এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৭০ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.35.167 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:২৬687486
  • যারা আইডেন্টিফায়েড, তারা রিফিউজি, এটা কোথা থেকে জানা গেছে ?
  • দ্রি | 181.25.193.132 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:২৭687487
  • আগে তো যারা আইডেন্টিফায়েড তাদের নামগুলো জানতে হবে।
  • Div0 | 132.171.174.233 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:২৮687488
  • ক্লেইমটা তুমি আগে করেছ, উত্তরটা তাই তুমিই দাও।
  • pi | 192.66.35.167 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৩০687489
  • যাহোক, আমি এইটা দেখেছিলাম,
    'All of the attackers from Friday’s massacre in Paris so far have been identified as European Union nationals, according to a top EU official. The announcement further casts doubt on the validity of a Syrian passport found near the bodies of a slain attacker.

    “Let me underline, the profile of the terrorists so far identified tells us this is an internal threat,” Federica Mogherini, the High Representative for Foreign Affairs and Security Policy/Vice-President of the European Commission, said after a meeting with EU foreign ministers. “It is all EU citizens so far. This can change with the hours, but so far it is quite clear it is an issue of internal domestic security.”

    The majority of attackers were identified as French or Belgian nationals. An Egyptian passport was also found, but the Egyptian Ambassador to France said it belonged to a critically wounded victim and not a perpetrator. The Syrian passport caused a ruckus, with some politicians in Europe and the U.S. calling for a halt to Syrian refugee resettlement. An increasing number of state governors are trying to defund the settlement program. American officials told CBS News that the passport might be fake, while British-daily the Independent reported that a man was arrested in Serbia while carrying a Syrian passport with matching details to the one found in Paris.'

    অনেকদিন ধরেই শুনে আসছি রিফিউজি ( বা রিফুজি সেজে আস লোকজন) এধরণের অ্যাটাক করতে চলেছে বা এই অ্যাটাকের পরে তো সেটা শুনেই চলেছি। স্পেকুলেশন হিসেবেও না, বেশ কনফিডেন্টলিই। তো, এগুলোর ভিত্তি ঠিক কী, কোথা থেকে জানা গেছে, এই অ্যাসোসিয়েশনটা কীভাবে করা যাচ্ছে, জানতে ইচ্ছুক।
  • pi | 192.66.35.167 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৩২687490
  • ও, পোস্টটা দেখার আগেই লিখেছিলাম।
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৩৩687491
  • একজন বাদে কেউ রিফিউজি নয়। আইদার বেলজিয়ান না ফ্রেঞ্চ ন্যাশনাল। আহমেদ আল মোহাম্মেদ (আসল নাম নয়), যার ছবি আগের পাতায় আছে, সে অক্টোবরে সিরিয়ান রিফিউজি সেজে গ্রীসে ঢোকে। ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড তাই বলছে। এরপর তার পাসপোর্ট ক্রোয়েশিয়া আর অস্ট্রিয়ায় স্ক্যান করা হয়েছিল। পাসপোর্ট টা হয় চোরাই নাহলে জাল। পুলিশ এখনো তার আসল নাম দের করতে পারেনি।
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৩৫687493
  • বেলজিয়া বা ফ্রেঞ্চ ন্যাশনাল।
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৩৬687494
  • উফ্ফ ।। বেলজিয়ান।
  • pi | 192.66.35.167 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৪০687496
  • এতদিন ধরে যখন রিফুজিদের কাঠগড়ায় তোলা হয়েছে, রিফ্যুজিরা টেররিস্ট বলে নানা ক্লেইম করা হয়েছে, তখন কাউকে কোন জবাবদিহি চাইতে দেখিনি, এটা ইন্টারেস্টিং।

    কোন রিফ্যুজি সেজে আসা লোক আল্টিমেটলি থাকুন বা না থাকুন, কেমন একটা মনে হচ্ছে, মুসলিমদের মত রিফ্যুজিদের ও প্রোফাইলিং হয়ে যাচ্ছে বা যেতে চলেছে। ভয় লাগে।

    এটা কালকের ইন্ডিপেন্ডেন্ট থেকে, দ্রি ও অন্যরা দেখতে পারেন।

    'Claims that a surge in the number of refugees entering Europe from Syria has allowed jihadists to sneak into France, Germany and Belgium unchecked and unnoticed have propagated in the days since Friday's Paris terror attacks, in which 129 people were killed and hundreds more were wounded.

    A passport found near the remains of a suicide bomber at the Stade de France purporting to belong to a Syrian refugee named Ahmed Almuhamed, 25, gave rise to 'scare' headlines such as 'Paris attacks terrorist suspect rescued near Greece after his refugee boat sunk' and 'Jihadis sneaked into Europe as fake Syrian refugees'.

    Paris police race to identify suspects killed in Saint-Denis - live
    According to the Greek government, the passport was used by someone who landed in the Greek islands in early October, before being used again to cross the southern border into Serbia. The French prosecutor's office said the fingerprints of the dead man matched a print of a person registered under the same name in Greece in October 2015.

    But there were claims that the document was stolen or a fake, made in Turkey, and French investigators said it may even have been 'planted' at the scene of the bombings at the Stade de France as part of a sophisticated propaganda plan by Isis to infiltrate and exploit the refugee crisis.

    Nevertheless, following its discovery Poland rescinded its offer to take in thousands of Syrians, previously agreed under a new EU refugee quota system, with minister for European affairs Konrad Szymanski saying Poland "must retain full control over its borders, asylum and immigration".

    Abdelhamid Abaaoud has been named by officials as the “presumed” mastermind of the attacks
    Furthermore, since the attacks, more than 420,000 people have signed a petition calling on the UK to 'close its borders', despite pleas for people not to blame refugees for the attacks in Paris, and warnings from the UN that refugees should not be used as 'scapegoats'.

    So what is the truth behind the identities of the known terror suspects?

    The information may throw a more cautionary light on our reactions to refugees - for contrary to rumour, none of the named suspects recently arrived in Europe from Syria or elsewhere, and most had been born - or grew up - in France and Belgium.

    The identities of the eight people directly involved can be broken down as follows:

    Bilal Hadfi, 20 - French (living in Belgium)

    Ismaël Omar Mostefaï, 29 - French

    Samy Amimour, 28 - French

    Ibrahim Abdeslam, 31 - French (living in Belgium)

    Salah Abdeslam, 26 - French (living in Belgium)

    Hamza Attou, 21 - Belgian

    Mohamed Amri, 27 - Belgian (born in Morocco)

    *Eighth suspect (unidentified) carrying stolen passport in name of 'Ahmad al-Mohammad', 25 - from Idlib, Syria

    The alleged mastermind is Abdelhamid Abaaoud, 27, from Belgium.

    All of them are EU passport holders, and while some were born in Morocco, others were born and raised in France and Belgium before being radicalised.

    Abdelhamid Abaaoud's father Omar said his son, who has been described as the 'mastermind' of the attacks, had turned his back on a "fantastic" life, and reportedly joined Isis in Syria in 2013.

    The Telegraph also reported that as few as one in 100 wanted terrorists carrying European passports were being checked against the EU’s anti-terrorism watchlist in some countries.

    Just 10-20 per cent of EU citizens have their passports checked against a database designed to catch foreign fighters returning from Syria and Iraq, the paper claimed.

    This means that 'home-grown jihadists' are able to travel freely from Syria to Europe.

    Salah Abdeslam, the 26-year-old who is wanted for his part in Friday's killings
    Melissa Fleming, a UNHCR spokesperson, told a press briefing in Geneva on Tuesday that the organisation was "deeply disturbed by language that demonizes refugees as a group".

    "This is dangerous as it will contribute to xenophobia and fear," she warned, adding: "The security problems Europe faces are highly complex.

    "Refugees should not be turned into scapegoats and must not become the secondary victims of these most tragic events."'
  • দ্রি | 204.150.168.95 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৪৩687498
  • পরের দুজন দুই ভাই। সালা আব্দেস্‌সালাম এবং ইব্রাহিম আব্দেস্‌সালাম। এর মধ্যে প্রথম জন এখনও অ্যাবস্কন্ডিং।

    এরা ফ্রেঞ্চ নাগরিক। সালা বেলজিয়ামে বর্ন।

    Between 2009 and 2011 Abdeslam worked as a mechanic for STIB, the Belgian state railway, working in a district Brussels.

    Abdeslam, his brother Ibrahim, and other family members ran a number of business ventures together. He was the manager of a café set up by his brother Ibrahim.

    ...

    Ibrahim founded a café which was managed by his brother Salah and was temporarily shut down for drugs offences several years ago. Local newspaper reports said the brothers had transferred their shares in the café to an unknown party after a meeting in September. The café was called Beguine, in the Rue des Beguines, and accounts show it had £10,000 in the bank, L'Echo reported.

    The pair also ran a grocers in Molenbeek.

    A man who lived near the cafe, who did not wish to give his name, said: "Ibrahim was the proprietor, but the cafe is closed now. I used to go there every day after work, on my way home. We would go there to smoke hashish, drink alcohol, no problem.

    "Ibrahim and I played cards together, we laughed and joked. He talked to everyone, he was very generous. I would have a drink and he would say don't worry about playing. I used to play cards with Salah too, he was often at the cafe.

    "Ibrahim used to go to discos, he would drink alcohol, smoke. But he stopped drinking alcohol in the last year."

    তো এই কোরাণে বিশ্বাসী, ব্রেনওয়াশ্‌ড মুসলিমটি গাঁজা খেতেন, মদ খেতেন, জুয়া খেলতেন, এটসেট্রা।
  • দ্রি | 204.150.168.95 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৪৮687499
  • গুড। পাইদিদি আমাকে আননেসেসারি টাইপিংএর হাত থেকে রক্ষা করলেন।
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৫৩687500
  • "কোন রিফ্যুজি সেজে আসা লোক আল্টিমেটলি থাকুন বা না থাকুন" - এই থাকুন বা না থাকুন' এর মধ্যে ডে অ্যান্ড নাইট পার্থক্য। প্রথমত, 'না থাকুন' নয়, একজন আছেন। আর যখন রিফিউজিরা আসছিল, তখন ইউরোপের কোনো দেশই এর জন্যে পুরোপুরি প্রস্তুত ছিল না। বিশেষ করে ইষ্ট ইওরোপের ছোটো দেশগুলোর এই মাইগ্র্যান্টদের হ্যন্ডল করার কোনো রকম ইন্ফ্রাস্টারকচার নেই। এই অবস্থায় যে কোনো টেররিস্ট রিফিউজি সেজে ঢুকে পড়তে পারে এরকম ভাবনা অস্বাভাবিক নয়। আর শেষ পর্জন্ত দেখা যাচ্ছে যে আটজনের মধ্যে অন্তত একজন মাইগ্র্যান্ট সেজে ঢুকেছিল। তাই মাইগ্র্যান্টদের প্রতি এই ব্যাকল্যাশ প্রত্যাশিত। সেটা র‌্যাশনাল বা মানবিক না হলেও অপ্রত্যাশিত নয়।
  • দ্রি | 204.150.168.95 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৫৪687501
  • আহমেদ আল মহম্মদের পাসপোর্ট সম্বন্ধে টেলিগ্রাফ এই রিপোর্ট করছে ...

    The real name of the suicide bomber apparently carrying a fake Syrian passport when he detonated at the Stade de France remains a mystery, but officials say he entered Europe as an asylum seeker less than two months earlier.

    The counterfeit document bearing the name 'Ahmad al Mohammad' was found alongside the body, whose fingerprints match a man using the name to enter Greece in early October.
  • SS | 160.148.14.8 | ১৯ নভেম্বর ২০১৫ ২৩:৫৬687503
  • দ্রি এটা টাইপ করবেন জানলে আমি আর অতটা লিখ্তাম না।
  • দ্রি | 204.150.168.95 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০১687504
  • এই হঠাৎ করে রিফিউজি আসাটা কি একটু বেশী ড্রামাটিক নয়?

    গিভেন, লিবিয়া প্রায় বছর চারেক ধরে ডিস্টেবিলাইজ্‌ড। সিরিয়াতেও গোলমাল চলছে দু বছরের ওপর। আর নাইজেরিয়া, কঙ্গো এসব জায়গায় তো ইটার্নাল প্রবলেম। হোয়াই ইজ রিফিউজি ক্রাইসিস ইন দা মিডিয়া নাও?
  • pi | 192.66.35.167 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০২687505
  • SS, আগেই এই লেখাটা ছিল।
    But there were claims that the document was stolen or a fake, made in Turkey, and French investigators said it may even have been 'planted' at the scene of the bombings at the Stade de France as part of a sophisticated propaganda plan by Isis to infiltrate and exploit the refugee crisis.

    তাই জানতে চাইছি তো, এত নিঃসন্দেহ কীকরে হওয়া যাচ্ছে যে রিফ্যুজি সেজে এসেছে ? 'একজন আছেন' , এটা কীভাবে বলা যায় ?
    বরং প্রমাণিত না হওয়া অব্দি তো নেই ই ধরা উচিত। এতো দেখি উল্টোটা হচ্ছে। সেটা হলে বলতে হয়,হয়তো ব্যাকল্যাশটা হতোই, সুযোগের অপেক্ষায় ছিল।
  • pi | 192.66.35.167 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০৩687507
  • SS বোধহয় দেখেননি, দ্রি আমার দেওয়া লেখাটা থেকেই দিয়েছেন ঃ)

    আমি তার পরের অংশটটুকু আবার কোট করলাম মাত্তর ঃ)
  • Div0 | 132.171.174.233 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০৬687508
  • @SS, 11:53 PM - যুক্তিযুক্ত, প্র্যাক্টিক্যাল, আবেগ ও ধোঁয়াশাবিহীন এই পোস্টটার জন্য একটা থ্যাঙ্ক্যু প্রাপ্য আপনার।
  • pi | 192.66.35.167 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০৮687510
  • যাহোক, এসবের মধ্যে রিফ্যুজি ইস্যু নিয়ে ওবামার বক্তব্য তাও ঠিকঠাক লাগলো। নইলে আম্রিগায় বাকি রাজনীতিবিদরা যা বকে যাচ্ছেন !

    For the third day this week, President Obama finds himself waging a one-man battle against mass hysteria and misinformation in the wake of the Paris attack.

    On Monday, the president battled a hostile American media at a G20 press conference in Turkey before delivering this powerful rebuke of his GOP critics who’ve used the attacks to scapegoat Syrian refugees:..

    By Monday night, 34 American governors had declared their states Syrian refugee free zones, publicly calling for a ban on all refugees from the war torn region. On Tuesday, President Obama was, again, forced to call out such hyperbolic measures during a stop in the Philippines:...

    By Wednesday, at least two GOP lawmakers had called for Syrian refugees to be “segregated” into special “camps” and the Democratic mayor of Roanoke, Virginia, seemingly positively invoked Japanese internment camps during WWII to defend his decision to ban war refugees from his city limits.
  • Div0 | 132.171.174.233 | ২০ নভেম্বর ২০১৫ ০০:০৮687509
  • সে'এর সেদিনের পোস্টটাও এই থ্রেডে লিপিবদ্ধ থাকা জরুরি।
  • দ্রি | 204.150.168.95 | ২০ নভেম্বর ২০১৫ ০০:১০687511
  • রিফিউজিরা সব্বোনাশ করে দিল,এই সেন্টিমেন্ট চাগিয়ে তোলা হচ্ছে অত্যন্ত ডুবিয়াস রিপোর্টিং ওপর ভিত্তি করে।

    কিন্তু ইওরোপে এই চিন্তা কারো নেই, কিকরে তাদের দেশেরই সোনার টুকরো সব নাগরিকেরা এই কান্ড করে বসল?
  • pi | 192.66.35.167 | ২০ নভেম্বর ২০১৫ ০০:১৩687512
  • হ্যাঁ, অত্যন্ত ডুবিয়াস রিপোর্টিং এর উপর ভিত্তি করা এবং অন্য নানা রিপোর্টিং , বক্তব্য ইগনোর করাই যখন যুক্তিযুক্ত প্র্যাক্টিকাল কাজ, সেটা করাই ভালো ঃ)
  • দ্রি | 204.150.168.95 | ২০ নভেম্বর ২০১৫ ০০:১৫687513
  • বরং উল্টোটা। এই যেকজনের নাম এখানে লিস্টেড হল, তাদের ম্যাক্সিমামই ই ইউর নাগরিক, কিন্তু তারা সিরিয়া গিয়ে আইসিসের হয়ে যুদ্ধ করে এসেছেন এবং প্রচুর মানুষ মেরে এসেছেন। সিরিয়ারই বন্ধ করে দেওয়া উচিত ছিল এদের ইমিগ্রেশান।
  • pi | 192.66.35.167 | ২০ নভেম্বর ২০১৫ ০০:১৬687514
  • 34 American governors had declared their states Syrian refugee free zones, publicly calling for a ban on all refugees from the war torn region.

    এটা হলে সবচেয়ে যুক্তিযুক্ত , প্র্যাক্টিকাল কাজ হয়/হত। কেন যে ওবামা ব্যাগড়াবাবু হয়ে গেলেন !
  • Div0 | 132.171.174.233 | ২০ নভেম্বর ২০১৫ ০০:২২687515
  • আমার 11:42 PM'এর পোস্টে মোট পাঁচটা মেইনস্ট্রীম রিপোর্ট অলরেডি নথিবদ্ধ করেছি। তা সেগুলো সঅঅব "ডুবিয়াস রিপোর্টিং" এবং অন্যান্য রিপোর্ট যেগুলো বিরূদ্ধমত পোষণ করছে তারা সঅঅব অজ্জিন্যাল - স্যরি এমন দাবিতে সাবস্ক্রাইব করতে পারলাম না।
  • Div0 | 132.171.174.233 | ২০ নভেম্বর ২০১৫ ০০:২৫687518
  • সে'র সেদিনের পোস্টটা থাক। এটা সবার পড়া দরকার -

    ======================================================================

    name: সে mail: country:

    IP Address : 198.155.168.109 (*) Date:14 Nov 2015 -- 03:22 PM

    হ্যাঁ। অর্পণের লিংক একদম ঠিক।
    অ্যাসাইলাম সীকার মানেই যে সব নিজ নিজ দেশে যুদ্ধ মহামারী কি টেররিস্টদের অত্যাচারে পীড়িত জনগনের প্রাণরক্ষার জন্যে বাধ্য হয়ে ছুটে আসা, তা কিন্তু সব ক্ষেত্রে নয়।
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে নিয়মিত অ্যাসাইলাম সীকার এসেই চলেছে, কিন্তু এইবারে এই ইনফ্লাক্স মারাত্মক রকমের বেশি সে কথা অনস্বীকার্য।
    কিন্তু, এর মধ্যেও প্রচুর কিন্তু আছে। সবার কেস জেনুইন নয়। অথচ অ্যাসাইলাম সীকারদের গায়ে তো আর লেখা থাকে না যে কে জেনুইন, কে ইকনমিক মাইগ্রেন্ট, কে টেররিস্ট, কার কী উদ্দেশ্য। সেটাই খুব ডিফিকাল্ট ব্যাপার, আসল উদ্বাস্তু নির্ধারণে। যারা আসছে তাদের মধ্যে প্রায় কারোর হাতেই প্রমাণ করবার মতো নথি/ডকুমেন্ট নেই, পাসপোর্ট পর্যন্ত থাকে না। কেবলমাত্র তাদের "কথা" শুনে, বিবরণ শুনে, ভাষা ও অন্যান্য সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সের ভিত্তিতে তাদের অ্যাসাইলাম গ্রান্ট করা হয়ে থাকে। তারা ফিঙ্গারপ্রিন্টেড হয়। বায়োমেট্রিক ডেটা রেকর্ড করা হয়। যাদের সঙ্গে শিশু, ইনফ্যান্ট, বা অপ্রাপ্তবয়স্কসন্তান থাকে, তাদের অগ্রাধিকার দেওয়া হয়। স্ত্রীলোক থাকলেও। কারণ এরা ভয়ংকর পথ দিয়ে এসেছে। তার মানেই এই নয় যে, সবার প্রায়োরিটি সমান্বা উদ্দেশ্য কেবলই আত্মরক্ষা।
    ইকোনমিক মাইগ্রেশনের পথ ও পদ্ধতি আলাদা। সেটার জন্যে কোয়ালিফাই করা যথেষ্ট কঠিন এবং কিছু ক্ষেত্রে দুরূহও বটে। সেই স্টেপগুলো জাম্প করবার একটা ইজি শর্টকাট হচ্ছে উদ্বাস্তু সেজে ঢুকে পড়া। এতে ন্যাচারালাইজেশনের পথ অনেক সহজ হয়ে যায়, কারণ উদ্বাস্তু স্টেটাস পেয়ে গেলে ন্যাচারালাইজেশনের জন্যে কোনো চিন্তাই নেই এবং খুব অল্প সময়েই তা সম্ভব হয়ে যায়।
    এর মানে এই নয় যে যারা সত্যি সত্যি উদ্বাস্তু তাদের প্রতি আমার সহানুভূতি কম। একেবারেই নয়। কিন্তু গ্ত দেড় দশক ধরে আমি সংখ্য উদ্বাস্তুদের সঙ্গে মিশেছি গোটা ইউরোপিয়ান ইউনিয়নে এবং শেঙ্গেনে তো বটেই।
    আফ্রিকা থেকে যারা আসছে, তাদের মধ্যেও প্রচুর সাবক্যাটেগোরি। অধিকাংশই ইকোনমিক মাইগ্র্যান্ট কিন্তু কেমোফ্লেজ্ড। তাদের কথাবার্তা এমন করে তারা অফিশিয়ালদের কেঁদে কেটে বুঝিয়ে দেবে, যে বোঝা যাবে না তাদের ব্যাকগ্রাউন্ড কতটা সত্য, কতটা মিথ্যে। বেনিফিট অফ ডাউটে এরা অনেকেই উৎরে যায়, কারণ, এখানেও কিছু ক্লজ আছে। পৃথিবীর কিছু কিছু দেশ অলরেডি হিউম্যান রাইট্স অ্যাবিউজ, কি ওয়ার জোন, কি দুর্ভিক্ষপীড়িত বলে চিহ্নিত। সেইসব দেশের সব নাগরিকই তাই বলে পীড়িত না ও হতে পারে। সেই সব দেশের প্রচুর প্রিভিলেজড নাগরিক প্রচুর খরচাপাতি করে অনেক টাকা দালালদের দিয়ে ইউরোপে ঢুকে যায় উদ্বাস্তু স্টেটাস নিয়ে অন্য ভবিষ্যৎ গড়ে তুলতে। এদের মধ্যে সত্যিকারের নিপীড়িতও থাকে, কিন্তু কে সত্যিকথা বলছে, কে মিথ্যেকথা বলছে তা প্রমাণ করা যায় না। এটা গ্রে জোন। আর আছে কিছু দেশ, যেগুলো থেকে রিফিউজি নেবার কথা নয়। এগুলো "শান্তিপূর্ণ" দেশ। যেমন ধরুণ নাইজেরিয়া। সেখান থেকেও আসে। এরা ঢুকে তো পড়ে, কিন্তু স্টেটাস পায় না, তখন ইল্লিগ্যাল ইমিগ্র্যান্ট হয়ে থাকে কিছু সময়, তারপরে লিগ্যাল স্টেটাসের জন্যে বিভিন্ন পন্থা অবলম্বন করে, অথবা হিউম্যান ট্র্যাফিকিং এর শিকার হয়।
    মধ্যপ্রাচ্যের ব্যাপারটাও অনুরূপ, কিন্তু রেশিও অন্যরকম। তারপরে আফগানিস্তান কি পাকিস্তান। আফগানিস্তান কি পাকিস্তানএর কজন সর্বহারা ঐ সুবিশাল পথ - বাই রোড হেঁটে বা বাসে করে কি ট্রেনে করে এসে ইউরোপে, মানে এক্কেবারে পশ্চিম ইউরোপে আসতে পারে বলুন? নট সো ইজি। প্রায় অসম্ভব। নেক্স্ট টু ইমপসিবল। বিরাট টাকার খেলা আছে সেখানে। যুদ্ধপীরিত সর্বহারাদের পক্ষে দেশের বর্ডার পেরোনৈ খুব শক্ত কাজ, আর এরা প্রায় ডজনখানেক দেশের বর্ডার ক্রস করে ইউরোপে নিজেদের পছন্দের দেশে ঢুকে বলে, দাও, অ্যাসাইলাম দাও। হ্যাঁ, নিজেদের পছন্দের দেশে। হয় জার্মানী, নয়, ফ্রান্স, নয় সুইটজারল্যান্ড, আরেকটু এগিয়ে গিয়ে নেদার ল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড। উপায় না থাকলে ইতালী। অগতির গতি গ্রীস। বাকি কোত্থাও যাবে না এরা। বাকি কোত্থাও ফিঙ্গারপ্রিন্টেড হতে চাইবে না। মানছি, এদের ফ্রীডম অফ চয়েস আছে, কিন্তু সেটাই কি সব? ইকোনমিক মাইগ্রেশন কি এর মূলে নেই? পশ্চিম ইউরোপের অপেক্ষাকৃত কম স্বচ্ছল দেশে এরা কিছুতেই থাকতে চাইবে না। ট্রেন্ডটাই এরকম। প্রত্যেকের মুখেই একই গল্প। তা অনেকের ক্ষেত্রেই সত্যি, কিন্তু সবার ক্ষেত্রে নয়।
    এবারের এই উদ্বাস্তুর ঢেউয়ে ঢুকেছে প্রচুর পাকিস্তানী, বাংলাদেশি, আফগান এবং হ্যাঁ চোখ কপালে তুলবেন না, বেশ কিছু ইন্ডিয়ান। মূলতঃ পাঞ্জাব থেকে। এরা নৌকো করে ভূমধ্যসাগরের বিভীষিকাময় যাত্রাপথে সামিল ছিলো না। এদের আসবার, ঢুকে পড়বার রুট অনেকটাই আলাদ, তারপরে একটা টাইমে রিফিউজিদের মেইনস্ট্রীমে ঢুকে পড়েছে। সে বুডাপেস্টের ট্রেনে উঠে পড়া কি অস্ট্রিয়ার বড়ারে গিয়ে ট্রেনে চেপে বসা। মূল ডেস্টিনেশন জার্মানী। সেখানে কেঁদে কেটে হাজারটা গল্প বানিয়ে বলবে এই ফেক উদ্বাস্তুরা, ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানী আফগানি ইত্যাদিরা। অনেক সময় নিজেদের কান্ট্রি অফ অরিজিন বলতে চায় না। সে আরেক ঝামেলা। তখন সরকারের খরচ বেড়ে যায় ইন্টারপ্রেটর খুঁজে বের করে এদের ভাষা বুঝে, আসল উদ্দেশ্য পেট থেকে বের করতে। যতদিন তা না জানা যাচ্ছে, এদের সমস্ত খরচ সরকারের। খাওয়া থাকা স্বাস্থ্য চিকিৎসা হাতখরচ, সমস্ত কিছু। সে বড়ো কম অঙ্ক নয়।
    ইন্ডিয়ান বাংলাদেশী বা পাকিস্তানীদের অনেকের ক্ষেত্রে অ্যাসাইলাম পাওনা হয় না। কিন্তু এসব দেশে এসে, এরা নেক্স্ট স্টেপ প্ল্যান ও ইম্প্লিমেন্ট করতে থাকে। অবৈধ উপায়ে অর্থোপার্জন এবং অন্য পথে ন্যাচারালাইজেশনের ব্যবস্থা। যেমন বিয়ে করে নেওয়া। দেশে এরা অধিকাংশই বিবাহিত, কিন্তু তাও, সেসব গোপন করে আবার বিয়ে করে।
    কাদের বিয়ে করে? বছর দশেক আগে অবধি "গোরী চমড়ি বুড্‌ঢি" কে বিয়ে করবার রেওয়াজ ছিলো। প্রচুর অর্থের বিনিময়ে। কিন্তু এখন সেই পদ্ধতি পাল্টেছে। বাংলাদেশীদের মধ্যে খুব পপুলার পদ্ধতি নিজেদের ভেতরেই কারোকে বিয়ে করে নেওয়া। মানে এসব দেশে যারা আগেই অ্যাসাইলাম পেয়ে গেছে, কি পার্মানেন্ট রেসিডেন্সী, কি নাগরিকত্ব, সেইরকম লোকেদের কন্যা বা স্ট্রীকে বিয়ে করে নেওয়া। দয়ালু ভদ্রলোক, নিজের স্ত্রীকে ডিভোর্স করে দেবেন, সেই স্ত্রীকে দেশ থেকে আসা কোনো ডেসপারেট যুবক অর্থের বিনিময়ে বিয়ে করে দেশে থাকবার অধিকার পেয়ে যাবে। পাঁচ বছর পরে তাকে ডিভোর্স দিয়ে দিলেই হল। সেই বাঙালী বউ তখন অন্য কারো বউ হয়ে অর্থোপার্জন করবে নিজের প্রকৃত স্বামীর জন্যে। এদের পরিবারের কন্যাদেরও এই কাজ করানো হয়ে থাকে। তাদের "সত্যিকারের" একটা বিয়ে থাকে, বাকীগুলো কাগজের বিয়ে, জাস্ট টাকা রোজগারের জন্যে এবং আরো একটি বৃহত্তর মহৎ উদ্দেশ্যে, সেটা হোলো দেশের কোনো এক ভায়ের উপকারে লাগে এই মেয়েরা। তাই আল্টিমেটলি অ্যাসাইলাম না পেয়েও অল্টারনেটিভ স্থায়ী ব্যবস্থা হয়ে যাচ্ছে। ভারতীয় ও পাকিস্তানী রিফিউজিদের ক্ষেত্রেও ব্যবস্থা প্রায় অনুরূপ। দেশ থেকে কেমিক্যাল ইঞ্জিনীয়ারিং পাশ করা একটি ছেলেকে জানি, ঐ পদ্ধতিতে রয়ে গেছে। তার বিই ডিগ্রী এসব দেশে নট রেকোগনাইজড, তাই সে ওয়ার্ক পার্মিট পায় নি। অল্টারনেটিভ পাথ অ্যাসাইলামের চেষ্টা, সেটা টাইম কনজিউমিং প্রোসেস, সেই সময়টা খুব কাজে দেয় একটা বউ বার্গেইন প্রাইসে খুঁজে পেতে। বন্ধু বান্ধবেরাও ধার দেয় টাকা পয়সা, সমস্ত ব্যবস্থা হয়ে গেলে প্যারাডাইস মাত্র পাঁচ বছর দূরে। অ্যাতো বছর ধরে এইসব চলছে তো চলছেই। তা অ্যাতো কিছু যখন সাধারন শান্তিপ্রিয় মানুষ করে ফেলতে পারে, আইসিসের মতো টেরর অর্গ্যানাইজেশন কি গাণ্ডু যে কিছু না করে বসে থাকবে? তাদের মেম্বারদের প্রাণের ভয়ও নেই, তাই প্রাণবিপন্ন করা সমুদ্রযাত্রায় তাদের লোকও রবারের ডিঙিতে করে ভূমধ্যসাগর পেরোয়। ভাষাফাশার সমস্যাও নেই।

    ওহ্যাঁ, আফ্রিকা কি আফগানিস্তানের যে সমস্ত রিফিউজিরা কেঁদে কেটে তালিবান কি আলকায়দার অত্যাচারের করুণ কাহিনি বিবৃত করে এসব দেশে অ্যাসাইলাম পায়, তারা সক্কলেই যে খুব উদার মনের লোক এমনটি ভাববার মতো ভুল না করলেই ভালো। গত হপ্তায় কি তার আগের হপ্তায় আমাদের এই দেশেই এক অ্যাসাইলাম গ্রান্টেড হওয়া এক আফগান তার স্ত্রীকে খুন করেছে। সম্ভবতঃ কুপিয়ে। স্ত্রী একটু আধুনিক হতে চেয়েছিলো, পরপুরুষের সঙ্গে কথা বলেছিলো। এখন লোকটি জেলে গেছে। দু তিনটে ছোটো ছোটো বাচ্চার স্থান হয়েছে অনাথাশ্রমে।
    আমি এখনো ভাষা চর্চাটা জারি রেখেছি, নিয়মিত শিখি। সেই ভাষার ক্লাসে একটি সোমালীয়ার মহিলা কদিন আগে ওপেনলি আমায় খুন করতে চাইলো। ওপেন ডিসকাশান হচ্ছিলো। আমার আনওয়েড মাদারহুড সে কিছুতেই মানতে পারলো না। তোর অ্যাতো বড়ো দুঃসাহস? কোন দেশ থেকে এসেছিস তুই? আমার দেশে তোকে সঙ্গে সঙ্গে গলা কেটে মেরে ফেলত। এইসমস্ত বলে সেই বউটি ফুঁশতে লাগল। ক্লাসশুদ্ধ অনেকেই অবাক হয়ে চুপ করে গেলাম। টিচার সঙ্গে সঙ্গে কফিব্রেক দিয়ে দিল।
    অথচ এই মেয়েটির স্বামী কিন্তু এদেশে উদ্বাস্তু হয়ে এসেছিলো বহু বছর আগে। দেশের শারিয়া আইনের অত্যাচারের বিরুদ্ধে অনেক গল্প বলে, অনেক অত্যাচারের কাহিনি বলে টলেই এদেশে উদ্বাস্তু স্টেটাস পেয়েছে এরা। সেই সঙ্গে দুঃসহ দারিদ্র্যর ও নিপীড়নের গল্প সমূহ। মুশকিল কি জানেন? সিটিজেনশিপ পেলেই এরা নিজমূর্তি ধরে। সবাই নয়, কিন্তু অনেকেই। তখন অনার ক্রাইম করে। ঐ মেয়েটি আমাকে শাসিয়েছে মারবে বলে। শুধু তাইই নয়, এরা যে বলে দেশে ইন্টারনালি ডিসপ্লেস্ড ইত্যাদি, তাও সবসময় ঠিক নয়। পার্মানেন্ট রেসিডেন্সী বা সিটিজেনশিপ পেয়ে যাবার পরে এরা ব্যক্ত করে কে কতটা অ্যারিস্ট্রোক্র্যাক্ট, বিয়েতে কশো লোক খাইয়েছিলো, কেরকম ব্যাণ্ডপার্টি এসেছিলো, কতদামী ঘড়ি, আলিশান ঘরদোর, ইত্যাদি। এরিথ্রিয়া সোমালিয়ায় কি তাইবলে সবাই এরকম? তা নয়। অত্যাচারিত দরিদ্র দুর্ভিক্ষ নিপীড়িত লোক প্রচুর, কিন্তু তাদের সবার পক্ষে সম্ভব হয় না চ্যানেল করে ইউরোপের পছন্দসই দেশটায় পৌঁছনর।
  • দ্রি | 204.150.168.95 | ২০ নভেম্বর ২০১৫ ০০:২৫687516
  • আরে ওবামা বেশী ঝামেলা করলে, একটা ইনসিডেন্ট আমেরিকাতেই করিয়ে দেওয়া হবে, এবং তারপর ইমিগ্র্যান্টদের দিকে আঙ্গুল তোলা হবে। পরে হয়ত দেখা যাবে পার্পেট্রেটাররা সবই আমেরিকান।

    বিচিত্র নয়। ৯/১১ এর পার্পেট্রেটাররা সবাই ছিল হয় সৌদি, নয় ইজিপশিয়ান। কিন্তু আক্রমণ করা হল ইরাক।

    মিডিয়া সব পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন