এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ১০১

    Abhyu
    অন্যান্য | ০২ মার্চ ২০১৬ | ৩৫৯৫ বার পঠিত | রেটিং ১ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • SS | 110.36.244.127 | ০২ মার্চ ২০১৬ ১০:০৯703436
  • ধন্যবাদ অভ্যু। আজ আর সময় নেই। কাল লিখব।
  • SS | 160.148.14.4 | ০৩ মার্চ ২০১৬ ২০:২১703447
  • প্রথমেই একটা কথা বলে দি - আমি দিনে একবার কি দুবার গুরুচন্ডালি দেখি, মূলত টইপত্তর। ভাটিয়ালি খুব একটা দেখা হয় না। তাই কারোর কোনো প্রশ্ন থাকলে এখানেই করবেন। আর এই লেখাটাও অনিয়মিত হবে। অন্য কেউ লিখলেও ভাল হয়।
    এবার আসছি আমেরিকান প্রেসিডেনশিয়াল ইলেকশানের কথায়। প্রতি চার বছর অন্তর হয়। ২০১২ তে হয়েছিল, যাতে বারাক ওবামা রিইলেক্টেড হয়েছিলেন। প্রেসিডেন্টের টার্ম লিমিট আছে, দুটোর বেশি টার্ম থাক যায়না, তাই এটা ওবামার শেষ টার্ম। টু পার্টি বেসড আমেরিকান ডেমোক্র্যাসিতে দু দল ই নেমে পড়েছে।
  • Abhyu | 85.137.4.219 | ০৯ মার্চ ২০১৬ ১০:০০703469
  • লিং নয় প্লিজ, আর বাংলায় লিখুন।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১০:১৫703479
  • সরি, স্পুন ফিড করতে পারলাম না। মাপ করবেন। খুটে খান।
  • Rust Belt can be deciider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১০:৩৮703480
  • আরেকটা লিংক দিতে পারি। দিয়েই যাই। প্লিজ গালাগালি দেবেন না। বেশ ভয় করছে যদিও:

    http://m.huffpost.com/us/entry/56cb5429e4b0928f5a6c9ead
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | 125.112.74.130 | ০৯ মার্চ ২০১৬ ১০:৪২703481
  • যাব্বাবা! ১০১ ক্লাসে খুঁটে খান বল্লে তো চিত্তির!
  • Abhyu | 85.137.4.219 | ০৯ মার্চ ২০১৬ ১০:৪৮703482
  • আর এটা ঠিক ট্রাম্পের টইও নয়। প্রেশিডেনশিয়াল ইলেকশান নিয়ে জেনারেল টই। তবে কিনা আপনি জিবেগজার রেসিপিও দিতে পারেন। সব চলে।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১০:৫৩703483
  • তা বটে লেখাটা যে ভাবে শুরু হয়েছে ১০১ ই মনে হচ্ছে। তবুও বলব লিংক গুলো একটু ঘেটে দেখুন। বড় আশংকা জেগেছে মনে।
  • lcm | 83.162.22.190 | ০৯ মার্চ ২০১৬ ১১:২০703437
  • কিসের আশংকা, ট্রাম্পবাবু রাষ্ট্রপতি হলে কি হবে সেই ভেবে ! ধুস্‌, কিস্যু হবে না। যেমন চলছে তেমন চলবে। ট্রাম্প, স্যান্ডার্স, ক্লিন্টন - যেই রাষ্ট্রপতি হোক, কিস্যু হবে না। সেই সকালে আপিস যাও, বিকেলে এসে খেয়েদেয়ে টিভি দেখে শুয়ে পড়ো - এই তো।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১১:২৯703438
  • মিশিগানে আজ রেকর্ড ভোট পড়ল। ১৯৭২ র প্রাইমারিতে প্রায় ১৯ লক্ষ ভোটদাতা ছিল। আজ ২৩ লাখের মত ভোট পড়েছে। ডেমোক্রাটরা এর মধ্যে পেয়েছে ১০ লাখের মত। মানে হাতে থাকলো পেন্সিল। সব দোষ নাফটা র। guardian র আর্টিকেল তাই বলছে।
  • S | 108.127.145.201 | ০৯ মার্চ ২০১৬ ১১:৩০703439
  • যে কয়েকটা আসল ইস্যুতে চেন্জ হতে পারেঃ
    ১) ট্যাক্স বাড়বে? কাদের - মিলিয়নরদের না মধ্যবিত্তদের?
    ২) সোশাল সেক্টরে সরকারী ব্যয় বাড়বে না কমবে?
    ৩) ইমিগ্রেশন পলিসির কি হবে? দেওয়াল উঠবে? ভিসার সংখ্যা বাড়বে না কমবে (বা খরচ বাড়বে)? এটি অবশ্য অনেকটাই কনগ্রেসের হাতে।
    ৪) সুপ্রিম কোর্টের কি হবে?
    ৫) মধ্যপ্রাচ্যে ও ওয়েস্ট এশিয়াতে কতটা ইনভলভড হবে।
  • lcm | 83.162.22.190 | ০৯ মার্চ ২০১৬ ১১:৩৫703440
  • হ্যাম, হইব কিছু কিছু, তবে সিগনিফিক্যান্ট কিছু হইব তেমন আশা নাই ।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১১:৩৮703441
  • লসাগু, ট্রাম্প এলে কি ওই খাও দাও বগল বাজাও হবে? কে জানে? অবশ্য বলছ যখন মিনমিন করে মেনেই নিই।
  • lcm | 83.162.22.190 | ০৯ মার্চ ২০১৬ ১১:৪৩703442
  • হ্যা, কে আর কি করবে। ঐ গোলেমালে চলবে।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১১:৫৩703443
  • S কে, আসল কথাটাই তো বললেন না। ট্রাম্প বললো ওবামাকেয়ার পুরো তুলে দেবে। অবশ্য ক্রুজের মত প্রথমদিনেই তুলে দেবে তা বলে নি। ইতিমধ্যে ওবামাকেয়ারে প্রায় দু কোটি লোক এনরোল করেছে। এদের কি হবে? ট্রাম্প এলো আর কংগ্রেস সেনেট ও বিশেষ কিছু পাল্টালো না - তবে কিন্তু চিত্তির।
  • lcm | 83.162.22.190 | ০৯ মার্চ ২০১৬ ১২:০০703444
  • ডোনাল্ড সাহেব তো কয়েছেন যে ওবামাকেয়ার তুলে দেবেন, এবং, ইউএস-এর হেলথ-কেয়ার সিস্টেম কানাডার ন্যায় বানাইবেন।
  • S | 108.127.145.201 | ০৯ মার্চ ২০১৬ ১২:০৪703445
  • হেলথ কেয়ার আর এডুকেশন তো সোশাল সেক্টরের মধ্যেই পরছে।
    ট্রাম্প এলে ইনফ্যাক্ট হেলথ কেয়ারের অবস্থা ইম্প্রুভ করতে পারে। ক্রুজ এলে হ্যাপা আছে।
  • S | 108.127.145.201 | ০৯ মার্চ ২০১৬ ১২:০৫703446
  • তবে এসবই হোলো ইলেকশন ক্যাম্পেনের বুলি। ইলেক্শন হয়ে গেলে কে কি করবে? আর কঙ্গগ্রেস কতটা সাহয্য করবে সেইটাই দেখার।
  • Rust Belt can be decider | 83.15.8.184 | ০৯ মার্চ ২০১৬ ১২:১৪703448
  • হুম তা বটে। ওষুধ পত্রও কানাডা থেকে কিনতেও পারবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথায় যেন পড়ছিলাম এই তালেগোলে ৫০ লক্ষ আবার ভুষ করে হেলথ কেয়ার সিস্টেম থেকে বেরিয়ে যাবে।
  • SS | 160.148.14.3 | ০৯ মার্চ ২০১৬ ১৮:২৯703449
  • নাহ, এবার সময় করে লিখতেই হবে দেখছি।
  • Abhyu | 85.137.4.219 | ০৯ মার্চ ২০১৬ ১৯:০৫703450
  • হ্যাঁ আর পারলে পুরোটা একবারে লিখে পোস্ট করুন। নইলে ১০১ থেকে ২০১৬ হয়ে গেছে!
  • SS | 160.148.14.3 | ০৯ মার্চ ২০১৬ ১৯:৩২703451
  • আমেরিকান প্রেসিডেনশিয়াল ইলেকশন, প্রতি চার বছর অন্তর হয়। আর মজার ব্যাপার হচ্ছে প্রতি লিপ ইয়ারে, নভেম্বরের প্রথম বা দ্বিতীয় মঙ্গলবারে ইলেকশান হয়। ঐ এক দিনেই সব স্টেটে ভোট হয়। আর প্রেসেডেনশিয়াল ইলেকশানের সাথে কংগ্রেস, সেনেট আর বিভিন্ন স্টেটের গভর্নর, স্টেট সেনেট বা হাউসের ইলেকশান হতে পারে।
    আমেরিকান ডেমোক্র্যাসির তিনটে পিলার বা কো-ইকুয়াল ব্র্যাঞ্চ আছে। প্রেসিডেন্টের আফিস হচ্ছে এক্সিকিউটিভ ব্র্যাঞ্চ, আর প্রেসিডেন্টের কাজ হচ্ছে আইন অনুসারে দেশ পরিচালনা। প্রেসিডেন্ট কিন্তু আইন প্রণয়ন করেন না। আইন প্রণয়ন করে লেজিসলেটিভ ব্র্যাঞ্চ, অর্থাৎ কংগ্রেস। কংগ্রেসে দুটো চেম্বার আছে। লোয়ার চেম্বারকে বলে হাউস বা কংগ্রেস। এতে ৫৩৮ জন মেম্বার আছে যারা ৫০ টি স্টেট আর ওয়াশিংটন ডিসি থেকে নির্বাচিত। প্রতি দু বছর অন্তর এদের নির্বাচন হয়। আর কংগ্রেসের আপার চেম্বার হচ্ছে সেনেট। মোট ১০০ জন সেনেটর আছেন, প্রতি স্টেট থেকে দুজন করে। প্রতি ৬ বছর পর পর এদের নির্বাচন হয়। আনলাইক ভারত, আপার চেম্বার বা সেনেটের সদস্যরাও পপুলার ভোটে নির্বাচিত হন। কংগ্রেসে কোনো টার্ম লিমিট নেই, মানে কংগ্রেসের সদস্যরা যতবার খুশি ইলেক্টেড হতে পারেন কিন্তু প্রেসিডেন্টের টার্ম লিমিট আছে। দুই টার্ম, মানে আট বছরের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না।
    এছাড়া থার্ড ব্র্যাঞ্চ হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ বা সুপ্রীম কোর্ট। সুপ্রীম কোর্টের কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী আইন ব্যাখ্যা করা। মানে কোনো আইন অসাংবিধানিক কিনা সেই রায় দেওয়া। আমেরিকার ইতিহাসে সুপ্রীম কোর্ট অত্যন্ত গুরূত্বপূর্ণ। সুপ্রীমকোর্টে নয় জন জাস্টিস আছেন। সুপ্রীম কোর্টের জাস্টিসদের কোনো টার্ম লিমিট নেই, ইচ্ছে করলে তারা আমৃত্যু জাস্টিস থাকতে পারেন। সিটিং প্রেসিডেন্ট কোনো জাস্টিস কে নমিনেট করেন আর তারপর সেনেট হিয়ারিং এর মাধ্যমে তাকে কনফার্ম করে।
    এই হল মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এবার আসছি প্রেসিডেন্টের ইলেকশানে।
  • SS | 160.148.14.3 | ০৯ মার্চ ২০১৬ ১৯:৩২703452
  • অভ্যু, পুরোটা একবারে হবে না।
  • সে | 198.155.168.109 | ০৯ মার্চ ২০১৬ ২০:৫৬703453
  • আমাদের এখানে খবরের কাগজের হেডলাইন ফ্রাংকেস্টাইন আসিতেছে, মিলিটারিতে ভাঙন ধরিবে।
  • SS | 160.148.14.3 | ১০ মার্চ ২০১৬ ০১:০৬703455
  • আমেরিকায় দুটো ডমিনেন্ট পার্টি - ডেমোক্র্যাট আর রিপাবলিকান। বর্তমান প্রেসিডেন্ট বারক ওবাম ডেমোক্র্যাট। এচাড়া কোনো ইলেকশানে কেউ ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী দাঁড়িয়েছেন কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট এখনো প্রেসিডেন্ট হয়নি। এবারে যারা লড়্ছেন, তার মধ্যে বার্নি স্যান্ডার্স আসলে ভারমন্টের ইন্ডিপেন্ডেন্ট সেনেটর। কিন্তু উনি ডেমোক্র্যাট নমিনি হয়ে লড়্ছেন।
    নভেম্বরে গেনেরাল ইলেকশনের আগে ডেমোক্র্যাট আর রিপাব্লিকানরা নিজেদের পার্টির মধ্যে পার্থী নির্বাচন করে, প্রাইমারি বা ককাসের মাধ্যমে। এই ভোট সব স্টেটে হয়, কিন্তু সব স্টেটে একসাথে হয় না। তাই কিছু প্রাইমারি বিশেষ গুরূত্বপূর্ণ। প্রার্থী বাছাই শুরু হয় জানুয়ারির প্রচন্ড ঠান্ডায়, আইওয়াতে। আইওয়া ককাস দিয়ে অফিশিয়াল প্রেসিডেনশিয়াল ইলেকশানের শুরু। যদিও তার বছরখানেক আগে থেকেই প্রার্থীরা প্রস্তুতি শুরু করে দেন, নানা রকম কমিটি তৈরি হয়। টিম তৈরি হয় ইত্যাদি ইত্যাদি।
    ককাস আর প্রাইমারির একটা পার্থ্ক্য আছে। ককাস ব্যাপারটা শুনকে হাস্যকর মনে হবে, কিন্তু আগেকার দিনে এই ভাবে প্রার্থী বাছাই হত, আর এখনো কোনো কোনো স্টেট এটা ধরে রেখেছে। এতে কোনো প্রার্থীর রিপ্রেজেন্টেটিভরা কোনো স্কুলে বা চার্চে জমায়েত হয়ে নিজেদের প্রার্থীর হয়ে ভোটার ডাকেন। মানে কল্পনা করুন, একটা বড় হলে এক কোণায় কেউ চিৎকার করছে বার্নিকে ভোট দিন, তো অন্য কোণায় কেউ হিলারির জন্যে গলা ফাটাচ্ছে। সেই পিচ শুনে ভোটাররা (আইদার রেজিস্টার্ড ডেমোক্র্যাট বা রিপাবলিকান) ব্যালটে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অন্যদিকে প্রাইমারি হল আমরা যাকে ইলেকশান হিসাবে জানি। পোলিং প্লেসে গিয়ে বোতাম টিপে প্রার্থী বাছাই। আইওয়ার পরেই হয় নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি। প্রার্থী নির্বাচনে এই দুই স্টেট তাই অত্যন্ত গুরূত্বপূর্ণ।
  • S | 108.127.145.201 | ১০ মার্চ ২০১৬ ০১:১৯703456
  • প্রাইমারিজ নিয়ে আরো দুটো কথা।
    ১) কিছু কিছু স্টেটের প্রাইমারিতে দুদলেই ভোট দেওয়া যায়। কিছু কিছু স্টেটে শুধুমাত্র একটা দলেই দেওয়া যায় (রেজিস্টার্ড হতে হয়?)

    ২) কিছু কিছু স্টেটে (প্রথমদিকের) ভোটের শতাংশ অনুযায়ী ডেলিগেটস সংখ্যা ভাগ হয়। পরের দিকের কিছু স্টেটে উইনার টেক্স অল নিয়ম।

    এছাড়া ডেমোক্র্যাটিক পার্টিতে সুপার ডেলিগেটসের ব্যাপার আছে।
  • pi | 233.231.40.73 | ১০ মার্চ ২০১৬ ০১:৫৭703457
  • এরকম একেক্টা ককাস বা প্রাইমারি সিরিয়ালি হওয়া আর তার ফলাফল বেরিয়ে যাওয়াটা আমার বেশ অদ্ভুত লাগে। একেকটা রেজাল্ট তো পরেরটাকে প্রভাবিত করবে ! ব্যাঅরটা কিছুটা বায়াসড হবে আর কিছু ককাস বা প্রাইমারি অন্যদের সমানেই প্রভাবিত করবে কিম্বা অন্যরা বুঝেশুনে দেবার সুযোগ পাবে যা প্রথমগুলো পাবেনা। এটা অদ্ভুত লাগে।

    হয় সব কটার ফলাফল পরে, একসাথে ঘোষণা করুক, যেমন আমাদের দেশে দফায় দফায় নির্বাচন হলে হয়, নয়তো নির্বাচনের অর্ডারগুলো রিশাফল করুক প্রতি বার, তাহলে তো ব্যাপারটা ঠিকঠাক লাগে।

    এমনিতেও এই দুই পার্টির ব্যাপার সুবিধের লাগেনা। এই যেমন বার্নি ইন্ডিপেন্ডেন্ট , তাও ডেমোক্র্যাট হতে দাঁড়াতে হচ্ছে। দুটো পার্টি, তাদের পলিসি, তাদের ক্যাণ্ডিডেটদের পলিসি, সব ঘেঁটে ঘ হয়ে যায় মনে হয়। মানে, সাধারণভাবে তো পার্টির একটা পলিসি থাকবে, প্রার্থীরাও সেটাই এন্ডর্স করবেন। এখানে কোথায় কী ? আলাদা আলাদা চিন্তাধারা তো থাকতেই পারে, সেগুলো নিয়ে বিতর্কও ভাল লাগে ( আকচুয়ালি এই নানা ইস্যুতে এই ওয়ান টু ওয়ান বিতর্ক ব্যাপারটাই বেশ ভাল লাগে), কিন্তু এই নানা চিন্তাধারাকে দুটো পার্টির খোপে ফেলা কেন বাপু ?
    এই যেমন এখন ট্রাম্পের সাথে বাকি অনেক রিপাব্লিকানের এই আকাশ পাতাল দূরত্ব শুনছি, তাতে ক'রে সবার এই রিপাব্লিকান তকমা লাগানোর কী দরকার ? এই সব ভাবনা কি রাইট লেফ্টের স্পেকট্রাম ধরে দাগ টেনে রাইট লেফ্টের খোপে ফেলা যায় ?

    এই খোপ নিয়ে অবশ্য আরো অনেক প্রশ্ন আছে, অনেকদিনের। শুধু অম্রিগা বলেই নয়। আগেও করেছি, তেমন উত্তর পাইনি। তাই আবার রেখে গেলুম।

    ডেমোক্র্যাট-রিপাব্লিকান বা ইউরোপের লেবর-কনজার্ভেটিভ, আমাদের দেশের বিজেপি-মাওবাদী ।। এদের এরকম খোপভাগ করলে কোন দল কোথায় পড়বে, পলিসি অনুযায়ী ? নানা দেশের পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে তুল্যমূল্য আলোচনা করা যায়, বা আছে কোথাও ? বিজেপি যদি রাইট-কন্জার্ভেটিভ হয় তো মাওবাদীরা লেফট-কন্জার্ভেটিভ ?

    ডেমোক্র্যাট রা লেফ্ট লিবারেল, রিপ্লাব্লিকান রাইট কান্জার্ভেটিভ, এরকম তো বলা যায়ইনা বোধহয়। নাকি ডেমোক্র্যাটরা লেফট ( বার্নি) থেকে সেন্টার অব্দি ধারণ করে, লিবারেলরা তার ডানদিক থেকে ? এই রেখায় ট্রাম্প আরেক এক্সট্রীমে ? সেটা ভাবতেও গিয়েও আবার ঘেঁটে যাই। ট্রাম্প্কে কোথায় ফেলবো ? কিছু কথা শুনে তো মনে হয় উনি উদার অর্থনীতির বেশ বিপক্ষে, সেটাকে আবার আমাদের দেশের বাম পার্টিগুলোর উদার অর্থনীতির বিরোধিতার সাথে মেলাতে গেলে পুরো ঘেঁটে ঘ হয়ে যেতে হয়।

    লেফ্টের সাথে অবধারিতভাবে লিবারেলই বা জোড়ে কেন, আর সেটা কতটা একসাথে যায় বা গিয়েছে সে নিয়েও প্রশ্ন আছে।

    আরেকটা প্রশ্নও করেই ফেলি। কনজার্ভেটিভরা কি নিজেদের কনজার্ভেটিভ বলতে/ভাবতে পছন্দ করেন ? লেফট ব্যাপারটা যেমন অনেকেই অপছন্দ করেন, লিবারেল ক্যাটেগরিটাও কি তাই ? 'লিবারেল' সংজ্ঞা টা নিয়েও অবশ্য প্রশ্ন আছে। বিশেষ ক'রে তথাকথিত লিবারেলদের অনেক কিছু নিয়ে কন্জার্ভেটিভ স্ট্যাণ্ড নিতে দেখে ও ভাইসি-ভার্সা।

    শাক্যর ঐ সার্ত্রে-ভোলতেয়ার নিয়ে পোস্টে নানা বুদ্ধিজীবীকে লেফট-লিবারেল, রাইট-কনজার্ভেটিভ তকমা দেওয়া নিয়ে কনফ্যুশন ও তর্ক দেখেও এই প্রশ্নগুলোই আবার মনে হচ্ছিল।

    পলিটিক্যাল কম্পাসে সব পার্টির স্ট্যাণ্ড বসিয়ে বসিয়ে দেখলে হত। তবে ওটাও সব এক্সপ্লেইন করতে পারে বলে মনে হয় না । টু ডি দিয়ে হবে বলেও মনে হয় না ঃ)
  • pi | 233.231.40.73 | ১০ মার্চ ২০১৬ ০২:০৩703459
  • আর হ্যাঁ। জন্মলগ্নে ডেমোক্রাট -রিপ্লাব্লিকান যা ছিল, মানে ডেমোক্রাটেরা দাসপ্রথার সমর্থক, রিপ্লাব্লিকানরা বিপক্ষে, সেখান থেকে জেনেরাল স্ট্যাণ্ড প্রায় উল্টোদিকে চলে যাওয়ার ইতিহাসের ব্যাপারটাও। ভাটে একবার মামু কিছু লিখেছিল মনে হচ্ছে, সেটা পেলেও কেউ দিয়ে দিলে ভাল হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন