এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৪৯২৭ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cthulhu | 117.167.108.183 | ১৯ নভেম্বর ২০১৫ ১০:৪৪687453
  • ওভার দ্য টপ বোলে তো পুদিনহরা নিয়ে পড়তে হবে বেশ কিছুটা।
  • Cthulhu | 117.167.108.183 | ১৯ নভেম্বর ২০১৫ ১০:৪৫687454
  • কিন্তু ইন্টারেস্টিং
  • sinfaut | 11.39.80.27 | ১৯ নভেম্বর ২০১৫ ১০:৪৬687455
  • দাঁড়ান বাপু। আপনার কোন জায়গাটা ওভর দ্য টপ মনে হয়েছে আগে জেনে নিই। নইলে অকারনে একমত হয়ে গেলে মুস্কিল হবে।
  • pi | 192.66.104.223 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:২১687456
  • কিছু ছোটো তথ্য রইলো।

    A new study suggests that terrorism, far from being a 2015 phenomenon, has actually skyrocketed in the last several years, with most of the casualties concentrated in just a few countries: Syria, Iraq, Afghanistan, Pakistan, and Nigeria.

    মানে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিমরা।

    পাকিস্তানে কতগুলো আক্রমণ হয়েছে, সেটাও থাক। পাকিস্তানের কথা যখন এসেছেই।
    Terrorist attacks staged in Pakistan have killed over 35,000 people

    The start of the increases in deaths from terrorism in Iraq coincided with the US-led invasion of Iraq in 2003. Deaths from terrorism spiked in 2007 with the surge in US troops in Iraq and then subsequently fell by 56 per cent. It was only in 2013 with the rise of ISIL that Iraq suffered from the same level of terrorism again.

    এটার সাথে উইকির এই পেজটা একজন শেয়ার ক'রে পয়েন্ট আউট করেছেন, ইসলামিক টেররিসমের টাইমলাইনটা।
    https://en.wikipedia.org/wiki/List_of_Islamist_terrorist_attacks

    ইন্টারেস্টিং না ? যে ধর্মটা নাকি ইন্হেরেন্টলি অসহিষ্ণু , যার সুপ্রাচীন কিছু বিধান অনুসরণ করে চললে, বিশেষ করে রাষ্ট্রীয় ভাবে, নানাপ্রকার হিংসা অবশ্যম্ভাবী, সেটা দু'দশক আগে অব্দি সেরকম কোন সমস্যা করেনি কেন ?

    প্রশ্নগুলো সহজ আর উত্তর জানা কিনা জানা নেই।
  • d | 144.159.168.72 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৫687457
  • পাইকে থ্যাঙ্কু, এই টাইমলাইনটা দেব ভাবছিলাম।
    একজন পয়েন্ট আউট করেছেন যে এই ইসলামিক অ্যাটাক, মনে জেহাদি অ্যাটাক ৯১ এর পর থেকে চক্রবৃদ্ধি হরে ক্রমবর্ধমান। এর সাথে রাশিয়ার পতনের কোনও যোগাযোগ আছে কিন ভেবে দেখতে বলেছেন।
    ইন্টারেস্টিং ইনডিড! কারণ এখনও অন্তত আইসিসের বিরুদ্ধে সত্যিই অ্যাকশান নিতে দেখছি পুটিনকে।
  • | 213.132.214.83 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৬687458
  • পাকিস্তান কত লোক মেরেছে , সে নিয়ে কোন স্ট্যাট আছে পাই?
  • pi | 192.66.104.223 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৮687462
  • সেটা তো তোমার দেবার কথা ঃ)
  • | 213.132.214.83 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৮687460
  • ওক্কে। থ্যাঙ্কু।
  • pi | 192.66.104.223 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৮687459
  • এটাও থাক।

    'Describing the acts and actions of Islamic State as against the basic tenets of Islam, over 1,050 Islamic scholars in India have issued a fatwa against the terror group. This is the first time that such a large number of religious leaders and Imams have issued a joint fatwa against Islamic State - also known as Daesh - which has unleashed a reign of terror in the Middle East, killing thousands of innocent people.
    "Islam shuns violence while Daesh perpetuates it," the edict said.
    Abdul Rehman Anjari, president of the Mumbai's Islamic Defence Cyber Cell, collected the edicts from Muslims scholars and leaders over the past few months. These fatwas are in 15 volumes, and copies were sent to UN Secretary General Ban Ki-moon and other leaders to convey Indian Muslims' views on IS activities.
    It urged the international community to take immediate steps to eliminate this terror group that has caused mayhem in the region and is spreading its tentacles in the South Asian region.
    The signatories to the fatwa include the Shahi Imam of Jama Masjid Syed Ahmed Bukhari, head priests of Dargah Ajmer Sharif and Nizamuddin Aulia, functionaries of Mumbai's Raza Academy, Mumbai's Jamait Ulema and the Ulema Council. Hundreds of Imams and various religious leaders have also endorsed it.
    Anjari said Muftis and Imams of all sections and sects of Islam have condemned the activities of Daesh and acknowledged the fact that it has tarnished Islam's image. The fatwa was issued at a time when reports said that Daesh mercenaries are trying to lure Indian youth to join them.'
  • Cthulhu | 117.167.108.183 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৪৪687463
  • টাইমলাইনটা জরুরী তো বটেই। আফগানিস্তানে রাশিয়াকে ঠেকানোর জন্য তালিবানের জন্ম, প্রায় সমসাময়িক তেলের জন্য প্রথম গাল্ফ ওয়ার, সেই সময়েই লাদেনেরও জন্ম (মানে অবভিয়াসলি অ্যাজ জেহাদী)...
  • . | 208.7.62.204 | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৫২687464
  • পাকিস্তানের কথা ভেবে সত্যি দুঃখ হয় ঃ( বেচারা আই এস আই। কতো দিন ধরে কতো যত্ন নিয়ে ইন্ডিয়ার পেছনে লেগে আছে। শিখদের বার খাইয়ে পান্জাব ডিস্টেবিলাইজ করার চেষ্টা করলো, ভারতের উত্তরপূর্বে লোকাল অসন্তোষ কাজে লাগিয়ে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করলো, তালিবানদের সাপোর্ট করলো যাতে ভারত আফগানিস্তান ট্রেড না বাড়তে পারে। কিন্তু ওই লাদেনটা আফগানিস্তানে পালিয়ে আসার পর থেকে আই এস আইয়ের বাম্বু হয়ে গেল। যেহেতু পাক আর্মি ইউএসকে সাপোর্ট দিতে বাধ্য হলো, ফ্রন্টিয়ার প্রভিন্সের উপজাতিগুলো আর ওখানকার নানান কিসিমের ইসলামিক টেরোরিস্টরা আই এস আই এর হাতের বাইরে চলে গেল। এমনকি পাক আর্মির বিরুদ্ধে টেরোরিস্ট অ্যাটাক করতে শুরু করল, সিভিলিয়ান তো কোন ছার। আই এস আই স্বপ্নেও ভাবেনি যে ওদেরই পালিত টেরোরিস্টরা ওদেরই বিরুদ্ধে অ্যাটাক শুরু করবে। এই নিয়ে অবশ্য আই এস আইয়ের ভেতরেও প্রচন্ড ক্ষোভ। বেশ ছিল বাছারা প্রানপনে ইন্ডিয়ার পেছনে লাগছিল, দাউদ ইব্রাহিমকে দিব্যি মদত দিয়ে চলছিল, এখন কোত্থেকে কি হয়ে গেল, নিজেদের দেশই নিজেদের বানানো টেররিজমের শিকার হয়ে গেল। সাধে কি বলে, বাঘের পিঠে সওয়ার ইত্যাদি! ঃ(
  • | 213.132.214.85 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:০২687465
  • কেন পাই তুমি জানো না? ঃ)
  • pi | 192.66.104.223 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:০৫687466
  • হ্যাঁ, অনেক রাষ্ট্রই অনেক বাজে বাজে কাজ করেছে জানি তো। যেমন, পাকিস্তান, ভারত ইঃ ই ঃ ।ঃ)

    আর যা জানি, পাকিস্তানে, পাকিস্তানের মুসলিমদেরও কীভাবে টেররিসমের শিকার হতে হচ্ছে, সেটাও জানালাম ঃ)
  • pi | 192.66.104.223 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:০৬687467
  • এই ফেক ভিডিওগুলির কথাও থাক। কোনদিন এসবও হয়তো শেয়ার হতে দেখবো এখানে।

    'A video widely shared on social media showing ‘Muslims in London celebrating the terror attacks on Paris’ has proven to be fake.

    The footage, titled Muslims Around The World Celebrate The Islamic Victory In Paris France, claimed to show a large group of Muslim men cheering and waving Pakistani flags outside Tooting Broadway station in south London.

    The perfect response to people who blame Muslims for Paris attacks

    Further, the voice of a newsreader could also be heard, describing the carnage that occurred last Friday in Paris claimed by the Islamic State. The terror attacks left 129 people dead and several more injured.

    However, it has now come to light that the video actually shows British Pakistanis celebrating a cricket victory in 2009.

    The video which was originally shared from a personal Facebook account on November 14 has since been removed from Facebook and YouTube. It was shared by many far-right blogs and websites and garnered some 458,000 views within hours'.
  • . | 208.7.62.204 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:১৪687468
  • আই এস আইয়ের মুসলিম এজেন্টরা এতোদিন ধরে ইন্ডিয়ার পেছনে লেগে এল। তালিবানি মুসলিম আর হরেক দেশ থেকে আগত ইসলামিক টেরোরিস্টদের পুষল ইন্ডিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার লড়তে। আর ওদের সেই কর্মফল এখন শুধু ওদেরই ভুগতে হচ্ছে না, পাক আর্মি আর পাকিস্তানের সিভিলিয়ান জনতাকেও ভুগতে হচ্ছে ঃ( বুমেরাং আর কাকে বলে। আর এখন আবার বেশীরভাগ মিডিয়া প্রচার করছে পাকিস্তান ইস অ্যান ইনকুবেটর অফ টেরোরিজম ঃ(
  • PT | 213.110.243.21 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:২৫687469
  • সাদ্দামের শাসনকালে আর যা সমস্যাই থাক, ইরাক মৌলবাদীদের ঘাঁটি হতে পারেনি। সেকথা এতদিনে ইরাক আক্রমণের এই অগ্রদানী বামুনও স্বীকার করছেঃ
    "Tony Blair has made apologies about aspects of the Iraq War for the first time and has said there are ‘elements of truth’ in the theory that the invasion helped feed the rise of Isis.
    http://www.independent.co.uk/news/people/tony-blair-apologises-for-mistakes-over-iraq-war-and-admits-elements-of-truth-to-view-that-invasion-a6707776.html
  • lcm | 118.91.116.131 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:৩১687470
  • ঠিক হয়ে যাবে।
    মধ্যপ্রাচ্যে অশান্তি বহুদিন থেকে আছে, তবে এই গত শতাব্দীর অশান্তির মূল কারণ দুটি - ইস্রায়েলের ল্যান্ড এক্সপানশন, আর, অয়েল - পলিটিক্যাল ইসলাম, আর, পেট্রো ইসলাম। খেয়াল করলে দেখা যাবে এই দুটোই শুরু হয়েছে মোটামুটি এক সময়কাল থেকে - তিরিশের দশকে তেলের প্রথম সন্ধান পাওয়া গেল মধ্যপ্রাচ্যে, সন্ধান বলতে খুঁড়ে বের করা যাবে এমন তেলের সন্ধান। আর, চল্লিশের দশক থেকে ইস্রায়েলের ল্যান্ড এক্সপানশন শুরু হল, ১৯৪৭-এ ইউএন পার্টিশন করে লিগ্যালিটি দিয়ে দিল।

    এখন ২০১৫। আর বছর পঁচিশের মধ্যে ফসিল ফুয়েলের এত চাহিদা হয়ত থাকবে না। তখন পেট্রো পলিটিক্স-ও কমে আসবে, সৌদির অয়েল ইকনমি একটু চুপসে গেলে ঝামেলা কমে যাবে। ওদিকে, ইস্রায়েল আর কত ল্যান্ড নেবে, ওদের তো পপুলেশন গ্রোথ রেটও কমে আসছে।

    আর, মুসলিম দেশগুলিতে তেমন প্রবলেম নাই, ইন্দোনেশিয়ায় কেউ বম্বিং করছে না। ঝামেলা ঐ মধ্যপ্রাচ্যের একটি এলাকায়।
  • SC | 117.206.251.114 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:৩৭687471
  • একক ওই কাঁথায় হিসু করা বিপ্লব এর গল্পটা ব্যাপক। :)
    এরকম একটা example আমি অনেকদিন ধরে খুঁজছিলাম।

    এদিকে মুখ্যু মানুষ, অনেক দিন মনের মধ্যে প্রশ্ন ঘুরছে একটা। এখানে গুনি বিপ্লবী জন আছেন, ভাবলাম জিগেস করি।
    এই সিপিএম যে লিকেচে, যে বিপ্লব করবে, মানে এখন condition নেই, তাই আপাতত গণতন্ত্রে আছে স্ট্রাটেজি হিসেবে, কিন্তু
    আসলে ইটা বুর্জওয়া গণতন্ত্র, সহিংস বিপ্লব করে সমাজতন্ত্র আনতে হবে। আমি তো বাংলা করে এরকমই বুঝেছি ব্যাপারটা।
    কিন্তু এই যে সহিংস বিপ্লব তা হবে, সেটা কে করবে? মানে ধরুন কিছু একটা ভাবে বিপ্লবের condition তৈরী হয়ে গেল।
    তখন তো রাস্তায় নেমে অটোমেটিক মেশিন গান চালাতে হবে, ওয়ার রুম এ স্ট্রাটেজি ভাবতে হবে কি করে বোমা ফেলা যায় এইসব।
    কিন্তু এই পলিটবুড়ো তে যারা আছেন, কিম্বা আমাদের সজ্জন বুদ্ধবাবু, সেলিম্বাবু এরা কি কেউ মেশিন গান চালাতে পারে?
    মানে আমি যদি একটা টিম বানায়, যাতে করে সশস্ত্র বিপ্লব করব, তাহলে তাতে কাকে নেব?
    যে ভালো কবিতা লিখতে পারে, না যে ভালো মেশিন গান চালাতে পারে?
    নাকি মোটামুটি ধরে নেওয়া যেতে পারে, যে বিপ্লবের condition তৈরী হবে না আমাদের জন্মকালে। তাই কবিতা লেখা নেতাই বেটার।
    মতাদর্শে অগ্রণীর এক অগ্রণী নেতা কে জিগেস করেছিলাম, সে ব্যাপারটা বলেছিল "পরে শিখে নেবে", যখন প্রয়োজন হবে।
  • Ekak | 113.6.157.186 | ১৯ নভেম্বর ২০১৫ ১২:৪৪687474
  • পাকিস্তান কে দোষ দেওয়া সহজ কিন্তু ওই রাষ্ট্র চালানো অত্যন্ত কঠিন কাজ । সোভিয়েত এর পতন একটা বিশাল পাওয়ার বার্স্ট । একসঙ্গে অনেকগুলো জ্বালামুখ খুলে দিয়েছিল । টেররিসম এর সঙ্গে সওদা না করলে পাকিস্তান এর চলত না । অন্যদিকে রইলো পাকিস্তানি বুজি রা যারা সেফ দিস্ত্যানস এ বসে বিদেশনীতির নিন্দা করেন । ভুললে চলবে না এই বুজিকুল আসলে সেই কলোনিয়াল ঝাড়ের বাঁশ যাঁরা পাশতো সংস্কৃতি কে ধামাচাপা দিয়েছিলেন বুজিভাষা উর্দু র নীচে । এই নানানরকম বিটকেল ইন্টারেস্ট কনফ্লিক্ট আর পাওয়ার প্রেসার এর তলায় দাঁড়িয়ে পাকিস্তানের পাহফম্যান্স খুবেকটা খারাপ বলতে পারিনা । ওরা নিজেরা খুব বাজে অবস্থায় আছে ,ইকনমি যাচ্ছেতাই সবই সত্যি , তবুও ।
  • দ্রি | 222.117.180.21 | ১৯ নভেম্বর ২০১৫ ২২:৫৬687475
  • তাহলে কারা এই আইসিস? কে এদের ব্যাকার?
  • Div0 | 132.171.174.233 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:০০687476
  • শুনলাম ওই নরওয়েইয়ান মানুষটিকে এক্সিকিউট করা হয়েছে। একজন চাইনিজ ন্যাশন্যালকেও। লিঙ্ক পেলে দিচ্ছি।
  • দ্রি | 222.117.180.21 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:০২687477
  • লিংকের দরকার নেই। ওগুলো এখন ওয়েল নোন নিউজ।
  • Div0 | 132.171.174.233 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:০৫687478
  • অফকোর্স।
  • দ্রি | 95.214.11.209 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:১০687479
  • এখনও পর্য্যন্ত প্যারিসের ঘটনায় যে কজন টেররিস্টের হদিশ পাওয়া গেছে তাদের প্রোফাইলগুলো একটু দেখা যাক।
  • pi | 192.66.35.167 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:১৩687480
  • একজনও রিফিউজি না।
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:১৬687481
  • না, রিফিউজি না, শুধু রিফিউজি সেজে ঢুকেছিল।
  • দ্রি | 186.10.99.209 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:১৮687483
  • নাটের গুরু, আব্দেল হামিদ আবাউদ। ইনি পাকিস্তানী নন। সিরিয়ান নন। এমনকি সৌদিও নন।

    ইনি বেলজিয়ামের নাগরিক। এঁর বাবা মরোক্কান, মাইগ্রেট করেন। ব্রাসেল্‌সের সাবার্বে বড় হন। কলেজ স্যাঁ-পিয়ের দুক্লতে পড়াশোনা করেছেন, যেটা একটা যথেষ্ট এলিট স্কুল।

    তো এনার প্রোফাইলটা ঠিক মাদ্রাসায় পড়া 'সরোল গোলগোল,' অন্ধ, কোরাণভক্ত, মুর্খ মুসলিমের মত নয়।
  • দ্রি | 95.214.11.209 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:১৮687482
  • নাটের গুরু, আব্দেল হামিদ আবাউদ। ইনি পাকিস্তানী নন। সিরিয়ান নন। এমনকি সৌদিও নন।

    ইনি বেলজিয়ামের নাগরিক। এঁর বাবা মরোক্কান, মাইগ্রেট করেন। ব্রাসেল্‌সের সাবার্বে বড় হন। কলেজ স্যাঁ-পিয়ের দুক্লতে পড়াশোনা করেছেন, যেটা একটা যথেষ্ট এলিট স্কুল।

    তো এনার প্রোফাইলটা ঠিক মাদ্রাসায় পড়া 'সরোল গোলগোল,' অন্ধ, কোরাণভক্ত, মুর্খ মুসলিমের মত নয়।
  • Div0 | 132.171.174.233 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:২০687485
  • রিফিউজি নয়, এই ডিসঅ্যাসোসিয়েশনটা কীভাবে করা যাচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন