এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৫৬ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ২০ নভেম্বর ২০১৫ ১১:০০687552
  • রিফিউজি একটা এনটিটি যার মধ্যে দিয়ে সাধারণ সিভিলিয়ান থেকে টেররিস্ট সবই পাস করানো যেতে পারে । আননোন রিটার্ন টাইপ । রিফিউজিদের ,সে যে কোনো পরিস্থিতি তে যেখান থেকেই আসুক না কেন , সরাসরি ঢুকতে দেওয়া এবং ইমিগ্রান্ট স্টেটাস দেওয়ার আমি বিরোধী । ভবিষ্যত পৃথিবীতে মাইগ্রেশন অনেক বাড়বে। পুরো রিফিউজি ইস্যুতাকেই মাইগ্রেশন ইস্যু হিসেবে দেখা উচিত । প্রপার ব্যাকগ্রাউন্দ চেক থাকা উচিত এবং যদ্দিন না সেটা হচ্ছে তদ্দিন এন্ক্লোস্দ এরিয়া তে রাখা উচিত । আলাদা করে রিফিউজি মানে কি এই তর্ক একদম বেকার ।
  • PM | 59.14.148.59 | ২০ নভেম্বর ২০১৫ ১১:০১687553
  • কল্লোলদা দেশের সীমা মানেন না, অর্থনীতি মানেননা, ওনার কাছে শরনার্থীর মনে আলাদা।

    একটু মাইক্রো লেভেলে ভাবা যাক-

    কাল আপনার বড়ীতে ৪ জনের সংসারে ২৫ জন বহিরাগত শরনার্থী ( যারা ইচ্ছ করে শরনার্থী হয় নি) এসে দাবী করে যে আপনার বাড়িতে থাকবো--সমস্ত রেসোর্স ২৯ জনের মধ্যে সমান ভাবে ভাগ করে নিতে হবে---এক্ষেত্রে গৃহকর্ত্তার কি প্রতিক্রিয়া হওয়া উচিত? আপনাদের মধ্যে ক জন ঐ ২৫ জনকে অনির্দিষ্ট কালের জন্য বিনা শর্তে ( বা তাদের শর্তে) আশ্রয় দেবেন?

    গৃহতর্ত্তা ঐ ২৫ জনকে প্রত্যাখ্যন করলে কতজন মনে করবেন তিনি স্বার্থপর । প্রত্যেকের মতামত চাই।

    ( ২৫ জন বহিরাগত এখন আপনার বড়ীতে সংখ্যাগুরু হয়ে যাওয়ায় আপনার পরিবারের কোনো মতমত-ই আর গৃহিত না হতে পারে আপনার নিজের-ই বাড়িতে, এই সম্ভবনাটা এক্ষেত্রে ইগনোর করুন)
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১১:১৮687554
  • টিভিতে একজন বললেন যে সিরিয়াতে এই প্রসেস অ্যাপ্লাই করা যাচ্ছে না - ব্যাকগ্রাউন্ড সিকিওরিটি চেক - দেশের যা অবস্থা তাতে করা যাচ্ছে না,
    The U.S. Department of State Resettlement Service Centers (RSCs) carry out most of the casework preparation for refugee eligibility interviews. The RSCs pre-screen applicants, help prepare the applications for USCIS, initiate background security checks, and arrange medical examinations for those refugees approved by USCIS.

    এখানে রিফিউজি-র ডেফিনিশন দিচ্ছে -
    Q. Who is a Refugee
    Ans. A refugee is a person who has fled his or her country of origin because of past persecution or a fear of future persecution based upon race, religion, nationality, political opinion, or membership in a particular social group.

    A refugee does not include a person who has left his or her home only to seek a more prosperous life, also known as an economic migrant. People fleeing civil wars and natural disasters may not be eligible for resettlement under U.S. law. However, they may fall within the protection of the United Nations High Commissioner for Refugees (UNHCR).

    http://www.uscis.gov/humanitarian/refugees-asylum/refugees/questions-answers-refugees
  • | 213.132.214.83 | ২০ নভেম্বর ২০১৫ ১১:৫৬687555
  • পিএম এ সাথে একদম একমত।( এ কী হল!! কেন হল!! কবে হল! ইত্যাদি ইত্যাদি!!

    পিএম , কালকেই আমি আর দুখে দা তোমার কথা বলছিলাম। এনি ওয়ে আবার ক দিন পরেই বসা যাবে। নো চাপ!!)

    ও ই সব বিশ্বভাতৃত্বের দাবি দাবা ছেড়ে এই পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন টার উত্তর কল্লোল দা কী দেয় দেখি।
  • ^[A-Za-z0-9] | 125.112.74.130 | ২০ নভেম্বর ২০১৫ ১২:০৭687556
  • PM এর প্রশ্নের জবাব আমার - না আশ্রয় দেব না । কেউ না দিলে তাকে স্বার্থপর ও ভাবব না ।
    গুরুর কে কে ইয়েস বলে দেখি , তাদের বাড়ির ঠিকানা ও সঙ্গে দিতে পারে আশ্রয়্কামীদের শেয়ার করার জন্যে
  • PM | 59.14.148.59 | ২০ নভেম্বর ২০১৫ ১২:১৪687557
  • দুখে বাবু কি আমাকে চেনেন ব্রতীন ? বহুকাল ওনাকে এপাতায় দেখা যায় না।

    আমি এখন গোয়ায় টিম নিয়ে বেড়াতে মানে টীম বিল্ডিং এক্সার্সাইজে ঃ)। ফিরে কথা হবে
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১২:৪০687558
  • ৪ জনের সংসারে ২৫ জন - মানে, ৪ কোটির দেশে ২৫ কোটি শরণার্থী ঢুকতে চাইছে ! তেমন হলে চাপ।
  • PM | 59.14.148.59 | ২০ নভেম্বর ২০১৫ ১২:৫৬687559
  • তার মানে স্বার্থপরতা কিনা তা নির্ভর করছে সংখ্যার ওপোর ? কাজ/ অ্যাকসনের এর ওপোর নয়? অ্যাকটা বিশেষ সংখ্যার নিচে শরনার্থী হলে স্বার্থপরতা, তার ওপোর হলে নয়--তাই তো?
  • | 213.132.214.83 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:০৬687560
  • ২৫ না হয়ে ৪ ই হোক না। প্রবলেম টা সেম নয় কি?
  • ঊমেশ | 118.171.128.168 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:০৭687562
  • মাত্র মাসখানেক আগের কথা,
    বিচে একটা ছোট্টো বাচ্ছা ছেলের ছবি দেখে লোকজনের চোখের জল না কি থামছিল না, বয়েই চলেছিল।
    লোকজন হামলে পড়েছিল, এটাই বলতে যে ইউরোপের লোকজন নাকি খুবই হৃদয়্হীনা। মানবিকতা বলে কিছু আর বেঁচে নেই। ইত্যাদি ইত্যাদি

    তখন কিন্তু আমার একটা প্রশ্নের জবাব কেউ দেয়নি,
    "এতই যদি শরনার্থী প্রেম, তাহলে বাংলাদেশী শরনার্থী শুনলেই, সবাই মারমুখী কেউ হয়ে উঠে? নিজের ঘরে, নিজের ভাতে ভাগ পড়ে বলে?"

    আজকে আবার মনে হলো আমি কতোটা ঠিক ছিলাম।

    আমরা নিজেরাই ছিলাম ১৯৭১ এর যুদ্ধে বাংলাদেশী শরনার্থী। বড়ো হয়েছি একদম পুরোপুরি পশ্চিমবঙ্গীয় দের মাঝে বর্ধমান জেলাতে। ওদের আমাদের প্রতি ঘৃনা গুলো খুব কাছ থেকে দেখেছি, তাই এখন আর অবাক হয় না।
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:০৮687563
  • হ্যাঁ, সংখ্যা একটা ফ্যাক্টর তো বটেই।
    লেবানন-কে দেখো, এখনও পর্যন্ত রেজিস্টার্ড সিরিয়ান রিফিউজি নিয়েছে ১,০৭৫,৬৩৭ জন -১০ লাখের ওপর। লেবানন-এর জনসংখ্যা ছিল ৪২ লাখের মতন।
    এখন, দেখো ৪০-৪২ লাখ মানুষের একটা দেশে ১০ লাখ শরণার্থী হাজির হলে, সেটা চাপ।
  • | 213.132.214.83 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:১২687564
  • একটা হাইপোথেটেকিল কেস নেওয়া যাক ভারতবর্ষ থেকে হাজারে ঝাজরে মানুষ বাংলা দেশে ঢুকে জায়্গার পর জাগয়া দখল করে নিচ্ছে।বাড়িঘর করছে।

    তখন ওপার বাংলা র এই "হৃদয়বান" মানুষ গুলো "ঠিক" কী করতেন?

    মুখে বলা অনেক সোজ। কাজে করা একটু চাপের .....
  • Ekak | 113.6.157.186 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:১৭687565
  • ওহো পিএম ক্লাসিকাল ফাঁদে পড়েছেন । "সেলফিশ " প্রপার্টি না , বিহেভিয়ার । বিহেভিয়ার ডিগ্রী-র ওপর ডিপেন্ড করে রিটার্ন দেবে এটাই তো স্বাভাবিক । মার্কস আর আয়ান র্যান্ড সেলফিশ কে প্রপার্টি ভেবে যথাক্রমে কান্নাকাটি ও উত্ফুল্লতা প্রকাশ করেছেন । দুটোই ভুলভাল ।
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:১৯687566
  • জেনারেলি অন্য দেশের মানুষ কাতারে কাতারে নিজের দেশে ঢুকে পড়লে তাদের গুলি চালিয়ে মেরে ফেলে না, তাঁবু টাবু খাটিয়ে একটা টেম্পোরারি ব্যবস্থা করে দেয়। তারপরে, ইউনাইটেড নেশন বা অন্য দেশের কাছে হেল্প চায় - মানে জেনারেলি এমন হয়।
    চট্টগ্রামের কাছে কক্সবাজার এলাকাতে, বাংলাদেশ সরকার একসময় ধরে প্রায় ৩২০০০ রেজিস্টার্ড রিফিউজি নিয়েছিল - বার্মা থেকে পালিয়ে আসা মানুষ।
  • sinfaut | 11.39.60.212 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:২১687567
  • ১। না দেবো না। আর্থিকভাবে সামলাতে পারবোনা বলেই দেবোনা। পারলেও ইডিওলজিকাল ডিফারেন্স হতে পারে ভেবে দেব না।
    ২। কাউকে এর জন্য স্বার্থপর ভাববোনা।
    ৩। PM এর এটা কমপ্লিট ভুলভাল অ্যানালজি। কারন ঃ
    ৪। আমার বাড়িকে যদি আমার দেশ ধরি তাহলে দেশের জনসংখ্যার ৬ গুন রিফিউজি কখনই আসছে না।
    ৫। রিফিউজিরা কারও না কারও বাড়িতে ঢুকে জাঁকিয়ে বসবে এমন প্ল্যান নিশ্চয় করেনি সরকার। তাদের বাসস্থান স্বাস্থ্য ও কাজের প্ল্যান করেই নিশ্চয় রিফিউজি নিতে স্বীকার করচে।
    ৬। দেশের জনসংখ্যার তুলনায় নামমাত্র হলেও এই বিশাল সংখ্যক রিফিউজির দায়িত্ব নেওয়া একটা বিশাল মাথাব্যথা। আর এই কথাটা কোন আবেগে ভেসে না গিয়ে শুরু থেকেই বুঝে নেওয়া ভালো।
    ৭। যারা বিস্ফোরন ঘটিয়েচে তারা এইমাত্র আসা রিফিউজি নয় এতএব রিফিউজিরা সমস্যার কারণ নয় এমন সরলীকরন না করাই ভালো। বা যারা বিস্ফোরন ঘটিয়েছে তারা পাবে গিয়ে মাল খেতো অতএব তারা ধর্মভীরু মুসলিম নয় তাই ধর্মভীরু মুস্লিম মানেই সমস্যাজনক এমন নয় এই ধারনাটাও। রিফিউজিটা সমস্যা নয়, সমস্যা কালচারাল ডিফারেন্সের। বা ইডিওলজিকাল ডিফারেন্সের। সে আজকের রিফিউজিও হতে পারে বা দু জেনারেশন আগে আসা ন্যাচারেলাইজ্ড সিটিজেনও হতে পারে। পশ্চিমি ভ্যালুর সাথে পদে পদে সঙ্ঘাত হওয়া যে কোনো মানুষের যারা ক্রমাগত এলিয়েনেটেড ফীল করে অথচ আক্রমণ করে সব থেকে লিবারেল ভ্যালু গুলোকেই। নিশ্চয় এই জঙ্গীরা সরকার ফেলে দিয়ে বড়সড় রদবদল ঘটানোর কথা ভাবে না। তাই এই এলিয়্নেশন তৈরী হওয়ার জন্য দুপক্ষেরই দায় নেওয়া ভালো। ইওরোপের এবং বাইরে থেকে আসা লোকেদেরও। এই পয়েন্টে এসে শুধু কে কাকে আগে মেরেছে জাতীয় ধোঁয়া তৈরী করলে নিজের মরাল পজিশন নিয়ে শুধুমাত্র নিজের পিঠ চাপ্ড়ানি ছাড়া কিছু পাওয়ার থাকেনা।
    ৮। যাস্ট একটা কথাঃ কেনিয়ার ইউনিভার্সিটিতে ঘটা বিস্ফোরনের কথা নিয়ে আমরা কজন আলোচনা করেছি এখানে? ভাগ্যিস কেনিয়ার লোক বা কেনিয়া সিম্প্যাথেসাইজার গুরুতে লেখে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:২২687568
  • হৃদয়বান হওয়ার কথা আমি বলছি না।
    শুধু সিরিয়ান রিফিউজি নিয়ে মানবতার কথা বলা, আর বাংলাদেশী রিফিউজি হলেই মারমুখী হওয়া, এই দ্বিচারিতা আমার অসহ্য লাগে।
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:২৬687569
  • এটা উমেশ ঠিক বলেছে। রিফিউজি ব্যাপারটা তো ঠিক নর্ম্যাল কেস নয়, একটা অসহায় অবস্থা - যে দেশের হোক, সমস্যায় আক্রান্ত মানুষ, লোকে পছন্দ করে না, বাইরের লোক বলে গালি দেয় কিন্তু বাইরে থেকে এসেছে বলে একেবারে মেরে ফেলবে, মানুষ এমনটা এখনও করে না, মানে, ইন জেনারেল করে না। ব্যতিক্রম তো থাকে।
  • sinfaut | 11.39.60.212 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:২৮687570
  • ইসে ঊমেশ এমন কাউকে খুঁজে পাওয়া একটু কঠিন। ম্যাক্সিমামই দেখবেন দুটোতেই মারমুখি বা দুটোতেই সিমপ্যাথেটিক।
  • | 213.99.211.18 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩০687571
  • .. হমম .. তাই তাদের কেড়ে নেওয়া .. ছিনিয়ে নেওয়া.. সবকিছু মান্যতা প্রাপ্ত..
  • sswarnendu | 198.154.74.31 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩১687573
  • "সিরিয়ান রিফিউজি দের ঢুকতে দেওয়া নিয়ে জনসাধারণের আপত্তির কারণ তাদের মধ্যে আইসিস মেম্বার থাকার সম্ভাবনা সবথেকে বেশি। একই ব্যাপার ইরাকিদের জন্যেও প্রযোজ্য। আসল সমস্যাটা হল আইসিস। এখানে ন্যাশনালিটি গৌণ।"----সত্যিই কি তাই? ... মানে এটাই কারণ হিসেবে দেখাতে চাওয়া হয় এটা ঠিক, কিন্তু আলোচনা পাঁচ মিনিট গড়িয়ে ৬ মিনিটে পড়লেই বেশিরভাগ ক্ষেত্রেই these moslems, these barbarians.... ইত্যাদি বেরিয়ে পড়ে... sensible, sane লোক নেই এরকম বলছি না... কিন্তু জনসাধারণের মধ্যে xenophobia, islamophobia ব্যাপক মাত্রাতেই আছে... you know who বলে মুসলিমদের refer করতেও শুনেছি প্রচুর... আমেরিকার কথা জানিনা, ওয়েস্ট ইউরোপে ভীষণ মাত্রায় আছে এটা নিজেই দেখেছি... বন্ধুবান্ধবদের অভিজ্ঞতাও খুব আলাদা নয়...
  • de | 24.139.119.172 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৪687574
  • শুধু কেনিয়া? নাইজেরিয়া, সোমালিয়া এসব জায়গায়ও তো কতো বিস্ফোরণ হয়েছে - সেসব বোধয় এমন মেরুদন্ড কাঁপিয়ে দেয়নি, তাই সেসব নিয়ে এতো লেখালেখি হয়নি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটলেই "যাক শত্রু পরে পরে" ভাবার সময়টা অ্যাটলিস্ট গেছে এখন।
  • d | 24.97.12.19 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৬687576
  • প্যারিসের ঠিক আগের দিনই বেইরুটে হয়েছিল তো। তাই নিয়ে লেখালেখি দূরে থাকুক খবরটা কজন ফলো করেছে সন্দেহ আছে।
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৬687575
  • রিফিউজিরা যদি বেআইনি কাজকর্ম করে, বেআইনি ভাবে ছিনিয়ে নেয় বা ছিনতাই করে, তারা আইনের আওতায় অবশ্যই পড়বে, বিচারে আইন অনুযায়ী শাস্তি পাবে।
  • | 213.132.214.85 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৮687577
  • এল সি এম দা, তুমি যেটা বললে সেটা হওয়া উচিত। আদতে .. যাই হোক । ছাড়ো!!ঃ))
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৯687578
  • স্বর্ণেন্দু যেটা বলছে সেটা খানিকটা অজ্ঞানতা জনিতও - মুসলিম বলতে কিছু মানুষ শুধু মধ্য প্রাচ্য বোঝে - তারা জানেও না যে ইন্দোনেশিয়াতে সব থেকে বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ থাকেন।

    আর আফ্রিকা-তো এই রিফিউজি সমস্যা, সেক্টারিয়ান ভায়োলেন্স - এসব নিয়ে দেশগুলো তো একেবারে, যাকে বলে টর্ন অ্যাপার্ট।
  • Ekak | 113.6.157.186 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৪১687579
  • ভবিষ্যতে পলিটিকাল রিফিউজি খুব নরমাল ব্যাপার হয়ে যাবে । এক্সেপশনাল কেস ধরে হিসেব করলে পাত্তা পাওয়া যাবেনা । ঘুরে ফিরে কোথায় না কথাও যুদ্ধ-দাঙ্গা - রাজনৈতিক পট পরিবর্তন লেগেই থাকবে ।
  • Div0 | 170.83.72.206 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৪৫687580
  • বেইরুট ব্লাস্টটা নিয়ে ইনস্টাগ্রামে একটা ডিটেইলড কভারেজ ছিল। খুব বেশী কমেন্ট পড়েনি যদিও।
  • | 213.132.214.85 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৪৬687581
  • পিএম, দুখে দা পুরুলিয়া আর নরেন্দ্রপুর । কজেই আমাদের তুতো ভাই ঃ)
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৪৮687582
  • কল্লোল-দা, কোথায় বলা হয় নি সেলফিসনেস একটা গুণ। এটা মানুষের একটা প্রপার্টি। কখনো কখনো ভালো কাজেও লাগানো যায় ইচ্ছে করলে। তবে ইন জনারেল নিন্দনীয়। সমস্যা সেটা না - সমস্যা হচ্ছে cause এ মন না দিয়ে solution এ মন দেওয়া। ভারতবর্ষে বাংলাদেশ থেকে রিফিউজি এলে তাদের accept না করলে selfish act. ঠিক।

    কিন্তু কেন রিফিউজিরা আসছে সেটার সমাধান না করাটা কি খুব ইন্টেলেকচুয়াল আক্ট? যখন ৭১ এর যুদ্ধের পর দলে দলে শরণার্থী আসছিল তখন কেন এখনকার ইরাক বা আফগানিস্তানের মতো আমেরিকা ঢুকে বম্বিং শুরু করে নি পাকিস্তানে? কেন তখন মনে হয় নি যে যারা এই শরণার্থী তৈরী করছে, মানুষকে বাধ্য করছে নিজের ভিটে মাটি ছেড়ে পালাতে তাদের ওপর গ্লোবাল এম্বার্গো এনে, তাদের সমস্ত সাপ্লাই লাইন কাট করে তাদের বাধ্য করা সহনশীল হতে।
    আমেরিকা যখন আফগানিস্তানে তালিবান তৈরী করছিল তখন কি কেউ বোঝে নি যে এটা উলটো ফ্রাঙ্কেন্সটাইন হতে পারে? সবাই তখন সহজ পাঠ আর আরব্য রজনী পড়ছিল? কই তখন তো আমেরিকার বিরুদ্ধে গ্লোবাল স্যাংশান চায় নি কেউ। কেউ তো বলে নি
    আমেরিকার বিরুদ্ধে স্যাংশান আসুক। Globally ostrasise করা হোক আমেরিকাকে ? সেটা যখন করে নি তাহলে আমেরিকার মেকানিজমে তৈরী শরণার্থীদের নেবার খুব দায় কি ইউরোপের আছে?

    একদল মানুষের সহনশীল হওয়া সম্ভব না অথচ ধরে নেব অন্য দল মানুষ সহনশীল হবে? এটাকে কি বলে জানেন ?

    ঢ্যামনামো। স্বার্থপরতার মতো এটাও একটা নিন্দনীয় কাজ।
  • sswarnendu | 198.154.74.31 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৫৩687585
  • @lcm
    অজ্ঞানতা জনিত তো বটেই... কিন্তু পশ্চিম দুনিয়ার বাইরে নিয়ে এদের 'অজ্ঞতা' দেখে হাসব না রেগে যাব সেটাই বুঝতে পারি না... আমার এক বন্ধু ভারতে যাওয়ার আগে আমায় জিগ্যেস করেছিল ব্যাঙ্গালোর শহরটা আফ্রিকার মত কিনা... আমি হেসে বলেছিলাম যে আমি সিওর আফ্রিকার কোন শহরও তুমি যেভাবে আফ্রিকা বললে সেরকম নয়... এবার এটা সত্যিই আলাদা করেই ভাল উদাহরণ, আমার সেই বন্ধু দেড় বছর ব্যাঙ্গালোরে ছিল... এখানে খুব অল্প অংশই সেটা করার কথা আদৌ ভাবত...
    ফলত এই অজ্ঞতা কে নিছক অজ্ঞতা সত্যিই ভাবতে পারি না... white-supremacist culture ই মনে হয় ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন