এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫১৫৩ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 170.83.36.132 | ২৪ নভেম্বর ২০১৫ ১২:৩৪687819
  • দমদির লিঙ্কটা আজ সকালে অন্যত্র পড়ছিলাম। (সুমন কি পড়েছেন এটা!)
    কিন্তু আইসিস পাকিস্তানীদেরও ইনফিরিয়র স্ট্যাটাস দিয়েছে - এটা বেশ ইন্টারেস্টিং।
  • d | 144.159.168.72 | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:০৮687820
  • পাকিস্তান ও বাংলাদেশের সুন্নি মুসলমানদের আইসিস এমনকি সৌদি আরবের সুন্নিরা পর্যন্ত ইনফিরিয়ার মনে করে ডিভো। এই নিয়ে ফারাবীদের বলতে গেলে ওরা খুব রেগে যায়। কিন্তু এইটে সত্যি।
    আবার পাকিস্তানের সুন্নিরা বাংলাদেশের সুন্নিদের ইনফিওরিয়ার মনে করে।
    আবার সুন্নিরা(দেশকাল নির্বিশেষে) শিয়া এবং আহমদিয়াদের ইন্ফিরিয়ার মনে করে এবং ভাইসি ভার্সা।
  • Div0 | 170.83.36.131 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০০687821
  • থাঙ্কু দমদি। এগুলো এনকারেজিং। অন্ততঃ কিছুটা হলেও সাবস্ক্রিপশন/র‌্যাডিক্যালাইজেশন কমাবে এইধরণের রিপোর্টগুলো।

    "Indian, Pakistani and African fighters are also considered less motivated and therefore are generally "tricked" into carrying out "suicide bombings"" - লেস মোটিভেটেড, লেস পেইড, ফ্রন্টলাইনার, সুইসাইড বম্বার।

    "these fighters are likely to be given an explosive-laden vehicle and asked to go near "the target and call a certain number" for further instructions. However, the phone call activates a "pre-set mechanism" triggering an explosion
    ...
    Islam in India - perhaps because of a softer approach - is considered "apostate and a departure from the original teachings of the Quran"

    ইন্টারন্যাল টাস্‌লগুলো বেঁচেবর্তে থাক এইসব সো-কল্‌ড এক্সট্রীমিস্টদের মধ্যে। তার সঙ্গে এই ডাব্‌ল স্ট্যান্ডার্ডগুলোও।
  • d | 144.159.168.72 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৬687822
  • ইন্টারনাল টাসল বাড়লে খুব একটা ভাল হয় না আমার মতে। ফারাবীরা যে 'বাংলাস্তান' বানাবার স্বপ্ন দ্যাখে সেটা ৯৯।৯% সুন্নি মুসলমান্দের জায়গা হবে বলে স্বপ্ন দ্যাখে। সেই লক্ষ্যে বাংলাদেশ থেকে শিয়া মুসলমান, বৌদ্ধ, চাকমা ইত্যাদি জনজাতি আর হিন্দু তো বটেই, সবাইকে হয় কনভার্ট নয় মেরেকেটে তাড়িয়ে দেবর লক্ষ্যে কাজ করছে।

    শুনলাম এই প্রথমবার নাকি ঈদে শিয়াদের বিরুদ্ধে ওপেনলি বিষোদ্গার করা হয়েছে, ছোটখাট হামলা হয়েছে।

    এগুলো যথেস্ট কনসার্নের । :-(
  • ঊমেশ | 118.171.128.168 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৯687823
  • র‌্যাডিক্যাল কমাবে না ছাই করবে।

    যাদের কিছু সময় মিডল-ইস্টে থাকার অভিজ্ঞতা আছে সবাই জানে, আরবরা কোনোদিনই দক্ষিন এশিয়ান আর দক্ষিন-পুর্ব এশিয়ান মুসলিম দের তাদের সমকক্ষ ভাবে না।
    ওদের কাছে আরবিকরাই প্রকৃত মুসলিম বাকি সব ভেজাল।
    তবে ইউরোপিয়ান সাদা চামড়া হলে আলাদা কেস।

    বাকি মুসলিম দের যথেষ্ট হেয় করে।

    এটা বাংলাদেশী/পাকিস্থানী/ভারতীয় সব মুসলিম রাই অনেক আগে থেকে জানে।
  • Div0 | 170.83.36.130 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:২৪687824
  • এই কনফ্লিক্টগুলো আপাতভাবে দেখলে শুধু র‌্যাডিক্যালদেরই ইনস্ট্রুমেন্ট। এতে ব্রেইনোয়াশড না-হওয়া সাধারণ মুসলিমদের পার্টিসিপেশন নেই ভেবে লেখা। তবে দমদির ২ঃ০৬ পিএম যথেষ্ট কনসার্নিং। বাংলাদেশ বেশ তাড়াতাড়িই একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে।

    ঊমেশ, অথচ সব জেনেও বৃহত্তর মুসলিম এক্সট্রীমিস্টদের সঙ্গে ভল্যান্টীয়ার করছে, এক্সপ্লোসিভ জ্যাকেট বেঁধে উড়ে যাচ্ছে - এখানে গ্যাপ নেই?
  • SC | 117.206.249.8 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:৩০687826
  • আমাদের পব তে এরকম গুণধর রত্ন কিছু আমদানি হয়নি? ইউটুবে এ তাদের বাণী শোনা যায়?
  • SC | 117.206.249.8 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:৩০687825
  • এটা অনেকটা লালু নীতিশ একসাথে মোদীর বিরুদ্ধে লড়ার মত কেস। যদি খ্রীষ্টান দের বিরুদ্ধে লড়তে হয়, তাহলে মুসলিম রা ঐসব ইন্টারনাল ডিভাইড ভুলে যাবে। তাই কে কাকে কি ভাবছে, সে নিয়ে অত চিন্তিত নয় ওরা।
    সব কিছু জাস্টিফাই হয়ে যায় একটা ইতিহাস খাড়া করে, যে যুগ যুগ ধরে খ্রীষ্টান রা মুসলিম নিধন করেছে। তাই মার শালাদের। একটা বৃহত্তর পটভূমি তৈরী কর, তার মধ্যে নিজেকে প্লেস করতে পারলেই ব্যাস। অনেকটা ওই সমাজ এগোচ্ছে, ক্লাস থেকে ক্লাসলেস হচ্ছে, এইরকম একটা পটভূমি তৈরির ব্যাপার।
  • PT | 213.110.243.22 | ২৪ নভেম্বর ২০১৫ ১৬:১৯687827
  • "এদিকে পি টি দা আবার কমি বলেছে বলে খুশ হয়ে গেলেন। আরে কমি মানে আপনি যারে কমি বোঝেন, তাকে বলেনি। ওর কাছে হাসিনাও কমি।"

    আমি লিখেছিলামঃ "আর যাদের কাছে হাসিনা সরকার বাম তাদের মৌলবাদী চিন্তা কতটা গভীরে সেটাই চিন্তার বিষয়। যে দেশে কমুনিস্টরা নেই বললেই চলে সেখানেও "সব দোষ কমুনিস্টি"!!"

    তাতে মনে হল যে আমি বুঝতে না পেরে খুশী হয়েছি???
  • cm | 127.247.96.81 | ২৪ নভেম্বর ২০১৫ ১৬:২৬687829
  • ওর থেকে একটাই জিনিস শেখার সেটা হল ওদের আসল শত্রু কে? বাকি সব ঘোমটার তলায় ভাই ভাই।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৪ নভেম্বর ২০১৫ ১৯:৫৭687830
  • Div0, হিন্দু বামুনরা যে বাকিদের একটু নিচু চোখে দ্যাখে, এটা তো আমরা সবাই জানি, তাতে কি বাকি হিন্দুরা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে না?
  • Div0 | 132.179.68.221 | ২৪ নভেম্বর ২০১৫ ২০:০৯687831
  • তুলনাটা ঠিক জুতসই হল না, ঊমেশ।
    গ্যাপ আছে। এবং এইজাতীয় ইন্সিডেন্টগুলো গ্যাপগুলোকে আরোই প্রকট করতে থাকবে। ক্লাস ডিভাইড মেনে নিয়েও র‍্যাডিক্যাল হয়ে যাওয়া ভার্সাস ক্লাস ডিভাইডারদের হয়ে আত্মঘাতী লড়াইতে সাবস্ক্রাইব করা - বড়োসড়ো গ্যাপ।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৪ নভেম্বর ২০১৫ ২০:৩৬687832
  • আমি কাজের সুত্রে কিছু মাস জেড্ডা তে কাটিয়েছি।
    আরবীয়ানরা যে বাকি এশিয়ার মুসলিম দের ঠিক নিজেদের সমান ভাবে না সেটা নিজের চোখেই দেখা।
    যথেষ্ট দুরে সরিয়ে রাখে।

    আর এটা অনেক দিন থেকেই ভারতীয়/বাংলাদেশী/পকিস্থানী মুসলিম সমাজ খুব ভালো করেই জেনে গেছে।
  • Div0 | 132.179.68.221 | ২৪ নভেম্বর ২০১৫ ২০:৪৮687833
  • খুব খুব সত্যি এবং একেবারেই অস্বীকার করছি না ঊমেশ। আপনার নিজের চোখে দেখা খুবই ট্রু। আমার আর্গুমেন্টটা অন্য জায়গায়। এশিয়ার বাকি নন-অ্যারাব মুসলিমরা অ্যারাব (উচ্চশ্রেণীর) মুসলিমদের এই অ্যাজেন্ডা/প্রপাগান্ডা/হোলি ওয়র - এতে শামিল হচ্ছে কেন? নিজেরা ইনফিরিয়র এটা মেনে নিচ্ছে কেন (যেখানে সাদা চামড়ার এক্সটার্নালরা না-পাক হয়েও বেশী প্রিভিলেজ পাচ্ছে)। এবং সে এমন মেনে নেওয়া যে আত্মঘাতী/নিশ্চিত মৃত্যু অবধারিত জেনেও পিছ-পা হচ্ছে না। ফেরার পথ নেই বলে, নাকি যে জীবন ফেলে এসেছে তার চাইতে সুযোগ-সুবিধা (টাকাপয়সা, ফ্রী খাবার, ফ্রী বাসস্থান, উচ্চজাতের মুসলিম মেয়ের সঙ্গে বিয়ে) বেশী পাচ্ছে/পাবে বলে।

    না কি ধর্মের জন্য লড়াই।
  • ঈশান | ২৪ নভেম্বর ২০১৫ ২১:৪১687834
  • ওদিকে ডিডিদার লিং আম্মো পড়েছি। সে খুবই সুখপাঠ্য। কিন্তু যেকোনো সুখপাঠ্য আক্যানের মতই অনেক কিছু মিসিং। মিসিং তালিকায় যা যা আছে, তার একটি সংক্ষিপ্ত ও অসম্পূর্ণ লিস্টিঃ

    ১। মধ্যপ্রাচ্য কাটাকুটির কথা আছে, কিন্তু ইজরায়েল প্রসঙ্গ বাদ।

    ২। শিয়া সুন্নি বিবাদের কথা আছে, কিন্তু শিয়াদের একমাত্র রাষ্ট্র ইরান যে পশ্চিমের চরম শত্রু আর সবচেয়ে কট্টর সুন্নি রাষ্ট্র (পড়ুন সুন্নি গোঁড়ামির রাজধানী) সৌদি যে পশ্চিমের পরম সুহৃদ, সেই হিসেবটা বাদ গেছে। অর্থাৎ শিয়া-সুন্নি বিবাদে পশ্চিমের ইতিমধ্যেই একটা এসটাবলিশড পক্ষ আছে। সেটা কট্টর সুন্নিদেরই পক্ষে। আইসিস এবং আলকায়দা এই ঘরানার প্র্যাকটিসেরই ফসল।
    এই সুন্নি কট্টর র‌্যাডিকালিজম এবং পশ্চিমের আঁতাতের একটা ইতিহাস ভূগোল আছে। সেটা একদম বাদ দেওয়া হয়েছে। শুধু এক লাইনে হালকা করে বলা হয়েছে, গুজব আছে সৌদি এবং কাতার আইসিসকে ফান্ড করেছিল। পুরো জিনিসটা কিন্তু এক লাইনের গুজবের চেয়ে অনেক বেশি।

    ৩। ইরাক আক্রমণ থেকে লাভবান কারা হল? কেন ইরাকে আক্রমণ? পশ্চিম সবাইকে ছেড়ে সাদ্দামের পিছনে পড়ল কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়নি।

    ধৈর্য ধরে থাকুন, ওই প্রবন্ধটির একটি পাদটীকা, পারলে লিখে দেব। দুই এবং তিন নং পয়েন্ট নিয়ে। মিলিয়ে পড়বেন। অবশ্য নেটে সবই পাওয়া যায়, আলাদা করে লেখার কী আছে, জানিনা।
  • Tim | 78.63.145.192 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:০৮687835
  • না না লেখো। সবই ব্যাদে আছে সেতো জানাই, তবু সুবিধে হয়।
  • 0 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:১১687836
  • সিরিয়াশাসক আসাদ পরিবারের সম্প্রদায়টা খুব অন্যরকম। এই আলৌয়ি'দের আদৌ মুসলিম বলা যায় কি না সেটাও এখনো অব্দি সুন্নিদের কাছে একটা বিতর্কিত বিষয়। শিয়াদের মধ্যেও কনফ্যুশন ছিল। সবে মাত্র কয়েক দশক আগে ইরানীরা মান্যতা দিয়েছে।

    আলৌয়িরা কতোটা অন্যরকম?

    ১) এরা পুনর্জন্ম মানে।
    ২) মদ এদের কাছে পবিত্র। অনেকটা খ্রিস্টানদের মতো।
    ৩) খ্রিস্টমাসকে মান্যতা দেয়। পালনও করে। মেরি ম্যাগদালিন'স্‌ ফিস্ট্‌ ডে পালন করে।
    ৪) প্রথম শিয়া ইমাম আলি'কে স্বয়ং ঈশ্বরের অবতার মনে করে। তার বার্তাবাহক হিসেবে মহম্মদকে মানে। এছাড়া প্রথম পারসিক (ফার্সি) কনভার্ট্‌ সলমন আলফার্সিকে ধর্মের প্রবেশদ্বারের হিসেবে দেখা হয়। ইনি কনভার্শনের আগে জন্মসূত্রে জোরথ্রুস্টীয় ছিলেন এবং তারপর কিছুদিনের জন্যে খ্রিস্টধর্মেও দীক্ষিত হ'ন। এই তিনজনকে একসাথে অনেকটা ত্রিদেব/ট্রিনিটির মতো ধরা হয়।
    ৫) কোরানের একেবারে আলাদা একটা ইন্টার্প্রিটেশন করা হয়। এদের পবিত্র বই হলো কিতাব-আল-মজমু। আলৌয়িদের ধর্মের সার কথাগুলো আর সব নিয়মাচার সেখানে লেখা।
    ৬) মনে করা হয়, টুয়েল্ভার শিয়াদের ইলেভেন্থ্‌ ইমাম আল'আসকারি'র (৮৭২ সাল) এক শিষ্য ইবন নুসায়ের প্রথম এই মতের প্রবর্তক। এ'জন্যে এদেরকে নুসায়েরি'ও বলা হয়।
    ৭) তাকি'য়া হলো ইসলামের স্বীকৃত একধরনের আত্মরক্ষা/সম্প্রদায়রক্ষার উপায়, যেখানে কেউ যদি বোঝে যে নিজের সম্প্রদায়ের পরিচয় প্রকাশ পেলে তার ও তার সম্প্রদায়ের ক্ষতি হবে, তাহলে সে নিজের সম্প্রদায় গোপন করতে পারে।
    আলৌয়িরা এটা খুব বেশী ক'রে থাকে। এতোটাই ক'রে যে, তাদের ধর্মের বই আল-মজমু'র অনুবাদ যিনি করেছিলেন, তাকে ধর্মের গোপনীয়তা ফাঁস করার অপরাধে মেরে ফেলা হয়েছিল।
    ৮) পুনর্জন্মের কথাটা আরেকটু বলি। মনে করা হয়, পরপর সাত জন্মের পরে এক আলোর স্বর্গে, যেখানে আলি হলেন রাজা, সেখানে মানুষ হিসেবে যাবার অধিকার পাবে ধর্মপ্রাণ শিয়া মুসলিমরা। অন্যান্যরা, খ্রিস্টানরা, ইহুদীরা, কাফেররা জন্মাবে পশুপাখী হয়ে।
  • ঈশান | ২৪ নভেম্বর ২০১৫ ২২:২২687838
  • হ্যাঁ, ভাবুন একবার, রাশিয়া হল প্রো আসাদ, অ্যান্টি আইসিস। আমেরিকা হল অ্যান্টি আসাদ, অ্যান্টি আইসিস। ইরান হল অ্যান্টি আমেরিকা অ্যান্টি সৌদি। সৌদি হল অ্যান্টি ইরান প্রো আমেরিকা।

    উফ।
  • ranjan roy | 24.96.89.123 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:৫৬687840
  • এককের বাণীগুলিঃ
    ১)মানুষ যখন আইডিয়ার পেছনে দৌড়য় তখন সর্ট অফ পাগলাচোদা হয়ে যায় ।
    ২)ইনফ্যাক্ট , কিছু মানুষ কোনো না কোনো ফিল্ড এ কোনো না কোনো আইডিয়া নিয়ে পাগ্লাচদা হয়ে থাকে বলেই পৃথিবী সামনে এগোয় । আর বাকি প্রচুর লোক কোনো ফিল্ড এই পাগল নয় । তারা পেছন দিকে টেনে স্যানিটি মেন্টেন করে ।
    ৩) এখন পাগল বানানোর এই বৃহত কল অর্থাত আইদীয়লোজি মেশিন সর্বদা যে দুবলা সন্যাসী বা ইনোভেটিভ সায়েন্টিস্ট পয়দা করেই থেমে থাকবে তা তো নয় । খান কয় টেররিস্ট ও পয়দা হবে । মন্থনে হলাহল অনিবার্য্য ।

    আমি এককের পুরনো ফ্যান। আর এবার পুরো ফিদা!
    বিশেষ করে দুনম্বরটাঃ কিছু মানুষ কোনো না কোনো ফিল্ড এ কোনো না কোনো আইডিয়া নিয়ে পাগ্লাচদা হয়ে থাকে বলেই পৃথিবী সামনে এগোয় ।

    এককের জন্যে টুপি খুললাম!
  • . | 208.7.62.204 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:১১687841
  • আরেকটাঃ আল কায়েদার সিরিয়ান আর্ম আল নুসরা ফ্রন্ট হল অ্যান্টি আইসিস আর অ্যান্টি আসাদ।

    দুএকদিন আগে আল নুসরা বোম মেরে আইসিসের সিরিয়ান লিডারশিপকে উড়িয়ে দিয়েছে :d
  • দ্রি | 97.118.91.140 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:২৩687842
  • ঈশেন, আমেরিকা আর অ্যান্টি আইসিস বোলোনা। এরম বললে তোমার রথের চাকা চার ইঞ্চি নেমে যাবে।
  • দ্রি | 181.25.193.132 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:২৬687843
  • আর হ্যাঁ, ডিডিদার ঐ লেখাটায় ইংরিজি খুব ক্রিস্প। কিন্তু লেখাটি সফ্‌ট গুলে ভর্তি।
  • দ্রি | 181.25.193.132 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:২৮687844
  • শুন্যর লেখা ভালো লাগছে।
  • SS | 160.148.14.8 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:৫১687845
  • দ্রির 22 Nov, 7.15 এর পোস্টের প্রেক্ষিতে -
    "উইটনেসের দেখার ভুল হতে পারে। ইন্যাকিউরেসি থাকতে পারে, অবশ্যই।" ভুল তো আছেই। সেটা আপনি খুব ভাল করে জানেন। জেনো ডেলিবারেটলি সেটা উল্লেখ করেননি। উল্টে মিররের মতন ট্যাবলয়েডের খবর পরিবেশন করছেন সাবস্ট্যানশিয়েটেড নিউজ হিসাবে। আবার মজাটা হল যখন আর একটি ট্যাবলয়েড অ্যাটাকারদের হোমোসেক্সুয়াল বলছে তখন আবার ভাবখানা হচ্ছে উফ, এই ব্রিটিশ ট্যাবলয়েড, এরা পারেও বটে।
    এবার বিবিসির এই রিপোর্টটা দেখুন, যেটা প্যারিসের প্রসিকিউটরের অ্যাকাউন্টের সাথে মেলে। অবশ্য ইতিমধ্যে দেখেন নি এটা ভাবার কোনো কারণ নেই। এতে দেখা যাচ্ছে রেস্টোর‌্যান্ট অ্যাটাকার হচ্ছে দুই ভাই, সালাহ আবদুসালাম (যে এখনো ফেরার) আর তার ভাই ইব্রাহিম। এরা একটা সীট কার চালিয়ে এসেছিল, মার্সিডিজ নয়। যেটা পরে অস্ত্রশস্ত্র সমেত উদ্ধার করা হয়েছে। সেটা আপনি কনভিনিয়েন্টলি উল্লেখ করতে ভুলে গেছেন। আর 'হোয়াইট' শব্দটার রেসিয়াল কনোটেশন জেনেও আপনি লিখলেন "অ্যাটাকারদের মধ্যে একজন হোয়াইট মার্সিনারিও ছিল"। আবার স্টিরিওটাইপিং নিয়ে ছোট করে একটা লেকচারও দিলেন। সাবস্ট্যানশিয়েটেড নিউজের পরাকাষ্ঠা একেবারে!!!

    http://www.bbc.com/news/world-europe-34832512
    পাইকেও কিছু লেখার ছিল, অবশ্য লিখে কিছু লাভ নেই, শুধু ডকুমেন্টেশনের জন্যে লেখা। কিন্তু এখন সময় নেই।
  • দ্রি | 101.109.247.173 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:১৭687846
  • না। বৃটিশ ট্যাবলয়েড উফ পারেও বটে বলতে আমি এই মীন করিনি এরা যা বলছে ভুল বা ঢপ। আমার কমেন্টটা ছিল ওদের নেচার অফ রিপোর্টিং এর ওপর। বা মানুষের যে দিকটা তারা তুলে ধরতে চাইছে তার ওপর। ফ্যাকচুয়ালি কে সত্যি বলছে বলা খুব মুস্কিল।

    বিবিসি বা ঐ গোত্রীয় কাগজের স্টোরিটা তো জানি। কিন্তু ওদের স্টোরিটা কি অক্ষরে অক্ষরে সত্যি? এতগুলো আততায়ীর নাম, এগুলো সত্যি কিনা আমাদের মত পাথকের যাচাই করা তো সম্ভব নয়।

    এইধরনের ইনসিডেন্টের পর এত রকমের কনফ্লিক্টিং রিপোর্ট আসে যে কোনটা ঠিক সেটা যাচাই করা সোজা নয়।

    প্রথমে সিরিয়ান পাসপোর্টের একটা গল্প এসেছিল। এখন কিন্তু প্রসিকিউটারের ভাষ্যেও সিরিয়ান শবটা বাদ। গ্রীস দিয়ে দুজন ঢুকেছে। কিন্তু ন্যাশানালিটি নিয়ে প্রসিকিউটার চুপ। যেটা খুব অড। দুটো লোক তোমার দেশে ঢুকলো। তুমি জানোনা সে কোন দেশের?

    তারপর প্রথমে স্টোরি ছিল একটি মেয়ে সুইসাইড বোম ডেটনেট করে মারা গেছে। পরে সেই স্টোরি বদলেছে।

    কথাটা হল বৃটিশ ট্যাবলয়েড যে ইন্টারভিউ ছেপেছে সেটা জেনুইন কিনা। অর্থাৎ তারা সত্যি একটা ইন্টারভিউ করেছিল কিনা এবং সেটা সৎ ভাবে ছেপেছে কিনা। সেটা যদি না ক্লরে থাকে তাহলে কোন কথা নেই। কিন্তু সেটুকু যদি সত্যি হয় তাহলে এও হতে পারে আততায়ীদের আইডেন্টিটি হাইড করার চেষ্টা হচ্ছে অফিশিয়াল লেভেলে।

    আর ফ্রেঞ্চ পোলিস সব্বাইকে মেরে ফেলছে এটাও খুব সাস্পিশাস। শার্লি এব্দোতেও এটা হয়েছিল। আবাউদকে না মেরে জ্যান্ত ধরার চেষ্টা করা উচিত ছিল। সব্বাইকে মেরে ফেললে কেস আর কোর্টে উঠবে না, কোন রকম আনপ্লেজেন্ট ফ্যাক্ট বেরিয়ে আসার চান্সও কমে যাবে।

    তবে আপনি বোধ হয় বিবিসিকে বিশ্বাস করেন, আর মিরারকে করেন না। আমি সেরকম নই। আমি মনে করি যে কেউ কোন একটা ব্যাপারে সত্যি বলতে পারে, আবার অন্য একটা ব্যাপারে মিথ্যে বলতে পারে। কোন একজন সব সত্যি বলছে এটা আমি মনে করি না।
  • . | 208.7.62.204 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:২৩687847
  • "আর ফ্রেঞ্চ পোলিস সব্বাইকে মেরে ফেলছে এটাও খুব সাস্পিশাস।"

    এটা এক্কেবারে ক্লাসিক কনস্পিরেসি থিয়োরি। মেন ইন ব্ল্যাক লেভেলের ঃ)
  • দ্রি | 101.109.247.173 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:২৬687848
  • কনস্পিরেসি তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইওরোপে কম হয়নি। এবং ওগুলো ক্লাসিকই।
  • pi | 233.176.47.95 | ২৫ নভেম্বর ২০১৫ ০১:০১687849
  • হ্যাঁ, আপনার মেইনস্ট্রীম মিডিয়া সি এন এন এর কগনিটিভ ইন্কম্পিটেন্সি নিয়ে কিছু লেখা আপনার থেকে আসবে, এটুকু ডকুমেন্টেশন থাকলে তো ভালই হয়। ঃ)
  • pi | 233.176.47.95 | ২৫ নভেম্বর ২০১৫ ০১:০৯687851
  • নিউ অর্লিয়েন্স বা আম্রিগায় ক্যাম্পাস বা অন্যত্র এই গণহারে মাসশুটাউট গুলোর জন্য কাদের কাদের প্রোফাইলিং করা উচিত, একটু জানার ইচ্ছে রইলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন