এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : বৃষ্টিমুখর সন্ধ্যা (রায়), নীল পাখি, ও থংস ওরফে আপার পেনিনসুলা

    Tim
    অন্যান্য | ০৬ জুন ২০১৬ | ১৩২৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 108.228.61.183 | ০৬ জুন ২০১৬ ০৮:৪৬709731
  • বুঝতেই পারছেন সর্ষেটি অত্যন্ত জটিল হতে চলেছে। এর শুরু নাই শেষ নাই। আদিগন্ত শ্বশুরবাড়িতে চারটি প্রাণীর নিঃশব্দ হ্যা হ্যা সম্বলিত ভ্রমণকাহিনী। গন্তব্য ছিলো লেক সুপিরিয়রের তীরবর্তী অঞ্চল। অট্রেইন রিভার ফরেস্টের মধ্যেই বাসস্থান। অট্রেইন লেকের ধারে। পাত্রপাত্রী গুরুর জনতা, অতএব চলন্ত ভাটিয়ালী বললে কমই বলা হয়। মহামান্য সোসেন, রাজাধিরাজ ভাগী, হু এবং এই অধম।

    আপাতত আমরা একটা গানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেবো। পরে আসছি ফিরে। এই গান এই ট্রিপের জাতীয় সঙ্গীত বললে অত্যুক্তি হয়না। সৌজন্যেঃ বড়েস, পাখির ব্লগ।

  • aranya | 154.160.226.92 | ০৬ জুন ২০১৬ ০৮:৪৭709842
  • হিংসে, হিংসে
  • sosen | 50.128.208.34 | ০৬ জুন ২০১৬ ১০:১৯709914
  • এই তো এসেছে সেই জটিল সর্ষে ঃ))
  • R2h | 84.90.234.227 | ০৬ জুন ২০১৬ ১০:২৬709925
  • ঃ/
  • S | 74.234.95.160 | ০৬ জুন ২০১৬ ১০:৪৫709936
  • আমিও এখন এক লেকের পাশে শুয়ে/বসে গুরু করছি। ছুটি ও ভোগবাদী গরিমা নিলাম।
  • d | 144.159.168.72 | ০৬ জুন ২০১৬ ১১:৩৮709947
  • অনেকদিন বাদে এই একটা বোধহয় পড়ার মত টই হতে চলেছে।
  • hu | 78.63.145.192 | ০৬ জুন ২০১৬ ১৭:৫১709958
  • থংসের দিকে এখনও কারোর চোখ পড়েনি। বোধহয় কংস ভাবছে।
  • d | 144.159.168.72 | ০৬ জুন ২০১৬ ১৭:৫৯709969
  • হ্যাঁ দেখেছি তো। ভাবলাম ওটা লেকে সাঁতারকাটার সাথে যুক্ত, ক্রমশঃ প্রকাশ্য।
  • Arpan | 233.227.245.225 | ০৬ জুন ২০১৬ ১৯:৪৬709980
  • ওটা তো আপার পেনিনসুলার শেপ। ম্যাপে দেখলে অমন লাগে। ঃ)

    গোদা মাথায় যেটুকু আন্দাজ করলাম।
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২১:০৫709732
  • এই বিষয়ে অন্য তিনজন লিখবে। ট্যাবু বলে একখান ওয়ার্ড গেম আছে, সেই সংক্রান্ত মজাদার কিস্যা। কিন্তু সে তো রবিবারের কথা। তার আগে শুক্রবার শনিবার আছে।

    প্ল্যানটা ছোট করে বলে দিই, কলকাকলি শুরু হওয়ার আগে। শুক্রবার সন্ধ্যায় শিকাগো এয়ারপোর্টে সোসেন ও ভাগী এসে নামলো। তাদের তুলে নিয়ে ড্রাইভ শুরু হলো মিশিগান লেকের পূর্বদিক ধরে। সেদিন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছিলো, শুনশান রাস্তা। তিনঘন্টা মত গিয়ে হাডসনভিলে (গ্র্যান্ড র‌্যাপিড্স এর কাছে) আমাদের রাতের আস্তানা। এমনিতে আপার পেনিনসুলা যাওয়ার (মিউনিসিং এর দিকে) এইটা ঘুরপথ, কিন্তু আমরা এদিক দিয়েই গেলাম যাতে শনিবার দুপুরে পথে ম্যাকিনাক দেখে সন্ধ্যের ঝোঁকে অট্রেইন পৌঁছতে পারি। তারপর রবি আর সোম থেকে মঙ্গলবার সকালে বেরিয়ে আবার শিকাগোয় দুই মূর্তিকে জমা করে আমি আর হুচি বাড়ি ফিরবো।

    শুক্রবার সন্ধ্যেয় দেখা গেল ভাগী ও হুচি কতকিছু জানেনা, যথা রোজাভা কি, পাখিরা সভ্যতার অভিশাপ কেন, রাজকুমার রাজেন্দ্রকুমারের পার্থক্য (এটা নিয়ে ভাটে ক্র্যাশকোর্স হয়েছিলো কিন্তু লাভ হয়নি দেখা যাচ্ছে), অজিত কুমার গৌরব এদেরকে কেন আমরা চিনি ইত্যাদি। ভাগী ঘোষনা করলো এই ট্রিপে হুচিকে বলিউড ১০১ কোর্সের লেকচার দিতে হবে। উল্টোদিকে রোজাভা বিপ্লব (পাল নয়) নিয়ে সম্যক আলোচনা শুরু হলো। তারপর রাত হয়ে গেল আর অমারাও কোনমতে একটা ম্যাকডি পেয়ে পিত্তরক্ষা করে হাডসনভিল পৌঁছে গেলাম। পথে বিষ্টিভেজা মাখোমের মত একটা টোল রোড পড়লো। হুচি খুব দুঃখ করলো সাড়ে চার ডলারে মাত্র কয়েকমাইল ঐ রাস্তায় চালাতে দেওয়ার জন্য। মাগ্যিগন্ডার বাজার, কি আর করা যাবে।

    ও হ্যাঁ বলতে ভুলে গেলাম, এই ট্রিপে আমাদের সঙ্গী হওয়ার কথা ছেলো সপরিবারে হুতোদাদের। আমরা গাড়িতে সেকথাও দুঃখভরে স্মরণ করেছি।
  • hu | 140.160.124.1 | ০৬ জুন ২০১৬ ২১:১১709743
  • টিম বহুত ছড়াচ্ছে। আমি তো রোজাভা জান্তুম। রাজকুমার সম্পর্কেও এমন অসাধারণ উপমা দিয়েছি ভাগী মুগ্ধ হয়ে গেছে। থংস নিয়ে আমি অকুস্থলেই প্রচুর অবদান রেখেছি। ও বিষয়ে আর হেঁ হেঁ নিজমুখে কি বলবো!
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২১:১৬709754
  • না রোজাভা ভাগী জানতোনা, এ টই সে টই ভাট সর্বত্র জিগ্যেস করছিলো আর লোকে ভাবছিলো সার্কাজম। অন্যদিকে তোর বলিউড জ্ঞান স্যানের গোরুমোষ চেনার সমান। এই দুটো আলাদা তো। বুঝে নিতে হবে।
  • hu | 140.160.124.1 | ০৬ জুন ২০১৬ ২১:১৮709765
  • কিন্তু আমি রাজকুমারকে চিন্তাম আর খুব ভালো ডেসক্রাইব করেছিলাম। আমার রাজকুমারগরিমা কেন কেড়ে নিবি?
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২১:২২709776
  • হ্যাঁ, রাজকুমার সেই কাঠের মত লোকটা? এইটা তোর কমেন ছিলো। তাতে দুঃখের কিছু নেই আমি ছোটবেলায় রাজেন্দ্রকুমারকে দেখলেই চিঁড়েসেদ্ধর কথা ভাবতাম, কিন্তু কিছুতেই বুঝতাম না কেন অমন মনে হয়।
  • R2h | 76.87.30.233 | ০৬ জুন ২০১৬ ২১:৩৫709787
  • এই টইটা পড়তে পড়তে আমি প্রচন্ড রেগে যাচ্ছি। ছাচা ইত্যাদি। হ্যাঃ।
  • sosen | 177.96.35.127 | ০৬ জুন ২০১৬ ২১:৪৪709798
  • আরে এরা কি জোরে গাড়ি চালায় রে বাপ। মোটেই সে ঘোরা শুক্কুরবার শুরু হয়নি, শুরু হয়েছিল সে এক সকালে যখন কিনা হুচি ফেসবুকে ডাক পাঠালো, কে কে সামারে ঘুরতে যেতে চায়। আমি জল দেখার জন্য তখন প্রায় ডাঙায় তোলা মাছের মতো ছটফট করছি, ছুটি নেই, ড্রাইভ করতে পারিনা, বস ঘাড়ের উপর নাচছে, পোস্ট ডকের নবলব্ধ গৌরবময় জীবন আর কি। ভাগী কাজের সাগরে হাবুডুবু, কবে কখন কোথায় যেতে পারব কিছুই বুঝতে পারছি না ওদিকে সেই পানসি টান দেয় ক্রমাগত। এমন সময় ডাক আসতেই খড়কুটোসম সেটাকে চেপে ধরা হল, আর তিমির সাজেশন ছিল আপার পেনিনসুলা-অল সাইড সাউথ ফেসিং উইথ ওয়াটার বডি-যেটা কিনা আমার দারুণ পছন্দ হলো। হুতোদা সু-দি আর সোহাগেরো যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ অব্দি হয়ে উঠলো না, আমরা রোজ একবার করে সে কথা বলছিলাম।ওরা কতো হেঁচকি তুলেছে কে জানে!
    ট্রিপ প্ল্যানিং করলো হুচি তিমি, আমাদের তো কুটোটিও নাড়তে হলো না, মাঝে মধ্যে চ্যাটে হাসি তামাশা করা ছাড়া। আমি অবশ্য কোনোকালেই ট্রিপ প্ল্যান ট্যান করি না, আমায় দিয়ে ট্রিপ প্ল্যান করলে শেষ অব্দি কোথায় গিয়ে পৌঁছতাম কে জানে। হানুদাসম ভূগোলের জ্ঞান দিয়ে শুধু বুঝলাম তিনটে লেকের আশেপাশে চরে বেড়াতে হবে, সুপিরিয়র, মিশিগান আর হুরন, এটাও অবশ্য ভাগী বললো বলে জানলাম। আমি তো আড্ডা হবে এই আনন্দেই মশগুল, প্লাস রান্না হবে, সেজন্য হুচি চাল ডাল প্যাক করছে,আর ফেসবুকে ফোজ্জি বাগড়া দিচ্ছে আমাদের ভাত খাওয়ার প্ল্যানে, তিমি রোজই একবার করে বলছে আমি কিন্তু মাল বইতে পারবো না, ভাগী রোজই একবার করে জানাচ্ছে সে কিন্তু রান্না করতে টরতে পারবে না, এসব অবহেলা করে আমি আর হুচি বীরাঙ্গনার ন্যায় রান্নার জিনিসপত্র হিসেব করলাম। প্যাক অবশ্য করলো হুচি, কি করে তিমিকে দিয়ে প্যাক করালো জানিনা, অনুমান করছি বিখ্যাত মুখঝামটা দিয়ে। সেই সব মুখঝামটাদের আমরা ফিরে ফিরে মনে করবো।

    তারপর তো হুশ করে পৌঁছে গেলাম শিকাগো!
  • | ০৬ জুন ২০১৬ ২১:৫৭709809
  • অ্যাই ... এই যে ড্রাইভ না করলে কোত্থাও যাওয়া যায় না এই বাজে বিচ্ছিরি ব্যপারটার জন্যই আমি আম্রিকারে ত্যাগ দেছিলাম।
    ভারী বিশ্রী জায়গা বাপু। ব্ল্যাঙ্কিও নিশ্চয় আমার সাথে একমত হবে।

    তবে হুতো-সুতো গেলে খাওয়াদাওয়ার আরেকটু সুরাহা হত নিঃসন্দেহে। সুতো দুর্ধর্ষ রাঁধুনী।
  • Arpan | 24.195.227.178 | ০৬ জুন ২০১৬ ২২:০৬709820
  • ট্যাহা জমাও। গরীবের জন্য এলন মাস্ক আছেন। আর বছর পাঁচেক বড়জোর।
  • san | 11.39.34.146 | ০৬ জুন ২০১৬ ২২:০৭709831
  • আমিও এটা পড়ে প্রচন্ড রেগে গেছি। তারপর অবশ্য ক্ষমাও করে দিয়েছি বাকিটা লেখা অব্দি।
  • san | 11.39.34.146 | ০৬ জুন ২০১৬ ২২:০৯709843
  • মানে লেখা শেষ হলে তারপর গাল দেব।
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২২:১২709854
  • খাওয়া দাওয়ার কথা যখন উঠলোই তখন মেনুগুলো বলেই দেওয়া যাক। প্রথমদিন অট্রেইন লেকের ধারে কেবিনে পৌঁছে রান্না হলো ডাল, আলুপোস্ত ও ওমলেট। এইসময় আমরা ফোজ্জির কথা স্মরণ করে অপরাধবোধে অধোবদন হয়ে গেলাম। সেই অপরাধবোধেই হয়ত ময়দা ও লুচি ভাজার কড়াই বাস্কো থেকে বেরোয়নি। দিনের বেলা যা হোক কিছু খেয়ে নেওয়া হচ্ছিলো আর রাতে রান্না। পরেরদিন হলো চিকেন কারি। প্রসঙ্গত অট্রেইন লেক কেবিনের ধারে কাছে কোন খাওয়ার দোকান নেই, গ্রসারি নেই, গ্যাস স্টেশন নেই। সর্বোপরি ফোনের টাওয়ার, ওয়াইফাই ইত্যাদি জঞ্জাল নেই। সুতরাং খাবার বানাতেই হতো। যাই হোক খুবই ভালো খেয়েছি, সন্দেহ নাই। সেই স্মোকি মাউন্টেন এর কেবিনে বেগুনভাজা চিকেন কারির পর এই দ্বিতীয় দফায় রান্না করে খাওয়া হলো। থ্যাঙ্কস (নাকি থংস) টু সোসেন ও হুচি।

    খাওয়া দাওয়া আমায় খুবই খোঁটা দেওয়া হয়েচে। বেড়াতে গিয়ে আমি খেলেও হয় না খেলেও হয় মোডে থাকি, যা পাই তাই খাই, কালেভদ্রে খেতে বসে সময়ের অপচয় এড়াতে চাই তাই।

    প্রসঙ্গতঃ সুতোদি এলে লেকের ধারে বিরিয়ানি হতো এ আমার দৃঢ় বিশ্বাস। সে দৃশ্য ভাবলেও রোমাঞ্চ হয়।
  • bhagidaar | 106.2.247.250 | ০৬ জুন ২০১৬ ২২:১৫709865
  • আহা চলুক চলুক
  • sosen | 177.96.35.127 | ০৬ জুন ২০১৬ ২২:১৬709876
  • কথা ছিল আমি ফ্লাইট থেকে এয়ারপোর্টে ঢুকেই দেখতে পাবো ভাগীবাবু আমার গেটের সামনে দাঁড়িয়ে আছেন, কারণ আমার ফ্লাইটের একঘন্টা আগে ওঁর ফ্লাইট অবতীর্ণ হয়েছে। ওমা, বেরিয়ে এদিক দেখি, ওদিক দেখি, সব ভোঁ ভাঁ! তারপর রেগে মেগে দুম দুম করে হাঁটতে হাঁটতে ফোন লাগালুম, ওদিক থেকে আর্তনাদ, সেকি, তুই এসে গিয়েছিস? আমায় তো সাড়ে সাতটায় অ্যারাইভাল দেখাচ্ছে। আচ্ছা একটু এগিয়ে আয়। টার্মিনাল টু দিয়ে। ব্যাগেজ ক্লেইমের দিকে আয়। আচ্ছা, এবার একজিটের দিকে আয়। সিঁড়ি দেখছিস, ঐটা দিয়ে নেমে আয়।

    আহত আমি ঃ তুই বেরিয়ে গেলি ???

    করুণ গলায়, আমায় বের করে দিলো যে! স্মোকিং লাউঞ্জ খুঁজতে খুঁজতে সোজা বাইরে!

    সে-ই বাইরে বেরিয়ে এসে তাঁর দর্শন পাওয়া গেল। তারপর হুচি তিমিকে ফোন করলাম, ওরা একটা নীল গাড়ি নিয়ে এসে পড়লো,এটাই আমাদেরো প্রথম দেখা(হুচিকে কোনো একটা বইমেলায় কয়েক মিনিটের জন্য দেখেছিলাম; তখন ওর ব্যাগটা এত বড়ো ছিল যে ওকে ভালো করে দেখা যাচ্ছিল না)।হুচি ঝুপ করে গাড়ি থেকে নেমে একগাল হাসিশুদ্ধু " বর কোথায়?" বলতে বলতে এগিয়ে এল, এবং পিছন থেকে ভাগী প্রেজেন্ট প্লিজ দিয়ে দিল।
    তারপর তো আমরা রাস্তায় নেমে পড়লাম, টিমের আগের পোস্তোটা এইবার পড়তে হবে! রাস্তায় নামলো বৃষ্টি, একটা ফিউনারাল হোমের পাশ দিয়ে যেতে যেতে ভূত নিয়ে জোরালো আলোচনা হোলো, খুব ম্রিয়মাণ ভাঙাচোরা শহরের একাংশে ঠিক কোলকাতা কিংবা লখনৌ এর মতো সেলুন আর বিউটি পার্লার আর রক দেখে আমার বেজায় নামতে ইচ্ছে করলো, কিন্তু সবাই এটা বড্ড খারাপ জায়গা বলে হুশ করে সে জায়গাটা পেরিয়ে চলে গেলো। সেই আলোগুলো কেমন আমার চোখে লেগে আছে।

    সেই রাস্তায়ই তো ঠিক হোলো যে হুচিকে বলিউড ১০১ আর ভাগীকে রোজাভা শেখাতে হবে; (পাঠক দেখছেন আমি আর তিমি কিন্তু দুটো-ই জানি)-আর একটা অন্ধকার একজিটে খেতে বেরিয়ে খাবার দোকানটাই খুঁজে পাওয়া গেল না, অগত্যা সেই ভয়ানক ছিবড়ে মাংসের ম্যাক ডি। বোঝা যাচ্ছিল হাডসনভিল পৌঁছতে অন্তত রাত দুটো। আমি হোটেলে ফোন করলাম, যেন নো-শো বলে নাম কেটে না দ্যায়, আর পিছন থেকে তিমি বলল, আমাদের ঘরের কথাও বোলো কিন্তু। আর হুচি প্রথম মুখঝামটা দিল-না,সোসেন বলবে শুধু একটা ঘর রাখবেন, অন্যটা ক্যানসেল করে দেবেন! আশ্চর্য।

    আহা, সে মুখঝামটার মাধুর্য এখনো কানে লেগে আছে!
  • dd | 116.51.25.216 | ০৬ জুন ২০১৬ ২২:১৭709887
  • থং এয়েছে কি? থং?
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২২:২১709898
  • আহা আমি একটু মনে করিয়ে দিচ্চিলাম। কথায় কথায় যদি ভুলে যায় আর ঘর ক্যানসেল করে দেয় তো পার্কিং লটে ঘুমোতে হবে। আমার আবার ঘুম নিয়ে প্যাখনা আছে কিনা, তায় পরেরদিন সপ্তমী, মানে কিনা পুজো সবে শুরু হচ্চে তাই রিস্ক নিতে চাইনি।
  • bhagidaar | 106.2.247.250 | ০৬ জুন ২০১৬ ২২:৩৩709909
  • ড্রাইভ না করেও অনেক জায়গাই ঘোরা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে লং ড্রাইভের তো নিজস্ব আলাদা মজা আছে! টিম আর আমি তো কাড়াকাড়ি করছিলাম!
  • aka | 34.96.82.109 | ০৬ জুন ২০১৬ ২২:৪০709911
  • এই ছেলে ছোকরার দল, বুড়োদের খবর দেবারও প্রয়োজন বোধ করে না। নাহয়, গ্রেসফুলি নাই বলতাম, তাও সুযোগ দেবে তো। (সুযোগের অপেক্ষায় ছিলাম)।
  • hu | 140.160.124.1 | ০৬ জুন ২০১৬ ২৩:১৯709913
  • একা হুচিই চালডাল প্যাক করেনি, পরের দিন সোসেন আরেকপ্রস্থ বাজার করেছে ওয়ালমার্ট থেকে। তারপর তো গাড়ীর ডালাই বন্ধ হয়না। সারা রাস্তা এন্তার মুখ চলতে চলতে আমরা ম্যাকিন সিটিতে পৌঁছলাম দুপুর দুটো নাগাদ। সেখান থেকে ফেরি ছাড়ে ম্যাকিনাক আইল্যান্ডের। সেই দ্বীপে কোন মোটরচালিত গাড়ি চলে না। পায়ে হেঁটে বা সাইকেলে ঘুরতে হয়। অথবা ঘোড়ার গাড়ি। আমরা কিনা ভারী লেদুড়ে। তাই আমরা এট্টুসখানি হেঁটেই লেকের ধারে পা ছড়িয়ে বসে পড়লাম। সোসেনের খুব শখ হল জলে পা ভেজাবে। হিউরনের জল কি কনকনে ঠান্ডা সে তো আর ভাবেনি। ক্যামেরা-ট্যামেরা বার করে সোসেন-ভাগির রোম্যান্টিক জলবিহার ফ্রেমবন্দী করার আগেই সোসেন রণে ভঙ্গ দিল। বরফ শীতল জল আর পাথরগুলোর ব্যবহারও মোটেই সুবিধের নয়। আশেপাশের বাড়িগুলো অপূর্ব সুন্দর। আমরা বাবা-মাদের কথা ভেবে দুঃখ করছিলাম। এইরকম বাড়িতে এক সপ্তাহ ছুটি কাটাতে ওদের খুব ভালো লাগত। লেকের ধারে একটা রেস্টুরেন্টে বার্গার খাওয়া হল। আশেপাশের সব দোকান থেকেই মন মাতানো ফাজের গন্ধ ছড়াচ্ছিল। কিন্তু অত মিষ্টি খেতে পারি না, তাই গন্ধই জমিয়ে নিলাম ফুসফুসে। ওহো বলতে ভুলে গেলাম - লেকের ধারে আমরা যেখানে ঘুরছিলাম সেখানেই একটা সাপ পাওয়া গেল। একজন মধ্যপ্রাচ্যের মহিলা সিকিউরিটি গার্ড ডেকে আনলেন সাপ তাড়ানোর জন্য। সোসেন তাদের খুব বকে দিল প্রকৃতির সন্তানকে ডিস্টার্ব করার জন্য। আপনারা কি জানেন, সোসেন একটি মশাও মারে না? মশার পাখা ধরে আটকে রাখে, আর তারপর ভাগীকে বলে ঘরের বাইরে ছেড়ে আসতে।
  • Tim | 140.126.225.237 | ০৬ জুন ২০১৬ ২৩:২৪709915
  • সোসেন সম্পর্কে এরকম অনেক ট্রিভিয়া দেওয়া হবে ধীরে ধীরে। যেমন কিনা সোসেন কোন খারাপ শব্দ কইতে পারেনা। শালা পজ্জন্ত নয়। ভাবেন একবার। তর্কচুঞ্চু সোসেনের এই রূপ কেউ কখনো ভেবেছিলো?
    আপনারা যদি কেউ দিনে দিনে ম্যাকিনাক ফেরি নিয়ে দ্বীপ ঘুরে ফিরে আসতে চান অবশ্যই অনলাইন টিকিস বুক করবেন, ওতে অনেক সময় বাঁচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন