এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৬৭ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:০৫687586
  • আরে বাহ, রিফ্যুজি নিয়ে আমার সন্দেহ থাকা কন্স্পিরেসি থিয়োরিস্ট ক্লাবে আমাকে মেম্বারশিপ দিয়ে দিচ্ছে বুঝি ? ঃ) তাহলে তো বলে হয় নানা দেশের নেতা রাজনীতিক থেকে শুরু করে ইউরোপীয়ান ইউনিয়নের বাঘা বাঘা লোকজন, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্টের কলাম্নিস্ট সবাই সেই ক্লাবের মেম্বার ঃ)
    এদিকে এই নিয়ে এত সন্দেহ প্রকাশের পরেও লোকজন এত নির্দ্বিধায় রিফ্যুজি প্রসঙ্গে নিঃসন্দেহ হতে পারছে কীকরে, সেটা ই বরং এখনো বুঝতে পারিনি।

    None of the 750,000 refugees admitted to the United States since 9/11 have been arrested on domestic terror charges
    এরপরেও রিফ্যুজিরা কেন নন্দ ঘোষ বুঝিনি।

    ৯৫% আক্রমণকারীদের প্রোফাইলে যখন দেখা যাচ্ছে, তাদের সাথে রিফ্যুজের কোন সম্পর্ক নেই, ইউরোপিয়ান সিটিজেন, আপাতভাবে লোবারেল সব লোকজন, তাঁদেরকে ফেলে এই রিফ্যুজি ইস্যুটাই বারবার সামনে কেন চলে আসছে তাও বুঝিনি।

    যদি কোন জঙ্গি রিফ্যুজির ছদ্মবেশে আসে, তার জন্য রিফ্যুজিদের কী দোষ তাও বুঝিনি। Jean-Claude Juncker, the European commission president, is right to say that if one attacker arrived masquerading as an asylum seeker then he is “a criminal and not a refugee”। তো ক্রিমিনাল না বলে রিফ্যুজি টার্মটা কেন ব্যবহার হবে, বুঝিনি।

    আর ব্যবহার হলে এই ধরা যাক, অস্ট্রেলিয়ানদের ( বা, আরো কত দেশ যে হতে পারে ! ) বিরুদ্ধেই বা ব্যাকল্যাশ আসছে না কে বুঝিনি । কারণ Should we ban white Australians from coming to Britain? After all, one misfit teenager from Melbourne became so disillusioned with western life that he went to Iraq and reportedly blew himself up as an Islamic State suicide bomber earlier this year.

    এটা তো খুব স্পষ্ট যে, এই রিফ্যুজিইরা আইসিসের ভয়েই চলে আসছেন, আইসিসের শত্রু , আক্রমণের লক্ষ্য এরাও। প্যারিসের ঘটনার মত ঘটনা দেশেই এঁরা এন্তার ফেস করে পালিয়েছেন। সেক্ষেত্রে এই 'রিফ্যুজি' সেটটার উপর কেন এত বিদ্বেষ আছড়ে পড়ছে ! এর থেকে তৈরি হওয়া ব্যাকল্যাশ কোথায় নিয়ে যাবে এঁদের, সেটা একবারও মনে হচ্ছে না ?

    এগুলো ক্লোসেট কোন বিদ্বেষ থেকে আসছে, অন্ততঃ সবার ক্ষেত্রে, সেটাও নিশ্চয় নয়। কিন্তু এই তালে যাঁরা সত্যি বিদ্বেষী , তাঁদের পালেই হাওয়া লাগিয়ে দেওয়া হচ্ছে আর এটা খুবই বিপজ্জনক প্রবণতা, সেটাও কি বোঝা যাচ্ছে না ?

    তবে একটা বড় অংশের মধ্যে ওপেনলিই ইসলামবিদ্বেষ, মুসলিমবিদ্বেষের সাথে সাথে ভালোমাত্রায় রিফ্যুজিবিদ্বেষও দেখেছি ( নট নেসেসারিলি ওভারল্যাপিং সেট, কারণ এপার বাংলার লোকেদের, অসমের লোকেদের মধ্যে যেমন মুসলিম বিদ্বেষ দেখেছি, ইদানীং কালে মুসলিম অনুপ্রবেশকারী ইস্যুতে তার মধ্যে কমন সেট যেমন দেখেছি, তেমনি ওপার থেকে যাঁরা বাস্তু ছেড়ে বা হারিয়ে এসেছেন, তাঁদের মধ্যে আবার মুসলিম বিদ্বেষ ও দেখেছি।) হয়তো এসবের পিছনে অনেকেরই কোন না কোন তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু যাঁদের নেই, বা পরের প্রজন্মের লোকের মধ্যেও কেন সেই বিদ্বেষ চারিয়ে যায় বুঝতে পারিনা।
    আর এরকম একেকটা ঘটনা ঘটলে এগুলো এত ছড়িয়ে যায়, সত্যিই ভয় লাগে। এই যেমন এখন একটা অ্যাণ্টি রিফ্যুজি হিস্টিরিয়া চলছে। সেটার ঝড়ে অ্যান্টি মুসলিম উন্মাদনা একটু চাপা হয়তো আপাতত।

    তবে মনে পড়লো, এরকম ক'রে কিছু কিছু মজার সেটও বের হয়। এই সেদিন অসমের একজনকে শুনলাম, মুক্ত কণ্ঠে মোদি ও মানিক সরকারের ভূয়সী প্রশংসা করছেন। মোদিভক্তির মূল কারণ উনি নাকি মুসলিমদের ঠিকঠাক ঠাণ্ডা রাখতে পারবেন আর বাংলাদেশী অনুপ্রবেশকারীদেরও শায়েস্তা করতে পারবেন। আদারওয়াইজ মানিক সরকারের তুলনা হয়না ইঃ। ঃ)
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:০৭687587
  • ইউএস তালিবান তৈরী করেছে - এই ব্যাপারটা একটু বিশদ করা দরকার।
    কোনো রকম প্রোরোচনা ছাড়াই ১৯৭৯-এ সোভিয়েত মিলিটারি হুড়্মুড় করে আফগানিস্তানে ঢুকে পড়ে। এবং, দখল নিয়ে গ্যাঁট হয়ে বসে থাকে, যাবার নাম নাই। উদ্দেশ্য ছিল মার্কিন মদত পুষ্ট পাকিস্তান ও মার্কিন রাষ্ট্রকে একটু চাপে রাখা। এদিকে শুরু হয়ে গেল আফগান যোদ্ধাদের গোপন লড়াই। সেই লড়াইতে তলে তলে অস্ত্র জোগাতে থাকল ইউএস - উদ্দেশ্য সোভিয়েতকে পিছু হঠানো।
    এদিকে ১৯৯০-তে সোভিয়েত দেশ ভেঙ্গে গেল, রাশিয়ান সেনা আফগানিস্তান ছেড়ে চলে গেল, ইউএস-ও মদত দেওয়া বন্ধ করে দিল - পরে রইল, গেরিলা যোদ্ধা বাহিনি, অস্ত্রশস্ত্র, আর আফিম ফিল্ড - এই কম্বিনেশন কি খালি থাকে, দ্খল চলে গেল তালিবান-দের হাতে।
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:০৮687588
  • এই একটা দেশের কিছু কাজকর্ম এখনো ভাল লাগে। আশা করবো, ওবামাও চাপের কাছে নোয়াবেন না।
    The Canadian government is considering building special camps for Syrian refugees.
    A spokesman for the government in Ottawa confirmed that a tender notice has been issued for the construction of temporary “winterised lodgings” for groups of 500 to 3,000 people.
  • d | 24.97.12.19 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:১০687589
  • ওপার থেকে আসা লোকেদের মধ্যেই মুসলিমবিদ্বেষ দেখেছ পাই? আমি তো বরং এপারে থাকা লোকেদের মধ্যেও পুঁজের মত গ্যাঁজগ্যাঁজিয়ে মুসলিমবিদ্বেষ বেরিয়ে আসতে দেখেছি, দেখছি।
  • robu | 11.39.37.147 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:১৭687590
  • দুটৈ দেখেছি। প্রচন্ড পরিমাণে।
  • robu | 11.39.37.147 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:১৮687591
  • তাই আমি আজকাল কিছুই জেনারালাইজ করি না, কিছুতেই অবাক হই না।
    সিফোদাকে আবার ক।
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:১৯687592
  • লোকে ফ্রান্সের পতাকায় কেন ডিপি রাঙালো , বেইরুটের বেলায় কী হল, এই নিয়ে ক'দিন প্রচুর তর্ক হয়ে গেল দেখলাম। কথা হল, বেইরুটের কথা বেশিরভাগ লোকজনই জানতো না। ঠিক আছে। মিডিয়ায় সেভাবেই আসেইনি। মিডিয়া সিলেক্টিভ , সেও ঠিক আছে। ফেসবুকও বেইরুটের জন্য অ্যাপ দেয়নি। দেবেওনা। সেও বোঝা গেল। কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত হইচই হবার পরে, বিতর্কের পরে তো লোকে জেনেছে। তাতেও কি কিছু তফাত হল ? না, বেইরুট নিয়ে সলিডারিটি সেভাবে চোখেই পড়েনি। ঐ যাঁরা বেইরুট কেন নয়, প্রথম থেকে বলে আসছেন, তাঁরা ছাড়া।
    কেউ কেউ বলছেন, প্যারিসের সাথে, ফ্রান্সের সাথে আমাদের অনেকেই সাংস্কৃতিক কারণে হোক বা যেকারণেই, রিলেট করতে পারে, সেজন্য এটা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে মেনে নেওয়াই ভাল, আমরা মৃত্যু নিয়ে সিলেক্টিভই।
    এটাও মেনে নেওয়াই ভাল যে আইসিসের যে আক্রমণ অন্য নানা দেশে লাগাতার হয়ে চলেছে, সেখানে রিফ্যুজি যে কোন ইস্যুই না, সেটাও আমরা সিলেক্টিভলি ইগনোরই করছি।
  • de | 69.185.236.54 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:২০687593
  • মুসলিম বিদ্বেষের ক্ষেত্রে এপার ওপারের ফারাক দেখিনি -

    বরং যাঁরা দাঙ্গা ফেস করেছেন সরাসরি তাঁদেরকে অনেক ঠিকঠাক স্ট্যান্ড নিতে দেখেছি -

    টেরর অ্যাটাক আর রিফিউজি সমস্যা দুটো এন্ট্যাঙ্গল্ড নয় - ইন্ডিপেন্ডেন্ট ভাবে ট্রীট করাই ভালো।
  • robu | 11.39.37.147 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:২৩687594
  • বেইরুট মুসলিম জায়্গা তো।
    কেনিয়াতে কালো কালো কিছু লোক।
    মরলে কী এসে যায়।
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:২৪687596
  • দমদি, এপারের লোকজনের মধ্যেও দেখেছি বললাম তো। সেটাই মুসলিম + রিফ্যুজি বিদ্বেষের ওভারল্যাপিং সেট বললাম।
    আর ওপার থেকে আসা লোকজন, নন ওভারল্যাপিং সেটে। হ্যাঁ, এঁদের মধ্যে অনেক দেখেছি। বেশিরভাগই কারণ দেখান, ওপারে হওয়া মুসলিমদের অত্যাচার বা অন্যান্য ইস্যু যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে ছাড়তে হয়েছে। পরের প্রজন্ম কারণ দেখায়, মা বাবা দাদু দিদার সাথে 'ওরা' এইসব করেছিল ইঃ। ওদের জাতটাই গোলমেলে ইঃ।
    কিন্তু একটা ভয়ঙ্কর ঘৃণা ভিতরে ঢুকে গেছে।
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:২৬687597
  • 'টেরর অ্যাটাক আর রিফিউজি সমস্যা দুটো এন্ট্যাঙ্গল্ড নয় - ইন্ডিপেন্ডেন্ট ভাবে ট্রীট করাই ভালো।'

    বড় হাতের ক।

    রিফ্যুজি একটা দেশের জন্য কোনোরকম সমস্যাই হতে পারে না, এটা কেউই বলেনি। কিন্তু এই টেরর অ্যাটাকের সাথে তাকে জুড়লে বলতে হয়, ওরকম কুযুক্তিতে পৃথিবীর সব দেশ, সব মানুষ কোন না কোন ভাবে টেরর অ্যাটাকের সাথে যুক্ত।
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:৪৫687599
  • আর ওই ৪: ২৫ এর উদাহরণ যারা দিচ্ছিলেন ওটা অবাস্তব।
    আমি একটু অন্য উদাহরণ দি। আমার পরিবার ২৫ জন লোক - সবাই মোটামুটি পেট ভরে খায়, খুব স্বচ্ছল না - কিন্তু চলে যায়। এবার দু'জন লোক এসে আশ্রয় চাইলো। আমি জানি এদের দুবালা পেট বরে খেতে দিলে আমার ২৫ জনের খাবারে টান পড়বে। সেখানে আমি উদার হব কেন ? আরো যদি জানি এদের একজন আমার মেয়েকে রেপ করতে পারে, আমার ছেলেকে কেলাতে পারে - তাহলে আমি কেন এই ঝামেলায় যাব? খুব বেশী হলে বলব ভাই কিছু এককালীন টাকা দিচ্ছি, আপাততঃ ব্যবস্থা কর, পরে নিজের পায়ে দাঁড়াও।

    এবার নিজের পায়ে দাঁড়াতে গেলে, আমার কাছে কাজ আছে ৪ জনকে পয়সা দেওয়ার মতো । সেখানে আগে ৮ জন কাজ চাইতে আসতো - এখন সেখানে ১০ জন আসছে। তাহলে আগে যার কাজ পাওয়ার সম্ভাবনা ছিল ৫০% সেটা এখন ৪০%। এতে কি লোকেরা খুশী হবে? তারা কি ভাববে না আমি তো আমেরিকাকে বলিনি সিরিয়ায় বম্বিং করতে, আমি তো কোনো মুসলিম বিদ্বেষী ছিলামও না - তাহলে আমার এই অসুবিধে হবে কেন? এই ভাবনাটা কি খুব স্বাভাবিক না স্বার্থপর ?

    স্বার্থপরতার জিন ভেতরে আছে বলেই কিন্তু মা কুকুর একটা কুকুর শিশুর খাবার যোগাড় করে আনে আরো তিনটে কুকুরের সাথে লড়াই করে। সেটাকে আমরা বলি মাতৃত্ব। আসলে সেটা স্বার্থপরতা। কিভাবে ভাববেন সেটা আপনার ব্যাপার।

    আর অন্যকে স্বার্থপর বলে সমালোচনার অধিকার তখনই জন্মায়, যখন আমরা নিজেদের ব্যক্তি প্রয়োজনকে ন্যুনতমতে নামিয়ে নিয়ে যেতে পারি? সেটা কি আমরা করি? আমরা কেউ ভালোবাসি ভালো মদ খেতে, কেউ ভালো জামাকাপড় পরতে, কেউ ভালো দুই বা চার চাকার গাড়ি চড়তে, কেউ ভালো ইলেকট্রনিক গ্যাজেট কিনতে, কেউ ভালো বই পড়তে, .কেউ ভালো ক্যামেরায় ছবি তুলতে, কেউ ভালো জায়গায় বেড়াতে যেতে..................। আজ যদি কিছু শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে সেই কাজগুলোর পয়সায় টান পড়ে তাহলে আমরা খুশী হব? আমি তো হব না। আর যতক্ষণ না সেটা করতে পারছি - ততক্ষণ অন্য কেউ কেন শরণার্থীদের সাহায্য দিচ্ছে না সেটা নিয়ে কথা বললে তাকে বলে

    ভণ্ডামো
  • ... | 74.233.173.203 | ২০ নভেম্বর ২০১৫ ১৪:৫৬687600
  • •►ফ্রান্সের রাষ্ট্রপতি বললেন "আমরা বদলা নেব "...। হ্যাঁ স্যার আপনি প্রতিশোধ নিতে পারবেন কারন→↓
    ▲ ফ্রান্সে কোন উগ্রবাদির শেষ কৃত্যে লাখ লাখ লোক সামিল হয় না...!
    ▲ ফ্রান্সে মুখোষধারি 'সেকুলার' নামক জানোয়ার-এর বাড় বাড়ন্ত নেই...!
    ▲ ফ্রান্সে সামান্য কয় একটা ভোটের লোভে দেশের স্বার্থ ত্যাগ করে নিজের ইমান বিক্রি করা পলিটিশিয়ান নেই...!
    ▲ ফ্রান্সে টাকার বিনিময়ে কেউ #awardwapsi করে না...!
    ▲ আপনার দেশে "ঘন্টা খান-এক" সঙ্গে সুমন" প্রচারিত হয় না...!
    ▲ ফ্রান্সে কোন কম্যুউনিষ্ট নেই যারা উগ্রবাদির মুক্তির জন্য রাত্রি বেলা সুপ্রিম কোর্ট খোলতে বাধ্য করায়...!
    ▲ফ্রান্সে জঙ্গি হানার পর বিরোধীরাও জঙ্গিদের কে-ই নীতি পূর্বক দায়ী করে,আর আমাদের দেশের সন্ত্রাস হানা হলে সবার আগে সরকার কে-ই দোষারোপ করে....জঙ্গিদের অন্তরালে ঠেলে দেয়ার জন্যে অসংখ্য ভারত বিরোধী রয়েছে....!!....
    ▲হ্যাঁ আপনি পারবেন....!
  • 0 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:০৯687601
  • sinfautএর 1:21PMএর পোস্ট -- "রিফিউজিটা সমস্যা নয়, সমস্যা কালচারাল ডিফারেন্সের। বা ইডিওলজিকাল ডিফারেন্সের"

    অনেকগুলো ক দিলাম।
  • ... | 74.233.173.193 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:১৬687602
  • পাই
    কেউ কেউ বলছেন, প্যারিসের সাথে, ফ্রান্সের সাথে আমাদের অনেকেই সাংস্কৃতিক কারণে হোক বা যেকারণেই, রিলেট করতে পারে, সেজন্য এটা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে মেনে নেওয়াই ভাল, আমরা মৃত্যু নিয়ে সিলেক্টিভই।
    ----------

    অবশ্যই মৃত্যু সিলেক্টিভ। আমরা কেউ সিপিএম মরলে কাঁদি, কেউ তৃণ মরলে, কেউ কিষেন্জি মরলে, আর কেউ কাসাভ মরলে। সুখ দুঃক্ষ সবই সিলেক্টিভ।

    একটা জিনিসই সিলেক্টিভ নয়, তা হলো প্রত্যেক মানুষের হোলিয়ার দ্যান দাউ মারানো।
  • PM | 192.72.84.178 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:২৪687603
  • লিবিয়া আর সিরিয়া দুটৈ সুস্থ স্বাভাবিক দেশ ছিলো। সিরিয়াতেতো গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ছিলো।

    আমেরিকার হস্তক্ষেপে দেশ দুটোর কি হাল আজ
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:২৮687604
  • আপনার কি ধারণা কাসভের ফাঁসি নিয়ে উদ্দাম উল্লাস নিয়ে যাঁরা আপত্তি করেন , তাঁরা মুম্বইয়ের মানুষ মারা যাওয়ায় খুশি হয়েছেন ?

    সেগুলো আপনি মনে করতেই পারেন, তাতে আপনার সেই লোকজনকে 'জানোয়ার' আর নিজেকে 'হোলিয়ার দ্যান দাউ' মনে হতেই পারে। তবু বলবো, সেটা ছায়ার সাথে যুদ্ধই। বামপন্থা কি মানবাধিকার কর্মী, অ্যাকটিভিস্টদের উপর আপনার বেজায় ঘৃণা বা রাগ আছে বোঝা যাচ্ছে, যেমন এখানে . এবং নানাবিধ নিক নিয়ে লেখা ব্যক্তিরও ( হয়তো আপনিই) আছে বোঝা যায়, নানা জায়াগায় নানা জনকে ব্যক্তি আক্রমণ দেখে। কিন্তু তাতেও এগুলো বদলায় না। যাদের ওপর আপনাদের এত রাগ তাদের বেশিরভাগেরই বোধহয় ২৬/১১ কি ৯/১১ কি ১৩/১১ তে কোন মানুষ মারা যাওয়াতেই বিন্দুমাত্র আনন্দ হয়নি, হয়তো আপনার মতই বা তার থেকেও খারাপ লেগে থাকতে পারে। কিন্তু তার মানে ই চোখের বদলে চোখ সকলে নাই চাইতে পারে, এক ধারসে মুসলিম হোক কি রিফ্যুজি , এরকম প্রোফাইলিং এ সমস্যা থাকতেই পারে। বিচার প্রক্রিয়া ভুল হয়েছে মনে হলে, ভুল শাস্তি হচ্ছে মনে হলে তাই নিয়েও প্রতিবাদ করা দরকার মনে হতেই পারে, নিজেদের লোকজন অ্যাফেক্টেড হলেও। কী আর করা যাবে। বিশ্বাশ করা না করা আপনার ব্যাপার।
  • | 213.132.214.83 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:৩৪687605
  • কিন্তু আমি ধর্মেই আছি জিরাফেও আছি এটা একটা অত্যন্ত সুবিধবাদী অবস্থান।
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৫:৪০687607
  • অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমেরিকার জন্যেই অনেক দেশের দুর্দশা। তা সত্তেও কিন্তু আমরা আমেরিকানদের বিরুদ্ধে কিছু বলছি না।
    এই যে Discrimination নিয়ে কথা হচ্ছে, আমরা আমেরিকানদের discrimanate করছি না? চাড্ডি, ছাগু, জামাত, এসবের সমালোচনা করি কিন্তু সেই অনুপাতে কি আমেরিকানদের করি?

    আজ কি আমরা কেউ প্রোফাইল এ গণ স্ট্যাটাস দিচ্ছি যে আমেরিকা সিরিয়ার শরণার্থীদের জন্য তুমি ফান্ড তৈরী কর নাহলে নিপাত যাও। যারা আমেরিকার বিরোধিতা করছে বাংলায় লিখে - তাদের অনেকেই আমেরিকান সরকারকে ট্যাক্স দেয়। এটাকে মানুষের কি প্রপার্টি বলব - স্বার্থপরতা না ভন্ডামো
  • pi | 24.139.209.3 | ২০ নভেম্বর ২০১৫ ১৬:০৮687608
  • Gunmen have attacked a Radisson hotel in Mali’s capital, Bamako, and are holding 170 hostages, the hotel company has confirmed.

    At least three people – two Malian and one French person – were killed in the attack
  • sinfaut | 11.39.60.212 | ২০ নভেম্বর ২০১৫ ১৬:১৬687609
  • sch এই লাইনটা সাকশেসফুলি এর আগে তিনো সিপিয়েম স্কুলে ইংরাজি না পড়ানো খাগড়াগড় বা বলা যেতে পারে সব প্রসঙ্গেই এনে ছিলেন না? মানে এই অ্যামেরিকায় বসে অ্যামেরিকার সমালোচনা বা না-সমালোচনা (যখন যেটা যুৎসই)? তাহলে আপনি মনে হয় ভগবানের দেখা পেয়ে গেছেন। এই লাইনে খেলেই একটু ফিলোসফি ছড়িয়ে (একককে দেখিয়ে নেবেন নাহলে সব ছড়িয়ে যাবে) একটা থিসিস নামিয়ে দিন কড়া করে। হেব্বি চলবে।

    ফাউ প্রশ্নঃ ভারতে থেকে মোদির সমালোচনা বা স্তুতি কোনটা করা উচিত?
  • sinfaut | 11.39.60.212 | ২০ নভেম্বর ২০১৫ ১৬:১৯687610
  • মালির বামাকো হলো আলি ফার্কা তুর ও তাঁর সুযোগ্য পুত্র ভি ফার্কা তুরের জন্মস্থল। এই বিস্ফোরন আমি সাবজেক্টিভলি নিলাম।
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৬:৪২687611
  • সিফৌঁ একটু ভুল হয়ে গেছে। আমি খাগড়াগর বিষয়ে কোনো বক্তব্যই রাখিনি (আমার নিক বদলানোর হবি নেই) - আর অন্য বিষয়ে আমেরিকা টেনে আনি নি বলেই জানি। এখানের সিলেক্টিভপনার বালবাজিটা একটু খুলে দেওয়া যায় কি না দেখছিলাম - এছাড়া আর কোনো থিসিসি নামানোর ইচ্ছে নেই আপাতত। এককের ও মনে হয় অন্য অনেক কাজ আছে
  • sinfaut | 11.39.60.212 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:১৩687612
  • কে জানে ভাই আমার তো মনে পড়চে যে কোনো বিষয়ে কথা বলতে গেলেই টুক করে এই লাইনটা ধরে ফেলেন। ভুলও হতে পারে।

    আর ফাউ প্রশ্নের ফাউ উত্তরটা?
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:২১687613
  • কে একজন বলেছিলেন ৯/১১ র পর আমেরিকাতে আর কোনো টেররিজমের বড়ো ঘটনা ঘটে নি কারণা তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। ঠিক, এই লেভেলের ডিস্ক্রিমিনেশান অন্য কোনো দেশ করতে পারবে না

    http://www.ndtv.com/opinion/my-white-neighbor-thought-i-was-breaking-into-my-own-apartment-nineteen-cops-showed-up-1245025?pfrom=home-opinion

    আর সিঁফোর মোদি বিষয়ক ফাউ প্রশ্নের উত্তর, আমি ওবামা বিষয়ে সমালোচনার কথা বলিনি - আমেরিকা সম্বন্ধে বলেছি। একটা ব্যক্তি আর একটা রাষ্ট্রের মধ্যে তফাৎটা আশা করি বোঝেন - না বুঝলে মাথাটা দেওয়ালে অল্প ঠুকে নিতে পারেন। আজ ওবামার জায়গায় যেই প্রেসিডেন্ট হোক আমেরিকার গ্লোবাল পোলিশিং আর মাতব্বরি র নীতি বদলাবে না
  • aka | 34.96.82.109 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:২৭687614
  • আরে ঐ যে কইলেন স্বার্থপর জিন- সবাই স্বার্থপর, আমেরিকাও তাই, সাথে ক্ষমতা রয়েছে, দাদাগিরি করছে। লজিকে তো কোন গোলযোগ নেই। আপনারই লজিক।
  • 0 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:৪৮687615
  • বেইরুটের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকাটা টুয়েল্ভার-শিয়া আর কিছু জাফরি-শিয়া পাড়া আছে। হিজবুল্লা ঘাঁটি হিসেবে পরিচিতি আছে। ১২ তারিখ দুটো ব্লাস্ট্‌ একটা শিয়া মালিকানার কফিশপের সামনে হয়েছে। টিপিকাল প্যাটার্ন। প্রথমটা হবার পর যখন লোকজন জড় হয়েছে, তখনই পরেরটা করা হয়েছে ক্যাজুয়াল্টি বাড়ানোর জন্যে।
    তৃতীয়টা একটা শিয়া-মসজিদে ঘটানোর আগেই ভাগ্যক্রমে হয়ে যায়। শুধু বম্বারই উড়েছে।

    আইসিস দায় নিয়েছে। সিরিয়ায় হিজবুল্লার আসাদ'সাহায্যের পাল্টা বদলা বলেছে।
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:৫৪687619
  • আরে আকা লজিক মেনেই তো বলছি এতো হই হই করার কোনো দরকার নেই - ইউরোপ শরণার্থী নেবে না, ওকে, ওদের সিদ্ধান্ত, তাই নিয়ে এতো কথার কি দরকার। সেলফিস জিন মেনে নিলেই হয়।
  • sinfaut | 11.39.60.26 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:৫৪687618
  • আমিও মোদি বলতে ব্যক্তি মোদি বলিনি মোদি সরকার বলেছি। ঠিক যেমন "হোয়াইট হাউজ থেকে বলেছে" বললে একটা সাদা বাড়ি থেকে বলেছে না বুঝে অ্যামেরিকান প্রেসিডেন্ট বিবৃতি দিয়েছে এটা বুঝি। একে সিনেকডকি বলে। না বুঝতে পারলে দেওয়ালে মাথা ঠুকবেন না স্কচব্রাইট দিয়ে হাঁটু পরিস্কার করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দেব। কোনটা বেশি ব্যবহার করেন সেটা তো আমি জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন