এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.99.82 | ০৬ মে ২০১৬ ২৩:৪১702158
  • জোট জিতলে কি যে হবে ভাবতেই ভয় হচ্ছে, তিনি আবার গুন্ডা কন্ট্রোল করেন কিনা।
  • sm | 53.251.91.253 | ০৬ মে ২০১৬ ২৩:৪৪702159
  • জেতার পরে, পুলুশ তো আপনাদের হাতে।কন্রেস কেও এককালে গুন্ডা পার্টি বলতেন, খ্যাল আছে?
  • PM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০০:১০702160
  • কল্লোলদার সাথে জমাটি গান আড্ডা হলো ঃ) লুরুর বৃষ্টির মাঝে কল্লোলদা ১ +১/২ ঘন্টা ঠেঙিয়ে এসেছিলেন আমার মতো বেকার লোকের সাথে দেখা করতে !!! বাপরে।

    যাকে বলে ড্রিন্কিং অ্যান্ড সিঙ্গিং উইথ এনিমি ঃ) ঃ)

    আর্পন বাবু--- এবার হলো না। পরের বার আগে থাকতে জানাবো
  • PM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০০:২৬702161
  • কিন্তু দিদি কই??? ২৪ ঘন্টা খবরের বাইরে??!!! এমন দিনও দেখতে হলো??!!! ঃ)
  • Ekak | 53.224.129.40 | ০৭ মে ২০১৬ ০১:০৫702162
  • দিদি খুবই চিন্তায় । তৃনমূল উদ্দাম ক্যালানি খাচ্ছে । আবাপ যে জোট এর হওয়া তুলেছে তার ফল ভোট বাক্সে কতটা হবে জানিনা , একটা ফল অলরেডি ঘটে গ্যাছে তা হলো চৌত্রিশ বছরের ট্রেইনদ অপরাধী রা যারা কিনা জাস্ট ক্ষমতার ভয়ে এদ্দিন লুকিয়ে ছিল তারা আবার জেগে উঠেছে । সব অপরাধী যে তৃণমূলে জায়গা পেয়েছিল এমন তো নয়। অনেকেই ফিটিং করতে পারেনি । তারা এবার বুঝেছে যে মমতার সরে যাওয়ার একটা চান্স তৈরী হয়েছে। আর তৃণমূলের অপরাধী সংখ্যা কম না হলেও এদের ট্রেনিং বেশ কাঁচা। সেটা গত কয়েকবারের ভায়োলেন্স এ ধরা পরে গ্যাছে । কাজেই তৃণ দের মার খাওয়া ছাড়া পথ নেই । এবার ভোট এ মমতা জিতবে কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে উঠবে এন্টারপ্রেনীয়রাল অপরাধী দের মুক্তাঞ্চল । খোলাখুলি খুন জখম হবে ।
  • PM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০১:১৮702163
  • যত্তসব ইনোভেটিভ আউট অফ দা বক্স চিন্তা ঃ)

    চারদিকে নারী শিশু নির্বিশেষে বিরোধীরা রাম কেলানী খাচ্ছে আর একক স্বপনে দেখছে "তৃনমূল উদ্দাম ক্যালানি খাচ্ছে "-- হাইসেনবার্গের আন্সার্টেনিটির পরে এটাই বোধ হয় সবচেয়ে ইনোভেটিভ ডিস্কভারী ঃ)
  • PM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০১:২০702164
  • তবু আশা "এবার ভোট এ মমতা জিতবে " ----ঃ) যেটা হোলো মোদ্দা কথা ঃ)
  • S | 217.96.187.205 | ০৭ মে ২০১৬ ০১:৩৫702165
  • পবের যেকোনো লোকসভা, বিধানসভা, পুরোসভা, মহাসভা যাতেই দাঁড়াবেন না কেনো দিদি জিতবেন। উনাকে হারানোর মতন কেউ নেই। উনি একাই ৫০%+ ভোট পাবেন, অন্যদিকের সব ভোট মিলেও হারবে।

    তিনোদের সীট কমছে ২০১৪র তুলনায় - তাতেই দিদির হাল খারাপ - রাজ্যসভার কথা ভেবে। মোদিজি যদি সিবিআইকে লেলিয়ে দেয় তাহলে আর দেখতে হবেনা।

    দেখতে হবে ২০১১র তুলনায় জোটের সীট কতটা বাড়ে। বামেরা এইবারে জিততে চাইছেনা - জিতলে কঙ্গের সাথে সরকার গড়তে হবে - হয়তো অধিরকে মুঃমঃ বা উঃমুঃম কিছু একটা দিতেই হবে। বরং সীট বাড়িয়ে দিদিকে আরো ডেসপারেস্ট করে দেও। দিদির লোকেরা আরো গুন্ডাগিরি করুক, আরো চুরি হোক। পারলে দিদি যেন মোদিজির সাথে গিয়ে হাত মেলান। এইগুলো হলে বামেরা আবার ৩৪ বছরের জন্য। এইবারে এলে বামেদের কাজ করে দেখাতে হবে।
  • Ekak | 53.224.129.40 | ০৭ মে ২০১৬ ০১:৩৭702166
  • ওরম মনে হয় নেট জগত দিয়ে দুনিয়া মাপলে :) নারী -শিশুর খবর কাগজে হায়লায়ট হচ্ছে তার মানে এই নয় যে তৃনমূল মার খাচ্ছেনা । একচুয়ালি উদ্দাম ক্যালান খাচ্ছে বলেই সফট টার্গেট হিসেবে নারী-শিশু দের ওপর এটাক করছে এবং সেটাও কাগজে বেরিয়ে কেস খাচ্ছে । হাইসেনবার্গ আউরে আপাতত নিশ্চিতে থাকুন পরে কাগজে বড় আকারে খবর হলে কথা হইতে কি হইয়া গ্যালো বলে আলোচনা করবেন খন :)))
  • Arpan | 233.227.112.159 | ০৭ মে ২০১৬ ০১:৪৪702168
  • আরো তেরো দিন মা। ঃ)

    তার পরেই কোথা হইতে কী হইয়া গেল, যে পক্ষই জিতুক না কেন। এত আনসার্টেন ইলেকশন আমার জীবদ্দশায় ঘটেনি।
  • S | 108.127.180.11 | ০৭ মে ২০১৬ ০১:৪৬702169
  • আমার মনে হয় কেউ একাজিট পোলের রেজাল্ট দেবেনা - কারণ কেউ কিছুই বোঝেনি ঃ))
  • PM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০১:৫৭702171
  • এটা আমার পোস্ট
  • OM | 113.5.19.85 | ০৭ মে ২০১৬ ০১:৫৭702170
  • "তৃনমূল উদ্দাম ক্যালানি খাচ্ছে "-- এরকম জেনেরিক স্টেটমেন্টের সপক্ষে কোনো রেফারেন্স? বারুইপুর এর একটা ঘট্না আর মুর্শিদাবাদের ২-৩ টে ঘটনা ছাড়া? নাকি এটাও একটা ইনোভেটিভ থিওরি---যা সব তথ্য প্রমানের উর্দ্ধে? ডিরোজিও শিষ্যদের মরার পরেও রামকৃষ্ণ মিথ নির্মানের মতো ? ঃ) ঃ)
  • pi | 233.176.47.80 | ০৭ মে ২০১৬ ০২:০০702172
  • কার সীট বাড়িয়ে দিদিকে আরো ডেস্পারেট করে দিতে হবে ?
  • Ekak | 53.224.129.40 | ০৭ মে ২০১৬ ০২:০৮702173
  • আরে সে না বললেও হত :) আগের গুলো ও আপনার পোস্ট ছিল । নাহ কোনো লিংক ফিনক দেব না । লিংক পড়ে তো জানি না । তবে আজ কেই শেয়াল দা রাজাবাজার এ কিছু ঘটনা ঘটেছে । অবশ্য এসব অফিস ভাঙ্গা টাঙ্গা তো সাধারণ ব্যাপার । ব্যাপক খুনোখুনি শুরু না হলে লিংক আসবে ক্যামনে ।
  • ?????? | 99.87.178.253 | ০৭ মে ২০১৬ ০২:৪০702174
  • ***
    Name: PM

    IP Address : 113.5.19.85 (*) Date:07 May 2016 -- 01:20 AM

    তবু আশা "এবার ভোট এ মমতা জিতবে " ----ঃ) যেটা হোলো মোদ্দা কথা ঃ)

    কারেক্ট :)) :)) :))

    ****
    Name: S

    IP Address : 217.96.187.205 (*) Date:07 May 2016 -- 01:35 AM

    পবের যেকোনো লোকসভা, বিধানসভা, পুরোসভা, মহাসভা যাতেই দাঁড়াবেন না কেনো দিদি জিতবেন। উনাকে হারানোর মতন কেউ নেই। উনি একাই ৫০%+ ভোট পাবেন, অন্যদিকের সব ভোট মিলেও হারবে।

    তিনোদের সীট কমছে ২০১৪র তুলনায় - তাতেই দিদির হাল খারাপ - রাজ্যসভার কথা ভেবে। মোদিজি যদি সিবিআইকে লেলিয়ে দেয় তাহলে আর দেখতে হবেনা।

    দেখতে হবে ২০১১র তুলনায় জোটের সীট কতটা বাড়ে। বামেরা এইবারে জিততে চাইছেনা - জিতলে কঙ্গের সাথে সরকার গড়তে হবে - হয়তো অধিরকে মুঃমঃ বা উঃমুঃম কিছু একটা দিতেই হবে। বরং সীট বাড়িয়ে দিদিকে আরো ডেসপারেস্ট করে দেও। দিদির লোকেরা আরো গুন্ডাগিরি করুক, আরো চুরি হোক। পারলে দিদি যেন মোদিজির সাথে গিয়ে হাত মেলান। এইগুলো হলে বামেরা আবার ৩৪ বছরের জন্য। এইবারে এলে বামেদের কাজ করে দেখাতে হবে।

    এটাও আরেকটা কারেক্ট । তবে এ দিদি আর সে দিদি নেই। নির্বাচনে জেতার পরে দেখবেন খোল-নলচে সব পাল্টে দেবে এবার । অনেক মানুষ কে দল থেকে তাড়াবে ।

    *****

    Name: ranjan roy

    IP Address : 24.99.139.38 (*) Date:06 May 2016 -- 11:20 PM

    অর্পণ,
    একদম সঠিক। আমার খবরে জোট ২০০'র কাছাকা্ছি ( সূর্যকান্ত যেমন বলেছেন) পেলেও আশ্চর্য হব না। তবে কনজার্ভেটিভ এস্টিমেটে ১৭০ রেখেছি।
    ##
    এটাতো সম্ভব নয়ই । আপনি কি রঞ্জন দা আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন মানে ' ঘরের ছেলে ' কি ঘরে ফিরছে ? :))

    তবে একটা কথা মনে হচ্ছে রঞ্জন দা, এবারে এক্সিট পোল মিলবে না ।

    একজন লিখেছেন দেখলাম - জোট জিতলে সিপিএমের বড়ই বিপদ । সঠিক । এই ভাঙ্গা হাটেও যা সব জিনিস একেক খানা কং পার্টিতে । :))
  • S | 217.96.187.205 | ০৭ মে ২০১৬ ০২:৫৩702175
  • ছোট্ট প্রশ্নঃ

    মদন, মুকুল, মুখুজ্জে ছেড়ে দিন। ববি হাকিম, রেজ্জাক, আরাবুলকে তাড়াতে পারবেন? বা ডেরেক? বা অনুব্রত। লিস্টি তো ক্রমশই লম্বা হচ্ছে।
  • জয় | 92.132.247.141 | ০৭ মে ২০১৬ ০৭:১০702176
  • এপাতায় থাক। মুসলিম ইমিগ্রেন্ট ড্রাইভারের ছেলে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র ইলেক্টেড হল, ল্যান্ডস্লাইড।
    বার্নির তুতো ভাই করবিন কি নেক্স্ট পিএম?
  • কল্লোল | 111.63.66.194 | ০৭ মে ২০১৬ ০৭:২৪702177
  • পিএম-এর সাথে খুব জমাটি আড্ডা হলো, গান হলো, ভোদকা হলো, যারে কয় স্বয়ংসম্পূর্ণ মিনি ভাট।
  • S | 108.127.180.11 | ০৭ মে ২০১৬ ০৯:৪৭702179
  • তারনান্দের ওয়েবসাইটের সার্ভেতে ৬৬% বলছেন জোট জিতবে। কিন্তু আমরা সক্কলেই জানি যে সেটি হবেনা। একেই বলে মিডিয়ার প্রভাব।
  • ranjan roy | 24.99.95.180 | ০৭ মে ২০১৬ ১০:২৩702180
  • দূর!
    আমি যখন ২০১১তে এই পাতাতে লিখেছিলাম --বামেরা গোহারা হারবে, তখনও মিডিয়ার প্রভাবে বলিনি ( বিমান ২০০ পাবে বলে ক্লেইম করেছিলেন)। আজকে যখন বলছি উল্টোটা সেটাও তারানন্দের প্রভাবে নয়।
    তবে আমি জ্যোতিষী বা সর্বজ্ঞ নই, গতবার মিলে গিয়েছিল; এবারে মিলতে না ও পারে।
    আর আমি নিজের জায়গায় ঠিক আছি। রুটি পাল্টাও।
  • ranjan roy | 24.99.95.180 | ০৭ মে ২০১৬ ১০:২৯702181
  • কল্লোল ও পিএমকে এক পেট হিংসে!!!
    আড্ডা? গান? আবার ভোদকা সহযোগে? ধম্মে সইবে??

    ঠাকুর সব দেখছেন, দিন এমনি এমনি যাবে না!
  • S | 108.127.180.11 | ০৭ মে ২০১৬ ১০:৪২702182
  • কথাটা আপনাকে না।
  • s | 77.59.60.122 | ০৭ মে ২০১৬ ১১:০৫702183
  • রঞ্জনদার সাথে একমত। রুটি পাল্টাও। সে এবার জোট আসুক কিংবা পরেরবার বিজেপি আসুক আপত্তি নেই।
    শুধু আশা যে সমালোচনা/ প্রতিবাদটা যেন চলতে থাকে। জোট এলে বামব্যাথীরা যেন হিনি না হয়ে যান।
  • dc | 132.174.191.41 | ০৭ মে ২০১৬ ১১:১৮702184
  • সেটা হবে না। বাম সরকার এলে বামব্যাথীরা আর তিনো সরকার এলে তিনোব্যাথীরা পর্যায়ক্রমে হিনি হয়ে যান। আর যাঁরা সমালোচনা করেন তাঁদের পালা করে অন্য পক্ষের ব্যাথী হিসেবে দেগে দেন :d
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ১৪:০০702185
  • অনেক সমালোচকই আবার তদন্ত ইত্যাদির তোয়াক্কা না করে হাওয়ায় ভাসানো খবররের ওপরে বেশী নির্ভর করে সমালোচনায় মুখর হন। তার পরে কোন তথ্য ভুল প্রমাণিত হলে স্বীকার করেন না!!
  • dc | 132.174.191.41 | ০৭ মে ২০১৬ ১৪:১১702186
  • অনেক সমালোচক আবার সিলেক্টিভলি কিছু কিছু খবরকে হাওয়ায় ভাসানো বলে দাগিয়ে দেন। আর নিজের পছন্দমতো কখনো তদন্ত শেষ হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত ঘোষনা করে দেন, আবার কিছু কিছু তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন।
  • kc | 198.71.197.72 | ০৭ মে ২০১৬ ১৪:২৪702187
  • ও পিটিদা, তক্ক ছাড়েন। কারা জিতবে? প্রেডিকশন দ্যান। না হয় একটা টিয়াপাখি নিয়েই বসলেন, তবুও বলুন, কারা জিতবে?
  • PT | 213.110.242.6 | ০৭ মে ২০১৬ ১৫:২১702188
  • ঐ তো RR বলে দিয়েছেন। আমি তো অনেক আগে থেকেই অধ্যাপক ওমপ্রকাশের সম্ভাব্য সংখ্যা মেনে নিয়ে বাম-কং জোটের পক্ষে সওয়াল করেছি।
  • Manish | 113.203.233.6 | ০৭ মে ২০১৬ ১৫:৪৯702190
  • জোট জিতলে আমি প্রচন্ড খুশী হবো।আর আমি জোটকেই ভোট দিয়েছি,

    কিন্তু আমার একটা খটকা লাগছে। এই দু টাকা কিলো চাল,কন্যাশ্রী এ গুলোর প্রভাব গ্রাম বাংলায় কি পড়বে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন