এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২698679
  • ফ্যাক্টো এই, যে, আম্রিকা বিশ্বের রাজধানী। সে নিয়ে লোকে মাথা ঘামাবেনা? আম্রিকা আফগানিস্তানে যুদ্ধ করবে, আর তালিবানরা বাড়বে ভারতের উত্তর পশ্চিমে। পাকিস্তানে। আম্রিকা বোম ফেলবে ইরাকে আর আইসিস গজাবে বাংলাদেশে (সারা পৃথিবীতেই অ্যাকচুয়ালি)। মাথা না ঘামিয়ে উপায় কি আছে? (আমি নিজে তো পুরোটাতেই বীতশ্রদ্ধ, তবুও মাথা ঘামাই।)

    এখন, খামোখা বিশ্বের রাজধানী কেন আম্রিকা হবে, সে অন্য টপিক।
  • Arpan | 203.108.73.47 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫698682
  • আউটসোর্সিং?
  • SS | 160.148.14.3 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫698681
  • ঈশান,
    স্পট অন। কিন্তু মজাটা হচ্ছে যে টইপত্তরে যারা লিখে চলেছেন তারা আবার এটা স্বীকার করেন না। অন্য আলোচনায় আমেরিকা আনলে আবার আমেরিকা কেন বলে গোঁসা করেন।
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৩698683
  • SS,
    কেন স্বীকার করবে না? আজকে যে শক্তিভারসাম্য অনেকটা ইউনিপোলার এটা কেউ অস্বীকার করবে কি? এখন আম্রিকা বিশ্বায়নের গোটা দুনিয়ায় ইস্যু তৈরি করছে, অন্যেরা রি-অ্যাক্ট করছে মাত্র!
  • pi | 127.226.223.190 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৮698684
  • আম্রিগার ভুলভস্ল বিদেশ নীতিতে সবাইকে সাফার করতে হয় , মানে মামু যেটা বললো, সেটাই তো সবাই বলে থাকে ! সেটাও তো আম্রিগাকে দোষাই হল ঃ)

    আর দিল্লি কি বিহারের বিধানসভা নির্বাচন বান্গ্লা কি কর্ণাটকে কি আসামে কি এমনকি আম্রিগায় থাকা লোকজন ফলো করে গেছে , তাদের কেউ দিল্লি বা বিহারে না থাকলেও। তখন প্রশ্ন ওঠে না ?
  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৩698685
  • ইয়ে, আমার চোদ্দগুষ্টির কেউই ইনক্লুডিং আমি, আম্রিকা যাই নি, যায় নি।
  • Robu | 11.39.56.39 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩২698686
  • লোকজনকে তো ব্রেক্ষিত নিয়েও মাথা ঘামাতে দেখলাম।
    দাবীটা বোঝা গেল না।
  • pi | 127.226.223.190 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪০698687
  • আগামীর অবয়ব টইতে লোকজন কেন নানা দেশের কথা নিয়ে মাথা ঘামায় সে প্রশ্নো বা এদ্দিন ওঠেনি কেন।
    অবশ্য অন্য প্রশ্ন উঠেছে । মনে পড়ল। কেন ভিয়েতনাম বা কিউবা নিয়ে মাথা ঘামানো হত।
  • ranjan roy | 132.162.175.132 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৩698688
  • মাইরি! আম্রিকার পিসিডেন্ট কে হবে নিয়ে চিন্তা হবে না তো কি হনুলুলু বা পোপোকাটেপেটেলের ইলেকশন নিয়ে?
  • SS | 160.148.14.3 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৮698690
  • যাক, এখন থেকে "সব কথায় আমেরিকাকে টেনে আনার কি দরকার" জাতীয় প্রশ্ন দেখলে এখান থেকে উত্তর কপি করে দেবো।
    আর ব্রেক্সিট নিয়ে টই খুঁজলাম, পেলাম না। হায়ত মিস করে গেছি।
  • SS | 160.148.14.3 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৬698691
  • ভাব্ছিলাম ট্রাফিক অন্যদিকে কিভাবে ডাইভার্ট করা যায়, উদ্দেশ্য সফল !
  • Atoz | 161.141.85.8 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৭698692
  • ভালো হচ্ছে, ভালো হচ্ছে। চালিয়ে খেলুন।
  • Du | 182.58.105.43 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৩698693
  • এদিকে ইজ্রায়েলরা পাতাজোড়া চাপা ? উমকি দিয়ে যাচ্ছে ওবামাকে ফি হপ্তায়
  • রোবু | 213.132.214.84 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৫698694
  • অভ্যুদা, ব্রেক্সিট নিয়ে একটা পোস্ট-ডেটেড টই খুলে দিও।
    আর তুমি এই মুহূর্তে কোন দেশে সেটার উত্তর কি তুমিই দেবে না হানুমেসো?

    (জনান্তিকে: মানুষের কত রকম পয়েন্ট স্কোর করার থাকে)
  • bip | 183.67.3.44 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৬698695
  • প্রেসিডেন্টিয়াল ডিবেট ২০১৬ঃ
    *************************
    কর্মসূত্রে ইস্টকোস্টের ইন্ড্রাস্ট্রিয়াল বেল্টে এদিক ওদিক ঘুরি। আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং বেল্ট গ্রামীন এলাকাতেই বেশী। দিগন্তজোড়া সবুজ ক্ষেত। তারই মধ্যে মধ্যে ইতিউতি ছোট ছোট ইন্ডাস্ট্রি মাথা তুলেছে। অনেকটা যেমন হতে পারত আমাদের সিঙ্গুর। কৃষি এবং শিল্পের সহাবস্থান।

    ট্রাম্প-হিলারী ডিবেটে, ট্রাম্পের ট্রাম্পকার্ড বুঝতে, পেনসিল্ভেনিয়া ওহায়ো ইত্যাদি ইন্ডাস্ট্রিবেল্টের হাওয়াটা বোঝা উচিত। খুব পরিস্কারভাবে ট্রাম্প এই সুইং স্টেট গুলিতে সুইপ করতে পারে। আমি গত মাসে যতবার গেছি-গ্রামাঞ্চলের আনাচে কোনাচে ট্রাম্প ভলিউন্টারদের মোবিলাইজেশন চোখে পড়েছে। পেনসিলভেনিয়ার এইসব গ্রাম-শিল্পাঞ্চলের আনাচে কোনাচে এখন ট্রাম্প প্ল্যাকার্ড -মেকিং আমেরিকা গ্রেট এগেইন। হিলারী এখানে দুশো মাইলের মধ্যে চোখে পড়বে না যতক্ষন না আপনি পেনসিলভেনিয়ার দুই মহানগরে আসছেন-ফিলাডেলফিয়া এবং পিটসবার্গ। এর বাইরে হিলারী হাওয়া।

    কিন্ত কেন? ট্রাম্প গতকালের ডিবেটে পেনসিল্ভেনিয়া, ওহায়ো এইসব এরিয়ার ধুঁকতে থাকা ব্যবসা নিয়েই খাতা খুলেছে। কিভাবে ন্যাফটা এবং গ্যাটের ফলে আমেরিকার শিল্পাঞ্চলে এসেছে বিপর্যয়। এগুলো কিন্ত একদম ঠিকঠাক-এইসব এলাকাগুলো সত্যি সত্যিই ম্যানুফাকচারিং আউটসোর্সিং এর জন্য আজ বিপর্যস্ত। গত বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার ওমন একটা গ্রামের রেস্টুরেন্টে বসে লাঞ্চ খাচ্ছিলাম। ওখানে পাশের টেবিলগুলোতে জোর আলোচনা-যাক এদ্দিন বাদে একজন এইসব এলাকার দূরাবস্থার কথা বলছে। এইসব এলাকাগুলো ট্রাম্প সুইপ করবে ধরে নেওয়া যায়। এবং সেটাই চিন্তার কারন। কারন এগুলি সুইং স্টেট।

    আমি গতকাল থেকে অনেক নিউজ মিডিয়া ফলো করছি-কোন সন্দেহ নেই হিলারী নিজেকে অনেক ভাল ভাবে উপস্থাপনা করেছেন। এবং প্রেসিডেন্ট পদের উনিই অনেক যোগ্যতর দাবিদার। কিন্ত গ্রাউন্ড রিয়ালিটি একটু অন্য। সুইং স্টেটগুলো্তে কিন্তু ট্রাম্প হিলারীকে প্রায় ধরে ফেলেছে। এবং সেই সুইং স্টেটগুলির ভোট পাওয়ার জন্য যা দরকার, ট্রাম্প ডিবেটের প্রথম দুমিনিটেই সেই আসল কাজটা করে ফেলেছেন। বাকী নব্বই মিনিট ওই এলাকার লোকেদের জন্য অপ্রয়োজনীয়।

    ডেমোক্রাটিক পার্টি এবং বেস নানান লিব্যারালদের এলায়েন্স। প্রোলেবার, ফেমিনিস্ট, সিভিল রাইট, এনভাইরনমেন্টালিস্ট, ইউনিয়ানিস্ট, লেফটিস্টদের কোয়ালিশন ডেমোক্রাটিক পার্টি। এর মধ্যে লেফটিস্ট পার্টটাকে বার্নি এমন মাথা খেয়েছে, তাদের অনেকেই হিলারিকে ভোট নাও দিতে পারে। এটা ডেমোক্রাটিক পার্টির ২৫% কমিটেডবেসের ৫% মতন। হিলারির লয়াল বেস ফেমিনিস্ট এবং ব্ল্যাক রাইট মুভমেন্টের লোকেরা। এখন মেক্সিকান এবং এশিয়ানরাও। যারা আরো ১০%। এইভাবে হিলারী লয়াল বেস দাঁড়াচ্ছে ৩০% এর মতন। ্কিন্ত বাকী ৪৫% সুইং ভোট। যাদের অধিকাংশই তরুন তরুনী। তাদের ৩০% অন্তত হিলারীকে টানতে হবে। এই জন্যে হিলারী ছাত্রলোনের ব্যপারে ফোকাস করছেন। কারন আমেরিকার শিক্ষিত তরুন তরুনীরা এডুকেশন লোনে জর্জরিত।

    ট্রাম্পের ইকোয়েশন অন্য। ট্রাম্প জানেন আসল ব্যটল গ্রাউন্ড সুইং স্টেটগুলো যথা ওহায়ো, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা। এর মধ্যে ট্রাম্প পেনসিল্ভেনিয়া এবং ওহায়ো টানতে পারবেন হিলারীকে তাদের দুর্দশার জন্য দায়ী করে। ভার্জিনিয়া জিততে গেলে ফেয়ারফ্যাক্স কাউন্টি জিততে হবে-কারন বাকি কাউন্টির অধিকাংশ এমনিতেই রিপাবলিকান। ফেয়ারফ্যাক্স কাউন্টিতে এত বেশী ডেমোক্রাট , ওখানেই বাকী সব কাউন্টির রিপাবলিকান ভোট ব্যালান্সড হয়। ফেয়ারফ্যাক্স কাউন্টির প্রায় ৩০% ভারতীয় এবং এশিয়ান। তাদের ৮৮% ডেমোক্রাটিক ভোটার। ফলে এদের টানতে ট্রাম্প এখন প্রোইন্ডিয়ান। এই ভারতীয়দের যেহেতু ৯৫% হিন্দু এবং মুসলমানদের ওপরে তাদের একটা জাত রাগ আছেই-সেটা কাজে লাগিয়ে, ট্রাম্প হয়ত ৫০-৬০% ভারতীয় ভোট পেলেও পেতে পারেন ফেয়ারফ্যাক্স কাউন্টিতে। তবে ভারতীয়দের আবার ৪০% ভোটার রেজিস্ট্রেশন করে না-না হলে সিটিজেনশিপ নেয় না।

    আপাতত বেশ ক্লোজ ইলেকশন। ট্রাম্প যদি মেগালোম্যানিয়াক নার্সিসিস্ট না হত, এই যাত্রায় হিলারী ভরাডুবি ছিল আসন্ন। হিলারী ট্রাম্পের চেয়ে প্রায় ২০ গুন বেশী টাকা তুলছেন-কিন্ত তবুও দেখা যাচ্ছে হিলারী ভল্যুইন্টার মুভমেন্ট শুধু মাত্র কালো সিভিল রাইট এবং ফেমিনিস্ট এক্টিভিস্টদের মধ্যে সীমাবদ্ধ। সেখানে ট্রাম্প কিন্ত গ্রামাঞ্চলে বিরাট ভলিউন্টিয়ার মোবিলাইজ করতে সক্ষম হয়েছেন।

    ট্রাম্প কনম্যান, মিডিয়া অভিনেতা। ১০০% অবিশ্বাসযোগ্য। ফলে তাকে বিশ্বাস করে যে আমেরিকাবাসী ঠকবে তাতে সন্দেহ নেই। কিন্ত ট্রাম্প কিছু প্রশ্ন তুলেছেন-যা অন্যান্য রাজনীতিবিদরা তোলেন নি। উচিত ছিল। এবং সাধারন মানুষের রাগের ফল কি হতে পারে অন্যান্য রিপাবলিকান নেতারা বুঝেছেন এত দিনে। হিলারীর সেই কাতারে যাওয়ার সম্ভাবনা কিন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
  • PM | 213.77.177.174 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪০698696
  • বিপ আর dc র কথাগুলো ঠিক হলেও হতে পরে। আমারো কদিন ধরে মনে হচ্ছে ট্রাম্প হয়তো শিক্ষিত, শহুরে ভোটার ছাড়া বাকিদের টাচ করতে পারছেন । যেমন মমতা পেরেছেন পঃবঃ এ। শিক্ষিত শহুরেরা বাকি জনগোষ্ঠি থেকে এতোটাই বিছিন্ন যে মেন স্ট্রিম মিডিয়া মেজরিটির মনোভাব রিফ্লেক্ট করতে পারছে না।

    মেন স্ট্রিম মিডিয়া যেমন বলছে "হিলারী তো জিতেই গেছে" বা "হিলারী ডিবেটে ট্রাম্পকে শুইয়ে দিয়েছে"--- বিশ্বাস হচ্ছে না। আমি ২০০৮ এর পরে আর ওদেশে যাই নি। আমার ভাবনার কোনো ভিত্তি নেই। জাষ্ট ধারনা--নেট এর নানা লেখা পড়ে।
  • PM | 213.77.177.174 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৬698697
  • ওহ, ডিডিদার পোস্টটা পড়ি নি আগে--- পড়লে আমারটা লেখার দরকার হতো না ঃ)
  • ranjan roy | 132.162.175.132 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪698698
  • বিপের অ্যানালিসিস ভেরি কুল লাগল।
    কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আমি তো টিভিতে ডিবেটে এর সামারি ও ব্যাখ্যা দেখে বেশ খুশি ছিলাম।
    আর বিপ লিখেছেন বেশ অবজেক্টিভ ভঙ্গীতে, পার্টিজান টোন এড়িইয়ে গিয়ে।
  • aka | 79.73.9.37 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৭698699
  • এখনও অবধি আমি আমার ভবিষ্যতবাণীতে স্টিক করে থাকলাম।

    http://www.nytimes.com/interactive/2016/09/28/upshot/100000004525876.mobile.html

    আজ সকাল অবধি হিলারীর জেতার চান্স ৭০ শতান্গ্শ।
  • h | 213.132.214.84 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২০698701
  • বেরোলো না বেরোবে? ঃ-))))
  • SS | 160.148.14.38 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৪698702
  • অভ্যু কি জিবুতিতে থাকেন ? নিদেনপক্ষে বলিভিয়া? নাহলে ব্রেক্সিট নিয়ে টই খুলতে পারবেন না!
  • SS | 160.148.14.38 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৬698703
  • বিপ,
    ফেয়ারফ্যাক্স, আর্লিংটন আর আলেকজান্দ্রিয়া নিয়ে চিন্তা নেই। এখানে ট্রাম্প পারবে না। এখন ভার্জিনিয়াতে সুইং কাউন্টি হচ্ছে লাউডন। গত কয়েক বছরে প্রচুর এশিয়ান মাইগ্রেশান হয়েছে, কিন্তু লাউডন কাউন্টি আবার পুরনো জমানার রিপাব্লিকান আর রেগান ডেমোক্র্যাটদের ব্যাস্টিয়ন। কারণ পার্ট অফ গ্রেট ফলস আর লিজবার্গ লাউডন কাউন্টিতে পড়ে। ওখানে আবার রিপাবলিকানরা স্টেট লেভেলে এশিয়ানদের খুব সাপোর্ট করে। ডালাস এক্সপো সেন্টারে যত মেলা লেগে থাকে তাতে রিপাবলিকান স্টল একটা থাকবেই। যার জন্যে বারবারা কমস্টক গত বছর জিতে গেলেন। আবার লাউডন কাউন্টিতে মুসলিম পপুলেশন বেশ বেশি। সেই হিসাবে ট্রাম্পের ভোট কমার কথা। তাই এই বছর লাউডন কাউন্টির উপর নজর রাখুন।
  • SS | 160.148.14.38 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৪698704
  • ওহ, গতকাল প্রাক্তন রিপাব্লিকান সেনেটর জন ওয়ার্নার ক্লিন্টনকে এন্ডোর্স করেছেন। উনি ওয়ার্ল্ড ওয়ারের ভেটেরান হবার জন্যে মিলিটারিতে খুব পপুলার। ভার্জিনিয়ার আর একটা ইম্পোর্ট্যান্ট ডেমোগ্রাফ হচ্ছে মিলিটারি ফ্যামিলি। নরফোক, ভার্জিনিয়া বিচ অঞ্চলে জিততে হলে মিলিটারি ফ্যামিলির ভোট চাই।
  • aka | 79.73.9.37 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৭698705
  • ক্লিন্টনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগমেন্ট বোধহয় - হোয়াইট এডুকেটেড ফিমেল।
  • aka | 79.73.9.37 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৯698706
  • ওহো, ভুল লিখেছি, ওটা ট্রাম্পের জন্য হবে। মানে এই সেগমেন্টটাই মেক অর ব্রেক।
  • সেক্সিজম | 178.26.197.46 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮698707
  • SS | 160.148.14.38 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:০২698708
  • ব্যাস, হয়ে গেল। এই বার কমেন্ট আসবে যে সেক্সিসম আসলে মনগড়া ধারণা। ওসব হিলারির দুর্বলতা। হিলারির উচিৎ রাত বিরেতে একা একা বেরিয়ে মিছিল করা, বা ডিবেটে প্রশ্নের উত্তর না দিয়ে খালি হাসি বা কাশি।
  • h | 212.142.90.102 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৮698709
  • ঃ---))))
  • ঈশান | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩২698710
  • কিন্তু এতে তো ট্রাম্পের নিন্দেই করা আছে। মানে ভিডিওটাতে।
  • ঈশান | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৬698712
  • তবে কেস খুবই গড়বড়ে। সিএনেন ডিবেটের বিজেতা ঘোষণা করে দিয়েছে হিলারিকে। ওদিকে অনলাইন পোলগুলোর 'অবৈজ্ঞানিক' পোলে (লাখ দশেক করে ভোট পড়েছে) ট্রাম্প হুহা এগিয়ে।

    এক আধটা পোল হলে বোঝা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন