এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯২৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ০৭ অক্টোবর ২০১৬ ০৮:৪৯698747
  • আমি লিখব, আমি লিখব - লেখা মানে জোক্‌স্‌ শুনলাম, সেইটা...
    এই যে,

    Q: If Hillary Clinton and Donald Trump are in a boat and it capsizes. Who survives?
    A: America
  • সিকি | 165.136.80.36 | ০৭ অক্টোবর ২০১৬ ০৯:০২698748
  • এটা সেই ছোটবেলায় শোনা।

    একটা গাড়িতে করে জ্যোতি বসু, বিমান বসু, অনিল বিশ্বাস ইত্যাদিরা কার্শিয়াং যাচ্ছেন, অনেকটা ওপরে উঠে যাবার পরে গাড়ি আচমকা স্কিড করল এবং অতলস্পর্শী খাদে পড়ে গেল। কারুর বাঁচার আশা নেই, কিন্তু একজন বেঁচে যাবে। কে?

    উঃ পশ্চিমবঙ্গ।

    সেই আশির দশকের জোক।
  • aka | 79.73.9.37 | ০৭ অক্টোবর ২০১৬ ১৯:০৯698749
  • আমি মোটামুটি ১০০ শতাংশ নিশ্চিত যে হিলারী জিতছে। সঙ্গে থাকুন, টইকে ওপরে রাখুন অ্যানালিসিসের জন্য।
  • ঈশান | ০৮ অক্টোবর ২০১৬ ০৮:৩৮698750
  • অবশেষে হিলারির সেই সুবিখ্যাত গোল্ডম্যান স্যাকস বক্তৃতার অংশবিশেষ ফাঁস হল। সৌজন্যে উইকিলিকস।

    https://wikileaks.org/podesta-emails/emailid/927
  • ঈশান | ০৮ অক্টোবর ২০১৬ ০৮:৪৭698751
  • এই সব মণিমুক্তোর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট হল এইটাঃ

    "But If Everybody's Watching, You Know, All Of The Back Room Discussions And The Deals, You Know, Then People Get A Little Nervous, To Say The Least. So, You Need Both A Public And A Private Position."

    ভাবেন একবার। নতুন কিছু না। এইজন্যই ক্রেডিবিলিটিতে রেকর্ড লো। :-)
  • dc | 120.227.230.12 | ০৮ অক্টোবর ২০১৬ ০৮:৫২698752
  • আমারও আশা হিলারি জিতবেন। ব্রেক্সিটের পর পাউন্ডের যা হাল, তারপর ট্রাম্প জিতলে বেশ বড়োরকম গ্লোবাল ইকনমিক মেল্টডাউন হতে পারে। হিলারি জিতলে ইকনমি স্টেডি থাকবে, গ্লোবাল ট্রেড ফ্লো আগের মতোই থাকবে, এই আশা।
  • Eikthrymir | 127.194.31.143 | ০৮ অক্টোবর ২০১৬ ০৯:২৩698753
  • এই ইলেকশনটা কেমন নোংরা টাইপের। ট্রাম্পের ২০০৫ এর রেকর্ডিংও বেরিয়েছে। এগুলো আগে কেন কেউ দেখে না? এ লোকটা প্রাইমারিতেই বা এলো কী করে?
  • dc | 233.231.242.139 | ০৮ অক্টোবর ২০১৬ ০৯:৩৮698754
  • আমার মনে হয় দুপক্ষেই এইসব ইমেল আর ভিডিও অপ্টিমাল সময়ে ছাড়া হয়, যাতে ইমপ্যাক্ট ম্যাক্সিমাইজ হয়।
  • বিপ | 183.67.3.44 | ০৮ অক্টোবর ২০১৬ ১০:২৬698755
  • ্ট্রাম্পের লেটেস্ট অডিও টেপ কেলেঙ্কারি ---

    http://www.cnn.com/2016/10/07/politics/donald-trump-women-vulgar/

    "You can do anything, grab them by the pussy.."
    এটা সিগনেচার কমেন্ট হতে চলেছে
  • ঈশান | ০৮ অক্টোবর ২০১৬ ১০:৩৩698757
  • উফ ট্রাম্পের অডিও টেপ আর রিঅ্যাকশন এই পড়ে শেষ করলাম। দুরন্ত। :-)
  • amit | 69.102.68.134 | ০৮ অক্টোবর ২০১৬ ১০:৪৯698758
  • এই ট্রাম্প এর কথা বার্তা শুনে তো ইন্ডিয়া র চূড়ান্ত ক্রিমিনাল পলিটিশিয়ান দের, ইভেন মোদিভাই, অমিত শাহ, উমা ভারতী দের কে নির্বিষ ঢোড়া সাপ মনে হচ্ছে। এরকম একটা আদ্যন্ত ক্রিমিনাল মাইন্ডেড লোক যে ফাইনাল রাউন্ড অবধি আসতে পেরেছে এতগুলো প্রাইমারি পেরিয়ে, সেটাই সব থেকে ভয়ের। US politics will never be same again after him ।
  • Eikthrymir | 127.194.31.143 | ০৮ অক্টোবর ২০১৬ ১১:১৪698759
  • নাঃ ট্রাম্প লম্পট পাগল মেগালোম্যানিয়াক হতে পারে, কিন্তু খুনী বলে কেউ এখনো বলেনি। অবশ্যই প্রেসিডেন্ট হয়ে দশটা দেশের ওপর বোমা ফেলতেই পারে - কিন্তু সেটা এখনো হয়নি।
  • bip | 183.67.3.44 | ০৮ অক্টোবর ২০১৬ ১৭:৫৫698760
  • এর পরেও কি হবে সত্যি বলা যাচ্ছে না।

    আগে আমেরিকাতে যারা ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রিতে ব্যাচেলর বা মাস্টার করত, তাদের হিল্লে হয়েই যেত। পোষ্ট ডক্ট বা পিএইচডি স্টুডেন্ট ভারত চীন থেকে আনতে হত।

    কালকে রাতে এখানকার কিছু বাঙালী বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম যাদের মধ্যে বেশ কিছু প্রফেসার ও ছিলেন। তারা বলছেন এখন পোষ্টডক্ট এবং পি এই চ ডিতে প্রচুর আমেরিকান পাচ্ছেন। কারন তারা চাকরি পাচ্ছে না। আগে এমন ছিল না। আমেরিকাতে কেউ ভাল লাগলে তবেই উচ্চ শিক্ষা কন্টিনিউ করত।

    কেমিস্ট্রির অবস্থা ধরুন। আগে এদের ব্যপক এমপ্লয়মেন্ট ছিল ফার্মা শিল্পে। এখন তা সব ইন্ডিয়াতে চলে আসছে। কেমিস্ট্রিতে পাশ করে কেউ বেকার থাকত না। এখন কিছু করার নেই অনেক ব্যাচেলর বা মাস্টার এমন কি পি এই চ ডি ডিগ্রি ধারী কেমিস্টএর।

    আমেরিকার মিডল ক্লাস, নিউ জেনারেশন ভীষন ফ্রাস্ট্রেটেড। ওপরের ১-২% ট্যাক্স দিচ্ছে না। সরকার, ইনসিওরেন্স সবাই মিডল ক্লাশকে চুশছে। চাকরির নিশ্চয়তা নেই। চাকরি সব অন্যদেশে চলে যাচ্ছে। না হলে অটোমেশনে খাচ্ছে।

    এই অবস্থায় বিদ্রোহ স্বাভাবিক। হিলারী যা বলছেন তা ব্যান্ড এইড। কদ্দুর খাবে লোকজন জানি না। তবে ট্রাম্প আসলে, কি হবে সেটা কেউ জানে না।

    ট্রাম্প মহিলা ভোটারদের চটিয়েছেন সন্দেহ নেই। ট্রাম্পের যে অডিও টেপ এসেছে, সেটা মিডিয়া বিস্ফোরন এবং সবাই ছি ছি করছে। কিন্ত তাতে হোয়াইট মেল ভোট ট্রাম্প একটাও হারাবে না। যদি কিছু মহিলা ভোট থেকে থাকে, সেটা গেল। ইমিগ্রান্ট ভোট এমনিতেও পেত না।

    এর পরেও গ্রামের দিকে ট্রাম্প সুইপ করবে। শহরে গোহারা হারবে। নেট রেজাল্ট কি হবে, এখোনো বলা যাচ্ছে না।
  • a | 59.199.6.253 | ০৯ অক্টোবর ২০১৬ ০৮:৫৫698761
  • ট্রাম্প ও গ্রাম দিয়ে শহর ঘিরতে চাইছেন?
  • bip | 183.67.3.44 | ০৯ অক্টোবর ২০১৬ ০৯:৩২698762
  • কেলেঙ্কারির পর কেলেঙ্কারি।
    ট্রাম্প হচ্ছে এবছরের মহিষাসুর। হিলারী মা দূর্গা।

    http://www.cnn.com/2016/10/08/politics/trump-on-howard-stern/

    ট্রাম্প একসময় পর্ন শোতে জনপ্রিয় হওয়ার করার চেষ্টা করে এখন ডুবছে। নইলে নিজের মেয়েকে কেউ পিস অব আস বলে। এত দেখছি সেক্সুয়াল পারভার্শনের চূড়ান্ত।
  • আর কতবার? | 192.69.241.242 | ০৯ অক্টোবর ২০১৬ ০৯:৩৬698763
  • দুর্গা। হ্রস্ব উ।
  • ছোটোলোক | 204.230.155.222 | ১০ অক্টোবর ২০১৬ ০২:২৯698765
  • আর প্রায় চারঘন্টা পরে সার্কাস শুরু হবে।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৬ ০৫:২৬698766
  • উফ এবার কী নাটকের কোনো শেষ নেই? নাটক বা সার্কাস যাই বলুন। ট্রাম্প চারটি মেয়েকে নিয়ে হাজির, যারা বিল ক্লিন্টনের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসাল্টের অভিযোগ এনেছেন।
  • amit | 213.0.3.2 | ১০ অক্টোবর ২০১৬ ০৬:০২698768
  • চূড়ান্ত বাজে, অশ্লীল পর্যায়ে সবাইকে নামিয়ে আনছে এই লোকটা। এমন অবস্থা, বিকেলে নিউস চ্যানেল খোলা যাচ্ছে না মেয়েদের সামনে। এর থেকে সরাসরি পর্ণ দেখালে বোধয় অনেক ভালো হতো। ছি ছি!!
  • | 183.24.110.20 | ১০ অক্টোবর ২০১৬ ০৬:৪৯698769
  • দমবন্ধ করে দেখুন,দেখতে দেখতে দমবন্ধ হয়েও যেতে পারে
  • bip | 183.67.3.44 | ১০ অক্টোবর ২০১৬ ০৭:৩৭698770
  • Trump is holding ground. I thought he is finished. But Hillary needed a better strategy against him..
  • kintu | 127.194.2.217 | ১০ অক্টোবর ২০১৬ ০৭:৪৬698771
  • আপনি আর হিলারির হয়ে প্রচার করছেন না ?
  • bip | 183.67.3.44 | ১০ অক্টোবর ২০১৬ ০৭:৫১698772
  • yes..I am campaigning for Hillary and therefore worried..her debate strategy would have been to square him for his misogyny ..but she let him go easily
  • bip | 183.67.3.44 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:০৮698773
  • Actually Bill has become liability for her and she didnt know how to disown her husband..
  • s | 60.158.182.25 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৩৯698774
  • ট্রাম্পকে তো আজ অনেক মিইয়ে যাওয়া লাগলো। বার তিনেক সরি চাইলো। বার দুয়েক হিলারীকে বেশী সময় দেওয়া হচ্ছে বলে নালিশ করল। ট্যাক্স দিইনি বেশ করেছি এই কথাটা আগে যত জোরের সংগে বলছিল, এখন ততটা জোরদার লাগলো না।
  • Triptolemus | 127.194.29.156 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৪৯698775
  • আমার তো মনে হল অপোনেন্টকে (রাদার নিজেকে ছাড়া বাকি প্রায় সবাইকে) দোষ দেওয়া ছাড়া ট্রাম্পের আর কোনো পলিসিই নাই। সেরকম একটা গরুর রচনা বানিয়ে মুখস্ত করে চালাচ্ছে।
  • bip | 183.67.3.44 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫২698776
  • হিলারী অনেকগুলো স্ট্রাটেজিক ভুল করলেন আজকের ডিবেটে,

    (১) মুসলমান ভোট এমনিতেও সব হিলারী পাবেন। এবং সেটা % এর বিচারে ম্যাটার ও করে না। সেই ক্ষেত্রে ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে কোন টাফ পজিশন হিলারী দেখাতে পারলেন না। এক্ষেত্রে চিরচারিত লিব্যারাল পজিশন -মুসলমানরাও মানুষ, এতে তার ভোটবাক্সে ক্ষতি হবে লাভ হবে না। যা মর্কেল ভোটে হেরে বুঝেছেন।

    (২) ট্যাক্স লুপহোল কি করে আটকাবেন, সেটা নিয়েও হিলারী পরিস্কার কিছু বলতে পারলেন না।

    (৩) পাবলিক এবং প্রাইভেট পজিশন একজন রাজনীতিবিদের কেন আলাদা হতে পারে-সেটা ওয়াল স্ট্রিটের সাপেক্ষে বেশ ডেঞ্জারাস ফ্যালাসি।

    ট্রাম্প একজন স্মার্ট বুলি। ডেঞ্জারাস লোক। বাজে লোককে ভয় পাওয়ার খুব বেশী কারন নেই-কিন্তু এই লোকটা বুদ্ধিমান খতরনাক।

    আমি ভেবেছিলাম আজ ট্রাম্প কুইট করবে। হলো উলটো। হিলারী এখন ব্যাকসিটে। আবার হিলারীকে তৃতীয় ডিবেটের দিকে তাকাতে হবে।
  • pi | 127.194.2.217 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৪698779
  • সরি সরি।
  • pi | 127.194.2.217 | ১০ অক্টোবর ২০১৬ ০৮:৫৪698777
  • সেই একবার আমাদের লেকের ধারের পুজো , সেও আবার কালিপুজো মনে হয় , সেটা সেভেন আপের বোতল দিয়ে হয়েছিল। এরকম কিছু হবে শুনেই আমাদের ঘুম উড়ে গেছিল।এও আবার সম্ভব নাকি ! তারপর তো দেখে আর চোখের পলক পড়েনা।
    এখন তো সবেতেই এত চমক যে আর অবাক হতেও ভুলে যাই। যাগ্গে এই অবাক হওয়াটুকুন আমাদের নব্বইয়ের জন্য থাক ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন