এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৪৯ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৭ নভেম্বর ২০১৫ ০৯:২৯687386
  • কল্লোল পড়তে দিয়েছিলো "ইসলামের নব্য পঠন"। উটি ওর খুব ফেবারিট বুক - সবাইকে রেকো করে। আমার এক্কেবারে ভাল্লাগে নি।

    সেই কোরাণের কিছু কিছু আয়াত ধরে - আসলে এটি তো দারুন শান্তির বই এ সব বলা। বা কিছু হিংস্র আয়াতের খুব কষ্ট কল্পিত ব্যাখ্যা। এ সবই আমার অপছন্দের।

    গীতা বা বেদ বা বাইবেল বা কোরাণ - এগুলোকে যাস্ট প্রাচীন বই হিসেবে ধরলেই ন্যাটা চুকে যায়। হুরী পরী পক্ষীরাজ থেকে শুরু করে অসভ্য সব প্রথার কোনো দায় থাকে না এখনকার মানুষের। কিন্তু ঐ সেই এক পোঁ - কতো রকমের ফিলোজফিকাল ধোঁয়াসা তৈরী করে এই সব বইগুলোকে ডিফেন্ড করে যাওয়া। ডিফেন্ড করার দরকারই নেই।

    এই সব রূপকথার গল্পো, পড়তে ইনটেরেস্টিং লাগলেই হোলো। স্ক্রিপচার হিসেবে দেখলেই আর কিছুতেই কোনোমতেই স্যানিটি রাখা যায় না।
  • PM | 59.14.125.8 | ১৭ নভেম্বর ২০১৫ ০৯:৫৩687387
  • dd দাকে সাংঘাতিক রকম "ক"
  • lcm | 118.91.116.131 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:০৮687388
  • জাপানে ছিল সব এথিস্ট গ্রুপ, তারা নাকি এইসব বই জোগাড় করে পোড়াত আর বার্বিকিউ না কিসব করত।
    আমি একজনকে জানতাম, সে বাইবেলের ওপর মনিটর সেট করে বলেছিল - হোয়াটএভার ইউ সে, দিজ থিং গট কোয়ালিটি হার্ড কভার।
  • sinfaut | 11.39.60.43 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:০৯687389
  • কালকেই আরটি তে রেজা আসলান এর পুরোনো ইন্টারভিউ শুনছিলাম। ভদ্রলোক দারুন বলেন। সব কথাই ঠিকঠাক লাগছিল। শুধু একটা জায়গা বিস্তারিত বললে ভালো হত। উনি বল্লেন, আইসিস এর বিলিফ এর সাথে অনেক মডারেট মুসলিম এর কিছু কিছু বিলিফ নিশ্চয় মেলে কারন দুজনেই একই স্ক্রিপচার রেফার করে। কিন্তু বিলিফ মানেই অ্যাকশন নয়। এই দুটোর মধ্যে কন্ট্রাদিক্শন থাকে মানুষের। যেমন উদাহর্ন দিলেন, ইজিপ্টে একটা পোলে ৬৪ % মানুষ মনে করে ধর্মত্যাগীদের স্টোনিং করা উচিত। আবার সেই ইজিপ্টেই একই পোলে ৭৫% শতাংশ মানুষ মনে করে একটা দেশের ধর্মীয় স্বাধীনতা ভীষন জরুরি। প্রথম মতামতে স্ক্রিপচার ভিত্তিক প্রেস্ক্রিপশন দিচ্ছে মানুষ ঠিক পরেরটায় একটা সময়ানুগ বাস্তব আশা করছে।
    আমার প্রশ্ন ছিল, ঠিক কথা ৯৮% মানুষ অ্যাকশনে রুপান্তর করে না নিজের বিশ্বাসকে কিন্তু যখন একটা রাষ্ট্র এই একই বিলিফ সিস্টেমকে নিজের আইন মরাল কোড হিসেবে মেনে নেয় তখন তো সেই বিলিফ রাষ্ট্রের প্রতিটা পদক্ষেপেই অ্যাকশন হিসেবে দেখা দেয়। তো এমন মারাত্মক বিলিফকে এতগুলো মানুষের মধ্যে নার্চার করা তো সবসময় বিপজ্জনক। আর এটা আরও বেশি বিপজ্জনক যখন বিলিফটা মোনোথেইস্টিক, যেখানে বহুত্ববাদ, মিস্টিসিজ্ম, সাবভার্সনের কোন জায়গা নেই।

    রঞ্জনদা,কিন্ড্ল বইগুলো মনে হয় শেয়ার করা যায়না। আপনাকে কেসি দিয়ে দেবে।

    আর ফোন থেকে টাইপ করছি আর আমার আঙ্গুলগুলো চাঁপা কলার মত নয় তাই বানানগুলো একটু ক্ষমা করে দেবেন।
  • d | 144.159.168.72 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:১৭687390
  • হে হে কিন্ডলের বই শেয়ার করতে গেলে নামিয়ে তালা ভাঙতে হয়। তারপর সেই মুক্ত বই শেয়ার করা যায়।
    আমি অমনি করে কাকে কাকে যেন কিসব বই যেগুলো আমার কেনা, পড়ালাম। লোকেও অমনি করে আমায় তাদের কেনা বই পড়ায়।
  • | 213.132.214.84 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:১৮687391
  • ডন ব্রাডম্যান ব্যাটিং করছে!! ( মনে তেনার ধারণা!! ঃ) )
  • d | 144.159.168.72 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:২৪687392
  • সিঁফো একদম।
  • নাল | 186.126.237.217 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:৩৩687393
  • ছিছি আপনি তো বই চুরি করছেন। কিন্ডলের থেকে পিডিএফ বানিয়ে শেয়ার করছেন। SC এসে আপনাকে কড়া করে বকে দেবেন।

    অবশ্য ক্রূর সিং ঠিক বলেছেন, বেশ করে লোকে লিবজেন থেকে ডাউনলোডায় আর আমি বলি কি, বেশ করে লোকে সুমাত্রা পিডিএফ দিয়ে ডিআরেম রিমুভ করে।
  • d | 144.159.168.72 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:৩৯687394
  • খামোখা পিডিএফ বানাতে যাব কেন? পিডিএফ মোটেও পড়তে ভাল্লাগে না। দিব্বি মোবি ফর্ম্যাটেই করছি তো। অনেকসময় বরম ইপাব থেকে মোবি বানিয়ে নিই।
    আর আমি আমার কেনা বইগুলোর তালা ভেঙে লোককে দিই। তারা তাদের কেনা বইয়ের তালা ভেঙে আমাকে দেয়।
  • aranya | 83.197.98.233 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:৪৬687396
  • কল্লোল-দার 'স্বপ্ন দেখতে আজও ভাল লাগে'

    স্বপ্ন চলে গেলে আরে রইল কি?
  • b | 135.20.82.164 | ১৭ নভেম্বর ২০১৫ ১০:৫৪687397
  • সিফোঁ কে ক। স্ক্রিপচার অক্ষরে মেনে চললে তো আলজেরিয়া থেকে ইন্দোনেসিয়া পর্য্যন্ত মুসলিম প্রধান দেশগুলিতে সর্বত্র একই রকম মানুষ হত।
  • ... | 74.233.173.193 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:১২687398
  • গীতা বা বেদ বা বাইবেল বা কোরাণ - এগুলোকে যাস্ট প্রাচীন বই হিসেবে ধরলেই ন্যাটা চুকে যায়। হুরী পরী পক্ষীরাজ থেকে শুরু করে অসভ্য সব প্রথার কোনো দায় থাকে না এখনকার মানুষের। কিন্তু ঐ সেই এক পোঁ - কতো রকমের ফিলোজফিকাল ধোঁয়াসা তৈরী করে এই সব বইগুলোকে ডিফেন্ড করে যাওয়া। ডিফেন্ড করার দরকারই নেই।
    -----------------
    ∆∆∆∆∆∆∆

    এক্কেবারে সত্যি। আর তার সঙ্গে লাল বইগুলোকেও। কবে কে দাড়িমুখো সাহেব তার দেশে এপলাই করেছিল আর এরা এই ২০১৫ সালেও লাইন বাই লাইন defend করতে চায়।
  • robu | 11.39.38.154 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:১৫687399
  • সিফোঁদাকে ক।
  • robu | 11.39.38.154 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:১৭687400
  • কারা লালবই লাইন বাই লাইন ডিফেন্ড করে?
  • | 213.132.214.85 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:৪৬687401
  • ভালো বলেছেন ড্ট ডট!! ঃ)))
  • T | 165.69.191.254 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:৫০687402
  • শুধু লালবই কেন সব বই ফই কাটিয়ে দাও, কে কবে লিখেছে। তবেই প্রতিকার সম্ভব। না হলে পাপের পাপাচারে পেঁপেও তেতো হয়ে যাচ্ছে। শুধু থাকবে বাণী। প্রতিদিন সকালে রেডিওতে সম্প্রচারিত হবে।
  • Tetris | 131.241.218.132 | ১৭ নভেম্বর ২০১৫ ১১:৫৭687403
  • piggybacking কোরে কি আর ব্যাটিঙ্গ হয়?
  • ক্রূর সিং | 117.167.108.170 | ১৭ নভেম্বর ২০১৫ ১২:১০687404
  • ফিস্কের একটা লেখা দ দিয়েছে। আজকের ইন্ডিপেন্ডেন্টে আরেকটা আছে - আলজিরিয়ান ওয়ার নিয়ে। সেটা পড়ুন সবাই।

    আর পারলে "ব্যাটল অফ আল্জিয়ার্স" দেখুন।
  • ক্রূর সিং | 151.0.12.142 | ১৭ নভেম্বর ২০১৫ ১২:১৭687405
  • আর কেশী - কীনানের বইটা দাও।
  • সে | 198.155.168.109 | ১৭ নভেম্বর ২০১৫ ১২:৫৬687407
  • এখানে কি কেউ কেউ প্যারিসের হামলাগুলোর জাস্টিফিকেশান দিতে চাইছে? তাহলে এখানে আমার কিছুই বলবার নেই। টেররিজমের জাস্টিফকেশন যারা দেবার চেষ্টা করে তাদের সংগে আলোচনায় কোনো স্পৃহা নেই জানিয়ে দিলাম।
  • sinfaut | 11.39.61.103 | ১৭ নভেম্বর ২০১৫ ১২:৫৯687408
  • না না আমাকে গাইতে বলো না।
  • . | 208.7.62.204 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:০৪687409
  • যারা হামলাগুলো করেছে আপনি কি তাদের ভয়েসটা আসতে দেবেন না? আপনি জানেন না যে ওদের চেনা অতো মুখের কথা নয়? তাহলে তো আপনি নিওকন আর হোয়াইট সুপ্রিমেসিস্ট! অতি লজ্জার কথা।
  • robu | 11.39.38.154 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:০৫687410
  • কেউ কেউ কোথায়? প্রায় সবাই।
  • ক্রূর সিং | 117.167.108.173 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:০৮687411
  • ফিঁক ফ্যাঁক ফ্যাঁচাক (চীনে হাসি)
  • ধুর | 126.50.59.180 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:১৭687412
  • চীনে হাসি "হোয়াং হো হোয়াং হো" করে হাসতে হয়।
  • ক্রূর সিং | 151.0.12.128 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:২১687413
  • চিং চ্যাং ফ্যাচাংরা তো মাকুন্দে চীনে ভুত, তারা ফিঁক ফ্যাঁক ফ্যাঁচাক করে হাসে। দাড়িওয়ালা চীনে ভুত হলে হোয়াং হো।
  • robu | 11.39.38.154 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:২৩687414
  • মানে উইঘুর ভুত?
  • ধুর | 126.50.59.180 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:২৭687415
  • হ্যাঁ, চিং চ্যাং ফ্যাচাং হলে আপত্তি করার কিছু ছিল না। ফিঁক ফ্যাঁক ফ্যাঁচাক পড়ে একটু ক্যামন যেন লাগছিল।
  • lcm | 118.91.116.131 | ১৭ নভেম্বর ২০১৫ ১৩:৩৮687416
  • আহা সে তো কবি কয়েছেন --

    সাদারা কালোদের মারলে সাদাদের দোষ
    সাদারা সাদাদের মারলে সাদাদের দোষ
    কালোরা কালোদের মারলে সাদাদের দোষ
    কালোরা সাদাদের মারলে সাদাদের দোষ

    দোষ-গুণের পৃথিবীটা সাদা-কালো
  • ranjan roy | 132.162.198.81 | ১৭ নভেম্বর ২০১৫ ১৪:০৭687418
  • এলসিএম ও T,
    ব্যাপক।

    সে,
    মনে হয় না কেউ টেররিস্ট অ্যাক্টকে ডিফেন্ড করছে, যেটুকু বিরোধিতা তা হচ্ছে সব মুসলিম টেররিস্ট, কারণ ওদের স্ক্রিপচারে টেররিজম inherently justified গোছের ক্যাম্পেন কে।
    সমস্ত টেররিজম, সাদা-কালো-লাল-সবুজ, ধর্মের নামে, ইডিওলজির নামে, বন্ধ হোক। কারণ তাতে খামোকা নিরীহ লোক মরে।
    আর, একটা টেররিস্ট অ্যাক্ট দিয়ে আর একটা জাস্টিফাই করা যায় না।
    ১) সিরিয়ায় ফরাসীদের বম্বিং দিয়ে বা মহম্মদের কার্টুন আঁকা দিয়ে প্যারিস হামলার মোটিভ ব্যাখ্যা করা যায়, জাস্টিফাই নয়।
    ২) একই ভাবে আফগানিস্তান বা ইরাকে মার্কিন সরকারের টেররিজম দিয়ে লাদেন এর বা আইসিসের উৎথান ব্যাখ্যা করা যায়, জাস্টিফাই নয়।

    ও চারুকেশী!!! দিয়া দাও।

    ডিডি,
    অনেকদিনের শখ ছিল, অথর্ববেদ খুঁটিয়ে পড়ব, কিন্তু যেটা আছে বড্ড মোটা। এখন পাতলামত পেয়েছি, হিন্দিতে, তাতে কোন টীকা নেই। যদ্দুর পড়েছি ফিক ফিক করে হাসি পাচ্ছে। হেব্বি খোরাক।

    একটা আলাদা টই খুলে উদাহরণ দেব ভাবছি।ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন