা লাগসই চমকের বিষয়, ইউএসপি হতে পারে ভেবে নিয়ে তারপর তার সাথে সঙ্গতি রেখে প্লট, স্লো সিকোয়েন্স্‌, ভিজুয়াল ডিটেল্স্‌, ডায়লগ্‌লেস্‌ স্ক্রিপ্ট্‌, এসব আনা হয়েছে। আইডিয়াটা যে ক্লিক্‌ করেছে সে তো বাক্সো'ই বলে দিচ্ছে :-))
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুলাই ২০১৫ ১৭:৩৮681380
  • না না একদমই তা নয়, এই সিনেমাটা নিয়ে বহু রিপোর্ট পড়েছি, বহু দেশে বিদেশে ঘুরেছে প্রায় ৫০টা ফেস্টিভ্যালে, সেই সূত্রে যা যা খবর পড়েছি For Films-এর শেয়ার করা ফেবুতে, তাতে ডিরেক্টর বলেছেন - শুরুতে অল্প কিছু সংলাপ ছিল, কিন্তু পরে দেখা গেল পারিপার্শ্বিক শব্দ, দুজনের অ্যাক্টিভিটি, দৃশ্য সবকিছু মিলিয়ে নিজেই একটা সংলাপহীনতার ছন্দ গড়ে উঠছে, 'The Film is gaining its own personality' যেখানে ওই কটা সংলাপ একেবারে বাদ দিলেও কিছুই তারতম্য ঘটে না। আর সত্যি বলতে লিখিত কোনো স্ক্রিপ্ট ছিলই না, ছিল কিছু ছবি, storyboard ফরম্যাটে, এ অমুক জায়গায় গেল, এদিকে ঘুরল, এই করল, তিন মিনিট দাঁড়ালো - এইরকম।

    আর যে তুলনাটা দিলেন - কবিতার অন্ত্যমিল আগে সাজিয়ে তারপর শব্দ বসিয়ে মিলিয়ে দেয়া এখানে ব্যাপারটা আসলে উল্টো - ফ্লোতে লিখতে লিখতে চলে যাওয়া খসড়ায় যেমন যেমন কথা মনে এল, অনেকে সেটাকে ছন্দে পরে সাজায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যেভাবে গদ্য ধরনে এসেছিল কথাগুলো, ওভাবে থাকাই ঠিক হবে, অন্য কোনো অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্তে সাজিয়ে নেবার কোনো দরকারই নেই।

    কোনো ইউএসপি, গিমিক মাথায় রেখে তার সাথে তাল রেখে স্লো সিকোয়েন্স্‌, ভিজুয়াল ডিটেল্স্‌, ডায়লগ্‌লেস্‌ স্ক্রিপ্ট্‌ এসব স্ট্র্যাটেজি সাজিয়ে লোক টানা একেবারেই ছিল না।
  • 0 | 132.163.25.216 | ০৩ জুলাই ২০১৫ ১৭:৫৯681381
  • সরি, তাহলে বক্তব্য ফিরিয়ে নিলাম। আর মূল গল্পটা যে অন্য লেখকের সেই ব্যাপারটাও বিবেচ্য। কোনো লেখা পড়ে ইন্‌স্পায়ার্ড্‌ হয়ে সেটা নিয়ে ফিল্ম্‌ বানানো যেতেই পারে।
    সদার দেওয়া আদরের নৌকোর লিং থেকে ঋতমের রিভিউটাও পড়লাম এখন। সাউন্ডে জাতীয় পুরস্কার পেয়েছে। ক্যালভিনোর "দ্য অ্যাড্‌ভেঞ্চার অফ দ্য ম্যারেড্‌ কাপল্‌" পড়লাম।
  • a x | 60.171.26.111 | ০৩ জুলাই ২০১৫ ১৯:১১681384
  • ক্যালভিনোর এই গল্পটা নিয়ে ইরানিয়ান চলচ্চিত্রকার কারিমি একটা শর্টফিল্ম বানিয়েছিলেন। যারা আ-যা দেখেছেন, তারা হয়ত অন্য একটা ইন্টার্প্রিটেশন পাবেন -
    https://vimeo.com/64127277
  • a x | 60.171.26.111 | ০৩ জুলাই ২০১৫ ১৯:৪৪681385
  • সৈকত, ৯৯ পাতায় কীভাবে যাওয়া যায়?
  • sinfaut | 69.88.164.246 | ০৩ জুলাই ২০১৫ ২০:০৪681386
  • হ্যাঁ এ আমারো পোস্নো, ৯৯ এ যাবো কী করে? আমি একটা ক্যালভিনোর বইটার ইবুক নামালাম, তাতে মাইরি এই গল্প আরেকটা গল্প বাদে বাকি সব আছে। কী প্রকট ঝাম।
  • Kaju | 122.79.38.85 | ০৩ জুলাই ২০১৫ ২১:৫০681387
  • কিন্তু আমি তো সৈকত২-দার লিংকে গল্পটা ৯৯ পাতায় পেয়েছিলাম, পড়তে শুরুও করেছিলাম, কোথায় গেল?
  • saikat | 126.203.132.220 | ০৩ জুলাই ২০১৫ ২৩:৪৭681388
  • অক্ষ,

    সূচীপত্রতে ক্লিক করলে যাওয়া যাবে না, scroll করতে হবে।
  • a x | 60.171.26.111 | ০৪ জুলাই ২০১৫ ০১:০৯681389
  • মনে হয় কোনো কারণে এখন আর অ্যাক্সেস নেই।
    ঐ গুগল বই ফর্ম্যাটেই আসছেনা, আর ইনফ্যাক্ট পাশে বলছে কোনো ই-বই নেই।
    এইটা দেখছি ঐ লিংকে গেলে -
  • saikat | 192.66.45.90 | ০৪ জুলাই ২০১৫ ০১:২৬681390
  • আমি তো একটু আগেই দেখলাম !!
  • কল্লোল | 125.242.137.37 | ০৪ জুলাই ২০১৫ ০৭:২৬681391
  • ফিল্মটা অনেকের ভালো লেগেছে আর প্রচুর মানুষ দেখছে জেনে খুব ভালো লাগছে।
    ফিল্মটা নিয়ে আমার সমালোচনা মাথায় রেখেই বলছি, এরকম ফিল্ম আজকাল বাংলা সিনেমায় তৈরী হয় না। পরে ভেবে দেখলাম, আমার "কাউকে দেখতে যেতে বলতে পারলাম না" কথাটা বলা উচিৎ হয় নি। আমার ভালো লাগে নি, মনে হয়েছে কথা না বলাটা জোর করে করা। সেটা আমি এখনো বলছি, কিন্তু তৈরীর দিক থেকে খুব সাহসী ফিল্ম।
    আজকাল মানুষ ধীর লয়ের ফিল্ম পছন্দ করেন না। ফইন্ডিং ফ্যানি বা বাকিটা ব্যক্তিগত - এদের বাক্সবাজার ভালো না। সেখানে আযামা লোকে দেখতে যাচ্ছে উৎসাহ নিয়ে সেটা নিশ্চই ফিল্মের জন্য ভালো।
  • shibir | 113.16.71.17 | ০৫ জুলাই ২০১৫ ১১:৪৬681392
  • কথা বলার সুযোগ আছে কিন্তু কথা বলছেনা এরকম অনেক মুভিতেই থাকে । কিম কি দুকের 3 আইরন(বাক্তিগতভাবে খুব প্রিয় মুভি) আর "Spring Summer Fall Winter And Spring" বা বেলা তারের তুরিন হর্স যেখানে চরিত্ররা কাছাকাছিই থাকে কিন্তু কথা বলেনা । এক্ষেত্রেও কথা না বলাটা মনে হয় জোর করেই আছে । দেখিনি এখনো কিন্তু রিভিউগুলো, দেখার ইচ্ছে বাড়িয়ে দিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন