এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৭৮৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৩704367
  • হ্যাঁ সেইটা তো এখনো স্বীকার করছি যে ডেট/নমিনাল জিএসডিপি কমেছে। আর এই কমাটা শুরু করেছিলো বাম আমলেই (২০০৪-০৫ এ ৫০% ছিলো)। আর ডেফিট থেকে রাজ্য সারপ্লাসে যায়নি। আপ্নিও এইটা স্বীকার করুন। তা নাহলে বুঝবো পলিটিকাল মাইলেজ ছাড়া এই ডেটা গুলো নিয়ে সৎ আলোচোনাতে আপনি একটুও উৎসাহিত নন। সেক্ষেত্রে আলোচোনা করে সময় নষ্ট হচ্ছে।

    ফিগার ৩, পেজ ৪৫ঃ
    http://fincomindia.nic.in/writereaddata%5Chtml_en_files%5Cfincom14/others/27.pdf
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৭:০৫704368
  • dc এই আপনিও পারেন কখনো বেশ ইয়ার এক ধরছেন আর কখনো আরেক ২০১১-১২ রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি ১০৪,০০ আর ২০১৪-২০১৫ 106,০০ নেগেটিভ নয় না এদিকে
    construction :-
    ২০০৯-২০১০ 170.00
    2011-2012 172.00
    2014-2015 241.00
    ( 41% growth than 2009-2010)
    Transport :-
    2009-2010 251.000
    2011-2012 311.00
    2014-2015 367.00
    ( 46% growth than 2009-2010)
    Hotels :-
    2009-2010 465.00
    2011-2012 506.00
    2014-2015 592.00
    ( 27% growth than 2009-2010 )
    Banking :-
    2009-2010 207.00
    2010-2011 220.00
    2014-2015 294.00
    ( 42% growth than 2009-2010)

    এইগুলি কি ? পশ্চিম বঙ্গে GSDP রেশিও ঃ- major contribution to the indian GDP from west Bengal comes from agricultural sector . Ar next stands the tertiary of services sector , the manufacturing industry output is very low compared to the GSDP output of this state in other sector . শিল্প লাস্ট বেঞ্চ অনেকদিন কিন্তু মেজর সেক্টর ম্যাসিভ গ্রোথ ।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৭:২২704369
  • ঠিক আছে ২০০৯-১০ ধরছিনা। আপনি যেমন বল্লেন, ২০১০-১১ ধরা যাক। ২০১০-১১ তে রেজিস্টার্ড সেক্টর ১২৭ আর ২০১৪-১৫তে ১০৭। এরকম শার্প ফলের পরেও যদি একটা রাজ্যের হাল নিয়ে প্রশ্ন তুললে গেল গেল রব মনে হয় তাহলে আর কিছু বলার নেই।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৭:৩৭704370
  • DC ২০১০-২০১১ মানে সারা বাম জমানার একটি বছর টাটা এফেক্ট ধরে তাওরেজিস্টার্ড সেক্টর ধরলে খুব খারাপ কিন্তু বাকি মানে ২০০৯ -২০১০ এ চলে গেলে প্যান্ট হাতে চলে আসছে । আর উপরের গুলো কি ? ৪২% , ৪৫% ,৪৬% , তাহলে কৃষি টাও ধরে নেবেন । RBIটেবিল তো ফেলা সামনে । গত দুই দিন ধরে আমি এই টই খোলার পরে আজ পর্যন্ত একটিও তথ্য পেলাম না বা সেক্টর যেখানে দিদি ফেল উল্টে ৪২% , ২৭% , ৪৬% , ১২% ১০% গ্রোথ । নারেগা ১০০% গ্রোথ। ধুর তাহলে হাওয়ায় প্রাসাদ ও পিটি বাবু ?
  • 0 | ০৫ এপ্রিল ২০১৬ ১৮:০০704371
  • রেজিস্টার্ড সেক্টরের ফিগারগুলো কারেন্ট প্রাইসের হিসেবে (কনস্ট্যান্ট প্রাইসের বদলে) অন্যরকম দেখাচ্ছে।
  • 0 | ০৫ এপ্রিল ২০১৬ ১৮:৫৪704372
  • sorry..কনস্ট্যান্ট প্রাইসের ফিগারগুলোই ঠিক। ইনফ্লেশন অ্যাডজাস্টেড ফিগার।
  • দেবরত | 212.142.125.213 | ০৫ এপ্রিল ২০১৬ ১৮:৫৯704373
  • ২০১০ -২০১১ র কুমির ছানা তাও সারা পশ্চিমবঙ্গের GSDP'র অতি ক্ষুদ্র অংশ শিল্প তারও আবার অতি ক্ষুদ্র অংশ রেজিস্টার্ড সেক্টর ধরে তুলনা । আরে কোশ্চেন কমন পড়েছিল টাটা বাবু এসে পড়েছিল তাই ওই একটি মাত্র বছরে লেটার মার্কস বাকি তো ডাহা ফেল । কৃষি দু দু বছর নেগেটিভ গ্রোথ । এ বাবা এই নিয়ে হল্লা হচ্ছিল এতদিন ? আর ঋণ আমরা তো কমাচ্ছিলাম - কে বলেছিল GSDP 'র 47% ঋণ করতে ? সরকারী টাকা নারেগা , ঘর থেকে যাচ্ছেনা - তাও কি হাল চোখে দেখা যায়না - ও পিটি বাবু ? কোথায় গেলেন ?
  • PT | 213.110.242.7 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:০৬704374
  • "ধুর তাহলে হাওয়ায় প্রাসাদ ও পিটি বাবু ?"

    আপনি আঁকড়া দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রমাণ করার জন্য যে পব-র আর্থিক অবস্থা বেশ উজ্জ্বল, কিন্তু কিছুতেই ব্যাখ্যা দিতে চাইছেন না যে সেই প্রেক্ষিতে কেন ৭৮% পব-র লোককে ২ টাকা কিলো চালের ভিক্ষে দিতে হচ্ছে!!

    তাহলে আরো একটু পিছিয়ে যান। ১৯৭৭ সালে পব rice deficit রাজ্য ছিল। সেখান থেকে দশ বছরে রাজ্য চাল উৎপাদনে এক নম্বরে উঠে আসে। সে সাফল্য মানুষ জীবন যাপনের মান উন্নয়ন দিয়ে বুঝেছিল। আর আমাদের মত শহুরে লোকেরা বুঝেছিল যখন আনন্দ-উৎসবে নিমন্ত্রণ পত্রের নীচে "অতিথি সংখ্যা পব সরকারের অতিথি নিয়ন্ত্রন আইন দ্বারা নিয়ন্ত্রিত" বাক্যটি হঠাৎই অদৃশ্য হয়ে যায়। সেসব বোঝাতে রাশি রাশি আঁকড়া ও সংখ্যাতত্ব এনে হাজির করতে হয়নি।

    ২০১৬-তেও বামেদের সেই চাল উৎপাদনের পরিমাণকে এই সরকার খুব কিছু ছাড়িয়ে যেতে পারেনি। বরং এখন কেন্দ্রের বদান্যতায় ২৮ টাকা ভর্তুকি দিয়ে মানুষের পেট ভরাতে হচ্ছে।

    আর আপনার সংখ্যা নিয়ে কুস্তির বহু আগেই বর্তমানে তিনোমুলী অর্থনীতিবিদ অভিরূপ সরকার "প্রমাণ' করে দিয়েছেন যে তিনো সরকার বাম সরকারের চাইতে ভাল কাজ করেছে।
    "সন্ত্রাসের পাশাপাশি উন্নয়নও আছে বইকী"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%B8-%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%B6-%E0%A6%AA-%E0%A6%B6-%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%86%E0%A6%9B-%E0%A6%AC%E0%A6%87%E0%A6%95-1.277606#

    তাঁর সেই সব তথ্য ও ব্যাখ্যাকে প্রশ্ন করে অন্য একজন পত্রাঘাত-ও করেছেনঃ
    "পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে কিছু প্রশ্ন"
    http://www.anandabazar.com/editorial/few-question-on-west-bengal-economy-1.331811#

    আর এই সব সংখ্যার সততা ও তার ব্যাখ্যা নিয়েও আবার একজন প্রশ্ন তুলেছেনঃ
    "উন্নয়নের প্রমাণ মোটেই মজবুত নয়"
    http://www.anandabazar.com/editorial/no-evidence-has-been-seen-in-path-of-development-1.332677

    আনন্দবাজার বা চায়ের দোকানের আড্ডা বলে লেখাগুলোকে উড়িয়ে দেওয়ার আগে লেখকদের ক্রেডেন্সিয়াল দেখে নেবেন একবার।
  • শেষে আনন্দবাজার | 212.142.125.213 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:২৩704375
  • এ বাবা শেষে আনন্দবাজার ভরসা - কি আর করবেন পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে । জয় বাবা আনন্দবাজার !
  • নিউজ অ্যান্ড ভিউজ | 79.162.139.9 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৩১704377
  • বাম ফ্রন্ট ৩৪ বছরে গ্রোথ রেট কখনো .৩৪ উপর তুলতে পারেনি।
  • PT | 213.110.242.5 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৩৩704379
  • অভিরূপ সরকার, সুদীপ্ত ভট্টাচার্য আর মৈত্রীশ ঘটককে আওয়াজ দিচ্ছেন? বেশ! বেশ! তিনোব্যথীদের কাছ থেকে এর চাইতে উন্নততর আর কি বেশী প্রত্যাশা করা যায়?
  • দেবব্রত | 212.142.125.213 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৩৩704378
  • " নীতি আয়োগ এবং রিজার্ভ ব্যাঙ্কের সৌজন্যে মূল কিছু তথ্য খুব সহজেই ইন্টারনেট থেকে পাওয়া যায়। " এই হচ্ছে লন্ডন স্কুল অফ ইকো বলছেন , আনন্দবাজারে ক্রেডেন্সিয়াল চেক করে দেখলাম পিটি বাবু , আরে আমিও তো সেই RBI এর টেবিলই তো দিচ্ছি , নিজেই একটু চক্ষু সার্থক করুন না । অন্যের মুখে ঝাল খাওয়া কেন ? কি দশা বামেদের । ভাষ্য'র জন্য ভরসা আনন্দবাজার । কি দিন কাল পড়ল এই শেষে দেখতে হোল মা ?
  • PT | 213.110.242.5 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৪৩704380
  • সংখ্যা তো একই। বাকিটা তো interpretation!! আপনি যে রাজনৈতিক অবস্থানের কারণে চা-শ্রমিকের দুঃখ বর্ণনার চাইতেও বেশী সময় দেন নেউটিয়া-ভট্টাচাজ্জির সম্পক্ক হওয়ায় ভাসাতে সেই একই কারণে একই পরিসংখ্যানের ভিত্তিতে মৈত্রীশ ঘটকের বিপরীত অবস্থান নিচ্ছেন।
    পব-র অর্থনীতি প্রসঙ্গে আপনার আর তিনোমুলী অর্থনীতিবিদ অভিরূপ সরকারের তো অবস্থান একই। এ নিয়ে আর তক্ক করে কি হবে?

    "তবে শব্দে বা সংখ্যায় যে ভাবেই বলা হোক, যুক্তি এবং তথ্য দিয়ে কোনও বক্তব্যকে বিচার করলে সাধারণ বুদ্ধি দিয়েই অনেক দূর যাওয়া যায়,....
    যায়, যদি কেউ উত্তর খোঁজার চেষ্টা করে। যেমন কিনা এই শাইনিং অর্থনীতির কালে, কিলো কিলো সংখ্যার চর্চা করে পব-র ৭ কোটি বাঙালী কেন ২ টাকা কিলো চালের ভিক্ষাপাত্র নিয়ে লাইনে দাঁড়াল তার উত্তর পাওয়া যাচ্ছে?
  • PT | 213.110.242.5 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৪৫704381
  • 07:33 PM শেষে আনন্দবাজার মহাশয়/মহাশয়া-কে
    07:43 PM দেবব্রতবাবু-কে
  • T | 212.142.96.44 | ০৫ এপ্রিল ২০১৬ ১৯:৫০704382
  • S কে অনুরোধ, এই অ্যাতসব তথ্যাদির পর যা বোঝা গেল একটু যদি গুছিয়ে লেখেন।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ২০:০৯704383
  • ১) “প্রথমে যেটা বলা প্রয়োজন যে পর্যালোচিত সময়ের মধ্যে (২০০৪-২০১৪), বাম আমলে (২০০৪-২০১১) রাজ্যের গড় বার্ষিক মাথাপিছু আয় বৃদ্ধি তৃণমূলের আমলের (২০১১-২০১৪) চেয়ে বেশি হয়েছে। বাম আমলে সংখ্যাটা বার্ষিক ৫।৫৫% আর তৃণমূলের আমলে ৫।০৪%। ” দেবব্রতবাবু এ প্রসঙ্গে নীরব।

    ২) এ ধরনের তুলনামূলক আলোচনায় numeraire সঠিক ভাবে স্থির করা জরুরী যা করা হচ্ছেনা। ০ র বক্তব্য সেই দিকেই। প্রতিটি তুলনার সময়ই তা বিবেচ্য।

    ৩) ঋণ কমেছে আর বকেয়া ডিএ বেড়েছে। যার যাতে আনন্দ।
  • দেবব্রত | 212.142.76.38 | ০৫ এপ্রিল ২০১৬ ২১:১৮704384
  • চাকলাদার বাবু ঃ- আমার আদৌ গ্রোথ নিয়ে মাথা ব্যাথা নেই ও সব ঢপের চপ আপনিও জানেন আমিও জানি । গ্রোথের ফল অসম বণ্টনের ফলে খুবই সীমিত সংখ্যক লোকের হাতে পৌঁছায় কিন্তু “ আমি খুব ভালো ছিলাম তুমি একেবারে শ্মশান বানিয়ে দিলে ” এই হল্লা বাজী’র বাস্তবতা বুঝতে এই পোস্ট কিন্তু তাতে দেখলাম কেউ দাঁতই ফোটাতে পারছেনা , মানে একটা কাউন্টার ডাটা নেই । RBI টেবিল অনুযায়ী দিদির মারাত্মক গ্রোথ (ওপরের পোস্টে দিয়ে দিয়েছি ) নারেগা 100% (মানে তথ্য অনুসার ) এইবার পূর্বে আপনাকে আমি SIBIL নিয়ে লিখেছিলাম - যে সিবিল হোল আমাদের ক্রেডিট রেটিং দেওয়ার সংস্থা - বিভিন্ন ব্যাংক আপনাকে আমাকে বা কোন সংস্থা কে লোণ দিতে হলে প্রথমে SIBIL রেকর্ড দেখে এবং সেই অনুযায়ী কোলাটারেল সিকিউরিটি এবং সুদের হার নির্ধারিত হয় ।

    এইবার রাজ্যের এই ক্রেডিট রেটিং ঠিক করার কতগুলি সংস্থা আছে -যাদের রেটিং এর ওপর রাজ্যের লোণ পাওয়া , কোলাটারেল সিকিউরিটি ,পেমেন্ট টার্ম , সুদের হার নির্ধারিত হয়। এইরকম একটি সংস্থার নাম “ CARE RATINGS” আপনি গ্রোথ বলছিলেন এইবার দেখুন এই ক্রেডিট রেটিং সংস্থা কি বলছে

    “ West Bengal is fast emerging as one of the faster growing state economies of the country. The state has registered healthy growth to the tune of 7.6% in 2012-13, higher than the 6.6% growth of the previous year and the national average growth of 5%. West Bengal has been registering an average growth of over 7.28% since 2004-05, closer to the 8% national growth rate during the same period. Nevertheless, the state’s per capita gross state domestic product (GSDP) continues to be lower than that of the country as a whole. “

    ২০১০ সালে CARE এর পশ্চিম বঙ্গের রেটিং ছিল B+ বর্তমানে A++ অর্থাৎ বাম জমানায় যদি বুদ্ধ বাবুর বাড়ি বন্দক দিয়ে লোণ নিতে হোত তো বর্তমানে দিদির এক পাটি চপ্পল জমা দিলেই লোণ পাওয়া যাবে । ক্রেডিট রেটিং B+ থেকে A++ হাওয়ায় হয়না । এইবার বুঝে নিন ।
  • চপ্পল | 212.142.76.38 | ০৫ এপ্রিল ২০১৬ ২১:২০704385
  • তাও নিল সাদা হাওয়াই !
  • potke | 126.202.142.208 | ০৫ এপ্রিল ২০১৬ ২১:২৬704386
  • যে আসে আসুক, সিপিম না আসুক। যাও সবে নিজ নিজ কাজে।
  • গজেশ্বর গাড়ুই | 117.167.108.171 | ০৫ এপ্রিল ২০১৬ ২১:৪৪704389
  • হ্যাঁ মাইরি। বাদবাকি ব্যাপারগুলো নিয়েও বলে দিলে ঘুমুতে যাই।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ২১:৪৪704388
  • দিদির এক পাটি চপ্পল! এটা যাতা :d

    কিন্তু চপ্পল জমা দেওয়ার কি দরকার? একটা ছবি জমা দিয়ে দিলেই তো হয়! নিদেন এক পাতা ভাষাহীন ভাষা?
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:০০704391
  • "২০১০ সালে CARE এর পশ্চিম বঙ্গের রেটিং ছিল B+ বর্তমানে A++"

    এইটা কোথায় আছে দেখালে সুবিধে হয়। আমি দেখছি ২০০৯ তে রেটিঙ্গ ছিলো BBB+, এখন কোনো রেটিঙ্গ নেই।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:০৮704392
  • "দিদির চপ্পলের রেটিং লাগে না, এক পাটিই যথেষ্ট"

    প্রাচীন নীলসাদা প্রবাদ।
  • PT | 213.110.242.8 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:১৫704393
  • "গ্রোথের ফল অসম বণ্টনের ফলে খুবই সীমিত সংখ্যক লোকের হাতে পৌঁছায় কিন্তু “ আমি খুব ভালো ছিলাম তুমি একেবারে শ্মশান বানিয়ে দিলে ” এই হল্লা বাজী’র......"

    এই হল্লাবাজী কে করেছে এখানে?
    আর শেষ পর্যন্ত এটা যদি মেনেই নেন যে "গ্রোথের ফল অসম বণ্টনের ফলে খুবই সীমিত সংখ্যক লোকের হাতে পৌঁছায়" অর্থাৎ কিনা যে গ্রোথে ৭ কোটি ভিখারীর কোন উপকার নেই তাহলে সেই গ্রোথ নিয়ে এত হল্লাবাজী কিসের?
  • PT | 213.110.242.8 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:২১704394
  • টাকা কোথায় যায় দেখুন আর হল্লাবাজী কমিয়ে মেপে দেখুন যে পব শ্মশান থেকে কত দূরে আছেঃ
    "Now another sting operation by Times Now group leaked a footage where Sabyasachi Dutta exp"
  • | ০৫ এপ্রিল ২০১৬ ২২:২৭704395
  • উফ!
    ও মশাই ওটা sibil নয় cibil. c for credit
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ২২:৪৪704396
  • অ আমি ভাবছিলাম দেবব্রতবাবু বোধহয় গ্রোথ নিয়ে আলোচনা করছেন। উনি যে আসলে ঢ্যাঁড়শ চাষ নিয়ে আলোচনা করছেন বুঝতে পারিনি।

    আরে মশাই বাম আমলে যে গড় আয়বৃদ্ধি বেশি হয়েছিল তা মানতে অসুবিধে কোথায়?

    আর যে তথ্য আপনি দেখাচ্ছেন তা বিশ্বাসযোগ্য নয়। কেন নয় S বলার চেষ্টা করেছেন, না বোঝাগেলে কাটান দেন।
  • sm | 53.251.91.253 | ০৫ এপ্রিল ২০১৬ ২৩:০৭704397
  • এই হল্লাবাজী কে করেছে এখানে?
    ---
    আপনি ছাড়া নিরন্তর আর কে করে চলেছে? তিনো দের সব খারাপ আর আমাদের সব ভালো; এই ই তো আপনার প্রতিপাদ্য ছিল; স্যার ।
  • দেবব্রত | 212.142.76.38 | ০৫ এপ্রিল ২০১৬ ২৩:১৭704399
  • এই এতক্ষণে বার করেছেন " মশাই ওটা sibil নয় cibil. c for ক্রেডিট " কত বড় ভুল বলুন !

    পশ্চিমবঙ্গের গ্রোথ নিয়ে CARE রিপোর্ট এই লিঙ্কে দেখুন http://www.careratings.com/upload/NewsFiles/Studies/State%20Update%20West%20Bengal.pdf

    চাকলাদার বাবু ঃ- তথ্য আমি দেখাচ্ছিনা RBI CARE নারেগা দেখাচ্ছে আজ্ঞে সেইটা কাটান দেন না হয় । এখনো দেখিনি । টেবিল দেওয়া আছে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন