এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুলশানে সন্ত্রাসী হামলা-অত:পর টেরর যখন অন্তঃপুরে

    bip
    অন্যান্য | ০২ জুলাই ২০১৬ | ৮৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 120.227.231.47 | ০৭ জুলাই ২০১৬ ২০:১৫707655
  • নাঃ। বেইল আউট একেবারে ভুল পলিসি।
  • শাক্যজিৎ | 11.39.20.96 | ০৭ জুলাই ২০১৬ ২২:২১707656
  • বিপকে সিরিয়াসলি কোনোদিনই নিইনা। যা পারে বকে যাক।

    পলিটিকাল ইসলাম কোনো সমসত্ব জিনিস নয়। আল-কায়েদার ইতিহাস এই গ্রুপেই লিখতে শুরু করে ল্যাদ খেয়ে থেমে গেছিলাম। সেখানেই কিছুটা লিখেছিলাম, যে কায়েদার মধ্যেই এমন সব অর্গ আছে যারা দর্শনে একে অন্যের বিরোধী। এমনকি লাদেনের নেতৃত্বও সকলে আল্টিমেট বলে মনে করত না। ইন্দোনেশিয়া বা প্যালেস্তাইন প্রশ্নে অনেকেরই অবস্থান উত্তর বনাম দক্ষিণ মেরুতে।
  • bip | 183.67.3.44 | ০৮ জুলাই ২০১৬ ০২:৩৪707657
  • ফ্রিমার্কেটকে কমিনিউসস্ট দের থেকে বাঁচাতে, ফ্রিল্যান্সার ইসলামিস্ট জঙ্গীদের মদত দিয়েছে আমেরিকা। এটাত জলের মতন সত্য। সেই ইতিহাস ও আমি লিখেছি ।
    http://dailyalochona.blogspot.com/2008/12/mukto-mona-at-root-cause-of-islamic.html

    কিন্ত তাতে কি? সব গুলি কি লক্ষ্যে লাগে। ছিটকে গিয়ে গায়েও লাগে!

    বিনা রক্তপাতে কিছুই বাঁচবে না। সেটা আমি প্রথম পোষ্টেই লিখেছি। একে হিন্দু ইসলাম কমিনিউস্ট আমেরিকা সবাই নিজেদের আধিপত্য চাইছে। এখন হিন্দু+ আমেরিকার আলাইনমেন্ট -ইসলামের বিরুদ্ধে। আগে ছিল ইসলাম + আমেরিকার এলায়েন্স কমিনিউজমের বিরুদ্ধে। কমিনিউজম খতম। এবার ইসলামিজম বা ইসলাম জঙ্গীদের পালা। তাদের ও কমিনিউস্টদের মতন ডাইল্যুউট করা হবে। তারপরে হিন্দু বনাম আমেরিকানিজম ও হবে।

    এগুলো যুদ্ধের স্ট্রাটেজি। একমাত্র বিশুদ্ধ কমি, বিশুদ্ধ ইসলামিস্টরাই নিজেরা সবার বিরুদ্ধে লড়তে যায়-গোহারা হেরে ফিরে আসে। বুদ্ধমানরা স্ট্রাটেজিতে খেলে। সেই জন্যই আমেরিকা জিতবে শেষে।
  • Robu | 11.39.57.149 | ০৮ জুলাই ২০১৬ ০৩:৩৯707658
  • ফ্রিমার্কেট + কম্যুনিস্টরা হিন্দু-মুসলিম মহাজোটের বিরুদ্ধে লড়ছে - এমন দিন কি আসবে বিপ?
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ০৪:৪২707659
  • আম্রিকা ! আম্রিকা! আম্রিকা!
    সভ্যতার সংস্কৃতির পীঠস্থান। মুক্তদুনিয়ার রক্ষক। মহাস্ট্র্যটেজিস্ট। সভ্যতার স্বার্থে প্রগতির স্বার্থে একের পর এক চাল বদলায়।
    বিশ্ব রাজনীতির কৃষ্ণ; যা করে সব প্রগতির জন্যে--রিগ্রেসিভ চিন্তার বিরুদ্ধে!
    হিরোশিমা নাগাসাকি! -- প্রগ্রেসিভ!
    লাতিন আমেরিকা জুড়ে ড্রাগ মাফিয়ার পেট্রন--প্রগ্রেসিভ!
    দেশে দেশে পাপেট ক্ষমতালোভী সরকার বসানো,ক্যু করানো।--প্রগ্রেসিভ!
    মধ্যপ্রাচ্যে মিথ্যের ঝুড়ি ও অন্যদেশ আক্রমণ--প্রগ্রেসিভ!
    নিজের দেশে রেড ইন্ডিয়ান নিধন ও কালো মানুষদের ব্যাশিং--প্রগ্রেসিভ!
    পারমাণবিক অস্ত্রের ভান্ডার তৈরি জার্ম ও বায়ো ওয়ার--সব প্রগ্রেসিভ!

    আম্রিকা ! আম্রিকা! - বিপ, বিপ বিপ,
    হুররে হুররে আর হিপ! হিপ! হিপ!
    এস সবে মিলে করি রক এন্ড রোল,
    যুক্তি-তক্কো সব গোলে হরিবোল!
  • কল্লোল | 111.59.23.42 | ০৮ জুলাই ২০১৬ ০৭:১৯707660
  • আমার একটা কথা মনে হচ্ছে। আমরা যে যার সাধ্যমত লিখছি, গুরু বা অন্য নানান ফোরামে তর্ক করছি - এসবের সাথে, রাস্তায়-ঘাটে, ট্রামে-বাসে, চায়ের দোকানে, ঘরোয়া আড্ডায় যেখানেই ধর্মীয় বা অন্য যেকোন ধরনের মৌলবাদী কথাবার্তা হবে পয়েন্ট ব্ল্যাঙ্ক তার বিরোধীতা করুন। খুব খিল্লি খাবেন হয়তো অনেক জায়গায়, কিন্তু এই লড়াইটা সিংহের মতো নয়, শুওরের মতো মাথা নীচু করে লড়ে যেতে হবে। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। মৌলবাদকে কোথাও এক ফোঁটা ছাড় নয়। যার যেমন সাধ্য, লড়ে যান।
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৭:৫০707661
  • "ফ্রিমার্কেটকে কমিনিউসস্ট দের থেকে বাঁচাতে, ফ্রিল্যান্সার ইসলামিস্ট জঙ্গীদের মদত দিয়েছে আমেরিকা।"

    ওরেব্বাপ! ফ্রি মার্কেট কি শান্তিনিকেতনের গোরু না পেঁজা তুলো যে সেটাকে কারুর হাত থেকে বাঁচাতে হবে?
  • কল্লোল | 111.59.23.42 | ০৮ জুলাই ২০১৬ ০৭:৫৮707662
  • ফ্রি মার্কেট? সেইডা কি বস্তু? আমার দেশের মাল বিদেশে যাবে কম শুল্কে বা বিনা শুল্কে। আমার দেশের মাল তোমার দেশে তৈরী হবে কম পয়সায়। সেটা তোমার দেশেই বেচবো বেশী দামে।
    কিন্তু তোমার দেশের মাল আমার দেশে বেচা যাবে না।
    তুমি ভর্তুকি দেবে না - আমি দেবো।
    শিল্প নিজের গাধামোতে ডুবলে লোকের পয়সায় তাকে বেল আউট করবো।
    এই তো ফ্রি মার্কেট। ফুঃ
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৮:০১707663
  • দেখুন ফ্রি মার্কেট পৃথিবীর অনেকগুলো দেশে এস্টাব্লিশ হয়েছে কারন এটাকে ইমপ্লিমেন্ট করে দেখা গেছে এটা মোটামুটি একটা ওয়ার্কিং সিস্টেম। অ্যামেরিকার নাক গলানোর জন্যও না, অন্য কোন দেশের বিরোধিতাও না - ফ্রি মার্কেট ইস দেয়ার বিকজ ইট ওয়ার্কস। (তাই বলে বিশুদ্ধ ফ্রি মার্কেটও কোথাও নেই, আসলে যেটা বেশীর ভাগ দেশে আছে সেটা হলো মিক্সড ইকনমি)। ঐ একই কারনে সোশ্যালিজম বেশীর ভাগ দেশে চলেনি বিকজ ইট ডাস নট ওয়ার্ক। সোভিয়েত রাশিয়া ভেঙ্গে গেছে কারন সেন্ট্রালাইজড ইকোনমি কাজ করেনি। ফ্রিমার্কেটকে কমিউনিজম এর থেকে আর ইসলামের থেকে বাঁচাতে হবে, সেই পরিত্রাতার নাম আবার মহান আমেরিকা, এসব লিখলে কিন্তু সিরিয়াসলি আলোচনা করার জায়গা থাকে না।
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৮:০২707665
  • আমার পোস্টটা বিপের পোস্টের পরে হবে, মাঝখানে কল্লোলবাবুর পোস্ট চলে এসেছে ঃ)
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৮:০৪707666
  • "শিল্প নিজের গাধামোতে ডুবলে লোকের পয়সায় তাকে বেল আউট করবো"

    একমত। এই সরকার মিডিয়াটেড বেলাউট একটা উদ্ভট পলিসি। সরকারের পলিসি সবসময়েই হওয়া উচিত লিভ অ্যান্ড লেট ডাই।
  • bip | 183.67.3.44 | ০৮ জুলাই ২০১৬ ০৮:৫১707667
  • @ DC
    ফ্রি মার্কেট কী এমনি এমনি চলবে?
    বাংলাদেশে ফ্রি মার্কেটের কি অবস্থা জঙ্গী হানায়? অভিজিত যখন মরে,সরকারের টনক নড়ে নি। এখন নড়ছে। যেহেতু ব্যবসা পালাচ্ছে। এবার দেখবেন কি হারে বাংলাদেশে জঙ্গী ক্রস্ফায়ার হচ্ছে।

    ফ্রি মার্কেট এলে বৈষম্য বাড়বে। কিছু কিছু লোক প্রতিযোগিতা অটোমেশনে না পেরে হতাশ হবে। মুসলিম দেশগুলিতে এরাই জঙ্গী হবে। সুতরাং ফ্রি মার্কেট টেকাতে মিলিটারী এবং জঙ্গীদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম আবশ্যক।

    এমনি এমনি পৃথিবীতে সব কিছু টেকে না। সব কিছুই মিলিটারী দিয়েই টেকাতে হয়।
  • সব কিছুই মিলিটারী দিয়েই টেকাত | 165.136.80.37 | ০৮ জুলাই ২০১৬ ০৯:১৪707668
  • ও, আচ্ছা।
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৯:১৭707669
  • জয় মিলিটারি!
  • শিবির | 219.119.173.194 | ০৮ জুলাই ২০১৬ ০৯:২৯707670
  • ফ্রি মার্কেট মানে কোনো রেগুলেশন থাকবেনা, কোনো govt ইন্টারভেনশন থাকবেনা। অর্থাৎ ডিমান্ড আর সাপ্লাই দুই পাগলা কুকুরের গলায় কোনো চেন থাকবেনা। ফ্রি মার্কেট ইসলামিক টেররিসম এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সবাই দেখছি সাব প্রাইম ক্রাইসিস এর কথা ভুলে মেরে দিয়েছে।
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৯:৪১707671
  • ফ্রি মার্কেট মানে কোনো রেগুলেশন থাকবেনা, কোনো গোভ্ত ইন্টারভেনশন থাকবেনা - এটা আবার কোত্থেকে আমদানি করলেন?
  • একক | 53.224.129.48 | ০৮ জুলাই ২০১৬ ০৯:৫৪707672
  • বেইল আউট নিয়ে একটা কথা :

    বেইল আউট করা খারাপ । এর বিরোধিতা করি সবই ঠিকাছে । কিন্তু যাঁরা মার্কেট এর বিরোধিতা করার জন্যে বেইল আউটের বিরোধিতা করেন , তাঁদের কি বক্তব্য সরকারী দপ্তরে যুগ যুগ ধরে চলে আসা সাবসিডি আর আন্ডারটেকিং নিয়ে ? ওগুলো ট্যাক্স এর পয়সা না ? সরকারের বাপের পয়সা । একটু মাথা খাটালে বুঝবেন , সরকার , সে যে রাজনীতিই হোক , এমন কোথাও পাঁচ পয়সা ঢালেনা যেখানে পলিটিকাল ফায়দা নেই । প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট যুক্ত বলে সরকারী দপ্তর ভর্তুকিতে চলে , একই কারণে টু বিগ কর্পোরেট কেও সরকার ডুবতে দেয়না কারন তারা বিশাল রিসোর্স হোল্ড করে রেখেছে । স্বার্থ আছে বলেই টাকা ঢালে । কোনো পীরিত থেকে নয় । বেইল আউট নিষিদ্ধ এটা সেখানেই বলা যায় যেখানে ১০০% প্রাইভেট , একটাও সরকারী ক্ষেত্র ভর্তুকি তে চলছেনা । মিক্সড সিস্টেমে ওসব সোনার পাথরবাটি হয়না । তাই রাজনৈতিক স্বার্থে , মাস রিক্রুটমেন্ট এর স্বার্থে সরকারী বিদ্যুতপ্রকল্প সাবসিডি পায় আবার বেসরকারী উড়োজাহাজ প্রকল্পও পায় । বেসরকারীতে একটা দুটো বিজয় মলিয়া শো অফ করে বলে চোখে দেখতে পান । সরকারী তে শত শত চ্যিয়ার্ম্যান -চেয়ার পারসন -ওম্বাডসম্যান পোস্ট এর লোকরা জনগনের ট্যাক্স এর পয়সায় সারা বছর বিলাসবহুল বাংলো -পার্কস -বিদেশ ভ্রমণ পাচ্ছে । সেগুলো চোখে পরেনা । এত সাদা -কালো কী মজা নয় দুনিয়া টা :)
  • dc | 120.227.234.221 | ০৮ জুলাই ২০১৬ ০৯:৫৭707673
  • ঠিক, কোনকিছুই সাদাকালো না। হাজার পাঁচেক শেডস অফ গ্রে আছে।

    কিন্তু হ্যাঁ, জয় মিলিটারি ;d
  • amit | 213.0.3.2 | ০৮ জুলাই ২০১৬ ১০:০৭707674
  • একক কে ক। একেবারে সত্যি কথা।
  • | 127.194.83.49 | ০৮ জুলাই ২০১৬ ১০:৪২707676
  • "একমাত্র বিশুদ্ধ কমি, বিশুদ্ধ ইসলামিস্টরাই নিজেরা সবার বিরুদ্ধে লড়তে যায়-গোহারা হেরে ফিরে আসে। বুদ্ধমানরা স্ট্রাটেজিতে খেলে। সেই জন্যই আমেরিকা জিতবে শেষে।"
    -- এজন্যই বিপস্যার স্তালিনপন্থী। সে ভদ্রলোক কমি হয়েও একবার নাজি, আর তারপর একবার চার্চিলাদির, সাথে গেসিলেন। বুদ্ধমান নোক তো।
  • PM | 59.14.112.52 | ০৮ জুলাই ২০১৬ ১০:৪৬707677
  • বিপ যা বলছে সেটা প্রয় ট্রাম্প যা বলছে তার অনুসারী। তাহলে আর হিলারীকে সমর্থন করছে কেনো? ট্রাম্পকে করলেই পরে ঃ)
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ১০:৫৩707678
  • একককে ক।
    সুইপিং মার্কেট বিরোধিতার ইনকন্সিস্টেন্সি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে।

    জ কে ক।
    বিপের মার্কিন ভজনার হাস্যকর দিকটি দেখানোর জন্যে।
  • কল্লোল | 111.59.17.122 | ০৮ জুলাই ২০১৬ ১১:০২707679
  • একক।
    যারা ফ্রি মার্কেটের বিরোধীতা করেন, তারা অবশ্যই ভর্তুকির সমর্থক। তাতে অসুবিধার কি আছে? তারা বলছে সরকার সব কিছু নিয়ন্ত্রন করবে। তো, সেটাই করছে। তাতে তো কোন সমস্যা নেই। সেটা কাজ করে কি করে না, সে প্রশ্ন অন্য।
    কিন্তু মুখে বলবো প্রতিযোগীতায় টিঁকলে বাঁচবে, নয়তো ভোগে যাও। আবার ভোগে গেলে লোকের টাকায় ক্ষীর খাও, সেটা তো অসুবিধার। খুবই অসুবিধার।
    তো দেখা যাচ্ছে ফ্রি মার্কেটও কাজ করে না, সময়মতো লোকের পয়সায় সরকারী ডোল লাগে। শিল্প করতে সেজ লাগে, সেখানে প্রতিযোগীতায় জিততে সরকারের বদান্যতা লাগে।
    তাহলে আর বড় বড় কথা বলে কি হবে?
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ১২:৫৮707680
  • যদি কেউ পড়তে আগ্রহী হনঃ

    Afsah, Ebrahim, "Contested Universalities of International Law: Islam's Struggle with Modernity" (May 1, 2008). Journal of the History of International Law, Vol. 10 (2008) pp. 259-307 (you can create a free SSRN profile that will give you access to this article and many more of the course readings)

    Additional readings

    Clark B. Lombardi, "Designing Islamic Constitutions: Past Trends and Options for a Democratic Future", International Journal of Constitutional Law, 2013; University of Washington School of Law Research Paper
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ১৩:০১707681
  • কমন সেন্স ইজ নট দ্যাট কমন!
    ফ্রী মার্কেট ইজ নট দ্যাট ফ্রি!
  • শিবির | 182.56.36.74 | ০৮ জুলাই ২০১৬ ২০:০৯707682
  • তাহলে রেগুলেটেড মার্কেট বলতে কি বোঝায় dc?
  • sm | 53.251.91.156 | ০৮ জুলাই ২০১৬ ২১:১৮707683
  • ওরে বাপ্পা, বুঝা কি এমন শক্ত! ফ্রি মার্কেট হলো চেন এ বাঁধা কুকুর। আর রেগুলেটেড হলো মালিকের এক হাতে চেন অন্য হাতে চাবুক।
  • umesh | 223.205.194.38 | ০৮ জুলাই ২০১৬ ২৩:১২707684
  • দুনিয়ার সমস্ত সমস্যা নিয়ে কথা বলা, বিপ পাল ডালাস নিয়ে চুপ কেন?

    এতো দেখি চাড্ডিদের থেকে বড়ো দেশপ্রেমী।

    ঘটনাটা আমেরিকা তে না হয়ে অন্য কোথা হলে তো এতক্ষনে দশ পাতার টই লেখা হয়ে যেত।

    নাকি, বিপ এখনো ধরতে পারছে না ডালাসের দোষ কার উপর চাপাবে, কমিদের উপর না ইসলামের উপর।

    আমি অপেক্ষা তে রইলাম।
  • bip | 183.67.3.44 | ০৯ জুলাই ২০১৬ ০৬:২৪707685
  • লোকজনের এটাই সমস্যা সবাই ইউটোপিয়ান রাষ্ট্রের খোঁজে-যেখানে বৈষম্য শোষন নেই, সব কিছু আছের দেশ।

    সমস্যা হচ্ছে যারা গুরু বা যেকোন যায়গাতে লেখালেখি করে-সবাই মনের মধ্যে বুকের মধ্যে একটা স্বপ্ন পোষে।

    না আমেরিকা কোন ইউটোপিয়া না। অনেক কিছু গলদ আছে-আবার সেলফ কারেকশনের চেষ্টাও আছে।

    ইউটোপিয়া রাষ্ট্রের স্বপ্ন আসলেই স্বপ্নদোষে বিছানা ভেজানো-যার থেকে সব ধরনের জঙ্গীবাদের উত্থান।

    সেলফকারেকশন ফোরপ্লে-আদৌ সঙ্গম হবে কি না কেউ জানে না। কিন্ত সেটাই বাস্তব।
  • dc | 181.49.160.99 | ০৯ জুলাই ২০১৬ ০৮:৪০707687
  • শিবির, "ফ্রি মার্কেট" বলতে কমন ইউসেজে বোঝায় সরকার দ্বারা রেগুলেটেড, কিন্তু কয়েকটা ক্ষেত্র ছাড়া সরকারের নাক না গলানো মার্কেট। সরকারের নাক না গলানো মানে সরকার নিজে ব্যাবসায়ে নামবে না। সরকারের রোল মার্কেট রেগুলেট করা, ডিম্যান্ড আর সাপ্লাই দুটোই যাতে বাড়ে এরকম অপটিমাল পলিসি নেওয়া ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন