এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৬৪ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cthulhu | 117.167.116.246 | ২১ নভেম্বর ২০১৫ ১১:১৩687720
  • দ্রি, ডিডিদা - ফিস্কের গতকালের লেখাটা (ইন্ডিপেন্ডেন্টে) পড়ে দেখতে পারেন।
  • pi | 192.66.96.75 | ২১ নভেম্বর ২০১৫ ১১:১৩687719
  • প্যারিস হানার পরে পরেই চারিদিক ছেয়ে গেছিল, জঙ্গিরা রিফ্যুজি সেজে আক্রমণ করেছে। এখনো নানা জায়গায় সেই মর্মেই প্রচার চলছে। এগুলো হচ্ছে আপনাদের পূর্ণসত্যের নমুনা বটে।
  • pi | 192.66.96.75 | ২১ নভেম্বর ২০১৫ ১১:১৮687721
  • সইদুর রহমান লিখেছেন,
    '
    দায় ও দায়িত্ত্ব :
    মুসলিম সমাজের মধ্য হতে ইসলামি স্টেটের হামলা ও তাদের মতাদর্শের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ হওয়া জরুরী - বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । প্রাসঙ্গিক বক্তব্য ; কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যদি এটাও ঘোষণা করতেন যে আজ থেকে আমরা আর কোনও সন্ত্রাসী শক্তিকে অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য করবনা - তাহলে আরও বেশি দায়বদ্ধতা প্রকাশ পেত , তাঁর বক্তব্যের গ্রহণযোগ্যতাও আরও বাড়ত । যাই হোক , প্রকৃত ইসলাম কী - তা গোটা বিশ্বকে দেখানোর দায় মুসলিম সমাজেরই এবং তার গ্রহণযোগ্যতাও অনেক বেশি , শুধু - " ওটা প্রকৃত ইসলাম নয় ' - এই ধরনের দায় সারা উত্তর দিয়ে পাস কাটিয়ে গেলে হবেনা । যখন একটি সম্প্রদায়ের সন্ত্রাসের বিরুদ্ধে অন্য সম্প্রদায় প্রতিবাদ করে , তার স্বরূপ একরকম হয় , আর , সেই সম্প্রদায়ের ভিতর থেকে প্রতিবাদ সংঘটিত হলে তার ব্যাপকতা ও প্রতিফলন অনেক অনেক বেশি । তাই , মুসলিম সন্ত্রাসীদের অইসলামিক ও অবৈধ ক্রিয়া কর্মের বিরুদ্ধে মুসলিম সমাজ কেই রুখে দাঁড়াতে হবে - বলাযেতে পারে এটা তাদের দায় ও দায়িত্ত্ব । পাশাপাশি - 'মুসলিম মানেই সন্ত্রাসী ' এই মনোভাবের অবসান হাওয়াও জরুরী । এতে মুসলিম শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে বাকি বিশ্বের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে । বলাবাহুল্য , ইতিমধ্যে গোটা ভারত জুড়ে ইসলামিক স্টেট ও ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে মুসলমান সমাজ প্রতিবাদ দেখিয়েছেন । ইতিমধ্যে প্রায় দেড় হাজার ভারতীয় ইসলামী স্কলার ইসলামী স্টেটের বিরুদ্ধে সই করেছেন পার্শ্ববর্তী ইসলামিক রাষ্ট্রগুলির মুসলিমদেরও উচিত ছিল গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ ধ্বনিত করা । সন্ত্রাসীদের দ্বারা কেবল অন্য দেশ আক্রান্ত নয় - মুসলিম দেশ গুলিতে প্রায়ই বিস্ফোরণে শত শত নিরীহ মানুষ মারা যায় । তারাও মানুষ এবং সাধারণ মানুষ , তারা ধর্ম বুঝেনা , জেহাদ বুঝেনা , মাংস - রাজনীতি বুঝেনা । তাদের জন্যও বিশ্ব জুড়ে প্রতিবাদ ধ্ব্নিত হোক ।'
  • দ্রি | 11.39.15.135 | ২১ নভেম্বর ২০১৫ ১১:২১687722
  • "কী এই ম্যাজিক আছে যাতে পাশ্চাত্যের সুখী জীবন ছেড়েও হাজারে হাজারে তরুন তরুনী ছুটছে ঐ অসম্ভব ও কুচ্ছিত স্বপ্নের জন্য লড়াই করতে?"

    এটা খুব শক্ত প্রশ্ন। বলে দেওয়াই ভালো, এটা বোঝার মত জায়গায় আমরা নেই। এগুলো পরিস্কার বুঝতে যে ধরণের তথ্য লাগে, সেগুলো আমাদের হাতে নেই। যেমন, এগুলো বুঝতে জানতে হবে খুব ডিটেল্‌ড, অ্যাকিউরেট জীবনী অফ অ ফিউ টেররিস্টস। টেররিস্টদের যে সব জীবনী মেনস্ট্রীম মিডিয়া ছাপে সেগুলো অনেক এডিট করা কিছু কিছু মিথ।

    এই নিয়ে কিছু সিরিয়াস কনস্পিরেসি থিওরি আছে। তবে সেগুলো হজম করার মত জায়গায় মনে হয় আমরা পৌঁছইনি।
  • aranya | 154.160.226.94 | ২১ নভেম্বর ২০১৫ ১১:২৫687723
  • দ্রি, ইউরোপ থেকে কতজন সিরিয়ায় আইসিস-এর হয়ে লড়তে গেছে? ধরুন ১৫০০ - এই নাম্বার-টা কোথায় যেন দেখলাম।

    এদের মধ্যে কতজন-কে আম্রিগা গান পয়েন্টে বা 'গানস অ্যান্ড রোজেস' পদ্ধতিতে মোটিভেট করেছে - আপনার কি মনে হয়?
  • দ্রি | 104.242.228.108 | ২১ নভেম্বর ২০১৫ ১১:২৬687724
  • "প্লাস এই টাকার একটা বড় অংশ নানা সমাজকল্যাণমূলক কাজেও যায়, তো সাধারণ লোকজন এতে করেও একটা কৃতজ্ঞতা সূত্রে আটকে পড়ে, সমর্থন করলে নানা সুযোগ সুবিধা তো আছেই।"

    হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ দা মডেল।

    ডুবিয়াস কাজ করতে গেলে প্রথমে একটা ভালো কাজের ফ্রন্ট বানাতে হয় যার আড়ালে কোয়েশ্চেনেব্‌ল কাজগুলো করতে হয়।

    অনেক এনজিওর মডেলও তাই।
  • aranya | 154.160.226.94 | ২১ নভেম্বর ২০১৫ ১১:২৭687725
  • গুরু ফেবু গ্রুপে যাই না অনেকদিন। পাই, সম্ভব হলে এখানে পোস্ট কর, আগ্রহের সাথে পড়ব
  • dd | ২১ নভেম্বর ২০১৫ ১১:৩৩687726
  • ফিস্কের লেখাটা পড়িছি তো। খুবই ভালো।

    আর দৃ সাহেব আর ফুটকি মহায়ের লেখা পড়ে ছোটোবেলাকার প্রশ্ন উত্তরের কথা মনে পরলো। ঐ ছোটোদের কোনো ম্যাগে -"জ্ঞান বিজ্ঞানের আসর" গোছের লেখাতে পড়েছিলাম।

    প্রশ্ন ঃ স্যার, কপ্পুর বাইরে রাখলে এম্নি এম্নি উড়ে যায় কী করে?
    উত্তর ঃ" কেনো না,কপ্পুর একটা উদ্বায়ু পদার্থ।

    কেনো পাশ্চাত্যের লোকে এমন কি মেয়েরা আইসিসে জয়েন করছে ?উত্তর হল ,ঐ য্যে,আইসিসি প্রপাগান্ডা করছে। তা হলেই হয়ে গেলো? আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, ওয়ালমার্ট - এরা কিছুই না? এদের কাউন্টার প্রোপাগান্ডা কম না ভুল?

    উত্তরটা,আমার জানা নেই। তবে ইসলাম ধর্মের মধ্যেও একটা ভুত আছে, যেরকম বলা হয় ও রকম মাস স্কেলে কামিকাজে শুধু জাপানেই সম্ভব।

    জাস্ট পড়ছিলাম The age of wrath। সুলতানী আমলের কথা। বার বার,অনেক অনেক বেশী সেনা নিয়েও হিন্দু রাজারা হেরে যেতো লড়াইতে।তখন ভিজয়নগরের রাজা পন্ডিতদের ডেকে এই প্রশ্ন করলেন। তারাও জানালেন যে মুলতঃ ইসলামী সেনারা অনেক বেশী স্পিরিটেড। সেটা হয়েছে ধর্মের কারনেই।

    যাগ্গে, এটা অনেক বড়ো ব্যাপার।
  • দ্রি | 195.65.135.227 | ২১ নভেম্বর ২০১৫ ১১:৩৪687727
  • "ইট জার্মিনেটস অ্যান আইডিয়া ইন দ্য মাইন্ড অফ আ রিসিভার। অ্যান্ড দেন কিপ হ্যামারিং দ্য আইডিয়া। অ্যান্ড আইসিস হ্যাস সো ফার বিন ভেরি ভেরি এফেক্টিভ ইন কনভার্টিং থ্রু দিস টাইপ অফ স্পেকুলেশানস অ্যান্ড ইমপ্লিকেশানস (দ্রি ইস জাস্ট অ্যান এক্সামপল, নো অ্যাসোসিয়েশন ইজ ইমপ্লাইড)।"

    এই টেকনিকটা, ফুলস্টপ একদম ঠিক ধরেছেন। তবে এটা, আমার চেয়ে, বা ইভেন আইসিসের চেয়ে (?) বেশী ভালো করে মেইনস্ট্রীম মিডিয়া।

    একজন টেররিস্টের পাশে পাওয়া গেল একটা সিরিয়ান পাসপোর্ট। তার কিছুক্ষণ পরে গ্রীক ইমিগ্রেশান অফিসার বিবৃতি দিল। তার কিছুক্ষণ পরে বেরোল পাসপোর্টটা ফেক। কিন্তু ততক্ষণে টেররিস্টের সাথে সিরিয়ার অ্যাসোসিয়েশান পাঠকের হয়ে গেছে। এই অ্যাসোসিয়েশান ছাড়ানো খুব মুশকিল।
  • pi | 192.66.96.75 | ২১ নভেম্বর ২০১৫ ১১:৪৩687729
  • এই লেখাটাতেও কি এডিট করা মিথ আছে মনে হয়, দ্রি ? বেশ কিছুদিন আগে এটা এখানে দিয়েছিলাম।

    ..Two years ago, she carried out a series of interviews with teenagers in the banlieues, the poverty-stricken suburbs of Paris which have become a breeding ground for extremism, and was intrigued by how many young Muslims had been radicalized.
    “They knew very little about religion. They had hardly read a book and they learnt jihad before religion,” she said. “They’d tell me, ‘You think with your head, we think with our hearts.’ They had a romantic view of radicalism. I wondered how that happened.”
    Even more baffling were the “caliphettes,” young women who had grown up in a free society but were obsessed with jihadist fighters. “To them, jihadists are like Brad Pitt, only better because Brad Pitt is not religious,” says Erelle.
    She decided to join the young Muslim community online and created a fake profile on Facebook and Twitter. Little was known about the growing links between extremists and Muslim teenagers then, and even now the scale of the network is a surprise: Sultana, one of the missing British girls believed to have crossed the border to Syria, was following more than 70 extremists on Twitter and had amassed more than 11,000 followers...

    http://nypost.com/2015/03/07/my-isis-boyfriend-a-reporters-undercover-life-with-a-terrorist/

    বাকি লেখাটা আরো অনেককিছু নিয়ে। এক জেহাদীর সাথে 'ঘনিষ্ঠতা' নিয়ে। লেখাটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। কিন্তু পড়ে আরো অস্বস্তি বেড়ে গেল। এ আটকানোর উপায় কী ? শুধুই দারিদ্র্য, বঞ্চনা ঘোচানো ?
  • দ্রি | 88.193.103.77 | ২১ নভেম্বর ২০১৫ ১১:৪৫687731
  • "দ্রি, ইউরোপ থেকে কতজন সিরিয়ায় আইসিস-এর হয়ে লড়তে গেছে? ধরুন ১৫০০ - এই নাম্বার-টা কোথায় যেন দেখলাম।

    এদের মধ্যে কতজন-কে আম্রিগা গান পয়েন্টে বা 'গানস অ্যান্ড রোজেস' পদ্ধতিতে মোটিভেট করেছে - আপনার কি মনে হয়?"

    গানস অ্যান্ড রোজেসের বাইরেও মেথড থাকতে পারে।

    এগুলো নিয়ে স্পেকুলেট করে লাভ নেই। চাই রিয়েল ডেটা।

    এর উত্তর অ্যাজিউম করে নিয়ে দীর্ঘ থিওরি বা নেট-লড়াই চালিয়েও কোন লাভ নেই।
  • dd | ২১ নভেম্বর ২০১৫ ১১:৪৬687732
  • আর ফিস্ক তো শুধু আরব আরব করে গেছেন। যেন জেহাদী পলিটিক্স শুধু মধ্য প্রাচ্যেই আটকে আছে।

    তো সেই যুক্তি দিয়ে কি আর বাংলা দেশ বা আফ্রিকা জুড়ে যা চলছে - জেহাদী পলিটিক্স - সেটা ব্যাখ্যা করা যায়?ফিলিপিন্সে? চীনে?
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ১১:৪৯687733
  • হা হা হা। একটি ভিডিও দেখলাম, আকা দিয়েছে। তাতে এক মহিলা বলছেন, ইনটেলিজেন্স রিপোর্ট বলছে। বিশ্বের ১৫%-২৫% মুসলিম 'র‌্যাডিকাল'। কোন ইনটেলিজেন্স বলছে, কী সোর্স উল্লেখ করার নাম নেই। :-)

    উল্টোদিকে দেখুন, আমি যা লিখেছি, সবই স্বীকৃত তথ্য। কোথাও কিছু স্পেকুলেশন নেই। এবার আরও কিছু পিলে চমকানো তথ্য দেওয়া যাক।

    ১। আমেরিকার ৯/১১ অ্যাটাকে সরাসরি জড়িত ১৯ জনের মধ্যে ১৪-১৫ জন ছিল সৌদি নাগরিক। এবং আক্রমনের দুদিন পরে আমেরিকা থেকে বিশেষ প্রটেকশন দিয়ে সৌদি রাজপরিবার আর বিন লাদেন পরিবারের একগাদা সদস্যকে উড়িয়ে নিরাপদে ফেরত পাঠানো হয় সৌদি আরবে। তখনও আমেরিকায় উড়ান স্বাভাবিক হয়নি। বেসরকারি জেটকে বিশেষ করে উড়তে দেওয়া হচ্ছিলনা।

    এই জামাই আদর কেন? আমাদের জানা নেই। তথ্যটুকু দেওয়া যাক।

    ২। বুশ পরিবারের সঙ্গে ব্যক্তিগত এবং ব্যবসার বন্ধুত্ব সৌদি রাজপরিবারের বহুদিনের। বড়ো বুশের ব্যক্তিগত বন্ধু হলেন প্রিন্স বান্দার। আর ছোটো বুশ একটি এনার্জি কোম্পানি খুলেছিলেন, ১৯৭৭-৭৮ সালে, জেমস বাথ নামক এক ভদ্রলোকের সঙ্গে পার্টনারশিপে। তার নাম আরবুস্তো এনার্জি। সেই কোম্পানির পার্টনার জেমস বাথ ছিলেন সালেম-বিন-লাদেন এবং মহম্মদ-বিন-লাদেন(পরিবারের নাম শুনেই বোঝা যাচ্ছে কোন ফেমিলি) নামক দুই আরবী ব্যবসায়ীর প্রতিনিধি। পরে এই ফেলু কোম্পানি অনেক বদলে টদলে নাম নেয় হারকেন। সেই কোম্পানি সৌদি আরবে ব্যবসা করে এবং নানা তেল কোম্পানিতে ইনভেস্ট করে।

    ফলে বুশ পরিবারের সঙ্গে সৌদি পরিবারের সখ্যতা, এবং তেল নিয়ে বুশের ব্যবসায়িক স্বার্থ খুব গোপন কিছু না। বুশের মধ্যপ্রাচ্য প্রীতির এ এক বড়ো কারণ। কিন্তু ওই আরকি, এই করতে গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বুশেষ করে ইরাকে "ওয়েপনস অফ মাস ডেসট্রাকশন" যে একটি গুল, এখন সবাই জানে। টোনি ব্লেয়ার একাধিকবার ওই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। আর বাগদাদি কেসটাও ব্যাকফায়ার করে গেছে।
  • Cthulhu | 117.167.116.246 | ২১ নভেম্বর ২০১৫ ১১:৫২687735
  • না বাংলাদেশ ইঃ সরাসরি ফিট হচ্ছে না, এক যদি না লতায় পাতায় সকলের অরিজিনই মধ্যপ্রাচ্য, অতএব সবাই আর্য্য গোছের থিওরি আসেঃ-)
  • pi | 192.66.96.75 | ২১ নভেম্বর ২০১৫ ১১:৫৭687736
  • ফারেনহাইট ৯/১১ গাল খেলো না দেখে অবাক হলাম।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ১২:০০687738
  • এত লোক কেন জুটছে? উদাহরণ দি। এই যে কলম্বিয়ায় মেক্সিকোতে ড্রাগ কার্টেল চলে। লাতিন আমেরিকার তো বটেই, এমনকি আমেরিকারও হাজার-হাজার তরুণ-তরুণী জীবন বিপন্ন করে ড্রাগে জড়িয়ে পড়ে, কেন পড়ে? অভাব আছে, রোমাঞ্চ আছে, নেশা আছে, জড়িয়ে পড়লে আর না বেরোতে পারার সমস্যা আছে, কাঁচা টাকা আছে। সবই আছে। জঙ্গী ইসলামেও এর সবকটাই আছে। সঙ্গে আছে কট্টর এক মতাদর্শ। আর চাই কি। জোর গলায় বলতে পারলে এর চাট্টি সমর্থক জুটবেনা কেন?

    প্রশ্ন হল ইনিশিয়াল থ্রাস্টটা কোথা থেকে আসছে। সেটা আসছে ব্যাকলাশ থেকে। দু-দুটো গোটা দেশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার ব্যাকলাশ হবেই। আর এই ব্যাকল্যাশের মতাদর্শগত ক্ষেত্র, থ্যাঙ্কস টু সৌদি আরব, দীর্ঘদিন ধরে তৈরি করাই হয়েছে। এখন ব্যাকল্যাশের চোটে বন্দুক খালি "ভুল" লোকের দিকে তাক করা হচ্ছে। এ আর না বোঝার কি আছে?
  • Cthulhu | 117.167.116.246 | ২১ নভেম্বর ২০১৫ ১২:০০687737
  • ধুস্স্স ফেবুর মত রিপ্লাই টু কমেন্ট না হলে হেব্বি ঝামেলাঃ-(
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ১২:০২687740
  • ড্রাগে জড়িয়ে পড়ে মানে ড্রাগ কার্টেলে জড়িয়ে পড়ে বলছিলাম।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ১২:১৭687741
  • এছাড়াও, যেটা লিখতে লিখতে মাঝরাস্তায় থেমে গেলাম, বুশেদের 'জাতীয়' নিরাপত্তার ভেক নিয়ে ব্যবসা করে খাওয়া, দীর্ঘদিনের ট্র্যাডিশন। বড়ো বুশের একটি কোম্পানি ছিল, তার নাম জাপাস্তা। সে কোম্পানি দীর্ঘদিন সিআইএর আন্ডার-কভার এজেন্ট হিসেবে কাজ করেছে। বিনিময়ে ব্যবসাও পেয়েছে। এ আজ আর কোনো ক্লাসিফায়েড ইনফর্মেশন নয়।

    এছাড়াও, আপনারা এখনও যারা একটু আধটু অতীতকে মনে রেখেছেন, তাঁরা নিশ্চয়ই ইউনাইটেড ফ্রুট কোম্পানির কথা ভোলেননি, যাদের সুবাদে লাতিন আমেরিকার অনেকগুলো দেশকে ব্যানানা রিপাবলিক বলা হত। এই কোম্পানিটি বহু দেশে ক্যু ঘটিয়েছে (বা এর বকলমে মার্কিন সরকার), তাদের মধ্যে গুয়াতেমালা সবচেয়ে প্রসিদ্ধ। গুয়াতেমালার আরবেনজ সরকারকে যখন ফেলা হয় ইউনাইটেড ফ্রুট কোম্পানির মদতে, তখন, চে ওখানে ছিলেন। কথিত আছে, এই কোম্প্নাইর কীর্তি দেখেই চে সিদ্ধান্তে আসেন, যে লাতিন আমেরিকায় শান্তিপূর্ণভাবে কিছু করা যাবেনা আর। ফলে লাতিন আমেরিকার চে-পন্থী গেরিলা যুদ্ধের তত্ত্বকে উসকে দেবার কৃতিত্বের অন্যতম দাবীদার এই ইউনাইটেড ফ্রুট কোম্পানি।

    তা বড়ো বুশের সঙ্গে এই ইউনাইটেড ফ্রুট কোম্পানির সম্পর্ক নিবিড়। কেউ কেউ বলেন এক সময়ের মেজর শেয়ার হোল্ডার, কেউ কেউ বলেন কিনে মালিক হন। আসল তথ্য আর পাওয়া যায়না, কারণ এই কোম্পানির একটি দশকের (বা ওই আট নয় বছর) সমস্ত রিটার্নের কাগজপত্র নাকি ভুল করে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট বড়ো বুশের আমলে।

    সে যাই হোক, যা বলছিলাম, খুঁচিয়ে ঘা করার অভ্যেস এই পরিবারের অনেকদিনের। লাতিন আমেরিকায় করেছেন, এবার একটু মধ্যপ্রাচ্যে ল্যাজ বুলিয়ে আসছেন। লাতিন আমেরিকার লোকেদেরা কেন হঠাৎ বিপ্লব করতে গেছিল, সে পোশ্নো আর করবেন্না, ওরা মোটেও মুসলিম ছিলনা। :-)
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ১২:২১687742
  • উফ পুরো টই জুড়ে শুধু আমারই নাম। তবু আরেকটা কথা লিখতে হবে। অন্য প্রসঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি সোভোয়েতের ভূমিকার কথা অমিট করে গিয়েছিলাম। যাঁরা ধরিয়ে দিয়েছেন ঠিকই করেছেন। একমত হই বা না হই, সে পরে দেখা যাবে। অন্য কোনো আলোচনায়।
  • aranya | 154.160.226.94 | ২১ নভেম্বর ২০১৫ ১২:৩২687743
  • স্পেকুলেশন তো রাজকন্যার মত কম পড়ে নাই, প্রচুর জোগান চারদিকে।

    যাই হোক, ইউরোপ থেকে সিরিয়ায় আইসিস-এর হয়ে লড়তে যাওয়া জেহাদী-দের আমেরিকা ভয় দেখিয়ে বা টাকা দিয়ে কোন ভাবে মোটিভেট করেছে সন্ত্রাসে যোগ দেওয়ার জন্য - এ এতদূর কষ্টকল্পনা মানে আমার কমন সেন্সে যা মনে হয় আর কি, কিসু আর কওনের নাই।

    বরং ঈশেন যে থিয়োরি-টা দিল - 'দু-দুটো গোটা দেশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার ব্যাকলাশ হবেই। আর এই ব্যাকল্যাশের মতাদর্শগত ক্ষেত্র, থ্যাঙ্কস টু সৌদি আরব, দীর্ঘদিন ধরে তৈরি করাই হয়েছে' - এটা ঠিকঠাক লাগে
  • aranya | 154.160.226.94 | ২১ নভেম্বর ২০১৫ ১২:৩৩687744
  • 'তবে ইসলাম ধর্মের মধ্যেও একটা ভুত আছে, যেরকম বলা হয় ও রকম মাস স্কেলে কামিকাজে শুধু জাপানেই সম্ভব'

    - ডিডি-দা, যে কোন দিন ইসলামফোব বলে গাল খেয়ে যাবেন :-)
  • robu | 11.39.36.185 | ২১ নভেম্বর ২০১৫ ১৩:২৩687745
  • ব্রেনোয়াশ বা ঐ ভুত নিয়ে কথা বলতে হলে তামিল টাইগার্সদের কথা মনে রাখা ভাল।
  • sosen | 184.64.4.97 | ২১ নভেম্বর ২০১৫ ২১:০৭687746
  • মোটামুটি ইসলামের নেশা=ড্রাগের নেশা এই সমীকরণে তো পৌঁছানো গেল। এটা বড় প্রাপ্তি।
  • 0 | ২১ নভেম্বর ২০১৫ ২১:৪৮687747
  • ধর্মকে নেশার মতন বলা হয় তো।

    "Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people."
  • . | 208.7.62.204 | ২১ নভেম্বর ২০১৫ ২১:৫৪687748
  • ওদিকে ব্রাসেলস আন্ডার লকডাউন, সিটিজেনদের রিলিজিয়াস প্রোফাইলিং করা হচ্ছে। দেখা যাচ্ছে প্রানের দায় বড়ো দায়, প্রানে বাঁচার তাগিদে য়ুরোপের আতলামো উধাও হচ্ছে।
  • pi | 192.66.102.184 | ২১ নভেম্বর ২০১৫ ২১:৫৭687749
  • . কে কিছু প্রশ্ন করা ছিল যে।
  • দ্রি | 104.242.253.92 | ২১ নভেম্বর ২০১৫ ২২:৫৪687751
  • সিথুলহুর দেওয়া ফিস্কের লেখাটা পড়লাম। একটু র‌্যামব্লিং স্টাইলে লেখা। সিক্স-পিকোর মেনশান করেছেন। খুবই ইমপর্ট্যান্ট। কিন্তু আইসিসে সাবস্ক্রিপশানের রুট কজগুলো পয়েন্ট আউট করলেন? ঠিক বুঝলাম না। মোটামুটি বর্ডারলেস পৃথিবীকে গ্লোরিফাই করলেন মনে হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন