এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৫২৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 121.245.104.217 | ২১ অক্টোবর ২০০৮ ১৫:২৫696879
  • টই তো নাট্যশালা হইয়া উঠিল। এতো ঘনঘন পতন ও মূর্ছা হচ্ছে গঙ্গাজলের প্রভাব ছাড়াই। ভাবা যায়না।

    অজদাকে। বামপন্থীদের স্ট্যান্ড নিয়ে যে কটি লাইন লিখেছি, তাতে আমার নিজস্ব বক্তব্য কিসু নাই। সবই "বামপন্থী'দের বক্তব্য। আবাপর বদলে এট্টু কষ্ট করে সিপিআই কি সিপিএমের পার্টি প্রোগ্রামটা পড়ে নেবেন। গণতান্ত্রিক বিপ্লবের ব্যাপারটা ক্লিয়ার হবে। ক্যাপিটালিজমকে কেন আর ফিউডালিজমের চেয়ে উন্নততর বলা যায়না বলে বামপন্থীরা মনে করেন, সেটাও বুঝতে পারবেন।

    অজ্জিতকে। সংখ্যাগরিষ্ঠের মতামত মানেই যে গণতন্ত্র নয়, সেটা বোঝার জন্য পোমো হবার দরকার পড়েনা। নরেন মোদি সংখ্যাগরিষ্ঠের রায়ে নির্বাচিত হলেও গণতান্ত্রিক নন। কেন নন, নিজেকে প্রশ্ন করিও, উত্তর পাইয়া যাইবে।
  • pi | 59.93.222.55 | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৩২696880
  • বীতশোকের কালকের পোস্টের রেশ টেনে,

    কতজন জমি, জীবিকা হারাছে?

    সরকারী স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী, ওখানে জমির জন্য চেকের লিস্টিতে নাম ছিলো ১২,০০০ এর।
    এদের মধ্যে সবাই ওখানে চাষ করতেন এমনটি না হলেও, যাঁরা করতেন তাঁদের সংখ্যা কম করেও ২/৩ হবেই।

    এই সংখ্যাটা ভাগচাষী, জনমজুর , ভ্যানচালক, সবজিবিক্রেতা বাদ দিয়ে, যাদের সংখ্যা ঐ 'মার্কেটে প্রচলিত ম্যাক্সিমাম' ধরতে গেলে আরো ১০,০০০। অস্থায়ী, পরিযায়ী খেতমজুরদের সংখ্যা গোনাগাঁথা নিয়ে নির্ভুল হিসেব পাওয়া মুশকিল, কিন্তু মিনিমামটিও হাজার চার-পাঁচের কম হবেনা।

    কতজন চাকরি পেতেন?
    কোনো কংক্রীট স্টেটমেণ্ট নাই, না টাটার পক্ষ থেকে, না সরকারের।
    কাগজে টাটাদের কোনো ইন্টার্ভিউ তে একটি সংখ্যা পাওয়া গেছিলো, ঐ ট্রিকল ডাউন টাউন দিয়েও যেটা ১০,০০০ পেরোতে পারেনি। সেটাও কতদিনে জানা নেই।

    বুদ্ধবাবু আবার অতটা বলারো সাহস পাননি, 'কারখানা না হলে বারোহাজার হাত বসে যাবে' আটকে থেকেছেন ( অবশ্য জানিনে, উনি আবার এক হাতে কারখানার কাজ করার করার কথা মিন করিয়াছেন কিনা :))

    নিরুদা আরো সাবধানী লোক, ৪০০০ এ থেমেছিলেন।

    এবার এর মধ্যে সিঙ্গুরের ঐ জমি, কাজ হারানো লোকজনের সংখ্যা কত হতে পারতো ( প্রস্তাবিত প্যাকেজ পুর্ববর্তী হিসেব) ?
    ইনডাইরেক্ট এম্‌প্‌লয়মেণ্ট তো স্পেকুলেশানের ই বিষয়, ডাইরেক্ট এমপ্লয়মেন্ট কজনের হত ত বলাও মুশকিল, কারণ হুগলী জেলার এমপ্লয়মেণ্ট এক্সচেনে্‌জ টাটা কারখানায় কর্মখালির কোনো বিজ্ঞপ্তি আসে নাই।

    কাগজে যা বেরিয়েছিলো তাঅতে ওখানে দুদফা ট্রেনিং এর পর চাকরির আশ্বাস পেয়েছিলো টেনেটুনে জনা একশো সিঙ্গুরের স্থানীয় লোক।

    http://tinyurl.com/5ea9d2

    অর্থাৎ 'নেট' কর্মসংস্থান
    (৪,০০০-১০,০০০) - (৯,০০০-১২,০০০) + (৪,০০০-১০,০০০)

    এই বিয়োগফলটি নাকি 'দিনের শেষে পজিটিভ' হয়ে যায়। ;-)

    এই x-y এর হিসেবে y much greater than x ,শুধু তাই নয়, এই অন্তর্ফলটি কেবল একটি সংখ্যামাত্র তো নায়, ক্ষ এর মধ্যে যেটুকুও যতজন থাকতেন , তাঁদের খুব কম অংশ ই y এর ডিসপ্লেস্‌ড লোকজন।

    এরপরেও জমি দিতে অনিচ্ছুক হওয়া বা সঠিক পুনর্বাসনের জন্য আন্দোলন অন্যায্য ছিল ?

    কারণ ইহা নাকি 'জনস্বার্থ'।
    জনস্বার্থ মাই ফুট।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৩৯696881
  • এই অংকে একটা বড় ফ্যাক্টর মিসিং - সেটা অমর্ত্য সেন, অভিরূপ সরকার, সুগত মার্জিতেরা অনেক লেখায় দেখিয়েছেন। সেটা না ধরলে অংকটা যে দুই দুগুণে চোদ্দই থেকে যাবে। অবশ্য সেটার ধরার ইচ্ছেটা থাকাও দরকার।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৪০696882
  • আর হ্যাঁ - সঠিক পুনর্বাসনের আন্দোলন হলে সেটাকে অন্যায্য বলা হত না। সেটা যে হয়নি, এবং বদলে কি হয়েছে, সেটা "মোটামুটি সকলেই' বুঝেছে।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৪১696883
  • ঘুরিয়ে নিয়ে বলা যায় - মমতা এবং তাঁর চেলাচামুণ্ডাদের এই আন্দোলন নাকি "সঠিক পুনর্বাসনের আন্দোলন'। মাই ফুট।
  • pi | 59.93.222.55 | ২১ অক্টোবর ২০০৮ ১৬:৫৪696884
  • আজ আবাপ তে পড়লাম এবং পড়ে অবাক হলাম, এতদিনের নাকি রাজ্যের ল্যান্ড ইউস ম্যাপ তৈরির প্রয়োজনীয়তা অনুধাবন করেছেন বুদ্ধবাবু এট আল।
    তাও কিনা আবার মোদীরাজ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে !

    অবাক হওয়ার কারণ আছে। কারণ এই ম্যাপ তৈরির কথা সি এম মশায় ২০০৬ এই বলেছিলেন।

    দুবছর বাদে আজ সেই এক ই কথা আবার শুনে যতটা অবাক হলাম, সেদিন কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছিলাম। কারণ শিল্পের হাত ধরে রাজ্যের উন্নয়নের রোডম্যাপ কষে ফেলা মুখ্যমন্ত্রী সাহেব তাহলে ল্যাণ্ড ম্যাপ ছাড়াই এতদিন স্টেটমেণ্ট দিয়ে এসেছেন রাজ্যের কেবল ১% জমি অকৃষিযোগ্য !
    ( প্রসংগত উল্লেখ্য, দু বছর পুরানো স্ট্যাটিস্টিকাল হ্যাণ্ডবুকের হিসেব ও প্রাক্তন ল্যাণ্ড রিফর্ম কমিশনারের লেখাও বলে সংখ্যাটা ৪-৫% এর কম নয় )।

    মুখ্যমন্ত্রীর আবার একটি ভুল স্বীকারের অপেক্ষায় রইলাম।

    অবশ্য এসব নিয়ে এবার আমাদের ইমিউন হয়ে যাওয়া উচিত।
    কম তো হলনা।

    http://tinyurl.com/5q6lvs


    :)
  • pi | 59.93.202.21 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০০696885
  • http://tinyurl.com/63rau9

    চুপ ! আমরা এনলাইটেণ্ড হইতেছি ।
  • siki | 203.122.26.2 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৩696886
  • দু পয়সা দিই। এই ম্যাপ তৈরি হবার গাজর আজকের নয়। আমার বউ এখানে কে স চা হবার আগে WBCS দিয়ে মালদাতে পোস্টেড ছিল LRO হিসেবে, ল্যান্ড রেভিনিউ অফিসার। দেড় বছর ছিল মাত্র, কিন্তু তখনই কথা হচ্ছিল নতুন জয়েন করা এলারো-দের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে মালদা দিনাজপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া, মৌজা বাই মৌজা ম্যাপ বানানো হবে পশ্চিমবঙ্গের তথাকথিত পিছিয়ে পড়া জেলাগুলোর।

    এসব সেই ২০০১-২০০২ সালের কথা। হেলিকপ্টার উড়েছিল কিনা জানা নেই, তবে আজও সে ম্যাপ বানানো হয়ে ওঠে নি। আজ ২০০৮এর শেষ।

    তবে এটা অবশ্যই। দু তরফেই মাই ফুট সত্য, তবেই না চরণ-"যুগল' হয়।
  • siki | 203.122.26.2 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৫696887
  • সেদিন এই কোশ্চেনটাই করব ভাবছিলাম। নরেশ গোয়েলকে এনলাইটেন্ড বলা উচিৎ কিনা!
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৬696889
  • মৌজা ম্যাপ এখনই আছে - এগ্রোনমিস্টের পরিবারের লোক হওয়ার সুবাদে এটা জানি। হ্যাঁ, অনলাইন পাবে না।

    ডি: - এটা শুধু তথ্য।
  • siki | 203.122.26.2 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৭696890
  • তা হবে। আরেকবার ভালো করে জেনে নিয়ে এসে কাল লিখব।
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৮696892
  • মৌজা ম্যাপ নাহয় আছেই, কিন্তু জমি নির্বাচনের সময় তাকে রেফার করা হয়েছিল কি?
  • pi | 59.93.202.21 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৮696891
  • মমতা যা যা যেভাবে করেছেন ও বলেছেন তার সব সঠিক এরকম কোনো দাবী আমি কখনো করেছি বলে তো মনে পড়ে না। আপত্তি আছে অনেক কিছু নিয়েই।
    এবং তার সাথে আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে স্বীকার করতেও কোনো বিরোধ দেখিনা ।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:০৯696893
  • সেই মৌজাম্যাপে প্লট বাই প্লট জমিও দাগানো থাকে। যখন চারশো একরের গান শুরু হয়েছিলো তখনই এটা লিখেছিলাম যে একটা মৌজা ম্যাপ এনে অনিচ্ছুকদের জমি দাগিয়ে দেখুন কোনটা কোথায় পড়ে - ছিটমহলটা কেমন দেখতে হয়। সেই সময়ের প্রশ্নগুলোর উত্তর কেউ দেয়নি, একমাত্র মামু পয়েন্টগুলো মেনে নিয়েছিলো (আধাআধি হলেও)।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:১১696894
  • রেফার না করলে কোনটা কার জমি সেটা ভেরিফাই কি করে হবে? আমি যদি গিয়ে বলি ওইটে আমার কেউ মানবে? জমির কাগজের সাথে নিশ্চয় মৌজার রেকর্ড মেলানো হয়।
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:১৪696897
  • সাদা বা কালোর লেজিটিমেসি দেওয়া ব্যপারটা আমার কাছে অত সোজা নয়। কারণ বুদ্ধবাবুর দেশ (পড়ুন রাজ্য) ও দশের ভাল করতে চাওয়াটাও যে চোখ বন্ধ করে লেজিটিমেসি দিতে পারি না।

    দ্বিতীয় কথা, লেজিটিমেসি দেওয়া বা না দেবার প্রশ্ন তো ওই নির্বাচনে ঠিক হয়। গুরুতে ছায়াযুদ্ধ করে কারো কিস্যু যায় আসে না। বাকি কথাটা ঈপ্সিতা আগের পোস্টাটায় লিখে দিয়েছে।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:১৪696896
  • ওয়েল, যদি সত্যিই আন্দোলন হত, গুরুত্ব স্বীকার করা যেত। আই রিপীট - যদি সত্যিই আন্দোলন হত। যা হয়েছে সেটাকে "আন্দোলন' তো মনে করি না। অন্য কেউ করে করুক।
  • pi | 59.93.202.21 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:১৪696895
  • ল্যান্ড ইউস ম্যাপ প্রসংগে বুদ্ধবাবু আজ, এবং দুবছর আগে:

    http://www.anandabazar.com/21raj2.htm

    http://tinyurl.com/5d3bz3


    আর এটাও থাক।

    The oft repeated statement of the chief minister of West Bengal is that only 1% of the total land in the state is non- cultivable and therefore there is no way other than compulsory acquisition of cultivable land (eg multiple crop land in singur), in order to foster the growth of industry in the state. The fact of the matter is that 15.73 lac hectares of such uncultivable land (i.e 18.1% of such land) is located in remote areas, in areas that are not linked by modern modes of transport or communication.

    প্র্রক্তন ল্যাণ্ড রিফর্‌ম্‌স কমিশনার দেবব্রত বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন স্টেটসম্যান এ।
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:১৭696898
  • ধুর, সেইটা না। এই যে চিফ মিনিস্টার মাঝে বললেন জমির উর্বরতার সম্বন্ধে স্বচ্ছ ধারণা তাঁ(দে)র ছিল না (সূত্র আবাপ, লিংক দিতে পারব না) তো সেইখানে তো আর মৌজা ম্যাপ কোন কাজে আসেনি।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২০696900
  • According to the West Bengal Human Development Report of 2004, total land in the state is 88,75,000 hectares out of which 63 per cent is cultivated.

    সংশোধন করে দিলাম। সুত্র - ডেভেলপমেন্ট অ্যাণ্ড ডিসপ্লেসমেন্ট, অভিরূপ সরকার, ইপিডাব্লু, ২১শে এপ্রিল ২০০৭।
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২১696901
  • মৌজা ম্যাপে মনে হয় উর্বরতা থাকে না:-) আমি দেখি নাই।
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৪696903
  • সেইটাই তো কথা। যেইটার দরকার ছিল সেইটাই নাই। মৌজা ম্যাপ দিয়ে আর কী হবে? :)
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৪696902
  • এই ম্যাপগুলো অনেকটা ধরো কর্পোরেশনের ম্যাপের মতন। জমি দাগানো থাকে প্লট বাই প্লট। ল্যাণ্ড ইউজ ম্যাপ নয়। এই প্রশ্নগুলো নিয়ে কোনও দ্বিমত নেই, থাকার কথাও নয়। দ্বিমত হল ... (আবার বলতে হবে?)
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৫696904
  • মানে ওইটা সিলেবাসের বাইরে চলে গেছিল। :)
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৬696905
  • আমি তো বলিনি মৌজা ম্যাপ দিয়ে সব হবে - বেথে বল্ল মৌজা ম্যাপ নেই, তাই সেটা কারেক্ট করলুম।
  • siki | 203.122.26.2 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:২৮696906
  • মৌজা বাই মৌজা ম্যাপের কথা বলেছিলাম, মৌজা ম্যাপের কথা বলি নি, ইন ফ্যাক্ট আমি জানতাম না, মৌজা ম্যাপ বলে একরকমের ম্যাপ হয়, আরও বেশ কয়েক রকমের ম্যাপ হয়। ঠিক কী ম্যাপের জন্য তাদের নিয়ে বেরনো হচ্ছিল, বাড়ি থেকে জেনে এসে বলব।
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩০696907
  • অ। বেথের নম্বর কাটা হোক। সুযোগ পেলেই যা জানতে চাওয়া হয়নি তা লিখে দিয়ে যায়। :)
  • Arijit | 61.95.144.123 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩১696909
  • আইডিয়ালি অনেক রকম ম্যাপ থাকা উচিত - একেকটা পারপাসে একেকটা। ট্রান্সপোর্ট, হেলথ, গ্রিড...
  • Arpan | 202.91.136.4 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩১696908
  • বাহ। মৌজা হি মৌজা।
  • siki | 203.122.26.2 | ২১ অক্টোবর ২০০৮ ১৭:৩৫696911
  • প্রতিবাদ!

    পাই-ও একবারও বলেন নি মৌজা ম্যাপ নেই। তিনি বলেছেন, ল্যান্ড ইউজ ম্যাপ নেই। আমার ঘটনাটা মনে পড়ে গেল। মনে হল এটা রিলেটেড হবে হয় তো। সুতরাং যা জানতে চাওয়া হয় নি, তাই নিয়ে আমি কথাও বলি নি। হতেই পারে, এলারোদের দিয়ে ল্যান্ড ইউজ ম্যাপ বানানোর কথাই হয়েছিল। কী ম্যাপ, জেনে এসে বলব, বল্লাম তো :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন