এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৭৮৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেবব্রত | 212.142.76.238 | ০৯ এপ্রিল ২০১৬ ১৯:৩১704433
  • দারুন তাহলে মূলত ২০০৬- ২০০৭ নেগেটিভ গ্রোথ এবং তার পর অল্প গ্রোথ কিন্তু পশ্চিমবঙ্গের গ্রোথ ভারতের তুলনায় বরাবর বেশি
  • PT | 213.110.242.20 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৫৬704434
  • সেতো বহু পুরনো গপ্প.... সেই ৮০-র দশকে চাল উৎপাদনে এক নম্বরে আসা দিয়ে শুরু....... সে সময়ের মুখ্যমন্ত্রী অবিশ্যি নাকি পব-র জন্যে কিসুই করেননি এমনটাই শুনছি পন্ডিতদের মুখে গত এক দশকের বেশী সময় ধরে!!
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৫704435
  • যেহেতু তথ্যের কোয়ালিটি নিয়ে কথা হয়েছে তাই এখানেও থাক। চাষীর আত্মহত্যার ক্ষেত্রে পবর ডেটা ফাজিং এর অভিযোগ, http://www.rediff.com/news/column/p-sainath-how-states-fudge-the-data-
    on-farmer-suicides/20140801.htm

    This great 'fall' also perpetuates a growing trend of states with otherwise high farm suicide numbers declaring 'zero' or near zero suicides year after year. Chhattisgarh has done this three years in a row now since 2011: It has announced 0, 4 and 0 farmer suicides. West Bengal also records zero in both 2012 and 2013.

    What if we take a three-year average for these states before they started their zero-sum games? For Chhattisgarh that average was 1,567. For West Bengal 951. That's a total of 2,518. Add that to the 2013 total and it goes up 14,262. That's even higher than the 2012 figure (when too, the same fudging was on).
  • pi | 24.139.209.3 | ১০ এপ্রিল ২০১৬ ০১:৪৯704436
  • চাকলাদার বাবুর ভাটের ছড়ানোটাও তাইলে এখানে তোলা থাক ? নাকি সেটাও একরকমের ফাজিং ?

    উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, এন সি আর বি তে পব গত দু বছর কোন ডাটা পাঠায়নি। এদিকে এন সি আর বি খুললেই পব র গুচ্ছ গুচ্ছ কেস। তো ওঁর স্টেটমেন্টের সোর্স কী চেপে ধরতে উনি উপরের পোস্টটি দিয়েছেন ঃ)
  • S | 108.127.180.11 | ১০ এপ্রিল ২০১৬ ০১:৫৪704437
  • যেহেতু একটা দেশ বা রাজ্যের (বিশেষতঃ বড় এবং বেশি পপুলেশান হলে) জিডিপির সঠিক হিসাব কখনই করা যায়্না, তাই সার্ভে করা হয়। সেই সার্ভের ভিত্তিতেই গ্রোথ ইত্যাদি হিসাব করা হয়। আর আছে ইকো সেন্সাস - কিন্তু সেখানে টাকাপয়সার হিসাব হয়্না। এখন অনেক ক্ষেত্রেই যারা সার্ভে করে তাদের উপরে চাপ থাকতেই পারে। চীনের গ্রোথের একটা বড় অংশ এইভাবে এসেছে। আসল গ্রোথ রেট কত কেউ জানেনা। প্রচুর ম্যানিপুলেশন করা হয়েছে বলে খবর। ইন্ডিয়াতেও হয় - হয়তো কম। কিন্তু কিছু চেক্স অ্যান্ড ব্যালেন্স থাকে। অনেক অন্য এজেন্সিও করে। তাই খুব বড় ফারাক থাকলে চোখে পড়বে। মানে ওয়ার্ল্ড ব্যান্ক প্রজেক্ট করলো ৪%, ইন্ডিয়া দেখালো ৮% - আর ওয়ার্ল্ড ব্যান্ক আপত্তি জানালো। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার ডেটার উপরে কোস্চেন করা হবে। এখনো ইন্ডিয়ার ক্ষেত্রে "তেমন মারাত্মক ভাবে" অভিযোগ আসেনি। তাছাড়া পব সরকারের হাতে মনে হয় ইকোনমিক গ্রোথ মাপার যন্ত্র নেই। যেটা আছে সেটা হলো বাজেট। সেখানে কারচুপি করতেই পারে। কিন্তু এখন মনে হয় সেন্ট্রাল থেকে বেশ চাপ দেওয়া হয় - ফলে ট্রান্সপারেন্সি বেড়েছে বলেই তো মনে হলো বাজেট স্পিচ পড়ে।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ১০ এপ্রিল ২০১৬ ০২:৫৩704438
  • না না অবশ্যই রাখুন, ব্যক্তি আমার বক্তব্য আর সরকারের বক্তব্য এক নজরে দেখবেন বৈকি। দুঃখ একটাই আপনি আমায় অত পাত্তা দিলেও ncrb দেয়না।
  • data | 203.55.36.42 | ১০ এপ্রিল ২০১৬ ০৩:০২704439
  • http://www.asfi.in/webpage.php?p_type=1&parent=71&catid=75
    ২০১৩র গপ্পো
    With 7.5 per cent share of the country's women population, West Bengal accounted for nearly 9.64 per cent of total crime against women by reporting 29,826 cases. The crime rate
  • S | 108.127.180.11 | ১০ এপ্রিল ২০১৬ ০৩:০৫704440
  • একটা অনুরোধ করছি। প্লিজ এই আলোচোনাটা অন্য যায়্গায় নিয়ে যান। অনুরোধ।
  • দেবব্রত | 212.142.76.238 | ১০ এপ্রিল ২০১৬ ০৯:০৬704441
  • ধন্য বটে গুরুর লোক জন ভোর 2টো , তিনটে তে সব পোস্ট করছেন । পেঁচাই বটে - কিন্তু সেই ১৮৮ টি কমেন্ট অবশেষে - গুচ্ছের লিঙ্ক , RBI টেবিল ,ইকো সেন্সাস , CARE , নীতি আয়োগ , নারেগা , গ্রাফ ( এইটা সত্যই খুব পরিশ্রমী কাজ , খুব ভালো নেমেছে ) এমনকি খবরের কাগজ ইত্যাদি অবশেষে এখনো " দিদি শ্মশান বানিয়ে ফেললো গো রাজ্যটাকে " এই দাবী তথ্য সম্মত ভাবে টেকানো যাচ্ছেনা । বরং উল্টো প্রমাণিত হয়ে যাচ্ছে । কি মুশকিল ।
  • PT | 213.110.242.4 | ১০ এপ্রিল ২০১৬ ০৯:২৭704443
  • " দিদি শ্মশান বানিয়ে ফেললো গো রাজ্যটাকে "
    এটা কে লিখেছে? নাকি খামোকা আমড়াগাছী করে নিজের খুশীমত অন্যের মুখে কথা বসিয়ে ভোটের আগে আগে তিনোদের হয়ে পোচার সেরে ফেলছেন?
  • দেবব্রত | 212.142.76.238 | ১০ এপ্রিল ২০১৬ ১০:১০704444
  • এ বাবা আপনি দেখছি কিছুই জানেন না , মুগ্ধ করার মত সরলতা ! এইটাই তো দাবী , আর এই দাবী নিয়েই তো ভোট । এই যে আমাদের গলা জড়াজড়ি জোট তোমাদের রামরাজত্বে ফিরিয়ে দেবে। সেই আমাদের রামরাজত্ব যেখানে উন্নতি হাওয়ায় হয় । সাচার এসে সজোরে তিন থাপ্পড় মারে । নারেগা তে লাস্ট বেঞ্চার । চা বাগানে নেওটিয়া । ঋণ ৪২% ( SGDP) । আরও কি কি সব যেন ওপরে দেখলাম ।

    তিনোদের হয়ে পোচার ? সেতো দেখলাম আপনি করছেন । কাউকে পড়া ধরলে যদি সে মাথা চুলকায় আর ১৯০ টি পোস্টের অবশেষে বলে অ্যাঁয় ওইটা করা হয়নি । ৩৪ বছরের এতো কম সময়ে এই সব করা যায় ? ছাত্রীর মার্কসিট দেখালে বলে বৃষ্টি পচুর হয়েসিলো তাতে কৃষি তে বৃদ্ধি ( কোশ্চেন কমন আর কি ) তাহলে তো অটোম্যাটিক অন্য ছাত্রী মেধাবী প্রমাণ হয়ে যায় , আর চিল্লানো অনর্থক বলে প্রমাণিত হয় । প্রচার তো আপনি মানে নিজেদের ৪০% টেনেটুনে পাস মার্কসিট দিয়ে নিজেরাই করছেন ।

    বিগত চারদিন ধরে তো মার্কসিট চাইছি বুঝি একটু পাশা পাশি ফেলে যে কে ভালো ছাত্র । তা দেখছি এ ব্যাবা এতো ছ্যাড়াবেরা রেসাল্ট । অন্য রেসাল্ট থাকলে দিন জলদি । নইলে এই ভোটের বাজারে কে খারাপ ছাত্র অটোম্যাটিক প্রচার হয়ে যাবে আর তার দায় সম্পূর্ণ আপনার মানে ওই গলা জড়াজড়ি জোট । ৪০% এ টেনেটুনে পাশ কে মেধাবী ছাত্র বলি কি উপায়ে ? আমার নিজের ছেলের এই ছ্যাড়াবেরা রেসাল্ট হলে চুপচাপ থাকতাম সেটাই বুদ্ধিমানের কাজ ।

    অর্থনৈতিক অবস্থান নিয়ে ঢোঁক গিলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ । আশাকরি এত সব লিঙ্ক পড়ে ইতিমধ্যে সেইটুকু বুঝেছেন ।
  • S | 108.127.180.11 | ১০ এপ্রিল ২০১৬ ১১:০৮704445
  • 0 বাবু অনেকটা কাজ করে দিয়েছেন। এইবারে আমিও একটু কাজ করি। আমার সোর্স হলোঃ
    http://statisticstimes.com/economy/gdp-capita-of-indian-states.php

    কনস্টান্ট প্রাইসে পার-ক্যাপিটা-NSDPঃ

    ২০০৪-০৫ঃ ২২,৬৪৯
    ২০০৫-০৬ঃ ২৩,৮০৮
    ২০০৬-০৭ঃ ২৫,৪০০
    ২০০৭-০৮ঃ ২৭,০৯৪
    ২০০৮-০৯ঃ ২৭,৯১৪
    ২০০৯-১০ঃ ২৯,৭৯৯
    ২০১০-১১ঃ ৩১,৩১৪
    ২০১১-১২ঃ ৩২,১৬৪
    ২০১২-১৩ঃ ৩৪,১৭৭
    ২০১৩-১৪ঃ ৩৬,২৯৩
    ২০১৪-১৫ঃ ৩৮,৬২৪

    y-o-y গ্রোথ রেটঃ
    ২০০৫-০৬ঃ ৫.১%
    ২০০৬-০৭ঃ ৬.৭%
    ২০০৭-০৮ঃ ৬.৭%
    ২০০৮-০৯ঃ ৩.০%
    ২০০৯-১০ঃ ৬.৮%
    ২০১০-১১ঃ ৫.১%
    ২০১১-১২ঃ ২.৭%
    ২০১২-১৩ঃ ৬.৩%
    ২০১৩-১৪ঃ ৬.২%
    ২০১৪-১৫ঃ ৬.৪%

    বাম আমলে (২০০৫-০৬ থেকে ২০১০-১১) গড় ৫.৬%
    তিনো আমলে (২০১১-১২ থেকে ২০১৪-১৫) গড় ৫.৪%
    CAGR নিলেও ঐ একই অন্ক আসছে।

    বাকিটা স্ট্যাটিস্টিক্সের খেলা।
  • করণ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ১০ এপ্রিল ২০১৬ ১১:৫৪704447
  • প্রসঙ্গত স্মর্তব্য কেজরিওয়ালের নির্বাচনী এজেন্ডা।
  • PT | 213.110.242.21 | ১০ এপ্রিল ২০১৬ ১১:৫৫704448
  • ঐযে আগেই বললামঃ এত সংখ্যাতত্বের পরে শুধু interpretation-এর খেলা-যার যার পূর্ব নির্ধারিত রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে। সেইজন্যেই অতি প্রত্যাশিত পথেই আপনি, সংহতি আর অভিরূপ সরকার একদিকে। এ নিয়ে আর বেশী পান্ডিত্য ফলিয়ে কি হবে?

    তবে O-র দেওয়া গ্রাফ থেকে একটা কথাই পরিষ্কার। যে পথে বাম সরকার "উন্নতি"-র রাস্তা নির্ধারণ করে দিয়ে গিয়েছিল, তিনো তার চাইতে অন্য কিছু করতে পারেনি। অন্য কোন পথের চিন্তা তো দূরস্থান। শুধু অত্যন্ত ধুর্তামির সঙ্গে অন্যের কাজ-কম্মকে নিজের বলে চালাচ্ছে। [@Oঃ ১৯৭০ থেকে ১৯৯৮-এর গ্রাফ পাওয়া যেতে পারে?]

    যেমন খাদ্য-সুরক্ষা আইনকে খাদ্যসাথী জাতীয় নাম দিয়ে লোকের পকেট থেকে ২ টাকা আর কেন্দ্রের ভর্তুকি ২৮ টাকা জুড়ে "আমি দিচ্ছি" বলে আসলে কিস্যু না দিয়েই দাতা-কর্ণ সেজেছে। বামেদের আমলের শুরু হওয়া, তৈরি হওয়া ব্রীজ ইত্যাদিতে নীল-সাদা রং দিয়ে নিজের কীর্তি বলে প্রচার করছে। শিক্ষাব্যব্স্থার কি অবস্থা সেটা চোখের সামনে জ্বলজ্বল করছে আর আইনের শাসন বস্তুটি সিম্প্লি উবে গিয়েছে পব থেকে। শিল্প-টিল্প তো বাদই দিলাম।

    অন্যদিকে "সাচার এসে সজোরে তিন থাপ্পড় মারে" জাতীয় বাক্য আপনার বাম-বিরোধী অব্স্থানকেই আরো প্রকট করে। সাচারে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টাও একধরণের ধা-বুজি অবস্থান। কেননা আপনি খুব সংখ্যাতত্বের চর্চা করলেও ২০১৬-র "Muslims in West Bengal more deprived, disproportionately poorer: Amartya Sen" আলোচনার সংখ্যাতত্বকে ইচ্ছাকৃত ভাবেই এড়িয়ে যান।

    সাধারণ মানুষ একটা রাজ্যের সরকারের তত্বাবধানে একটা সামাজিক ব্যবস্থার মধ্যে দিনযাপন করে। তারা সংখ্যা চিবিয়ে বাঁচে না। আর মানুষ সত্যি যদি খুব সুখে থাকত তাহলে ৪ বছরের মাথায় বিধাননগরে ভোটারদের ক্যামেরার সামনে রাস্তায় ফেলে পিটিয়ে ঠান্ডা করতে হত না।
  • dc | 132.164.53.15 | ১০ এপ্রিল ২০১৬ ১২:০৭704449
  • চাকলাদারবাবুর লিংকে রোজ ভ্যালির উল্লেখ না দেখে অবাক হলাম। ওটা কিন্তু সারদার চাইতেও বড়ো। এটা দেখতে পারেনঃ

    http://www.ndtv.com/india-news/rose-valley-scam-four-times-bigger-than-saradha-cbi-probe-1217171

    তবে এই লিংকে রোজ ভ্যালির আসল মাথার নাম নেইকো :p
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ১০ এপ্রিল ২০১৬ ১২:১৮704450
  • ওটা এক্সহস্টিভ নয়। সারদার তদন্ত আটকাতে সরকারি পয়সার নয়ছয় ও চোখে পড়ার মত। আরেকটা বড় নয়ছয় হল সেন কমিশন।
  • দেবব্রত | 212.142.76.238 | ১০ এপ্রিল ২০১৬ ১৭:১৯704451
  • " যে পথে বাম সরকার "উন্নতি"-র রাস্তা নির্ধারণ করে দিয়ে গিয়েছিল, তিনো তার চাইতে অন্য কিছু করতে পারেনি। " এই শব্দবন্ধনের দুটি অর্থ হয়

    1। তিনো বামেদের দেখানো উন্নতির রাস্তা অনুসরণ করছে - তাহলে তো ঝামেলাই মিটে গেলো সঠিক উত্তরাধিকার বহন করে চলেছেন তাহলে আর চেঁচামেচিতে কি কাজ - সঠিক উত্তরাধিকার ।

    2। তিনো তার চাইতে অন্য কিছু করতে পারেনি - আপনি কি সমাজতান্ত্রিক বিপ্লব আশা করেছিলেন নাকি ?

    তাহলে কি দাঁড়ালো তিনো'ও যা বাম সরকারও তাই ( অন্তত অর্থনীতির ক্ষেত্রে ) সুতরাং বাম যদি উন্নতি বলে কিছু করে থাকে সে তিনো রাও করছে - তাহলে চ্যাঁচামেচি কিসের ।

    সাচার কমিটির থাপ্পড় নিয়ে মন খারাপ করবেন না ওই যে বললেন " যে পথে বাম সরকার "উন্নতি"-র রাস্তা নির্ধারণ করে দিয়ে গিয়েছিল," তিনো ও তাই করছে - অমর্ত্যয় সেন এবং তার পূর্বে ২০১৪ সালে একটি রিপোর্ট বেরিয়েছিল তাতে আপনার মতের পূর্ণ সমর্থন । আমারও সমর্থন । মুসলমান উভয়েরই ভোট ব্যাঙ্ক মাত্র ।

    বাকি পয়েন্ট এলেবেলে - পাস দিয়ে দিলাম !
  • PT | 213.110.242.5 | ১০ এপ্রিল ২০১৬ ১৮:৪২704452
  • আরো একটা পয়েং মিস করেছেন।
    ৩। তিনোদের অন্য কিছু করার মত চিন্তা-ভাবনা করার ক্ষমতাই নেই।
    (নীল-সাদা রং লাগানোর চাইতে আরেকটু জটিল ব্যাপার একটা ব্রিজের অংশে ঢালাইটাও ঠিক মত করতে পারে না)
    তবে একটা ব্যাপার তাদের একান্ত ভাবেই নিজস্বঃ ক্যামেরা সামনে পয়সা নেওয়া।
    কাজেই আপনার জোর করে বসানো কথার আমড়াগাছী "বাম যদি উন্নতি বলে কিছু করে থাকে সে তিনো রাও করছে"-ধোপে টেকেনা।

    আর আপনারো দেখছি আপনার নেত্রীর মতই নম্বর দিয়ে পাস-ফেল করানোর রোগে ধরেছে। তবে আপনার তিনোপ্রীতি আরো একবার ধরা পড়েছে আপনার ইচ্ছাকৃত ভাবে অমর্ত্য সেনের রিপোর্টি এড়িয়ে যাওয়াতে। আমি বলার পরে সেটা নিয়ে তাত্বিকতা করা অর্থহীন।

    অ) শিক্ষাব্যব্স্থার কি অবস্থা সেটা চোখের সামনে জ্বলজ্বল করছে
    আ) আইনের শাসন বস্তুটি সিম্প্লি উবে গিয়েছে পব থেকে
    ই) শিল্প-টিল্প তো বাদই দিলাম।
    ঈ) ৪ বছরের মাথায় বিধাননগরে ভোটারদের ক্যামেরার সামনে রাস্তায় ফেলে পিটিয়ে ঠান্ডা করতে হত না।

    এই সব বিষয়গুলি নাকি এলেবেলে? এগুলো সামলাতে না পারলে পব-র শ্মশান যাত্রা কেউ ঠেকাতে পারবে না। তিনোব্যথী ধা-বুজিরা কি মনে করছে যে এইসব বাদ দিয়ে মানুষ শুধু সংখ্যা চিবিয়ে বেঁচে থাকবে?
  • pi | 120.227.67.58 | ১৫ এপ্রিল ২০১৬ ১২:১০704456
  • এই প্রশ্নগুলো দিয়ে কাল সকালেই পুরন্দর গ্রুপে পোস্ট দিয়েছিল, আরো সকলকে করতে বলেছিল। তখনই মনে হয়েছিল, এর উত্তর আসবে না।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ১৫ এপ্রিল ২০১৬ ১২:৩৫704457
  • পুরন্দরের ন্যাকামো দেখে আমি অবাক হয়ে যাই। আরবিআই এর রিপোর্ট পড়তে পারেনা, পাকামির শেষ নাই। ওসব বাজে প্রশ্ন এখানে ফেললেই উত্তর পেয়ে যেত।

    সিবিআই তদন্তে দোষীদের শাস্তি দিলে কেস শেষ হয়ে যাবে, তখন আর কথায় কথায় নন্দীগ্রাম দেখানো যাবেনা। নির্ঘাত উনি গুরু পড়েনা।
  • dc | 132.174.189.22 | ১৫ এপ্রিল ২০১৬ ১২:৩৭704458
  • লেখাটা চরম :d
  • টাঁড়বারো | 125.112.74.130 | ১৫ এপ্রিল ২০১৬ ১৩:০৫704459
  • উনি তো উত্তর দিতে আসেননি, হাওয়া বুঝতে এসেছিলেন। এবং সম্ভবতঃ লোকজনকে আইডেন্টিফাইও করা হয়েছে।
  • PM | 116.79.11.202 | ১৫ এপ্রিল ২০১৬ ১৩:১০704460
  • শিক্ষিত তিনোরা নিজেদের তিনো বলতে লজ্জা পায় কেনো এতো ? এটাই বুঝি না ঃ)
  • sm | 53.251.91.253 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:২৫704461
  • সুগত মার্জিত , অমিত মিত্র,কল্যাণ বায়্নার্জি,প্রয়াত ডাক্তার রঞ্জিত পাঞ্জা,এরা সবাই ঘোষিত তৃণ। কেউ লজ্জা পেয়েছে বলে তো মনে হয়না।
    কিছু বাম নেতা অবিশ্যি চোরেদের সরকার, ঠিকাদার দের সরকার বলে বেরিয়ে আসতে চেয়েছিল বা এসেছিল।
  • S | 108.127.180.11 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:২৮704462
  • এঁদের লজা নাই।
  • S | 108.127.180.11 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:৩২704463
  • ইনাদের মধ্যে একজন মনে হয় তিনোদল ছেড়েছিলেন?
  • sm | 53.251.91.253 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:৩৭704464
  • রামক্রিশ্নই বলে গেছেন; লজ্জা, ঘৃনা ,ভয় ; তিন থাকতে নয়।কিন্তু লজ্জাবতী লতাদের, তো চুপ থাকাই উচিত। তাদের আমলে তো চুরি, রাহাজানি,শিল্প বন্ধ, রাস্তা বন্ধ,লাইফ হেল, গ্রাম ছাড়া; এগুলো কম হয়নি।
    আর বড় বড় রাজনৈতিক খুনো খুনির কথা বাদ ই দিলাম।
    এমন তো নয় কোনো লিংক নেই বা জনতা স্মৃতি ভ্রষ্ট।
  • S | 108.127.180.11 | ১৫ এপ্রিল ২০১৬ ১৫:৪১704466
  • অথচ নতুন সরকার এসে সেইসব লজ্জবতীদের কিসুই করলো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন