এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৮৩৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.17.7 | ২০ আগস্ট ২০১৬ ২০:৩৭698647
  • মামু দেখলাম গ্রুপে এটা পোস্ট করেছে।

    'এসব হাবিজাবি অলিম্পিক অনেক হল। এবার একটু জিল স্টেইনের দিকে নজর রাখুন। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী।এই পার্টি আগের নির্বাচনে নগণ্য ভোট পেয়েছিল। আপাতত পপুলারিটিতে ৫-৬% এ দাঁড়িয়ে আছেন। বার্নির চেয়ে এককাঠি বাঁদিকে।বার্নির সমর্থকদের একটা অংশ জিলকে সমর্থন করছেন। বলাবাহুল্য আম্মো। কেউকেউ বলছেন, ভোট কেটে এরা ট্রাম্পকে জিতিয়ে না দেয়। জিল অবশ্য বলছেন, তিনি জিতবেন বলেই নেমেছেন। লেসার ইভিল বেছে নেবার দিন শেষ হয়ে গেছে।এখন নিজেদের অ্যাজেন্ডায় স্টিক করে থাকার সময়। 'আপনার জন্য ট্রাম্প জিতে যেতে পারে, এই আশঙ্কায় আপনার ঘুম লাটে ওঠেনি?' এরকম একটা প্রশ্নের উত্তরে এই সেদিন জানিয়েছেন, যে, ট্রাম্প যেমন কথায় বদ, হিলারি তেমনই কাজে। ইরাকে আক্রমণ সমর্থন করেছেন, লিবিয়ায় আক্রমণ করেছেন, হন্ডুরাসে কু ঘটিয়েছেন। ওবামার জমানায় গাদা ইমিগ্র‌্যান্টকে ডিপোর্ট করা হয়েছে। কৌশলী বলে তাঁরা জাস্ট মুখে বলেননা। এই হিলারি ক্ষমতায় আসবেন ভাবলেও তাঁর রাতের ঘুম নষ্ট হয়, যেমন হয় ট্রাম্প ক্ষমতায় আসবেন ভাবলে।
    জিল আমেরিকার সাতশো সেনাঘাঁটি বন্ধ করে দেবেন বলেছেন। ইজরায়েল এবং সৌদি আরবকে ব্ল্যাকলিস্ট করবেন বলেছেন। প্রেসিডেনশিয়াল ডিবেটে ডাকা না হলেও সেখানে হাজির হয়ে গ্রেপ্তার হবেন বলেছেন। হিলারির তথাকথিত ফেমিনিজম সম্পর্কে বলেছেন, ফেমিনিজম বলতে তিনি যা বোঝেন, তাতে ফেমিনিস্ট আর সাম্রাজ্যবাদী একসঙ্গে হওয়া যায়না। ইকনমিক পলিসি আর পরিবেশ সংক্রান্ত দাবী আলাদা করে বললাম না। বোঝাই যাচ্ছে।
    আপাতত পাঁচ বা ছয় শতাংশে। মেনস্ট্রিম মিডিয়ায় ন্যূনতম কভারেজ ছাড়াই। সবে সিএনএন একটা ছোটো কভারেজ দিয়েছে। যাঁরা আমেরিকায় থাকেন, একটু অল্টারনেটিভ মিডিয়া গুলো হাতড়ে দেখুন। পছন্দ হলে বন্ধুবান্ধবদের জানান। এটা বার্নির বছর। যা খুশি ঘটতে পারে। আকাশের নিচে আর কোনো সীমারেখা রেখা নেই।
    '

    একটু কথা হোক, গ্রিন পার্টিকে নিয়ে ?
  • dc | 120.227.245.40 | ২০ আগস্ট ২০১৬ ২০:৪৬698648
  • আমার মনে হয় হিলারি জিতলে ওভারল বেটার হবে, কারন হিলারি ফ্রি ট্রেডের সমর্থক, সেরকম পলিসি নেবেন বলেই মনে হয়। বার্নি নিজেও হিলারিকে স্ট্রং সাপোর্ট দিয়েছেন, সেটাও একটা ভালো পয়েন্ট।

    তবে এখানে একটা কথা আছে। ট্রাম্প ট্রেড ব্যারিয়ার্স বাড়ানোর পক্ষে, কাজেই ট্রাম্প এলে, আর সত্যি সত্যি এক্সিসটিং ব্যারিয়ারগুলো আরো উঁচু করলে, অ্যামেরিকান আর ওয়ার্ল্ড ইকনমির খারাপ হওয়ারই কথা। কিন্তু মজা হচ্ছে যে রিপাবলিকানরা যথেষ্টই ফ্রি ট্রেডের ফরে। রিপাবলিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফ্রি ট্রেডের বিরুদ্ধে যাবে, এরকম হলে সত্যি একটা দেখার মতো ব্যাপার হবে বটে। এনিওয়ে, উই শ্যাল সি কাম সেপ্টেমবার (সরি, নভেম্বার)।
  • Ranjan Roy | ২১ আগস্ট ২০১৬ ০০:১৯698649
  • জ্জিও ঈশান, জ্জিও!
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৭698650
  • আর পাঁচ ঘন্টাও বাকি নেই ডিবেট শুরু হতে। হিলারি ভারসেস ট্রাম্প। দুটো মেইন ক্যান্ডিডেটই খাজা। অপেক্ষা করছি ট্রাম্পের এনটারটেইনমেন্ট দেখতে।
  • dd | 116.51.31.59 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৮698651
  • ওঃ হো। দেখুন কান্ডো।

    আমি তো আমার মতামতটা রেজিস্টরই করি নি।

    দ্যাখেন, মমতা তো চিরকালই ক্ষ্যাপা। মাইন্ড ইট, ক্ষাপা"টে" নয়। পিওর ১০০% ক্ষ্যাপা। উল্টো পাল্টা কথা বলায় কেউ ওনার ধারে কাছে যায় না। সবাই মিলে কতোই না খিল্লি। তাই সভ্য সুশীল সমাজে ওনার অনুগামী প্রায় চোখেই দেখা যায় না। গুচতেও না।

    তো পারলো এবারের ল্যান্ডস্লাইড আটকাতে কেউ? আবাপ-কংরেস-সিপুএম-মারোয়ারি আঁতাতের ঠাকুদ্দার নাম খগেন করে দিলেন।

    ট্রাম বাবুও এগজাক্টলি তাই করবেন। সে আপনেদের যতোই অস্বস্তি হোক। আপনেদের স্মরণে আছে কি না জানি না, রোনাল্ড রেগান দু দুবার প্রেসিডেন্ট হয়ে গ্যালেন। কম হাসাহাসি হতো না উনাকে নিয়ে। কতো যে ব্লান্ডার করতেন তার ইয়ত্বা নেই।

    তো ফর্মূলাটা মেনে নিন। ক্ষ্যাপা=সৎ। আদারওয়াইস কুচুটে,ধান্দাবাজ,চোট্টা।

    সত্যমেব , সবাই তো জানেনই, জয়তে।
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০698654
  • ডিবেট দেখে মনে হচ্ছে ট্রাম্প ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলেচে আর ছড়িয়েছ, কিন্তু ভোটের বাক্সে এর প্রভাব?
    কত প্রতিশত ভোটার এই ডিবেট শুনে মনস্থির করে?
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৩698655
  • এই লোকটাই জিতবে। গোড়া থেকেই বলে আসছি। অ্যামেরিকার জনগন একেই প্রেসিডেন্ট বানাতে চলেছে।
  • | 183.24.110.20 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩২698657
  • এইটাও থাকুকঃ)
  • aka | 79.73.9.37 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৭698658
  • গতকাল ট্রাম্প শুরু করেছিল ভালো। যত বেশি পলিসি, এক্সপেরিয়েন্স ইত্যাদি নিয়ে কথা হয়েছে ট্রাম্প যাস্ট ধুয়ে গেছে। এরপরেও যদি আমেরিকান জনতা ট্রাম্পকে প্রেসিডেন্ট করে তাহলে দিজ কান্ট্রি ডিজার্ভ ট্রাম্প।

    বেস্ট ছিল স্ট্যামিনাঃ

  • ছোটোলোক | 198.155.168.109 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৭698659
  • আর দেড়মাস মত সময়। দেখা যাক। কিন্তু কেন জানিনা মন বলছে বাজে সময় ঘনিয়ে আসছে। ধৈর্য ধরে দেখি।
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৫698660
  • যারা আমেরিকায় থাকেন না তারা ট্রাম্প প্রেসিডেন্সি নিয়ে এতো চিন্তিত কেন?
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৯698661
  • SS
    হে হে! বুক ধুকপুক করছে!
    একটা কথা দিল্লি বাজারে চলছে-- আম্রিকায় ট্রাম্প জিতবে, আর ভারতে মোদী।
    যদি প্রথমটা ফলে যায় তো----!!
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৩698662
  • কেন? ট্রাম্প জিতলে ভারতে কি প্রভাব পড়বে?
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৩698663
  • হিলারিও বাজে। ট্রাম্প বেশি বাজে। ট্রাম্প জিতলে সবার আগে প্রভাব পড়বে অ্যামেরিকায়।
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৬698664
  • আমার প্রশ্নটা ছিল যারা আমেরিকায় থাকে না তাদের জন্যে ? তাদের কি এসে যায় ট্রাম্প প্রেসিডেন্ট হলে?
  • dc | 132.174.180.107 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫২698666
  • একটা অদ্ভুত ব্যাপার দেখছি। আমেরিকায় যতো জনের সাথে কথা বলছি, মানে ভারতীয় নয়, একেবারে অ্যামেরিকান, বেশীর ভাগ বলছে হিলারি ল্যান্ডস্লাইডে জিতবে। আর তার পরেই যখন বলছি কিন্তু পোল তো দেখাচ্ছে ট্রাম্প আর হিলারি সামন সমান, তখন বলছে ও কিছু না, এসব পোল ম্যাটার করে না, ট্রাম্পের সাপোর্টাররা বেশী অ্যাকটিভ ইত্যাদি। একেবারে সিপিএমের অবস্থা, জেলাভিত্তিক, আসনভিত্তিক, হ্যানত্যানভিত্তিক রিপোর্টে বলছে দুশো ক্রস করে যাবে, এদিকে ভোট বেরনোর পর দেখা গেলো ধুয়ে গেছে। আমার তো বেশ ডাউট হচ্ছে হিলারি জিতবে কিনা।
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫২698665
  • বল্লুম না! ভারতে মোদী জেতার সম্ভাবনা সাইকোলজিক্যালি বেড়ে যাবে যে!
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৫698668
  • আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে লন্ডনের ইকনমিস্টের একটা গোবদা প্রবন্ধ ছেপেছে।
    তাতে এই কথাটাই বলছে এবং বলছে যত দিন যাচ্ছে পোলে ডিফারেন্স কমে আসছে, বিশেষ করে স্টেটগুলোতে যেমন আইওয়া!
  • cb | 132.170.156.111 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯698669
  • তাও ইলেকটোরাল কলেজ অনেকটাই হিলারির পক্ষে। ট্রাম্প নিডস আ মুভমেন্ট টু ওভারকাম দ্যাট
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৩698670
  • ট্রাম্পের জেতার সাথে মোদির জেতার কোরিলেশন একটু ফার ফেচড নয় কি ? আর মোদি তো একবার জিতেই গেছে। তাহলে চিন্তা কিসের? ইউরোপে যারা থাকে তাদের চিন্তা কিসের?
  • Eikthrymir | 127.194.237.180 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৭698671
  • আরে না, একটা মীম বেরিয়েছে দ্যাখেননি? আমরা চাই ট্রাম্প জিতুক, শুধু আমরাই একা ভুগবো কেন? :-p
  • pi | 127.233.76.55 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৬698672
  • এটা ঠিক বুঝলাম না। তাহলে তো এই প্রশও করতে হয় ,দেশে যারা থাকেনা তারা দেশে কী হল না হল তাই নিয়ে মাথা ঘামায় কেন ।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০698673
  • হ্যাঁ মানে সিঙ্গুরে কারখানা না হওয়াতে সিঙ্গুর থেকে বহুদূরে লোকের অত চিন্তা কিসের ছিল?
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩698674
  • দেশে নিজে না থাকলেও তো বাবা-মা বা অন্য আত্মীয়স্বজন থাকে। দু এক বছর পরপর দেশে যাওয়া হয়। কাজেই মাথা খানিক ঘেমেই যায়। কিন্তু যারা সাব সময় আমেরিকাকে অত গুরূত্ব কেন দেওয়া হয় এই প্রশ্ন করে চলেছে এক টই থেকে অন্য টইতে, তারা রাত জেগে ডিবেট দেখেই বা কেন আর তারপর সিএনেন দেখে আমেরিকার ইলেকশন নিয়ে গুরুগম্ভীর মন্তব্য করেই বা কেন সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। লাভ-হেট রিলেশানশিপ ? মানে মুখে যাই বলুক, ভেতরে ভেতরে আমেরিকাকে নিয়ে খুব চিন্তিত?
  • dc | 181.76.248.173 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৬698675
  • রাত জেগে কোথায়, আজ সকাল সাতটা থেকে হলো তো!
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৮698676
  • তাহলে অফিস কামাই করে? ঃ)
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯698677
  • হতেই পারে তাদের ছেলেমেয়েরা থাকে, অন্য আত্মীয়স্বজন থাকে। সেইজন্য চিন্তিত।
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২698680
  • তাহলে এখনো পর্যন্ত তিনটে সম্ভাব্য কারণ পাওয়া গেল -
    ১। ট্রাম্প জিতলে মোদি আবার জিতবে সেই ভয়।
    ২। ইল উইশ - আমরা একা মোদিকে কেন সহ্য করব? আমেরিকানরা ট্রাম্পকে সহ্য করুক।
    ৩। এটা ভারতীয় ছাড়াও অন্য সবার জন্যে - যারা মতামত দিচ্ছে তাদের ছেলে মেয়ে কি অন্য আত্মীয়-স্বজন থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন