এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেমে পড়ার হিসেব নিকেশ

    Tan
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০০৬ | ৩৭৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tan | 131.95.121.127 | ০৮ নভেম্বর ২০০৬ ২২:১৫694354
  • এখানের পুরানো নতুন পুরুষ মহিলা জীবনে প্রেমে পড়েছেন বা পড়েন নি,পুজোয় প্রেমে পড়েছেন বা দোলে পড়েছেন,ইস্কুলে প্রেমে পড়েছেন বা কোচিং এ প্রেমে পড়েছেন বা কলেজে উঠে পড়েছেন,সবাই হাত খুলে লিখুন।
    কি কি হিসেব নিকেশ করেছেন প্রেমে পড়তে গিয়ে,যেমন পোটেনশিয়াল প্রেমিক/প্রেমিকার টাকাকড়ি ইনহেরিটেন্স অভিজাত স্কুল কিনা কোন্‌ মিডিয়াম পোটেনশিয়াল সাকসেসের সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি কি কি দেখে।
    একেবারে সত্যি গল্প লিখুন,সিনেমায় যেমন বাউন্ডুলে গোছের প্রেমিকের জন্য পাগলা হয়ে গেলো ধনীর দুলালী,ও জিনিস তো আদতে হয় না,আসল গপ্পোগুলো লিখুন।

  • tan | 131.95.121.127 | ০৮ নভেম্বর ২০০৬ ২২:৩৪694365
  • ব কোথায়?
  • J | 84.73.112.208 | ০৯ নভেম্বর ২০০৬ ০০:৪৯694376
  • লিখবো?
    লিখি?
    ন্না:...
    নজ্জা কচ্ছে
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ০৯:১৩694387
  • লজ্জা কিসের?
    ফরফরাইয়া গুছাইয়া ধাপে ধাপে কইয়া যাও।
    :-))))

  • omnath | 210.211.190.225 | ০৯ নভেম্বর ২০০৬ ১৮:২৬694398
  • প্রেম নিয়ে, এটা গুনলে তিন নম্বর থ্রেড।
    সবাই মালটা নিয়ে ঘাঁটতে ভালোবাসে। কেউ পুরোটা খোলে না। আর বাকিরা চায়, দেখবে - অন্যে কখন খোলে।

    ইয়ে প্রেম নিয়েই কথা কইছি।
  • Samik | 125.23.122.125 | ১৫ নভেম্বর ২০০৬ ২২:৩৩694405
  • তা হলে মালটা নিয়ে কেউই ঘাঁটছে না?
  • *.*P | 203.200.40.194 | ১৬ নভেম্বর ২০০৬ ০০:৪২694406
  • আমার ভালবাsআর রাজপাsআদে
    নিsউতি রাত গুমড়ে কাঁদে
    তাইত একা বাড়ির ছাদে
    মন দিয়ে পানু পাঠে
    হঠাত দেখি সোনাঝড়া তোমার হাঁসি
    আমায় করলো মাতাল
    এলোচুলা রুপে তোমার
    আমি হলাম পাগল
    শ্রাবনসন্ধ্যয় দেখলাম তোমায়
    চাইলাম পেতে তোমায়
    হিমেল হাওয়ায়।
    ভাবলাম ধরা কি দেবে কোনো একদিন তুমি
    আমার মনের এই মনিকোঠায়।
    একদিন
    আলতো চাঁদের আলোয়ে পেলাম তোমার পরশ
    মুছে যে দিলে তুমি জীবনের সব আপোষ
    তারপর বসন্ত এলো,হুসেন এলো,হুসেনের বাবা এল,তুমিও এলে কিন্তু বৌদি হয়ে।
    আমার ভালবাsআর রাজপাsআদে
    নিsউতি রাত গুমড়ে কাঁদে
    তাইত একা বাড়ির ছাদে
    মন দিয়ে পানু পাঠে।

  • Manna | 202.78.233.248 | ২৮ নভেম্বর ২০০৬ ১৯:০৯694407
  • চোদার বাই কেন এত
  • Gaza | 71.138.240.175 | ২৮ নভেম্বর ২০০৬ ২২:১২694408
  • মান্না,তুই কি বহুত frastu অছিস?
    প্রেম কে একটা শিল্পের পর্যায়ে আনা যায় ,যদি প্রেমিক বা প্রেমিকা কেও এক্‌জন শিল্পী হয়।
    Tan এর একটু প্রেম পেয়ে ছিলো তাই থ্রেড্‌টা খুলে ছিলো,তোদের কিছু লেখার থাকলে লেখ কিন্তু গন্ধো ছরাস না।
    জয় মাঁ ত্ত্রা
  • MM | 195.229.242.85 | ২৯ নভেম্বর ২০০৬ ১৬:৫৪694355
  • কোনো না কোনো সময় কারো না কারো প্রেম এ পরে নি এমন কেউ আছে কি? তবে কেউ কেউ আছে ধুপ্‌ধাপ প্রেম এ পরে, 'যারে দেখি তারেই লাগে ভালো' অবস্থা আর কি! আবার একটা বয়েস আছে যে সময় ছেলেরা মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ না করলে বুঝতে হবে কিছু গন্ডগোল আছে।
    কেমন যেন একটা অলিখিত নিয়ম আছে প্রেম এর পরিণতি 'পরিণয়'। এটা কিন্তু সবার জীবনে ঘটে না, অনেকেই প্রেম করে বলতে পারে নে। এটাও ঠিক প্রেম মানেই হিন্দি সিনেমার মতো বিছানায় যাওয়া নয়। প্রেম তো একটা সুন্দর অনুভুতি মাত্র। কাজেই আমি কখনই বলব না 'সব কোরো প্রেম কোরো না', আর বল্লেই বা শুনছে কে? 'প্রেমের ই ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পরে কে জানে'।
  • Prantik | 213.68.11.198 | ২৯ নভেম্বর ২০০৬ ১৭:১১694356
  • আমি কখনও প্রেমে পড়ি নাই ।।
    কিন্তু প্রেম আমাতে প্রায়ই পড়ে, টের পাই ।।।
    কিন্তু ধরে রাখতে ভয় পাই ।।
    পাছে নিজেরে হারাই ।।।

    চাপ আছে হে!

    প্রান্তিক
  • Gaza | 170.213.132.253 | ২৯ নভেম্বর ২০০৬ ২২:৫৬694357
  • প্রেম হছে একটা s/w program অনেক টা virus? এর মতো।
    অনেক লিখে্‌ত হবে তোদেরকে বোঝাতে গেলে। আজ চলি
  • MM | 213.42.2.27 | ৩০ নভেম্বর ২০০৬ ১১:১৮694358
  • জীবনে একবার অন্তত: প্রেমে পড়ে নি এরকম কউকে খুঁজে পাওয়া 'মুশি্‌কল নেহি না মুমকিন'। তবে প্রেম করাটা আলাদা। অনেকেই অনেকের প্রেমে পড়ে কিন্তু বলতে পারে না তাই তার আর প্রেম করা হয়ে ওঠে না। প্রেমে র পরিণতি 'পরিণয়' এটাই চলে আসছে, কিন্তু অনেকের জীবনে সেটাও ঘটে না। তবুও লোকে প্রেম করে। আমার মতে সকলের ই প্রেম করা উচিত, শরীর স্বাস্থের কথা ভেবে। প্রেম করলে মন ভাল থাকে,মন ভাল থকলে শরীর ও ভাল থাকে, gym এ যেতে হয় না পয়সাও খরচ হয় না। তার মনে এক ঢিলে দুই না তিন পাখী মারা যায়। অতএব প্রেম অবশ্য করণীয়। :) :) :)
  • r | 61.95.167.91 | ৩০ নভেম্বর ২০০৬ ১৪:৫৫694359
  • পেমের গান:

    আহা পেম, অহো পেম

    তোমার সবই আমাতে নিলেম
    আমার শব তোমাকে দিলেম

    বাহা পেম, কহো পেম

    মিষ্টি রসে হাতটা ধুয়েছেন
    পিমড়ে মুখে বনের লতা সেন

    হাহা পেম, হুহু পেম

    গোলাপ বকুল গন্ধগোকুল লেন
    দূরের থেকে সইয়ে নিলুম পেন

    কাঁহা পেম, কেয়া পেম
  • Sohel sk | 59.14.120.66 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০০694360
  • গতকালের চেয়ে অনেক বেশি ভালোবাসি আজ,
    কাল ভালবাসবো অনেক বেশি আরও ।
    ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম…এ
    জীবনে তো আর সম্ভব না, আর একবার জন্ম
    নিলে চেষ্টা করে দেখতে পারি । যদি প্রশ্ন
    করো কেন এতোটা ভালোবাসি !!! যা প্রকাশ করার
    ভাষা ,পরিমাপ করার স্কেল অথবা কোন কারন
    আজো পাইনি ।
    উত্তর একটাই …”ভালবাসতে ভালোবাসি….
  • এমেল ......Raghunathganj Bali | 178.235.194.122 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৩694361
  • অনেক চেষ্টা করলাম ভুলে যেতে, অনেক চেষ্টা করেছিলাম ঘৃণা করতে । কিন্তু , কেনো জানি পারলাম না । নিজেকে ঘৃণা করতে পারি, কিন্তু তাকে পারি না ! কেনো ? জানি না কেনো এখনো এতো কষ্ট দেয়ার পর ও তাকেই পাগলের মতো ভালোবাসি । হয়তো সত্যিকারের ভালোবাসার পরিণাম এটাই ! অপেক্ষা আর অপেক্ষা । এমন একজনের জন্য অপেক্ষা যে কিনা কোনো দিন ও আসবে না, যে কিনা অন্যের এখন । আমি জানি আমি তাকে আর কোনো দিন ও পাবো না, কিন্তু এটা ও জানি তাকে ছাড়া বাঁচাও সম্ভব না । এতোটা ভালোবাসি যে আজীবন তার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি । তবু ও চাই ভালো থাকুক সে, সব কষ্ট গুলো আমাকে দিয়ে । থাকুক সে ভালো ।
    অভিমান করো তবু...
    -- পর করে দিও না ।।
    কাছে না আস তবু...
    -- হাড়িয়ে যেও না ।।
    যত পারো কষ্ট দাও তবু...
    -- মন ভেঙ্গো না ।।
    দূরে চলে যাও যতই...
    -- তবু ভুলে কিন্তু যেও না ।
  • এমেল +সামতিকা | 59.14.120.66 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৭694362
  • সামতিকা
    এই পৃথিবীতে সবাই সবাই
    কে স্বার্থের জন্য ভালবাসে।
    তবে একজন মানুষ
    আছে যে কোন স্বার্থ ছাড়াই
    ভালবাসে।
    .
    .
    .!!
    .
    .
    .!!
    .
    .
    তিনি হলেন আমাদের
    ("মা")
    [একমত হলে কমেন্ট]
  • R | 131.241.218.132 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৩694363
  • এটা কি নির্মল আনন্দ ২? ছদ্মনামে চলছে?
  • sosen | 212.142.121.74 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪২694364
  • "হাড়িয়ে যেওনা" পড়ে বেজায় কষ্ট হোলো।
  • ranjan roy | 24.99.111.31 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২২694366
  • মানে প্রেমের দুঃখে না খেয়ে দেয়ে হাড়গিলে হয়ে যেও না!
  • 4z | 208.231.20.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৪694367
  • বা প্রেমকে হাড়িয়ার মত পচিয়ো না!
  • Tim | 188.91.253.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৬694368
  • হাড়িয়ে যাওয়া মানে হাড়ে হাড়ে চারিয়ে যাওয়া, খুব গভীর প্রেম, চিকিচ্ছে নেই
  • pi | 192.66.15.119 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৯694369
  • গতকালের চেয়ে অনেক বেশি ভালোবাসি আজ,
    কাল ভালবাসবো অনেক বেশি আরও ।
    ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম…এ
    জীবনে তো আর সম্ভব না, আর একবার জন্ম
    নিলে চেষ্টা করে দেখতে পারি ।
    ---

    ধুদ্ধুর, হিসেবনিকেশ মোটেও মিললোনা। আপনার আজ<কাল <পরশুর হিসেব অনুযায়ী আগামী জন্মে তো আরো আরো বেশি ভালোবাসার কথা। সেখানে কিনা বলছেন ভুলে যাবেন !

    গোল্লা পেলেন।
  • Tim | 188.91.253.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩০694370
  • একিরে! রিসেট বাটন নাই নাকি? একি মান্ধাতার রেডিও?
  • pi | 192.66.15.119 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৮694371
  • উঁহু, জন্মান্তর থিয়োরিতে কর্মফল অ্যাকুমুলেটিভ। নো রিসেট ফিসেট।
  • Tim | 188.91.253.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪১694372
  • প্রেম তালে কর্মফল? ঃ-)
  • pi | 192.66.15.119 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৭694373
  • জন্মজন্মান্তরের সাথী আর নইলে কোদ্দিয়ে আসবে ? ঃ)
  • শিবাংশু | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৭694374
  • বোঝো, পরজন্মেও হাড়ানো যাবেনা ? সেই এক লোককেই তাড়ানো, আবার.... জীবনভর...

    হে পেম, হে জগড়নাথ
  • Kaju | 131.242.160.210 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২২694375
  • একতরফা প্রেমের চেয়ে বাজে জিনিস আর নেই, সব সময় হয়ত প্রেম নয়, একটু কথা বলার বা বেশি করে তার কন্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা আমার তুচ্ছ কথার জবাবে। কথা বলার ইচ্ছে কিন্তু কী বলব কী ভাববে বুঝতে না পেরে না এগোনো না পেছোনো, অথচ সে মনের মধ্যে থেকে বিদেয়-ও হচ্ছে না কথাও হল না কোনোদিন, তারপর একদিন চলে গেল চোখের বাইরে অন্য শহরে হয়ত অন্য কারো হয়ে গেল, আরো সব্বোনাশ যদি তার বাড়ি আমার আসা যাওয়ার পথের ধারে হয়, নির্দিষ্ট কোনো টাইমে অমুক মোড় পেরোতে তাকে দেখতে পাবেই, পেতেও একদিন কিন্তু বেশি বিজি বিজি অ্যাটিচুড দেখিয়ে বা ওই পথেই ফেরার সময়ে দেখা হতে একদিন কথা বলতে গিয়ে সে পাশে হাঁটা থামিয়ে 'আমাকে একটু ওয়েট করতে হবে' বলে আকারে ইঙ্গিতে কাটানোর চেষ্টা করায় খোঁচা খেয়ে আর জম্মে কথা না বলা তার সাথে, এই এতদিন দেখা হওয়া সত্ত্বেও, এখন সেই যে চোখের বাহির, আরো বেশি করে মনের ভেতর গেঁড়ে বসা - সেই রাস্তা, সেই ১১টা কুড়ির ফুটব্রিজ পার হওয়া নিত্যদিন, সেই বাঁ হাতের ব্যাগ, আপিসের সেই কোণের দিকের সিট, লেকটাউনের গলির বাঁক ঘুরতে কোনো এক অদেখা বিয়ের সন্ধ্যাস্মৃতি যত্নে রেখে দেয়া 'পরিণীতা' বিয়েবাড়ি, যেখানে যাবার নেমন্তন্ন কার্ড-ও সে দেয়নি তোমাকে, এসব মগজ মেশিন শড্ডাউন না হলে আর মোছে কখনো !
  • T | 24.139.128.15 | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৪694377
  • বাব্বা, প্রেমের তোড়ে দাঁড়ি অবধি দিচ্ছেনা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন