এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 233.227.99.208 | ১১ মে ২০১৬ ১৬:৫৭702358
  • রঞ্জনদা তো পুরো কাঁপিয়ে দিলেন।

    choudhury.arpan অ্যাট জিমেল, প্লিজ।
  • cb | 208.147.160.75 | ১১ মে ২০১৬ ১৭:০০702359
  • দ দি, আমাকে পাঠাবেন হাম ভি দেখনা চাহতে হ্যায়
  • d | 125.117.226.102 | ১১ মে ২০১৬ ১৭:২৭702360
  • দে, ইয়েস
  • d | 125.117.226.102 | ১১ মে ২০১৬ ১৭:৩১702361
  • সিবিও।
  • | 233.196.4.5 | ১১ মে ২০১৬ ১৭:৪৮702363
  • কানাঘুস শোনা যাচ্ছ ১৯ শে না কি এরকম কিছু হতে পারে ॥।
    দিদি ১৭৫ র + - ৫ , জোট ১১০ র + - ৫ , য ৭ র মত বাকি টা অনান্য ॥
  • | 233.196.4.5 | ১১ মে ২০১৬ ১৭:৪৮702362
  • কানাঘুস শোনা যাচ্ছ ১৯ শে না কি এরকম কিছু হতে পারে ॥।
    দিদি ১৭৫ র + - ৫ , জোট ১১০ র + - ৫ , য ৭ র মত বাকি টা অনান্য ॥
  • Robu | 11.39.36.94 | ১১ মে ২০১৬ ১৯:৫০702364
  • রন্জনদা কারুর বা কারুর কারুর বিট্রেয়ালের গল্প দিচ্চেন বোধয়। কে সে কে সে? হু ইজ হি?
  • de | 24.96.235.139 | ১১ মে ২০১৬ ২০:০৭702365
  • দমদি, অনেক থ্যাংকু, পেয়েচি!
  • PM | 233.223.155.92 | ১১ মে ২০১৬ ২০:২০702366
  • মুকুল ???
  • | 233.196.4.6 | ১১ মে ২০১৬ ২০:২২702368
  • ''সারা বাংলার ভোটের ফলাফল? অনেকটা এরকম হবে।।
  • Robu | 11.39.36.94 | ১১ মে ২০১৬ ২০:২৪702369
  • বা পুলিশ।
  • dc | 181.49.211.175 | ১১ মে ২০১৬ ২০:২৮702370
  • মদন?

    জেলে থেকে হেব্বি খেরে আছে, হয়তো কুঘোর সাথে হাত মিলিয়ে কিছু করেছে।
  • PM | 233.223.155.92 | ১১ মে ২০১৬ ২০:৪৬702371
  • রন্জনদা [email protected]

    ঃ)
  • de | 24.96.235.139 | ১১ মে ২০১৬ ২২:২৪702372
  • আম্মো গাছে ওঠাবো -

    দিদি?
  • Cm | 127.247.98.44 | ১১ মে ২০১৬ ২২:৩১702373
  • এটা খারাপ নয় ওনাকে ফিতেকাটা মন্ত্রী করলেই হবে। আর নামকরনের দপ্তরও উনিই পাবেন।
  • PT | 213.110.242.7 | ১১ মে ২০১৬ ২২:৩৫702374
  • এই Cm আর ঐ cm কি আলাদা? ভাই/বোন Cm, যদি আলাদা হন তো ইঞ্চিতে কনভার্টেড হয়ে যান। এখন ইঞ্চির হেব্বি কদর।
    একই রকমের ডাকনাম হলে এট্টু অসুবিধে হয়।
  • cm | 127.247.98.44 | ১১ মে ২০১৬ ২২:৫৫702375
  • আমিই Cm নিকেও লিখছি। অটোক্যাপিটালাইজেশনের ফ্যাচাং।
  • যাগগে | 192.69.229.204 | ১১ মে ২০১৬ ২৩:১১702376
  • আপাতত এই আপডেট -

    রিপোলিংয়ের ডিসিশন নেবার আগে সমস্ত প্রিসাইডিং অফিসারের ডায়েরি, আর সমস্ত রিপোর্টেড বুথের রেকর্ডিং নিয়ে বসেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার আর প্রিসাইডিং অফিসারের রিপোর্টে বিশ্বাস না করে কমিশন নিজেই নাকি সব খতিয়ে দেখছে।

    মদন মিত্তির বলেছেন - সামনে বেস্পতিবার সূর্যগ্রহণ হবে। বুধ দেবী সূর্যকে গ্রাস করবেন। আরও বলেছেন, সিপিয়েম এখন তাঁর দুঃস্বপ্নে আসে। তিনি আশা করছেন, বেস্পতিবারেই দুঃস্বপ্নের অবসান হবে।
  • এদিকে | 11.39.32.227 | ১২ মে ২০১৬ ০৯:৪৪702380
  • নবান্নে ফিরে কাজে ডুব আত্মবিশ্বাসী মমতার
    প্রতিদিন, 12 May 2016
    সামনের বৃহস্পতিবার দুপুরের মধ্যেই প্রকাশ্যে এসে যাবে বাংলার রায়৷ তার আগে এ ক’দিন চলতেই থাকবে দমবন্ধ করা উত্তেজনা, টেনশন, কৌতূহল৷ প্রার্থীরা আছেন, রাজনৈতিক দল আছে কিন্তু প্রচারপর্বের মতোই এখনও সব নজর তাঁর দিকেই৷ মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, কী বলছেন, কী বলছেন না, কেন হাসলেন, কেন হাসলেন না, কেন গম্ভীর, কেন গম্ভীর নন – এই নিয়েই এখন প্রবল চর্চা৷ বলা যেতে পারে সব সার্চলাইট মুখ্যমন্ত্রীর দিকেই৷ ভোট চুকে গিয়েছে, জনরায় বাক্সবন্দি৷ তবু বিরোধীদের বর্শামুখ তাঁর দিকে৷ অজস্র মিথ্যা সংবাদ তাঁকে ঘিরে৷ তাঁর ধারেকাছে পৌঁছতে না পেরে অনুমানের উপর ভিত্তি করে যা খুশি তা-ই পোস্ট ফেসবুকেও৷ কোথাও জোট ১৪৮, কোথাও ১৬০ আবার কোথাও গল্পের গরু গাছে ওঠার মতো ২০০+৷ এমনকী, তৈরি মন্ত্রিসভাও৷ মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্পিকার–সব রেডি৷ শুধু ফলপ্রকাশের অপেক্ষা৷ সব দেখে শুনে শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় নীরব তৃণমূল নেত্রী৷ জিতবেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ অটুট আত্মবিশ্বাস, অটুট আস্থা-ভরসা মানুষের প্রতি৷ দীর্ঘ অভিজ্ঞতার উপর ভর করেই নিশ্চিন্ত তিনি৷ এখন শুধু অপেক্ষা করছেন৷ পরবর্তী সময়ে কীভাবে এগোবেন তাঁর রূপরেখা মনে মনে রচনা করে চলেছেন৷ এখন তাঁর কথা বলার প্রয়োজন নেই৷ যেদিন মুখ খোলার সেদিনই জবাব একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে৷ এর মধ্যেই বুধবার দুপুরে নবান্নে এলেন৷ অনেকদিন পর৷ তাই নিয়ে কত কৌতূহল৷ হাসছেন কি? গম্ভীর না কি? মুড কেমন? ঘরে কাকে ডাকলেন? কাকে ডাকলেন না? প্রবল জল্পনা তাঁকে ঘিরে৷ মমতা এগুলো সব বোঝেন৷ এসব ক্ষেত্রে উপেক্ষাই তাঁর অস্ত্র৷ তাই নবান্নে এসেই ডুবে গেলেন কাজে৷ সবাই যখন ভাবছে তৃণমূল কত আসন পাবে, চলছে জোরদার পর্যালোচনা, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত রাজ্যের খরা পরিস্থিতি নিয়ে বৈঠকে৷ এই সুযোগে মূল্যবৃদ্ধি যাতে না হয় তা নিয়েও হয় আলোচনা৷ মুখ্যসচিবকে বৃহস্পতিবারই ডাকতে বলেন টাস্ক ফোর্সের বৈঠক৷ ২ মে উত্তরবঙ্গ যাওয়ার আগে এই বিষয়গুলি নিয়ে মুখ্যসচিবকেই নোট দিয়ে গিয়েছিলেন৷ তা নিয়েও চলে পর্যালোচনা৷ যেভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছে না, জলের আকাল দেখা দিচ্ছে, তাতে মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন৷ সমস্যা হচ্ছে গোটা প্রশাসনটা ১৯ মে পর্যন্ত কমিশনের তত্ত্বাবধানে৷ চাইলেই সব কাজ করা যাচ্ছে না৷ নানা ক্ষেত্রে প্রশাসনিক বাধা৷ এই অবস্থা খুব অস্বস্তিকর৷ ২০ মে তাঁর সরকার শপথ নিয়েছিল৷ অর্থাৎ এখনও তিনিই সব দায়িত্বে৷ তবু মানুষ যখন রায় দিয়ে দিয়েছে তখন মমতা কাউকে বিরক্ত করতে চান না৷ এই প্রেক্ষিতে ভেবেছিলেন ১৯ মে-র জয়ের বার্তা নিয়ে নবান্নে ফের আসবেন৷ কিন্তু খরা, মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামলাতেই আসতে হল নবান্নে৷ মুখ্যসচিবকে এ নিয়ে বৈঠকের জন্য তো আর বাড়িতে ডাকা যায় না? সবমিলিয়ে দেড় ঘণ্টার কিছু বেশি সময় নবান্নে কাটিয়ে আবার বাড়ি ফিরে গেলেন মমতা৷ যে যা-ই অঙ্ক কষুক, জয় নিয়ে নিশ্চিত মমতা৷ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস এবং গরিষ্ঠতা হবে যথেষ্ট ভাল তাঁর বিশ্বাস৷ তবে প্রচারপর্বে ব্যক্তি আক্রমণে মর্মাহত তিনি৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে ভাষায় তাঁকে আক্রমণ করেছেন, তা সৌজন্যবিরোধী বলেই মত তৃণমূলনেত্রীর৷ পাশাপাশি জানান দিল্লিতে রাজনৈতিক সন্ত্রাস’ চলছে৷ ফলপ্রকাশের পর এসবের জবাব দেবেন তিনি৷ অন্যদিকে, প্রচারপর্বে যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সেই প্রেক্ষিতে গণনাপর্বে কোনও ত্রূটি রাখতে রাজি নন নেত্রী৷ গণনার প্রস্তুতি নিতে দলের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন৷ সঙ্গে পরামর্শ মাথা ঠান্ডা রাখার৷ মাঝের এই কদিন একটু নিজের মতো থাকতে চান মুখ্যমন্ত্রী৷ এখন আর অন্য কোনও কথা নয়৷ #MamataBannerjee #Nabanna #WestBengal #SangbadPratidin
  • belun | 190.179.40.51 | ১২ মে ২০১৬ ১০:১১702381
  • রঞ্জন বাবু , ইমেইল আইডি ব্যক্তিগত এটা নীতিগত অবস্থান রাখি , ব্যক্তিগত পরিচয় না থাকলে কারুর জানতেও চাই না কাউকে দি ও না , তাই ওপেন ভার্চুয়াল ফোরামে শেয়ার করব না। ১৯ তারিখে হার জিত যাই হোক আপনিই না হয় আপনার থিওরি টা লিখে দেবেন এখানে । অনেক আশা দিয়েছিলেন তো তাই তার বেসিস টুকু জানতে চাই - জাস্ট অনুরোধ , বাকিটা আপনার উপর ।
  • d | 144.159.168.72 | ১২ মে ২০১৬ ১০:৪১702382
  • এই যে দলে থাকলে বাঙালি কী কী করে। অভিযুক্ত তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ীতে কিসু করতে না পেরে আশেপাশের বাড়ীগুলো ভাঙচুর হয়েছে, টালির চালে ঈঁটবৃষ্টি ......
    কেন কেউ জানে? আশেপাশের বাড়ীগুলির বাসিন্দারা কি সব এই তাপসের সঙ্গী ছিল পিটিয়ে মারার ঘটনায়? খবর পড়ে তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না

  • de | 24.139.119.173 | ১২ মে ২০১৬ ১০:৫০702383
  • যে হারে প ব তে মানুষ আইন নিজের হাতে তুলে নেয় সেরকম অন্য কোথাও ভাবা যায় না - পুরো লুম্পেনরাজ।

    জনরোষের নাম দিয়ে গণপিটুনির খুবই কড়া শাস্তি হওয়া উচিত। নতুন করে আইন করা উচিত এই নিয়ে। জঘন্য অসভ্যতামির পরিবেশ!
  • de | 24.139.119.173 | ১২ মে ২০১৬ ১০:৫২702384
  • এইটাও দেখুন - এতোশতো ভালো রেজাল্টের ভিড়ে এই অসহায় বাচ্চাগুলো কোথায় যাবে?

  • cb | 208.147.160.75 | ১২ মে ২০১৬ ১১:৪১702385
  • দ দি ব্যক্তিগত এক্সপি থেকে বলতে পারি, এই সব বাড়ির লোকেদের হত্যায় জড়িত থাকার সম্ভাবনা আলোচনাসাপেক্ষ হলেও, ঘটনাস্থলে থাকার সম্ভাবনা প্রবল। এইরকম জিনিষ চোখের সামনে দেখেছি, মা ফোন করে পুলিশ ডাকতে গিয়ে শোনে, ফোর্স পাঠাচ্ছি, কিন্তু কিছু হলে আপনার নাম আমাদের কাছে রইল!!!!

    ডি : এর সাথে লুম্পেনবাজির/দলবেঁধে মারামারির কোন সম্পর্ক নেই, ও তো নর্ম হয়ে গেছে পবতে
  • cm | 127.247.98.44 | ১২ মে ২০১৬ ১১:৫৫702386
  • এগুলো ভীষণ রকম হতাশার প্রকাশ।
  • cb | 208.147.160.75 | ১২ মে ২০১৬ ১২:৫৩702387
  • এদিকে এবিপি পারেও বটে, দুষ্টগ্রহ শুনে এসেছি চিরকাল, এখন মুনমুন সেনের ভাষায় লিখছে দুষ্টুগ্রহ :)

    http://abpananda.abplive.in/kolkata-news/cpm-haunts-in-his-dreams-as-naughty-palnet-alleges-madan-208849

    নিচের কমেন্টস গুলি দেখে তো আমি চেয়ার থেকে পড়ে গেলাম !!!!
  • kroy | 113.227.99.128 | ১২ মে ২০১৬ ১৪:০১702388
  • এবার পাশাপাশি বিহারকে রাখুন। রকি যাদব গুলি চালালো একজনের ওপর যে তার গাড়িকে ওভারটেক করেছিলো। রকি তাড়াতাড়ি ধরা পড়ে গেলো, তার বাবাও গ্রেপ্তার হল, তার রাজনৈতিক নেত্রী মা সঙ্গে সঙ্গে সাসপেন্ড হয়ে গেল। এবার আমাদের পব তে ছোট লোকাল মস্তানকেও অপরাধ করার পর খুঁজেই পাওয়া যায়না।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৪:১১702390
  • এই বিহার কিন্তু একদিনে হয়নি। বিহারের উত্থান আর পবর পতন একইসাথে হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন