এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৮৪৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.6 | ০৪ এপ্রিল ২০১৬ ১০:১৬704497
  • মাওবাদী বলিনি মাওব্যথী বলেছি।
  • aranya | 154.160.226.93 | ০৪ এপ্রিল ২০১৬ ১০:৪৯704498
  • চা শ্রমিক-দের প্রতি ব্যথা লক্ষ করেছিলাম বটে।
    মাও বা অন্য কারু জন্য ব্যথা নজরে পড়ে নি, সে নিশ্চয় আমার-ই দোষ, নজর অত তীক্ষ্ণ নয়
  • PT | 213.110.242.4 | ০৪ এপ্রিল ২০১৬ ১১:০৯704499
  • চা শ্রমিকদের প্রতি ব্যথার প্রকাশের চাইতে নেউটিয়া-ভট্টাচাজ্জির হাওয়ায় ভাসানো সম্পক্ক স্থাপনের প্রচেষ্টাটা বেশী ছিল ঐ নিবন্ধে। এটি ২০০৬-২০০৭ থেকে প্রচলিত ও এখন অতি চর্বিত মাওব্যথী অবস্থান অতিবাম বুজীদের। এই ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ঋতুতেও তার অন্যথা হয়নি। তদুপরি নিবন্ধটির সঙ্গে সংহতিতে প্রকাশিত নিবন্ধটির রাজনৈতিক সাদৃশ্য চোখে লাগার মত।

    সে কারণেই বোধহয় চা-বাগানের জমিতে অট্টালিকা ওঠা নিয়ে এত কাঁদুনি গাওয়া হয়। কিন্তু নকশালবাড়ির চাষীর চাষ লাটে তুলে গরু-সুপারি পাচার নিবন্ধের বিষয় হয়না। কেননা ঐ ঘটনায় কারো হাওয়ায় ভাসানো সম্পক্ক নিয়ে কাঁদুনি গাওয়ার কোন স্কোপ এখনো খুঁজে পাওয়া যায়নি!!
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১১:১২704500
  • দেবব্রত বাবু দিদি ও তার অমিত ভাই তো একথা বলছেন না। দাবী করেছেন আরো অনেক বেশি। সেইখানেই লোকের প্রবলেম।

    দিদিঃ "আমি বলেছিলাম ক্ষমতায় এলে ১০ লাখ লোকের চাগ্রী দোবো। এই এক বছরেই ২ লাখ লোকের চাগ্রী হয়ে গেছে (কিছুটা ভেবে ও পজ নিয়ে) সরকারী ভাবে। এছাড়াও দু-না-সাত-আট লাখ লোকের চাগ্রী হয়ে গেছে বেসরকারী ভাবে।"

    অমিত বাবু বলছেন ২০১১-২০১৫র মধ্যে এই সরকার নাকি নতুন লোন নিয়েছে মোটে ৬০০০ কোটি টাকা। অথচ হিসেব বলছে ওটা প্রায় ৪০০০০ কোটি টাকার সমান।

    তাছাড়া ইনভেস্টমেন্ট। বাজেটের ঐ অংশটা পড়বেন। যদি ঐ নাম্বারটাকে ঠিক বলে ধরেও নি (এবং ধরি যে কোনো জল নেই - মানে রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো নেই) তাহলে বোঝা যাচ্ছে যে ২০১১ র মে থেকে ২০১৪র ডিসেম্বারের মধ্যে কাজ হয়েছে বা হচ্ছে ৮৪,২০০ কোটি টাকা। আবার ২০১৬ এ বলছেন ৮৮৫০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট আন্ডার কনস্ট্রাকশান। অতেব এই পাঁচ বছরে একজ্যাক্টলি কত হয়েছে? কারণঃ ২০১২ সালের মার্চের যে বাজেট ঘোষনা করেছিলেন সেখানেই লেখা আছে "A number of pro-industry initiatives have been taken by the new State Government since May, 2011. Since the taking over of the new Government, investment proposals for an estimated amount of Rs. 80,000 crore have been received."

    অতেব এই আশি হাজার টাকার কুমিড় ছানার গল্প আমরা অনেকদিন থেকেই শুনছি। একটু জানলে ভালো হয় যে এই পাঁচ বছরে অ্যাক্চুয়ালি কত টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। সর্বত্রই শুধু প্রোপোজালের গুল্প।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১১:৩৬704501
  • দিদির গল্পেও আগ্রহ নেই ( গুলের গল্প অধিকাংশ ) আর জেনারা গেলো গেলো রব তুলছেন তাদের দাবীর সারবত্তা নেই আমার আগ্রহ তথ্যে
    সেটি দেখছি এইরকম
    ঃ-Sectoral Growth Rates (%)
    Agriculture Industry Services
    2005-06 1.8 3.3 9.3
    2006-07 1.0 8.7 9.8
    2007-08 6.১ 6.9 8.7
    2008-09 - 3.5 -1.7 10.00
    2009-10 8.3 9.7 7.9
    2010-11 - 0.4 7.6 13.00
    2011-12 1.6 2.৯ 9.1
    2012-13 2.6 6.২ 9.5

    অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে কৃষিতে নেগেটিভ গ্রোথ ২০০৮-০৯ এবং ২০১০-১১ ( বৃষ্টি কম হয়েছে হতে পারে ) আর শিল্পে নেগেটিভ গ্রোথ ২০০৮-২০০৯ ( দিদির অনশনের ঝামেলায় হতে পারে ) তবে ওপরের চিত্র অন্য রকম বলছে । আমাদের আগ্রহ রাজ্যের আর্থিক অবস্থা পূর্বের তুলনায় খারাপ /ভালো অথবা একই ।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১২:১৬704502
  • গ্রোথের বেস ইয়ার চেন্জ হয়েছে না এর মধ্যে?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১২:৩৩704503
  • আসলে ইকোনমিক সেন্সাস এই পর্যায়ের ২০০৫-২০১৩ । S বেস ইয়ার কি এখন পরিবর্তিত হয়ে ২০০৯-২০১৫ এইরকম কিছু ? তাহলে সেই পর্যায়ের ডাটা খুঁজতে হবে । লিংক আছে কিছু ?
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১২:৪১704504
  • বেস ইয়ার চেন্জ হয়েছে মোদি সরকার আসার পরে।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১২:৫০704505
  • হ্যা ২০০৫ এর কন্সট্যান্ট এর পরিবর্তে ২০১১-১২ কিন্তু সেই ভিত্তিতে পশ্চিমবঙ্গের ফিগার আসেনি মনে হয় তাহলে গ্রোথ % বেশী দেখাবে ( Consider this: At the launch, new series (base year 2011-12) estimated the 2013-14 GDP growth (ইন্ডিয়া ) at 6.9% compared with 4.7% as per the old series.)
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ১২:৫২704507
  • আমার এই টইটা বেশ লাগছে। বেশ পজিটিভ টোন। তবে আমি অঙ্কে বিশেষ কাঁচা। দেবব্রতবাবুর সংখ্যার দিকে বেশ আগ্রহ আছে দেখে ভাল লাগছে। তাহলে কি তৃণমূলকে নিশ্চিন্তে ভোট দেওয়া যায় বলছেন?
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১২:৫৬704508
  • আসলে মোদি সরকার আসার পরে বেস ইয়ার চেন্জ করে। সেই অনুযায়ী পুরোনো বছরের হিসাব করে দেখা গেছিলো ইউপিএ-২ এর আমলের গ্রোথ খুবেকটা খারাপ নয়।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:০২704509
  • একটা হিসেব বলছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেটঃ
    ২০০৯ঃ 8.48%
    ২০১০ঃ 10.26%
    ২০১১ঃ 6.64%
    ২০১২ঃ 5.08%
    ২০১৩ঃ 6.9%
    ২০১৪ঃ 7.42%
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:০৯704510
  • চাকলাদার বাবু, সেই হিসেবে মোদিজীকে ভোট দিন।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:১৯704511
  • এই টই টা আসলে ভোটের পরে খোলা উচিৎ ছিল নইলে অন্যরকম অর্থ হতে পারে , এই পিটি বাবু এইরকমই একটা কন্সপিরেসি থিয়োরি গন্ধ পাচ্ছেন । পশ্চিমবঙ্গের ফিগার এখনো পর্যন্ত পূরানো বেশ ইয়ার (২০০৫ ) ভিত্তিক সুতরাং তুলনা ঠিকই আছে এবং এই তুলনায় দিদি বামেদের সময়ের পরিপ্রেক্ষিতে বেশ এগিয়ে মানে RBI বলছে ।

    RBI থেকে ঃ- ২০০৯ ২০১০ থেকে -
    ২০০৯-২০১০ পশ্চিম বঙ্গে এগ্রি ৫৩৯ .91
    ২০১০-২০১১ পশ্চিম বঙ্গে এগি 524.58 ( নেগেটিভ গ্রোথ )
    ২০১৪ -২০১৫ পশ্চিম বঙ্গে এগ্রি 577.00

    ২০১০ -২০১১ ‘র তুলনায় কৃষি তে বৃদ্ধি ঃ- ১০%

    ২০০৯-২০১০ ইন্ডাস্ট্রি ঃ- 283.50
    ২০১১-২০১২ ইন্ডাস্ট্রি ঃ- 280.86 ( নেগেটিভ গ্রোথ -দিদির প্রথম বছর )
    ২০১৪-২০১৫ ইন্ডাস্ট্রি ঃ- 319.72

    ২০০৯ -২০১০ এর তুলনায় শিল্পে বৃদ্ধি ঃ- 12.72%

    RBI এ ভরসা রাখলে পূর্বের তুলনায় সব ক্ষেত্রেই বেড়েছে ( তবে দিদি আর অমিত বাবু’র এত চাকরী এই সব গুলের গল্প দেওয়ার পূর্বে অসীম বাবুর থেকে ট্রেনিং নেওয়া উচিৎ বলে আমি মনে করি বা ওনাকে একটা সান্মানিক পদ “ জল মেশানো” দেওয়ার কথা ভাবতে পারেন )
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:২৬704512
  • গোল দিচ্ছেন দিদি আর ভোটের বেলা মোদি! আচ্ছা আপনারা যারা এসব বোঝেন ঐ রেভেন্যু ডেফিসিট আর ফিস্কাল ডেফিসিটের ফারাকটা যদি একটু বুঝিয়ে দেন। আমার মত সাধারনলোকের কাছে দুটোই একরকম শোনালেও আসলে কি তাই?
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:৩১704513
  • দেবব্রত বাবু কি বলছেন? গুল্প আর হুমকি দেওয়া নিয়ে দিদি ইস্ট জর্জিয়া থেকে কিসব ডিগ্রী করে এসেছেন। আর তাছাড়া আমাদের দিদির ও তার ভাইদের কারোর থেকে কিছু শেখার নেই। বাম জমনার সবকিছুই উনি পারফেকশন লেভেলে নিয়ে গেছেন।

    আর আপনি এগ্রির ক্ষেত্রে গ্রোথ রেট ক্যালকুলেট করলেন ২০১০-২০১১ র তুলনায়। আর গ্রোথ রেট যেটা ক্যালকুলেট করলেন সেটা ৪ থেকে ৫ বছরের গ্রোথ রেট। অতেব পার ইয়ারের গ্রোথ রেট 1.5 - 2%। এইটা এমন কিসু একটা বেশি নয়।

    আর যে ডেট/জিডিপি রেশিও কমছে দেখেছেন সেটা অনেক আগে থেকেই শুরু হয়েছিলো। বাম আমলের শেষ পাঁচ-ছয় বছরেই ঐ রেশিও কমেছে ৫০% থেকে ৪১-৪২%% এ। এর একটা বড় কারণ হতে পারে সেন্ট্রাল গভের বেশি করে ডিভোলিউশান।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:৩৬704514
  • মজা করছেন?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:৪৯704516
  • S আপনি দিদি দাদা বা বাম আনবেন না তাহলে এই টই তৃণ /সিপিএম হয়ে যাবে । তবে আপনি যেমন বললেন এগ্রি ২% /Year গড়ে বৃদ্ধি এই অঙ্ক ঠিক আছে । তবে এই একই সময়ে রাষ্ট্রীয় বৃদ্ধির হার এর থেকে কম । বাম জমানায় দু বছর কৃষি তে নেগেটিভ গ্রোথ । শিল্পে প্রতি বছর বর্তমান সরকারের জমানায় অল্প হলেও বৃদ্ধি ( ওই প্রথম বছর বাদ দিলে ) - তাহলে লোকে যে বলছে গেলো গেলো রাজ্য শ্মশান হয়ে গেলো তা তাহলে বাস্তবতা শূন্য বলেই তো এতদূর অবধি মনে হচ্ছে ! কি মুশকিল পিটি বাবু !
  • PT | 213.110.242.8 | ০৪ এপ্রিল ২০১৬ ১৩:৪৯704515
  • "পিটি বাবু এইরকমই একটা কন্সপিরেসি থিয়োরি গন্ধ পাচ্ছেন "
    না, না, কোন কন্স্পিরেসি নেই। এটা একটা প্যাটার্ন।যেটা আপনার নিবন্ধের বিষয় চয়্ন আর উপস্থাপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই প্রকটিত। তাতে কোন অসুবিধেও নেই। তবে আপনার নিরপেক্ষতার ধরণ একান্ত আপনারই।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৪:১৪704518
  • শিল্পের বৃদ্ধির হার কত ছিলো দেশে ঐ বছর গুলয়?
  • PT | 213.110.242.8 | ০৪ এপ্রিল ২০১৬ ১৪:২৭704519
  • "তাহলে লোকে যে বলছে গেলো গেলো রাজ্য শ্মশান হয়ে গেলো তা তাহলে বাস্তবতা শূন্য বলেই তো এতদূর অবধি মনে হচ্ছে !"
    এত গ্রোথ, এত গ্রোথ-কিন্তু গ্রোথের এই সংখ্যা কি মানুষ চিবিয়ে খাবে? গ্রোথের টাকা যাচ্ছে কোথায়?

    ৯ কোটির রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দেওয়া হচ্ছে। তাও প্রতি ২ টাকায় কেন্দ্রের দেওয়া ২৭ টাকা ভর্তুকিতে।

    অর্থাৎ কিনা আমার মোটা বুদ্ধিতে যা বুঝছি তা হল যে প্রায় ৭৮% বাঙালীর সাধারণ মানের চাল কিনে খাওয়ার ক্ষমতা নেই আর এই ঘটনাটা রাজ্যের সরকার নিজেই মেনে নিয়েছে। তাই এতেও যদি গেল গেল রব না ওঠে আর কখন উঠবে?

    এ গ্রোথ না কার্বাঙ্কল?
  • sm | 55.64.236.185 | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:১১704520
  • ২৭ টাকা কেন্দ্র ভর্তুকি দিচ্ছে? তাহলে বাম আমলে কেন্দ্রের ভর্তুকি কার পকেটে ঢুকতো?নাকি ভর্তুকি ছিলোই না? বামেরা শুধু মুধু কেন্দ্র সরকারের তাঁবেদারি করতো? যত্ত সব রাবিশ!
  • PT | 213.110.242.8 | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:১৫704521
  • না জানার কত না আনন্দ!! আর এই অনাবিল আনন্দ থেকে কেউ যদি নিজে মুক্তি না চায় তাহলে কি-ই বা করা যেতে পারে?
  • sm | 55.64.236.185 | ০৪ এপ্রিল ২০১৬ ১৫:৩২704522
  • আপাতত,ভাটের পোস্টঅ না লেখাই বাঞ্চনীয় নয়কি? কয়েক জন অলরেডি যখন অনৃতভাষণের দায়ে , অভিযুক্ত করেই দিয়েছে।
    কুসুম; তোমার কি লজ্জা নাই।
  • PT | 213.110.242.8 | ০৪ এপ্রিল ২০১৬ ১৬:৫৭704523
  • নাঃ সত্যি কুসুম একদমই পড়াশুনো না করে অন্ধকারে ঢিল ছোঁড়ে। তাই মানতেই হয় যে কুসেমের বিন্দুমাত্র লজ্জা নাই।

    "The minister.......pointed out, ........if the cost of grain is Rs. 30 a kg, the Centre bears a subsidy of Rs. 27 while the state Government pools in Rs.3."
    পব-তে তাহলে কেন্দ্রের ভর্তুকি ২৭ নয় ২৮ টাকা প্রতি কিলো।
    https://www.google.co.in/search?q=centre+27+rupees+rice+price&ie=utf-8&oe=utf-8&gws_rd=cr&ei=rUwCV9vtEIvHuATk-bGoCA

    "Number of States providing Rs 2/kg wheat and Rs3/kg rice has increased to 25 from 11 during last year and it is likely to be implemented in all the states by 1st April (2016).
    http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=134672
  • Robu | 11.39.37.239 | ০৪ এপ্রিল ২০১৬ ১৯:০৫704524
  • কুসুম বাদ দিয়ে আলোচনা চালান। উপন্যাসটা ভালোলাগা নস্ট করতে চাইনা। তাছাড়া কোলেস্টেরলও বেড়ে যেতে পারে।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ১৯:৩১704525
  • এইটা রিসার্ভ ব্যাঙ্ক লিখছে ৩০শে মার্চ ২০১১

    " In contrast, West Bengal, having a revenue deficit as well as a primary revenue deficit, indicated that the State could not contain its non-interest revenue expenditure and net borrowing has been used to finance current non-interest expenditure, with no potential scope for generating debt-financing income."

    অর্থাৎ রাজ্যের ক্ষমতা নেই non-interest revenue expenditure চালানোর , তার ফল " net borrowing has been used to finance current non-interest expenditure" বাজার থেকে ধার করে সম্পদ সৃষ্টি নয় মাইনে দেওয়ার খাতে ব্যয় এবং আরও ভয়ংকর ," with no potential scope for generating debt-financing income"

    বর্তমান সরকার RBI অনুযায়ী শুধু এই debt বার্ডেন কমিয়েছে তাই নয় ধারাবাহিক রেভেনিউ ডেফীসিট স্টেট কে রেভেনিউ সারপ্লাস রাজ্যে পরিনত করছে -হাজারো মেলা দানছত্র স্বত্বেও । দিদির ওপর ব্যক্তিগত রাগ থাকতেই পারে কিন্তু তথ্য ওনার স্বপক্ষে কথা বলছে । পশ্চিমবঙ্গ এখন রেভেনিউ সারপ্লাস স্টেট - RBI বক্তব্য ।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ১৯:৫০704526
  • রেভিনিউ সারপ্লাস কোথায় হলো? ২০১৫-১৬ বাজেটে তো বলছে ২০১৪-২০১৫ র নেট রেভিনিউ ডেফিসিট ১০৩৬১ কোটি। আর ২০১৫-১৬ র নেট রেভিনিউ ডেফিসিট ৩৮৬৮ কোটি।

    ডেট বার্ডেন কমেনি। ১৯১০০০ থেকে বেড়ে হয়েছে ২৭৪০০০ কোটি। নমিনাল এসডিপি তুলনায় ডেটের রেশিও কমেছে।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২০:১৩704527
  • Table III.6: Deficit Indicators of State Governments ২০১৫ RBI দেখুন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন