এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯৭৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:১২699847
  • ফেডেরাল ফিসকাল ইয়ার শুরু হয় অক্টোবর থেকে। জানুত্যারি ২০০৯ এ ওবামার ইনগারেশনের আগেই ২০০৯ এর বাজেট অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। টার্পের জন্যে প্রেসিডেন্ট বুশ অফিস ছাড়ার সময় ডেফিসিট ছিল ১।৫ ট্রিলিয়ন। সেটা বুশের ডেফিসিট, ওবামা ইনহেরিট করেছিলেন। তারপর প্রতি বছর ডেফিসিট কমতে কমতে FY 2017 এর বাজেটে প্রজেক্টেড ডেফিসিট ৪৪০ বিলিয়ন। অর্থাৎ আট বছরে বাজেট ডেফিসিট কমেছে ৫০%।
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:১৪699848
  • ইনফ্যাক্ট অর্ধেকের বেশি। এইফিগার ধরলে ওবামার ডেট দাঁড়ায় ৬ ট্রিলিয়ন মত।
  • দ্রি | 61.15.48.195 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২০699849
  • ঠিক আছে। এইটা জানতাম না। ওবামা ফুড স্ট্যাম্প এলিজিবিলিটি শিথিল করেছিল। কিন্তু তাহলেও ৪৩ মিলিয়ানটা দাঁড়ায় ৩৫ মিলিয়ান মত।

    ও, বাজেট ডেফিসিট। আর এক্স্টার্নাল ডেট?
  • দ্রি | 61.15.48.195 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৪699850
  • সত্যিকারের অবস্থার উন্নতি হলে এই ইলেকশানটা এভাবে হারতে হত না।

    ১০ ট্রিলিয়ান একস্ট্রা ডেট ঘাড়ে নিয়ে অবস্থার এসেশিয়ালি কোন উন্নতি হয় নি। স্ট্যাগনেশান বা অবনতি।
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৯699852
  • সেন্ট
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৯699851
  • অ্যাবসলিউট টার্মে দেখলে মনে হবে ট্রিলিয়ন ডলার ডেট। কিন্তু ট্রিলিয়ান ডলার থেকে শুরু করলে কি করা যাবে? পার্সেন্টেজে দেখলে সব থেকে বেশি ডেট হচ্ছে সেট রেগানের।
  • Du | 57.184.54.93 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১০:১৩699853
  • আমরা কি বিদেশী হঠাও , রেসিজম এগুলো নেই ভাবতে চাইছি? ওবামার সবচেয়ে বড় দোষ ছিল কালো হওয়া, মিশেলকে এপ ইন হাই হিল বলা হয়েছে, ওবামাকে ইউ লাই (বয়) বলা হয়েছে এগুলোকে ডাউনপ্লে করে লাভ কি বুঝছি না
  • lcm | 83.162.22.190 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১১:৪৭699854
  • lcm | 83.162.22.190 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১১:৪৮699855
  • অপ্পোন, হ্যাঁ যে স্টেট গুলোতে সিট বেশি সেগুলোর কথা বলছিলাম।
  • lcm | 83.162.22.190 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১২:২১699857
  • দ্রি পয়েন্ট করেছে দেখলাম - ওবামার রেজিমে ব্ল্যাক ইনইকুয়ালিটি - এইটা দুর্ভাগ্যজনক। হিলারির হারের মেইন কারণ এটাকে মনে করছেন অনেকে।
    হ্যারি বেলাফন্টে থেকে শুরু অনেক ব্ল্যাক হিউম্যানিটেরিয়ান এটা স্বীকার করেছেন।

    ব্ল্যাক-হোয়াইট ওয়েল্‌থ গ্যাপ বেড়েছে, গত ২৪ বছরের সর্বোচ্চ গ্যাপ হয়েছে ২০১৪-তে,

    Black-White Wealth Gap Has Reached A 24-Year High

    http://www.huffingtonpost.com/2014/12/12/racial-wealth-gap_n_6317202.html

    Income inequality between black and white is at its widest point in 25 years. According to a study by PEW in 2014, the average white household is worth $141,900, while the average black one is worth $11,000.



    ওপরের লিংক/চার্ট হাফিংটন (এক্সট্রিমলি লিবারাল) এর থেকে।

    নীচের চার্ট সিএনএন থেকে -





  • lcm | 83.162.22.190 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১২:২২699858
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৩699859
  • যে কোনো চার্ট বা গ্রাফ দেখলেই বোঝা যাবে এলিফ্যান্ট ইন দ্য রুম হচ্ছে ২০০৮। ২০০৮ এ যে গ্যাপ হয়েছিল সেটা লাস্ট আট বছর ধরে ভরাট করানোর চেষ্টা চলছে। এই আট বছর ধরে যদি কোনো রিপাবলিকান থাকতো, তাহলে সেইটুকুনিও ভরাট হত না। আর যতটা হয়েছে, টাম্প এসে সেটা আবার আনডু করবে। ব্ল্যাক পপুলেশান এটা ভাল করেই জানে আর তাই ইনইকুয়ালিটি সত্ত্বেও ৮৮% ব্ল্যাক পপুলেশান ক্লিন্টনকে ভোট দিয়েছে।
    আরো দেখা যাচ্ছে ওবামা রেগানের থেলে তিন মিলিয়ন মত পিছিয়ে, জব ক্রিয়েশন নামবার কনসিডার করলে। এই আট বছর রিপাবলিকান অব্স্ট্রাকশন না থাকলে এই নম্বারটা অনেক বেশি হত।
  • SS | 160.148.14.2 | ০৬ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪699860
  • ফেক নিউজ বা কনস্পিরেসি থিওরি এখন একেবারে ঘরে ঢুকে পড়েছে। গত রবিবার, ডিসিতে কমেট পিংপং নামের একটা পিৎজা রেস্টুরেন্টে এই কনস্পিরেসি থিওরির জন্যে বিশাল কান্ড হতে যা্চ্ছিল। বেশ কিছুদিন ধরেই একটা কন্স্পিরেসি থিওরি ঘুরছে যে ক্লিন্টন, জন পোডেস্টা ইত্যাদিরা কমেট পিংপং থেকে চাইল্ড সেক্স ট্র্যাফিকিং রিং চালায়। এখানকার কর্মীরা বেশ কিছু ধরেই অনলাইন হ্যারাসমেন্ট, ডেথ থ্রেট পাচ্ছিলেন। রবিবার একজন অ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকে পড়েছে সেল্ফ ইনভেস্টিগেট করবে বলে। কমেট পিংপং একটা ফ্যামিলি পিৎজা প্লেস, বাচ্চাদের বার্থডে পার্টি হয়। ভাগ্য ভাল, বড় কিছু হয়নি। কিছু হবার আগেই পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু অনেক বড় কিছু হতে পারত।
    এইবার মনে হয় এই কনস্পিরেসি থিওরিস্টদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট কেড়ে নেবার সময় হয়েছে।

    At a D.C. pizzeria, the dangers of fake news just got all too real

    https://www.washingtonpost.com/local/at-a-dc-pizzeria-the-dangers-of-fake-news-just-got-all-too-real/2016/12/05/b8ae43b8-baf4-11e6-94ac-3d324840106c_story.html?tid=a_inl&utm_term=.b746f47f018e
  • lcm | 60.242.74.27 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:১৬699861
  • না, সে ঠিক আছে, ফ্যানফেয়ার, ফ্যাক্ট ব্লোটিং তো সবসময়ই থাকে, দুই-দিকেই আছে।

    প্রিসিডেড বাই বুশ, এন্ড ফলোড বাই ট্রাম্প - এর মধ্যে ওবামার রেজিম তো আপাতদৃষ্টিতে দারুণ মনে হবেই। কিন্তু, এই ফ্যান ফলোয়িং-এর বাইরে গিয়ে দেখতে হবে কি হল, আরো বিশেষ করে কি কি হল না।
  • aka | 167.199.112.25 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩৮699862
  • একটা কথা মেনে নেওয়াই ভালো, এই যে আপাত একটা গ্রোথ দেখা যাচ্ছে সেটা কতটা রিয়েল? ফেড প্রচূর টাকা ঢেলেছে ইকনমিতে। ঐ যে ল্যাদোষ-দার গ্রাফ পাব্লিক ডেট বেড়েছে তার কারণ মনে হয় স্টিমুলাস প্যাকেজ। এবারে ফেড যখন ইন্টারেস্ট বাড়াবে তখন কি হয় সেটা দেখতে হবে।

    আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে থাকে নতুন ইনোভেশনের ওপর। বহুদিন যাবত কোন নতুন ইনোভেশন নেই। হবেই বা কোথাথেকে, রিসার্চ, এডুকেশনে টাকা কমছে, মূলত রিপাব্লিকানরা স্টেটে বসে থাকার জন্য। নতুন করে ভাবনার সময় এসেছে এসবই সত্যি।

    কিন্তু তার মানে এই নয় যে ম্যানুফ্যাকচারিং ফিরে আসবে। আসবে না। ঐ রাস্ট বেল্টের লোকজনদের কথা শুনতে হবে এও সত্যি। কিন্তু শুধু তাদের ম্যান্ডেটই নিউ নরম্যাল হবে সেটা ঠিক হল না। ট্রাম্পের অ্যাজেণ্ডা বিশেষজ্ঞরা তুলো ধুনেছে। এই অবধিই।
  • দ্রি | 59.248.170.48 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:১৮699863
  • পার্সেন্টেজ চেঞ্জ অফ পাবলিক ডেট। এই কোয়ান্টিটিটা কেন সিগনিফিক্যান্ট সেটা বুঝে পাচ্ছি না। ১ ট্রিলিয়ান বেড়ে ২ ট্রিলিয়ান হলে পার্সেন্টেজ চেঞ্জ হল ১০০। কিন্তু ১০ ট্রিলিয়ান বেড়ে ১২ ট্রিলিয়ান হলে পার্সেন্টেজ চেঞ্জ হল ২০।

    ৮৮% ব্ল্যাক ক্লিন্টনকে ভোট দিয়েছে ঠিকই। কিন্তু ওবামাকে ৯৩% ব্ল্যাক ভোট দিয়েছিল। ওবামার তুলনায় ক্লিন্টন বেশ কিছু ব্ল্যাক ভোট লুজ করেছে।
  • দ্রি | 59.248.170.48 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:২৩699864
  • টকিং অফ পিডোফিলিয়া, বিল ক্লিন্টনের একটা পিডোফিলিক কানেক্শান আছে। জেফ্রি এপস্টাইনের প্রাইভেট দ্বীপ। সেখানে বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু প্রমুখরা গেস্ট ছিলেন ... এটসেট্রা।
  • lcm | 179.229.10.212 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:২৪699865
  • আকা কি পাবলিক সেক্টরে ইনোভেশনের কথা বলছে, কারণ এটা আবার রিপাবলিকান-দের বিগ কম্পলেইন যে মিলিটারি বাজেট, নাসা বাজেট কাট হয়ে নাকি ইনোভেশন বন্ধ হয়ে গেছে।
  • PM | 149.5.229.199 | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:৩০699866
  • দ্রির দেওয়া ২০১৪ পর্য্যন্ত করুন ডেটা SS কাউন্টার করলেন না--যে বছরের ডেটা দেওয়া হয় নি , মানে ২০১৫ তেই ওবামা নাকি সব তির গুলো একসাথে মেরেছেন।

    ডেটা দেখে মনে হলো ৬ বছর গোল্লা পেয়ে , অষ্টম বছর টেনে টুনে পাশ।

    ওবামা আমার খুব পছন্দের লোক। আমি শুধু ডেটা দেখে আমার মনে হওয়া বল্লাম। কন্স্পিরেসি থিওরিস্টদের প্রতি খুব কিছু অশ্রদ্ধা হলো না কিন্তু ঃ)
  • SS | 160.148.14.2 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৫৯699868
  • টকিং অফ পিডোফিলিয়া, জেফ্রি এপস্টাইন ট্রাম্পের মারালাগো গেস্ট হাউসে অনেক সময় কাটিয়েছেন। ঃ)
  • SS | 160.148.14.2 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:০২699869
  • আর প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসাবে ওবামা হিস্টোরিক লেভেলে ভোট পেয়েছে। শুধু ক্লিন্টন বলে নয়, অন্য কেউই সেই লেভেলে ভোট পাবে বলে মনে হয় না।
  • aka | 167.199.112.25 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:১০699870
  • ল্যাদোষ-দা, ফ্যালাসিটা হল হায়ার এডুকেশনে এই ভাবে কস্ট কাট হতে থাকলে, নাসাতে কাজ করানোর মতন কোন লোকই পাওয়া যাবে না।

    মূলত ডিবেটটা হল কোথায় ইনভেস্ট করা উচিত। সেক্ষেত্রে হিউম্যান ক্যাপিটালেই করা উচিত।
  • দ্রি | 59.248.170.48 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:২৩699871
  • "শুধু ক্লিন্টন বলে নয়, অন্য কেউই সেই লেভেলে ভোট পাবে বলে মনে হয় না।"

    এই অ্যানালিসিসগুলো ক্লিন্টনের জয় প্রেডিক্ট করার সময় মাথায় রাখা উচিত ছিল।
  • দ্রি | 59.248.170.48 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:২৬699872
  • জেফ্রি এপস্টাইন এবং বিল ক্লিন্টনের রিলেশানঃ এমেসেনবিসি এবং আরটি।

  • SS | 160.148.14.2 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০২:১৯699873
  • এপ্স্টেইন মারালাগোতে কি করছিল ? তার লিংক কোথায়?
  • aka | 79.73.9.37 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০২:৪৭699875
  • কমপ্লিট নন-সেন্স যে একজন তিন মিলিয়ন টোটাল ভোট বেশি পেয়েও হারবে।
  • lcm | 179.229.10.212 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৯699876
  • আই বেগ টু ডিফার - কেউ যদি ঐ তিন মিলিয়ন ভোট যদি একটি রাজ্যে বেশি পান (এবারে হিলারি ট্রাম্পের থেকে ৪ মিলিয়ন বেশি ভোট পেয়েছে ক্যালিফোর্নিয়াতে) , তাই দিয়ে গোটা দেশের ডিসিশন ঠিক হওয়া --- সেটা যাতে না হয় সেটাই ইলেকটোর‌্যাল কলেজের উদ্দেশ্য।

    সো, ইট হ্যাজ লট অফ্‌ সেন্স -- নইলে এদ্দিনে লোকে এই নিয়ম নিয়ে চুপ করে বসে থাকত না। দ্য রুল হ্যাজ ইট্‌স মেরিট্‌স্‌ - ভেরি গুড মেরিট্‌স্‌ ।
  • lcm | 179.229.10.212 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৫১699877
  • না ব্যাপারটা দেখো, এই হল এবারের ২০১৬ ইলেক্শনের রেজাল্ট -


    এবারে বলো, গোটা দেশের মোট ভোটের একটা সিঙ্গল বাকেটের হিসেবে বিচার হলে, সেটাও কি যুক্তিযুক্ত হত।

    সব সিস্টেম কি আর এত পার্ফেক্ট হয় যে সব সময় আমার ফেভারে যাবে ঃ-)
  • Arpan | 100.215.227.12 | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৪:০৬699879
  • ক্লিন্টন উইস্কনসিনে প্রচারে যাননি সেটাও কি সিস্টেমের ফ্ল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন