এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৮৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ২০:২১704530
  • আমি কিন্তু বাজেট স্পিচ দেখে বলছি।

    লিন্ক দেবেন পিলিজ।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ২০:২৭704531
  • পেয়েছি। কিন্তু কোন কলাম টা দেখবো?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২০:৩৯704532
  • RBI টেবিল পেয়েছেন ? Table III.6: Deficit Indicators of State Governments? এই টেবিল টা দেখুন

    পিডিএফ এখানে পেস্ট করতে পারবোনা ।

    GSDP কি “ Gross State Domestic Product (GSDP) is defined as a measure, in monetary terms, of the volume of all goods and services produced within the boundaries of the State during a given period of time, accounted without duplication.”

    Debt / GSDP অনুপাত কি ? একটি রাজ্যের GSDP এর অনুপাতে ধারের পরিমাণ

    আমার আয় ছিল ১০০ (GSDP) এবং ধার ৪২(DEBT) টাকা ২০১১ সালে আয়ের অনুপাতে ধার 42% (তার সুদ ইত্যাদি )
    বর্তমানে আমার আয় বেড়ে হয়েছে ১৫০টাকা( GSDP) ধার দাঁড়িয়েছে ৫২(DEBT) টাকা ২০১৫ সালে আয়ের অনুপাতে ধার 34%

    যে কোন ব্যবসাদার বলতে পারবে কোন পরিস্থিতি বেটার ।
  • sm | 53.251.91.253 | ০৪ এপ্রিল ২০১৬ ২০:৪৯704534
  • Antyodaya Anna Yojana (AAY) is an Indian government sponsored scheme for ten million of the poorest families. It was launched by NDA government on 25 December 2000. It is on the look out for the 'poorest of the poor'[1] by providing them 35 kilograms of rice and wheat at Rs.3 & Rs.2 per kg respectively. Under this scheme one crore of the poorest among the BPL families covered under the targeted public distribution system were identified. Poor families were identified by the respective state rural development facility through a below poverty line survey.

    The scheme has been further expanded twice by additional 50 lakh BPL families each in June 2003 and in August 2004,thus covering 2 crore families under the AAY স্কিম
    ওপরের পোস্ট টা পড়ুন।স্কিম চালু হয়েছে ২০০০ সাল নাগাদ। 2004 অবধি 2 কোটি ফ্যামিলি লিস্ট হয়েছে। তাহলে ২০০০ সাল থেকে ২০১১ অবধি বাম সরকার কি করেছিল?
  • sm | 53.251.91.253 | ০৪ এপ্রিল ২০১৬ ২০:৫৩704535
  • KOLKATA: West Bengal government will give rice and wheat at a subsidised rate of Rs two per kg to over seven crore people in the state.
    ---
    বর্তমান সরকার ৭ কোটি লোককে ২ টাকা কিলো দরে চাল দেবে বলছে।
    তাহলে লিশ্চয় কেন্দ্রীয় সরকারের লিস্টের বাইরেও কোটি কোটি লোক কে চাল দিতে হবে।
    প্রসঙ্গত আমার পোস্ট টা ছিল,
    "২৭ টাকা কেন্দ্র ভর্তুকি দিচ্ছে? তাহলে বাম আমলে কেন্দ্রের ভর্তুকি কার পকেটে ঢুকতো?নাকি ভর্তুকি ছিলোই না? বামেরা শুধু মুধু কেন্দ্র সরকারের তাঁবেদারি করতো"

    তাহলে বলুন ভুলটা কোথায়? আর এত পড়াশোনা করে ঢপ দেন কেন?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২১:০৫704536
  • আরে অত কষ্ট করতে হবেনা শুধু RBI এর জবাব দিতে বলুন , এর থেকে অথেনটিক সূত্র আর কিছু হয়না নিন ঃ-

    দেখুন RBI বলছে ঃ- ২০১৫ মে মাসের রিপোর্ট
    RD/GSDP ঃ- ০ অর্থাৎ রেভেনিউ ডেফিসিট শূন্য বর্তমানে -গ্রেট
    GFD/GSDP:- 1.9 অর্থাৎ গ্রস ডেফিসিট এখনো 1,9% অফ GSDP ( ঋণের সুদ ইত্যাদি )
    PD/GSDP ঃ- -০.8 অর্থাৎ প্রাইমারি ডেফিসিট নেই উল্টে + 0.8% অফ GSDP গ্রেট
    PRD/GSDP ঃ- -2.7অর্থাৎ প্রাইমারি রেভেনিউ ডেফিসিট নেই উল্টে +২.7% গ্রেট

    এই দিদির রিপোর্ট কার্ড RBI বানিয়েছে ( RBI রিপোর্ট (-) কে + পড়তে হবে নোট যদিও থাকে ) আর বাম আমল কহতব্য নয় । প্রশ্ন টা হোল তাহলে কিসের ভিত্তিতে দেশ শ্মশান হয়ে গেল বলে বামেদের চেঁচানি ? না পড়েই ?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ২১:২৩704537
  • ভোটটা তাহলে তৃণমূলকেই দিতে হচ্ছে দেখছি। ডিএ না দিয়ে ফিস্কাল ডেফিসিটে টুপি পরানো নিঃসন্দেহে বেশি কাজের। কি হবে ঐ অকর্মার ধাড়িদের পয়সা দিয়ে? প্রোফেসর আর রিসার্চস্কলারদের ও ঠান্ডা করা দরকার। দেবব্রতবাবু দারুণ লিখছেন।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ২১:৩৪704538
  • বেশ টেবিল ফেবিল দিয়ে ঝক্কাস লেখা https://m.rbi.org.in//scripts/PublicationsView.aspx?id=16268 লিংকের কথা বলছিলাম আর কি। তবে পুরোনো ব্যামো তথ্যসূত্র খুঁটিয়ে না দেখে ঠিক স্বস্তি পাইনে, চারিদিকে যা ধাপ্পাবাজি। তা অমন গোছানো টেবিলের সব তথ্য নাকি রাজ্যসরকারের বাজেট ডকুমেন্ট! বড় ব্যথা দিলেন গো, বড় ব্যথা দিলেন। থাক ও নিয়ে আর আলোচনার দরকার নেই।
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২২:২২704540
  • বাজেট ডাটা কি প্রবলেম ? সমস্ত রাজ্যের তথ্যের সূত্র তাই , বাজেট পরবর্তী বছরে পরীক্ষিত হয় AG/CAG তাই কাজ , RBI RE বানায়- এই বছর বাজেটে যাই বাতেলা মারুন পরের বছর তো পরিষ্কার কি করেছেন -তো প্রবলেম কোথায় ?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২২:২৯704541
  • RBI রিপোর্ট দেখুন - ( RE) লেখা আছে অর্থাৎ রিভাইসড এস্তিমেট (BE) লেখা আছে বাজেট এস্তিমেট - পূরানো সালের রিপোর্ট এ ব্রাকেট নেই অর্থাৎ হিসাব পরীক্ষিত , আবার ফিগার এর নিছে ( ) এর মধ্যে অন্য ফিগার আছে অর্থাৎ ধরা হয়েছিল এই হয়েছে এই । প্রবলেম কোথায় ?
  • PT | 213.110.242.6 | ০৪ এপ্রিল ২০১৬ ২২:৩৮704542
  • DC
    অনেক আঁকড়া দেখালেন। এবারে জানান যে এত গ্রোথের রাজ্যে ৭ কোটি মানুষকে মুষ্টিভ্ক্ষা দিতে হচ্ছে কেন?
    এ কি সেই কুখ্যাত "জবলেস গ্রোথ" যাতে অর্থনীতি "দারুণ" ঝকঝকে দেখায় কিন্তু বেশীর ভাগ মানুষের ক্রয়ক্ষমতা নিম্নগামী হতে থাকে?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ২২:৪৩704543
  • প্রবলেম সামান্যই, পশ্চিমবঙ্গের সরকারি তথ্যের বিশ্বাসযোগ্যতা কম। নিতান্তই সরলমতি পাটীগণিতে হিসেবের গোলমাল ধরা পরে। S বোধহয় অমিতবাবুর দেওয়া গাঁজার হিসেব পয়েন্টআউট ও করেছেন।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৪ এপ্রিল ২০১৬ ২২:৫৯704544
  • আমার কাছে এটা rbi report নয় এ হল rbi compilation of various statement government reports.
  • PT | 213.110.242.6 | ০৪ এপ্রিল ২০১৬ ২৩:০৩704545
  • বামেরা কি করেছিল চাল দেওয়ার জন্য সেসব ৫ বছর আগের গপ্প। একটু এগিয়ে তাকানো যাকঃ
    In 2011, the same government (TMC) had refused to implement the 'right to food' scheme brought by UPA II for both priority and general categories of the population under the proposed National Food Security Act.
    তারপরে ২০১৫-র মাঝামাঝি ভোটের আগে আগে চাল দিয়ে ভোট কেনার বুদ্ধি মাথায় আসেঃ
    The West Bengal government's decision to provide subsidised food grains in the state is being criticised by opposition parties as chief minister Mamata Banerjee's ploy to please the electorate before the 2016 Assembly polls.
    http://articles.economictimes.indiatimes.com/2015-07-30/news/65036745_1_apl-banerjee-government-national-food-security-act

    আর এই দুর্দান্ত গ্রোথের সময়ে অনেক মানুষের আয় নাকি বছরে ৩২,০০০ থেকে ৪২,০০০ টাকা?** এমন মানুষের সংখ্যা কত? RBI জানে? কিংবা যারা "শাইনিং ওয়েস্টবেঙ্গলের" গপ্প শোনাচ্ছে তারা?
    **http://www.thehindu.com/news/national/mamata-banerjee-announces-extension-of-rs-2kg-rice-scheme/article2068932.ece
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ২৩:২৯704546
  • ইকনমিক সেন্সাস /RBI ছেড়ে পড়েছেন কাগজের লিঙ্ক । সব কাগজের খবর এই সব তথ্যের সূত্রের ওপর নির্ভর এঁদের কে বোঝাবে । কাগজের লিঙ্কে খুব ভরসা রাখলে অভিক সরকারের কাগজ পড়ুন আর লেখক কে সেটাও একটু উইকি করে দেখে নেবেন । - Figures matter http://www.telegraphindia.com/1151016/jsp/opinion/story_48178.jsp#.VwD
    0gXi4X-0.twitter

    আর এইটি NREGA বিষয়ক তুলনা ঃ—

    টোটাল নম্বর অফ ম্যান ডেস
    বামফ্রন্ট ঃ-
    ২০১০ -২০১১ - ১৪৩৫,১১ (লাখ )
    ২০১১-২০১২ - ১৪৬৩,২২ (লাখ )

    (ভোটের বছর -কি নিশ্চিন্তে নিদ্রা গরীব দরদী সরকার )

    তৃনমূল ঃ-
    ২০১২-২০১৩ - ২০১৮,০০ (লাখ )
    ২০১৩-২০১৪ - ২২৯৬,০০ (লাখ )
    ২০১৪-২০১৫ - ১৬৯৭,০০ (লাখ) ( নিদ্রা মগ্ন হচ্ছিল প্রায় )
    ২০১৫-২০১৬ - ২৮৩৩,০০ (লাখ )

    অর্থাৎ বাম জমানার তুলনায় তৃনমূল NREGA স্কিমে ১০০% গ্রোথ করেছে । এটি NREGA ডাটা , ওয়েবসাইটে জ্বলজ্বল করছে ।
    ( ধরে নিচ্ছি চুরি হচ্ছে , ভুয়ো জব কার্ড ইত্যাদি কিন্তু শুধু এই একটা অস্ত্র ঠিক ঠাক ব্যবহার করলে তৃনমূল আসতোনা )

    তাও আমাদের রাজ্য এই একশো দিনের কাজের স্কিমে বর্তমানে গড়ে মাত্র ৪৬দিন কাজ পাওয়া যায় । শুধু এই স্কিম আরও এফিশিয়েন্টলি ব্যবহার করলে গ্রামের কিছু পরিমাণ ভুখমারি কমে
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ২৩:৩০704547
  • বাজেট এস্টিমেটের তেমন খুবেকটা দাম নাই। বরন্চ অ্যাকচুয়াল ফিগার দেখুন। অমিত বাবুর বাজেট স্পিচের নীচে লেখা থাকে।
  • বাঃ | 24.99.225.104 | ০৫ এপ্রিল ২০১৬ ০৯:৪৩704548
  • পিটিগ্যাং ফ্রেশ টার্গেট পেয়ে গেছে।

    কে কারে ভোট দিচ্ছে এই খবর নিতে চামচে মুখুজ্জে সবসময় ততপর। এইগুলো সব এলসিদের কাছে পাচার হবে। দিন ফিরলে হিসেব নেওয়া হবে।
  • PM | 11.187.189.214 | ০৫ এপ্রিল ২০১৬ ১০:০৯704549
  • "তবে আপনার নিরপেক্ষতার ধরণ একান্ত আপনারই।"--- তিনো পন্থী নিরপেক্ষ---বাজারে অনেক আছে তো। রেয়ার স্পিসিস তো নয় ঃ)
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১১:০৯704551
  • দিন কি আর ফিরবে হরিমাধব ? সে দিন তো অস্তমিত । কি হল্লা ? শেষে কিনা RBI ইক সেন্সাস নরেগা সব হাত ধুয়ে পেছনে লেগে পড়ল ?
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২৩704552
  • দেবব্রতদা তো ডেটা দিয়ে তর্ক করছেন। এটুকু দেখালেই হয় যে ডেটার ইন্টারপ্রিটেশনে ভুল থাকতে পারে বা ক্রেডিবিইটির অভাব থাকতে পারে (যদি থাকে তো)। তার মধ্যে নিরপেক্ষতা, ব্যাথা, এই কুযুক্তিগুলো আসছে কেন? সিপিএমকে সাপোর্ট না করলেই তিনো পন্থী, নিরপেক্ষ, মাওব্যাথী এই বিশেষনগুলো এসে হাজির হয় কেন? এই পোস্টগুলো বিরক্তিকর লাগলো।
  • PT | 213.110.242.7 | ০৫ এপ্রিল ২০১৬ ১১:৫৪704553
  • "পিটিগ্যাং ফ্রেশ টার্গেট পেয়ে গেছে।"

    নাঃ টার্গেটের ব্যাপার নয়। যিনি আঁকড়া দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রমাণ করার জন্য যে পব-র আর্থিক অবস্থা বেশ উজ্জ্বল, তিনি কিছুতেই ব্যাখ্যা দিতে চাইছেন না যে সেই প্রেক্ষিতে কেন ৭৮% পব-র লোককে ২ টাকা কিলো চালের ভিক্ষে দিতে হচ্ছে!!

    এতো নতুন কিছু নয়। এর আগে একদল মানুষ তো আঁক্ড়া দিয়ে শাইনিং ইন্ডিয়ার গপ্পও শুনিয়েছিল!!
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১২:২৬704554
  • সে দায় আমার নয় - আমার কাজ কিছু ভরসাযোগ্য তথ্য সূত্র দেওয়া , এই সব তথ্য সূত্রই একটি রাজ্যের অর্থনৈতিক অবস্থান পরিষ্কার করে - যে রাজ্য উন্নতি করছে , দেনায় ডুবছে , চাকরী হচ্ছে , শিল্প হচ্ছে না বিমারু । সুতরাং কাউকে যদি প্রমাণ করতে হয় তার উল্টোটা বা হল্লা করতে হয় তাহলে পাল্টা তথ্য দিয়েই করতে হবে হাওয়ায় বা খবরের কাগজের লিঙ্ক দিয়ে মন্তব্য ছুড়লে তাকে চায়ের দোকানের আলোচনা বলে । তথ্য সূত্র আমি লিঙ্ক সমেত দিয়ে দিয়েছি এবং সমস্ত তথ্যই বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা RBI ইকো সেন্সাস ইত্যাদি -প্রমাণ করুন ভুল তথ্য অথবা ভুল ব্যখা অথবা মেনে নিন মাজামাঝি কিছু নেই ।
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১২:৩১704555
  • আমি উল্টো হিসাব দিলাম তো যে রেভিনিউ ডেফিসিট আছে। বাজেট স্পীচ গুলো পড়ে দেখুন। পড়তেও হবেনা। একদম শেষ পাতায় আছে। এবং ওগুলো-ও রিভাইসড এস্টিমেট (মানে আসল নয়)। তবে ধরা যেতে পারে আসলের খুব কাছাকাছিই হবে।
  • PT | 213.110.242.7 | ০৫ এপ্রিল ২০১৬ ১২:৩৮704556
  • হল? বলেছিলাম না যে উত্তর পাওয়া যাবে না!!
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ১২:৫৭704557
  • ওটা রাজ্যসরকারের দেওয়া গল্পসংকলন, অবশ্যই প্রকাশক আরবিআই।

    তথ্য ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এই ভিডিওটা
    দেখেছেন কিনা জানিনা, এখানে প্রোফেসর ঘোষ বলছেন বিগত কয়েক দশক ধরে জাতীয় আয়ে ফর্মাল ওয়ার্কারের শেয়ার কমছে। ১০ মিনিট থেকে শুনুন।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:০০704558
  • আপনি বোধ হয় এইটা পরেন নি
    RBI বলছে ঃ- ২০১৫ মে মাসের রিপোর্ট
    RD/GSDP ঃ- ০ অর্থাৎ রেভেনিউ ডেফিসিট শূন্য বর্তমানে -
    GFD/GSDP:- 1.9 অর্থাৎ গ্রস ডেফিসিট এখনো 1,9% অফ GSDP ( ঋণের সুদ ইত্যাদি )
    PD/GSDP ঃ- -০.8 অর্থাৎ প্রাইমারি ডেফিসিট নেই উল্টে + 0.8% অফ GSDP
    PRD/GSDP ঃ- -2.7অর্থাৎ প্রাইমারি রেভেনিউ ডেফিসিট নেই উল্টে +২.7% RBI টেবিল উল্লেখ করেছি - RBI বিশ্বাসযোগ্য সূত্র না গুলের গল্প ? ( গ্রস ডেফিসিট আছে সে তো RBI রিপোর্ট বলছে কিন্তু রেভেনিউ ডেফিসিট নেই দুটি আলাদা সে আপনি জানেন )

    আর এইটা ঃ- আর এইটি NREGA বিষয়ক তুলনা ঃ—

    টোটাল নম্বর অফ ম্যান ডেস
    বামফ্রন্ট ঃ-
    ২০১০ -২০১১ - ১৪৩৫,১১ (লাখ )
    ২০১১-২০১২ - ১৪৬৩,২২ (লাখ )

    তৃনমূল ঃ-
    ২০১২-২০১৩ - ২০১৮,০০ (লাখ )
    ২০১৩-২০১৪ - ২২৯৬,০০ (লাখ )
    ২০১৪-২০১৫ - ১৬৯৭,০০ (লাখ) ( নিদ্রা মগ্ন হচ্ছিল প্রায় )
    ২০১৫-২০১৬ - ২৮৩৩,০০ (লাখ )

    অর্থাৎ বাম জমানার তুলনায় তৃনমূল NREGA স্কিমে ১০০% গ্রোথ করেছে । এটি NREGA ডাটা , ওয়েবসাইটে জ্বলজ্বল করছে ।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:০৭704559
  • করঞ্জাক্ষ চাকলাদার ঃ বাবু আমি দুঃখিত আপনি RBI পড়তে জানেননা বা সেন্সাস রিপোর্ট বা নারেগা ডাটা । নইলে এইরকম হাস্যকর মন্তব্য করতেন না ' রাজ্যসরকারের দেওয়া গল্পসংকলন, অবশ্যই প্রকাশক আরবিআই।" তাও ভালো আপনি সূর্য বাবুর বক্তিমে বা ABP আনন্দ ভিডিও লিঙ্ক দেননি । বিতর্ক যদি কিছু করতে হয় ডাটা দিয়েই করতে হবে আর নইলে চায়ের দোকান গরম করা হয় ।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:১৭704560
  • করঞ্জাক্ষ চাকলাদার বাবু আপনি SIBIL কি জানেন ? আপনার ক্রেডিট রেটিং । যদি আপনার সিবিল রেটিং খারাপ থাকে মানে ডিফল্টার হন ,বা আয় কম থাকে , বা ক্রেডিট কার্ড পেমেন্ট করেন না ইত্যাদি তাহলে আপনার সিবিল রেটিং খারাপ হতে থাকে আর যার সিবিল রেটিং খারাপ তার বাজার থেকে ধার পাওয়া তত শক্ত অথবা তত বেশী কোলাটারাল সিকিউরিটি জানেন ? এইবার একটা রাজ্যের বা দেশের ক্রেডিট রেটিং ঠিক করে কিছু সংস্থা , তাদের দেওয়া রেটিং এর ভিত্তিতে একটা দেশের বা রাজ্যের ধার পাওয়ার যোগ্যতা নির্ধারিত হয় ,কোলাটারাল সিকিউরিটির পরিমাপ নির্ধারিত হয় । আপনি জানেন তারা কারা ?
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:২৩704562
  • ডেটা সোর্সের ক্রেডিবিলিটি নিয়ে আমার একটা প্রশ্ন মনে আসছে। এখানে যা ডেটা দেওয়া হয়েছে সেটা RBI এর নিজের সাইটে ছাপা হয়েছে, রাজ্য সরকারের সাইটে না। মানে কোন রাজ্য সরকার এসে RBIকে যা ইচ্ছে মনগড়া তথ্য দিলো আর RBI নিজের সাইটে সেটা ছেপে দিলো (যতোই এস্টিমেট বলে ডিসক্লেমার দেওয়া থাক), ব্যাপারটা কি এরকম? RBI যখন কোন ডেটা পাবলিশ করে তখন কি মিনিমাম স্ক্রুটিনি না করেই পাবলিশ করে দেয়? কারন এতে তো RBI এরও তো কিছুটা ক্রেডিবিলিটি এফেক্টেড হবে! শুধু পব না, যে কোন রাজ্যই কি এরকম নিজের মনগড়া তথ্য RBI কে দিলে সেটা ডিসক্লেমার দিয়ে পাবলিশ হয়ে যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন