এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুলশানে সন্ত্রাসী হামলা-অত:পর টেরর যখন অন্তঃপুরে

    bip
    অন্যান্য | ০২ জুলাই ২০১৬ | ৮৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 183.67.3.44 | ০৫ জুলাই ২০১৬ ০৯:৫৫707756
  • তুমি, হাসান মাহমুদকে চেন? উনি বাংলার ইসলামের একজন রিফর্মার। উনি এবং আমি অনেক টক শো করেছি এক সময়। উনি অনেক বই লিখেছেন। নীট ফল অভিজিত হত্যা, গুলশান। উনি বন্যার মামা। সংস্কার সহ্য করা মুসলিম স্টমাকে নেই। ওটা যুদ্ধ করেই অর্জন করতে হবে। আমি ১৫ বছরে পুরাতন পাপী এই লাইনে ভুলে যেও না।
  • pi | 24.139.209.3 | ০৫ জুলাই ২০১৬ ১০:১৩707757
  • কিন্তু আমি তো এই এত বছরে অনেক মুসলিম দেখেছি যাঁরা প্র্যাকটিসিং এবং কোনোমতেই সন্ত্রাস সমর্থন করেন না। এগুলোর কড়া নিন্দা করেন। আর সেটা শিক্ষিত , তথাকথিত আলোকপ্রাপ্ত থেকে শুরু করে ইউরোপের রাস্তায় ফেরি করা পাকিস্তানের স্কুল পাশ না করা কি মাদ্রাসায় পড়া মুসলিম, এঁদের সবাইকেই করতে দেখেছি।
  • PM | 11.187.218.238 | ০৫ জুলাই ২০১৬ ১০:৩০707758
  • যে সব মুসলিম কাফের হত্যার বিরোধীতা করেন, তারা আদতে কোরানের ( মনে আল্লার) বিরোধীতা করেন
  • হাল্লা | 103.115.87.78 | ০৫ জুলাই ২০১৬ ১০:৪২707759
  • এতে এত ধাঁধার কি আছে রে ভাই ? ইশরাত কলমা বলতে পারেননি বলে জঙ্গিরা ওকে কুপিয়েছে । কিন্তু ঘাড়ে লিবারাল ড্রোন এসে পড়লে ওনাকে চিনতে পেরে অন্য দিকে ঘুরে যেত । এ নিয়ে তর্কের কিছু আছে নাকি ?
  • মহম্মদ আটা | 56.166.188.197 | ০৫ জুলাই ২০১৬ ১০:৪৭707760
  • আমি যা করেছি বিবর্তন তত্ত্ব না শেখার জন্য করেছি । ওটা পড়ালে করতাম না ।
  • | 233.191.27.158 | ০৫ জুলাই ২০১৬ ২১:০২707761
  • বিশ্বের সর্ব্ত্র দায়িত্ব নিয়ে "দাদাগিরি" করা আমেরিকা র প্রতি বিপ্লবের এত সফট কর্ণার কেন?
    প্রশ্নাতীত আনুগত্য নাকি আরো কোন কারণ ??ঃ))
  • Atoz | 161.141.85.8 | ০৬ জুলাই ২০১৬ ০২:৫১707762
  • দাদার কোলে ঘুমায় ছেলে
    এমন শান্তি কোথায় বল?

    ঃ-)
  • bip | 183.67.3.44 | ০৬ জুলাই ২০১৬ ০৩:৫৬707763
  • কিন্তু আমি তো এই এত বছরে অনেক মুসলিম দেখেছি যাঁরা প্র্যাকটিসিং এবং কোনোমতেই সন্ত্রাস সমর্থন করেন না। এগুলোর কড়া নিন্দা করেন। আর সেটা শিক্ষিত , তথাকথিত আলোকপ্রাপ্ত থেকে শুরু করে ইউরোপের রাস্তায় ফেরি করা পাকিস্তানের স্কুল পাশ না করা কি মাদ্রাসায় পড়া মুসলিম, এঁদের সবাইকেই করতে দেখেছি।

    >>
    কিন্ত তারা আবার জাকির নায়েক শোনেন। শরিয়ার সর্মথক।
    ভারতের মুসলিমদের ৭০%, বাংলাদেশের ৮৬% শরিয়ার সমর্থক।
    শরিয়া হচ্ছে মুসলিম সন্ত্রাসবাদিদের আল্টিমেট গোল। পার্থক্যটা কোথায়??

    ধর্ম কম্মো বোঝা লিব্যারালদের কম্মো না। ধম্মো অনেক গভীরের জিনিস!!

    এটা অনেকটা আমেরিকা প্রবাসী বাম কমিদের মতন। তারা আমেরিকার বিদেশনীতির ঘোর বিরোধি। কিন্ত ডলারের লোভ ছাড়তে পারেন না-তাই আমেরিকাতেই আসেন!!

    যে লোক কোরানে কি আছে তা জানে, বা ধর্ম কি জানে, সে কখনোই ধার্মিক হতে পারে না। ধার্মিক তারাই হয় যারা ধর্মটা কি সেটাই বোঝে না। ফলে নিজেদের হিন্দু মুসলমান ভাবে।

    যে প্রকৃত ধর্মজ্ঞানী-সে কখনোই নিজেকে ধর্মের বান্দা ভাবতে পারে না। কারন আল্টিমেটলিএকজন প্রকৃত ধার্মিক নিজের মুক্তি খুঁজছে-সে কি করে কোন ধর্মের অধীন হবে? ডিফিট দ্যা পারপাস।

    ইসলাম ধর্ম নিয়ে অজ্ঞানতার কারনেই অধিকাংশ মুসলমান নিজেদের মুসলমান ভাবে। কোরান এ টু জেড পড়লে পালাত। যেসব হিন্দুরা হিন্দু করে, তাদের মনুস্মৃতি পড়াব? দুই ছত্র শোনার পর কানে হাত দিয়ে বলবে এটা হিন্দু গ্রন্থ না হিন্দু গন্ধ ( যদি বুদ্ধিমান হয়)-নইলে বলবে ইহা সহি গ্রন্থ না।

    ধার্মিক মানুষ অদ্ভুত জীব। আমি কিন্ত ধর্মত্যাগী ধর্মের মধ্যে বেশ ঢুকেই । তারমানে এই না যে গীতা বা উপনিষদ চর্চা করি না। ভালোই করি। কারন ওগুলো মানসিক ভাবে কঠোর হওয়ার শিক্ষা দেয়। কিন্ত তার জন্যে হিন্দু হতে হবে কেন? ওপেনহাইমার উপনিষদ ভক্ত ছিলেন। টেসলাও উপনিষদ ভালবাসতেন। তারা কেউ হিন্দু হোন নি। নিজেদের সমৃদ্ধ করেছেন।

    যিনি প্রকৃত জ্ঞানী তিনি কোরান গীতা পড়ে নিজেকে সমৃদ্ধ করবেন-আরো উচ্চমার্গের মানুষ হিসাবে বাঁচবেন। তিনি মুসলমান হিন্দু হতে যাবেন না। এইসব আইডেন্টিগুলো ভাইরাল।
  • bip | 183.67.3.44 | ০৬ জুলাই ২০১৬ ০৪:১০707764
  • This video is for PI


    This is the political view point of terrorist which is no different than majority of Muslims
  • bip | 183.67.3.44 | ০৬ জুলাই ২০১৬ ০৪:২৩707766
  • আমি আমেরিকান। আমেরিকার প্রতি সফট কর্নার কেন, আমার দ্বায়িত্ব আছে যা একজন সিটিজেনের থাকা উচিত। অবশ্যই আমি তাদের সাপোর্ট করল, যাদের করলে জঙ্গী কমে। এখন ট্রাম্প একজন ফ্যানাটিক। ওতে জঙ্গী বাড়বে। হিলারী ভুল করেছে আগে। কিন্ত হিলারী জঙ্গী টিপে মারতে পিছুপা হবে না। উনি একজন ইন্দিরা গান্ধী। খালিস্তান খালাস করে দেবেন।
  • Ranjan Roy | ০৬ জুলাই ২০১৬ ০৫:২৮707767
  • বিপ,
    একটা কথা ক্লিয়ার করুন।
    ১) কুরান ও হাদিশে যা আছে তা গত ৬০০ বছর ধরেই আছে। কিন্তু এই যে আল কায়দা, আইসিস এগুলো এতদিন ছিল না কেন? হঠাৎ গত কয়েক দশকেই গজিয়ে উঠল কেন?

    ২)আর আম্রিগা ইসলামী জঙ্গি নিকেশের মুখোশ পরে সাদ্দামকে মেরে ফেলার পরেও মধ্যপ্রাচ্যে ও খোদ ইরাকে রোজ কতগুলো লোক মরছে?
    ৩) আম্রিকা ধর্মের নামে নয়, গণতন্ত্রের নামে, বিভিন্ন দেশে রোজ কত লোক মারছে?
  • রঞ্জনদাকে | 132.177.247.122 | ০৬ জুলাই ২০১৬ ০৬:২৭707768
  • আবার ভুল করছেন। ১৪০০ বছরের ইতিহাস দেখুন, সৌদি আরবের ইতিহাস পড়ুন, দেখবেন আইসিস কি তার থেকেও ভয়ঙ্কর হত্যালীলা ঘটানো দল বারে বারে তৈরি হয়েছে ইসলামের নামে। বারে বারে। কমপেয়ার করতে বসলে আজকের যুগকে অপার শান্তির যুগ মনে হবে।

    কালকেই পিএম লিখেছেন ভাটে।
  • dc | 132.174.185.232 | ০৬ জুলাই ২০১৬ ০৭:৪২707769
  • কিন্তু দু হাজার বছরের হিসেব ধরলে তো খৃশ্চান ধর্মও মারামার কাটাকাটিতে পিছিয়ে থাকবে না, তাই না?
  • কল্লোল | 125.242.175.171 | ০৬ জুলাই ২০১৬ ০৭:৪৩707770
  • সমস্ত ধর্মেরই মানুষ মারার রেকর্ড বেশ ঈর্ষণীয়।
    হিন্দুত্বের শংকরাচার্যীয় উত্থানের সময় বৌদ্ধ হত্যার কাউন্ট বেশ ভালো রকম।
    তরবারীর ডগায় ইসলামের "কাফের হত্যা"ও নিদারুন সংখ্যায়।
    ক্রুসেড ও পাগানিজমের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানিটির হত্যালীলা কারুর চেয়ে কম নয়।

    এই উত্তরাধুনিক সময়ে অবশ্য একমাত্র ধর্মের নামে খুনের অভিযোগ ইসলামের দিকে, কারন তা সংখ্যায় বেশী। অথচ বার্মায় বৌদ্ধরা মুসলমান খুন করেছে/করছে অজস্র। ভারতে হিন্দুরা মুসলমান ও দলিত খুন করছে অজস্র। সারা ইসলামী দুনিয়ায় অমুসলমান খুন হচ্ছে অজস্র।
    আর হ্যাঁ, নাম না করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ায়, লিবিয়ায় খ্রিস্টানরা মুসলমান খুন করছে অজস্র।

    কারুর রেকর্ড কারুর চেয়ে খারাপ নয়।

    আর আজকের এই হানাহানির মূলে প্রাক্তন সোভিয়েত ও আমেরিকার লোভ (ক্ষমতা ও মুনাফার) এ নিয়ে কোন সন্দেহ থাকলে সেটা বেশ কৌতুহলোদ্দীপক মূর্খামী।
  • dc | 132.174.185.232 | ০৬ জুলাই ২০১৬ ০৭:৫২707771
  • আর ব্রিটিশদের, সেই লরেন্স ওফ আরাবিয়ার সময় থেকে।
  • Abhyu | 85.137.4.190 | ০৬ জুলাই ২০১৬ ০৭:৫৪707772
  • আমার মামাতো বোন তখন সবে গুণতে শিখছে। তাকে বলা হল - বাড়িতে এখন কজন লোক বল তো? সে গুণতে আরম্ভ করল - এক, দুই, তিন, চার, ... গেদে (মানে অনেক)। কল্লোলদার অজস্র দেখে সেটা মনে পড়ে গেল। সব অজস্র নয় সমান।
  • pi | 24.139.209.3 | ০৬ জুলাই ২০১৬ ০৮:০৬707773
  • সিকি, বারবার ভুল বলে যাচ্ছো। কিন্তু ভাটেই কাল অনেকগুলো প্রশ্ন করেছিলাম, পিএম এর পোস্টের পরে, তার উত্তরগুলোও দিও।
  • dd | 116.51.26.31 | ০৬ জুলাই ২০১৬ ০৮:১০707774
  • নানান রকমের ননন্দলালের চিল চিৎকারের ভয়ে আর টইতে লিখতেই ইচ্ছে করে না, তাও ও কল্লোল লিখেছে বলেই লিখি।

    যাস্ট ইতিহাসের তথ্য। খুব লার্জ স্কেলে বৌদ্ধ নিধনের একটা গল্প নানান টইতে প্রায়ই উঁকি মারে। সেগুলো অনেকটাই মিথ। লোকালি কিছু ঘটনা ঘটেছিলো। দু একজন রাজা যেরকম মিহিরকুল (আদতে শক,কনভার্টেড হিন্দু) কাচিয়ে বৌদ্ধ হত্যা করেছিলেন। এছাড়া সারা ভারতের ইতিহাসে হিন্দু বুদ্ধের সংঘর্ষের ঘটনা বেশী নেই। এমন কি বৌদ্ধ বা জৈন পুঁথিতেও নেই।

    এগুলি প্রায় সবই হিলেলিদের নির্মান। কেউ মুসলিমদের ইতিহাসের রক্তক্ষয়ী ঐতিহ্যএর কথা উঠলেই আদিগন্ত ব্যালান্সিং করতে হয়। তখন এইমিথকথা বলতে হয়। অথচ কোনো কোনো দরকারই নেই এইসব "অজস্র"তার।
  • amit | 213.0.3.2 | ০৬ জুলাই ২০১৬ ০৮:২৮707775
  • কল্লোল দার কথা কিছুটা মেনে নিচ্ছি, দু হাজার বছরের ইতিহাসে হত্যার কালি অনেক ধর্মের হাতেই লেগে আছে। কিন্তু এই মুহূর্তে, গত 20-30 বছরে কি অন্য ধর্ম গুলোর থেকে ইসলাম কে একটু বেশি রকমের প্রব্লেমেটিক মনে হচ্ছে না ? হাজার বছরের ইতিহাস থাকুক ইতিহাসের পাতায়, কালকে নিজে বেঁচে থাকবো কিনা, ঢাকা হোক বা বোম্বে, কোথাও বন্ধুদের সাথে খেতে গেলে বেঁচে ফিরে আসবো কি না, এই চিন্তা যখন মাথায় আসে, তখন কাদের হাতে মারা যাওয়ার প্রোবাবিলিটি এগিয়ে রাখি এখন আমরা ? এর মানে এই নয় যে গাড়ি চাপা পড়ে মরতে পারি না, বা কোথাও মবের হাতে গণধোলাই যে মরতে পারিনা, কিন্তু সন্ত্রাসবাদ শুনলেই 99-% কেসে যেখানে একটা পার্টিকুলার ধর্ম ইনভল্ভ হয়ে পরে বারবার,, সেটা কি শুধুই মিডিয়ার বানানো -? আর কোনো ঘটনার পরেই "ইসলাম শান্তির ধর্মের" ন্যাকামি আর কতদিন চলবে ?

    আর আপনি যে বললেন সিরিয়া, ইরাকে খ্রিস্টানরা অজস্র মুসলমান খুন করছে, আপনি কি আশা করেন তারা একটু আত্মরক্ষা করবে না ? পড়ে পড়ে মার খেয়ে শেষ হবে জঙ্গিদের হাতে ? কোথাও স্ট্যাটিস্টিক্স আছে কতজন খৃষ্টান মারা গেছে মুসলিমদের হাতে আর কতজন মুসলিম মারা গেছে খৃষ্টান দের হাতে ?
  • aka | 34.96.82.109 | ০৬ জুলাই ২০১৬ ০৮:৩১707777
  • ইন দা লঙ্গ রান উই অল ডাই।

    ওটা একটা থিওরেটিকাল জার্গন বই কিস্যু না।
  • aka | 34.96.82.109 | ০৬ জুলাই ২০১৬ ০৮:৩৩707778
  • বর্তমানে কোন ক্ষিস নেই, আছে শুধু আইসিস।

    হল্লা মাচিয়ে দিল তো।

    হাফিঙ্গটন ওয়াজ সো ট্রু।
  • পাই-কে | 132.177.234.140 | ০৬ জুলাই ২০১৬ ০৮:৫৪707779
  • হয় তো ভুলই বলছি। যাই হোক, যে রকম পড়েছি, জেনেছি, সেই রকমই লিখেছি।

    ৩৫২৮৪ পাতায় পিএমের পোস্টের পরে তোমার কয়েকটা উইকির লিংক দেখলাম, ভারতে সন্ত্রাসবাদী হামলার লিস্ট। প্রশ্নটা কী?

    কল্লোলদাকে - হ্যাঁ, খ্রিস্টধর্মেও অজস্র ব্লাডশেডের ইতিহাস আছে, দু হাজার বছরে। কিন্তু আজকের দিনের খ্রিস্টধর্ম অনেক, অনেক পরিবর্তিত, পরিমার্জিত। গ্যালিলিও মরণোত্তর অ্যাপোলজি পেয়েছেন, পোপ জোরদার সওয়াল করছেন গে-দের জন্য।

    চোদ্দশ বছর আগেকার ইসলামের থেকে আজকের দিনের কিছু কিছু ইসলামের সেক্ট কতটা এগিয়েছে? কতটা পরিবর্তিত পরিমার্জিত হয়েছে? ইসলামের জন্ম আরব দেশে, আরবে ভাষায় লেখা কোরান। বাকি দুনিয়া না হয় ভুল ইন্টারপ্রেট করেছে কোরানকে, কিন্তু আরব দেশকে তো কোরান ট্র্যানস্লেট করে পড়তে হয় না, তারা পড়ে অরিজিনাল ভার্স।

    তেল, আমেরিকা, ইসরায়েল - এই ফ্যাক্টরগুলো অস্বীকার করছি না, এগুলো অবশ্যই ফ্যাক্টর। কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। কোর ইসলামে সেই এলিমেন্টগুলো না থাকলে তেল আর আমেরিকা দিয়ে এত মানুষের প্রাণ নেওয়া জাস্টিফাই করা যায় না। মদিনায় বিস্ফোরণ ব্যাখ্যা করা যায় না।
  • pi | 24.139.209.3 | ০৬ জুলাই ২০১৬ ০৯:০৭707780
  • প্রশ্ন করলে যা উত্তর পাচ্ছি, তাতে সব ঘেঁটে যাচ্ছে তো। সমনেই গোলপোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে। এখন বাড়ছে কেন জিগালে বলা হচ্ছে আগেও ছিল, আগে আরো ছিল। আগে অন্যদেরও বেশি ছিল বললে বলা হচ্ছে এখন অন্যরা করেনা।

    'প্রশ্ন ছিল ইসলামের নামে এইস সম্ত্রাসী হামলা গত ২৫-৩০ বছরে এত বেড়ে গেল কেন ?

    তাতে উত্তর এল, মোটেও কিছু বাড়েনি। আগে অনেক বেশি হয়েছে। ইসলাম বরাবরই সন্ত্রাসের ধর্ম , এরকম কিছু। তো তার জন্য যে লিং দিলাম তাতে ক্রোনোলজিক্যাল লিস্ট দিলাম, তাতে দেখা যচ্ছে জঙ্গি হানা গত ২৫-৩০ ধরেই ক্রমে বেড়ে চলেছে। তো এই তথ্যে ভুল থাকলে সেটা তথ্য দিয়ে ঠিক করে দেওয়া হোক না।
    আর পুরানো কাসুন্দি ঘাঁটতে বসলে , ক্রুসেডের কথা জিগিয়েছিলাম, হলোকস্টের কথা। সেগুলো ইসলামের নামে সম্ত্রাসের চেয়ে বেশি বই কম কি ? তার উত্তরও পাইনি।

    আমি তো জিগেস করছি, তোমাদের কী বক্তব্য স্পষ্ট করে বলো। ইসলাম সন্ত্রাসের ধর্ম ? ইসলাম নির্মূল না হলে কোন সমাধান নেই ?
    বারবার শুনছি মডারেট মুসলিম বলে কিছু হয়না। কেউ নিজে যদি সন্ত্রাসকে কোনোভাবে সমর্থন না করে নিজেকে মুসলিম বলে তো সে আসলে ধর্মকে জানেই না। তো , অসুবিধে কী ? বিশেষ সংজ্ঞা অনুযায়ী , নাহয় নাই জানল। তাকে তার মতই থাকতে দেওয়া হোক না। তাকেও কেন দায়টা নিতে হবে ? সে তার ধর্মপালনকেই ইসলাম মনে করলে সেই ইসলামকে কেন উপড়ে ফেলতে হবে ?

    তসলিমার বক্তব্যও সেই লাইনে, যেটার পূর্ণ সমর্থন করো।

    সরি টু সে, ক'দিন ধরে এইসব কথাগুলো কেমন যেন ইসলামোফোবিয়ার মতই শোনাচ্ছে।
  • pi | 24.139.209.3 | ০৬ জুলাই ২০১৬ ০৯:০৯707781
  • আর তুমি ভুল বলেছো বলিনি। বলেছি তুমি বলছো ভুল বলা হচ্ছে। সেই ভুলটা কী, তথ্য দিয়ে দেখাতে বলেছি।
  • pi | 24.139.209.3 | ০৬ জুলাই ২০১৬ ০৯:১১707782
  • এই গত ২৫-৩০ বছরে জঙ্গি হানা এত বেড়ে যওয়ার পিছনে আমার তো রাজনৈতিক কারণ অনেক বেশি আছে মনে হয়, আর ধর্মকে সেখানে ব্যবহার করা হয়েছে।
  • dc | 132.174.185.232 | ০৬ জুলাই ২০১৬ ০৯:২৬707783
  • এখনকার দিনে খৃশ্চান ধর্মে আর মানুষ মারেনা, এটা ঠিক, অন্তত সরাসরি ইসলামের নাম করে যতো মানুষ মারা হচ্ছে খৃশ্চান ধর্মে তার থেকে অনেক কম।

    "'প্রশ্ন ছিল ইসলামের নামে এইস সম্ত্রাসী হামলা গত ২৫-৩০ বছরে এত বেড়ে গেল কেন ?"

    এটার অনেক কারন আছে মনে হয়, যার শুরু বোধায় গাল্ফ ওয়ার থেকে। স্ট্যাটিসটিকালি দেখলে আমার মনে হয় প্রি গাল্ফ ওয়ার আর পোস্ট গাল্ফ ওয়ার এরার বেশ শার্প একটা বিভাজন করা যাবে। ওই সময় থেকেই পুরো নর্থ আফ্রিকা আর মিডল ইস্ট এতো বেশী ডিস্টেবিলাইজড হয়ে গেছে যে এরকম মাস লেভেলে টেরোরিজম শুরু না হলেই অবাক হতে হত। আমার তো মনে হয় যদি মিডল ইস্ট রিজিয়নটায় খ্রিস্টান ধর্ম হতো আর ওয়েস্টে ইসলাম, তাহলে আমরা ঠিক একই ইনটেনসিটিতে খ্রীশ্চান টেরোরিজম দেখতাম।

    লাস্ট ২৫-৩০ বছরে সম্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার আরেকটা কারন হতে পারে বেটার কমিউনিকেশান, বেটার স্প্রেড ওফ নিউজ, রাইজ অফ সোশ্যাল মিডিয়া। আজকাল এক দেশে বসে অন্য দেশে খবর ছড়িয়ে দেওয়া অনেক বেশী সহজ, আইডিয়া স্প্রেড করা বেশী সহজ, র‌্যাডিকালাইজ করা বেশী সহজ।

    আরো একটা কারন হতে পারে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ইভলভিং ট্যাকটিক্স। আল কায়েদা অনেক আগেই বুঝে গেছিল যে সেন্ট্রালাইজড কন্ট্রোল স্ট্রাকচার রাখা যাবেনা, তাতে ইন্টেল এজেন্সিদের ইনফিলট্রেট করার সুযোগ অনেক বেশী। তাই ওরা স্লিপার সেল পদ্ধতি শুরু করেছিল, আর এখন তো সবকটা টেররিস্ট গ্রুপই লোন উলফ প্রেফার করছে (যেমন ওমার মাতিন)। এরকম দুতিনজন বা চারজনের স্লিপার সেল ধরা খুব মুশকিল, তাই এদের সাকসেস রেটও বাড়ছে।
  • জবাব | 132.177.216.133 | ০৬ জুলাই ২০১৬ ০৯:২৮707784
  • ইসলামোফোবিয়া আলাদা করে নেই - আমার রিলিজিয়নে অ্যালার্জি আছে, ইসলাম হোক বা ক্রিশ্চান।

    টাইমস্কেল ধরে দেখতে গেলে, হ্যাঁ, একটা সময়ে মধ্যপ্রাচ্য থেকে তৈরি হওয়া প্রায় সমস্ত ধর্মের ইতিহাসেই মারামারি কাটাকাটি ছিল। খুব বেশিমাত্রায় ছিল। ফ্রিকোয়েন্সিও বেশি ছিল। কিন্তু ওভার দা টাইম আজকের দিনে এসে দাঁড়ালে দেখা যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কমেছে, সন্ত্রাসের বিভিন্ন কারণ বেরিয়েছে - ভাষা, জমি, রাজনীতি, কিন্তু ধর্মের বেসিসে যে সন্ত্রাস - সেইখান থেকে বাকি সমস্ত ধর্ম বেরিয়ে আসতে পেরেছে, পারে নি শুধু ইসলাম।

    রাজনৈতিক কারণ তো আছেই, থাকবেও, কিন্তু আমার প্রশ্নটাই এখানে, রাজনীতির কারণের শিকার শুধুই ইসলাম কেন হচ্ছে? অন্য ধর্মকে এইভাবে কেন এক্সপ্লয়েট করতে পারছে না রাজনীতি?
  • dc | 132.174.185.232 | ০৬ জুলাই ২০১৬ ০৯:৩০707786
  • আরো একটা কারন কন্ট্যাজিয়ন এফেক্ট, কয়েকদিন আগে বোধায় সে এটা নিয়ে একটু বলেছিলেন। টেররিস্ট গ্রুপরা এই সাইকোলজিটা খুব ভালো বোঝে আর এক্সপ্লয়েট করে। আর সোশ্যাল মিডিয়া হওয়াতে এই এফেক্টটা এক্সপ্লয়েট করাও আগের থেকে অনেক বেশী সহজ হয়ে গেছে।
  • aka | 34.96.82.109 | ০৬ জুলাই ২০১৬ ০৯:৩০707785
  • আগে লোকে আমাশয়ে মারা যেত, কলেরায়, ধীরে ধীরে যত উন্নত হয়েছে লোকে মানে মানুষে এসব কমেছে।

    কোন এক কালে লোকজনকে পাথর চাপা দিয়ে হত্যা টত্যা করা হত।

    মানুষ উন্নত হয়েছে স্টোন টু ডেথ শুধু একটি ধর্মেই আইনত।

    সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ বা অমানুষ যারা উন্নত হয়ে চান্না, তারাই হল্লা মাচিয়ে যাচ্ছেন। তারাই স্টোন টু ডেথ করেন, "কল্লা" কাটেন, কাফের বাছেন।

    অনেক মুসলিম আছেন নির্বিকল্প রোজা টোজা রাখেন ও দিনান্তে আইসিইস কে গাল পারেন।

    ইসলাম তোমার রামমোহন কবে জনমিবে?
  • kc | 198.70.49.253 | ০৬ জুলাই ২০১৬ ০৯:৩২707788
  • এক্সাক্টলি, বিশেষকরে বাংলাদেশে যেটা ঘটছে, সেটা পুরোপুরিই রাজনৈতিক লড়াই। রাজনীতিটাকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে খুনোখুনি বেড়েই চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন