এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আনন্দবাজার ও ভারতের প্রতিরক্ষাবাহিনী

    Abhyu
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০১৬ | ৮২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এতো কানাডিয়ান ইঞ্জিন। | 212.142.117.216 | ০৬ মার্চ ২০১৬ ২৩:২২689144


  • অপ্পনদার দেওয়া ওপোরের ছবিটা আর এইটার মধ্যে কি পার্থক্য আছে কেউ একটু বুঝিয়ে বলবেন?



    দুটোই তো আলাদা এঙ্গেল থেকে তোলা কু ঝিক ঝিক রেলগাড়ীর ছবি। ওই দিয়ে শত্রু ধ্বংস কি করে করে? ওতে চাপিয়ে নির্বাসনে পাঠানো চলতে পারে বড়জোর।
  • Tim | 108.228.61.183 | ০৬ মার্চ ২০১৬ ২৩:২৬689145
  • আরে ওটা ছদমোবেশ। অস্ত্র বলে বুঝতে পারলে তো হয়েই গেল। তাছাড়া ট্রেনে করে পাকিস্তান পাঠাতেও পারবে
  • S | 108.127.145.201 | ০৬ মার্চ ২০১৬ ২৩:২৭689146
  • সেই রেল লাইনের বন্দোবস্ত করতেই কি মোদিজী শরিফের মেয়ের বিয়েতে গেছিলেন?
  • Arpan | 74.233.173.185 | ০৭ মার্চ ২০১৬ ০০:১০689147
  • আরে ওটা করে গোটা দশেক সানি দেওল সাপ্লাই দিলেই তো হয়ে গেল। ;-)
  • Tim | 108.228.61.183 | ০৭ মার্চ ২০১৬ ০০:২৯689148
  • একবারে দশটা কি ধরবে? টেকনোলজি এতটাও উন্নত হয়নি। দুবারে যদি পারে
  • Robu | 11.39.38.165 | ০৭ মার্চ ২০১৬ ০০:৪৬689149
  • শুধু দেওলই যাবে?
  • Arpan | 74.233.173.181 | ০৭ মার্চ ২০১৬ ০০:৫৬689150
  • আরে বাবা একবার প্রযুক্তি রেডি হতে দে না। সবই হবে।

    দিবে আর লিবে, মিলাবে মিলিবে - কবির এই প্রজ্ঞা তো ব্যর্থ হবার নয়।
  • Robu | 11.39.37.129 | ০৭ মার্চ ২০১৬ ০৮:২১689151
  • আরে, শুধু দেওলই যাবে তো?
  • Rit | 213.110.242.9 | ০৭ মার্চ ২০১৬ ১৮:৩৫689012
  • রোবু,
    হেহে। ঃ)
  • avi | 125.187.41.249 | ০৭ মার্চ ২০১৬ ২৩:৪০689013
  • আচ্ছা, কনফ্যুশন ক্লিয়ার করে দিই। স্রেফ দেওল যাবে, আমাদের বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। নট লিওন, নট গাভাসকার, এমনকি মাছ মিষ্টি মোরের গাছন্যাকা পার্ণো মিত্র অব্দি ভারতবর্ষেই থাকছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।
  • Tim | 140.126.225.237 | ০৭ মার্চ ২০১৬ ২৩:৪৩689014
  • যাহ, প্রযুক্তিবিদেরা মোটিভেশন হারিয়ে ফেলবে তো
  • সূত্রের খবর | 138.192.7.51 | ১১ মার্চ ২০১৬ ০০:২৯689015
  • http://www.anandabazar.com/national/world-s-deadliest-slb-missile-k-4-hits-target-perfectly-india-elated-dgtl-1.329432#

    নির্ভুল লক্ষ্যে আঘাত হানল ভয়ঙ্করতম এসএলবি মিসাইল কে-৪

    "পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এসএলবিএম (সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র) কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন করল ভারত। বঙ্গোপসাগরের গভীর থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ৩৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে নির্ভুল লক্ষ্যে আঘাত হেনেছে। এই কে-৪ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপনের বিষয়ে সরকারি ভাবে কিছুই জানায়নি ডিআরডিও। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সূত্র এই উৎক্ষেপনের খবর স্বীকার করে নিয়েছে।"
  • S | 78.109.243.1 | ১১ মার্চ ২০১৬ ০২:১৬689016
  • এগুলো পড়লে কেন জানি বাঁটুলের কথা মনে পরে।
  • T | 24.100.134.91 | ১২ মার্চ ২০১৬ ২০:১৩689017
  • :)
    "কিন্তু রাশিয়া আর একটু সতর্ক হলে নাকি তুর্কি বিমানবাহিনী এঁটে উঠতে পারত না তাদের সঙ্গে। বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ঠিক যেমন ভারতের হাতে থাকা সুখোই-এর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতাই নেই তুর্কিদের।"

    http://www.anandabazar.com/national/indian-air-force-ahead-of-many-others-due-to-su-30-dgtl-1.249478
  • T | 24.100.134.61 | ৩০ মার্চ ২০১৬ ২২:২৯689018
  • ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনী আর দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রকে চায় না। সেই জায়গা নিতে চলেছে অত্যন্ত দ্রুতগতির ইজরায়েলি মিসাইল।

    http://www.anandabazar.com/national/indian-army-opts-for-israel-s-missiles-won-t-induct-akash-any-more-1.345804
  • Rit | 213.110.242.24 | ৩১ মার্চ ২০১৬ ০২:৩৮689019
  • এটা তো হবারই ছিল। ইন্ডাস্ট্রিয়াল/মিলিটারী গ্রেড পাওয়ার অ্যাম্প্লিফায়ার বা মাইক্রোওয়েভ জেনারেটারই বানানো যায় না আর মিশাইল!
  • S | 202.156.215.1 | ৩১ মার্চ ২০১৬ ০৩:২০689020
  • তাছাড়া বিদেশি অস্ত্র খরিদদারিতে অনেক লাভ।
  • T | 165.69.191.254 | ৩১ মার্চ ২০১৬ ০৮:২০689021
  • S, বিংগো। :)
  • দেব | 135.22.193.148 | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:৪৩689023
  • ব্যাপারটা ঠিক তা নয়। ডিআরডিও নামক প্রতিষ্ঠানটি আদতে একটি খনি। এদের লম্বা লিষ্টি আছে ফেলিওরের। অর্জুন ট্যাঙ্ক, ১৯৭৫ থেকে শুরু করে ২০১৬ এ এসেও রেডি করতে পারে নি! এমনও নয় যে এটা সম্পূর্ণ ভারতে তৈরী। ট্যাঙ্কটার ইঞ্জিন, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি, জার্মানী থেকে আমদানী। বাকিটুকুও করে উঠতে পারেনি ৪০ বছরে! সেনাকে কমজোরি রাশ্যান টি ৯০ ট্যাঙ্ক কিনে ফ্লিট সামলাতে হয়েছে।

    তেজস জেট ফাইটার ৯০ এর গোড়া থেকে কাজ শুরু করে এখনও ট্রায়াল চলছে। লাইক অর্জুন, ইঞ্জিন বাইরের দেশ থেকে আনা, আমেরিকান। এদিকে ৭০-৮০এর দশকে কেনা পুরোনো মিগের ফ্লিট রিটায়ার করার মুখে।বায়ুসেনাকে ফ্রান্স, রাশিয়া বা আমেরিকার থেকে বিমান কেনার জন্য চেঁচাতে হচ্ছে। তাতেও আকচাআকচিতে ডিল এখনো আটকে।

    আধুনিক যুদ্ধের একেবারে প্রাথমিক অস্ত্র হচ্ছে হিটসিকিং ট্যাকটিক্যাল মিসাইল। এই আকাশ মিসাইলটি সেই গোত্রের। আবাপরই রিপোর্ট অনুযায়ী মিসাইলটি সম্পূর্ণ বেকার। এই একই রকম আরেকটি মিসাইল, নাগ, সেটিরও একই দশা। এই দুটিরই কাজ শুরু হয়েছিল ১৯৯০ নাগাদ। ২৫ বছর!

    মোদীবাবু ক্ষমতায় আসার পর একটু ল্যাজ নেড়েছিলেন। সেনাকে 'অনুরোধ' করা হয়েছিল দেশে তৈরী এই মিসাইল, ট্যাঙ্ক ইত্যাদি ব্যবহার করতে। এদিকে সেনা আয়ুর্বেদে বিশ্বাস করে না। ভাবুন দেখি। দেশী প্রযুক্তি! দেশভক্তি! ইত্যাদির দোহাই দিয়েও কিস্যু হল না। সেনাকর্তারা সোজাসাপটা বুঝিয়ে দিয়েছেন মেক ইন ইন্ডিয়ার ভ্যানতারা ছেড়ে লাইনে আসুন।

    স্বাভাবিক ভাবেই দেশভক্ত ব্রিগেড এতে চক্রান্ত দেখছে। ইংগিত এই যে সেনাকর্তারা বিদেশী সাপ্লয়ারদের থেকে ঘুষ নিয়ে দেশী মেটিরিয়ালকে ডিসকারেজ করছেন। ব্যাপারটা পুরোপুরি অসম্ভব নয়। কিন্তু হার্ড এভিডেন্স ছাড়া সবই স্পেকুলেশন। তাছাড়া ডিআরডিও এর ফেলিওর ইজ কোয়াইট এভিডেন্ট। কিন্তু দেশভক্তি কি আর অতশত বোঝে। ফলে ইন্টারনেট হিন্দু ব্রিগেড এখন সেনাকর্তাদের মুন্ডু চেবাচ্ছেন। কিন্তু তাতেও মুশকিল। ভারতীয় সেনা, বিশ্বের বেস্টো সেনা, বলে এতদিন ইন্টারনেট হিন্দু ব্রিগেড চেল্লিয়েছে। এখন তাদের বিরুদ্ধেই বলতে গেলে তদুৎপাদিত কগনিটিভ ডিসোন্যান্সে বহু রামভক্তের খুলি ফ্র্যাকচারিত হবার বিপুল সম্ভাবনা।

    আসা করা যায় মনোহর পারিক্কর এমন গাড়ল নন যে খোলাখুলি সেনাকর্তাদের ডিফেম করবেন। সরকার-সেনার টানাপোড়েন আড়ালে থাকলেই বেটার।

    আবাপসার্কাস এসাইড, ভারতের প্রতিরক্ষার অবস্থা এই মুহূর্তে বিপজ্জনক রকম বাজে। ঘাড়ের ওপর চিন বসে যারা ডিফেন্সে প্রায় সম্পূর্ণ স্বনির্ভর, শুধু জেট ইঞ্জিন বাদে। আমাদের সামান্য আর্টিলারী তৈরী করার ক্ষমতাও নেই। আমরা পুরোপুরি রাশিয়া, ফ্রান্স এবং ইনক্রিজিংলি ইসরায়েলের উপর নির্ভর। সামান্য কূটনৈতিক ঝামেলা বাধলেই এরা আমাদের গলা টিপে দিতে পারে।
  • দেব | 135.22.193.148 | ০৪ এপ্রিল ২০১৬ ১৬:১৪689024
  • খোরাক কিছু মাইরি - http://www.anandabazar.com/international/china-pakistan-fears-indian-terror-attack-in-corridor-dgtl-1.248680#

    ব্যাকগ্রাউন্ড, চিন, পাকিস্তানের ভেতর দিয়ে আরব সাগরে যাওয়ার রাস্তা বানাচ্ছে। উদ্দেশ্যটা পুরোপুরিই স্ট্র্যাটেজিক। মধ্যপ্রাচ্যের তেল চিনে যায় মালাক্কা চ্যানেল তারপর দক্ষিণ চিন সাগর হয়ে। ওখানে আমেরিকা বসে আছে। এইটা একটা সেকেন্ডারী রুট হবে। পাকিস্তানকে চিন এজন্য ঢেলে সাহায্য করছে। প্রায় ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আগামী ৫-১০ বছরে হবে। বন্দর, হাইওয়ে, বিদ্যুৎকেন্দ্র, রেল, বিরাট ব্যাপার। পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতি ও পরিকাঠামোর (বিশেষ করে রেলের অবস্থা খুবই খারাপ) জন্য বিরাট সুখবর। কোরোলারী, ভারতের জন্য বাজে খবর।

    রুটটা যাবে বালুচিস্তান রাজ্যের মধ্যে দিয়ে। ওখানে স্থানীয় লোকেদের একটা সেপারিটিস্ট আন্দোলন আছে দীর্ঘদিনের। সেইটা আমরাও কাল্টিভেট করছি। অল্প আঁচে। উদ্দেশ্য এই যে বড় কিছু ঘটলে এদেরকে দিয়ে রুটটার ওপরে আঘাত করা হবে।

    তো এই কাজে কিছু র এর এজেন্ট ফিট করা হয়েছিল। আফগানিস্তানের পাপেট সরকার এতে আমাদের সাথে। এরকমই একজন, কুলভূষণ যাদবকে পাকিস্তান এরেস্ট করেছে হপ্তাদুয়েক হল। ভারতের অবস্থা ঐ যাকে বলে কট প্যান্ট্স ডাউন, তাই। এই ধরনের কেসে যা হয়, ভারত সরকার পাবলিকের সামনে আমি তো কলা খাইনি স্ট্যান্স নিয়েছে। এদিকে ঐ এজেন্টকে পিটিয়ে আরো অনেকের নাম বের করেছে পাকিস্তান। এই চলল এখন।
  • avi | 113.24.86.119 | ০৬ এপ্রিল ২০১৬ ২০:১৫689025
  • দেব, শুনলাম কুলভূষণকে নাকি আফগান একটা গ্রুপই ধরিয়ে দিয়েছে? আর ইরান নাকি এই ব্যাপারে ভারত তথা ঐ বালুচ নেত্রীর স্ট্যান্ড জোর গলায় সাপোর্ট করেছে? কতগুলো গ্রুপ খেলছে ওখানে? বলুচিস্তান নিয়ে প্রায় কিছুই জানি না। অথচ ওখানের স্বাধীনতা আন্দোলনও তো প্রায় গোড়া থেকেই, না?
  • dc | 181.49.195.193 | ০৬ এপ্রিল ২০১৬ ২০:৪৪689027
  • কিন্তু বিকাশপুরুষ তো ভালো লেভেলে ছড়াচ্ছে! একদিকে চীন ভারতের মাসুদ আঝারকে নিয়ে প্রস্তাব রুখে দিল। আর এদিকে পাকিস্তান তো পাঠানকোট নিয়ে পুরো ল্যাজেগোবরে করে দিল। টিম নিয়ে দিব্যি ঘুরে গিয়ে বলে দিল ওটা ভারতই করিয়েছে। এখন আবার আমাদের NIA নাকি FBI এর কাছে ছুটেছে ওখানে যদি লজেন্স পাওয়া যায়। এই নাকি ছাপ্পান্ন ইন্চি ছাতি?
  • দেব | 127.248.128.230 | ০৭ এপ্রিল ২০১৬ ০০:০১689028
  • পাঠানকোটে পাকিস্তানের প্রতিক্রিয়া খুব সম্ভবত ঐ কুলভূষণ যাদবের জন্যই। টিট ফর ট্যাট।

    অভি, আফগানিস্তানের লোকজনের ভেতরে একটা বড় অংশ আমেরিকা ও বর্তমান আফগান সরকারের ওপর খাপ্পা। দেশটার সরকার আক্ষরিক অর্থেই একটি চোরতন্ত্র। পাকিস্তানও নিজস্ব প্রভাব খাটায় ওখানে সন্দেহ নেই।

    বালুচ জনগোষ্ঠিটি অনেকটা কুর্দদের মতন। এদের নিজস্ব কোন দেশ নেই। এরা পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের মধ্যে বিভক্ত। ৪৭এর আগে কালাত নামের একটি দেশীয় রাজ্য ছিল এদের। সেটা ১৯৪৮ এ পাকিস্তানে যুক্ত হয়। তখন থেকেই স্থানীয়দের আপত্তি ছিল। আজকে এটি বালুচিস্তান রাজ্যের অংশ। পুরো রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ লোক অবশ্য বালুচ নন। পাঠান। এই কালাত অঞ্চলটিতে সশস্ত্র বিদ্রোহ আরম্ভ হয় ১৯৭০ এর দশকে। ৭১ এর বাংলাদেশের বিদ্রোহ দেখে বালুচ নেতারাও ঐ পথে যান। জুলফিকার আলি ভুট্টো ভেঙে দেন সেই বিদ্রোহ। তারপর থেকে খুচরো আক্রমণ চলে চলেছে। কখনো বেশি কখনো কম। উপমহাদেশের ট্র্যাডিশন মেনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আজও এই জেলাটিকে খুশি করে উঠতে পারেনি।

    ইরানের লক্ষ্য তেল বেচা। মূল খদ্দের চীন ও ভারত। ভারতের বিশাল খাঁই। আগামী দিনে আরো বাড়বে। ইরানীরাও সে হিসেব কষেই রেখেছে। ভৌগোলিক দিক দিয়ে ভারতের নিকটতম বড় তৈলোৎপাদক দেশ হল ইরান। এখন ইরান চায় ভারত থেকে সোজা পাইপলাইন বসাতে। পাকিস্তানের ভেতর দিয়ে সে লাইন যাবার কোন সম্ভাবনা নেই। কারণ বলাই বাহুল্য। তাই ইরান চায় পাকিস্তানকে এড়িয়ে আরব সাগরের তলা দিয়ে লাইন টানতে। এতে খরচা অনেক বেশী। কিন্তু একবার বানিয়ে ফেললে তেল আনার অপারেটিং কস্ট খুবই কমে যায়। ভারত ব্যাপারটা খতিয়ে দেখছে। আমেরিকার সাথে ইরান ঝামেলা মিটিয়ে নিয়েছে প্রায়। স্যাংশন উঠে গেছে। ইরান এখন হুলিয়ে তেল বেচতে আগ্রহী। দীর্ঘদিন স্যাংশন থাকার ফলে ইরান খুব একটা পয়্সা করতে পারে নি বিশ্বের অন্যতম বৃহৎ তেলের ভান্ডারের মালিক হওয়া সত্ত্বেও। এদিকে চোখের সামনে ঝাঁ চকচকে দুবাইকে দেখছে। ইরানীরা এখন চোখকান বুঝে ভারতের বাজার ধরতে চায়। তাই ভারতকে প্রায় সব ব্যাপারেই পাবলিকালি সাপোর্টাবে। পাকিস্তানীরাও সেটা বোঝে। ইরান সরাসরি বালুচিস্তানে নাক গলাবে না বলাই বাহুল্য।

    চীনও ইরানী তেলের বড় খদ্দের, কিন্তু চীনের মূল বাজার দেশটার পূর্বপ্রান্তে। ইরান থেকে অতদূরে পাইপলাইন খুব তাড়াতাড়ি বসার সম্ভাবনা নেই। জাহাজই ভরসা। তাই পাকিস্তানের উপর ইরানের খুব বেশী নির্ভরতা নেই। একটু আধটু ডিপ্লোম্যাটিক্যালি চটালেও চলবে।

    বাস্তবে ইরান আসলে বালুচদের নিয়ে কিছুটা পাকিস্তানের মতই পরিস্থিতিতে। একটু আগে লিখেছি বালুচদের একটা অংশ ইরানেও থাকেন। পাকিস্তানের মতই ইরানের বিরুদ্ধে ইরানী বালুচদের একটা দল সশস্ত্র বিদ্রোহে যুক্ত। দলটির নাম জানদাল্লাহ। অত্যন্ত গোঁড়া সুন্নি মুসলিম দল।
  • PM | 233.223.152.203 | ১২ এপ্রিল ২০১৬ ২৩:৫৫689030
  • কালাতের পাকিস্তানে অন্তর্ভুক্তি কাশইরের মতই বিতর্কিত--

    "The Khan of Kalat in March 1946 deputed Samad Khan - a member of the All India Congress Committee (AICC) - to plead Kalat's (the then Balochistan's) case with the Congress leadership.

    In 1947, the Khan of Kalat reportedly acceded to the dominion of India. But his accession papers were returned by Jawaharlal Nehru, the Prime Minister of India

    In 1948, the Khan of Qalat, Mir Ahmad Yar Khan, decided to join Pakistan on request of Muhammad Ali Jinnah (founder of Pakistan), and decision was made that defence, currency, foreign office and finance will be controlled by federal govt. rest the province will control by itself. but later, after death of Muhammad Ali Jinnah, formation of one unit changed this situation and it was merged into Pakistan like other areas.
  • cb | 208.147.160.75 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:১৮689031
  • http://www.anandabazar.com/national/india-mobilizes-huge-troops-near-pak-border-performs-exercise-shatrujeet-dgtl-1.360468#

    "ভারতের হাতে থাকা প্রায় ১২ লক্ষের বিশাল সেনাবাহিনীর হাতে বিধ্বংসী এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের কমতি নেই।"

    "বর্তমান পরিস্থিতিতে মাত্র-২-৩ দিনের প্রস্তুতিতেই বড়সড় আক্রমণ চালাতে প্রস্তুত ভারত, খবর সেনা সূত্রে।"

    গব্ব, পিউর গব্ব
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন