এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৭৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ২৩:২৩704400
  • rbi কোন তথ্য দেয়নি, রাজ্যের দেওয়া তথ্য কম্পাইল করেছে। যাকগে এই এককথা আর বারবার বলে কি হবে। সেটাই S দেখালেন ঐ বাজেট এস্টিমেটের রিভাইসড এস্টিমেটের পরেও আসলে কত ফারাক।
  • দেবব্রত | 212.142.76.38 | ০৫ এপ্রিল ২০১৬ ২৩:২৮704401
  • S ঃ- RBI /CARE/বাজেট / ইকো সেন্সাস / নারেগা সব মিলিয়ে একটা সামারি করে দিন না । পিটি বাবু তাহলে স্টিং করতে পারে উনি সেই আনন্দবাজার এর চায়ের দোকানে এখনো । ওনাকে এইরকম মুহ্যমান দেখিনি অনেকদিন ।

    আর হ্যা রেটিং আপনি ২০১০ WBFC CARE রেটিং এবং বর্তমান MARCH 25, ২০১৫ WBSEDCL রেটিং দেখতে পারেন A2 +
  • দেবব্রত | 212.142.76.38 | ০৫ এপ্রিল ২০১৬ ২৩:৪১704402
  • চাকলাদার বাবু আপনি ঠিক কি বলতে চাচ্ছেন বোঝেন ?" rbi কোন তথ্য দেয়নি, রাজ্যের দেওয়া তথ্য কম্পাইল করেছে।" একে বলে কাকে দিয়েছি রাজার পার্ট - আর গ্রোথ কেয়ার এর লিঙ্ক দিয়েছি পরে নিন পুরোটা । এমন কিছু খটমট নয় যে ফেসবুক 'ভাট ' বিপ্লবী ধরে আনতে হবে । বা " rbi কোন তথ্য দেয়নি," এইরকম ভাট বকতে হবে । পিটি বাবু আনন্দবাজার এ খবর বেরিয়েছে " 'RBI দিদির সেটিং ফাঁস' লিঙ্ক পেয়েছেন ?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৬ এপ্রিল ২০১৬ ০০:০৪704403
  • তথ্যসূত্র ঐ টেবিলেই তো দেওয়া রয়েছে। এ নিয়ে আর কচলে কি হবে? এবার ছাড়ান দেন।
  • S | 202.156.215.1 | ০৬ এপ্রিল ২০১৬ ০০:১৫704404
  • ঐ রেটিঙ্গ গুলোর একটু লিন্ক দিলে একটু বোঝার চেস্টা করতে পারি। নইলে কিছুই বলার নেই।
  • রৌহিন | ০৬ এপ্রিল ২০১৬ ০০:৩৮704405
  • গত তিনদিন ধরে এই টইটা ফলো করে যা বুঝলাম - ছায়ার সাথে যুদ্ধ করে গাত্রে হল ব্যথা। দিদি প্রচুর উন্নয়ন করে ফেলেছে - কারণ গ্রোথ অনেক - কারণ গ্রোথ শুরু হয়েছে জিরোর কাছাকাছি অঞ্চল থেকে (সি জন্যই বলেছিলেন এক বছরেই ১০০ শতাংশ কাজ সারা)। গ্রোথ যা হয়েছে তা সবই ঢপের চপ। তাহলে হাতে থাকল পেনসিল। এখন কথা হচ্ছে, স্পষ্ট করে বোঝা দরকার, দিদির ভাইদের ই আরো পাঁচ বছর সহ্য করা সম্ভব না সম্ভব নয়। যে যেরকম বুঝবেন সেই মত ছাপ দিন। গ্রোথ, ডিগ্রোথ, ক্রেডিট রেটিং - ছাড়ান দেন মশাইরা - জনগণের হাতে হারিকেন ঘাড়ে ফ্লাই ওভার।
  • ছায়া | 174.67.157.86 | ০৬ এপ্রিল ২০১৬ ০২:৫৮704406
  • এই যে আর এক গুরু বিপ্লবি এলেন। ইনি নিজের কোনো লেখাতেই আবার লিন্ক দেন না।
  • dc | 132.178.18.133 | ০৬ এপ্রিল ২০১৬ ০৮:৩৪704407
  • রৌহিনকে ধন্যবাদ।

    ছায়ার সাথে যুদ্ধ করে গাত্রে হল ব্যথা - এই টইটার চমৎকার সামারি ঃ-)
  • | ০৬ এপ্রিল ২০১৬ ০৯:৫৮704408
  • 'এতক্ষণে'মানে???? ঐ একটি মাত্রই মন্তব্য করেছি তো।

    ৫ই অপ্রিল ১ঃ১৭ র মন্তব্যেই খেয়াল করেছিলাম। তো সেটা টাইপো মনে করে কিছু লিখি নি। পরে উপর্যুপরি sibil দেখে ঠিল শব্দটা জানালাম। নচেৎ আপনাদের এই তুই বেড়াল না মুই বেড়াল কাঁইকিচিরে আমার কোনো আগ্রহ নাই।
  • | ০৬ এপ্রিল ২০১৬ ১০:০০704410
  • এপ্রিল
  • 0 | ০৭ এপ্রিল ২০১৬ ১৭:১৭704411
  • RBIএর ডেটা নিয়ে এক্সেলে গ্রাফ বানিয়ে দেখলাম। খুব একটা কিছু এদিক-ওদিক বুঝলাম না। মানে, যেমনিচলছিলতেমনিচলছে গোছের ব্যাপার মনে হলো :-)

  • S | 108.127.180.11 | ০৭ এপ্রিল ২০১৬ ১৭:২৪704412
  • ইন্ডিয়ারটাও বসিয়ে কম্পেয়ার করুন। আর ২০০৯ এখন নতুন বেস ইয়ার না?
  • PM | 116.76.148.77 | ০৭ এপ্রিল ২০১৬ ১৭:৩৭704413
  • পুরন্দর ভাট মশাইয়ের এই ব্লগ টা থাক। বোঝা যাবে অর্থনীতি কিভাবে রিয়েল এস্টেট নির্ভর হয়ে গেছে যা সাসটেনেবল নয় মোটেই ---

    গ্রফ গুলো কপি পেস্ট এ এলো না। মূল পোস্ত রেফার Kঅরুন প্লিজ-

    পশ্চিমবঙ্গের অর্থনীতির প্রসঙ্গে

    Purandar Bhat·Sunday, April 3, 2016
    .

    আজকে ফেসবুকে একজন অক্টোবর মাসে অর্থনীতিবিদ দীপংকর দাশগুপ্তর টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রতিবেদনটির নাম "Figures matter"। প্রতিবেদনটি আমি আগেও পড়েছি, তখন আরো খুঁটিয়ে বিষয়টা চর্চা করব ভেবেছিলাম কিন্তু পরে ভুলে গেছিলাম। যিনি দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্যে। প্রতিবেদনটিতে দীপংকর বাবু কিছু তথ্য উপস্থাপনা করেছেন যার ভিত্তিতে উনি বলতে চাইছেন যে শেষ বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের প্রথম তিন বছরের যদি “গড় মাথাপিছু আয় বৃদ্ধির” তুলনা করা হয় রাজ্যের এবং দেশের তাহলে দেখা যাচ্ছে যে বাম আমলে বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে কম ছিল কিন্তু তৃণমূল আমলে জাতীয় বৃদ্ধির চেয়ে বেশি। সেই প্রতিবেদন থেকে ছবিটি তুলে দিলাম, বাকি অংশ পড়ে দেখতে পারেন কিন্তু সেটা মূল নির্যাস এই ছবির মধ্যেই।

    এমনিতে দীপংকর বাবু পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকজন অর্থনীতিবিদদের মধ্যে পড়েন যারা এখনও তৃণমূলের কাছে মাথা বিকিয়ে দেননি। তিনি যে তথ্য দিয়েছেন তা গুরুত্ব সহকারে বিচার করার দায় থাকে। সমস্ত তথ্যই রিসার্ভ ব্যাংকের হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্স থেকে প্রাপ্ত যা অনলাইন যে কেউ বিনামূল্যে পেয়ে যাবেন। আমিও তাই ওনার পরিসংখ্যানগুলো আরেকটু খুঁটিয়ে দেখলাম।
    প্রথমে যেটা বলা প্রয়োজন যে পর্যালোচিত সময়ের মধ্যে (২০০৪-২০১৪), বাম আমলে (২০০৪-২০১১) রাজ্যের গড় বার্ষিক মাথাপিছু আয় বৃদ্ধি তৃণমূলের আমলের (২০১১-২০১৪) চেয়ে বেশি হয়েছে। বাম আমলে সংখ্যাটা বার্ষিক ৫.৫৫% আর তৃণমূলের আমলে ৫.০৪%। কিন্তু জাতীয় গড় বার্ষিক মাথাপিছু আয় বৃদ্ধি ২০০৪-২০১১-এর ভেতর হয়েছে ৬.৯৯% আর ২০১১-২০১৪ ভেতর ৩.৩%। অর্থাৎ বাম আমলে বৃদ্ধির হার বেশি হলেও জাতীয় বৃদ্ধির হারের কম ছিল আর তৃণমূলের আমলে রাজ্যের বৃদ্ধির হার পড়লেও জাতীয় বৃদ্ধির হার পড়েছে আরো বেশি।
    দ্বিতীয়ত, যে কোনো অর্থনীতিকে তিনটি বৃহৎ সেক্টরে ভাগ করা যায় - কৃষি ও কৃষি সংলগ্ন উত্পাদন, শিল্প, এবং পরিষেবা। এইবার এই সেক্টর অনুযায়ী বার্ষিক গড় বৃদ্ধির হার গুলো দেখে নেওয়া যাক রাজ্য এবং জাতীয় স্তরে।

    যেটা প্রথমেই চোখে পড়বে যে কৃষি ক্ষেত্র বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই তৃণমূল বাম আমলের তুলনায় পিছিয়ে। জাতীয় বৃদ্ধির সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে বাম আমলে বার্ষিক গড় কৃষি বৃদ্ধির হারে জাতীয়র চেয়ে রাজ্য অনেকটাই পিছিয়ে ছিল, তৃণমূলের আমলে রাজ্যে কৃষি বৃদ্ধির হার খানিক বেড়েছে আর জাতীয় কৃষি বৃদ্ধির হার কমেছে ফলে দুটোর মধ্যে তফাৎ কমেছে। আমাদের দেশে কৃষি এবং কৃষি সংলগ্ন উত্পাদন অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। সরকার বিনিয়োগের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নতি করে এই নির্ভরতা কমাতে পারে কিন্তু সেটা লম্বা প্রক্রিয়া। যে সময়সীমা নিয়ে আমরা আলোচনা করছি এখানে তার মধ্যে সেচ ব্যবস্থার উন্নতি কৃষি উত্পাদন বৃদ্ধির কারণ হতে পারে না। এই কৃষি উত্পাদন বৃদ্ধি পুরোটাই আবহাওয়ার বদান্যতায় ঘটেছে, রাজ্য অনুকুল আবহাওয়া পেয়েছে আর দেশের অন্যত্র প্রতিকুল। আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের মূল্যও কৃষিবৃদ্ধির হারের ওপর প্রভাব ফেলে থাকতে পারে কিন্তু সেটাও রাজ্যের এখতিয়ারের বাইরে, আবহাওয়ার বদান্যতার মতই সেটাও ভাগ্যেরই ব্যাপার।
    এরপর আসে শিল্প। এই নিয়ে যত কম বলা চলে ততই ভালো। তৃণমূলের প্রথম তিন বছরে শিল্প বৃদ্ধি হওয়ার বদলে সংকুচিত হয়েছে। বাম আমলে শিল্প বার্ষিক গড় বৃদ্ধির হার জাতীয় স্তরের তুলনায় কম ছিল কিন্তু তৃণমূলের আমলে সেই ফারাক আরো বেড়েছে যদিও গোটা দেশেই শিল্পবৃদ্ধির হার নিম্নগামী।
    এবার আসা যাক পরিষেবা। এই পরিষেবা ক্ষেত্রই আসলে তৃণমূলের আমলে রাজ্যের আয় বৃদ্ধিকে জাতীয় আয়বৃদ্ধির ওপরে নিয়ে যেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। যদিও এই ক্ষেত্রেও বাম আমলে বৃদ্ধির হার তৃণমূলের আমলের চেয়ে বেশি কিন্তু বাম আমলে বৃদ্ধির হার জাতীয় বৃদ্ধির হারের চেয়ে কম ছিল। ২০১১-২০১৪-এর ভেতর পশ্চিমবঙ্গে পরিষেবা বৃদ্ধির হার ০.৫১% কমলেও জাতীয় স্তরে পরিষেবা বৃদ্ধির হার কমেছে আরো বেশি, ৩.৭%। আমাদের রাজ্যের অর্থনীতিতে পরিষেবাই সবচেয়ে বড় ক্ষেত্র তাই পরিষেবার বৃদ্ধির হারের পার্থক্যের ফলেই জাতীয় আয় বৃদ্ধির চেয়ে রাজ্যের আয় বৃদ্ধি বেড়ে গেছে। পরিষেবার কোন ক্ষেত্রর জন্যে এই বৃদ্ধি? পরিষেবার মধ্যে অনেক কিছুই পড়ে যেমন শিক্ষা, স্বাস্থ্য, হোটেল এবং রেস্তোরাঁ, নির্মান, রিয়াল এস্টেট, ব্যাংক এবং বিমা ইত্যাদি। এই গুলোর মধ্যে কোনটার বৃদ্ধির গতি তৃণমূলের আমলে সব চেয়ে বেশি? উত্তর হলো রিয়াল এস্টেট। রিয়াল এস্টেটের গড় বার্ষিক বৃদ্ধির হার তৃণমূল জমানায় বেড়ে দাঁড়িয়েছে ১০.১% যেখানে বাম আমলে তা ছিল ৬.৭%।
    রিয়াল এস্টেট যে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটা পরিসংখ্যানের মাধ্যমে পরিষ্কার হবে। ২০০৫ থেকে ২০১১-এর ভেতর রাজ্যে শিল্প উত্পাদন বেড়েছিল ৮,৮৩৫ কোটি টাকা আর রিয়াল এস্টেট পরিষেবায় উত্পাদন বাড়ে ৬,৪৫৮ কোটি টাকা। তৃণমূল সরকারের আমলে অর্থাৎ ২০১১ থেকে ২০১৫ এর মধ্যে শিল্প উত্পাদন বেড়েছে মাত্র ৯৫৫ কোটি টাকা কিন্তু রিয়াল এস্টেট পরিষেবায় উত্পাদন বেড়েছে ৯,৪০৫ কোটি টাকা! অর্থাৎ তৃণমূলের আমলে রিয়াল এস্টেটে উত্পাদন বেড়েছে শিল্পের তুলনায় ১০ গুন!!
    রিয়াল এস্টেটের এই বৃদ্ধি কিন্তু তৃণমূলের আমলের বদলে যেতে থাকা অর্থনৈতিক বিন্যাসের চিত্র তুলে ধরছে। শিল্প নেই, চাকরি নেই রয়েছে শুধু চতুরদিকে গজিয়ে উঠতে থাকা বহুতল ফ্ল্যাট বাড়ি। বাম আমলেও ছিল কিন্তু ইদানিং তা বেড়ে গেছে অনেকটাই। এগুলো কাদের জন্যে? কারা কিনছে এসব? বেশিরভাগই সব অত্যন্ত বড়লোকদের জন্যে তৈরী হচ্ছে। অনেকেই প্রবাসী ভারতীয়। ধনী লোকজন শহরে একাধিক ফ্ল্যাট কিনে রাখছে যার একেকটার দামই প্রায় কোটি টাকার বেশি। এইরকম অর্থনৈতিক বিকাশ "মা-মাটি-মানুষ"-এর স্লোগানের সাথে খাপ খায় কি?

    https://www.facebook.com/notes/purandar-bhat/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87/461055244093720
  • ভাটের পোস্ট | 212.142.125.164 | ০৭ এপ্রিল ২০১৬ ১৭:৫৩704414
  • এই ভাটের পোস্ট মানে পূর্ণ বাবুর - ইতিমধ্যে এই টই এ দুবার পোস্টানো হয়েছে - এই অবস্থা? RBI টেবিল কেউ পড়েনা নাকি ? সেইগুলি পড়ে এলে এত কষ্ট করে একই ফেবু বিপ্লবী কে বার বার পোষ্টাতে হয় না !
  • দেবব্রত | 212.142.125.164 | ০৭ এপ্রিল ২০১৬ ১৭:৫৮704415
  • West Bengal is fast emerging as one of the faster growing state economies of the country. The state has registered healthy growth to the tune of 7.6% in 2012-13, higher than the 6.6% growth of the previous year and the national average growth of 5%. West Bengal has been registering an average growth of over 7.28% since 2004-05, closer to the 8% national growth rate during the same period. Nevertheless, the state’s per capita gross state domestic product (GSDP) continues to be lower than that of the country as a whole. West Bengal’s per capita income (current prices) was seen to be Rs. 69,424 in FY13, lower than the Rs.82,339 of the country.

    এইটা CARE বলছে ঃ- লিঙ্ক http://www.careratings.com/upload/NewsFiles/Studies/State%20Update%20W
    est%20Bengal.pdf
  • PM | 116.76.148.77 | ০৭ এপ্রিল ২০১৬ ১৮:০১704417
  • আগে পোস্ত হয়ে থাকলে দুঃখিত। বছর শেষ আর শুরুর ঝক্কি চলায় সব পোস্ত ফলো করতে পারছি না ঃ( ইচ্ছাকৃত নয়
  • sm | 53.251.91.253 | ০৭ এপ্রিল ২০১৬ ১৮:০৪704418
  • একেবারেই অসত্য ও মনের মাধুরী মেশানো।কৃষি তে উত্পাদন বৃদ্ধি কেন; না, আবহওয়া পব তে অনুকুল আর দেশ জুড়ে প্রতিকুল। চমত্কার!
    রিয়েল এস্টেট এত বৃদ্ধি; কারণ নাকি এন আর আই ক্রেতা। কত পার্সেন্ট ক্রেতা এন আর আই , সেটা কিন্তু বলব না।
    যেন মেসির বাঁ পায়ে বল পড়েচে !
  • S | 108.127.180.11 | ০৭ এপ্রিল ২০১৬ ১৮:২৩704419
  • PM এখানে আগেই এর মধ্যে অনেক গুলো পয়েন্ট নিয়ে আলোচোনা হয়েছে।

    এই লেখার পরিপ্রেক্ষিতে শুধু তিনটে কথা (ধরে নিচ্ছি যে উনার দেওয়া তথ্যগুলো সব ঠিক আছে এবং উনি সব ইনফ্লেশন অ্যাডজাস্টেড নাম্বার দিয়েছেন)ঃ
    ১) যেহেতু সময়টা লম্বা (বামেদের ৭ বছর আর তিনোর ৩ বছর) তাই কৃষির ক্ষেত্রে যে পার্থক্য সেটা পুরোটাই আবোহাওয়ার জন্যে বলে দিলে সেটা ভাবতে/মানতে একটু অসুবিধে হবে যদি না কিছু সাপোর্টিঙ্গ ডেটা থাকে। এই একটা ওয়েবসাইট দেখলাম যেখানে বছর বাছর রেইনফল রয়েছে পবের।

    http://knoema.com/icrqbyg/monthly-rainfall-data-district-wise-for-2004-2013?state=1000350-west-bengal

    ২) আন্তর্জাতিক বাজারে কৃষি পন্যের দাম বাড়লেই সেটা কৃষির বৃদ্ধির হার বাড়াবে না। এক যদি না ধরে নিই যে কৃষকরা বেশি দাম পাবে বলে বেশি করে উৎপাদন করছেন। আরেকটা রিপোর্ট পেলাম, ফিগার ১ দ্রষ্টব্যঃ

    http://www.worldbank.org/content/dam/Worldbank/document/Poverty%20documents/FPW_May%202014_final.pdf

    ৩) "তৃণমূলের আমলে রিয়াল এস্টেটে উত্পাদন বেড়েছে শিল্পের তুলনায় ১০ গুন!!" এইটা খুব অবাক লাগে। কারণ রিয়েল এস্টেটের সাথে অনেক্গুলো আনুষঙ্গিক ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে - সিমেন্ট, ইঁট, লোহা; তাছাড়াও কাঠ, ইলেকট্রিসিটি, পাথরের জিনিস ইত্যাদি। এছাড়াও ট্রাক লাগে মাল বাহন করতে আর বিভিন্ন কনস্ট্রাকশন ভেহিকেল ও ইকুইপমেন্টেরও দরকার হয় (এর মধ্যে কোনোগুলো ইম্পোর্ট হয় কিনা জানিনা অবশ্যি)। এগুলো সবই যায় ম্যানুফ্যাকচারিঙ্গে। তাহলে কি এগুলো সব বা বেশিরভাগই বাইরের রাজ্য থেকে আমদানি হচ্ছে? নইলে ম্যানুফ্যাকচারিঙ্গে তো ভালো গ্রোথ হওয়ার কথা।

    তবে এই মুহুর্তে হাউসিঙ্গে গ্রোথ ব্যাপারটা খুব খারাপ নয়। কারণ এখনো অনেক লোকের মাথায় ঠিকঠাক ছাদ নেই। তাছাড়া পপুলেশন বাড়ছে। প্রবলেম অন্যত্র। শুধুমাত্র প্রবাসীদের উপরে নির্ভর করে রিয়েল এস্টেট বেশিদিন চলেনা। আজকাল যা দাম তাতে রাজ্যে ওয়েল পেয়িঙ্গ জব না থাকলে ভবিষ্যতে মুশকিল আছে। আর লোকে যদি একাধিক বাড়ি কেনে ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে তাহলে দাম পড়বে একসময়। পপুলেশান বাড়ছে বলে হয়তো সেইটা ইমিডিয়েটলি নাও হতে পারে।
  • dc | 132.174.185.95 | ০৭ এপ্রিল ২০১৬ ১৯:০০704421
  • S, কিন্তু পশ্চিম বঙ্গর জন্য যেটা সবথেকে অ্যালার্মিং, সেটা হলো রেজিস্টার্ড সেক্টর শ্রিংক করছে। বুঝতেই পারছেন, তার মানে বড়ো ইনভেস্টমেন্টও আসছে না, আর লেবার এক্সপ্লয়টেশনও বাড়ছে। নিশ্চয়ই জানেন, ভারতে কৃষির পরেই সবথেকে বেশী আনর্গানাইজড লেবার কাজ করেন রিয়েল এস্টেটে। ইন ফ্যাক্ট আরবিআইর ডেটা কিন্তু আমরা পবর জেনারাল হাল সম্বন্ধে যা শুনতে পাই তার সাথে ভালোই মিলে যাচ্ছে। অর্গানাইজড সেক্টর শ্রিংক করছে, রিয়েল এস্টেট (পড়ুন সিন্ডিকেটবাজি) হুহু করে বাড়ছে, তেলেভাজা শিল্প টাইপের শিল্প ছাড়া অন্য সেক্টরে জব অপরচুনিটি কমছে।
  • sm | 53.251.91.253 | ০৭ এপ্রিল ২০১৬ ২১:০৮704422
  • পব তে আই টি , এজুকেশন,হেলথ; এগুলোতে বড় ইনভেস্টমেন্ট দরকার। বড় ভারী শিল্প এই মুহুর্তে, পব তে হওয়া মুশকিল।ইনভেস্টর দের জায়গা পছন্দ হবেনা; আর বর্তমানে সারা পৃথিবীতেই মন্দা চলছে।পুঁজির সাপ্লাই কম।কিছু ধোঁকা বাজ শিল্পপতি অবিশ্যি বড় দাঁও মারতে বিভিন্ন গালভরা প্রতিশ্রুতি নিয়ে আসবে।সুতরাং এদের কথায় কান দিলে চলবে না।
  • kc | 198.71.226.215 | ০৭ এপ্রিল ২০১৬ ২২:০৮704423
  • "লাও তো বটে, কিন্তু আনে কে?"







    ইমপেক্স কনসালটেন্সি?
  • 0 | ০৭ এপ্রিল ২০১৬ ২২:২৭704424
  • এইযে স্টেট আর ন্যাশনাল ফিগারের তুলনা। S দিতে বলেছিলেন।

  • S | 108.127.180.11 | ০৭ এপ্রিল ২০১৬ ২২:৩৭704425
  • থ্যান্কু ০। ঐযে লাস্ট দুটো বছরে লাল লাইনটা ব্লু লাইনের এক্টু কাছাকাছি এসেছে - সেই নিয়েই যত গল্প।
  • দেবব্রত | 212.142.76.132 | ০৭ এপ্রিল ২০১৬ ২৩:০৪704426
  • O একটা কৃষি কি নামানো যাবে ভারত v/S পশ্চিম বঙ্গ RBI ডেটা বেসে ? এই গ্রাফ অসাধারণ হয়েছে । আপনার গ্রাফ CARE এর রিপোর্ট এর সাথে মিলে যাচ্ছে ' Nevertheless, the state’s per capita gross state domestic product (GSDP) continues to be lower than that of the country as a whole. West Bengal’s per capita income (current prices) was seen to be Rs. 69,424 in FY13, lower than the Rs.82,339 of the country."
  • S | 202.156.215.1 | ০৮ এপ্রিল ২০১৬ ০১:২৬704427
  • এইতো সব হিসাব করা রয়েছে এখানে
    http://www.business-standard.com/article/current-affairs/wb-s-economic-growth-of-7-6-under-tmc-not-as-rosy-as-projected-113052200880_1.html

    GSDP growth rate in 2012-13 was at 7.60% compared to the national average of 4.96%.

    West Bengal’s GSDP growth is much less than the peak growth in the last five years, which came in 2010-11, when GSDP grew at 9.22%.

    In the year 2011-12, West Bengal saw a 14.88% growth in per capita income over the last year, which was higher than the all India average of 13.64%.

    However, in the year 2010-12, the growth in West Bengal’s per capita income was less than that in 2010-11 ( 16.31%) and 2009-10 ( 15.66%).

    The data from Planning Commission also suggests that the growth of industry (as a percentage of GSDP) fell from 6.90% in 2010-11 to 3.71% in 2011-12.

    In its presentation to the Planning Commission for the Annual Plan of 2013-14, West Bengal has stated that the industry grew by 6.24%, which is an improvement of 2.53 percentage points over the previous year.

    In agriculture and allied services, West Bengal registered a growth of 2.56% in 2012-13, against a national average of 1.79%, according to the presentation. However, in 2011-12, the growth in the sector was 3.53%. In 2010-11, there was a decline in agriculture and allied services growth rate by 0.75%, after a spurt of 6.93% in 2009-10.

    In the manufacturing sector too, the highest growth for West Bengal came in the year 2009-10 at 11.83%, followed by 8.86% in 2010-11. In 2011-12, the first year of Trinamool government in power, the growth in the sector fell to 2.18%.

    In the services sector, which accounts for nearly 60% of the state’s GSDP, West Bengal’s growth has been consistent. In 2012-13, it grew by 9.48%, against 8.37% in 2011-12, 9.97% in 2010-11 and 7.86% in 2009-10.
  • দেবব্রত | 212.142.91.4 | ০৮ এপ্রিল ২০১৬ ০৮:৫৯704428
  • শিল্প , কৃষি , সার্ভিস সেক্টর বাই সেক্টর RBI টেবিল উল্লেখ করে আমরা ইতিমধ্যে দু তিন বার দিয়েছি এই টইয়ে বলে মনে পড়ছে , সাথে নারেগা রিপোর্ট ।

    Per Capita NSDP at 2004-05 prices (Rs.) as on 01.08.2014 অল India ৩৮৮৫৬ পশ্চিমবং 33889
    Growth in Per Capita NSDP as on 01.08.2014ইন্ডিয়া 2.১২ পশ্চিমবং 5.36
    Growth rate in GSDP-Total as on 01.08.2014 ইন্ডিয়া 4.7 পশ্চিম বং 6.72
    Growth rate in GSDP-Agricultur as on 01.08.2014ইন্ডিয়া 4.7 পশ্চিমবং 3.26
    Growth rate in GSDP-Industry as on 01.08.2014 ইন্ডিয়া 0.4 পশ্চিমবং 4.38
    Growth rate in GSDP-সার্ভিসেস as on 01.08.2014ইন্ডিয়া 6.8পশ্চিম বং 8.৩

    এইটা নীতি আয়োগ ডেটা " Major Socio-economic Indicators of West Bengal and All India from 2011 to 01.08.2014" এই হেডিং এ পাবেন । তার সাথে প্রায় সমস্ত Socio-economic Indicators
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন