এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 125.187.34.83 | ০৯ মে ২০১৬ ১৫:০০702259
  • সেঁকোবিষ কথাটা এসেছে শঙ্খবিষ থেকে। সেই যে ছোটবেলায় পদ্য পড়তাম, "বাতাসে ঢেলে যায় শঙ্খবিষ, বাগচী সাহেবের মার্সিডিজ।"
    ফরেনসিক মেডিসিনে শুনতাম ওটা নাকি আর্সেনিকের কিছু জায়গায় লোকাল নাম।
    আজকাল মেলে কিনা কে জানে। সুকুমার রায়ের লেখায় থাকত।
  • ranjan roy | 132.162.174.101 | ০৯ মে ২০১৬ ১৭:০৪702260
  • দ,
    মাইরি, বলেছিলাম ১৯শের আগে মুখ খুলব না, কিন্তু সবাই মিলে এমন করে খোঁচালে এবং লোভ দেখালে---!!!
    তিনটে জিনিস দেখুনঃ
    ১) ম্যাথুর ২০১৪ সালে তুলে রাখা স্টিং ১০ এপ্রিল তারিখের আশে পাশে ফোটানোর সম্ভাবনা ছিল, কিন্তু সেটা বোধহয় লজিস্টিক্সে দু-তিনদিন দেরি হয়ে গেল। কোলকাতায় প্রেস কনফারেন্স ও দিন কয়েক আঅগে হওয়ার চান্স ছিল। সে যাকগে,ক্ষতি যা করার তা হয়ে গেছে। শাল দিয়ে মাথা ঢাকতে গিয়ে পা উদোম হয়ে যাচ্ছে। গাঁয়ের লোকের কাছে সারদার গল্পে নেতাদের ইন্ভলমেন্ট শোনা কথা। মদনের বেইল না পাওয়া রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু যখন ভিস্যুয়লি দেখা যাচ্ছে যে ওনারা টাকা নিচ্ছেন খাবলে খাবলে তার ইম্প্যাক্ট অনেক বেশি।
    ২) মুকুল রায়ের দুটো স্টেটমেন্ট।
    এক, নারদা নিয়ে।
    দুই, ভোট পরবর্তী শাসক দলের সন্ত্রাস নিয়ে। রায় পরিবার কিন্তু এবার জিতবে।
    তিন, বীরভূমে (কাজল শেখ) ও অন্য কয়েকটি জায়গায় বিরোধী গোষ্ঠীর সিপিএমকে বল পাস দেওয়া। সোনালি গুহর চিৎকার খেয়াল করুন। এবং দমু যা বলছেন।
    আবার বলিঃ আমি গণকঠাকুর নই। এত সব বাচালতা ভুল হতে পারে।
    আর ১৯শের আগে কোন রেসপন্স দেব না। নিরাপদ দূরত্বে বসে আছি। ক্যালাকেলির চান্স দেখলে দূগ্গোপূজো অব্দি দিল্লিতে পার করে দেব।
    মাসে দু-তিনদিন আমার মেয়েদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে এখানে ওখানে খাওয়া হয়ে যাবে। দুটোই ফুডি! মার্টিনি, ব্লাডি মেরি, কিয়ান্তি চেখে দেখব। ঃ))))
  • cb | 208.147.160.75 | ০৯ মে ২০১৬ ১৭:১৫702261
  • যে যাই খাওয়াক, রঞ্জনদাকে আমার ওপেন অফার দেওয়া আছে গরম জল আর রামের, ইরেস্পেকটিভ অফ জোটের রেসাল্ট। এট্টু শীতকালের দিকে সন্ধ্যে করে :)
  • PM | 116.78.25.60 | ০৯ মে ২০১৬ ১৭:২৪702262
  • টানা জিততে জিততে দিদি বোর হয়ে গেছেন। তাই বিরক্তিতে চুপ চাপ। মায় প্রিয় বুজিদেরো সহ্য করতে পারছেন না ঃ( এ পোড়া রাজ্যের কি হবে ? ঃ( ঃ(

    http://ebela.in/state/why-did-mamata-remain-so-silent-1.381556
  • PM | 116.78.25.60 | ০৯ মে ২০১৬ ১৭:৪০702263
  • মমতার মাস্টার স্ট্রোকগুলোর খবর কি আপনারা (এলিটিস্টরা) জানতেন??

    "মমতার আপাত ভুলগুলি আসলে মাস্টার স্ট্রোক"

    http://bartamanpatrika.com/index.php/news/fullstory/14387
  • PT | 213.110.242.4 | ০৯ মে ২০১৬ ১৮:০২702264
  • অনেকেই নানাবিধ লিং দিচ্ছেন বলে সাহস করে এই লিংটা দিলাম। এটা পড়লে PM-এর লিং এর ব্যাখ্যা খানিকটা পাওয়া যাবে।
    "জিতলেও হার, হারলেও হার"
    http://epaper.ebela.in/details/573-6583868.html
  • বেলুন | 209.116.174.19 | ০৯ মে ২০১৬ ১৮:২১702266
  • "মাইরি, বলেছিলাম ১৯শের আগে মুখ খুলব না, কিন্তু সবাই মিলে এমন করে খোঁচালে এবং লোভ দেখালে---!!!
    তিনটে জিনিস দেখুনঃ
    ম্যাথুর ২০১৪ সালে তুলে রাখা স্টিং ১০ এপ্রিল তারিখের আশে পাশে ফোটানোর সম্ভাবনা ছিল, কিন্তু সেটা বোধহয় লজিস্টিক্সে দু-তিনদিন দেরি হয়ে গেল।কোলকাতায় প্রেস কনফারেন্স ও দিন কয়েক আঅগে হওয়ার চান্স ছিল। সে যাকগে,ক্ষতি যা করার তা হয়ে গেছে। "
    এবার ঘটনাক্রম দেখা যাক -
    নারদ নিউস ওয়েবসাইট স্টিং প্রকাশ্যে আনে 14 march
    http://naradanews.com/2016/03/x-files-tmc-leaders-exposed-by-narada-news-caught-accepting-bribes-on-camera/

    এবার ২০১৬ নির্বাচন ভবিষ্যতবাণী সুতোয় রঞ্জন রায় এর সেই ৪ ও ১০ এপ্রিল খ্যাত প্রেডিকশন করেন ২৯ মার্চ -
    IP Address : 24.96.90.239 (*) Date:29 Mar 2016 -- 11:50 PM
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1457164188258&contentPageNum=1

    তাহলে ?
    উনি কি বলতে চাইছেন একটু খোলসা করবেন ?
  • ranjan roy | 132.162.174.101 | ০৯ মে ২০১৬ ১৮:২২702268
  • cb,
    প্রীত ও আপ্লুত হলাম। শীতকালে কোলকাতায় ঠিক হাজিরা দেবো।ঃ)))
  • ranjan roy | 132.162.174.101 | ০৯ মে ২০১৬ ১৮:২৭702269
  • বেলুন,
    ঠিক খেয়াল করেছেন।ঃ))
    ওটা, মানে একনম্বরটা গুল্প!
    বাকি দুটো নয়।
    কিন্তু ওটার জন্যে হাইকোর্টের কমেন্টের দিনটি দেখুন।
    প্রেস কনফারেন্স ১০ এর আশেপাশে হওয়ার কথা, সেটা দেরিতে হয়েছে। তবে খুব বেশি ফারাক পড়ে নি।
  • PT | 213.110.242.7 | ০৯ মে ২০১৬ ১৮:৩৩702270
  • কিন্তু ১৪-ই মার্চ দিনটা কি ইচ্ছে করে বাছাই করা যাতে চ্যানেলে চ্যানেলে "অন্য কোন" আলোচনা না হয়?
  • বেলুন | 113.246.37.19 | ০৯ মে ২০১৬ ১৮:৫৯702271
  • উপস , ৪ আর ১০ এপ্রিল গুল্প ! আপনার ডেট ধরে ধরে বলার কনফিডেন্স দেখে ভেবেছিলাম ভোটের হাওয়াবদলের খোদ অন্দরমহলের খবর । হাইকোর্ট তদন্তের আদেশ আর ম্যাথুর প্রেস কনফারেন্স এ এসে ঠেকলো ! এ তো পর্বতের মূষিকপ্রসব :-(
  • Cm | 127.247.98.44 | ০৯ মে ২০১৬ ১৯:০১702272
  • তৃণমূল ভাঙ্গার কথা কে প্রথম বলেছিল একটু খেয়াল রাখবেন।
  • ranjan roy | 132.162.174.101 | ০৯ মে ২০১৬ ১৯:৪২702273
  • ইয়ার্কিটুকু বাদ দিন ! কিন্তু সেটাই সবটা নয়। আমি তো বলেইছিলাম-- আগে থেকে সব ফাঁস করে ক্যাল খাবো না!
    জ্যোতিষী নই, উনিশ তারিখ-- খুব খারাপ হবে না মনে হয়।
  • PT | 213.110.242.6 | ১০ মে ২০১৬ ০৬:৪৭702274
  • এটাকে "ভিউজ" বলেও ধরতে পারেনঃ
    "People close to Mamata believe the likely Puri trip isn't unconnected with the upcoming poll results. " Given the close contest the election has turned out to be, Didi has not been very confident in the last three phases," a source said."
    http://epaper.telegraphindia.com/details/186835-42533403.html
  • S | 108.127.180.11 | ১০ মে ২০১৬ ১৪:১৪702276
  • অধীর নাই?
  • de | 69.185.236.53 | ১০ মে ২০১৬ ১৪:২১702277
  • নজ্জায় মুখ দেখাতে পারা যাবে না উনিশের পরে - যা দেকচি!! এগুলো না করলেই নয়?
  • ঢুন্ডুদাস চণ্ড | 125.112.74.130 | ১০ মে ২০১৬ ১৫:০১702279
  • বলবো না বলবো না করেও বলেই ফেলি।

    লজ্জা টজ্জার কী আছে? ছয় মাস আগেও বামফ্রন্ট (তখনো জোট বলে কিছু হয়নি) জিতবে এই কথা কেউ ভাবেনি - সর্বত্র ধারণা ছিলো মমতা সুইপ করবে। তিন মাস আগেও (জোটের কথাবার্তা শুরু হয়েচে সদ্য), সমস্ত ওপিনিয়ন পোল মমতাকে ১৮০-২০০ সীট দিয়েছে। সেই জায়গা থেকে এখন লোকজন জোট জিতেও যেতে পারে - এরকম ভাবছে - এটা কি খুব কম কিছু?

    গত বছর জাঠার সময় থেকেই একটা রেজিস্টেন্সের জমি তৈরী হচ্ছিলো - সেই রেজিস্টেন্স এবার ভোটে দেখা গেছে। কয়েকটা পকেট - পশ্চিম মেদিনীপুরে কেশপুর, গড়বেতা, কিছু পরিমাণে বিনপুর/শালবনি আর পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, খেজুরি, আর কিছুটা ভগবানপুর, কাঁথি দক্ষিণ ছাড়া প্রায় সর্বত্রই রেজিস্টেন্স ছিলো - জোটের এবং মানুষেরও। ওই কয়েকটা পকেট ছাড়া লার্জ স্কেল ভোট লুঠ কোথাও হয়নি। ধরে নিলাম বীরভূম আর হুগলীতেও কিছু অঞ্চলে কিছুটা হয়েছে, তবে লোকসভা ভোটের তুলনায় কিছুই নয়। লোকসভায় প্রায় ১০-১২% ভুতুড়ে ভোট ছিলো (যাদবপুর লোকসভা কেন্দ্রে শুধু ভাঙড়েই ৭৭০০০ লীড মনে আছে) - সেরকম এবারে হয়নি, মোটের ওপর এইটা বলাই যায়।

    কাজেই এইবার লোকে যা চাইবে তাই হবে। সেই নিয়ে লজ্জা পাবার তো কিছু নেই?
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.108.184 | ১০ মে ২০১৬ ১৫:১০702280
  • খাতায় নাম উঠে গেছে, উনিশ তারিখের পর "দেখে নেওয়া হবে" কথাটা একাধিকবার শোনা হয়েছে, তো? লজ্জা/ভয় পেয়ে ঘরে ঢুকে যেতে হবে নাকি?
  • de | 24.139.119.172 | ১০ মে ২০১৬ ১৫:৪১702281
  • জেতার আগে মন্ত্রীসভা গঠন করতে দেখলে আমি লজ্জা পাই - ২০১১ তে সুইপিং ভিকট্রি হবে জেনেও তিনোদেরও এটা করতে দেখিনি। সেখানে এরকম হাফ চান্সে এতো বারফট্টাই বাজে লাগে। লজ্জাটা সেজন্য। মানুষের প্রতিরোধের জন্য নয়। "দেখে নেওয়া হবে" শুনে ভয় পাবেন কেন? ও তে তো জেদ আরো বাড়ার কথা।
  • Arpan | 233.227.162.53 | ১০ মে ২০১৬ ১৫:৪৪702282
  • এ কিছু উৎসাহী সমর্থক করেছে, সোশাল মিডিয়ায়। তেমন গুরুত্ব দেবার কিছু আছে কি?
  • de | 24.139.119.172 | ১০ মে ২০১৬ ১৫:৪৫702283
  • জোট জিতে গেলে সেটা আমার দেখা সবথেকে আশ্চর্য্য ঘটনা হবে - ফল একা একা লড়লে যা হোতো তার থেকে ভালো হবে নিঃসন্দেহে। কিন্তু জিতে যাবে এটা এখনও মনে হচ্ছে না। মে বি, আমি পবর রাজনীতি বা পারিপার্শ্বিক সম্বন্ধে কম তথ্যসমৃদ্ধ!

    মানুষ ভোট দিতে পেরেছে এটাই এ ভোটের সবচেয়ে পজিটিভ খবর!
  • de | 24.139.119.172 | ১০ মে ২০১৬ ১৫:৪৭702284
  • গুরুত্ব দিচ্চি না, খালি সমর্থকেদের কাছ থেকে আরেকটু র‌্যাশনালিটি প্রত্যাশা করছি! উনিশ অব্দি!
  • cb | 208.147.160.75 | ১০ মে ২০১৬ ১৫:৪৮702285
  • ২০১১ তে অলরেডি মন্ত্রীসভা গড়া হয়ে টয়ে গিয়ে আনন্দবাজার স্কুপ করে ফেলেছিল :)
  • cb | 208.147.160.75 | ১০ মে ২০১৬ ১৫:৪৯702286
  • ১৯ শের পর তো চড়াম চড়াম বাজবে :)

    একটু আনন্দ করতে দিন তার আগে :P
  • PT | 213.110.242.5 | ১০ মে ২০১৬ ১৫:৫৯702287
  • ১৮ পর্যন্ত এবেলা থেকেই লিং দেওয়া ভাল। যথেষ্ট বিনোদনের উপাদান আছে!!!
  • ক বাবু | 113.227.99.128 | ১০ মে ২০১৬ ১৬:০৪702288
  • যদি জোট আর তিনোর মধ্যে টাই হয় আর বিজেপি গোটাপাঁচেক সিট নিয়ে ব্যালান্সিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তবে কি হতে পারে?

    ১। বাইরে থেকে বিজেপির সমর্থনে তিনো সরকার। কেন্দ্রের ভালো প্যাকেজ পবর জন্যে। বদলে কেন্দ্রে বিজেপিকে নিঃশর্ত সমর্থন তিনোর।

    ২। কং ভেঙ্গে তিনোতে যোগদান, বদলে মন্ত্রিত্ব। কংগ্রেসের অগত্যা তিনোর সঙ্গে জোট

    ৩। ২ এর মতই, তবে কং এর বিরোধী থাকন।

    ৩। তিনো ভেঙ্গে কিছু কং এ, "আমরা তো আদতে কং বটি হে" টাইপ।

    আরো অন্য কিছু সম্ভাবনা আছে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন