এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১০০ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ১৭ নভেম্বর ২০১৫ ১৪:২১687419
  • গীতা-কুরআন-বাইবেল এসব কে শুধুমাত্র ফিকশন হিসেবে দেখা কষ্টকল্পনা মাত্র । এগুলো নিজের নিজের মত করে কিছু আইডিয়া বহন করে । যার মধ্যে মানুষ নিজের অস্তিত্ব বলুন বা অজুহাত খুঁজে পায় । কাজেই এগুলো থাকবে । আর ওই পলিটিকাল ইসলাম - নন পলিটিকাল ইসলাম বিভাজন ও বোকা বোকা । রিলিজিওন বাই নেচার পলিটিকাল টেক্সট । তার নন পলিটিকাল বলে কিস্যু হয়না । মানুষ আইদীয়লোজি নিয়ে বাঁচবে না তো কী মেশিন হয়ে যাবে ? সেম ফর লাল বই হলুদ বই এমনকি ইতিহাসের বই । একভাবে দেখলে এগুলো সবই ফিকশন ।কিন্তু মানুষের বেঁচে থাকাও ফিকশন ,কোনো মেশিন লগ নয় । ফিকশন থাকলে কমেডি ত্র্যজেদী হরর গোর এসব তো থাকবেই ।

    ক্রমাগত বিচ্ছিন্নভাবে রক্তারক্তি থেকে বাঁচার একটাই পথ হতে পারে । রক্তপাত কে চ্যনেলাইস করা । রিলিজিআস ঘেটো তে লেফট লিবারেল ইন্ফিল্ত্রেষণ করাতে হবে । এরা হলো সাম্রাজ্যবাদের এজেন্ট । হ্যাভ ইট অল ইউতপিয়ায় বিশ্বাসী । ধনতন্ত্র বিরোধিতাও চাই আবার ধনতান্ত্রিক লিবার্টি ও চাই । এরা আস্তে আস্তে খুঁচিয়ে ঝামেলা পাকাবে । রামের পাছা মহম্মদ এর লিঙ্গ এইসব আঁকবে । ঝামেলা লেগে যাবে তারপর । তখন শান্তিসেনা ঢুকিয়ে রিলিজিয়াস ঘেটো কে ভেঙ্গে দিতে হবে । পাল্টা আঘাত আসবে । সিভিল ওয়ার শুরু হতে পারে ।

    পৃথিবীর ইতিহাস বলছে সিভিল ওয়ার বা একটা বড়সর ক্যাচাল বাধার পর বছর পঞ্চাশেক মানুষজন ভালো মানুষ হয়ে থাকে । তারপর তাদের আবার নতুন করে চুলকায় । আশা করা যায় সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে এই সময় ব্যবধান টা কমে এলেও বছর বিশেক থাকবে । তদ্দিনে আবার নিও চাড্ডি প্রজন্ম তৈরী হবে একদিকে আরেকদিকে হ্যাভ ইট অল দের নতুন প্রজন্ম পবন্ধ তবন্ধ লিকতে শিকবে । এই নতুন প্রজন্ম আগের ক্যাচাল এর ভয়াবহতা ভোগ করেনি । কাজেই আবার হিস্টরিসিসম এর নেকড়ে এসে ভেড়া কে বলবে তোর্ বাপ জল ঘোলা করেছিল । রিভিসনিস্ট রা বলবে : না না তোর্ বাপ । ব্যাস আবার ক্যাচাল লেগে যাবে ।

    এই হলো ব্যাপার । ওসব ফিকশন হিসেবে দেখা টেখার অলীক চিন্তা ছেড়ে সীট বেল্ট বাঁধুন ।
  • dd | ১৭ নভেম্বর ২০১৫ ২১:০১687420
  • একটু নস্টালজি করি। রঞ্জন কল্লোল ও আর যারা ভাম গোছের ও "পলিটিক্স কত্তেন" - তেনাদের ও স্মরণে থাকবে।

    সেই সময়ে তখন চীনে চলছে কলচারাল রেভোলিউশন। মাও সে তুং সাক্ষাত ভগবান।রেড বুক হচ্ছে স্ক্রিপচার। কোনো তক্কো হলেই লোকে অমুক পাতার তমুক আয়াত দেখিয়ে তক্কো থামিয়ে দিতেন। এবং "আর অন্য বই টই পরার দরকার নেই" এই আপ্তবাক্য ও শুনতাম নিয়মিত। "যে যতো বেশী পড়ে সে তত বেশী মুর্খ হয়" - এই দেওয়াল বাণীটি সারা বাংলা জুড়ে। স্কুল কলেজ ভাঙতে হবে কেন না সেগুলি বুর্জোয়া তৈরীর কারখানা। আমরা সব অগ্নিশুদ্ধ শ্রেণীহীন মানুষ। সফী কমুনিস।

    ও রকম পার্সোনালিটি কাল্ট হোলো চারু বাবুকে নিয়েও। কোনো সমালোচনা মানেই ব্লাসফেমী। মুখে মুখে চলতো আর্বান লিজেন্ড। হয়তো সত্যিও। অমুক না কি গোপন মিটিংএ চারুবাবুর নিন্দে করেছিলো । ব্যাস,তার কাটা মুন্ডু লুটালো মাটীতে।যেমনটি হয় নাস্তিক ব্লগারদের। অবিশ্বাসীদের ঠাঁই নেই মাওবাদে।

    শুদ্ধতম কমুনিজম অবশেষে ঘটলো কাম্বোডিয়ায়।শ্রেণীহীন শোষণহীন বোধহীন মুন্ডুহীন সমাজ।

    আরো পরে ইরানের খোমিনীর কথা শুনে হা হয়ে যেতাম।তারপরেই এলো তালিবান। তাদের কান্ড শুনে কথা শুনে শিউড়ে উঠতাম প্রথমে। সেটাকে ছাপিয়ে উঠলো বোকা হারাম। আর তার ও উপরে ,সবার উপরে আইসিস। ওটাই আপাততঃ শরিয়ার সর্বোচ্চ শিখর।

    মনে হয় একই পালা দেখছি।
  • PM | 233.223.159.35 | ১৭ নভেম্বর ২০১৫ ২১:১৬687421
  • সুন্নি ইসলামের একটা সেক্ট হলো ওয়াহিবিসম---মুলতঃ সৌদি আরবের হাউস অফ সৌদ ( শাসক) রা এর প্যাট্রন। শিয়া আর অন্য সুন্নিরা বলেন মিলিট্যন্ট ব্র্যান্ড ইসলাম মুলতঃ আসছে ওয়াহাবিসম থেকে

    http://en.abna24.com/cultural/archive/2015/11/14/719858/story.html

    http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/11140860/Qatar-and-Saudi-Arabia-have-ignited-time-bomb-by-funding-global-spread-of-radical-Islam.html

    http://theweek.com/articles/570297/how-saudi-arabia-exports-radical-islam

    "As later described in testimony before the US Senate Judiciary Committee, and listed on the late King Fahd’s website, Saudi Arabia spent $4 billion per year on mosques, madrassas, preachers, students, and textbooks to spread the Wahhabi creed over the next decades."
    মানে বছরে ঘোষিত ভাবে ২৫ হাজার কোটি টাকা বা ১০ বছরে ২লক্ষ ৫০ হাজার কোটি টাকা সৌদি খরচ করবে ওয়াহবি ব্র্যান্ডের ইসলাম স্প্রেড করতে!!

    এর একটা বড় টাকা ভারতে আসছে-

    http://www.sunday-guardian.com/news/saudi-cash-floods-india-to-promote-wahhabism

    http://www.oneindia.com/india/wikileaks-how-saudi-funded-rs-1-700-crore-wahabi-influence-india-1787820.html

    ওহাবি এক্সট্রিমিস্মকে সক্রিয় ভাবে প্রতিরোধ করা, এর প্রচারে বিদেশী টাকাকে আটকানো --এই সব কাজকে কি অ্যান্টি ইসলামিস্ম বলে গন্য করা হবে? কেনো?

    প্রসংগত, এই যে এতো শরনর্থী অন্য দেশে আশ্রয় নিচ্ছে, অউদি কুব কম-ই করছে তাদের জন্য। কিন্তু ঘোষনা করেছে জার্মানীতে আশ্রয় নেওয়া সুন্নিদের জন্য মসজিদ তৈরী করে দেবে!!!
  • . | 208.7.62.204 | ১৭ নভেম্বর ২০১৫ ২১:২৩687422
  • ওয়াহাবি এক্সট্রিমিজম এর ভয়েসটা যাতে ঠিকমতো আসে সেটা দেখবেন দাদা। নাহলে আপনি ইসলমোফোব।
  • sinfaut | 11.39.60.100 | ১৭ নভেম্বর ২০১৫ ২২:৩৮687425
  • কত ফোঁটা ফোঁটা মুত্র সেই এক ভয়েসের লুপে পড়ে ছড়াচ্ছে আর মুচ্ছে।
  • Div0 | 132.179.70.152 | ১৭ নভেম্বর ২০১৫ ২২:৩৯687426
  • সিঁফোর 10:09 AM চোখ এড়িয়ে যাওয়ার কথা ছিল না এবং যায়ওনি। ক++।
    অনলি অবসার্ভেশন, শুধু চাঁপা কলা নয়, যে কোনওরকম কলার মত আঙুল দিয়ে টাইপানো অত্যন্ত ধুরন্ধর স্কিল।
  • ranjan roy | 132.162.198.81 | ১৭ নভেম্বর ২০১৫ ২৩:১৫687427
  • ডিডিকে ১০০০% ক। একইরকম দেখছি। গোঁড়া বামপন্থীরা ন্যাবা বললে ন্যবা, হাবা বললে হাবা।
  • PT | 213.110.243.21 | ১৭ নভেম্বর ২০১৫ ২৩:৪২687429
  • সত্যি, পিথিবিটা চিরকালই এমনি একপাশেই হেলে ছিল....."Sure he's a son of a bitch, but he's our son of a bitch." জাতীয় কথাবার্তা বলে দেশে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার মত মহান কম্মটি যেন আর কেউ করেনি....
    আর সেই গনতন্ত্র নিয়ে দেশে দেশে ন্যাবা হাবারা যেন গোঁড়ামী করেনি!!
  • lcm | 118.91.116.131 | ১৮ নভেম্বর ২০১৫ ১০:০৭687430
  • অনির্বান,
    এই যে,
  • কল্লোল | 125.248.76.233 | ১৮ নভেম্বর ২০১৫ ১০:১১687431
  • ডিডি কে ক++++
    তখন খুব চল হয়েছিলো - খতমই সমস্ত সমস্যার সমাধান। তাতে জনৈক সীমাহীন নাকি এমনও বলেছিলো - এমনকি আন্তঃপার্টি সংগ্রামএর সমাধানও ঐ।
  • ক++ | 24.99.162.160 | ১৮ নভেম্বর ২০১৫ ১২:০৯687432
  • শুধু তখন না , এখনো তো মাওবাদী রা বিকল্প রাষ্ট্র গঠনের জন্যে ওই খতম অভিযান লাইনেই আটকে ।
    কিন্তু dd -র এই প্রশ্ন তো তেতো সত্যি -
    "প্রশ্ন হচ্ছে স্ক্রিপচারকে অলংঘ্যনীয় বলে দেশের বা কমিউনিটির সব আইন কানুন পোষাক খ্যাদ্যাভাস হ্যান ত্যন কোথায় আছে? ব্লাসফেমি আইন হিসেবে কোথায় আছে? সেইখানে কোরাণের মতন স্ক্রিপচার ভিত্তিক ধর্ম আর কোনো সমাজে নেই। সমস্যাটা সেখানে।"
    সবাই পাশ কাটিয়ে যায় পলিটিকালি কারেক্ট থাকতে চায় ।
  • SC | 117.206.251.114 | ১৮ নভেম্বর ২০১৫ ১২:৫৮687434
  • সেই চারুবাবু আর তার নকু আন্দোলন নিয়ে তো অনেক শিক্ষিত বামপন্থী বাঙালি ভদ্রলোক কে দেখেছি, একদম নালেঝোলে একসা।
    তারপরে তাদের পরবর্তী অবতার মাওবাদীরা যখন কাঙ্গারু কোর্ট বানাচ্ছিলেন, তখন হঠাথ দেখা গেল একদল বুদ্ধিজীবি, কতরকমের অযুক্তি কুযুক্তি মানব্বাবু হয়ে তাদের সাপোর্ট দিচ্ছিলেন।
    আবার ছিপিয়েমের কত আছেন এখানে, স্তালিন, পল পট এর নাম বললে অজ্ঞান।
    তাহলে আইসিস নিয়েও কিছু লোক ওরকম ভাবনা পোষণ করে হয়ত।

    আইসিস নিয়ে সমস্যা তা কি? ওরা বর্বর না ওদের বুদ্ধিজীবি নেই? কারণ বর্বরতার দিক থেকে স্তালিন, পল পট রা তো আইসিস এর থেকে কিচ কমতি যেতেন না। হ্যান, ওদের কিছু কুযুক্তি খাড়া করার মত পোষা বুদ্ধিজীবি ছিল। তাই আইসিস এর বর্বরতা দেখে যদি গা শিউরে ওঠে, অন্য যে বর্বর দের তত্বের আড়াল দিতে চান, তারাও এক ই রকমের বর্বর ছিল জানবেন।
    আর মানুষ খুন নিয়ে তত্ব মারানো দল, যে হোক, সে মদিপন্থী যারা গুজরাট কে ডিফেন্ড করেন, কিম্বা ওই সংহতি পন্থী যারা মাওবাদী দের ডিফেন্ড করেন, আর যারা আইসিস নিয়ে তত্বের আড়াল দিচ্ছেন, সকলকে একই চোখে দেখি।
  • . | 188.162.193.233 | ১৮ নভেম্বর ২০১৫ ১৩:০৬687435
  • ন্যু ইয়র্ক টু প্যারিস দুটো ফ্লাইট ডাইভার্ট করে সব যাত্রীদের ডিপ্লেন করে দিয়েছে। এজন্যই sch এর আশা বাস্তবে হওয়ার সম্ভাবনা একটু কম, অ্যামেরিকায় ইসলামিক টেরোরিজম ইনসিডেন্ট হবার চান্স অল্প একটু কম। কারন ওদের অ্যাডমিনিস্ট্রেশান কড়া, আঁতলামো মারায় না। যাত্রীদের রিলিজিয়াস প্রোফাইলিং করে। যেদুটো ডিপ্লেনিং হলো, কয়েকদিনেই খবরে বেরোবে বম্ব থ্রেটের অরিজিন ইসলামিক টেরোরিজম।
  • Ekak | 113.6.157.186 | ১৮ নভেম্বর ২০১৫ ১৩:৩৭687436
  • বামপন্থা নিয়ে বাঙালির নালেঝোলে আছে ওভারল । কট্টর স্তালিন পন্থী দের তবু আমি ইন্টিগ্রিটি র দিক দিয়ে ঠিক বলব । ওদের রাস্তা টাই ওই। ওই রাস্তায় ঠিক ওভাবেই চলতে হয় । বিপ্লব হলো নবজাতক শিশু । সে কখন কাঁথায় হিসু করে ফেলবে তার ঠিক নেই তাই সিক্রেট পোলিস -মিলিশিয়া ছাড়া সমাজতন্ত্র অচল । ওদের বিশ্বায়ন বিরোধিতাও ওদের ইস্কুলে দাঁড়িয়ে একশ ভাগ সঠিক । বাইরের বখা ছোঁড়া রা এসে কচি বিপ্লব কে পাকিয়ে চলে যাবে এ হতে দেওয়া যায় নাকি ? এটা তো ঘটনা যে সমাজতন্ত্রের মডেলে সামান্য এক্সটার্নাল ইন্ফিল্ত্রেষণ হলেই তা ভেঙ্গে পর্বে । এটা বুঝতে লেনিন -স্তালিন হতে হয়না । কাজেই নকু বলুন বা মাও বা স্তালিন পন্থী ওরা খুনি হতে পারে কিন্তু মতাদর্শের দিক দিয়ে কোনো ঘন্ট পাকায় নি ।

    ঘন্ট টা পেকেছে পরে । এই চৈতন্য থেকে চে গেভারা সবেতে নালে ঝোলে হয়ে থাকা বাঙালি যখন ধনতান্ত্রিক দেশের লিবার্টির সোয়াদ পেয়েছে । ব্যাস ওটাও চাই । বাকস্বাধীনতা চাই , জেন্ডার ইকুইটি চাই ব্যক্তিগত সম্পত্তি চাই হ্যান চাই ত্যান চাই যত রাজ্যের দক্ষিনপন্থী ডেভিয়েশন আছে সব চাই এবং সেই সঙ্গে সমাজতান্ত্রিক বিপ্লব চাই । এনারাই আলোকপ্রাপ্ত সিপুএম । স্তালিন থাকলে এদের গুহ্যদ্বারে শিক ঢুকিয়ে কেবাব বানিয়ে ক্যাভিয়ার মাখিয়ে ব্রেকফাস্ট সেরে নিত ।

    এরা চারুবাবু নিয়ে নাচানাচি করে কারণ ওটা একটা সেফ গেম । মনে প্রানে মাওপন্থী হলে , তীর-ধনুক নিয়ে যুদ্ধ করার উন্মাদ সুলভ নির্দেশ দেবার জন্যে চারুবাবুর মরণোত্তর ট্রায়াল চাইত । একজন জেনেরাল অত ক্যালাস হয় কিইকরে ??

    আইসিস নিয়েও তাই । যদ্দিন না নিজের গাঁড়ে মিসাইল এসে লাগে তদ্দিন এটাকে সাম্রাজ্যবাদ বিরোধিতা -অপর-কাপড়-চোপর এইসব যুক্তির অভাব হবেনা ।

    তবে এন্ড অফ দ্য ডে আমি এদের ভালই বাসি :) সুইট ছানাপোনা । এরা অন্তত কোনদিন মারদাঙ্গা করবেনা নিজে হাতে । মতাদর্শে অগ্রণী লোকজন শেষমেষ রক্তপাত ঘটায় । এদের সে দম নাই । আফটার অল এটা ভালো ব্যাপার । এদের স্তালিন ভালবাসা বাচ্চাদের জুজুবুড়ির গল্প শুনতে চাওয়ার মত । ভুডু প্র্যাকটিস এদের কম্ম নয় :))
  • . | 186.126.237.217 | ১৮ নভেম্বর ২০১৫ ১৪:১৪687437
  • এট্টা ঠিক কয়েচেন কত্তা। বাঙ্গালির পো বিপ্লবের স্বপ্ন দেখতে পারে, কিন্তু নিজে রাস্তায় নেমে বিপ্লব করার মতো গাঁড়ে দম নেই। মাছেভাতে বাঙ্গালি বাম্পন্থা নিয়ে ফ্যান্টাসাইজ করতে ভালোবাসে, চাঁদ আর রুটি নিয়ে কোবতে ভালোবাসে, সেই কোবতে পড়ে একে অপোরের পিঠ চুল্কোতে ভালোবাসে। কিন্তু রক্তারক্তি দেখলে শিউরে ওঠে। এই আমাদের হাগুবীর যেমন, দিব্যি পিলেনে চেপে ঘুরে বেড়াচ্ছে আর ওলা-উবেরকে রাস্তার মোড়ে টাঙ্গিয়ে দাও বলে আগুনখেকো বিপ্লবের স্বপ্নও দেখে বেড়াচ্ছে। কিন্তু নিজে রাস্তায় নেমে একটা টেসকির দিকে ঢিল ছুঁড়তে বললে বিচি টাকে :d আম বাঙ্গালি এর সাফাইও ভেবে রেখেছে, আমি চাকরি করি তো কি, বিপ্লব নিয়ে ফ্যান্টাসাইজও করতে পারবো না? :d
  • PT | 213.110.246.22 | ১৮ নভেম্বর ২০১৫ ১৪:১৯687438
  • যাত্রার এই বিবেকদ্বয় নিজেরা ঠিক কি কি কম্মে লেগেছেন সেটা জানলে ভাল লাগত।
  • Ekak | 113.6.157.186 | ১৮ নভেম্বর ২০১৫ ১৪:৩৫687440
  • এবসলিউটলি কোনো কাজে লাগিনা পিটি দা :) নিজের আখের গোছাই । অফ টাইমে লোকের পেছনে কাঠি করি , ব্যাস । আমাদের থিওরি তে তো লোকের কাজে লাগতে হবে এমন লেকা নেই । আপনি বারবার এই চক্কর টায় পা দ্যান । আমরা অর্থাত নির্লজ্জ বেহায়া দু কানকাটা ধনতান্ত্রিক রা আলাদা করে করাপ্তিবল নই কারণ আমাদের মডেল টাই করাপশন । একটা মিউত্যান্ট ভাইরাস আপনাকে দেখে হাসছে : এমা আবার জ্বর বাধিয়েছে দুব্বল খোকনসোনা .....বলে । তাকে উল্টে : তোমার কি জ্বর হয়না ! বলার কুনো মানে নেই :)))
  • . | 186.126.237.217 | ১৮ নভেম্বর ২০১৫ ১৪:৪৫687441
  • ইরাম একক আমার কথাটা পুরো বলে দিল, আমার জন্য আর কিছুটি রাখল না ঃ( পিটিস্যার আমি আজ ওব্দি কারুর কোন কাজে লাগিনি, নিজের ছাড়া অন্য কারুর স্বার্থ দেখিনি। সুযোগ পেলেই অন্যের পেচোনে কাটি করিচি। হারামির হাতবাক্সো যাকে বলে। সেরেফ সোশাল সাইটে বড়ো বড়ো বুলি কপচানো ছাড়া প্রেক্টিকেল কোন কিছু করিনিকো। তবে আপনিও তো সাইটে বুলি কপচানো ছাড়া কি কি কম্মে লেগেছেন সেটা জানা নেই, তাই সে নিয়ে আর কিচু কোইলাম না।
  • PT | 213.110.246.22 | ১৮ নভেম্বর ২০১৫ ১৫:৩৩687442
  • বেশ! বেশ!
    বুলি কপচানো ছাড়া এখানে আমরা বিশেষ কিছুই করছিনা। কিন্তু কথা হচ্ছে যে কে কি বুলি কপচাচ্ছে!!
    আমার খুব পরিচিত দুই ফরাসী বন্ধুর এক্জনের পোস্টডক গুলী খেয়ে অল্পে বেঁচেছে আর আরেকজনের এক আত্মীয় ও তার বান্ধবী প্যারিসে গানের অনুষ্ঠানে নিহত হয়েছে মৌলবাদী টেরোরিস্টদের হাতে।
    সেই প্রেক্ষিতে ভাবছিলাম যে এই টইতে টিপিকাল বাঙালীর মত বাঙালী ও সিপিএমের ছেরাদ্দ করা কপচানির কি প্রয়োজন? টেররিস্টরা কমুনিস্ট মতাবলম্বী হলেও নাহয় এই ছেরাদ্দের একটা জাস্টিফিকেশন দেওয়া যেত!!
  • d | 24.97.94.39 | ১৮ নভেম্বর ২০১৫ ১৫:৪২687444
  • *ব্যস্ত
  • 0 | ১৮ নভেম্বর ২০১৫ ১৮:১১687445
  • ফ্রান্সের থেকে অস্ত্র কিনে সৌদিরা (হানবালি/ওয়াহাবি সুন্নি) বোধয় সাউথ বর্ডারে ইয়েমেনি হুথিদের (জায়িদি শিয়া) সাথে লড়বে।

    ওদিকে আইসিস (মূলতঃ হানাফি, হানবালি/ওয়াহাবি সুন্নি) একদিকে যেমনি সৌদিদের মতোই জায়িদি-শিয়াদের মারে, আবার অন্যদিকে সুযোগ পেলে সৌদি-কোয়ালিশন থেকেও টুকটাক মারপিট ক'রে বিদেশী অস্ত্র ছিনিয়ে নেয়।
    কিছু ক্ষেত্রে সৌদি-কোয়ালিশনের ভেতরের আইসিস-দরদীরা নিজেরাই তলে-তলে আইসিসকে অস্ত্র পাচার করে। সেই অস্ত্রের কিছু হয়তো ইরাক-সিরিয়ায় আইসিসের ভাঁড়ারে ঢুকছে :-)
  • PM | 233.223.159.253 | ১৮ নভেম্বর ২০১৫ ২২:৪২687446
  • রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী আবার মসজিদে তালা লাগানোর পক্ষে--

    https://www.google.co.in/?gfe_rd=cr&ei=bTRMVo-WJOfI8Ae9nIGYBg&gws_rd=ssl#q=Trump+speaks+of+shutting+down+mosques+in+US

    আর একটা কথা ওয়াহাবিসম এর প্যাট্রন সৌদ পরিবারকে সৌদির ক্ষমতায় বসায় আমেরিকা আর ব্রিটেন ১ম বিশ্ব যুদ্ধের পরে। এর কিভাবে ওয়াহাবি মত প্রচার করেছে আগেই বলেছি যা এখনকার ইসলামী টেরোরিস্ম এর মুল মতাদর্শগত ব্যাকবোন বানিয়েছে।

    সমস্যা হলো মুখে বড় বড় কথা বল্লেও এদের বিরুদ্ধে কার্যকরি কিছু করার সাহস এখনো পঃ দুনিয়া অর্জন করতে পরে নি তেলের নির্ভরতার জন্য। সৌদিও পশ্চিমী পলিটিকাল সিস্টেমে বেশ ভালো করে পেনিট্রেট করেছে এই সময়ে।

    http://www.hermes-press.com/BushSaud.htm

    তা ছাড়া আমেরিকার অস্ত্র লবিও প্রো সৌদি-
    Dr. Seznec, of the School of Advanced International Studies, estimates that Saudi Arabia has spent about $500 billion to build its military in the last 20 years. About three-quarters of that money has gone to the United States.

    “Those are huge amounts of money,” he said.

    অবশ্য ওবামার রাজত্বের শুরু থেকেই চেষ্টা ছিলো সৌদি নির্ভরতা কমাবার-

    http://www.mei.edu/content/article/obama-and-declining-us-dependence-imported-oil-and-gas

    The success in reducing U.S. oil imports by about 50 percent since 2008 has had a positive impact on global oil prices.

    আমেরিকার মেন স্ট্রীম মিডিয়াতেও সৌদি বিরোধী মতামত আসছে যা আগে দুর্লভ ছিলো-

    Saudi Arabia is no friend to the United States

    https://www.washingtonpost.com/opinions/saudi-arabia-is-no-friend-to-the-united-states/2015/05/29/64f24bac-0588-11e5-8bda-c7b4e9a8f7ac_story.html

    “For more than half a century, Saudi leaders manipulated the United States by feeding our oil addiction, lavishing money on politicians, helping to finance American wars, and buying billions of dollars in weaponry from US companies. Now the sand is beginning to shift under their feet.

    http://www.theguardian.com/world/2015/jan/27/saudi-arabia-and-the-west-how-cosy-relationship-turned-toxic
  • PM | 233.223.159.253 | ১৮ নভেম্বর ২০১৫ ২৩:৪৩687447
  • বাজারে খবর খাদিম কর্ত্তার অপহরনের টাকা ৯/১১ তে ব্যবহৃত হয়েছিলো নাকি ঃ)
  • Div0 | 132.179.64.234 | ১৯ নভেম্বর ২০১৫ ০০:০৬687449
  • মুক্তিপণের খোলাখুলি সওদা -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন