এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অচলায়তনের দেয়ালের ফোকর ও ভালবাসা

    ranjan roy
    অন্যান্য | ১৩ জুন ২০১৬ | ১২২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.71.209.214 | ১২ আগস্ট ২০১৬ ১৩:২১708428
  • সবই হল গিয়ে ক্লোজেট ক্যাডার মানসিকতা। কারুর মিশনের অ্যানেকডোট শুনলে রাগ হয়ে যায়, আমার হয় সিপিএম কে নিয়ে, কারুর হয় সেক্সের গন্ধ নিয়ে, কারুর আবার আম্রিকা ক্যাপিটালিজম আর সোকলড নাস্তিকতা নিয়ে, নকশাল নিয়ে আছে কেউ কেউ। সবাই গরু। শুধু গায়ের রংটাই যা আলাদা।

    সবাই যখন টই ঘাঁটবে তো আমিই বা বাদ থাকি কেন?।
  • | 213.132.214.88 | ১২ আগস্ট ২০১৬ ১৩:৩৬708429
  • একজ্যাক্টলি।

    ঃ)))
  • avi | 37.63.185.175 | ১২ আগস্ট ২০১৬ ১৭:৪৯708430
  • হ্যাঁ, ক্লোজেট ক্যাডার মানসিকতাকে সামলানো মুশকিল। এই কদিন আগে এক খবর বেরোল, এক স্টাডি হয়েছে মেডিক্যাল কলেজের ছানাদের নেশা ইত্যাদি নিয়ে। তাই দেখেই সবার সে কি রাগ! আমি নেশা করি নি, আমার চেনা কেউ জুতোর কালি শোঁকে নি আরো কত কি। সবাই সবকিছুই তখন পার্সোনালি নিয়ে নেয়। আর উল্টোমতকে ক্যাটেগরাইজ করতে লাফিয়ে রেডি। যেন মেডিক্যাল কলেজের ইমেজের বাঁচামরা ওই কজনেরই হাতে। উফফফ। যত বলি, ওরে তোদের কেউ কিছু বলে নি, শান্ত হয়ে দ্যাখ, তত লাফায় সব। ভুলভাল লজিক দ্যায়, আবার দেখিয়ে দিলে দাবি করে সেসব নাকি সারকাজম। ক্ষি চাপ। শেষমেশ সব নী জার্ক রিয়্যাকশন বলে ঠাণ্ডা হল। :-(
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ আগস্ট ২০১৬ ২২:৪৪708431
  • ঠাকুরঘরে কে রে?

    নাঃ থাক। রঞ্জনদার লেখার অপেক্ষা করছি।
  • আবার লেখার সময় | 127.194.219.18 | ১৩ আগস্ট ২০১৬ ০০:১৩708432
  • আবার লেখার সময় ভালো করে ঘষামাজা করতে হবে। লেখা হিসেবে ভালো কিছু হয় নি। মুখরোচক বলতে হলেও সেটা সাবজেক্টের জন্যে, লেখার কোয়ালিটি হিসেবে নয়। তবে ঐ আর কি, বাজারে তো সেনশেসনই চলে।

    তবে আশার কথা এই, রঞ্জনদা সাহিত্য ব্যপারটা বোঝেন। রিরাইট করার সময় ব্যক্তিগত অভিজ্ঞতা, বাজারে খাওয়ানোর জন্য ফিকশনের মশলারূপী রগরগে স্বাদ, সমকামীতা - মিশনের প্রেম - বয়ঃসন্ধির কৌতুহল - ফ্যান্টাসি ইত্যাদির ককটেল জাস্টিফিকেশন ও যুক্তিজালের প্রবন্ধ গল্পের মোড়কে মুড়ে ছাড়তে গিয়ে এমন স্বভাবসুলভ সময়াভাবের খিচুড়ি ছাড়বেন না। বিরিয়ানি-টানি বানাবেন।

    আর একটা সাজেশন, প্রবন্ধ লিখতে হলে গোদা ভাষায় আগে লিখে ফেলুন - আমার এই এই মনে হয় এই এই জিনিসের কারণ হিসেবে। হয়ে গেল প্রাত;কৃত্য। এবার লিখতে শুরু করুন গল্প। দেখবেন তাতে গল্পের শরীরে এদিক ওদিক থেকে সেই চেপে রাখা প্রবন্ধের গ্যাজলা বেরুচ্ছে না।
  • Atoz | 161.141.85.8 | ১৩ আগস্ট ২০১৬ ০০:৪৬708433
  • লেখকদাদা গো, সো ও ও জা, নেমসেক বন্দ্যোর কাছে চলে যান এ লেখা বগলদাবা করে। উনি এই লাইনেরই লোক। এই করেই করে কম্মে খাচ্ছেন।
    এ লেখা পেলে লুফে নিয়ে এক্কেবারে মশল্লা করে ছেড়ে দেবেন। তখন দু'জনে মিলে বই বার করবেন বেশ।

    ডিঃ ম
    ঃ-) ঃ-) ঃ-)
  • Ranjan Roy | ১৩ আগস্ট ২০১৬ ০৭:৫৮708434
  • এতোজ,
    ঃ)))))
  • Abhyu | 81.12.53.153 | ১৩ আগস্ট ২০১৬ ১০:৩৮708435
  • পাপী মন, ঠাকুরঘর ইত্যাদি। আর রঞ্জনদা বলেই দিয়েছেন যে এটি সাহিত্যচর্চা মাত্র, কারো কুচ্ছো নয়। নাম ধাম তো বদলানো হয়েই গেছে। ডিডি বলেছেন পাঠপ্রতিক্রিয়ায় একটু ভাবনা চিন্তার প্রয়োজন দরকার। তবু...

    পাঠক না ভাবুক, রঞ্জন রায় যে না ভেবে কাজ করেন না সেটা অন্ততঃ আমার মনে হয়। মানছি কুচ্ছো নয়, তবু একটু দেখা যাক।

    প্রথম টইঃ বিষয়ঃ রামকিষ্ট মিশনের হস্টেলে http://www.guruchandali.com/blog/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1295131802201&contentPageNum=1

    প্রথম পোস্টের প্রথম লাইনঃ এই টই শুরু করার পরিকল্পনা ছিল রঞ্জনদার। মাস কয়েক আগে সে কথা জানার পর থেকেই অপেক্ষায় আছি। (২০১১ সাল)

    সেখানে Date:26 Jan 2011 -- 01:43 AM পোস্টঃ আমার ক্লাস নাইনে আমাদের ফেবারিট রামকানাইদা (স্বামী শান্তিনাথানন্দ) - ধরে নেওয়া যায় সত্যি কথা বলছেন। অন্ততঃ নাম বদলেছেন এমন কোনো ডিসক্লেমার সেখানে নেই। সেখানেই আছে ( হোমো ছিলেন না, হেটারো- ছিলেন সেটাও তখন আমাকে অ্যাপীল করতো।) আরো আছে " শিগ্গিরই আলাদা টই খুলে জমিয়ে বলবো।"

    পরের বছর (২০১২ সাল)
    বিষয়ঃ মিশনের ধুপছায়া দিনগুলি http://www.guruchandali.com/default/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1337883486849&contentPageNum=1
    শুরু হচ্ছে "( ভুল বুঝবেন না, এটি মিশনের বা কোন মিশনারি শিক্ষাব্যবস্থার ভ্যালুয়েশন নয়; ... কিছু নাম বদলে দিয়েছি।)
    Date:28 May 2012 -- 04:57 PM রামকানাইদা? মানে স্বামী শান্তিনাথানন্দ? যিনি প্রেয়ারের জন্যে ভজনগুলোর একটি সংকলন সম্পাদন করেছেন! নীল রঙের বইটি , সুন্দর ভূমিকা প্রায় শ'খানেক গান।

    কয়েক বছর পরে (২০১৬)
    বিষয়ঃ অচলায়তনের দেয়ালের ফোকর ও ভালবাসা http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1465769219907&contentPageNum=1
    শুরু হচ্ছে "কোন প্রতিষ্ঠানবিশেষ বা ব্যক্তিবিশেষকে আঘাত দেওয়া এই লেখাটির উদ্দেশ্য নয়। "

    ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে যে এটি সাহিত্যকীর্তি। আমরা এও জানি যে আর লেখাটার উদ্দেশ্য কিন্তু মিশনের কুচ্ছো করা নয়। তবু

    11 Aug 2016 -- 05:34 PM আরো খুলে বলিঃ ... সমকাম...বিকৃতি ... আশ্রমের পরিবেশে এর ছড়াছড়ি আমাকে কষ্ট দিয়েছিল।

    অর্থাৎ ঠিক সরস্বতীর আরাধনা ব্যাপারটা ছাড়াও এই লেখার আরো কিছু উদ্দেশ্য থাকতে পারে, রাইট? আর রামকানাইদা নামটাও পাওয়া যাচ্ছে।

    আপাততঃ এই। রঞ্জনদাকে একটা প্রশ্ন করি - সত্যি কথা বলবেন প্লিজ। রামকানাইদা ওরফে স্বামী শান্তিনাথানন্দ নামটা কি সত্যি না আপনার বানানো?
  • Ekak | 53.224.129.48 | ১৩ আগস্ট ২০১৬ ১১:৩৭708436
  • নামটা কল্পিত বলেই মনে হয় । কারন স্বামী শান্তিনাথানন্দ 2004 সাল নাগাদ চেন্নাই এর মোনাস্টিক সেন্টার হেড ছিলেন বলে জানা যাচ্ছে । স্বামী রঙ্গনাথানন্দর সময় । বহিস্কৃত সন্যাসী ইনি নন । আবার রামকৃষ্ণ অর্ডারে একই সন্যাস নাম দুজনকে দেওয়ার চল নেই বলেই জানি । একেবারে সেই ডিরেক্ট ডিসাইপলদেড় নাম হয়তো রিপিট হতে পারে কিন্তু পরে একটা ইউনিকনেস রাখা হয় কাজের সুবিধের জন্যেই ।
  • না | 188.20.55.16 | ১৩ আগস্ট ২০১৬ ১২:৫৫708217
  • নাঃ, ডিরেক্ট ডিসাইপলদের নাম কভি রিপিট নেহি হোতা । আরেকটা বিবেকানন্দ, অখণ্ডানন্দ, শিবানন্দ পাবেন না ।
    এই গল্পের নাম রামকানাইয়ের নির্বুদ্ধিতা দিলেই তো হত ।
  • Ekak | 53.224.129.48 | ১৩ আগস্ট ২০১৬ ১৬:০৯708218
  • হ্যা ঠিক , সেসব রিপিটেশনও শুনিনি কখনো । তাহলে এটুকু সিওর যে "শান্তিনাথানন্দ" এই গল্পের প্রয়োজনে নেওয়া কাল্পনিক নাম । কারণ সাউথের মিশনের শান্তিনাথানন্দ কে সাউথ ইন্ডিয়া চ্যাপ্টারে পাওয়া যাচ্ছে 2004 সালে । এখন এদিকেই আছেন না অন্য কোনো মঠ সেন্টারে জানিনা । রঞ্জনদা যদি আগাগোড়া সর্বত্র এটাকে কল্পিত নাম হিসেবে ব্যবহার করে থাকেন তাহলে লেখক হিসেবে সেটা করতেই পারেন ।
  • cm | 127.247.98.227 | ১৩ আগস্ট ২০১৬ ১৭:৩৯708220
  • বিশেষ
  • cm | 127.247.98.227 | ১৩ আগস্ট ২০১৬ ১৭:৩৯708219
  • বিষেষ দুএকজনের মন্তব্য দেখে এই টই একটু ঘেঁটে দেখলাম। না দেখে কিছু মিস করি নাই। সাধারণনীতি হল কেউ কোর্টে হলফনামা দিয়ে কিছু না বললে আমি কল্পনাপ্রবণ মনের খেলা হিসেবেই ধরে নিই। সত্যাশ্রয়ী ঘরানা একটি লিখনরীতি ওর সাথে সত্যি মিথ্যের সম্পর্ক নাই।
  • Bratin | 37.63.169.82 | ১৪ আগস্ট ২০১৬ ০৮:৪১708221
  • স্বপ্বে পোলাও রাঁধলে তাতে বেশী ঘি দেওয়াই দস্তুর।

    রঞ্জন দা আজকে লিখেছেন না গুরু তে। কিন্তু ওনার কোন লেখা থেকে ই মনে হয় মিশনে র প্রতি ওনার দারুন "ভক্তি"। বা মিশন যা কাজ করেছে/ করছে তাতে উনি গর্বিত।

    বরং মিশন সম্পর্কে যতবার ওনি মুখ খুলেছেন মূল থিম হিসাবে সমকামিতা কে নিয়ে এনেছেন। যদি ও তার আগে ডিসক্লেমারে র বন্যা বইয়ে দিয়েছেন।ঃ)))

    আপাততঃ এই।
  • Du | 106.226.144.150 | ১৫ আগস্ট ২০১৬ ০০:৪৩708222
  • কেউ একটা ফতোয়া দিয়ে দিন। তাহলেই স্ক্রিপট সম্পূর্ণ হয়।
  • Abhyu | 57.32.114.152 | ১৫ আগস্ট ২০১৬ ০০:৪৯708223
  • আমি শুধু রঞ্জনদার উত্তরের অপেক্ষায় আছি।
    (১) রামকানাই নামটা আসল না লেখকের বানানো?
    (২) শান্তিনাথানন্দ নামটা আসল না লেখকের বানানো?

    বাকি কথা তারপরে।
  • Abhyu | 80.158.100.26 | ১৫ আগস্ট ২০১৬ ০৭:২৩708224
  • ভাট থেকে কপি পেস্ট।

    name: Ranjan Roy mail: country:

    IP Address : 132.180.17.115 (*) Date:15 Aug 2016 -- 07:14 AM

    অভ্যু,
    উত্তরটা হ্যাঁ; এবং ওই গানের বইটি তার সম্পাদনা সমেত।

    এখানে এই বলেই আপাততঃ ইতি টানি, যে এক ভদ্রলোকের নাম ধাম সমেত (সম্ভবতঃ ভদ্রমহিলার নামটাও সত্যি) লেখা হচ্ছে, দীর্ঘকাল ধরে, কোন মহারাজ কার সাথে কি লটঘট করতে গিয়ে কি হয়েছিল ইত্যাদি। নামটা বদলানোর সৌজন্যও দেখানো হয় নি। তো, আমার হিসেব মতে এটা শুরুর ঐ অতশত ডিসক্লেমারগুলো না থাকলেও চলত বোধ হয়। এইটুকুই দেখাতে চেয়েছিলাম। ব্যস। এবার লেখা চলুক।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০১৬ ০৭:৪৩708225
  • না, ভদ্রমহিলার নামটা সত্যি নয়।
    আর মিশন ওনাকে "অর্ডার" থেকে বের করে দিয়ে সংগঠনের আচরণবিধি ভঙ্গের শাস্তি দিয়ে ওদের দিক থেকে ঠিকই করেছিলেন।
    কিন্তু আমাদের অনেকের চোখে ওঁর "লটঘট" একটি রক্তমাংসের মানুষের ক্ষমাযোগ্য বিচ্যুতি। ফলে আমার ব্যক্তিগত ভালোবাসা ও সহানুভূতি ওঁর সঙ্গে। এই ধরণের মানবিক বিচ্যুতি পুরাণকথায় অনেক বরেণ্য ঋষিমুনির গল্পেও আছে। ঋষিপত্নীর গল্পেও আছে।
    তাতে তাঁদের জন্যে নির্মিত শ্রদ্ধার আসন এতটুকু টাল খায় নি।
    ব্যাস, শকুন্তলার জন্ম, অহল্যার উপাখ্যান।
    অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরীরাও নিত্যস্মরণীয় , ওঁদের নাম স্মরণে মহাপাতক নাশ হয়।

    রামকানাইদার কোন পরিবার নেই। উনি আজ এই ধরাধামে নেই। তাই নাম দিয়েছিলাম।
    এখন মনে হচ্ছে যে হয়ত না দিলেই হত।
    এর সঙ্গে ডিসক্লেমারের কোন সম্পর্কই নেই। আমি ওই ডিসক্লেমারের প্রত্যেকটি শব্দ own করছি এবং আমিও সিরিয়াস।

    আবার বলছি যে ৫০ বছর আগে যা ব্যতিক্রমী মনে হত তা আজ নয়। সেই জন্যেই কিছু ব্যতিক্রমী ভালোবাসার গল্প শোনানোর ইচ্ছে।
    এবং এই 'ব্যতিক্রমী' গল্পে কারও ভাবনায় বা চিত্তে আঘাত লেগে গেলে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।
  • π | ১৫ আগস্ট ২০১৬ ০৭:৫৩708226
  • মিশনের সন্ন্যাসী হয়ে কাউকে ভালোসেবেসেছেন, এই কথা জেনে সেই সন্ন্যাসী বা মিশন কারুর সম্বন্ধেই কোন খারাপ লাগা আসেইনি। মানে কোন অপরাধও মনে হয়নি, যার ফলে ক্ষমা করতে হবে। এটা মিশনের নিয়মের থেকে বিচ্যুতি, তাই মিশনে থাকা চলবে না, এই হিসেবে দেখব মাত্র।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০১৬ ০৮:০০708228
  • @শান্তনু,
    আলুভাতের প্রশস্তি
    ============
    এটা টিপিক্যাল ঘটি ডিশ, আলু-পোস্ত বা শুক্তোর মত।
    আশ্রমে ওইটা দারুণ লাগত। আলুসেদ্ধ মেখে একটা গোলা বানানো--তাতে লংকা, পেঁয়াজ কুচো মেশানো; কখনও কখনও সর্ষে ফোড়ন।
    একটা মজা ছিল, অধিকাংশ দিন ওটা সবার জন্যে হত না।কিন্তু মুখে ঘা হয়েছে বললে ওই একটা গোল্লা ও এক চামচ ঘি পাতে পড়ত।
    তাই মাঝে মাঝে আমাদের কারও কারও মুখে ঘা হত।
    সেই আমার আলুভাতের সঙ্গে প্রেমের শুরু।

    আজও আলুভাতের একটা গোলা পেলে, সর্ষের তেল বা ঘি যাই হোক, একথালা ভাত উঠে যায়।ঃ))
  • Rabaahuta | 84.90.233.15 | ১৫ আগস্ট ২০১৬ ০৯:৪৮708229
  • নাম ধাম বদলে দেওয়াটা খুব বেসিক সৌজন্য হওয়া উচিত ছিলো বলে আমারও মনে হয়, তবে রন্জনদার জায়গায় লেখক হিসেবে আমি থাকলে লেখার ব্যাকগ্রাউন্ড বিষয়ক প্রশ্ন উপেক্ষা করতাম।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০১৬ ১৪:৫০708230
  • "নাম ধাম বদলে দেওয়াটা খুব বেসিক সৌজন্য হওয়া উচিত ছিলো বলে আমারও মনে হয়"।
    -- হ্যাঁ, এই কথাটা আজকে আমার মেয়েও বলল।
    ওর ভাষায়-- জাস্ট ডিসগাস্টিং ! হাও কুড য়ু ডু ইট?

    হ্যাঁ, যতই ভাবছি মনে হচ্ছে এটা যা তা ভুল করেছি।
  • Ekak | 53.224.129.50 | ১৫ আগস্ট ২০১৬ ১৫:১৮708231
  • একই নামে দুজন সন্যাসী হয় তাহলে । "শতাব্দী স্মরণম " থেকে , পৃষ্ঠা 14 :

    "For a little more than a decade the Samithi worked steadily when all the members felt the need to have a permanent branch centre of Ramakrishna Math in Kadapa. Their appeals to the Most Revered Ranganathanandaji Maharajthe then President of the Ramakrishna Math and Mission, Belur Math, Howrah, were received with full consideration. Finally in the year 2004 by the grace of Sri Gurumaharaj, Holy Mother Sri Sarada Devi and Swami Vivekananda
    the devotees of Kadapa and the neighbourhood rejoiced to receive the happy message. The authorities of the Ramakrishna Math and
    Ramakrishna Mission had graciously resolved to acCOrd a branch Centre of Ramakrishna Math
    in Kadapa with the status of a sub-centre of Sri Ramakrishna Math, Chennai. Swami Shantinathanandaji was posted as monk-incharge of the sub-centre and Swami Kutasthanandaji was posted to support him. In May 2004 Ramakrishna Math, Kadapa was formed officially when the Ramakrishna Seva Samithiformally handed over the building to the Math."

    মোবাইল নাম্বারের মতো ব্যাপার মনে হচ্ছে , ক্যানসেলড নাম্বার রি ডিস্ট্রিবিউট করেছে।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০১৬ ১৮:৩৪708232
  • ভাল বলেছ একক।
    রামকানাইদা ( স্বামী শান্তিনাথানন্দ) ১৯৬০ থেকে ১৯৬৪ অব্দি বরানগর মিশনে ছিলেন। সেক্রেটারি হন ১৯৬১র শেষ দিকে ন'দা বা স্বামী নিরঞ্জনানন্দ গত হলে। রামকানাইদার পর আসেন স্বামী নির্জরানন্দ এবং সহযোগী হিসেবে কেশব মহারাজ।
  • R2h | 84.90.233.15 | ১৫ আগস্ট ২০১৬ ১৮:৫৪708233
  • বাহ। জুতোর মাপ, কান কটকট করে কিনা, পিসতুতো নাতজামাইয়ের কুলুজী এইগুলো ও লিখে দিলে ষোলকলা পূর্ণ হয়। এই না হলে ফিকশন।
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০১৬ ২২:৫৭708234
  • ব্যর্থ ফিকশন! বটতলা ফিকশন!
  • R2h | 76.87.117.173 | ১৫ আগস্ট ২০১৬ ২৩:১১708235
  • তা কেন, কিন্তু বারবার এত বাস্তব ডিটেল দিয়ে দেওয়াটা, রন্জনদা, একি তব বিবেচনা।
  • Abhyu | 126.203.182.109 | ১৬ আগস্ট ২০১৬ ১৫:৪৮708236
  • আগের দিন লেখার সময় পাই নি, আজ লিখছি। মিশনের হোস্টেল সমাজের বাইরে নয়। সমাজে যে অপরাধ ঘটে তা মিশনের হোস্টেলে হতেই পারে। পেডোফিলিয়া নিয়ে আমার কোনো সহানুভূতি নেই এবং অপরাধীর শাস্তি হওয়াই উচিত। দমুদির পোস্ট এবং বোজোর দেওয়া রেফারেন্স ভুলে যাবেন না।

    10:38 AMএর পোস্টে আমি দেখাতে চেয়েছিলাম রঞ্জনদার মিশন সংক্রান্ত লেখায় (আমার মতে) একটা ঘৃণা বেরিয়ে আসে সমকাম...বিকৃতি ... আশ্রমের পরিবেশে এর ছড়াছড়ি, বা যিনি মিশনের আদর্শ থেকে সরে আসায় বহিষ্কৃত তাঁর সব রকম ডিটেল দিয়ে দেওয়া (বহিষ্কৃত হবার ঘটনাটাকে কেচ্ছা ছাড়া আর কি বলব?)।

    আরেকটা জিনিস। এটা একবারও মনে হল না যে যদি ওনার পরিবার থাকত তাহলে রঞ্জনদা মার খেতে পারতেন, যদি উনি ধরাধামে থাকতেন তো মানহানির মামলা হতে পারত, যদি উনি মিশনে থাকতেন তাহলে মিশনের লম্বা হাত পেরিয়ে কিছু করা সহজ হত না - কিন্তু এগুলোর কোমো চান্স এখন নেই। মোট কথায়, যাঁর হাত থেকে নিজের কোনো ক্ষতির আশঙ্কা নেই - তিনি ধরাধামে নেই, আত্মীয়-স্বজন-মিশন কেউ যাঁর পাশে নেই, তাঁর পরিচয় দিয়ে (কারো কারো কাছে) সুন্দর একটি কেচ্ছা উপহার দিয়ে রঞ্জনদার কি লাভ হল? এইটা একটু ভাববেন প্লিজ।
  • Abhyu | 126.203.182.109 | ১৬ আগস্ট ২০১৬ ১৫:৫২708237
  • আরো স্পষ্ট করে - মিশনকে নানা লোকে নানা ভাবে দেখে। রঞ্জনদা নিজের ধারণা লিখতেই পারেন। বিবেকানন্দ নিজেই একবার বলেছিলেন (প্যারাফ্রেজিত) যে জিনিস দুটো আঘাত সমালোচনা সহ্য করতে পারে না সে জিনিস থাকল কিনা কে পরোয়া করে?
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ১৬:০৬708239
  • রঞ্জনদা,
    পরের লেখাটার অপেক্ষায় আছি। তর্ক বিতর্ক এখানে আর লিখবেন না প্লীজ। মূল লেখাটা হারিয়ে যাচ্ছে। বিতর্কটা লেখা শেষ হবার পরে বা অন্য কোথাও করুন। লেখাটার ফ্লো নষ্ট হয়ে গেছে। বাকিটা আপনার বিবেচনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন