এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুলশান ঢাকা - প্রতিক্রিয়াসমুহ ও কিছু ভাবনা

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৪ জুলাই ২০১৬ | ২২৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ০৫ জুলাই ২০১৬ ২৩:২৮707555
  • এদিকে এখানকার চ্যানেলে বলছে দুজন আহত পুলিশকে নাকি সন্দেহ করা হচ্ছে ! সুস্থ হলেই জেরা করা হবে ।
  • Ranjan Roy | ০৬ জুলাই ২০১৬ ০৫:৩৮707556
  • হাসান মোরশেদকে সালাম!
  • | ০৬ জুলাই ২০১৬ ০৯:৫২707557
  • এইটা বেশ ইন্টারেস্টিং।
    নির্ঝর মজুমদার

    "
  • | ০৬ জুলাই ২০১৬ ০৯:৫৪707558
  • এইটা বেশ ইন্টারেস্টিং।
    নির্ঝর মজুমদার

    "লেখাটা অনেক বড়। আজকে আইসিসের ভিডিওতে তাহমিদরে দেখে এটা লিখতে বসলাম। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ব্যপার, যেটা গত কয়েক বছর সন্দেহের পর্যায়ে রেখেছিলাম, কাছের বন্ধুদের সাথে আলোচনা করেছিলাম, নিহত ব্লগারদের ফোন ইউসেজ নিয়ে খুব ধীরে ধীরে একটা অনুসন্ধান চালিয়েছিলাম, সেটা আলোচনা করবো। আমার ইনফরমেশন গুলো মিলিয়ে নেওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন।
    কয়েকটা তথ্যঃ
    ১। গত বছরেও গ্রামীণ ফোনের লিগাল ইন্সেপশন সেল, অর্থাৎ যে সেল, যে কোন সময়ে গ্রামীণ ফোনের যে কোন মোবাইলে নজরদারি চালাতে পারে, সেই মোবাইলে কে কার সাথে কি কথা বলছে, কি মেসেজ কাকে পাথাচ্ছে, কোন কোন সাইট ভিজিত করছে- ইত্যাদি সব কিছু দেখতে পারে। অর্থাৎ এই অংশটির সার্ভারে এক্সেস আছে। এর প্রধান ছিল রাজাকার পুত্র আলি আহসান মুজাহিদের ছেলে। এটা হওয়াই স্বাভাবিক যে, তারা তাদের মতাদর্শের লোকেদেরকেই এই সমস্ত পজিশনে রিক্রুট করবে।
    ২। গত বছরে আইসিসের একজন প্রধান সমন্বয়কারী বাংলাদেশে ধরা পড়েছিলো। ক্যাডেট কলেজ ফেরত, জঙ্গি নিব্রাসের মতই "মালয়শিয়ায় ইঞ্জিনিয়ারিং" পড়া সেই জঙ্গি নাম ছিল আমিনুল ইসলাম বেগ। ধরা পড়বার সময়ে সে কোকাকোলার আইটি বিভাগের প্রধান ছিল, যেখানে সে গ্রেফতার হওয়ার মাত্র এক মাস আগে যোগদান করেছিলো। এই লোকের আগের কর্মস্থল ছিল ব্রডব্যানড কোম্পানি কিউবি (ওখানেও সে নেটওয়ার্ক বিভাগের বড় কর্তা ছিল)। এবং তার আগে এই একই লোক ছিল রবি আজিয়াটা কোম্পানির বিলিং বিভগের প্রধান। অর্থাৎ তারও সার্ভারে প্রবেশের এবং কারো ব্যক্তিগত তথ্য জেনে ফেলার ক্ষমতা এবং এক্সেস ছিল।
    আপনাদের খেয়াল আছে কিনা জানিনা, এই আমিনুল ইসলাম বেগের কাছ থেকেই ৩০০ জন বাংলাদেশী আইএস সদস্যের নামের তালিকা পাওয়া গিয়েছিলো। যারা প্রত্যেকেই সিরিয়াতে যুদ্ধে যেতে প্রস্তুত ছিল।
    পরবর্তীতে অবশ্য আমাদের সরকার যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছিল দেশে কোন আইএস নাই, তাই আর ব্যপারটা নিয়ে কেউ মাতামাতি করেনি।
    ৩। আজকে আইসিসের ভিডিওতে আহমেদ শাফি নামের যে ছেলেকে নিয়ে তোলপাড় হচ্ছে, সেই ছেলেও গ্রামীণফোনেই চাকরী করতো। কোন পদে বা কিসে চাকরী করতো সেটা জানতে পারিনি এখনো।
    ৪। মজা লস পেজের এডমিন রুবাইয়াত এয়ারটেলের বিজ্ঞাপন বিভগের কর্তা ছিল। পারিবারিক ভাবে জামাতি ব্যকগ্রাউন্ড থেকে আসা এই ছেলেকে সবাই ভুলে গেছেন, এবং তাঁকে গ্রেফতার করবার সময়েও সেই সম্ভাবনার কথা মাথাতে আসেনি কারো। খেয়াল আছে পহেলা বৈশাখের ঘটনাটাকে জঙ্গি নাশকতা বলে অনেকে চিহ্নিত করেছিলো সেই সময়ে? আপনারা তখন ছাত্র লীগ আর আওয়ামি লীগ ব্যশিংএ ব্যস্ত ছিলেন।
    এই সেই মজা লস পেজ, যেটা সেই ডাহা মিথ্যা কথা গুলি ছড়ানো শুরু করেছিলো। এবং কোন ইনটেনশন এর কথা আমি বলতে চাইছি, সেটা কারো না বোঝার কথা না।
    চারটা ঘটনা, (চার নাম্বারটা আমার এজাম্পশন, বাদ দিতেও পারেন) তিনটা প্রমাণিত ঘটনাতে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলিতে কর্মরতদেড় জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গেছে।
    আরও কিছু ঘটনার কথা উল্লেখ করি। বাংলাদেশে বিভিন্ন সময়ে মোবাইল নিয়ে নানান অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন অনেকেই, জেগুলর কোন নিশ্চিত ব্যক্ষা পাওয়া যায় নি। এই যেমন, আমার এক শিক্ষক, তাঁর নিজের নামে রেজিস্টার করা মোবাইল তিনি বিদেশে থাকার সময়ে এক মাসের মাথাতে আরেক জোন ব্যবহার করা শুরু করে। এই রকম প্রচুর ঘটনা নানান সময়ে দেখেছি, যেগুলোর কোন গ্রহণযোগ্য ব্যক্ষা পাওয়া যায় নি। এই থেকেই কি বোঝা যায় না যে আপনার ব্যক্তিগত তথ্য কতটা অরক্ষিত? একটা মোবাইল এর ব্যক্তিগত উপাত্ত দিয়ে চাইলে একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়া সম্ভব।
    ভাবতে পারেন এইটার বিপদ কি? বিপদ হল "গোপন কথা রবে না গোপন"। চিন্তা করেন তো, গোয়েন্দারা গোপন কথা নিজেদের ফোনে আলাপ করছে, আর সার্ভারে বসে থাকা নিরীহ টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ারটা সেই ইনফরমেশন নিয়ে নিচ্ছে আর কাজে লাগাচ্ছে অন্য কাজে।
    যুক্তিতে কি ভুল হচ্ছে কোথাও? ভুল হলে শুধরে দেবেন।
    লেখার নিচের অংশ টুকু গত বছরে লিখেছিলাম। আমার "অবাস্তব" চিন্তা ভাবনা দেখে অনেকেই অবাক হয়েছিলো, কিন্তু আমি জানি আমি কি লিখেছিলাম, কি বোঝাতে চেয়েছিলাম।
    ***** এটা কি সম্ভব হতে পারেনা, যে নিহতদের প্রত্যেকের কম্পিউটারে এই সফটওয়্যার দিয়ে অনুপ্রবেশ করে তাদের তথ্য চুরি করা হয়েছিলো? এছাড়া ঠিক কিভাবে আইডেন্তিফাই করার জন্য তাদের ছবি বের করা সম্ভব? অনেকেই বলবেন আইপি ট্র্যাক করে, হুম, সেটা একটা গ্রহণযোগ্য ব্যপার হতে পারে, তবে আইপি ট্র্যাক করে কারু বাসার লোকেশন বের করে এলাকাতে গিয়ে তার খোঁজ লাগানোর মতো বোকামি এবং ঝুঁকি এরা কখনই নিবে না।
    সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, এবং আগেই বলেছি, আই এসআই এর হাতে থাকা এই সফটওয়্যারটা খুব সুনিপুণ ভাবেই ব্যবহার করার সুযোগ আছে। বিশেষ করে যখন এই উন্মাদ সন্দেহটা কোন মানুষই করার সুযোগ খুব কম।*** মূল লেখার লিঙ্ক :http://bit.ly/29iHrR4
    ****
    আমি জানি, এই জঙ্গিরা প্রচুর স্পর্শকাতর জায়গায় নিভৃতে বসে আছে। সবার বন্দুক হাতে নিয়ে যে যুদ্ধ করতে হয়না, সেই ব্যপারটা তারা জানে। তারা যুদ্ধ করছে কৌশলগত অবস্থানে থেকে।
    অতএব, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে, এই মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হন। কথাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশেষ ভাবে প্রযোজ্য।"
  • এটাও থাক | 132.177.216.133 | ০৬ জুলাই ২০১৬ ১০:৫৪707559
  • http://womenchapter.com/views/15332

    কপি করা যায় না - তাই লিংক।
  • Ekak | 53.224.129.48 | ০৬ জুলাই ২০১৬ ১৪:০০707561
  • নির্ঝরের লেখাটা থেকে একটা পয়েন্ট বলার আছে । বাংলাদেশি ফেসবুক এপ্স এসেছে কিছু বাজারে । ওগুলো ব্যবহার থেকে সতর্ক থাকুন ।
  • আনন্দবাজার | 132.177.164.86 | ০৬ জুলাই ২০১৬ ১৪:১৮707562
  • "বড়ভাইটাকে যুদ্ধে হারিয়ে, তার পর শেকলে বেঁধে হাতির পিঠে ঘুরিয়েছিল বড় রাস্তায়। বাবার প্রাসাদের, দিদির ম্যানসনের দু’হাত দূরে। তার পর ডেকে পাঠিয়েছিল বড়ভাইয়ের ছেলেকে। খুব বেশি বয়স নয় তার, তবু ছোটবেলা থেকেই শিক্ষাটা ঠিক হওয়া দরকার।

    শেকলে বাঁধা তার বাবা, চার জন কুপিয়ে মেরে ফেলে তাকে। ছেলেটা চোখে বন্ধ করেও ফেলতে চায়। কিন্তু চোখ বন্ধ করলে তো হবে না। ধর্ম হল ধর্ম। কষ্ট করে শিখতে হয়। তার পর সেই কাটা মুন্ডু নিয়ে যেতে হবে আব্বাজানের কাছে। বড় আপাজানের কাছে। তবে সবার সামনে সেটা করা যাবে না। এখন তো আর আমি যে-সে নয়, সম্রাট হতে চলেছি! তবে ইসলাম না মানলে তার ফল এই— এটুকু তো শিক্ষে হল। আর ঠিকমত ধর্ম মেনে সম্রাটটি হলে, কেউ কি মনে রাখবে বড় রাস্তায় ছোট ছেলের সামনে তার শেকলে বাঁধা বাবাকে কেমন কচুকাটা করেছিল কাকা? কেউ মনে রাখবে না।

    সে অবশ্য ঠিকমত ধর্ম মেনে চললে ইসলাম কেন, সব ধর্মই এক। হয়তো কেউ কখনও রেশন কার্ড দেখে খুঁজে খুঁজে বের করল— কে হিন্দু নয়। তার পর সেই-সেই লোকের বাড়িতে আগুন লাগাল। বড় রাস্তার উপর তলোয়ার দিয়ে ভ্রূণের মাথায় লিখে দিল ‘ওঁ’। ওঁ খুব ভাল শব্দ, উচ্চারণে সব পাপক্ষালন হয়। এই বড় রাস্তার আইডিয়াটা হয়তো ওই মুসলমান সম্রাটের থেকেই ধার নেওয়া— সেটাও তো ছোটখাটো পাপ বটে— কিন্তু সে সব ধুয়ে মুছে যায়। ইতিহাস শুধু মনে রাখে, মেরে কেটে প্রধানমন্ত্রী, থুড়ি, রাজা হওয়া গেল কি না। রাজার নাম, থুড়ি, দেশের নামে জয় বলতে হবে, না হলে গলা কেটে নেবে, বলেছে সেই রাজার সঙ্গে থাকা সাধু।"

    হ্ত্ত্পঃ//্ব।অনন্দবঅর।োম/এদিতোরিঅল/তের্রোর-থত-ন-এভোকে-নিঘ্ত্মরে-১।৪২৭৯৪১#
  • | ০৬ জুলাই ২০১৬ ১৪:২১707565
  • মিঝুম মজুমদার অবশ্য সবকিছুতেই প্রচুর ষড়যন্ত্র দ্যাখে আর একটু একসেন্ট্রিক টাইপ। তবে এই লেখাটায় সামান্য কিছু সত্যতা থাকলেও থাকতে পারে, এই ভেবেই তুললাম এখানে।
  • kc | 198.70.47.204 | ০৬ জুলাই ২০১৬ ১৪:৪০707567
  • জাকির নাইক কী? আমি জানিনা। জানাও।
  • :) | 132.177.164.86 | ০৬ জুলাই ২০১৬ ১৪:৪৩707568
  • তাইলে খবরটা পড়ে নাও। গুগল করে নাও। পীস টিভির অনেক ক্লিপ ইউটিউবে পাওয়া যায় - দেখে নাও।
  • kc | 198.70.47.204 | ০৬ জুলাই ২০১৬ ১৪:৫৯707569
  • ল্লে, নাথুরাম গডসের ঘরে স্বামীজির বই পাওয়া গেলে বিবেকানন্দ আর মিশনকে দায়ী করতে হয়, গান্ধীজিকে হত্যার জন্য।

    তোমাকে চিনি বলে কইছি, হেটমঙ্গার হয়োনা। হেটমঙ্গারদের ইয়েতে সাবস্ক্রাইব কোরোনা। তোমার রিসেন্ট লেখাপত্তর দেখে এইকথাই বলতে ইচ্ছে করছে।

    জাকির নায়েকের এই ভিডোটাও থাকুক, ছোট্ট ভিডো, দেখো,

  • :( | 132.177.164.86 | ০৬ জুলাই ২০১৬ ১৫:১৬707570
  • আমার লিংকটা বোধ হয় সেই কারণেই দেওয়া ছিল।

    বিস্তারিত বলি। তোমার দেওয়া ভিডিওটা দেখলাম, অন্যরকম লাগল, কিন্তু জাকির নায়েকের আরও অন্য ভিডিওও আমি দেখেছি। সেগুলো যথেষ্ট আপত্তিকর।

    এখন আপত্তি থাকতেই পারে, কিন্তু সেখানে ফ্রি স্পীচের অধিকারকে হরণ করানোর পক্ষে আমি নই, যতক্ষণ না সেই স্পীচের মাধ্যমে কারুর প্রত্যক্ষ ক্ষতি প্রমাণ করা যাচ্ছে।

    ভারতেও সরকারি লেভেলেও সেই ভিউ কালই ক্লিয়ার করা হয়েছে - ইন্ডিভিজুয়ালকে আমরা ব্যান করি না। গুড মুভ।

    আমি লিংকটা দিলাম এইজন্য, যে কমেন্ট সেকশনগুলো পড়লে বোঝা যাচ্ছে লোকজন - অন্তত যারা এই লিংকটা পড়েছে, কীরকম দুদিকে দুটো এক্সট্রিমে বিরাজ করছে। একদিকে লোক বলছে লোকটাকে কেটে ফ্যালো, ফাঁসি দাও, ব্যান করো, অন্যদিকে লোকে বলছে - জাকির নায়েক তো কখনও আপত্তিকর কিছু বলে নি! যা বলে একদম ঠিক বলে!

    sane লোকজন কিছু লেখে নি এখানে। জাস্ট এটুকুই দেখাতে চেয়েছিলাম। ঘরে বিবেকানন্দ বা চে গুয়েভারার বই পাওয়া গেলেই কাউকে চাড্ডি বা নকশাল বলতে হবে - এই মত অবশ্যই আমি সাবস্ক্রাইব করি না।

    ------

    এবার তোমার ভিডিও প্রসঙ্গে। আইসিসকে খোলাখুলি সাপোর্ট করা, একমাত্র আইসিসের জঙ্গী ছাড়া আর কারুর পক্ষেই বোধ হয় সম্ভব নয়। এই জাকির নায়েকই কিন্তু আল কায়েদাকে ক্লোজার টু দা হার্ট বলেছেন একাধিকবার। "ওসামা বিন লাদেনকে আমি চিনি না, কিন্তু তিনি আমার বড় কাছের লোক।" বলেছেন, আল কায়েদাকে যদি টেররিস্ট বলতে হয়, তা হলে আমিও টেররিস্ট, আমি চাই সমস্ত মুসলমান টেররিস্ট হয়ে উঠুক।

    জাকির নায়েক ওয়াহাবিজমের একজন কট্টর সমর্থক এবং প্রচারক। এটুকু দেখিয়ে দেওয়া মানে নিশ্চয়ই হেটমঙ্গারিং নয়। যদিও আমার পোস্টটা ছিল কমেন্টগুলো পড়াবার জন্য।
  • ইন ফ্যাক্ট | 132.177.164.86 | ০৬ জুলাই ২০১৬ ১৫:২১707571
  • হেট স্পীচের দাঁড়িপাল্লায় বসালে ওদিকে তো একজন জাকির নায়েক, এদিকে যে একাধিক! উমাভারতী, রামদেব, যোগীআদিত্যনাথ, সাধ্বীঋতম্ভরা থেকে শুরু করে হালফিলের অভিজিৎ পর্যন্ত।
  • d | 11.187.6.164 | ০৬ জুলাই ২০১৬ ১৫:৫৩707572
  • বাঙ্গলাদেশ জোকার নায়েককে বোধহয় ব্যান করেছিল। ঢুকতে দেয় নি।
  • kc | 198.70.49.170 | ০৬ জুলাই ২০১৬ ১৬:২৪707573
  • জাকির নায়েকের হেট স্পিচএর ভিডো পোস্টিওতো। আমি ইদানিং ওনার প্রায় ফ্যান হয়ে গেছি।
  • Ekak | 53.224.129.48 | ০৬ জুলাই ২০১৬ ১৮:১৪707574
  • জাকির নায়েক বহুকাল ধরে শুনছি । জাকির সহজ করে বলেন বলে বেশি জনপ্রিয় । ততটা বড় স্টারডম মনে হয়না আছে মুসলিম এলিট দুনিয়ায় । বরং মুফতি ইসমাইল মেনক ,তাহির অল কাদরী এনাদের শুনে দেখুন । মুফতির ওরেটরি অনেক বেশি ভাল্লাগে । খুব নিপুন ভাবে স্পিরিচুয়াল ভাবাবেগ কে ধরেন ইন্টোনেশনের মধ্যে আর তেমনি ভালো আরবি উচ্চারণ :) আলাদা করে সূরা পাঠ শুনতে পারেন । আঃ কবিতা !

    ইসলামী স্কলার -বক্তা এদের পেছনে লেগে নিজেদের বিপদ -আপদ কিছুই কমবে বাড়বে না । ওনারা ওনাদের কাজ করছেন ।আমাদের আমাদের কাজ করা উচিত । সেটা হলো পরিস্থিতি বুঝে দেশের নিরাপত্তা ।
  • ইনি | 132.177.162.150 | ০৬ জুলাই ২০১৬ ১৮:২০707576
  • অস্ট্রেলিয়া, ওয়েলস, ইউকে, কানাডা আর মালয়েশিয়াতে ব্যানড। এন্ট্রি ডিনায়েড ফর লাগাতার হেট স্পীচ। বাংলাদেশে বোধ হয় ব্যানড না।

    মুম্বইতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সেখানকার হেড। এ ছাড়াও পীস টিভি নামে একটা চ্যানেলের মালিক, যেটা অ্যাপারেন্টলি কম্প্যারেটিভ রিলিজিয়ন নিয়ে চর্চা করে, বেসিকালি এখানে কোর ইসলাম আর ওয়াহাবিজম বাদে বাকি সমস্ত রিলিজিয়ন এবং সেক্টকে তুলোধোনা করা হয়, এমনকি সুফিইজমকেও ব্যাশিং করা হয়।

    এক্খুনি তো ভিডিও দেওয়া সম্ভব নয়, অ্যাক্সেস নেই, সময়ও নেই। ইউটিউবে জাকির নায়েকের অনেক ভিডিও পাওয়া যায়। জাকির নায়েক হেট স্পিচ দিয়ে সার্চ করলেই অনেক ভিডো পাওয়া যায়।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ০৬ জুলাই ২০১৬ ১৮:২৮707577
  • আপনারা এত হেট স্পীচ শুনতে ভালোবাসেন কেন? (নিরীহ প্রশ্ন)
  • Ekak | 53.224.129.48 | ০৬ জুলাই ২০১৬ ১৮:৩৮707578
  • এটা শুনে দেখতে পারেন । আইসিস এবং ভায়োলেন্স নিয়ে মুফতির বক্তব্য । যিনি কিন্তু বিশাল লিবারাল টিবরাল কিছুনা । সংগীত থেকে ফ্রী মিক্সিং সব কিছুর বিরোধিতা করেন কিন্তু কখনো ফতোয়া দেন না । সুইট স্পোকেন এন্ড পলিশড । জাকির এর মতো গেও ভূত না ।

  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ০৬ জুলাই ২০১৬ ১৮:৪২707579
  • আমি এধরণের কোনো লিংকেই মাউস ক্লিক্ করিনা। এতে ওদের পপুলারিটি বাড়ে। প্লাস টেররিস্টদের সাইট ভিজিট করাটাও ওদের পাত্তা দেওয়া। টোটাল বর্জন করি ওদের।
  • Ekak | 53.224.129.48 | ০৬ জুলাই ২০১৬ ১৮:৪৮707580
  • আমি তো চাই সমস্ত মুসলিম স্কলারের পপুলারিটি বাড়ুক :) ইসলামিক দুনিয়ায় কোনোকালে ডায়ালগ ছিলোনা । সবে শুরু হয়েছে । যত ডায়ালগ তত এনট্রপি কন্ট্রোলে থাকে । কেও বলবে মারো , কেও বলবে মেরোনা ধরে আনো এই করে একটা কনফিউশন তৈরী হবে । একমাত্র কনফিউশন যা মানুষ কে স্বাভাবিক রাখে । কনভিকশন নয় । কনভিকশন শয়তান বানায় ।
  • Ekak | 53.224.129.48 | ০৬ জুলাই ২০১৬ ১৯:০২707581
  • এটাও থাক । প্রচুর পয়েন্ট এড্রেস করেছেন ।
  • | ০৬ জুলাই ২০১৬ ২১:৫৭707582
  • সলমন রুশদি
    “If everybody engaged in acts of Islamic terrorism says that they’re doing it in the name of Islam, who are we to say they’re not? I mean now of course what they mean by Islam might well not be what most Muslims mean by Islam. But it’s still a form of Islam and it’s a form of Islam that’s become unbelievably powerful in the last 25 and 30 years."

    http://www.huffingtonpost.in/2016/05/29/salman-rushdie_0_n_10190220.html
  • দেব | 127.197.239.29 | ০৬ জুলাই ২০১৬ ২৩:৩১707583
  • এটা থাকুক -

  • pi | 24.139.209.3 | ০৬ জুলাই ২০১৬ ২৩:৪০707584
  • ইরফানুর রহমান রাফিনের পোস্ট , ওঁর অনুমতিক্রমেঃ

    'জাকির হোসেন শাওন কোনো জঙ্গি ছিলো না। সে গুলশানের অই ক্যাফের বাবুর্চির সহকারী ছিলো। পুলিশ এই তরুণের ওপর ভয়ংকর অত্যাচার করেছে।
    "...শুক্রবার মধ্যরাতে হলি আর্টিজানের পিছন থেকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়েছিল শাওনকে। দুই দিন খোঁজাখুজির পর সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের খোঁজ পাওয়ার কথা জানান শাওনের মা মাসুদা বেগম। পুলিশের বিরুদ্ধে শাওনকে নির্যাতনের অভিযোগ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলে বেঁচে আছে কি নাই, জানতাম না। এখন সে বাঁচবে কি না সেটা জানি না। এমন পিটান পিটাইছে হ্যার চেহারা দ্যাহা যায় না। হাত-পা সব ফোলা। “আমার নিরাপরাধ পোলার লগে এইডা কী করল? শরীরের কোনো জায়গা মাইরের বাকি নাই।” (http://bangla.bdnews24.com/bangladesh/article1178820.bdnews)
    ফারাজের জন্য মানবিক কারণে সহমর্মিতা দেখিয়েছি, তার অর্থ এই না, যে প্রথম আলো একটা নিষ্পাপ ছেলেকে জঙ্গি বানিয়ে দিলে সেটাকেও আমি সমর্থন করবো। জ্বি না, আমার সমর্থন এতো আনকন্ডিশনাল না, সেই বিএনপি-জামাত আমল থেকে এই আওয়ামি আমল পর্যন্ত সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে প্রথম আলো যে চরম অগণতান্ত্রিকতার পরিচয় দিয়েছে, সেটা আমি জোর দিয়েই বলবো। শাওন গরিবের ছেলে, তাই তাকে নিবরাসের মতো কিউট লাগবে না, আবার ফারাজের মতো হিরোও মনে হবে না। এটা মধ্যবিত্তের শ্রেণী-চরিত্র। শাওনের ওপর এই পুলিশী অত্যাচারের প্রতিবাদ করছি। মানুষ জবাই করা নিঃসন্দেহে একটা অমানবিক অপরাধ, কিন্তু মানুষের ওপর অত্যাচার করা বা ক্রসফায়ারের/বন্দুকযুদ্ধের নামে লাশ ফেলে দেয়াও অমানবিক অপরাধ, খণ্ডিত মানবতা কোনো মানবতা নয়-ভণ্ডামি সেটা।'
  • Du | 183.74.36.153 | ০৭ জুলাই ২০১৬ ০৬:৫৯707585
  • কি অবস্থা! রক্তাক্ত কাউকে আবার শারীরিক অত্যাচার অও করতে হচ্ছে।
  • aranya | 154.160.226.92 | ০৭ জুলাই ২০১৬ ০৭:৪৮707587
  • কদিন আগে এইসময়ে অজয় রায়-এর একটা লেখা পড়েছিলাম - কোন অব্স্থাতেই নিজের দেশ (বাংলাদেশ) ছাড়তে চান না।
    জাফর ইকবাল, অজয় রায়-দের মত মানুষদের ভাল লাগে, যারা জঙ্গীদের হিট লিস্টে থাকা সত্বেও দেশেই থাকতে চান। সবাই চলে গেলে আর প্রতিরোধ কিভাবে তৈরী হবে
    যারা দেশ ছাড়ছেন - প্রাণের ঝুঁকিতে বা উন্নত-তর জীবনের স্বপ্নে, তাদের দোষ দেওয়ার কিছু নেই, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।
    কিন্তু অন্যরকম লোকও যে কিছু আছেন, এটা আশার কথা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন