এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.185.236.52 | ১০ মে ২০১৬ ১৬:২৭702291
  • :))))
  • cb | 208.147.160.75 | ১০ মে ২০১৬ ১৬:৩০702292
  • এবং সবাই শিওর শট!!!

    কেউ কনফার্ম খবর ছাড়া স্পেকুলেশন করছেই না :)
  • ঢুন্ডুদাস চণ্ড | 125.112.74.130 | ১০ মে ২০১৬ ১৬:৩৫702293
  • আরে ও তো বাঙালীর অভ্যেস। দ্যাখেন না - মেসির কোন পাসটা কত অ্যাঙ্গলে বাড়ানো উচিত ছিলো বা তেন্ডুলকরের কোন বলে কী শট খেলা উচিত ছিলো বা গদারের সিনেমার কোন শটটা কত আলোয় তোলা উচিত ছিলো - সব কনফিডেন্টলি বলে দিতে পারে?
  • ranjan roy | 132.162.174.101 | ১০ মে ২০১৬ ১৬:৩৬702294
  • খাপে খাপঃ)))
  • d | 144.159.168.104 | ১০ মে ২০১৬ ১৬:৪০702295
  • এই টইটাতেই গন্ডা গন্ডা ....
  • de | 69.185.236.54 | ১০ মে ২০১৬ ১৬:৫৭702296
  • আমার কলকাতার বন্ধুরা উনিশ তারিখ সব সি এলের প্ল্যান ভাঁজছে!
  • dc | 132.164.111.199 | ১০ মে ২০১৬ ১৭:০৪702297
  • "১৮ পর্যন্ত এবেলা থেকেই লিং দেওয়া ভাল। যথেষ্ট বিনোদনের উপাদান আছে!!!"

    এই যাঃ। আবাপর মার্কেট দেখছি সত্যি খারাপ :p
  • IP ঠিকানা দেখে বেছে খুঁজে নিন | 127.194.46.235 | ১০ মে ২০১৬ ১৭:২৬702298
  • ---------------
    এই ব্যাপারে পাড়ার বুক-ধুকপুকে দাদা দিদিদের মোমবাতি জ্বালিয়ে পেস-মেকার লাগানো আকুল ডাকে গতকাল রাতে (অ)মৃতলাল এখেনে এসে যা জানিয়ে গেছেন -
    "হাওয়াই চটি আবার নবান্নে, কিন্তু ২০১৭-র ফেব্রুয়ারী থেকে আগস্টের মধ্যে মঘা, ক'ঘা, শ্লেষা, অশ্লেষা ইত্যাদির প্রকোপে পদত্যাগ, গদিত্যাগ ও সম্ভবতঃ 'গালে সবাইকে দিয়ে চড় মারিয়ে, লোকের বাড়ি বাড়ি বাসন মেজে দেবার' প্রতিশ্রুতি রক্ষা করে নিজের দেহত্যাগ ......, 'সে যে কি বিশ্রী ব্যাপার" (এ কথাটা ঠিক গুগাবাবার শেষ দৃশ্যের সময় হাল্লার রাজার ঢঙে বললেন)"
    *******************************************
    এই নিয়ে আগামীতে "চটির ভবিষ্যৎ" নামক চলচ্চিত্র নির্মাণের কথা সঙ্কটেশ ফিল্ম্‌স্‌ ভেবে রেখেছে। পরিচালক অলীক দত্ত। কুশীলবের খোঁজে বিজ্ঞাপনের ভিত্তিতে আবেদনের জন্য "দৈনিক ৩৬৫ দিন"-এর 'বিবি' ক্রোড়পত্রে চোখ রাখুন।
    ********************************************
  • b | 135.20.82.164 | ১০ মে ২০১৬ ১৭:৪৬702299
  • হায় হায়। এই নারদা নাকি রঞ্জনদার গোপন খবর।
    এরকম ল্যাডার স্ন্যাচিং জীবনে হয় নি।
  • নির্ঘাৎ | 165.136.80.81 | ১০ মে ২০১৬ ১৮:১৩702301
  • খুড়ো। নইলে এমন টাইমিং কার হবে।
  • T | 190.255.241.59 | ১০ মে ২০১৬ ২০:১৯702302
  • তারানন্দ গুছিয়ে প্রেডিকশন করে যাচ্ছে। :)
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.116.228 | ১০ মে ২০১৬ ২০:২২702303
  • কে যেন সেদিন আমায় বল্ল আমি নাকি সান্ধ্যভাষায় কথা বলি। মাইরি বলছি এতক্ষণ ধরে মাথা চুলকেও বুঝে উঠতে পারলুম না যে খুড়ো ঠিক কী বল্ল।
  • :) | 132.177.132.230 | ১০ মে ২০১৬ ২০:৪১702304
  • ও ভাষাবন্ধন দেখেই বেশি মাথা ঘামাই নি। কীরম যেন মনে হল বছর পাঁচেক আগের প্রফেটের লেখা মন্তাজ।
  • b | 24.139.196.6 | ১০ মে ২০১৬ ২০:৪৪702305
  • খুড়ো আবার কে?
  • answer | 202.240.212.2 | ১০ মে ২০১৬ ২১:২৮702306
  • ঐ একটা পুরোনো লোচ পাবলিক
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.108.63 | ১০ মে ২০১৬ ২১:৩৪702307
  • বি - খুড়ো আমাদের মত এক বহু প্রাচীণ চণ্ডাল।
  • T | 190.255.241.59 | ১০ মে ২০১৬ ২১:৪৩702308
  • প্রেডিকশন করে যাই। দাঁতন সিটটা তৃণমূল জিতবে পঁয়তাল্লিশ হাজার ভোটে।
  • PM | 233.223.152.120 | ১০ মে ২০১৬ ২২:৩০702309
  • T কে প্রেডিকসন গুলো একসাথে লিখতে বলছি ঃ) পরে মেলবো ঃ)
  • IP ঘেঁটে, "ঘুঁটে" বের করুন | 127.194.46.235 | ১১ মে ২০১৬ ০১:৪০702310
  • চুণ্ডু সোনা ভাইটি- একটু লিনাক্ষ মগজাস্ত্রের প্রয়োগ শুরু করো, এত বোঝানো সম্ভব নয়। সময় পেলে কাল না হয় আরেকবার এসে আমার মোবাইলে আসা দুটি জেলাভিত্তিক সমীক্ষার এসএমএস পড়ে, ইয়ে লিখে শোনানো যাবেখ'ন।

    আবশ্যিক মন্তব্যঃ-
    ------------------
    কাঁটা বেছে IP ঘেঁটে মস্তিষ্ক প্রসূত ঘুঁটে বের করুন এবং আপোন আপোন সমোস্‌কিতি আপোন আপোন ভাসায় পোকাস করুন।

    বিধিসম্মত বিবৃতিঃ-
    -------------------
    এই মন্তব্যের ফলনিঃসৃত রসাস্বাদনে বিষম, হেঁচকি, গলাজ্বালা, বুক ধড়ফড় এবং তৎজনিত বিকারগ্রস্ত প্রলাপ বা বিলাপ ইত্যাদি লক্ষণ দেখিতে পাইলে অন্যান্য চিকিৎসা বিশেষজ্ঞর সহিত মনোরোগ বিশেষজ্ঞেরও দ্বারস্থ হইবার অনুরোধ করা হইতেছে। অন্যথায় সাইটের সকলের নিরাপত্তার্থে পর্যাপ্ত পরিমাণে 'RABIPUR' সরবরাহ করার বন্দোবস্ত করিবার অনুরোধ জানানো হইতেছে।
  • s | 108.209.202.160 | ১১ মে ২০১৬ ০৪:০৬702312
  • কল্লোলদার জন্য।
    http://sangbadpratidin.in/web/guest/story/-/asset_publisher/dbQQWH2f26c3/content/cpm-supporters-cast-vote-for-nota

    কট্টর সিপিএম সমর্থকদের সৌজন্যে বাড়ছে নোটার হার
    কৃষ্ণকুমার দাস অয় ১০, ২০১৬ ঃ ০৯।১৬ আ

    নির্বাচন পরবর্তী ভোটদানের হার ও সংখ্যা বিশ্লেষণের রিপোর্টে মাথায় হাত রাজ্যের অধিকাংশ কংগ্রেস প্রার্থীর৷ কারণ, কংগ্রেসের অধিকাংশ আসনে সিপিএমের কর্মী ও কট্টর সমর্থকরা নাকি হাত চিহ্নের পরিবর্তে 'নোটা'য় ভোট দিয়েছেন৷ আলিমুদ্দিনের একাধিক শীর্ষ নেতাও নোটা বোতাম টিপেছেন বলে দলীয় প্রার্থীরা প্রদেশ কংগ্রেসকে রিপোর্ট দিচ্ছেন৷ কিন্তু ১৯ মে'র আগে সরাসরি কোনও মন্তব্য করতে চাইছেন না রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা৷ আবার উল্টোটাও ঘটেছে৷ জন্ম থেকে সিপিএমের বিরোধিতা করে আসা কট্টর কংগ্রেসিরাও কেউ কেউ নোটায় বোতাম টিপেছেন বলে পাল্টা দাবি আলিমুদ্দিনের ভোট ম্যানেজারদের৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে ইভিএম-এ নোটা চালুর বছরের চেয়েও যে এবছর 'কাউকেই নয়' বোতামে অনেক বেশি ভোট পড়েছে তা প্রকাশ্যে স্বীকার করছেন বাম-ডান, সবদলের শীর্ষ নেতারাই৷ স্বভাবতই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১।১ শতাংশ নোটা ভোট পড়লেও এবার শতাংশের হারে তা বৃদ্ধি পেয়ে ৫ শতাংশ ছুঁতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল৷ আর সে ক্ষেত্রে নোটায় ভোট চলে যাওয়ার সুবাদে অনেক কেন্দ্রে জয়-পরাজয় নির্ধারণ হবে তাই নয়, বদলে যাবে জয়ী প্রার্থীর ভাগ্যও৷ গত লোকসভা ভোটে পন্ডিচেরি ও মেঘালয়ে যথাক্রমে নোটায় ভোটের হার ছিল ৩ এবং ২।৮ শতাংশ৷
    কংগ্রেসের বিধানভবন, আলিমুদ্দিন স্ট্রিটের পাশাপাশি পাড়ার পার্টি অফিসেও জোর আলোচনা৷ জোট গড়ে ভোট শেষ করে আপাতত কংগ্রেস নেতা-কর্মীরা নিজেদের দলীয় অফিসে বসে ময়নাতদন্ত শুরু করছেন৷ আর এই সময়েই জোট-বন্ধুত্বের সুবাদে সিপিএম পার্টি অফিস থেকে ছিটকে ছিটকে আসছে নানা আলোচনা-তর্ক এবং স্বীকারোক্তির নির্যাসের অংশ৷ আর সেই 'অংশ' জানতে পেরেই আঁতকে উঠছেন কংগ্রেস প্রার্থী এবং ভোট ম্যানেজাররা৷ নির্যাস হল, সিপিএমের একটা অংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার পরিবর্তে নোটার বোতাম টিপে নিজেদের কমিউনিস্ট কৌলিন্য বাঁচিয়েছেন৷ কলকাতার বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী, বন্দর থেকে শুরু করে সল্টলেক, শান্তিপুর, বহরমপুরের মতো বহু আসনে সিপিএম সমর্থকদের একাংশ নোটায় ভোট দিয়েছেন বলে খবর৷ রায়গঞ্জে মহম্মদ সেলিমের বিরু‌দ্ধে নানা 'কুকথা' বলার জেরেই যে ভবানীপুরে হাত চিহ্নে অনেক সিপিএম কর্মী ভোট দেননি তা এখন প্রকাশ্যেই শোনা যাচ্ছে৷ পার্টি কর্মীদের রক্তে ও অস্থিমজ্জায় মিশে থাকা কংগ্রেস বিরোধিতার মানসিক জেদে অটল থেকে হাত চিহে ভোট দিতে পারেননি৷ বস্তুত পার্টির ওই অংশ নোটায় ভোট দিয়ে 'সাপও মরল, লাঠিও ভাঙল না' কৌশল নিয়ে নিজেদের রাজনৈতিক আত্মমর্যাদা রক্ষা করেছেন বলে মনে করছেন সিপিএম নেতৃত্ব৷ আবার দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সমর্থকদের একাংশও নোটায় বোতাম টিপেছেন বলে বিধানভবনে খবর আসছে৷ তৃণমূলের নিচুতলার দাবি, সাঁইবাড়ি-বানতলা-ধানতলা থেকে শুরু করে সিঙ্গুর-নন্দীগ্রামের স্রষ্টা সিপিএমের কাস্তে হাতুড়ির পরিবর্তে কংগ্রেসি ভোটারদের একটা বড় অংশ জোড়া ফুলেই বোতাম টিপেছেন৷ যদিও সোমবারই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,"আমি নিশ্চিত সিপিএমের সমর্থকরা যেমন কংগ্রেসকে ভোট দেয়নি তেমনি হাত চিহের ভোটাররাও কাস্তে-হাতুড়ির বোতাম টেপেনি৷" নোটা নিয়ে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, "রাজনীতির সাম্প্রতিক ঘটনার জেরে কিছু মানুষ বীতশ্রদ্ধ হয়ে হয়তো নোটায় ভোট দিয়েছেন৷" আর যে দলের প্রার্থীদের চিন্তা বাড়িয়ে চলেছে নোটা, সেই কংগ্রেসের অন্যতম নেতা ও প্রার্থী ডাঃ মানস ভুঁইয়া বলছেন, "নানা খবর কানে আসছে৷ কিন্তু ফল না প্রকাশ হওয়া পর্যন্ত নোটার সংখ্যা নিয়ে মন্তব্য করব না৷" অবশ্য শহর এলাকার মুষ্টিমেয় ভোটার এমনিতেই নোটার সমর্থক৷
    সিপিএম রাজ্য নেতৃত্বের একাংশ অবশ্য দাবি করেছেন পার্টি সদস্যদের এমন সিদ্ধান্তের পাশাপাশি অন্য দলের ভোটারদের একাংশও 'কাউকেই নয়' বোতাম টিপেছেন৷ অর্থাত্‍ শুধুমাত্র সিপিএম নয়, অন্য দলের ভোটও নোটায় গিয়েছে বলে জোর তর্ক-বিতর্ক শুরু হয়েছে৷ লোকসভা ভোটে রাজ্যের ৪২টি কেন্দ্রে ৫,৬৮,২৭৬ জন ভোটার নোটায় বোতাম টিপেছিলেন৷ কিন্তু এবার ভোটের প্রেক্ষাপট ও পরিস্থিতির জেরে নোটার সংখ্যাটি ১৫ থেকে ২০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ ভোট নিয়ে রাজনৈতিক গবেষণা করা একাধিক বিশেষজ্ঞ সমীক্ষা করে আপাতত তথ্য সংগ্রহে ব্যস্ত৷ ১৬ মে'র পর তাঁরা ভোট সমীক্ষায় হয়তো জানাবেন৷ আবার কেউ হয়তো ১৯ মে ফলাফল প্রকাশ্যের সময় টিভি চ্যানেলে বসে বলবেন৷ কিন্তু এদিন বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, বিধানসভা নির্বাচনে শাসকদলের বিরু‌দ্ধে কুৎসা এবং আক্রমণ-এর পাশাপাশি শেষমুহূর্তে জোট গড়ায় নোটায় লোকসভার চেয়ে অনেক বেশি ভোট বাড়িয়েছে৷
  • খুড়ো বড় হলে | 116.211.81.216 | ১১ মে ২০১৬ ০৫:৪৫702313
  • কসু হবে। পাক্কা। সমস্ত লক্ষণ সুস্পষ্ট।

    :)
  • pi | 233.176.41.110 | ১১ মে ২০১৬ ০৬:৫৫702314
  • লোচ পাবলিক মানে কী ? বারবার এটা বলার মানেই বা কী ? প্রথমবার পড়ে ভেবেছিলাম কোন টাইপো।
  • PT | 213.110.242.21 | ১১ মে ২০১৬ ০৭:২৭702315
  • এ বাব্বাঃ

    "সূত্রের খবর, বৈঠকে সৌগত রায় জানান, রাজ্যে যখন নির্বাচন চলছে তখন দলের এক সাংসদ সেন্ট্রাল হলে অন্য দলের সাংসদদের কাছে বলছেন যে, বিধানসভা ভোটে তৃণমূল হারছে!"
    http://www.anandabazar.com/state/tmc-warned-dinesh-trivedion-narada-issue-1.383486#
  • cb | 192.70.72.102 | ১১ মে ২০১৬ ০৯:০৭702316
  • আমি জানি তিনু সমর্থক এবার ববি দাকে ঘুষ নিতে দেখে নোটায় মেরে এয়েছে
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.104.141 | ১১ মে ২০১৬ ০৯:১৬702317
  • ওটা কেউ খার মেটাচ্ছে। এ তো সেই বিএল জমানা থেকে চলে আসছে, নতুন আর কী?
  • d | 144.159.168.72 | ১১ মে ২০১৬ ০৯:২৩702318
  • লোচ সম্ভবতঃ 'লোচ্চা'র শর্টফর্ম।
    (খাইসে! তাহলে লোফার-এর শর্টফর্ম লোফ হয়ে যাবে তো!!)
    এচ্চেয়ে 'লুইস' ভাল শব্দ।
  • d | 144.159.168.72 | ১১ মে ২০১৬ ০৯:৩০702320
  • এই মনীশের দেওয়া ঘটনাটা কাল টিভিতে দেখছিলাম। ভয়াবহ বললে কম বলা হয়।

    কদিন আগেই বাঙালীর অন্তর্লীন হিংস্র আচরণ নিয়ে কথা হচ্ছিল না? 'চোর' বা 'ছেলেধরা' এই গুজব রটিয়ে দিলেই খুন করা খুব সহজ। বেশী কথা কি এই টইতেই তো পশ্চিমবঙ্গের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলে গেছেন স্চ। তো সাধারণভাবে পশ্চিমবঙ্গের লোকজন খুনোখুনীর মাধ্যমেই সমস্যা সমাধান করতে চাqয় এটা বোধহয় বলাই যায়।
  • Manish | 127.214.41.180 | ১১ মে ২০১৬ ০৯:৩৬702321
  • তাবলে মায়ের সামনে পিটিয়ে মারবে। ছিঃ
  • d | 144.159.168.72 | ১১ মে ২০১৬ ০৯:৪৫702323
  • মনীশ, অনেক বছর আগে, আমি তখন বেশ ছোট স্কুলেরও নীচের দিকে পড়ি, তখন যুগান্তর বলে একটা কাগজ বেরোত অমৃতবাজার গ্রুপের, সেখানে একটা খবর পড়েছিলাম ভাত খেতে বসা ছেলেকে কুপিয়ে নাকি কেটে মেরে ফেলে ছেলের রক্ত দিয়ে ভাত মেখে মা'কে খাইয়ে দেওয়া হয়েছিল জোর করে। পড়ে বেশ কিছুদিন ভাত খেতে বসলেই অসুস্থ বোধ করতাম।
    জানি না সেই ঘটনার তার পরে আর কী হয়েছে, আদৌ কোনও বিচার হয়েছে? নাকি রক্ত মেখে ভাত খাওয়ানোটা নিতান্তই অপোপ্পোসার, কিছুই জানি না। যদি এই অংশটুকু অপপ্রচারও হয়ে থাকে তাহলেও বাঙালীর কল্পনায় হিংস্রতা কতখানি আসে, সেটাও দেখার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন