এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৪৪ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ২৩ নভেম্বর ২০১৫ ১৩:২৭687785
  • চমত্কার লাগলো শুনতে । বারবার ফীডব্যাক নিয়ে বেশ উত্তেজনা ধরে রেখেছে । ভালো বক্তা । খ্যাল করুন দেলোয়ার হুসেইন এর নাম নিয়েছে মাত্র একবার , বাকি সময় জুড়ে কুরআন কে সেন্ট্রাল এ রেখেছে । এই জায়গাটা ইসলামে জাস্ট চুমু । কমিউনিস্ট রাও যতদিন এগিয়েছে তত মহান লেনিন -মহান অমুক তমুক বেশি টানতো বক্তৃতায় । সেই ইন দ্য নেম অফ রেভোলুশন বলার যে ঝাঁঝ সেটা চলে গেসলো । এরা কিন্তু এখনো সেটা ধরে রেখেছে । এইযে কালেকটিভ কে একটা ভয়েড সেন্টার এর দিকে টেনে রাখা এটাই জাদু । মানুষ এটাতেই পতঙ্গের মত আকৃষ্ট হয় । অন্য লোক চোর হতে পারে , ফেরেববাজ হতে পারে কারণ তারা মানুষ । মানুষের কথা শুনে মানুষ বেশিদূর এগোয়না । কিন্তু একটা পিওর অনস্তিত্ব তাকে যখন সেন্টার এ রাখা হয় সে ব্ল্যাক হোল এর টানতে থাকে । যদি কোনো নবী বিগড়ে সিকুলার হয়ে যায় ? যদি কোনো সাচ্চা মুসলিম ইমান খুইয়ে বেনামাজির সঙ্গে মেশে ? ওই ভয়েড সেন্টার তাকে পরিত্যাগ করবে । সিস্টেম করাপ্তেদ হবেনা ।
  • SC | 117.206.249.8 | ২৩ নভেম্বর ২০১৫ ১৩:৫২687786
  • মানে the sex is not that good , বা রোববারের গোস্ত টাও খুব একটা মুখরোচক লাগছে না, বা
    গেলাসে চুমুক দিয়েও সেরকম ঝিমঝিম ভাব আসছে না ?
    নাকি শালা গোস্ত, সেক্স, মাল কোনটাই জুটছে না। সকাল থেকে বিকেল অক্লান্ত খাটুনি, বদলে কিছু নাই।
    আমার মনেহয় দ্বিতীয় টাই.।
    আসলে সকলেই, বা বেশিরভাগই একটা আরামের দশটা পাঁচটা জীবন, একটা ছোট্ট সংসার এগুলো থাকলে
    আর দুনিয়ার বিষয় নিয়ে বিশেষ মাথা ঘামাবে না। ওই ই এম আই, ইনকাম ট্যাক্স এসব ভাববে, আর এই গুরুর পাতার লোকেদের মত
    আড্ডাখানায় বসে একটু রাজা উজির মারবে। তিনু বা সিপিএমের মিছিলেও যাবে না, বউ বাচ্চা ছাড়া তো দূরের কথা।
    কিন্তু সেই মধ্যবিত্ত দশটা পাঁচটা মনেহয় এদের অনেকের নেই, তাই জন্যই ক্ষেপে আছে, একটু উত্তেজনা চাই।
    পাগলা সায়েন্টিস্ট টাইপ পাগলা এরা নয়। ওরকম পাগলা তো একটা দুটো লোক হয়, outlier । এরা outlier নয়, সকলে মিলে হাত তুলছে।
  • Ekak | 113.6.157.186 | ২৩ নভেম্বর ২০১৫ ১৩:৫৬687787
  • সকলে মাইল হাত তুলছে কারণ এদের ইদীয়লোজি অনেক বেশি স্ট্রং । এটা অস্বীকার করার কোনো জায়গা নেই । গীতা আর কুরআন , পরলেই ব্যাপক নেশা হয় । এখন আমরা শয়তানের সাঙ্গপাঙ্গ , হেদনিস্ট তাই এই গীতা-র নেশা করি পরের মুহুর্তে হুইস্কির । যে এতটা করাপ্তিবল নয় বা যার প্রতি শয়তান সদয় নয় সে গীতা বা কুরআন কেই আঁকড়ে ধরবে ।
  • Ekak | 113.6.157.186 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:০৩687788
  • এগুলো সহজ ব্যাপর। বুঝতে অসুবিধে হয় ক্যানো / কখনো ভোজুনে নেশা করেননি ? ঘন্টার পর ঘন্টা খোল বাজিয়ে নাচ ? বা গলা চিরে, হর হর ব্যোম ব্যোম আওয়াজ দেন নি সবাই মিলে ? আমি এগুলো করেছি । ঝম্প নেশা হয় । সিরিয়াসলি জগত অন্যরকম লাগে ! এবার ধরুন এই ভোজুনে দল-এ যার প্রেমিকা অপেক্ষা করছে সরে পাঁচটায় ডানলপ এর মোরে , সে কেটে যাওয়ার তাল করবে । যার কোমরে ব্যথা আপিসে চেয়ার এ বসে বসে সে একটু বাদেই দেয়াল এর ধারে দাঁড়িয়ে হাঁপাবে । এইসব হলো শয়তান এর খপ্পরে পরার চিহ্ন । কালেকটিভ এ মিলে যেতে বাধা দেয় । কদিন কোনো ভজন এর দলে মিশে যান বা শিয়া দের রক্তাক্ত মিছিল এ হাঁটুন ... ছবি ক্লিয়ার হয়ে যাবে ।
  • Ekak | 113.6.157.186 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:০৪687789
  • বা , সুশি জয়েন করতে পারেন :) সেফ গেম ।
  • cb | 192.70.105.119 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:১৬687790
  • আজ আনন্দবাজারে দেখলাম ইউএস ১০ বছর ধরে আইসিস জঙ্গিদের সাথে লড়ছে

    হ্যাটস অফ!!! :P
  • কল্লোল | 125.248.76.233 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:৪২687791
  • এইখানে আমি এট্টু ফান্ডা দেই?
    ১) আমি ১৫ বছর বয়সে পুলিশের হাতে বেদম ক্যালনী খাই ও প্রায় বছর খানেক জেলে ছিলাম।
    এই সময়টায় আমি ঁকল্লোল হয়ে যেতে পারতাম।
    ২) আমি আবার ২১ বছর বয়সে পুলিশের হাতে ধরা পড়ি। ক্যালানী খেতে খেতে বুদ্ধি করে বেঁচে যাই ও প্রায় দেড় বছর জেলে ছিলাম।
    এই সময়টায় ঁ হবার সম্ভাবনা প্রায় ছিলো না। তবে যখন জেলে ঢুকেছিলাম তখন জানতান যে ১০/১৫ বছর তো হেসে খেলে থাকতে হবে।
    কেন?
    আমার বাবা একটি বেসরকারী কোংএ চাকরী কত্তেন। আমরা রোজ মাছ ভাত খেতাম। সপ্তাহে না হোক ২ সপ্তাহে একবার মাংস খেতাম।
    কোন কারনে ১২ কি ১৩ বছর বয়সে মার্কসবাদের বই পড়ি। কমিউনিস্ট ম্যানিফেস্টো আর ছোটদের রাজনীতি ও অর্থনীতি। এছাড়া প্রচুর রাশিয়ান সাহিত্য(মা, ইস্পাত, গোত্রান্তর, জীবন জয়ের পথে ইঃ), মানিক বন্দ্যোর উত্তরকালের লেখা পত্তর, সুকান্ত, হেমিংওয়ে ইঃ
    বাবাও মার্কসবাদীদের সাথে যুক্ত ছিলেন।
    সমাজতন্ত্রে সকলে ভালো থাকবে। গরীব বড়লোক বলে কিছু থাকবে না। স্বপ্নের মতো জীবন হবে। তার জন্য জীবন বাজী।
    এই তো।
    এখন বিশ্বাস পাল্টেছে - কিন্তু স্বপ্ন মরে নি।
    ভ্রুপল্লবে ডাক দিলে চলে যাবো চন্দনের বনে।
  • SC | 117.206.249.8 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:৪৩687792
  • সমস্যা হচ্ছে হাসি চেপে রাখতে পারব না। :(
    আমার এই দাঁড়ি ওয়ালা টাকে, কিম্বা সুসি কে, কিম্বা ভজনের দল, কিম্বা আজিজুল এর বাণী, কিম্বা মোদির মিত্রো করে আবলতাবল
    এ সকল শুনলেই প্রচন্ড গুলগুলিয়ে হাসি পায়। এসব জায়গায় হেসে ফেললে ভক্ত/কমরেড/আল্লাতালার শিষ্য রা কেলিয়ে দেবে।
    সুশি হলেও।
    তাচ্ছেয়ে ইউটুবে এই খিল্লি গুলো দেখায় বেটার।
  • SC | 117.206.249.8 | ২৩ নভেম্বর ২০১৫ ১৪:৪৫687793
  • ও কবির সুমন দেখলাম লিখেছে যে অর এসব দেখে ইচ্ছে হচ্ছে জঙ্গিদের (মানে ইসিস) এর দলে যোগ দিতে। কিন্তু এই বয়সে বই তুলতেই হাত কাঁপছে, তাই আর বন্দুক তুলতে পারবে না। :o
  • cb | 192.70.105.119 | ২৩ নভেম্বর ২০১৫ ১৫:৩৯687795
  • কুমন তো কবে বলেছিল যে ও তো ইয়েটাও আর তুলতে পারছে না , এখন হাত টাও গেল :(
  • Ekak | 113.6.157.186 | ২৩ নভেম্বর ২০১৫ ১৫:৫৩687796
  • হাসি পাছে কারণ আপনাকে ব্যাপারটা কোথাও কানেক্ট করছেনা । অনেকেই যেমন ধ্রুপদী সঙ্গীত শুনলে কান চাপা দিয়ে বলে একিইই ব্যা ব্যা জুড়েছে । ভাব ব্যাপারটাই এরকম । ভাবের সমুদ্র আমাদের ঘিরে থাকে । কোনভাবে ওই রিয়ালিটি টা কানেক্ট করেনা বলে বুঝতে পারিনা । মনে করুন আপনি চোখে ভিআর গ্লাস পরে ভিডিও গেম খেলছেন । সমস্ত লোকজন কে হরিন দেখাচ্ছে আর আপনি রাইফেল দিয়ে হরিন শিকার করছেন । দিব্য মজায় আছেন । ওটাই তখনকার রিয়ালিটি । এবার দুম করে গাছের কাটা গুঁড়ি ভেবে আপনার রিয়ালিটি তে এমন একটা জিনিস এর উপর বসে পড়লেন যেটা বাইরের রিয়ালিটি তে জ্বলন্ত উনুন । ব্যাস বাবাগো মাগো !! দিস হ্যাপেন'স যখন আপনজন কেও মারা যায় । অনেকের সেইসময় দরজা খুলে যায় । লোকে বলে দেকেচো কতবড় নাস্তিক শেষ বয়েসে ছেলের শোকে কৃষ্ণভক্ত হয়ে গ্যালো ! আপনি চেষ্টা করলেই দরজা খুলে ঢুকে পরতে পারেন । চাইলেই বেরিয়ে আসতেও পারেন । বাইরে থেকে সর্বদাই হাসি পাবে ।
  • PT | 213.110.246.25 | ২৩ নভেম্বর ২০১৫ ১৬:১১687798
  • ইউটুবের বক্তার রাজনৈতিক আক্রমণের অভিমুখ কিন্তু পরিষ্কার-"বাম এবং রাম" আর অতি অবশ্যই সেকুলারিসম। রাষ্ট্র আর ধর্মকে আলাদা করা চলবে না সেটাও স্পষ্ট করে বলা হচ্ছে।
    মানে কি আরেকদফা হিন্দু নিধনের ছক? আর যাদের কাছে হাসিনা সরকার বাম তাদের মৌলবাদী চিন্তা কতটা গভীরে সেটাই চিন্তার বিষয়। যে দেশে কমুনিস্টরা নেই বললেই চলে সেখানেও "সব দোষ কমুনিস্টি"!!
    এই সব তত্বে বিশ্বাসী হাজারখানেক লোক আর কিছু অস্ত্র থাকলেই তো যথেষ্ট!!
  • PM | 116.78.77.149 | ২৩ নভেম্বর ২০১৫ ১৬:১১687797
  • আলোচনা বেশ ভালো হচ্ছে , অনেকদিন পরে
  • de | 24.139.119.175 | ২৩ নভেম্বর ২০১৫ ১৬:১৭687799
  • দরজা খোলা বন্ধর অপশনটা থাকাই ভালো - ওয়ান ওয়ে দরজা ভালো না। বেরোবার অপশন না থাকলে সেটা তো জেলখানা, যেখানে বাধ্যতামূলক্ভাবে বা উপায়হীন হয়ে লোকে বন্দী থাকে। জেলখানা, ভাবের হলেও ভালো নয়!
  • robu | 11.39.38.12 | ২৩ নভেম্বর ২০১৫ ১৬:৪০687800
  • কিন্তু এককদার কথাগুলোতো শাক্য অনেকদিন ধরেই বলছিল।
    সেদিন আমিও সদাকে এটাই বলছিলাম, মাল খেয়ে বলছিলাম বলে পাত্তা দেয়নি আলাদা কথা।
  • PM | 116.78.77.149 | ২৩ নভেম্বর ২০১৫ ১৭:২২687801
  • ৭০ এর এক ইউটোপিয়ায় বিশ্বাসী বঙ্গিয় ফুট সোলজাররদের অনেকে আজও নতুন নতুন ইউটোপিয়ার খোঁজে জীবন পাত করছেন।

    আমি আগে এক পাকিস্তানী মৌলবীর পাবলিক অ্যাড্রেসের ভিডিও দিয়েছিলাম। সেখানেও বহু আবেগতাড়িত শ্রোতা ছিলেন। বক্তার বক্তব্য ছিলো মুলতঃ ধর্মের জন্য প্রান দিলে স্বর্গের টিকিট কিভাবে পাকা হয়। তিনি খুব ডিটেলে বলে্ছিলেন "সন্ত্রাসবাদী" রা স্বর্গে গিয়ে কি কি সুবিধা পয়। তাতে ৭২ টি ভার্জিনের অনন্তকাল সেবার কথা প্রায় মিনিট ১৫ ধরে অত্যন্ত অশ্লীল আর ইন্টারেকটিভ ভাবে ব্যাখ্যা করা হয়েছিলো। শ্রোতারা খুব খুশী ছিলো তা তাদের চিৎকারে মালুম হচ্ছিলো। অবশ্য জানি না কতজন এতে উজ্জিবীত হয়ে মিলিট্যান্ট হয়েছিলো।
  • kc | 47.39.66.127 | ২৩ নভেম্বর ২০১৫ ১৭:৪৮687802
  • বেশী লোক উজ্জিবীত হয়ে মিলিট্যান্ট হওয়ার দরকার নেই। শখানেক বছর আগে এক পাগলের কথায় উজ্জিবীত হয়ে ষোলজন সংসার ছেড়েছিলেন। তাতেই অত বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে হয়ে গেছে। আজও রমরম করে চলছে।
  • sinfaut | 71.2.51.60 | ২৩ নভেম্বর ২০১৫ ১৯:৪৮687803
  • ভাবের ঘোর আসে বটে কিছু কিছু লোকের। তবে এতো লোকের একসাথে ভাব আসা আর সেটা জিইয়ে রাখার জন্য শুধু ভয়েডের আকর্ষন মনে হয়না যথেষ্ট বলে। এমনিতেই আশপাশের জগতে আকর্ষন কম পড়ে নাই। বিত্ত, সুখ, কাম সবই আছে। তাই ঐ ভাব জিইয়ে রাখতে সেই দুনিয়ার পয়্সা, নেশা এসবের সদ্বব্যহার করতে হয়। এমনিতেই তো প্রচুর লোকের থেকে শুনি এইসব ছাগুরা যারা এমন উত্তেজক ভাষন দেয় বা শোনে তারই আবার সোসাল সাইটে মেয়েদের জ্বালিয়ে মারে কামতাড়িত হয়ে বা পানু দেখে। তাই যেমন ঐ ভিডিওতে সবার ভাব সমানভাবে জিইয়ে থাকবেনা, যাদের জিইয়ে থাকবে তাদেরও নিশ্চয় ড্রাগ, পয়্সা, নারীসঙ্গ এসবের বন্দোবস্ত করতে হয়।
  • dd | ২৩ নভেম্বর ২০১৫ ২০:১০687804
  • দেখুন, আমার মতোন কম বোঝা লোকেদের জন্য একটি লেখা পেলাম । একেবারে সরল গোলগাল লেখা। আমি হলে হেডিং দিতাম "আই সিস ফর ডামিজ" নাম দিয়ে।

    এটি পড়ে আমার খুব আনন্দ হলো। তাই লিং টি দিচ্ছি। চাইলে তো পড়তেই পারেন। না হলে ফিস্ক পড়ুন, কে আটকাচ্ছে?

    http://waitbutwhy.com/2014/09/muhammad-isis-iraqs-full-story.html#20
  • দ্রি | 15.135.66.213 | ২৩ নভেম্বর ২০১৫ ২১:৩৪687807
  • বৃটিশ ট্যাবলয়েডের জুড়ি নেই।

    ফেরার টেররিস্ট সালা আবদেস্লাম নাকি সমকামী এবং মাদকাসক্ত ছিলেন।

    ... it was claimed that Salah, Europe's most wanted man, was a regular in Brussels gay bars, smoked cannabis and spent most of his time playing on his PlayStation.
    ...
    'We had him down as a rent boy, he was always hanging out with that kind of crowd,' Julien, the bartender of a club visited by Abdeslam a month ago, told the Sunday Times.
    ...
    'Brahim [Ibrahim] and Salah spent most of their days smoking hashish and playing on PlayStation in the bar,' he said. 'There was nothing to suggest they were radicalised.'

    ISIS, which claimed to be behind the Paris attacks, has been known throw gay people to their death from high buildings.

    The terror group has released several propaganda images and videos of suspected homosexuals and adulterers being executed, while those who drank alcohol or smoked are flogged or beaten.

    http://www.dailymail.co.uk/news/article-3329161/Fugitive-Paris-jihadi-went-gay-bars-took-drugs-hooked-PlayStation-police-continue-hunt-run-terrorist-lifestyle-drinking-flirting-men-taking-drugs-emerges.html

    এই যার প্রোফাইল (গপ্পোটা সত্যি ধরলে) সে কি ডিভাউট মুসলিম হতে পারে? একটা থিওরি ছিল না, কোরানের মধ্যে ভুত আছে? এও কি সম্ভব যে এই লোক কোরানের কথা লাইন বাই লাইন বিশ্বাস করে জিহাদী হয়েছে?
  • hu | 140.160.143.220 | ২৩ নভেম্বর ২০১৫ ২২:২৪687808
  • ডিডিদার লিংটি কদিন আগে আমিও পড়লাম। কিন্তু জ্ঞানীগুনীদের ভিড়ে দিতে সাহস পাইনি। আমার পড়ে বেশ লেগেছে।
  • aranya | 154.160.98.96 | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:২৯687809
  • আইসিস-এ যোগ দেওয়ার জন্য সুমন কোন কারণ দেখিয়েছেন - পশ্চিমি সাম্রাজ্যবাদ বিরোধিতা ইঃ ?
  • SC | 117.206.249.8 | ২৪ নভেম্বর ২০১৫ ০৯:৫৮687811
  • হ্যান, ওই। সিরিয়াতে বোমা ফেলে শ্বশান বানিয়ে দিল ইত্যাদি।
    ফ্রান্স আলজেরিয়া তে কি করেছে ইত্যাদি।
  • d | 144.159.168.72 | ২৪ নভেম্বর ২০১৫ ১০:৫৪687813
  • . | 208.7.62.204 | ২৪ নভেম্বর ২০১৫ ১২:০০687814
  • য়ুরোপে রিলিজিয়াস প্রোফাইলিং সেরকম এফেক্টিভলি করা হয়না যতোটা অ্যামেরিকাতে করা হয়। যেকোন সিকিউরিটি মেজারের এফেক্টিভনেস হচ্ছে সেটা টেররিস্ট ইনসিডেন্ট আটকাতে কতোটা সক্ষম। সেদিক থেকে দেখলে তো য়ুরোপ ইজ ক্লিয়ারলরি এ ফেইলড কেস। অ্যামেরিকাতে এফবিআই যতোটা ডিপ সারভেইল্যান্স চালায় সেরকম বোধায় কোন এজেন্সি য়ুরোপে চালায় না কারন ওদের আবার হিউম্যান রাইটস নিয়ে কিসব শুচিবাই আছে। অ্যামেরিকাতে এফবিআই বেশীরভাগ মস্কগুলো ডিপলি ইনফিলট্রেট করে রেখেছে, ট্রাভেলিং এর সময়ে প্রচুর কড়াকড়ি করে, হোমল্যান্ডের বিরাট বড়ো মুসলিম ডেটাবেস আছে যাতে নাম উঠলে (বা কারুর নাম ঐ ডেটাবেসের কারুর সাথে মিলে গেলে) একেবারে জীবন অতিষ্ঠ করে দেয়। এই সব কড়া মেজারসের ফলে অ্যামেরিকা অনেক বেশী সফলভাবে হোমগ্রোন বা ইমপোর্টেড টেরোরিজম থয়ার্ট করতে পেরেছে। কতো কতো ইসলামিক স্লিপার সেলকে এফবিআই ট্র্যাক করে, ইনফিলট্রেট করে, ডেসট্রয় করে জানা নেই কিন্তু এই সেলগুলো যে য়ুরোপের মতো সন্ত্রাস অ্যামেরিকায় চালাতে পারছে না সেটা তো পরিষ্কার।
  • PM | 11.187.170.184 | ২৪ নভেম্বর ২০১৫ ১২:২৮687815
  • আমার মনে হয় রিলিজিয়াস প্রোফাইলিং এখন ইউরোপ ও করতে শুরু করেছে। হোম গ্রোন টেরোরিস্ম রোধ করতে পারছে না কারন ওদের বকি প্রসেসের মতো এই অ্যান্টি টেররিস্ম প্রসেসটাও ঢিলে ঢালা , ইনএফিসিএন্ট
  • SC | 117.206.249.8 | ২৪ নভেম্বর ২০১৫ ১২:২৯687816
  • ও একক কি বলেছে দেখলাম। আসলে সমস্যা হচ্ছে এখানে অনেকেই ছোট থেকেই sceptic ।
    মানে পরে ভার্জিন পাবে বললে হবে না, আগে শালা ভার্জিন পাওয়া যাচ্ছে চোখে দেখে কন্ফির্ম হই, তারপরে মেশিন গান চালাতে শিখব ঐরকম।
    যে কোনো ideology তেই এইধরনের দাবি খাটবে না। মানে ওই কল্লোল দার জায়গায় আমি যদি বলতাম, আগে দেখি বিপ্লব টা
    দেখতে কেমন, তাহলে কেস। সত্তরে তাও ইন্টারনেট আদি ছিল না, তখন ওই, জানো তো , সুদুর রাশিয়া চিনে বিপ্লব হয়েছে, হেনা তেনা হয়েছে, মানুষ সুখে আছে, এসব বলে খাওয়ানো যেত। আমরা আবার বড় হয়েছি ইন্টারনেট এর যুগে। উইকি করে বুঝে ফেলেছি, আসলে সব বাল।
    কোথাওই স্বর্গরাজ্য নাই।
    তাই রুটি পাল্টালেই হবে, এই তত্বে রাজনীতি বুঝি, বিপ্লব করতে চাই না। মোদী কে সরাও, দরকার হলে লালুও চলবে, সিপিএম কে সরাও, দরকার হলে মমতাও চলবে, এরকম। বিপ্লব আসবে না, আল্লাতালার আদর্শ সমাজ তৈরী হবে না।

    এদিকে পি টি দা আবার কমি বলেছে বলে খুশ হয়ে গেলেন। আরে কমি মানে আপনি যারে কমি বোঝেন, তাকে বলেনি। ওর কাছে হাসিনাও কমি। কমি মানে ওর কাছে সেক্যুলার, আল্লাতালার ভুজুং ভাজুং এ বিশ্বাস করে না, এইসব। ওর রেফারেন্স ফ্রেম, আর আপনার টা এক নয়। মোদীকেও মালটা কমি ভাবতে পারে, যেরকম চিন্তাভাবনা।
    তবে to be fair , আমার ভদ্রলোকের দাবির জায়গাটা নিয়ে কোনো আপত্তি নেই। উনি চান separation অফ চার্চ এন্ড স্টেট থাকবে না। সে ঠিক আছে, এরকম চাইতেই পারেন। রাজনৈতিক আন্দোলন করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু চাই বলে চাপাতি নিয়ে চলে আসবো, এইখানেই মৌলিক পার্থক্য।
  • | 213.132.214.85 | ২৪ নভেম্বর ২০১৫ ১২:৩৩687818
  • PM তুমি কি গোয়া থেকে ফিরেছো?

    তাহলে চলো যে কোন দিন দুপুরে এ বসা যাক..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন