এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫০৮৯ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 11.39.60.26 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:৫৪687618
  • আমিও মোদি বলতে ব্যক্তি মোদি বলিনি মোদি সরকার বলেছি। ঠিক যেমন "হোয়াইট হাউজ থেকে বলেছে" বললে একটা সাদা বাড়ি থেকে বলেছে না বুঝে অ্যামেরিকান প্রেসিডেন্ট বিবৃতি দিয়েছে এটা বুঝি। একে সিনেকডকি বলে। না বুঝতে পারলে দেওয়ালে মাথা ঠুকবেন না স্কচব্রাইট দিয়ে হাঁটু পরিস্কার করবেন সেটা আপনার উপরেই ছেড়ে দেব। কোনটা বেশি ব্যবহার করেন সেটা তো আমি জানিনা।
  • 0 | ২০ নভেম্বর ২০১৫ ১৭:৫৯687620
  • সরি। টুয়েল্ভার'রা মেইনলি জাফরি'ই হয়।
    জাফরি আর আলৌয়ি(সিরিয়ার শাসকগোষ্ঠীর সেক্ট্‌) মেশানো একটা পাড়া - সাউথ'বেরুটের ওই অঞ্চলটা।
  • pi | 192.66.42.78 | ২০ নভেম্বর ২০১৫ ১৮:০২687622
  • 0, এই টুয়েল্ভার, জাফরি এইগুলো নিয়ে একটু বলবেন ? কোথায় কোথায় ভিন্নতা বা কীসের ভিত্তিতে বিভাজন ইত্যাদি ?
  • sch | 132.160.114.140 | ২০ নভেম্বর ২০১৫ ১৮:০২687621
  • মোদী সরকার বা মনমোহন সরকার - কারোরই তো বিদেশ নীতি খুব ফিক্সড না, কেউ চীনের গাল চাটে, কেউ তিব্বতের। কাজেই হঠাৎ আলাদা করে মোদীকে বেছে নিলেন কেন বুঝি নি - ব্যক্তি মোদিকে আলাদা সমালোচনা করার অনেক আলাদা জায়গা আছে। সেই জায়গাগুলো বলতে চেয়েছেন বলে ভাবছিলাম। মোদী সরকারের সমালোচনা করবেন তো - কারণ ভোট দিয়েছেন তাকে। সমালোচনা করবেন না কেন। আপনার জন্ম তো এদেশেই - নাকি আপনি এখানে শরণার্থী বা ইকোনমিক মাইগ্রান্ট? তা যদি হন তাহলে একটু ভেবে ভারত সরকারের সমালোচনা করবেন (সেটা মোদী, মনমোহন, মুলায়েম যারই হোক)
  • kc | 198.71.231.249 | ২০ নভেম্বর ২০১৫ ১৮:৩৮687623
  • ছিঁফোর বল, রাউন্ড দ্য উইকেট, সচ ব্যাকফুটে খেলতে গেলেন, পারলেন না। এলবিডব্লুর জোরালো আবেদন। কিন্তু আম্পায়ার দিলেন না। কিন্তু অ্যাকশন রিপ্লেতে পরিস্কার দেখতে পাচ্ছি সচ জেনুইন আউট ছিলেন। সে যাই হোক আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত। পরের বল, ক্লাব হাউস প্রান্ত থেকে বল করছেন শ্রীছিঁফো ,,,,,,
  • . | 208.7.62.204 | ২০ নভেম্বর ২০১৫ ১৮:৪৬687625
  • প্লেন
  • . | 208.7.62.204 | ২০ নভেম্বর ২০১৫ ১৮:৪৬687624
  • sch কে ধন্যবাদ লিংক দিয়ে আমার বক্তব্য প্রমান করার জন্য। ঠিক এটাই বলতে চেয়েছিলাম, অ্যামেরিকান সরকার বা সরকারের রিপ্রেজেন্টেটিভরা আতলামো মারায় না। এক্সট্রিম রেসপন্স দেয়। আর ঠিক এজন্যই আপনার আশা, যে অ্যামেরিকাতে ইসলামিক এক্সট্রিমিস্টরা গিয়ে বড়ো কোন হামলা করবে, সেটা পুরন হওয়ার সম্ভাবনা একটু কম। হোমল্যান্ড ডিপার্টমেন্ট যতোটা সম্ভব প্রোফাইলিং করে আর গন্ডগোলের সামান্যতম সুযোগ দেখলেও স্টেপ নেয়। এই দেখুন না দুদিন আগেই প্যারি বাউন্ড দুটো লেন ডইভার্ট করে সব যাত্রীদের ডিপ্লেন করে দিল। তারপর এফ বি আই ওদের ইন্টারভিউ নিয়েছে। আমি এরকম দেশেই থাকতে ভালোবাসি যেখানে আমার বেঁচে থাকার সম্ভাবনা বেশী। আতলামো মারাতে যতো না ভাল্লাগে তার থেকে বেশী ভাল্লাগে বেঁচে থাকতে।
  • SS | 160.148.14.8 | ২০ নভেম্বর ২০১৫ ১৯:০৭687627
  • PM 3.24 pm -"লিবিয়া আর সিরিয়া দুটৈ সুস্থ স্বাভাবিক দেশ ছিলো। সিরিয়াতেতো গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ছিলো।
    আমেরিকার হস্তক্ষেপে দেশ দুটোর কি হাল আজ" -
    ভুল স্টেটমেন্ট - লিবিয়া আর সিরিয়ায় আমেরিকা বলতে গেলে ইইউ এর পিছনে ছিল, এর জন্যে ওবামাকে রিপাবলিকানরা প্রচুর আওয়াজ দিয়েছে, সামনে থেকে লিড না করার জন্যে। লিবিয়াতে আক্রমণের ফোরফ্রন্টে ছিল ফ্রান্স।
    de 2.20pm "টেরর অ্যাটাক আর রিফিউজি সমস্যা দুটো এন্ট্যাঙ্গল্ড নয়" - এটাও ঠিক নয়। বর্তমান পরিস্থিতিতে এই দুটো সমস্যা এমনভাবে ভাবে জট পাকিয়ে গেছে যে খুলতে অনেক সময় লাগবে।
  • 0 | ২০ নভেম্বর ২০১৫ ১৯:৩৪687629
  • pi, বেশী তো জানিনা। তানবীরা বা শ্যাজা'দি আরও বেটার বলতে পারতো।

    টুয়েল্ভার'রা মেজরিটি শিয়া সেক্ট। ৬৩২ থেকে ৮৭২ সাল অব্দি বারো জনের মধ্যে প্রথম তিনজনকে তো আমরা ভালোই চিনি। জামাই আর দুই নাতি। বাকিদেরকেও পরিবারের সাথে সম্পর্কিত প্রকৃত উত্তরাধিকারী ধরা হয়।

    তৃতীয়জন হোসেন। ওনার ছেলে জয়নালাবেদিন চতুর্থ ইমাম। তার দুই ছেলের মধ্যে আলবাকিরের অনুগামীরা টুয়েল্ভারের মূলধারার মধ্যে রইলো। আরেক ছেলে জাইদের অনুগামীরা জাইদি শিয়া। যারা ইয়েমেনের নর্থ বর্ডারে সুন্নি সৌদি কোয়ালিশনের সাথে লড়ছে।

    ষষ্ঠ জনের নাম অনুসারে জাফরি সেক্ট। ওনার দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে পরিচিতি আছে। শিয়া থিওলজি মূলতঃ ওনারই অবদান। স্ক্রিপচারের জ্ঞানের ভিত্তিতে স্বচ্ছ'চিন্তন আর সিদ্ধান্তগ্রহণ, সম্পত্তির উত্তরাধিকার, করব্যবস্থা, সুদ/ব্যবসা - এ'সব নানান ব্যাপারে ওনার লেখা রয়েছে।

    জাফরের দুই ছেলের মধ্যে ছোটছেলেকে যারা ইমাম মানে তারা'ই হলো জাফরি। বড়ছেলে ইসমাইলের অনুগামীরা ইসমাইলি।

  • cm | 127.247.96.81 | ২০ নভেম্বর ২০১৫ ২০:০০687630
  • বহুকাল পরে ভাল ধারাভাষ্য পেলাম, যার টানেই ম্যাচ দেখতে হল। তবে এও বলব sch এর বেসিক লাইন "আপনি আচরি ধর্ম অপরে শিখায়" এর উল্টো দিকে ভাল রেসপন্স মনে করতে পারছিনা। আমি কমুনা, আপনেরা কন, বইয়া বইয়া শুনি।
  • sinfaut | 69.93.200.82 | ২০ নভেম্বর ২০১৫ ২০:২১687631
  • ঠিক আছে, কেসি দা বলছে বলে লাস্ট বলটা করি। নইলে যেহেতু আলোচ্য প্রসঙ্গের থেকে এটা ভীষন বাইরের একটা প্রসঙ্গ তাই এ নিয়ে কথা বাড়াতে ইচ্ছে করছে না।

    sch লিখেছেনঃ
    ১। "অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমেরিকার জন্যেই অনেক দেশের দুর্দশা। তা সত্তেও কিন্তু আমরা আমেরিকানদের বিরুদ্ধে কিছু বলছি না।
    এই যে Discrimination নিয়ে কথা হচ্ছে, আমরা আমেরিকানদের discrimanate করছি না? চাড্ডি, ছাগু, জামাত, এসবের সমালোচনা করি কিন্তু সেই অনুপাতে কি আমেরিকানদের করি?
    আজ কি আমরা কেউ প্রোফাইল এ গণ স্ট্যাটাস দিচ্ছি যে আমেরিকা সিরিয়ার শরণার্থীদের জন্য তুমি ফান্ড তৈরী কর নাহলে নিপাত যাও। যারা আমেরিকার বিরোধিতা করছে বাংলায় লিখে - তাদের অনেকেই আমেরিকান সরকারকে ট্যাক্স দেয়। এটাকে মানুষের কি প্রপার্টি বলব - স্বার্থপরতা না ভন্ডামো"



    ২। "সমালোচনা করবেন না কেন। আপনার জন্ম তো এদেশেই - নাকি আপনি এখানে শরণার্থী বা ইকোনমিক মাইগ্রান্ট? তা যদি হন তাহলে একটু ভেবে ভারত সরকারের সমালোচনা করবেন"
    --
    sch এর কথা মতন যদি অ্যামেরিকায় বসে থাকা রিফিউজি বা ইকোনমিক মাইগ্রান্ট, অ্যামেরিকার সমালোচনা করে তাহলে সেটা ভন্ডামো হয় তাহলে তাদের চুপ করে থাকাই শ্রেয় বা বুঝে শুনে কথা বলা - যেমন sch এরই ২। নং থেকে পরিষ্কার। আর যদি না সমালোচনা করে তাহলে তাদেরই আবার ঐ একই sch (কী আশ্চর্য) ১ নং এর প্রথম দুই প্যারাগ্রাফে ভীষন বকে দিয়েছেন কেন তারা সমালোচনা করছে না বলে।

    এ কী একই মস্তিষ্ক প্রসূত? নাকি একই হাঁটু প্রসূত? সেসব থার্ড আম্পায়ার বিবেচনা করবেন। আমি আর বল করবোনা। আমার বলের দাম আছে। ছুঁড়ে নষ্ট করা উচিত নয়।
  • rabaahuta | 215.174.22.27 | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫৯687632
  • অনেক পাতা পড়িনি। বড় লেভেলে জানিও না কিছু, পলিসি টলিসি ইতিহাস ভূগোল। তবে আগরতলায় দেখতাম কাজের লোক (গৃহ পরিচারিকা শুনতে ভালো, তবে অপুষ্টি অনাহার এইসব তো আর কমেনা), রিক্সাওলা, ভিখিরী, বাজারের ছোটো মাছওলা সকালে বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে এসে সন্ধ্যেবেলা ফিরে যান। তো, আমার ধারনা, বেশ করেছে। কিছু লোকজন নিজের স্বার্থে সীমানা বানিয়েছে, কিছু লোকজন বেঁচে থাকার জন্যে সীমানা মানছে না, এই তো। বেঁচে থাকতে তো হবে রে বাপু।

    তবে কি, আমার কথায় তো আর কিছু আসে যায় না। পেছনের পাতা গুলি পড়ি এইবার।
  • Abhyu | 85.137.13.237 | ২০ নভেম্বর ২০১৫ ২১:০৩687633
  • হুতোর লেখা বরাবরই আমার খুব মনের মতো। গৃহ পরিচারিকা শুনতে ভালো, তবে অপুষ্টি অনাহার এইসব তো আর কমেনা।
  • Tim | 140.126.225.237 | ২০ নভেম্বর ২০১৫ ২১:১৪687635
  • হুতোদাকে অনেক ক
  • Tim | 140.126.225.237 | ২০ নভেম্বর ২০১৫ ২১:১৪687634
  • লাস্ট বলটা ইনস্যুইং ইয়র্কার দিয়েচে, চাদ্দিকে একটা কী হয় কী হয় ভাব..
  • pi | 192.66.38.75 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৪৪687636
  • সেদিন সিপাহীজলার একদিকের ভারত-বাংলাদেশ সীমান্তে গেছিলাম। সীমান্ত হাট বসে, একদিনের জন্য কাঁটাতার খুলে দেওয়া হয়, লোকজন কাগজপত্র জমা দিয়ে এদিকে আসেন, ওদিকে যান। দু'দেশের জন্য দুই গেট। যদিও হাটে গেলে নাকি আর বোঝা যাবেনা কে কোন দিকের।

    গ্রামের লোকজনের সাথে কথা হচ্ছিল, শুনলাম, আনপিশিয়ালি রোজই আসা যাওয়া চলে, এই সীমান্ত দিয়ে নয় অবশ্য। অন্য অনেক জায়গা আছে নাকি। আর ব্যবস্থাও আছে। এপারের লোকজন মাছ আনতে বাংলাদেশ যান, বাংলাদেশের লোকজন নানা জিনিশ কিনতে এপারে। যেখানে যা শস্তা আর কি। দু'পারের লোকজনের মধ্যে ভালই ভাবসাব। হবে নাই বা কেন? আলাদা যে কীসে, তাই তো বোঝা দায়।

    এমনিতে গরীব মিঁঞাপাড়া, পুব দিকে হিন্দুপাড়া। মাঝে কিছু জায়গায় সবাই পাশাপাশিই থাকেন। এঁরা সবাই এভাবেই এপার ওপার ক'রে থাকেন, দরকারে অদরকারে।

    গ্রামের মধ্যে দ্বীপের মত জেগে আছে এক প্রাসাদ। অনুজ পাণ্ডের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। লোকজন বলাবলি করছিল, পাঁচমহলা প্রাসাদ বর্ডারে চোরাচালানের ফসল হয়তো। হ্যাঁ, চোরাচালান হয় প্রচুরই। ম্যালেরিয়ার জন্য দেওয়া ডিডিটি র সন্ধান পাইনা আমরা, বাড়ি বাড়ি দেখে হিসেব মেলে না, দুর্জনে বলে বাংলাদেশে পাচার হয়ে গেছে, ক্ষেতে দেওয়ার জন্য।

    কী জানি, সীমান্ত না থাকলে হয়তো এই চোরাচালান হত না, দরকার পড়তো না।

    অন্য এক জেলায় সীমান্তের কাছের গ্রামগুলোতে কাজ করতে গেলেই লোকজন হাঁ হাঁ করে ওঠেন, উপদ্রুত এলাকা, অন্ধকার হয়ে গেলে আর কাজ করবেন না, যেকোন দিন কিডন্যাপ হয়ে যেতে পারেন ইত্যাদি। ওখানে নাকি কিডন্যাপ বেশি হয়, করেই বাংলাদেশে পাঠিয়ে দেয়। ক'দিন আগে অপহৃত একজনের দেখা পেয়েছিলাম হেলথ ক্যাম্পে, সবে সেখান থেকে ছাড়া পেয়ে এসেছেন। বি এস এফ , টি এস আর সারাক্ষণ সীমান্তের জঙ্গলে পরেহ থেকে টহল দিয়ে বেড়াচ্ছে। ম্যালেরিয়ায় মরছে।
    আর কত সিকিওরিটির আয়োজন, কত্ত খরচ।
    সীমান্ত না থাকলে দরকার পড়তো এসবের ? না থাকলে আরো বেশি উপদ্রুত এলাকা হত কি , নাকি উল্টোটা ?

    আব্দুস সাত্তারের একট বই পড়ছি, অরণ্যে জনপদে। বাংলাদেশের জনজাতি নিয়ে আকরগ্রন্থ বলা চলে। তো এই পার্বত্য চট্টগ্রাম এলাকার যাঁদের কথা পড়ছি আর এপারে যাঁদের গ্রামগুলোতে কাজ করি, সেই ত্রিপুরী, মগ, চাকমা .. সবকিছু তো মিলেই যায়। একই লোকজন। একই রকম লোকজন। মাঝে সীমান্তটা কীসের জন্য কেউ বুঝিয়ে দিলে ভাল হত।
  • . | 208.7.62.204 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৫২687637
  • সীমান্ত না থাকলে যে কি ভালো হতো। পৃথিবীতে কোন দেশ থাকতো না, এক অবিচ্ছিন্ন মানবজাতি।

    টাকাপয়সা না থাকলে আরো ভালো হতো, চুরিডাকাতি থাকতো না, অপুষ্টিও থাকতো না।

    মানুষের মধ্যে হিংসা দ্বেষ না থাকলে সবচে ভালো হতো। কেউ কাউকে মারতো না, সবাই সবাইয়ের কথা ভাবতো। আহা!

    নাঃ কাজে যাই, আজ বেশী মাংস খেয়ে ফেলেছি। হেউ!
  • pi | 192.66.38.75 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৫৩687638
  • আপনার জন্য তো বামপন্থী, অ্যাকটিভিস্ট আর সেকুলার জানোয়াররা না থাকলে সবচে ভালো হত। ঃ)
  • j.s. lochabaxulaa | 215.174.22.27 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৫৭687640
  • আসুন গিয়ে। একটু জোয়ানের আরক খেতে যেন ভুলবেন না।
  • শ্রী সদা | 113.16.71.15 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৫৮687642
  • হুম সীমান্ত না থাকলে আমি কবে আম্রিগা কি বিলেত চলে যেতাম। এই পোড়া দেশে রবে কে।
    সেটি যখন হওয়ার নয়, আমি চাইবো অন্য কোনো দেশের মানুষ যারা ঘটনাচক্রে মোর আনফরচুনেট দ্যান মি, এসে আমার সাধের কাঁথাকম্বল পোঁটলাপুঁটলি যেটুকু যা আছে তাতে যেন ভাগ না বসায়। সেলফিস চিন্তাভাবনা আরকি।
  • pi | 192.66.38.75 | ২০ নভেম্বর ২০১৫ ২১:৫৮687641
  • আর হ্যাঁ, ভুলে গেছিলাম। মুসলিম, বিশেষ করে মুসলিম রিফ্যুজিরা না থাকাটা পাউরুটি ঝোলাগুড়ের থেকেও ভাল ব্যাপার হত।
  • rabaahuta | 215.174.22.27 | ২০ নভেম্বর ২০১৫ ২২:০৩687643
  • ডম্বুরে কি যেন বড় মেলা হয়? তখনো বর্ডার খুলে দেওয়া হয়, লোকজন এপার ওপার থেকে রথ দেখে ও কলা বেচে বেলাশেষে নিজ নিজ কাজে চলে যান।
  • pi | 192.66.38.75 | ২০ নভেম্বর ২০১৫ ২২:০৭687644
  • একটা এই গত শনিবার হয়ে গেল, নৌকাবাইচ প্রতিযোগিতা ছিল, গণ্ডাছেড়ার নারকেলবাগানে। ডুম্বুর মেলা মনে হয় এটাই। জ্বরে পড়ে বেরোতে দেরি হয়ে গেছিল, মিস করে গেলাম ঃ( ওখানেই গেছিলাম।
  • rabaahuta | 215.174.22.27 | ২০ নভেম্বর ২০১৫ ২২:১০687645
  • এমনিতে সদা বলেছে আমার মনের কথা, পড়াশুনো বেশী করিনি বলে আমেরিকা আমাকে কিছুতে গ্রীন কার্ড দিচ্ছে না, তো এইসব চক্কর না থাকলে কি ভালোই যে হতো। তবে কিনা প্রয়োজনের মাপ তো সবার সমান নয়। কর্ম যাই হোক, জন্মসূত্রে এপার ওপার, সাতচল্লিশ একাত্তর কোনকিছুতেই আমার পাওয়া সুযোগ সুবিধের খুব একটা হেরফের হতো না। কিন্তু এমন লোকজনও তো আছে, যাদের হয়। তাদের জন্যে বর্ডার থাকলে ভালো হতো কি না হতো সেসব ভাবার, এমনকি ফেলানীত্বের সম্ভাবনা নিয়ে বিচলিত হওয়ার অবকাশও বিশেষ নেই।

    তাই এইসব আকাশকুসুম ভাট বকা আরকি - তবে কিনা কবি বলেছেন But I'm not the only one/
    I hope someday you'll join us :)

  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ২২:১৩687646
  • লিবিয়া আর সিরিয়া দুটৈ সুস্থ স্বাভাবিক দেশ ছিলো। সিরিয়াতেতো গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ছিলো। আমেরিকার হস্তক্ষেপে দেশ দুটোর কি হাল আজ" -

    গণতান্ত্রিক ভাবে নিব্রাচিত সরকার না। সিরিয়া ছিল মিলিটারি মোনার্কি। ১৯৭১-২০০০ সাল পর্যন্ত ২১ বছর হাফেজ আসাদ ছিল সিরিয়ার প্রেসিডেন্ট। হাফেজ মারা যাবার পর থ্কে ২০০০-এখনও পর্যন্ত ওনার ছেলে বাশর আসাদ প্রেসিডেন্ট। ফ্যামিলি রাজ বেসিক্যালি। তাই জন্যেই না গণতন্ত্রের দাবী নিয়ে আরব স্প্রিং
    আর, লিবিয়া ছিল গদ্দাফির।
  • lcm | 118.91.116.131 | ২০ নভেম্বর ২০১৫ ২২:১৮687647
  • "অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমেরিকার জন্যেই অনেক দেশের দুর্দশা। "

    মানে আমেরিকা দেশটা না থাকলে পৃথিবী সব দেশগুলো শান্তির নীড় হত। যেখানে যত মারপিট, খুনোখুনি, হিংসা সব কিছুর মূলে আমেরিকা। এই তো? এ আর নতুন কি।
  • hu | 140.160.143.220 | ২০ নভেম্বর ২০১৫ ২২:২০687648
  • মাঝে সীমান্তটা একসময় মানুষ চেয়েছিল বলেই উঠেছিল, তাই না? রাষ্ট্রের নির্ধারিত সীমান্ত যদি নাও মানি, মানুষ কি নিজে নিজেই সব সময় সীমান্ত তৈরী করে চলছে না? মানুষের স্বভাবই কি নয় নিজের নিজের পছন্দমত ক্লাস্টারে ঢুকে অন্য ক্লাস্টারের দিকে তীর ছোঁড়া? কেমন হলে ভালো হত সেটা ভেবে কি লাভ, যখন দেখাই যাচ্ছে মানুষের স্বভাব সেটাকে অনুমোদন করে না। সবাই মিলেমিশে একসাথে থাকবে এটা শুনতে ভালো লাগে, কিন্তু হয় কি? ভাষা, ধর্ম, ট্র্যাডিশন, মরাল ভ্যালুজ - সব ভুলে একসাথে সমসত্ব জাতি হওয়া অত সোজা নয়। সেটা হলে প্রতিটা দেশে একটা করে লিটল চায়না, লিটল ইটালি, লিটল ইন্ডিয়া থাকত না।
  • hu | 140.160.143.220 | ২০ নভেম্বর ২০১৫ ২২:২৪687649
  • lcmদার 10.13র কথাটা আমারও। সাদ্দাম আমলে ইরাকের অবস্থার যা গল্প শুনি তার সাথে নর্থ কোরিয়ার খুব তফাত নেই। নর্থ কোরিয়া কি একটি স্বাভাবিক দেশ?
  • ঈশান | ২০ নভেম্বর ২০১৫ ২২:২৫687651
  • বাংলাদেশী শরনার্থী আর মধ্যপ্রাচ্যের শরনার্থীদের মধ্যে একটা খুব বড়ো তফাত আছে। ভরতীয় উপমহাদেশে শরনার্থীদের এই স্রোত সৃষ্টি করার পিছনে ভারত এবং পাকিস্তান উভয় দেশের নেতৃবৃন্দের সমান দায়, সেই দেশভাগ থেকে যার শুরু। কারো বেশি বা কম নয়। কিন্তু ইউরোপে এই শরনার্থীর স্রোত/ক্রাইসিস শুরু করার দায়, একান্তই পশ্চিমী রাষ্ট্রগুলির। সৌদি আরব, তার ওই ওয়াহাবি মতাদর্শ নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমের গলায়-গলায় বন্ধু। তালিবান আর আল-কায়দা মিক্সটা সৌদি-পাকিস্তান-আমেরিকার যৌথ প্রজেক্টের ফল। ওয়েপনস অফ মাস ডেস্ট্রাকশন একটি বৃহৎ ঢপ, যেটার জন্য ওই এলাকার ব্যালেন্স অফ পাওয়ার নাড়িয়ে দিয়ে সাদ্দামকে খুন করা হল। এবং সরাসরি ফলশ্রুতি হিসেবে অন্যান্য ধর্মীয় লিডারশিপকে তৈরি করার চেষ্টা হল, আজকের আইসিস সর্বোচ্চ নেতা আবু বকর আল বাগদাদি তার ফসল। তিনি তাঁর সংগঠন শুরু করেন মার্কিন বন্দীশিবিরে, মর্কিন এবং পশ্চিমী মদতে।

    ফলে আল কায়দা থেকে আইসিস, এদের তৈরি হবার পিছনে প্রত্যক্ষ পশ্চিমী কাজকম্মো আছে। এরা ধর্মের থেকেও সেই কাজকর্মের সরাসরি ফসল। ডিভাইড অ্যান্ড রুল থেকে শুরু করে বহুজাতিক স্বার্থরক্ষা, সবই ছিল এর পিছনে। এখন দৈত্য ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে, তাই এঁয়ারা কপাল চাপড়াচ্ছেন। কিন্তু কপাল চাপড়ালেই তো হবেনা, আগুনের আঁচ একটু নিতেই হবে। যেহানে সেখানে ছুঁচোবাজি জ্বালিয়ে আসব, আর নিজের ঘরে আগুন জ্বলবেনা তা হয়না। টাইম টু গ্রো আপ। উদ্বাস্তুদের দায় এদের নিতে হবে, সন্ত্রাসেরও। আর হারিয়ে যাওয়া ব্যালেন্স অফ পাওয়ার কীকরে ফিরবে, সেটা সবার আগে ভাবতে হবে। কিন্তু সেটা এঁয়ারা ভাবছেন না। সৌদিকে এখনও মদত দিচ্ছেন। সিরিয়ায় সরাসরি সম্মুখ সমরে নামার সাহস নেই, এয়ার স্ট্রাইক করে শহর ওড়াচ্ছেন। কুর্দদের একফোঁটা সাহায্য কেউ করছেনা, কারণ তারা তো আবার হাপ কমিউনিস্ট। এতে করে আরও জঙ্গী তৈরি হচ্চে, অন্য কিছু না।

    আমাদের কপাল খারাপ, আমরা এই ক্রস ফায়ারে পড়ে গেছি। মুম্বাই ব্লাস্ট হয়েছে, প্যরিস হয়েছে, আর কি হবে কে জানে। কিন্তু এসব কিছু দুষ্টু উদ্বাস্তুকে দমন করলেই মিতবেনা, এটা বোঝার মতো বয়স আমাদের এবং পশ্চিমী বড়োকর্তা, সকলেরই হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন