এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুলশান ঢাকা - প্রতিক্রিয়াসমুহ ও কিছু ভাবনা

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৪ জুলাই ২০১৬ | ২২৮৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 120.227.246.245 | ০৪ জুলাই ২০১৬ ১৯:০৫707522
  • আইএসাই এর হাত যে একেবারেই থাকতে পারেনা সেকথাও কিন্তু জোর দিয়ে বলা যায়না। বিশেষ করে এখন অ্যামেরিকা অন্তত পাবলিকলি পাকিস্তানের দিক থেকে কিছুটা সরে এসেছে, চীনকে কন্টেন করার জন্য অল্প কিছুটা ভারতের দিকে শিফট করেছে, তাই আইএসাই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কিছুটা রোগ এলিমেন্ট হয়ে যাচ্ছে। কাজেই উপমহাদেশে নতুন নতুন ডিসটার্বেন্স তৈরি হলে আইএসাই লাভ বই ক্ষতি নেই।
  • d | 116.221.141.101 | ০৪ জুলাই ২০১৬ ১৯:৩২707523
  • পাপড়ি রহমান

    "হিজাবী পরিবারের পুত্র জংগী হয়, আর নন হিজাবীর ছেলে বন্ধুদের জন্য নিজেই খুন হয়ে যায়!"-
  • d | 116.221.141.101 | ০৪ জুলাই ২০১৬ ১৯:৪৩707524
  • হুঁ আমার যেটা মনে হয় বাংলাদেশে দুই টাইপ জঙ্গী আছে। একদল আল কায়েদার দিকে হেলা, আইএসাই এদের মধ্যে কানেক্টরের কাজ করে। আর একদল আইসিসের দিকে, ওদের থেকেই ট্রেনিং পয়। আনসারুল্লা বাংলা টিম এই আইসিসের কানেকশান।

    এই কেসটায় কিরকম সন্দেহ হচ্ছে দুই সেলের লোকজনই এসেছিল, একদল চুপচাপ পালিয়ে গেছে আর একদল শান্তভাবে শহীদ হবার জন্য অপেক্ষা করেছে। তার কারণ কতগুলো খটকা।

    রতে লিখবো খটকাগুলো।
  • | ০৪ জুলাই ২০১৬ ২২:১৩707525
  • | ০৪ জুলাই ২০১৬ ২২:১৭707526
  • গ্যাস সিলিন্ডারের পজিশানটা বেশ ভয়ংকর। বাইরে থেকে গুলি চালালেই বিস্ফোরণ। বুঝেশুনেই ওখানে বসিয়েছে জঙ্গীরা।

  • pi | 24.139.209.3 | ০৪ জুলাই ২০১৬ ২২:২৬707527
  • তদন্ত কতটা ট্রান্সপারেণ্ট হবে খুব সন্দেহ আছে।
  • | ০৪ জুলাই ২০১৬ ২২:৫১707528
  • আওয়ামী লীগের এক নেতার ছেলে ছিল ঐ ৫ জন মৃত জঙ্গীর মধ্যে।
    আরেকটা খবর দেখলাম কোথায় এখন আর খুঁজে পাচ্ছি না --- দুই মাইক্রোবাস করে নাকি জঙ্গীরা এসেছিল। সেটা যদি হয় তাহলে সংখ্যা মিলছে না একেবারেই।
  • আরও সন্দেহ | 192.69.197.205 | ০৪ জুলাই ২০১৬ ২২:৫৮707529
  • এখনও পর্যন্ত অ্যারেস্টেড জঙ্গীটির নামধাম জানা গেল না। কোথাও কোনও খবর নেই। আইসিসও আলাদা করে কিছু জানায় নি।

    সত্যিই কেউ ধরা পড়েছে তো? নাকি "সফল" অপারেশন দেখাবার জন্য এই ঢপটা ছাড়া হল মার্কেটে?
  • প্রথম ভিডিওটা | 192.69.197.205 | ০৪ জুলাই ২০১৬ ২২:৫৯707530
  • আনঅ্যাভেইলেবল।
  • | ০৪ জুলাই ২০১৬ ২৩:০০707532
  • আরও দুজন গ্রেপ্তার হয়েছে শুনলাম।

    এদিকে হাসনাতের বাড়ীতে তল্লাশি চালিয়ে পুলিশ ওনার ল্যাপটপটি জব্দ করেছে।
  • | ০৪ জুলাই ২০১৬ ২৩:০২707533
  • অ্যাঁ!! এক্ষুণি সরিয়েছে তাহলে।
  • pi | 192.66.39.169 | ০৪ জুলাই ২০১৬ ২৩:২১707534
  • অপারেশনটা কী হিসেবে 'সফল' হল, সেটাই জাস্ট বুঝলাম না। ওদের যাদের মারার ছিল মেরেছে, ছাড়ার ছিল ছেড়েছে। নিজেদের বেঁচে ফেরার কোন প্ল্যান ছিল বলে তো মনে হয়না। কী হিসেবে হাসিনা গদগদ হয়ে সবাইকে সাফল্যের অভিনন্দন জানাতে বসলেন বুঝিনি সেদিন, এখনও না। আর এত জনের মৃত্যুর মধ্যে অভিনন্দন টা খুবই অড লাগছিল।
  • Abhyu | 106.32.190.5 | ০৪ জুলাই ২০১৬ ২৩:৪০707535
  • CCTV Footage DHAKA ATTACK সার্চ দিলে ইউটিউবে ভিডিওটা আসছে, তবে সেটা শুধু আমেরিকায় কিনা বলতে পারি না।
  • Ekak | 53.224.129.43 | ০৫ জুলাই ২০১৬ ০৩:৩৮707536
  • থিওরি তো ভালো কথা , নিজেদের পেছন বাঁচানোর কী স্টেপ নেওয়া হচ্ছে বুঝতে পারছিনা । টেরোরিজম একটা এন্টারপেরিনিওরাল ব্যাপার । ধর্ম টর্ম ঠিকাছে কিন্তু আল্টিমেটলি এটা বিভিন্ন টেরোরিস্ট গ্রূপের ফ্যাক্সন -ব্যবসা বুঝেই বিহেভ করে । পশ্চিমবঙ্গে কিছু হবেনা এটা কোন ভুল কনফিডেন্স থেকে লোকজন ধরে বসে আছে বুঝে পাইনা ।কিষেন জি ট্যাকটিকস সর্বত্র চলে না । পুরোটাই খুব ক্রুশিয়াল খেলা । বিতর্ক মুলতুবি রেখে নিজেদের সাবধান হওয়া জরুরি ।
  • কল্লোল | 125.242.175.127 | ০৫ জুলাই ২০১৬ ০৭:৪৫707537
  • মানুষের সন্ত্রাসী হয় যাওয়া নিয়ে বেশ চিন্তিত অনেকেই। আমি কিন্তু এদের চিনি। গুলশনের সন্ত্রাসী বা অভিজিতের খুনি সকলকেই চিনি। একদম নিজেকে যেমন চিনি তেমনই।
    আমি একজন মধ্যবিত্ত কলকাত্তাই পূর্ববঙ্গের বাঙ্গালী ঘরের সন্তান। বাবা বিদেশী নামের কোম্পানীতে কাজ করতেন। আমরা দুই ভাই সেন্ট লরেন্সে পড়েছি। বোন ইউনাইটেড মিশনারীতে। খাওয়া পড়ার তেমন অভাব ছিলো না কোন কালে। শরৎচন্দ্র, বিভুতিভূষণ, রবীন্দ্রনাথ, টেনিদা-ঘনাদা, লীম পড়ে বড় হয়েছি। এহেন আমি কেন নকশাল হতে গেলাম?
    ১) বাড়ির বাম পরিবেশ। বাড়িতে মার্কসবাদের চর্চা ছিলো। ২) সময় বামপন্থার অনুকুলে ছিলো। রাস্তায়-ঘাটে, কাগজে নানান দেশের বাম আন্দোলন, সশস্ত্র লড়াইয়ের কথা, ভিয়েৎনাম, কিউবা, কঙ্গো, নামবিবিয়া, সরবোর্ণ, ক্যাসিয়াস ক্লে মুসলমান হয়ে যাচ্ছে - একটা কারন ভিয়েৎনাম যুদ্ধের বিরোধীতা। ৩) বিশ্বাস দৃঢ় হচ্ছে, কমিউনিস্ট আদর্শে সশস্ত্র বিপ্লবেই মুক্তি। তাতে প্রাণ দিতে হবে, নিতেও হবে। ৪) শহীদরা আদর্শ মানুষ হয়ে যাচ্ছে - নগুয়েন ভ্যানত্রয়, চে, অমিয়া-প্রতিভা-লতিকা-গীতা, নুরুল।
    এরপর আমি কেন পুলিশ কনস্টেবল মারলাম, সাঁইবাড়ি ঘটালাম, পাড়ার সিপিএম/নকশাল করা বন্ধু, হ্যাঁ, ছোট বেলার বন্ধুকে মেরে ফেললাম, সেটা বুঝতে আমার কোন অসুবিধা হয় না।
    হ্যাঁ, আমি খুবই ভদ্র, নম্র, মৃদুভাষী ছিলাম।
    আমার থেকে একেবারে ভিন্ন পরিবেশে মানুষ মনোরঞ্জন ব্যাপরীও নকশাল হয়েছিলো। তাকেও চিনি, খুব ভালোভাবে চিনি।
    রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারলে একে আটকানো যায় না। মুস্কিল ওখানেই। এদের রাজনীতির সাথে ধর্ম জড়িয়ে, যার বিরোধীতা করাটা খুবই মুস্কিলের। তবু করতে তো হবেই।
  • হয় তো | 165.136.80.172 | ০৫ জুলাই ২০১৬ ১০:০২707538
  • খুনখার রাগ জমে এক এক সময় মাথার মধ্যে। পরিস্থিতিবিশেষে, মনে হয় যার ওপর রাগ, তাকে সামনে পেলে আর হাতে একটা বন্দুক চাপাতি কিছু পেলে ...

    কিছু লোকের ওপর সেই রাগ সময়ের সাথে সাথে কমে যায়, কিছু লোকের ওপর কমে না, বছরের পর বছর ধরে রাগটা একই রকমের গনগনে থেকে যায়, তবু আমি মানুষ মারতে পারবো না, সেটা আমি জানি। আমি নিজে মাছ মুরগিও কাটতে পারি না, যদিও চোখের সামনেই কাটাকুটি দেখি।
  • d | 125.117.236.36 | ০৫ জুলাই ২০১৬ ১১:০৯707539
  • এই যে পেয়েছি
    "দুই মাইক্রোবাসে আসে হামলাকারীরা ঃ সন্ত্রাসীরা দুটি সাদা মাইক্রোবাসে হলি আর্টিজানে প্রবেশ করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে। তবে তাদের কেউ নাম-পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি মাইক্রোবাসে এসেছিল তারা। সংখ্যায় আট থেকে দশজন।"

    তাহলে বাকী ৩ থেকে ৪ জন কোথায়??
    http://www.kalerkantho.com/print-edition/first-page/2016/07/04/377579
  • ... | 122.199.254.33 | ০৫ জুলাই ২০১৬ ১১:৫০707540
  • From Facebook, বুকপকেট

    কাকে মারবে, কেন মারবে, কিছুই আর জানে না। শুধু জানে মারতে হবে। ইসলাম এখন সেই সাপের মতো হয়ে গিয়েছে যারা নিজের লেজ নিজেরা চিবিয়ে খেয়ে নিজেদেরই মেরে ফেলে। মুসলিমদের পবিত্র শহর মদিনায় নবি-র মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ! তাও আবার রমজান মাসে। মসজিদ তো পবিত্র জায়গা। তাহলে সেখানে বিস্ফোরণ কেন?
    মহাভারতের মৌষলপর্ব মনে পড়ে যাচ্ছে। যেখানে যদুবংশের লোকজন নিজেরাই নিজেদের মেরে শেষ করে দিয়েছিল। ইসলামেরও বোধহয় মৌষলপর্ব শুরু হয়ে গেল। সেই সাপের মতোইনিজেদেরই নিজেরা খেয়ে শেষ করবে। যে সাপ ছিল মধ্যযুগের অ্যালকেমিস্টদের গোপন প্রতীক। লোহার মতো সহজলভ্য ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করতেন অ্যালকেমিস্টরা। সায়েন্সকে উড়িয়ে বলতেন, হ্যাঁ সোনা এভাবেও হয়।
    অ্যালকেমিস্টরা সফল হননি।
    ধ্বংসের রাস্তা বেছে নিয়ে ইসলামও হবে না।
    তবে হ্যাঁ, লেজ চিবিয়ে খেতে খেতে গোটা সাপটাই একদিন হাওয়া হয়ে যাবে। সঙ্গে সন্ত্রাসের ভিত্তিতে দাপিয়ে বেড়ানো অন্য ধর্মগুলোও।
    ততদিন সুরা, গায়ত্রী মন্ত্র না জেনে বা ভুলে গিয়ে বেঁচে থাকতে পারলে হয়।
  • নাহ্‌। | 165.136.80.172 | ০৫ জুলাই ২০১৬ ১২:৫৩707541
  • এইখানেই তো গ্যাঁড়াকল। "মুসলমানদের কাছে পবিত্র" বললে কিছুই বলা হয় না। কোন মুসলমান? ওয়াহাবী ধারার মুসলিমদের কাছে এই সমস্ত সৌধও হারাম। কোনও রকমের ফিজিকাল স্ট্রাকচারের উপাসনা করা তাদের কাছে প্যাগানিজমের সমতুল্য।

    সৌদি সরকারের তরফেই একদিন মহম্মদের কন্যার স্মৃতিবিজড়িত মসজিদ ভেঙে ধূলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আজ সেখানে একটা শপিং মল আছে, আর আছে পার্কিং লট।

    তারেক ফাতাহ্‌র চেজিং আ মিরাজ পড়ুন। মহম্মদ, ফতিমা, হাসান, হুসেন - এদের স্মৃতিবিজড়িত একাধিক সৌধ ওয়াহাবিদের হাতে লুণ্ঠিত হয়েছে, ধ্বংস হয়েছে এবং পরে আবার গড়ে উঠেছে।
  • Ekak | 53.224.129.43 | ০৫ জুলাই ২০১৬ ১৪:৩৬707543
  • এইগুলো বারবার বলেও মাথায় ঢুকবেনা যখন পেছনে ফাটবে বুঝবে । কিছু লোকের অদ্ভুত ধারণা আছে যে পৃথিবীতে যত ইসলামিস্ট টেরোরিজম হয় সব বোধ হয় একটা পিরামিড এর মতো গিয়ে আইসিস /আল কায়দা আর তার ওপর ল্যাজ ঝুলিয়ে বসে আমেরিকা । এর চে গবেট কনসেপ্ট আর হয়না । আমেরিকা অবসসই মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হিসেবে এর থেকে সবচে বেশি ক্ষীর খাবার চেষ্টা করে , কিন্তু ওরকম কোনো এককাট্টা পিরামিড নেই । পড়ুন । জানুন । দেয়ার আর মেনি ফ্যাকশন্স । এবং এরা একেবারেই বিজনেস এক্সপ্লোর করার মতো করে টেরোরিজম নিয়ে ভাবে । বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা এদের ফেসিলিটেটিং এজেন্সি হিসেবে কাজ করে যখন যার স্বার্থের সঙ্গে মিলে যায় ।

    পশ্চিমবঙ্গ সম্বন্ধে ভাবুন । টেরোরিজম দেশের পশ্চিম প্রান্ত থেকে শিফট করবেনা এতো নিশ্চিত হচ্ছেন কি করে ?যথেষ্ট কারন আছে শিফট করার | সামান্য নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গের সরকারি ভবন -হসপিটাল গুলোতে । ব্লাস্ট হলে কী হবে ভেবেছেন ? এটা তাত্ত্বিক আলোচনার সময় না । কনফিডেন্স হাঁসের পেছনে চলে যাবে |
  • d | 144.159.168.104 | ০৫ জুলাই ২০১৬ ১৪:৪৩707544
  • একক কাকে এত ধমকাচ্ছেন?

    আপনার টেরোরিজমের জন্য কোন মডেল বানানোর প্ল্যান নাই?
  • একক | 53.224.129.43 | ০৫ জুলাই ২০১৬ ১৪:৪৬707545
  • ধম্কাচ্ছি না :( আশু বিপদ নিয়ে সচেতন হতে বলছি । টেররিসম কে মডেলে ফেলার দম আমেরিকা ছাড়া কারো নেই । তাতেও ওরা হাত পুড়িয়েছে | একই ট্যাকটিক্স করতে গেলে পশ্চিমবঙ্গ শুধু হাত না গোটাটাই পুড়ে বসে থাকবে ।
  • পশ্চিমবঙ্গ নিয়ে | 165.136.80.172 | ০৫ জুলাই ২০১৬ ১৫:৩০707546
  • পশ্চিমবঙ্গ নিয়ে একটা কথা প্রায়ই শুনি, পশ্চিমবঙ্গে সেইভাবে জঙ্গীহানা হবার সম্ভাবনা নেই কারণ বিভিন্ন ধরণের জঙ্গীগ্রুপ কলকাতা / পশ্চিমবঙ্গকে তাদের সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে। এখান থেকে নর্থ ইস্ট / বাংলাদেশ / বার্মা ইত্যাদি জায়গায় ছড়িয়ে পড়ার সুবিধে। এখানে তাই সহজে কোনও জঙ্গীগ্রুপ হামলা চালায় ন, কারণ ওরা চায় না ইন্টেলিজেন্স গ্রুপের সারভিলিয়েন্স বাড়ুক এই অঞ্চলে।

    গল্পটা এখনও ভ্যালিড আছে কিনা জানি না।
  • Ekak | 53.224.129.43 | ০৫ জুলাই ২০১৬ ১৫:৩৪707547
  • জেনেশুনে করতে দেওয়া হয় । কিন্তু আজ অবধি যারা জঙ্গী দের সেফপ্যাসেজ দিয়েছে তারাই মরেছে ।
  • | ০৫ জুলাই ২০১৬ ২১:৪৩707548
  • তানজির ইসলাম বৃত্ত

    "স্টকহোম সিনড্রোম নামে একটা কথা ক্রিমিনাল সাইকোলোজিতে বেশ জনপ্রিয়। ঘটনাটা ছিলো ১৯৭৩ সালের, সুইডেনের স্টকহোমে এক ব্যাংকে কিছু মিলিট্যান্ট অপহরনকরে ব্যাংকের কয়েকজনে। ভেতরে জিম্মি করে রাখা হয় ব্যাংক কর্মকর্তাদের।

    ১৯৭৩ সালে সুইডিশ ব্যাংকের ভল্টে জিম্মি থাকা এই হস্টেজরা ডাকাতদের সাথে ৬ দিন এক সাথে থাকে। এক সাথে থাকা ফলে তাদের মনে কিডন্যাপারদের জন্য একটা সিমপ্যাথির তৈরী হয়। সিমপ্যাথি মোড় নেয় আনুগত্যে। জিম্মিদের ভেতর এক মেয়ে ছিলো, নাম 'প্যাট্রিসিয়া প্যাটি হিয়ারেস্ট'। তার আবেগের পরিমান এতই ছিলো, সে জিম্মি অবস্থা থেকে ডাকাতদের সাথে যোগ দিয়ে ফেলে ঐ ৬ দিনে।

    প্যাট্রিসিয়াকে পরবর্তীতে যখন কোর্টে আনা হয়, তার ডিফেন্সে বলা হয়েছিলো যে, প্যাট্রিসিয়ার বয়স খুব কম এবং অপহরনকারীরা 'ব্রেনওয়াশ' করেছে।

    আমাদের জিম্মি সবাইকে মারা হয়েছে। কিন্তু এই স্টকহোম সিনড্রোম ভর করেছে গিয়ে 'প্যাট্রিসিয়ার' মত সমাজে অতি আবেগী কিছু মানুষের ওপর।

    ক্রিমিনাল সাইকোলোজি বলে, যখন একজন মানুষকে মৃত্যুর কাছাকাছি নেয়া হয়, তার কাছে তখন প্রিমিটিভ নিড গুলোই বিশাল মনে হতে থাকে। যেমন, খাবার দেয়া। আপনি মৃত্যুর আগে ক্ষুধার্ত, আপনাকে খাবার দিলে কিংবা আপনার গলা শুকিয়ে গেছে, আপনাকে কেউ পানি দিলো, আপনার সাথে খুব ভালো ব্যাবহার করলো, আপনি এই প্রাইমারি ব্যাপার গুলোর জন্য সাব কনশাসলি কৃতজ্ঞ হতে থাকবেন।

    হলি আর্টিসানে রাতের ডিনারে চিংড়ি মাছ, কফি চা দেয়া জিনিষ গুলোর বিবৃতিতে কৃতজ্ঞতা খুঁজে পাই। চা কফি দেয়, ভালো ব্যাবহার করা এই মানুষগুলোই যে পাশের রুমে সবাইকে জবাই করেছে, তার কথা যেন ভুলতে চায় সবাই।

    ডিনার আর চিংড়ি মাছ সাত মাসের অন্তঃসত্ত্বা ইতালীয় নারীর মৃত্যুকে মিথ্যে করবে না। মিথ্যে করবে না ইশরাতে মৃত্যু, যে তার শ্রিলংকান বন্ধুকে বলতো, 'আমাদের দেশে খারাপ হলে আমরাই দেখবো। তোমাদের ভালো না লাগলে চলে যাও।' আমাদের সমাজের 'স্টকহোম সিনড্রোমে' আক্রান্ত প্যাট্রিসিয়াদের জন্য মিথ্যে হয়না ফারাজ সহ বাকিদের মৃত্যুও।

    সমাজের সকল 'স্টোকহোম সিনড্রোমে' আক্রান্ত তরুন তরুনীর জন্য করুনা রইলো। তোমাদের সহজেই প্রভাবিত করা যায়, কয়েকটা আকর্ষনীয় ছবি, বর্নাঢ্য লাইফস্টাইল আর অভিজাত্য ভরা চাকচিক্যময় সবকিছু দিয়ে। কতটা ঠুনকো তোমরা। কতটা সস্তা।"
  • | ০৫ জুলাই ২০১৬ ২১:৪৪707549
  • হাসান মোরশেদ

    "চারপাশে সব সমাজতত্ববিদ আর মনোবিজ্ঞানীদের ভীড়ে অসুস্থ বোধ করি। তত্বের কচকচানী বাদ দিয়ে খুনীকে খুনী বলতে শিখেন। খুনীরা কেউ দুধের বাচ্চা ছিলোনা, রীতিমতো প্রশিক্ষন প্রাপ্ত। পাঁচটা খুনী মিলে ২০ জন মানুষকে স্রেফ জবাই করেছে, এদের মধ্যে নারী ছিলেন - গর্ভবতী নারী ও ছিলেন!
    আর সমাজতত্ব, শ্রেনীতত্ব উগড়ে সহানুভূতি'র পায়তারা করেন আপনারা? যারা সূরা বলতে পেরেছেন তাদের কিচ্ছু করে নাই- এই তথ্যে আপনে আহ্লাদিত? আপনার ভেতরে না আছে ধর্ম, না আছে মানবতা। ব্রেইন ওয়াশ বলে কিচ্ছু নাই, খুনীদের ব্রেইন ওরকমই- সাথে আপনারটা ও।
    রমজান মাসে যেখানে যুদ্ধ পর্যন্ত বন্ধ করতে নির্দেশ আছে ইসলামে, যুদ্ধে নারী ও শিশুকে আক্রমন করতে নিষেধ করা হয়েছে সেখানে আপনাদের আদরের জেহাদীরা খুন করেছে প্রত্যেকটা নিরপরাধ মানুষকে- নারীকে এবং কিশোরকে, বিদেশী অতিথিদেরকে।

    আপনে মানুষ হোন, মুসলমান হোন, বাংলাদেশী হোন - গলা পরিস্কার করে খুনীদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিস্কার করুন আপনার নিজের নিরাপত্তার স্বার্থে, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। কোন আইডোলজিক্যাল আঁতলামী না প্লিজ!

    আর প্রিয় প্রধানমন্ত্রী, এই দেশের একজন নাগরিক হিসেবে আপনারে ও বলি- আপনে মুফতি না, খুনীরা ভালো না খারাপ মুসলমান সেই বিচার আপনার না করলে ও চলবে। যতোই বলেন- 'দায় নেবেন না', ইতিহাস আপনাকেই দায়ী করবে কারন সংবিধান ছুঁয়ে আপনি শপথবদ্ধ এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের। মুফতিগিরি না করে দয়া করে কঠিন, কঠোর, স্পষ্ট হোন। খুনীদের বিরুদ্ধে জিরো টলারেন্স যেনো ফুটে উঠে আপনার কথায়, শারীরিক ভাষায় এবং কাজে।
    আপনার নিজের নিরাপত্তার জন্য ও এটা জরুরী। অন্ততঃ নিজের দায়টুকু নিন প্লিজ।

    সমাজটা ভেংগে যাচ্ছে সশস্ত্র আঘাতে, এর চেয়ে গভীর বেদনার আর কিছু নেই।"
  • pi | 24.139.209.3 | ০৫ জুলাই ২০১৬ ২২:০৩707550
  • তদন্তের কোন আপডেট আছে ?
  • | ০৫ জুলাই ২০১৬ ২২:০৭707554
  • জল ঘোলা হচ্ছে
  • | ০৫ জুলাই ২০১৬ ২২:০৭707552
  • সেরকম নজরে পড়ার মত কিছু আপডেট নেই। ফারাজ'কে নিয়ে জল ঘোলা হ্ধ্হে এইটুকুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন