এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ছোটোদের নাটক - কুমুদির লেখা

    Abhyu
    নাটক | ১৮ ডিসেম্বর ২০১৫ | ৪৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৪১690688
  • তাদের পাঠিয়েছি। জিগ্যেস করল আরো আছে কিনা। আমি বললাম, জেনে এসে বলছি।
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:০৯690689
  • যতটা লিখেচি,দিলাম।বাকীটা টাইপ করেছিলাম,উড়ে গেছে।আরেকটু আছে,এখুনি পেটিয়ে দেবেন না।

    পুতুলের বিয়ে
    জয়ন্তী অধিকারী

    প্রথম দৃশ্য

    (পিকনিকে যাওয়ার আনন্দে ছেলেমেয়েরা নাচতে নাচতে ঢোকে)
    গান
    “হেই পিকনিক,, ঠিক পিকনিক”, ধিতাংতালে পরাণ নাচে,
    পরাণ নাচে ঢিংকাচিকা,পিকনিক সেই নদীর কাছে !
    নদীর কাছে, কোন্নগরে ,সবাই মিলে যাবই যাব,
    হাসি, খেলা ,গল্পোগুজব,বিরিয়ানী দেদার খাব।

    পিকনিক,পিকনিক,পিকনিক হো"

    পিন্টু ।। পিকনিক!আজ আর কালকের দিনটা কাটলেই,পর্শু ভোররাত্রে আমরা বাসে করে পিকনিক যাচ্চি,উঃ,ভাবাই যায় না।

    নন্টে ।। পিকনিকের আসল মজা কোনটা বল দেখি?

    হাবুল ।।সারাদিন খেলা,খেলা আর খেলা।অভুদা বলেছে সে বিরাট মাঠ।চাদ্দিকে কোন বাড়ী নেই,তাই কাঁচের জানলাও নেই আর রেগেমেগে তেড়ে তেড়ে আসা লোকেরাও নেই।

    ঘোঁতন।।সারাদিনে কত্ত খাওয়া হবে, কত্ত।এগরোল,ফিশফ্রাই সন্দেশ ,তার্পর ধর দুপুরে পোলাও,মাছের কালিয়া,কষা মাংস,চাটনি,রাজভোগ ওঃ এক্কেবারে হুলুস্থুলু ব্যাপার!

    লীলা ।। আমার ভাই ঐ বাসে করে অনেকদূর যাওয়াটা ভেবেই সবচেয়ে ফুর্ত্তি লাগছে।আমি তো কোনদিন কোত্থাও যাইনি কিনা।

    আশা ।।সত্যি বলব?রবিস্যার বলেচেন সব্বাইকে একরকম টিশার্ট দেবেন পিকনিকে যাবার জন্য।সেইটে পরে পাউডার মেখে আর রথের মেলায় কেনা মালাটা পরে পিকনিক যাচ্চি, ভাবলেই আমার নাচ পাচ্ছে রে!

    চিত্রা ।। আমার কথা হল এত মজার দিনটা কেবল ২৪ ঘন্টায় শেষ?ইস কেবল ঐ রোব্বারটা ৪৮ ঘন্টার করে দাও ঠাকুর !

    শীলা ।। আজ আর কালের দিনদুটো হুস করে চলে যাক।

    (একটি অপেক্ষাকৃত ছোট মেয়ে এদের কথার মাঝখানে ঢোকে ও চুপ করে শোনে।মেয়েটির নাম কেবলী,মুখে খুব বুদ্ধির ছাপ কিন্তু এখন কোন কারণে ম্লান ।
    (কেবলী এগিয়ে আসে)
    কেবলী ।।( রেগে রেগে) তোমাদের যা বুদ্ধি ! আমি চাই কালকের দিনটা য্যানো কক্ষনো না আসে।আজ রাতেই আমাদের এই গেরাম, না না পুরো দেশটা, না না পুরো পিথিবীটা ধ্বংসো হয়ে যাক।

    আশা ও লীলা ।। অমা তবে পর্শু দিনে আমাদের পিকনিক হবে কোদ্দিয়ে?

    কেবলী আরও চটে ।। পিকনিকের চিন্তায় মোলো!আর ইদিকে কাল আমার পাকাদেখা !

    নন্টে ইত্যাদিরা ।। পাকাদেখা মানে?

    কেবলী (অবজ্ঞার সঙ্গে ) ।।মানে পাটিপত্র, আশীব্বাদ এইরকম সব মাথামুন্ডু।

    সকলে।।তার মানে?

    কেবলী ধৈর্য হারায় ও হাতপা ছুঁড়ে একশা হয়।

    কেবলী ।। হায় হায়,এতগুলো ধাড়ি ধাড়ি ছেলেমেয়ে বিয়ের আগে পাটিপত্র, আশীব্বাদ পাকাদেখা এইসব হয় তাও জানে না,আবার ইশকুলে পড়ে। খালি মানে মানে কচ্চে!

    আবার সকলে একসংগে-বিয়ে?? তুমি তো এইটুকু!আমাদের চেয়েও ছোট।

    কেবলী ।। আমি বিয়ে করতে চাই না ।আমি পড়াশোনা করব, ইশকুল যাব।আমার অংকো করতে খুব ভালো লাগে।আর আমি বড়ো হয়ে ডাক্তার হবো,ছোট বাচ্চাদের ডাক্তার।আমাকে সবাই কেবলী ডাকে কিন্তু আমার একটা ভাল নাম চাই।
    আমাকে তোমাদের সঙ্গে পিকনিকে নিয়ে যাবে?আমার টিশার্ট চাই না,কিচ্ছু খাবও না।নদীর ধারে পিকনিক তো,আমি একটি নৌকোয় চড়ে চলে যাব।

    শংকু।। যদি নৌকো না থাকে?

    কেবলী।। নদীতে নৌকো নেই তেমন আবার হয়?

    হঠাৎ সকলে চ্যাঁচায় ।।ঐ যে অভ্যুদা,রবিদা।
    হাসিমুখে অভ্যুদয় ও রবিদা ঢোকেন,প্রসন্ন চেহারা,ছেলেমেয়েদের চেয়ে বয়সে বড়,প্রথমেই কেবলীর দিকে দেখেন।

    ছেলেমেয়েরা হৈচৈ করে ।।এই দ্যাখো আমাদের অভ্যুদয়দা,রবিদা, আর এ হল কেবলী,এর বিরাট সমিস্যে।

    কেবলী ।।হ্যাঁ জানিতো ,এনাদের নামে গান আছে- তিমি রবিদার উদার অভ্যুদয়--

    অভ্যু ও রবি (প্রথমে অবাক হয়,তারপর হাসি চাপে)-কী সমিস্যে গো তোমার,কেবলীমণি।

    সকলে রবিদা ও অভ্যুদাকে ঘিরে দাঁড়ায় ও হাতপা নেড়ে বোঝাতে বসে।

    (সব শোনার পর)
    রবিদা( হঠাৎ লাফিয়ে) ।।৯৫ কে ৯৫ দিয়ে গুণ কর।

    (অন্যেরা হাতের কড় গোনে,বিড়বিড় করে,কেবলী কিন্তু ঝটিতি জবাব দেয়)

    কেবলী।। ৯০২৫ ।

    অভ্যু।।৪৩ কে ১১ দিয়ে --

    কেবলী।।(চটপট)৪৭৩

    অভ্যু।।বেশ বেশ,কিন্তু কেবলীরাণী বিয়ে করতে চাও না বুঝি?

    কেবলী (আশ্চর্য হইয়া)।।কী কথাই বল্লেন আহা।আমি তো ভাবতেই পাচ্চি না এই গ্রাম,আমাদের ঘর,আমার বন্ধু পুঁটি,শৈল,কমলা এদের ছেড়ে আমি কোন দূর দেশে অচেনা লোকেদের সঙ্গে চলে যাব।আর গাঁয়ের ছেলেমেয়েদের ছোটতে বে করে কী হাড়ির হাল হয়েচে তা জান?এই দ্যাখো।চারজনকে দেখাচ্ছি শুধু-

    (খেলার সুরে)আয় তো রে সই মল্লিকা

    (স্টেজের অন্যদিকে মল্লিকা ,গোপাল,টগর ও নবীনের ওপর পর্যায়্ক্রমে আলো পড়বে।)

    মল্লিকা।। বাংলা পড়তে ভালবাসতাম।কিশলয়,টুনটুনির বই,সহজ পাঠ কতবার পড়তাম,একটা দুটো কবিতাও লিখতাম।বাবা বড্ড গরীব ছিল,তার ওপর রাদ্দিন পিতিবেশীদের চিপ্টেন কাটা।হ্ঠাৎ বে দিয়ে দিল অনেক দূরের এক গাঁয়ে।ও মাগো,নামটুকু সই কত্তে গেলে এদের ঠ্যাং ভাঙে।সেই মোরগডাকা ভোর থেকে উঠে খালি কাজের পাহাড়।উঠোন নিকোও,ঝাঁটপাট দ্যাও ,রান্নার জোগাড় দ্যাও,রাশি রাশি কাজ সব আমার ঘাড়ে।তাও রাত্তিরে মাঝে মাঝে দুয়োর দিয়ে ভালুক আর দুই বন্ধুর গল্পটা বলতাম,একদিন বর শুনতে পেয়ে এমন ঠ্যাঙাল,এই দ্যাখো কুনুইটা সেই থেকে ফুলে ঢোল।ইদিকে গাভত্তি গয়না না ছাই, সামলে পারিনা গো।

    কেবলী (খেলার সুরে)আয় তো রে আমার গোপাল মিতা।

    গোপাল।।বাবা বে দিয়ে দিল এক খুকীর সাতে।সে বেচারী বিয়ের কিছুই বোঝে না,খালি কাঁদে আর বলে মার কাছে যাব।তাকে সামলাতে গিয়ে আমার ইশকুল ঘুচে গেল।এদিকে রোজগারপাতিও করিনা।শেষে একদিন লুকিয়ে ঘর থেকে পালিয়ে বাপের বাড়ীযাবে বলে টেরেনলাইন পেরোতে গেচে আর চাকার তলায়----

    কেবলী (খেলার সুরে)আয় তো রে সই টগর-

    টগর।।সেলাই ভালবাসি ,ন না বাসতাম।শাড়ীতে মিতাদিদি এঁকে দিত,আমি সেলাই করতাম।কত কী শিখেছিলাম,কাঁথা ইস্টীচের কী বাহারী একখানা শাড়ি করছিলাম,শেষ কর্ত্তে দিল না,বে দিয়ে দিল।একানে খালি খাটুনির উপর খাটুনি,রান্নার ওপর রান্না।ভাতের হাঁড়ি আমার চেয়ে বড়,রোজ রোজ ফ্যান পড়ে পায়ে ফোসকা,এক্কিলো আলুর পোস্ত হবে,বাটুনিটা ভাবো একবার,তারোপর এক পোয়া ঝিঙে দিয়ে বলচে ঝিঙে গলে গেলে তোরে কেটে দুখানা করব। ।

    কেবলী (খেলার সুরে)আয় তো রে মিতে নবীন।

    নবীন।।ফুটবল বড় ভালবাসতাম।বাবা বল্লে এখন থে তোর সোমসারের ভার তোর।তা এত তাড়াতাড়ি আমারে সোমসারে জুতে দেয়া ক্যানো?আবার বলে ওজগার না কল্লে তুই খেতে পাবিনা,তোর বৌও না।কী করি বাধ্য হয়ে করিম মিস্তিরির জোগাড়ে হইচি।মাঠে ছেলারা ফুটবল খ্যালে,চেয়ে দেখি,পরাণটি হাঁচড়পাঁচড় করে।

    কেবলী।।কিন্তু জানোতো,আমার বাবা কিন্তু গরীব না।বেত্তান্ত হল আমারে কোথায় দেখে এক কুচুটে বুড়োর ভারী পছন্দ হয়েচে আর বাবাকে বলেচে আপনার কন্যেটিকেই আমার চাই।

    লীলা ।। অ মা,য্যানো রথতলার পুতুল যে ঐটিই চাই।

    পিন্টু ।। য্যানো পুতুলের বিয়ে। কেবলী নামে পুতুলটি-এইটুকু মানুষ,তার মনের ভিতর কী হচ্চে তা কেউ জিগায় না।

    রবিদা।।আদর করে) তোমাকে ঐ পুতুলের বিয়ে কর্ত্তে হবে না।আমি এক উপায় ভেবেছি,মনে হয় কাজ হবে,কিন্তু এখন বলব না।
    এই ছেলেরা দঁঅড়া সব,কথা আছে।
    কেবলী, তুমি এখন বাড়ী যাও,কাল মা বাবা য্যামোন বলবেন,ত্যামোন সেজেগুজে বোসো,তার্পর দেখো কী হয়।

    কেবলী(মুখ ভ্যাটকায়)ম্যাগো,লাল জরিপাড় এক শাড়ী কিনেচে।

    অভ্যু।।লাল,নীল,বেগনে,সবুজ যা বলেন তাই পরে বোসো।

    ছেলেরা।। কিচ্ছু ভয় নেই বোনু,আমরা রোয়েচি তো।

    (কেবলী হঠাৎ নাক টানে,চোখ মোছে।সকলে আশ্চর্য হয় দেখে একটু লজ্জা পেয়ে বলে)
    কেবলী।। কেউ বোনু বলে আর এত্ত আদর করে ডাকেনি কোনদিন।

    দ্বিতীয় দৃশ্য

    গ্রামে ঢোকার পথে টেনি,হাবুল,নন্টে ইত্যাদিরা দাঁড়িয়ে।

    একজন বয়ষ্ক লোক ঢোকেন,হাতে বড় হাঁড়ি।ধরা যাক এঁর নাম বলরাম পাল।

    বলরাম।। (ছেলেদের দেখে )বাবারা এইটেই তো চারঘড়া গ্রাম ?

    পিন্টু।। আজ্ঞে ওটি গেরামের ডাকনাম।

    বলরাম।।গেরামের আবার ডাকনাম।তা ভালনামটি কী?

    টেনি।। আজ্ঞে,বলতে লজ্জ্জা লজ্জা লাগচে,ভাল নাম হল উচিতশিক্ষে।

    বলরাম।। এ আবার ক্যামোন নাম?

    অন্যেরা( উৎসাহে)-চারটি পাড়া-ভালকথা,রামগাঁট্টা,ঠ্যাং ভাঙা আর--

    বলরাম।।থাক বাবা,বুঝেছি,ঐ হরিবোল বা খাটেতোল-এইরকম কিছু,তাইতো?তা যেখানেই হোক,নিবারণ ঘোষের বাড়ীটি একটু দেখিয়ে দেবে?তার মেয়েকে --

    ছেলেরা।।হ্যাঁ,হ্যাঁ,আপনার জন্যই তো দাঁড়িয়ে রয়েচি,চলুন চলুন,হাঁড়িটা নে না।

    (সকলে মঞ্চের উপর গোল গোল চক্কর দেয়,যেন অনেক ঘুরেও বাড়ী খুঁজে পায় না।টেনি ও শঙ্কু বলরামকে কী সব বোঝায়,সকলের পেছনে হাঁদাভোঁদা মিষ্টি খেতে খেতে চলে।

    তৃতীয় দৃশ্য

    (কেবলীদের বাড়ী,লাল শাড়ী পরে ঘোমটা দেয়া কেবলী আসনে বসে,কেবলীর মা ও বাবা।সাদা গোঁফদাড়ি ও ধুতি পাঞ্জাবী পরে অভ্যু ও রবি ঢোকে,এদের হাতেও হাঁড়ি।)

    কেবলীর বাবা,নিবারণ।।আসুন,আসুন,আসতে আজ্ঞে হোক।বলরাম বাবু কই?পিছিয়ে পড়েছেন বুঝি?

    অভ্যু।। (যথাসাধ্য গলা মোটা করে) আসলে বলরাম বাবুর পায়ে বেদনা হওয়াতে আসতে পারলেন্না,আমাদের পাঠালেন।

    রবিদা।।(ভুলে আসল গলায় বলে ফেলে) আমি ছেলের কাকা আর এ মামা।

    নিবারণ।।( সন্দিঘ্ন ভাবে দুজনকে দেখে) আপনি মামা আর ইনি কাকা?

    অভ্যু।। না না,আমি কাকা ,ধুত্তেরি মামা।যাগ্গে চলুন আশীর্বাদটি সেরে ফেলি,শুভ কাজে দেরী কত্তে নেই।

    নিবারণ।।(তখনও সন্দেহ আছে) কী দিয়ে আশীর্বাদ করবেন?মানে হাতে তো শুধু --

    রবিদা।। হাঁড়ি,এই তো? ভয় পাবেন না।

    ক্রমশঃ

    ২১
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:১০690690
  • কুমুদিদি বাকিটুকু দুমদাম তুলে দিন এখানে। তর সইছে না আর।
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:১১690691
  • এট্টু দার্হাও।
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:১৬690692
  • অ্যাটেনশান হয়ে দাঁইড়েই তো আচি। উদিকে নাটক পৌঁছে যাছে হোয়াট্স্যাপীয় দ্রুততায়। গরম গরম লুচির মত পাতে পড়তে না পড়তেই হুশ্‌ হুশ্‌ করে উড়ে যাচ্ছে।
  • dd | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৮690693
  • ভয়ংক্কর ভালো হসসে। মারাত্মক ভালো হসসে।

    উঃ, কেলিফোর্নিয়া থেকে কোন্নোগড় - গুচতে ক্ষী দারুন ট্যালেন্টের ছড়াছড়ি।
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৩690694
  • লুচি শেষ।
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৪690695
  • ণা না এখনো আছে তো।
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৭690696
  • :-)
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৮:২৯690698
  • সে-টেনি নাম পালটে পিন্টু করে দিন।

    তৃতীয় দৃশ্য

    (কেবলীদের বাড়ী,লাল শাড়ী পরে ঘোমটা দেয়া কেবলী আসনে বসে,কেবলীর মা ,অমলাও বাবা নিবারণ ব্যস্তভাবে ঘোরাঘুরি করেন।কেবলী মাঝে মাঝে চারদিকে দেখে,মা দৌড়ে গিয়ে মেয়ের ঘোমটা টেনে দ্যায়।

    সাদা গোঁফদাড়ি ও ধুতি পাঞ্জাবী পরে অভ্যু ও রবি ঢোকে,এদের হাতেও হাঁড়ি।)

    কেবলীর বাবা,নিবারণ।।আসুন,আসুন,আসতে আজ্ঞে হোক।বলরাম বাবু কই?পিছিয়ে পড়েছেন বুঝি?

    অভ্যু।। (যথাসাধ্য গলা মোটা করে) আসলে বলরাম বাবুর পায়ে বেদনা হওয়াতে আসতে পারলেন্ না,আমাদের পাঠালেন।

    রবিদা।।(ভুলে আসল গলায় বলে ফেলে) আমি ছেলের কাকা আর এ মামা।

    নিবারণ।।( ভীষণ সন্দিঘ্ন ভাবে দুজনকে দেখে) আপনি মামা আর ইনি কাকা?

    অভ্যু।। না না,আমি কাকা ,ধুত্তেরি মামা।যাগ্গে চলুন আশীর্বাদটি সেরে ফেলি,শুভ কাজে দেরী কত্তে নেই।

    নিবারণ।।(তখনও সন্দেহ আছে) কী দিয়ে আশীর্বাদ করবেন?মানে (হাতের দিকে তাকায় ) --

    রবিদা।। হাতে শুধুই হাঁড়ি,এই তো? ভয় পাবেন না।সব আছে।

    (ম্যাজিকের মত কোথা থেকে এক বাক্স বের করে,বাক্স দেখে নিবারণ আশ্বস্ত হয়,কেবলীর মা মেয়েকে ধরে বসে,যেন হঠাৎ মনে পড়ে গেছে এমন ভাবে একটু ফোঁৎ করে কেঁদে নেয়।
    অভ্যু ও রবিদা যথাসাধ্য গম্ভীর হয়)।
    অভ্যু।।দেখুন,আমাদের বাড়ীর নিয়ম হল, আশীর্বাদের সময় মেয়ের বাবামা দাঁড়িয়ে দেখে না।আপ্নেরা একটু তফাৎ হোন।
    নিবারণ।। (আবার প্রচন্ড সন্দেহ)এ আবার ক্যামোন নিয়ম,অ্যাঁ ?বাবার জন্মে শুনিনি!!
    (অভ্যু ও রবিদা চুপ করে তাকিয়ে থাকে।অমলা নিবারণকে টেনে অন্যদিকে যায়,অন্যদিকে মুখ করে নিজে দাঁড়ায় ও স্বামীকেও দাঁড় করায়।)

    অভ্যু।।আশীর্বাদ করি অনেক জ্ঞান হোক তোমার,যথার্থ জ্ঞান।
    রবিদা।।সত্যিকারের মানুষ হও,ভালো থেকো ,সকলকে ভালো রেখো।
    অভ্যু।।তোমার স্বপ্ন সফল হোক,মানুষের রোগযন্ত্রণা দূর কোরো,অসুস্থকে সুস্থ জীবন ফিরিয়ে দিও।
    রবিদা।।(বাক্স খুলে একটি স্টেথো বের করে)এইটি নাও,কাছে রেখো,যখনি দেখবে দাদাদের কথা মনে পড়বে।
    (আশীর্বাদের ধরণ শুনে এতক্ষণ নিবারণ লাফিয়ে উঠছিল,আর অমলা তাকে , সামলাচ্ছিল,শেষে দাদা কথাটি শুনে রোগাপটকা নিবারণ তার মোটাসোটা বৌকে ঠেলে মাটিতে ফেলে দৌড়ে আসে)
    নিবারণ।। একবার দাদা,একবার মামা - ইকি তামাশা পেয়েছেন?বাড়ীতে ঢুকে দিনেদুপুরে ডাকাতি করবেন? জানেন,থানার দারোগা আমার সঙ্গে ছোটবেলায় এক কাঁসিতে মুড়ি খেতো?জানেন এমেলে সাহেব আমার পিসতুতো ভাইয়ের ননদ হন (মাটি থেকে অমলার ক্ষীণ কন্ঠ শোনা যায় ,ননদ না শালা)জানেন, বিডিও ম্যাডাম আমার খুড়তুতো ভাগ্নের বস হতেন?ও হো হো,কে কোথায় আছ,দৌড়ে এসো আমার ঘরে ডাকাত নাকি টেররিস্ট ঢুকেছে গো।

    ক্রমশঃ
  • পুপে | 74.233.173.198 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৮:৫৫690699
  • কি চমতকার! সেই কেলাস সিক্সে পড়তে শুকতারায় পড়া একটা নাটক বন্ধুরা মিলে মঞ্চস্থ করেছিলাম, মনে পড়ে যায়! :)) একেবারে গুড়ের মতন মিঠে হচ্চে গো কুমুদি।
  • Abhyu | 126.203.168.19 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬690700
  • উঃ ক্যারেকটারের নাম দিয়েছেন অভ্যু! তা ভালো তাহলে দময়ন্তী নামের একজন চাই। ব্যাঙাচিও চাই। আর কল্লোল-দীপ্তেন-রঞ্জন তো মাস্ট।

    পুরোটা একসঙ্গে পড়ব। যা বুঝছি খুবই ভালো হচ্ছে।
  • পুপে | 74.233.173.198 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৯:২০690701
  • আর পুপে?? সে কি নতুন বলে বাদ!!! :'(
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৯690702
  • {মাটি থেকে অমলার কুঁইকুঁই,নিবারণের লম্ফঝম্ফ সব মিলে সে এক ভয়ানক গোলমাল।এর মধ্যে ধূলিধূসরিত বলরাম লেংচে ঢোকে,তাকে দেখে নিবারণ দৌড়ে যায়)।
    নিবারণ।। এইতো বলরাম বাবু!!একী,একী আপনি এমনধারা ল্যাংচাচ্চেন কেন?জল খান,জল।
    (কেবলী দৌড়ে জল আনে,বলরাম জল খায়,ধাতস্থ হয়,কেবলী অমলাকে তোলে)।
    বলরাম।। ভাগ্য ভাল যে ভালকথাতেই কাজ হয়ে গেল।একটু লেংচে গেছি বটে ও কিছুনা।এই ছেলেরা আমার চোখ খুলে দিল,লম্বা হাঁটা হল বটে,কিন্তু--
    (নিবারণ তেড়েমেড়ে ওঠে)
    নিবারণ।।গাঁয়ের মুখ থেকে আমার বাড়ী দুমিনিটের রাস্তা!এই হতচ্ছাড়াগুলো আপনাকে জেনেশুনে ঘুরিয়েচে বুঝি?
    বলরাম।। আহা,অত উত্তেজনা হবেন না।এরাই যে মনে করিয়ে দিল একুশের নীচে ছেলেদের আর আঠারোর নীচে মেয়েদের বিয়ে দেয়া আইনত অপরাধ আর অন্যায় তো বটেই।
    (কেবলীর মাথায় হাত রাখে) তুমি ভেবো না মামণি,তোমার পুতুলবিয়ে হবে না ,সত্যিকারের মানুষের মত বিয়ে হবে,যখন তুমি চাইবে তখন।কী বলেন,নিবারণবাবু?
    নিবারণ।।তা আপনারা যখন বলচেন!তবে আপনার ছেলেটির মত সুপাত্র কি আর পাব?
    বলরাম।।পাবেন বৈকি।অনেক পাবেন।আর একটা কথা,মায়ের নামটি এবার পালটে দিন।
    (অভ্যু ও রবি সাহস পেয়ে এগিয়ে আসে)
    অভ্যু।।বোনুর নাম দিলাম মনীষা।
    সকলে।।খুব সুন্দর নাম।
    রবিদা।। আর এইবার অনুমতি করুন,গোঁপদাড়িগুলো খুলি,বাবারে কী কুটকুট কচ্ছে।
    বলরাম।।মিষ্টিমুখ করুন সবাই(ছেলেদের দিকে তাকায়,তারা সকলে এ ওর পিছনে লুকানোর চেষ্টা করে,অভ্যু চট করে তাদের আনা হাঁড়ি এগিয়ে দেয়,সকলে হাসিমুখে মিষ্টি খায়)।
    অভ্যু।।আর কাল আমাদের পিকনিকে সবাই আসবেন বোনুকে নিয়ে।
    কেবলী।।হ্যাঁ,পিকনিক সেই কোন কোন নগরে-
    রবিদা।।কোন কোন নগর না,একটাই,কোন্নগর।
    (দর্শকদের বলে)আপনারাও আসবেন সক্কলে,অবিশ্যি করে।ভোর পাঁচটায় বাস ছাড়বে কিন্তু।

    সকলে ঘুরে ঘুরে নাচে-
    আমরা যাব কোন্নগরে, ভ্যাঁপ্পোভ্যাঁপো গাড়ীতে,
    সবাই এসো মজার দিনে,থেকোনা কেউ বাড়ীতে।
    পিকনিক,পিকনিক,পিকনিক হো!!
  • | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৪690703
  • হুঁ হুঁ বাবা কোন্নগর আছে আর গপ্পো ভাল হবে না মানে?
    কুমুকে বেশ টাইট হাগ একটা।
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৮690704
  • সেশ।

    কয়েকটি কথা-
    ১।খুবি তাড়াহুড়োতে লেখা,টাইপো ঠিক্করে নেবেন।
    ২।সন্দিগ্ধ (তখন লিখতে পারছিলাম না)
    ৩। বলারাম/নিবারণ কাউকেই আপনি বলা হবে না,ঢোকে,আসে এইরকম।একটু মিক্সাপ হয়ে গেছে।
    ৪।আশীর্বাদের জায়গাটিতে কেউ একটি জুতসই শ্লোক দিন।
    ৫।টেনি পাল্টে পিন্টু করে নিন।
    ৬।সের দেয়া স্পেকস ফলো করতে চেষ্টাকরলাম ।শুধু গোঁপদাড়ি লাগবে দুজোড়া,মিষ্টির হাঁড়ি আর লাল শাড়ী।
    ৭।শুধু পুপেসোনার জন্য নামে একটি নাটক লিখে দেয়ার চেষ্টা করব,তাতে সব গুরু/গুরুনীরা থাকবেন।
    যাঁরা সময় করে পড়লেন/বেন সকলকে থাংকু।
  • pi | 192.66.111.210 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২০:৪৪690705
  • বাঃ !
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:০৮690706
  • কুমুদিদি,
    মাল/নাটক যথাস্থানে ডেলিভারি করা হয়ে গেছে।
    নাটক মঞ্চস্থ হলে তার ফোটো এখানে তুলে দেব।
    তারা অনেক ধন্যবাদ জানিয়েছে।
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৭690707
  • কুমুদিদিকে
  • সে | 198.155.168.109 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৮690709
  • অভ্যুকে,

  • রোবু | 233.29.204.178 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:৪০690710
  • খুব ভালো হয়েছে।
  • san | 113.245.15.180 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২১:৪৬690711
  • কুমুদি রক্‌স !
  • ranjan roy | 24.99.46.50 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:০২690712
  • লা জবাব! পদ্যগুলিও দিব্য হয়েছে।
  • Abhyu | 126.203.184.74 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৩690714
  • মাঝের থেকে আমিও কিছু ক্রেডিট পেলাম। পুপেদিদি নতুন, বলেছিলাম না টই খোলায় আমার খুব নামডাক? :)
  • Abhyu | 126.203.184.74 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৩690713
  • বেশ মানে খুব ভালো হয়েছে কুমুদি। এই পড়লুম।

    পরে অভ্যু বদলে অন্য নাম দিয়ে (তিমির বিদার উদার সব বদলাতে হবে) আমাকে মেল করে দেবেন। এই নাটক আমি নিষ্ঠায় পাঠাতে পারলাম না :)
  • kumu | 132.161.93.117 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:২৭690715
  • অভ্যু,আচ্ছা।
    সে থাংকু।
  • | 183.17.193.253 | ২৭ ডিসেম্বর ২০১৫ ২৩:৩০690716
  • খু উ ব ভালো।
  • পুপে | 74.233.173.193 | ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:২৯690717
  • খুউউউউব ভাল :)))))) অভ্যুদা গুরু স্পেশাল নাটকের টইটাও সময় মত খুলে ফেলো। ;)
  • aranya | 83.197.98.233 | ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:৩২690718
  • দারুণ! জাস্ট টু গুড হয়েচে
  • sosen | 34.49.119.28 | ২৮ ডিসেম্বর ২০১৫ ০২:০৪690720
  • বেশ ছোটোবেলার দেবসাহিত্য কুটিরের লেখাগুলোর মতো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন