এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ছোটোদের নাটক - কুমুদির লেখা

    Abhyu
    নাটক | ১৮ ডিসেম্বর ২০১৫ | ৪৪৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 126.203.207.89 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২০690664
  • name: সে mail: country:

    IP Address : 198.155.168.109 (*) Date:18 Dec 2015 -- 10:58 PM

    যে বাচ্চাগুলো অভিনয় করবে তাদের পয়সাকড়ি সাজপোশাক স্টেজ লাইট ইঃ নেই। খুবই গরীব। বিষয়বস্তু হতে হবে বাল্যবিবাহ রোধ, কি শিশুশ্রম রোধ, কি কন্যাশিশুর শিক্ষার অধিকার, ইঃ। সময়সীমা ১৫-২০ মিনিট। আর্জেন্ট দরকার। কুমুদিদি কি সত্যিই লিখে দেবেন?
  • সে | 198.155.168.109 | ১৯ ডিসেম্বর ২০১৫ ০০:২৪690675
  • অভ্যু থ্যাংকস।
    নাটকের ডিরেক্টর কে বলে দিয়েছি। এছাড়া একটা বাচ্চাদের নাটকের গ্রুপের সংগেও যোগাযোগ রাখছি। এবং ডিকেক্টরকে ইম্প্রভ থিয়েটারের কথাও মাথায় রাখতে হবে।
    কুমুদি লিখে দিলে বাচ্চাগুলো লুফে নেবে। ওদের অনেকেই শিশুশ্রমিক । কেউ চায়ের দোকানে, কেউ কোলিয়ারী অঞ্চলে গতরে খেটে খায়। ওদেরই সিনিয়র দাদাদিদিরা কয়েকটা শিশুবিবাহ রোধ করেছে। তবুও এই অ্যাওয়্যারনেস ক্রমাগত জাগিয়ে রাখার দরকার। পড়াশুনো এদের শিখতেই হবে। নাটকও করা চাই।
  • Abhyu | 126.203.219.10 | ১৯ ডিসেম্বর ২০১৫ ২২:৫২690686
  • ও কুমুদি, আর্জেন্ট যে!
  • ranjan roy | 24.99.65.31 | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:১৬690697
  • সে,
    বাচ্চাগুলো কোথায় অভিনয় করবে? এবম কোন ভাষায়?
  • সে | 198.155.168.109 | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:২৭690708
  • রঞ্জনদা,
    ১২ই জানুয়ারী বিবেকানন্দের জন্মদিনে ওদের শো। বাংলা ভাষায়। ওরা কলকাতা থ্কে দূরে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে থাকে। অনুদানের ওপরে নির্ভরশীল এবং তার কিছু প্রাথমিক শর্তাবলীর মধ্যে রয়েছে এই সমস্ত সমাজ সচেতনমূলক শিক্ষা। আমার বাল্যবন্ধু এইসব কাজ করে তা প্রায় কমবেশি তিরিশ বছর যাবদ। নাটক যদিও পাওয়া যায় নি এখনো, ইম্প্রোভাইজেশন থিয়েটারের মতলব টা ওকে বলেছি। যদি করে উঠতে পারে তবে নাটক জোগাড় করবার চিন্তা থেকে মুক্তি। আমি ওকে বলতে পারি এ ব্যাপারে আপনার সংগে যোগাযোগ করতে।
  • সে | 198.155.168.109 | ২০ ডিসেম্বর ২০১৫ ০০:৩৬690719
  • প্লাস কল্লোলদা দারুণ সব আইডিয়া দিলেন আজ অফলাইনে। শিশুরা যে কী করতে পারে তা না শুনলে বিশ্বাস করতে পারতাম না। তামিলনাডুর গ্রামের বাচ্চারা কীভাবে বুদ্ধি করে এক সদ্যজাত কন্যাকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছে সে ঘটনা শুনে শিশুদের ওপরে শ্রদ্ধা বেড়ে গেল।
  • Atoz | 161.141.84.176 | ২১ ডিসেম্বর ২০১৫ ০২:৩৮690730
  • ছোটোদের নাটক পড়ার আশায় রোজ আসি এই টইয়ে।
  • Du | 118.19.105.68 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৩২690739
  • বাচ্চাদের জন্য নয় - কিন্তু এই সিনেমাটায় দেখার মত কিছু রয়েছে -
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৪০690740
  • আহা কুমুদিকে না বলেই এইরকম টই খুললে কুমুদির ওপর চাপ পড়ে, পিয়ার প্রেশার গোছের। ব্যস্ত মানুষ, হয়ত সত্যি ই টাইম পাচ্ছেন না, এদিকে সবাই আশা করে বসে আছে
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৪২690666
  • *বেরিয়েছে
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৪২690665
  • আচ্ছা ঐ তামিলনাড়ুর ঘটনাটা কি কোন কাগজে বেড়িয়েছে কল্লোলদা?
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৩690667
  • ধুশশালা, আসল বানানটা কোনটা? পারকিনসন্স হচ্ছে নাকি?
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪690668
  • নাকি ডিসলেক্সিয়া? :)
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৫১690669
  • বেরিয়েছে টা এমনি বানান। বেড়িয়েছেটা আর্ষপ্রয়োগ। ডিডিনা প্রোক্তম্।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৫২690670
  • কল্লোলদা,
    ও বোধয় যোগাযোগ করতে চেয়ে মেসেজ করেছে আপনাকে। আমায় তাই বলল।
  • কল্লোল | 135.17.65.226 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:৫৯690671
  • না। ওটা কোন কাগজে বের হয় নি।
    কলকাতায় একটা মানবাধিকার সংক্রান্ত আলোচনাসভায় মেয়েটি তার অভিজ্ঞতা বলেছিলো।
    পিপলস ওয়াচ তামিলনাডু নামে একটি সংস্থা ঐ কাজটি করে। ওদের সম্পর্কে জানতে হলে এখানে পাওয়া যাবে।
    http://www.peopleswatch.org/
  • কল্লোল | 135.17.65.226 | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:০২690672
  • সে। মেসেজ পেয়েছি। আজ বিকালে কথা হবে।
  • Abhyu | 127.194.203.195 | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:২৫690673
  • না হে বাপু, কুমুদির সাথে আমার কথা হয়েছে। সে যদি না-ও করান, আমি একটি সংস্থার সাথে যুক্ত যাঁরা বারুইপুরে রেড লাইট এরিয়ার শিশুদের নিয়ে কাজ করে। সেই বাচ্চারা অভিনয় করবে।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৩৪690674
  • হঠাৎ মনে পড়ে গেল। আমাদের ছোটবেলায় শক্তিপদ রাজগুরু নামক এক লেখক/ নাট্যকার কিশোরদের জন্য নাটক লিখতেন। তাঁর লেখা নাটকগুলো খুব মজার আর শিক্ষামূলক ছিলো। যদিও সেগুলো জেনারাল নীতিশিক্ষা। শিশুবিবাহ কি শিক্ষার অধিকার কি শিশুশ্রম গোছের ভারি ভারি সাবজেক্ট নয়। এবছরই বোধয় উনি মারা গেলেন এরকম খবর পেয়েছি।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৩৯690676
  • যে শক্তিপদ রাজগুরু র লেখা থেকে সব হিট সিনেমা হয়েছে তাঁর কথা বলছেন তো ? মেঘে ঢাকা তারা / অমানুষ এর লেখক । নাকি অন্য কোনো শক্তিপদ রাজগুরু ।
  • kumu | 11.39.29.98 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:০৩690677
  • সিবি নানা,ব্যস্ত মানুষ আবার কী।গুরুজনেরা ভরসা করেছেন এতেই ভারী কৃতজ্ঞ।এখন এর মান রাখতে পারলে হয়।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৩690678
  • হ্যাঁ তিনিই
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২৪690679
  • বুনো ওল আর বাঘা তেঁতুল। এইটে কিশোরদের।
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০৩690680
  • যাক বাঁচা গেল :) আমি আসলে কুমুদির সাড়াশব্দ না পেয়েদ হন্দে পড়ে গেছিলুম!!!!
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০৩690681
  • *পেয়ে ধন্দে
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৩690682
  • ডিসলেকসিয়া।
    ও হ্যাঁ আমীর খান বা অমোল পালেকরকে বললেও হোতো।
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৩১690683
  • অনেক টাইপো,ছোট ২ ভুল।তাও-

    পুতুলের বিয়ে
    জয়ন্তী অধিকারী

    প্রথম দৃশ্য

    (পিকনিকে যাওয়ার আনন্দে ছেলেমেয়েরা নাচতে নাচতে ঢোকে)
    গান
    “হেই পিকনিক,, ঠিক পিকনিক”, ধিতাংতালে পরাণ নাচে,
    পরাণ নাচে ঢিংকাচিকা,পিকনিক সেই নদীর কাছে !
    নদীর কাছে, কোন্নগরে ,সবাই মিলে যাবই যাব,
    হাসি, খেলা ,গল্পোগুজব,বিরিয়ানী দেদার খাব।

    পিকনিক,পিকনিক,পিকনিক হো"

    টেনি ।। পিকনিক!আজ আর কালকের দিনটা কাটলেই,পর্শু ভোররাত্রে আমরা বাসে করে পিকনিক যাচ্চি,উঃ,ভাবাই যায় না।

    নন্টে ।। পিকনিকের আসল মজা কোনটা বল দেখি?

    হাবুল ।।সারাদিন খেলা,খেলা আর খেলা।অভুদা বলেছে সে বিরাট মাঠ।চাদ্দিকে কোন বাড়ী নেই,তাই কাঁচের জানলাও নেই আর রেগেমেগে তেড়ে তেড়ে আসা লোকেরাও নেই।

    ফন্টে।।সারাদিনে কত্ত খাওয়া হবে, কত্ত।এগরোল,ফিশফ্রাই সন্দেশ ,তার্পর ধর দুপুরে পোলাও,মাছের কালিয়া,কষা মাংস,চাটনি,রাজভোগ ওঃ এক্কেবারে হুলুস্থুলু ব্যাপার!

    লীলা ।। আমার ভাই ঐ বাসে করে অনেকদূর যাওয়াটা ভেবেই সবচেয়ে ফুর্ত্তি লাগছে।আমি তো কোনদিন কোত্থাও যাইনি কিনা।

    আশা ।।সত্যি বলব?রবিস্যার বলেচেন সব্বাইকে একরকম টিশার্ট দেবেন পিকনিকে যাবার জন্য।সেইটে পরে পাউডার মেখে আর রথের মেলায় কেনা মালাটা পরে পিকনিক যাচ্চি, ভাবলেই আমার নাচ পাচ্ছে রে!

    চিত্রা ।। আমার কথা হল এত মজার দিনটা কেবল ২৪ ঘন্টায় শেষ?ইস কেবল ঐ রোব্বারটা ৪৮ ঘন্টার করে দাও ঠাকুর !

    শীলা ।। আজ আর কালের দিনদুটো হুস করে চলে যাক।

    (একটি অপেক্ষাকৃত ছোট মেয়ে এদের কথার মাঝখানে ঢোকে ও চুপ করে শোনে।মেয়েটির নাম কেবলী,মুখে খুব বুদ্ধির ছাপ কিন্তু এখন কোন কারণে ম্লান ।
    (কেবলী এগিয়ে আসে)
    কেবলী ।।( রেগে রেগে) তোমাদের যা বুদ্ধি ! আমি চাই কালকের দিনটা য্যানো কক্ষনো না আসে।আজ রাতেই আমাদের এই গেরাম, না না পুরো দেশটা, না না পুরো পিথিবীটা ধ্বংসো হয়ে যাক।

    আশা ও লীলা ।। অমা তবে পর্শু দিনে আমাদের পিকনিক হবে কোদ্দিয়ে?

    কেবলী আরও চটে ।। পিকনিকের চিন্তায় মোলো!আর ইদিকে কাল আমার পাকাদেখা !

    নন্টে ইত্যাদিরা ।। পাকাদেখা মানে?

    কেবলী (অবজ্ঞার সঙ্গে ) ।।মানে পাটিপত্র, আশীব্বাদ এইরকম সব মাথামুন্ডু।

    সকলে।।তার মানে?

    কেবলী ধৈর্য হারায় ও হাতপা ছুঁড়ে একশা হয়।

    কেবলী ।। হায় হায়,এতগুলো ধাড়ি ধাড়ি ছেলেমেয়ে বিয়ের আগে পাটিপত্র, আশীব্বাদ পাকাদেখা এইসব হয় তাও জানে না,আবার ইশকুলে পড়ে। খালি মানে মানে কচ্চে!

    আবার সকলে একসংগে-বিয়ে?? তুমি তো এইটুকু!আমাদের চেয়েও ছোট।

    কেবলী ।। আমি বিয়ে করতে চাই না ।আমি পড়াশোনা করব, ইশকুল যাব।আমার অংকো করতে খুব ভালো লাগে।আর আমি বড়ো হয়ে ডাক্তার হবো,ছোট বাচ্চাদের ডাক্তার।আমাকে সবাই কেবলী ডাকে কিন্তু আমার একটা ভাল নাম চাই।
    আমাকে তোমাদের সঙ্গে পিকনিকে নিয়ে যাবে?আমার টিশার্ট চাই না,কিচ্ছু খাবও না।নদীর ধারে পিকনিক তো,আমি একটি নৌকোয় চড়ে চলে যাব।

    শংকু।। যদি নৌকো না থাকে?

    কেবলী।। নদীতে নৌকো নেই তেমন আবার হয়?

    হঠাৎ সকলে চ্যাঁচায় ।।ঐ যে অভ্যুদা,রবিদা।
    হাসিমুখে অভ্যুদয় ও রবিদা ঢোকেন,প্রসন্ন চেহারা,ছেলেমেয়েদের চেয়ে বয়সে বড়,প্রথমেই কেবলীর দিকে দেখেন।

    ছেলেমেয়েরা হৈচৈ করে ।।এই দ্যাখো আমাদের অভ্যুদয়দা,রবিদা, আর এ হল কেবলী,এর বিরাট সমিস্যে।

    কেবলী ।।হ্যাঁ জানিতো ,এনাদের নামে গান আছে- তিমি রবিদার উদার অভ্যুদয়--

    অভ্যু ও রবি (প্রথমে অবাক হয়,তারপর হাসি চাপে)-কী সমিস্যে গো তোমার,কেবলীমণি।

    সকলে রবিদা ও অভ্যুদাকে ঘিরে দাঁড়ায় ও হাতপা নেড়ে বোঝাতে বসে।

    (সব শোনার পর)
    রবিদা হঠাৎ লাফিয়ে ।।৯৫ কে ৯৫ দিয়ে গুণ কর।

    (অন্যেরা হাতের কড় গোনে,বিড়বিড় করে,কেবলী কিন্তু ঝটিতি জবাব দেয়)

    কেবলী।। ৯০২৫ ।

    অভ্যু।।৪৩ কে ১১ দিয়ে --

    কেবলী।।৪৭৩

    অভ্যু।।বেশ বেশ,কিন্তু কেবলীরাণী বিয়ে করতে চাও না বুঝি?

    কেবলী (আশ্চর্য হইয়া)।।কী কথাই বল্লেন আহা।আমি তো ভাবতেই পাচ্চি না এই গ্রাম,আমাদের ঘর,আমার বন্ধু পুঁটি,শৈল,কমলা এদের ছেড়ে আমি কোন দূর দেশে অচেনা লোকেদের সঙ্গে চলে যাব।
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৫690684
  • অসাধারন কুমুদিদি!
    আমি টেলিগ্রাম করে এই নাটক যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি।
    ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক!
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৭690685
  • এরপরে কি আরো আছে?
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৬:২৭690687
  • সে ও সে ,আরো অনেকটি আচে তো।এখন পাঠিও নি।এত প্রথম দৃশ্যের আদখানা কেবল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন