এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৫২৭৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 71.170.214.49 | ১৯ অক্টোবর ২০০৮ ১৯:২২696746
  • মমতার গলায় দড়ি আর বনেটে ওঠা নিয়ে এত লেখার কি আছে। ঐ নাটকগুলো তো শুধু ওর বার নামিয়ে দেয়ায় সাহয্য করেছে যাতে যা খুশি ধান্দাবাজি করে নেওয়া যায় অবলীলায়।

    সিঙ্গুরের মাঠে নক্সাল পাশে বসিয়ে বক্তৃতার অংশ।"... আমরা এখন রোজা করব, পুজো করব। আমাদের তো এসব আছে, ঐ কমিউনিস্টদের তো এসব নেই"।

    "... এখানে শপিং মল হবে, বিউটি পার্লার হবে আর কি কি হবে সেগুলো আমি মুখে আনতে পারবো না"।

    আগাগোড়া মিথ্যাবাদী আর ধান্দাবাজিতে ভরা -- লেজিট দাবিকে ভয়েস দিয়েছে - ঐ আনন্দেই থাকো। লোকসভাতে যদি ভোট বাড়ে তবে আগামী তিন বছর এই অবতার থাকবে, নইলে নয়া অবতার।
  • Ishan | 121.245.93.187 | ১৯ অক্টোবর ২০০৮ ২২:৩৬696747
  • টাটা এবং আবাপর এনলাইটেনমেন্ট সম্পর্কে আরও দু-চার কথা।
    ----------------------------------

    ৩০ শে ভাদ্র। সোমবার। ১৫ই সেপ্টেম্বর। ২০০৮। আনন্দবাজার প্রথম পাতায় লিখল "ন্যানো আসুক, আশায় গোপালপুর'।
    (http://www.anandabazar.com/archive/1080915/15desh3.htm)

    গল্পটা কি? না উড়িষ্যার গোপালপুরে টাটা কারখানা বানাবে বলে জমি নিয়েছিল। সেখানে বেশিরভাগ কৃষকই ছিলেন "ইচ্ছুক'। স্বেচ্ছায় জমি দিয়েছিলেন। পরিবর্তে পেয়েছিলেন জমির দাম বাবদ টাকা আর পরিবার পিছু একজনের চাকরির প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিটি বলাবাহুল্য টাটারা দিয়েছিল। সেই কারখানা হয়নি। জমিহারা মানুষ জমিও ফেরত পাননি। চাকরি তো পানইনি। অত্যন্ত দুরবস্থায় দিন কাটাচ্ছেন।

    এ পর্যন্ত সবই ঠিক আছে। এর পরেই প্রশ্নটা এসে যায়, যে, কেন কারখানা হয়নি? আনন্দবাজার জানাচ্ছে, সিপিআই এর আন্দোলনের জেরে মান্ডিয়াপল্লীতে ইস্পাত কারখানা হয়নি।

    অতএব এনলাইটেনমেন্টের ইকুয়েশনটি অতীব সরল। এনলাইটেন্ড টাটা কারখানা বানিয়ে উড়িষ্যায় সমাজসেবা করতে এসেছিল। লোকে চাকরি পেত। পেট ভরে ভাত পেত। দু-হাত ভরে টাটাকে আশীর্বাদ করত। কিন্তু মুকপোড়া বর্বর সিপিআই সেটা হতে দিলনা। এই বার্বেরিয়ানদের অত্যাচারে সোনার গোপালপুর ছারখার হয়ে গেল ইত্যাদি। এনলাইটেনমেন্টের আরেক স্তম্ভ আবাপ দিগ্বিদিকে সেই তথ্য প্রচার করে জনতাকে সাবধানবাণী বিতরণ করছে। বুদ্ধিমান মানুষজন টাটা ও আবাপর পতাকাতলে ক্রমশ: জড়ো হচ্ছেন।

    সবই ঠিক ছিল। শুধু টাটার ওয়েবসাইটে গিয়ে দেখা গেল আন্দোলন টান্দোলন না, Three factors prevented Tata Steel from going ahead with its plan no progress on the port, poor linkage of iron ore and non-availability of water.
    (http://www.tata.com/company/Media/inside.aspx?artid=VsaxWAhf2II=)

    এর থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি।
    এক। টাটা অতীব এনলাইটেনড। সেজন্য কারখানা বানাবে বলে জমি নেয়। চাকরির প্রতিশ্রুতি দেয়। এবং সেসব রাখেনা।
    দুই। আবাপ আরও বেশি এনলাইটেনড। পাছে লোকে টাটাকে ভুল বোঝে, তাই তারা টাটার প্রতিশ্রুতি না রাখার দায়কে সিপিআই এর ঘাড়ে চাপায়।
    তিন। বুদ্ধিমান এনলাইটেনড মানুষেরা টাটা ও আবাপর এ হেন এনলাইটেনমেন্টে মোহিত হয়ে উদ্বহু হয়ে নৃত্য করেন।

    সব মিলিয়ে এ এক অপূর্ব এনলাইটেনমেন্ট অপেরা। :)
  • shyamal | 24.119.209.40 | ২০ অক্টোবর ২০০৮ ০১:২১696748
  • ঈশানের টাটার গোপালপুরে স্টীল প্ল্যান্ট না করার কাহিনী পড়লাম। কিন্তু এই আর্টিকলে অন্য রকম বলছে। http://tinyurl.com/4dq4vr

    এতে বলছে গণসংগ্রাম পরিষদ নামক একটি স্থানীয় সংস্থা স্টীল প্ল্যান্ট তৈরীর ভীষণ বিরোধীতা করে। এই প্রোটেস্টের ফলে গোপালপুর পোর্ট আর একটি জলের রিসার্ভয়ার তৈরী হলনা। এদুটোই ওড়িশা সরকার প্রমিস করেছিলেন। এসব দেখে টাটা ওড়িশা সরকারকে বলে, আমরা এখানে প্ল্যান্ট করতে পারবনা, সে জায়গায় কলিঙ্গনগরে করব।
    টাটা যাদের জমি নিয়েছিল, তাদের অন্যত্র থাকার কলোনী বানিয়ে দিয়েছিল। প্ল্যান্ট না হওয়ায় সেখানকার লোকের অবস্থা দুর্বিষহ। অনেকে প্রচুর চাকরি হওয়ার আশায় ছিল।
    তবুও টাটারা বলছে ভবিষ্যতে গোপালপুরে কোল্ড রোলড শীটের একটি ছোট কারখানা করবে। কিন্তু সেখানের মানুষের আজকে আয় প্রায় নেই।
    তা এটা কি টাটার দোষ না গণসংগ্রাম পরিষদের?
  • arjo | 24.214.28.245 | ২০ অক্টোবর ২০০৮ ০৫:১০696749
  • শ্যামল বাবু কি টাটার সাইট টা পড়ে দেখেছেন? যদি পড়ে না থাকেন তাহলে পড়ুন। আর যদি পড়েও msn এর সাইটটি দিয়ে থাকেন তাহলে প্রশ্ন টাটা কেন কারখানা বানালো না সেটা টাটার থেকে বেশি আবাপ বা msn বেশি বিশ্বাসযোগ্য এই অ্যাজাম্পশনের পিছনে কি যুক্তি?

    প্রসঙ্গত আবাপর লেখাটা msn এর লেখাটার বাংলা ট্রান্সলেশন।
  • aja | 71.106.244.161 | ২০ অক্টোবর ২০০৮ ০৬:২২696750
  • কংশালেদের কি মমতাদি লে-অফ করেছে? নইলে এত্তো সময় পাচ্ছে কোতা থেকে?
  • shyamal | 24.119.209.40 | ২০ অক্টোবর ২০০৮ ০৭:০৩696751
  • আর্য,
    আমি আনন্দবাজারের লেখাটা পড়িনি কিন্তু ঈশানের দেওয়া টাটার লিঙ্কটা পড়েছি। MSN বেশি বিশ্বাসযোগ্য কারণ সেটা একটা নামী সংবাদসংস্থা। তার টাটা বা তার বিরোধীদের সঙ্গে কোন ব্যক্তিগত স্টেক নেই। কিন্তু টাটার আছে।
    টাটা গোপালপুর পুরো ছেড়ে যায়নি। আবার ফিরে আসবে। একটি ব্যাবসায়িক সংস্থা হিসেবে তারা কাউকে চটাতে চায়নি তাই তাদের বক্তব্য ভাষা ভাষা।
    শিল্পপতিরা আমলাদের রেগুলার ঘুষ দেয় তাদের শিল্পের খাতিরে। সেটা নিশ্চয় খুশী মনে নয়। কিন্তু তারা কি পরের দিন সেই আমলাদের পুলিশে ধরিয়ে দেয়? তারা এটা ভারতে ব্যবসার কস্ট বলে ধরে নেয়। ঠিক একই কারণে তারা সচরাচর রাজনৈতিক নেতাদের সমালোচনা করেনা। কিছু গড়তে গেলে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। সমালোচনা করে শত্রু তৈরী করলে অরুন্ধতী রায় হওয়া যায়, কিন্তু কিছু গড়া যায়না।
  • arjo | 24.214.28.245 | ২০ অক্টোবর ২০০৮ ০৭:২২696752
  • মানা গেল না। এই তো টাটা প:ব: এর জনগণকে খোলা চিঠি দিয়েছেন সিপিএমকে ভোট দেবার জন্য। যাঁরা এতো খোলাখুলি রাজনৈতিক মতামত জানান তাঁরা নিজেদের ওয়েব সাইটে যাস্ট মন রাখার জন্য মিথ্যে বলবে?
  • arjo | 24.214.28.245 | ২০ অক্টোবর ২০০৮ ০৭:৩৩696753
  • আর ইনভেস্টরদের কাছে একটি রাজনৈতিক অস্থিরতায় প্রোজেক্ট ভেস্তে যাওয়া অনেক বেশি গ্রহণযোগ্য। আয়রন ওর পাওয়া যাচ্ছে না, জল নেই এসব তো বাজে প্ল্যানিং। টাটা নিশ্চয়ই ইনভেস্টরদেরই বেশি খুশি করতে চাইবে। ঐ গড়া, ভাঙা এসব বাজে কথা। যেকোনো কোম্পানীর একমাত্র লক্ষ্য ইনভেস্টরদের স্বার্থ দেখা।
  • arjo | 24.214.28.245 | ২০ অক্টোবর ২০০৮ ০৮:৩৮696754
  • ও হ্যাঁ অবস্থানটা জানাতে ভুলবেন না যেন। নইলে এবারে অ্যাজিউম করতে হবে। চেয়েও ডেটা না পেলে অ্যাজাম্পশান ছাড়া উপায় থাকে না।
  • arjo | 24.214.28.245 | ২০ অক্টোবর ২০০৮ ০৮:৪১696756
  • ** আমার শেষ পোস্টটি সমঝদারো কে লিয়ে।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ০৯:২৯696757
  • তর্কের নমুনা দেখে ঘেন্না ধরে গেলো। মামু, আর্য এট অল-এর তরফে একটা নোংরামি আর বাজে ঝামেলাকে লেজিটিমেসি দেওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা দেখে, আর প্রশ্ন উঠলেই তর্কের মুখ অন্যদিকে ঘোরানো দেখেও।

    যাই হোক - দমুর প্রশ্নের উত্তরে বলি - আমি কস্মিনকালেও বলিনি মমতাকে নাচতে দেখেছি - জয়প্রকাশের বনেটেই হোক বা প্রতিদিনের গাড়ির ছাতেই হোক। আমি ইনকাম ট্যাক্স অফিসারকে চড় মারতে দেখেছি। তার পরেও আরো হাত-পা-ছোঁড়া আর চিৎকার গালাগালির নাটকও দেখেছি। কিন্তু এইসব বাজে তর্ক করে লাভ আছে কি? কিছু ক্যালাস স্টেটমেন্ট পড়ে তো আরোই গা গোলায়।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ০৯:৩৬696758
  • এরা সম্ভবত: আজকের লালবাজার অভিযানের পক্ষেও দিস্তে দিস্তে লিখে ফেলবে। ঝালার মাঠের হিরোদের নিয়ে সিনেমার গপ্পো বানাবে।

    একটা গল্প মনে পড়ে গেলো - দুই বন্ধু ছিলো, দুজনে বেজায় ঝগড়া করতো। একজন কিছু বল্লেই অন্যজন প্রতিবাদ করতো। তো শেষে এমন দাঁড়িয়ে গেলো যে প্রথমজন মুখ খুলে যেই বলেছে "আই প্রোপোজ', অন্যজন বাকিটুকু শোনার আগেই বল্ল "আই অপোজ'। এই থেকেই মনে হয় বাঙালী বিরোধিতা শিখেছে - সুব্রত মুখুজ্জে লিখেছিলো না...
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ০৯:৪৮696759
  • আর্য নিজের অবস্থান জানাতে পারলো না - সেখানে ভোটিং প্রেফারেন্সের যুক্তি দিয়ে ঘোরানোর চেষ্টা করলো, আবার অন্যদের এখনো জিগ্গেস করে...

    অবস্থান জানতে চাও?

    (১) ভোটিং প্রেফারেন্স - এখনও, হ্যাঁ, এখনও সিপিএমকেই দেবো। এটা জেনে কে আমার কি বালটা ছিঁড়বে বোঝা গেলো না।
    (২) সিপিএমের এবং সরকারের তরফে অনেক ভুলের লিস্টি আগে দিয়েছি, নতুন করে দেওয়ার কিছু নেই।
    (৩) তবুও মমতা, নকশাল, এবং সুশীলেরা আরো বড় বাল।
    (৪) টাটা এনলাইটেনড কি এনলাইটেনড নয়, তাতে আমার ছেঁড়া যায়। বিড়লা ভালো না টাটা, তাতেও। সিঙ্গুরে কারখানাটা দরকার ছিলো, হয়নি, খারাপ হয়েছে, ভবিষ্যতে এর ডাইরেক্ট এফেক্ট পড়বে। সিধে কথা - মিটে গেলো। এখানে অন্য যুক্তি এনে কথা ঘোরানোর চেষ্টাটা আরো বালের চেষ্টা।
    (৫) সিঙ্গুরের শুরুতে সরকার ছড়িয়ে থাকলেও - বেশিরভাগটাই প্রশাসনিক ব্যর্থতা - আল্টিমেটলি দায়টা অনেক বেশি করে এই তিন নম্বরে লেখা বালগোষ্ঠীর। কারণ মীমাংসার কম চেষ্টা সরকার করেনি।
    (৬) মমতা একটা সঠিক দাবিকে লেজিটিমেসি দিয়েছে এটা রাজনৈতিক অন্ধদের বক্তব্য। মমতা দাবি সঠিক কি সঠিক নয় ভেবে কিসুই করেনি এটুকু বোঝার মত বয়স সকলের হওয়া উচিত - আর নয়তো মমতাকে চেনা অনেক বাকি আছে। চোখ খুলে জাগো বাংলা পড়ুন - আর কদিন পর পেরে যাবেন। মমতা পাতি গ্রামের ভোটের হিসেব মাথায় রেখে করেছে। সিপিএমও শহরের ভোটের হিসেব মাথায় রেখেই চলেছে, কিন্তু দিনের শেষে শিল্পায়নের স্টেপটা পজিটিভ।

    এর পর আমাকে সিপিএম বলুন আর যাই বলুন, পোমো আঁতেল ভাষায় গাল দিন আর যাই করুন, কিস্যু এসে যায় না।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ০৯:৫৫696760
  • (৭) আবাপ একটি আদ্যন্ত ব্যবসাদার কাগজ যার মেইন সার্কুলেশন উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে (আয়ের হিসেবে নয়)। কাজেই আবাপ শুধু এই ইন্টারেস্টটাই দেখে এবং নিজেদের উদারনীতি/শিল্পায়ন/ইংরিজী শিক্ষা/বন্‌ধ-ঘেরাও-কর্মসংস্কৃতি ইত্যাদি উচ্চ-উচ্চমধ্য-মধ্যবিত্ত এজেণ্ডার সোল ক্রুসেডার বলে মনে করে। কাজেই শিল্পায়ন ইস্যুতে আবাপ-র ভূমিকায় আশ্চর্য হওয়ার কিছু আছে বলে মনে হয় না। এবং বুদ্ধ-ভালো-সিপিএম-খারাপ, সোমনাথ-ভালো-সিপিএম-খারাপ - এগুলোর মধ্যেও নতুনত্ব কিস্যু নেই। বহু বছর ধরে চলছে।
  • Ishan | 59.161.114.12 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৪০696761
  • অজ্জিতকে। প্রশ্ন কোথায় দেখলে ভাই? মাল খেয়ে আবোলতাবোল লেখা আর ফুক্কুড়ি করাকে প্রশ্ন বলে ভাবা একমাত্র সিপিএম সমর্থকদের পক্ষেই ভাবা সম্ভব। :)

    সিরিয়াস তক্কাতক্কি করলে কোনো প্রবলেম নেই তো। সেইটা রঙ্গন অ্যান্ড অজদা কোম্পানিকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম। এবার অজ্জিতকেও বোঝাই। "আমার বালটা ছিঁড়বে' ইত্যাদি ল্যাঙ্গুয়েজ নব্য সিপিএমদের থুড়ি টাটাপন্থীদের "স্মার্ট' অভিব্যক্তির অংশ হতে পারে। কিন্তু তার মধ্যে রাজনৈতিক আলোচনার বিন্দুবিসর্গও নেই। হ্যাঁ, রাজনৈতিক আলোচনার নামে এই "নোংরামি' দেখে ঘেন্না হবারই কথা।
  • Ishan | 59.161.114.12 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৪৭696763
  • দুই নং কথা হল, আমার যদি লালবাজার অভিযান যুক্তিযুক্ত মনে হয়, একশবার তার পক্ষে লিখব। তোমার যদি মনে না হয় তুমিও তার বিপক্ষে লিখবে। যুক্তি দিয়ে সেটা না লিখতে পারলে সেটা তোমার অক্ষমতা। যুক্তির বদলে ফুক্কুড়ি আর খিস্তিখাস্তা দিয়ে মেকাপ করতে গেলে সেটা তো আরও হাস্যকর।

    সিপিএম কিছু ঈশ্বরের সন্তান নয়, যে সিপিএম খুব ভালো আর মমতা খুব খারাপ এটা অ্যাসাম্পশন হিসেবেই মেনে নিতে হবে। মেনে নেবার কোনো কারণই নেই।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৪৭696762
  • (১) ঐ ফক্কুড়ি ইত্যাদির কথাও বলি নাই। সিরিয়াস অনেক কোশ্চেন আমিই করেছি। হ্যাঁ, সেগুলো আমার সিরিয়াস মনে হতে পারে, পোমোতত্বে হয়তো সেগুলো ফালতো।

    (২) এই ইস্যুতে জয়প্রকাশ এবং ডক্টরেট/পবিত্র সরকার ইস্যু আসাও একইভাবে ফালতো।

    (৩) আগের পোস্টগুলোতে (১) থেকে (৭) সবকটাই রাজনৈতিক বক্তব্য
    - অবস্থান নিয়ে ঘ্যানর ঘ্যানরের উত্তর।

    (৪) আর ওই শব্দগুলো সজ্ঞানে ব্যবহৃত - কারণ তর্কের মুখ ঘোরানো আর এড়িয়ে যাওয়া দেখে আমার ঘেন্না ধরে গেছে। বিশেষ করে কালোকে কালো বলতে না পারার টেন্ডেন্সী দেখে তো বটেই।
  • Ishan | 59.161.114.12 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৫১696764
  • ১। তুই তো নাম করে আজ্জো আর মামুকে লিখলি। কিন্তু রঙ্গন আর অজদাকে চোখেই পড়লনা। ঘেন্নাও ধরলনা। ব্যাপারটা ভারি মজার। :)
    ২। "বনেটের উপর নাচা' কথাটা এই থ্রেডের কে উত্থাপন করেছেন, সেটা একটু দেখে নিস। সেটা নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক ছিল।
    ৩। ফুক্কুড়ি, খিস্তি, সবই "সজ্ঞানে'ই ব্যবহৃত হয়। তাতে ওরা জাতে উঠে যায়না।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৫৮696765
  • মজার নয়? মজারই তো। কেউ তর্ক থেকে সরে গিয়ে ইস্যু ঢাকা দেওয়ার জন্যে টাটার এনলাইটেনমেন্ট নিয়ে বাওয়াল শুরু করলে তো সেটাকে মজাই বলতে হয়। বা ইস্যু এড়িয়ে সমানে অবস্থান নিয়ে ঘ্যানর ঘ্যানর করলেও মজাই বলতে হয়। এসব মজা দেখলে আমার আরো বেশি করে ওই শব্দগুলো বলতে ইচ্ছে করে।
  • Ishan | 121.245.91.30 | ২০ অক্টোবর ২০০৮ ১১:৫৯696767
  • এবং পলিটিকাল লেজিটিমেসির প্রশ্ন।

    আজকাল বাজারে পন্ডিতরা খুব অমিত ভাদুড়ি চালাচ্ছেন দেখছি। উন্নয়ন, এবং পলিটিকাল পার্টিদের নিয়ে অমিত ভাদুড়ি কটা কথা বলেছেন। ঐ বইতেই। এখন টাইম নাই। রাতে সেটা টুকে দেব। :)
  • Ishan | 121.245.91.30 | ২০ অক্টোবর ২০০৮ ১২:০২696768
  • মানে কেউ টাটাকে আর আবাপকে এনলাইটেনড বললে তার প্রতিবাদ করা যাবেনা। এই তো?

    এবং ফর ইওর ইনফরমেশন, ইস্যু একদম এইটাই। সিপিএম চতুদ্দিকে "টাটা কি এনলাইটেনড' প্রচার করে বেড়াচ্ছে। এই সিঙ্গুর ইস্যুতেই। সেটাই বিষয়। নইলে মমতাকে চাট্টি গাল দিলে আর কি যেত আসত।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১২:০৯696769
  • বল্লাম তো টাটা এনলাইটেনড কি এনলাইটেনড নয় তাতে কিস্যু আসে যায় না। সিপিএম প্রচার করলেও আসে যায় না। এবং মজাটা হল আমি তো পার্টি হিসেবে সিপিএমকে এই প্রচারটা করতে দেখি না (মানে টাটা কত মহান সেটা) - এই একটু আগে একজন লিখলো যে এই এরা (মানে টাটা/আবাপ ইত্যাদিরা) যখন প্রশংসা করে তখন মনে হয় নিজেরা পথ থেকে সরছি কিনা - জ্যোতিবাবুর কথাটা। আমি দেখি আবাপ এই প্রচারটা করছে এবং কেন করছে সেটাও ক্লিয়ার। এর মধ্যে আমি ইস্যু দেখি না। বরং আমার মনে হয় এটা নিয়ে তর্ক করা মানে ইস্যু থেকে সরে যাওয়া।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১২:২২696770
  • আমার সমস্যাটা হল এই বাজে দাবিদাওয়ার আড়ালে মমতাকে একপ্রকার লেজিটিমেসি দেওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। সজ্ঞানে। কেউ প:ব: রাজনীতিতে বাল্যখিল্য - অজ্ঞানে করে ফেললে কিছু বলার থাকে না। কিন্তু সেরকম তো নয়। আর এটা দেখলেই মাথায় রক্ত চড়ে।
  • lcm | 71.132.138.66 | ২০ অক্টোবর ২০০৮ ১৩:০৬696771
  • কিন্তু, সিঙ্গুর-এ এর পরে কি হবে। টাটা কি সরকার-কে জমি ফেরৎ দিয়ে দেবে বলেছে। সরকার সেখানে নিশ্চয়ই কিছু করবে, লোকেশনটা ভালো।

    আর, মমতা-কে পাগল/ছাগল যাই বলো, লেজিটিমেট তো বটেই। সবাই লেজিটিমেট - মমতা, বুদ্ধ, সিদ্ধার্থ, বিনয়, সুব্রত, বিমান, লালু, শিবু ...
  • lcm | 71.132.138.66 | ২০ অক্টোবর ২০০৮ ১৩:৩০696772
  • মানে বলতে চাইছি, যে, এই লেজিটিমেসি কাম্‌স উইথ দ্য সিস্টেম। ফ্রিডম এন্ড ডেমোক্রেসি হ্যাস ইটস পেইন। যেখানে, ডাব্লু এম ডি নামক একটি টার্ম ব্যবহার করে একটি দেশকে আক্রমন করা লেজিটিমেট, কিছু অনিচ্ছুক চাষীর দাবীদাওয়া নিয়ে হাইওয়ে বন্ধ করে দেওয়াও লেজিটিমেট।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১৩:৩৩696773
  • আজ কি হবে কে জানে। প্রশাসন যদি গান্ধীগিরি দেখায়, রাস্তাঘাট সব বন্ধ থাকবে, বাসটাস পুড়লেও পুড়তে পারে। আর যদি গান্ধীগিরি না দেখায়, তাইলে তো আরোই কেলো।
  • r | 125.18.104.1 | ২০ অক্টোবর ২০০৮ ১৩:৫৫696774
  • :-)))

    কবি সেই কবে বলে গিয়েছেন- যেই যায় বাংলায় সেই হয় সিপিএম। পূর্বের দাস্যভাব, শান্তভাব ইত্যাদির সঙ্গে আরও একটি যোগ হয়েছে- সি পি এম ভাব। (সুশীল ভাব এখনও জুরির সিদ্ধান্তের অপেক্ষায়)। ঈশেন শিকাগো থেকে সিঙ্গুরের মাটিতে পা রেখেই সেই সি পি এম ভাব পেয়েছে। ফক্কুড়ি মারলে রেগে যাচ্ছে, এরপর নন্দনে ফিল্ম দেখানো ব্যানও করে দিতে পারে। তর্ক না করলে কেউ তর্ক করছে না কেন সেই নিয়ে গাল দিচ্ছে, এমন কি এইরকম একটা কিছু বলার চেষ্টা করছে যে এই থ্রেডে সিরিয়াস রাজনৈতিক আলোচনা ছাড়া আর কিছু বলাকওয়া যাবে না। মা সিঙ্গুরানীর দিব্যি, আমি গত কয়দিনে একফোঁটা তর্ক করার চেষ্টা করি নি, কোনো প্রশ্নও করি নি, মন দিয়ে শুধু পদাকর্ষণের কাজ করেছি, একমাত্র রেজিস্টিবল রাইজ অফ আর্তুরো উই উল্লেখ করা ছাড়া। (মিস্টার নিক্লা পাপার একটি গভীর পর্যবেক্ষণপ্রসূত অবস্থান পেশ করার পরে যদিও বিশ্ব নিদ্রামগনই ছিল, যামিনী না যেতে অবস্থান নিয়ে কখন চেগে উঠল টের পাই নি; বেলা হল, মরি লাজে) ঈশেনের পিছনে লাগা এবং ব্রেশ্‌টের একটি নাটকের উল্লেখে যদি আমার মহাপাপ হয়, আমি মহাপাপী ধর্মাবতার। আমাকে শাস্তি দেওয়া হোক হুজুর।

    শুধু ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইবার আগে মহাকবি আর্যর এই মহতী বাণী বলে, আমি যাব চলে- "চলুক না খিল্লি, চাপান উতোর, মস্তান বাজী, গালিগালাজ কোনো আপত্তি নেই। হেইডাই তো আমাদের স্ট্রং পয়েন্ট। শুধু অন্যেরা সেইটা করলে রাগ কইরেন না।"

    অ্যাল!
    (পতন ও মূর্ছা)

    o|-<
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১৪:১২696775
  • মাইরি ঠাণ্ডা মাথায় এইগুলো বলতে পারলে বর্তে যেতুম। কিন্তু আমার "অ্যালবার্ট পিন্টো'-ভাব হয়।
  • arjo | 168.26.205.5 | ২০ অক্টোবর ২০০৮ ১৭:৫৪696776
  • এখন কি

    কে প্রথম গালি দিয়েছি, কে প্রথম বা* বলেছে... চলছে। তা চলুক।

    ও অরিজিত ""নোংরামো"" কোথায় দেখলে? আমি যে এক পাতা অবস্থান থুড়ি পরিস্থিতি জানালুম। তা সেখানে ""নোংরামিটা"" না দেখালে যে বুইতে পারছি না। ঘেন্না পাও খেতি নেই তোমার ঘেন্না তুমি পাবে। কিন্তু নাম করে ""নোংরামো"" হচ্ছে বললে বুইয়ে দেবার দায় পড়ে তোমারই ওপর।
  • Arijit | 61.95.144.123 | ২০ অক্টোবর ২০০৮ ১৭:৫৮696778
  • সেইটা বলিনি। আসল কথাটা বারোটা বাইশ আর দুটো বারোতে পোস্কার বলা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন