এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : বৃষ্টিমুখর সন্ধ্যা (রায়), নীল পাখি, ও থংস ওরফে আপার পেনিনসুলা

    Tim
    অন্যান্য | ০৬ জুন ২০১৬ | ১৩০৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 138.192.7.51 | ০৮ জুন ২০১৬ ০৮:০৬709982
  • মোটে চুরানব্বই?
  • dd | 116.51.28.150 | ০৮ জুন ২০১৬ ০৮:৫৫709983
  • আমারো তো একবারো মনে হয় নি পাখীর টইকে খিল্লি হচ্ছে, বাট দেন আমি এইসব ঠারে ঠুরে ব্যাপার বুঝতেও পারি না। এই কমেন্টটা ঈশেন না করলেই পারতো।

    আর টই লেখকদের বলি ,মুড নষ্ট কইরেন না। এটাই গুচর ইউ এস পি। য্যামন হ্যা হ্যা করে লিখছিলেন সে রকমই চালিয়ে যান। সেটাও গুচর ঐতিহ্য।
  • sinfaut | 11.39.39.149 | ০৮ জুন ২০১৬ ১৬:৫৪709984
  • হ্যাঁ পুষতে দাও না গান নিয়ে খিল্লি ছাড়া আর তো কিছু মনে হয়নি। আর তিন চারজনের একসাথে লেখা দারুন লাগছে। লিখে যাও থেমো না।
  • | ০৮ জুন ২০১৬ ২১:৩১709985
  • একিরে! কেমন জোর করে থামিয়ে দিল!!
    এই গানটায় কফি, পেন, পিপিটি ইত্যাদি বসিয়ে আমিও প্রচুর গুনগুনিয়েছি ।
    গানটায় পাখি আছে আর বড়েস সেটাকে পাখীর টইয়ে দিয়েছিলেন বলে কি 'পাখী' শব্দটাই পরিত্যাজ্য হবে নাকি?

    লেখকরা লেখো না বাপু, বাকী আড্ডার গল্পও শুনি একটু। সন্ধ্যারায়ই বা কোদ্দিয়ে এলেন?
  • Bhagidaar | 216.208.217.6 | ০৮ জুন ২০১৬ ২১:৩৮709986
  • লিখবো, নো চিন্তা!
  • hu | 140.160.124.1 | ০৮ জুন ২০১৬ ২১:৪০709987
  • লিখবো তো। পরের এপিসোডের নাম হলদে পাখীর পালক ও ভাগীদারের আশ্চর্য আংটি। অপেক্ষায় থাকুন।
  • | ০৮ জুন ২০১৬ ২১:৪৫709988
  • একটা অপ্রাসঙ্গিক এবং কিঞ্চিৎ অশ্লীষ কথা এখেনে লিখে যাই। কফিহাউসের সেই আড্ডাটা গানটায় কফি হাউসকে সেলিম ওসমান আর আড্ডাকে সেলিম ওসমান ব্যবহৃত শব্দটা দিয়ে রিপ্লেস করে গাইলে কেমন একটা বীভৎস রসের স্ঞ্চার হয় মনে।
  • নিরাপদ পাখিরা | 76.87.87.251 | ০৮ জুন ২০১৬ ২১:৪৯709989
  • অ্যা? কেউ ডাকলো নাকি?
  • ঈশান | ০৮ জুন ২০১৬ ২১:৫৬709990
  • থামিয়ে দিল কে? আমি? না না থামাইনি তো। আমি আমার ইমপ্রেশন দিয়েছি মাত্র।

    অর পাখি পরিত্যাজ্য হবেই বা কেন। রেফারেন্স খুব ক্লিয়ার করেই বলা হয়েছে। পাখির টই, রোজাভা, পাখি সভ্যতার অভিশাপ কেন। না বোঝার তো কিছুই নেই। বলাবাহুল্য এই রিডিং গুলো আমার, অন্য কারো অন্য কিছু থাকতেই পারে। থাকুকনা। মিটে গেল।

    আর ক্রস রেফারেন্স তো সর্বদাই টানা হচ্ছে। এই যে আমার পোস্টের উত্তরে টিম অভিমানভরে গার্বেজ প্রোডাকশন ও রিসার্চ স্কলারদের দুঃখের কথা, সে তো বিপ্পলের টইয়ের রেফারেন্স। না বোঝার কিছুই নেই, এবং সেটাও অকারণ লাগল। এবার টিম বলতেই পারে, ওর সঙ্গে অন্য টইয়ের কোনো সম্পর্ক নেই। তো বলুক না, সমস্যা কী। কিন্তু আমার ইমপ্রেশন, অর্থাৎ, "অকারণ লাগল" বললেই যদি সমস্যা হয়, তো মুশকিল। আর রেফারেন্সটা মেনশন করলাম মানেই যদি তার মানে হয় গার্বেজ কথাটাই আর বলা যাবেনা, তো আরও মুশকিল।
  • দেবব্রত | 212.142.91.241 | ০৮ জুন ২০১৬ ২৩:৩৪709733
  • দেখুন টই টা বেশ ভালো হচ্ছে , আর সত্যিই তো - সারা ভারতবর্ষে আজকে পর্যন্ত না ইংরাজি না বাঙলা ( গুরু তে লেখা গুলী বাদে ) ভাষায় রোজাভা বিষয়ে কোন লেখা পত্তরই বর্তমান নেই অথচ এমন কোন হরপ্পা পিরিয়ডের কাহিনী নয় - তা বাঘা বাঘা বিপ্লবী বুদ্ধিজীবী গণ জানেন না তো " সদ্য গার্বেজ প্রোডাকশন ও রিসার্চ স্কলারদের " রোজাভা বিষয়ে জ্ঞান নাই থাকতে পারে , সব বিষয়ে থাকতেই হবে এমন কোন কথা নেই । সেই নিয়ে খিল্লি করতেই পারেন ।

    কিন্তু লেখা টি বেশ ভালো হচ্ছে - আপনাদের ওই গ্র্যান্ড র‍্যাপিডস নিয়ে অধমের একটি অভিজ্ঞতা আছে ( বেশ দুঃখজনক ) । বাসে করে আমেরিকা দেখবো বলে আমার সেই প্রথম আমেরিকা দর্শনে খুব উৎসাহ , শিকাগো এয়ার পোর্ট থেকে এসে পৌছালাম গ্রে হাউন্ড কোম্পানির বাস স্ট্যান্ড। তার পরে লকার থেকে জামা কাপড়ের ব্যাগ , ল্যাপটপ ব্যাগ , ভিডিও ক্যামেরা চুরি , কি করে হোল সেই রহস্য আমি আজ পর্যন্ত ভেদ করতে পারিনি , লকার লক কোড কেউ দেখে নিয়েছিল হয়ত । ( ভাগ্যিস পাসপোর্ট মানিব্যাগ এবং টিকেট একটা পাউচ ব্যাগে কোমরে বাঁধা ছিল ) সিকিউরিটি কে জানাতে উল্টে আমাকে জেরা করা শুরু করল যে আমি ভিক্ষা করছিলাম কিনা ( ভিখারির মত চেহারা হোলে যা হয় আর কি ) তার পর এক বস্ত্রে হি হি করে কাঁপতে কাঁপতে গ্র্যান্ড র‍্যাপিডস পৌছালাম ভোরবেলায় । পরের দিন বিজনেস মিটিং সকাল দশটায় এদিকে একটি তিন দিনের বাসী টি শার্ট আর জিনস ---------- সে এক চূড়ান্ত খিল্লি কাহিনি ।

    যেমন সেখানেই প্রথম সিগারেটের দোকান খোঁজাতে একজন আমাকে পেট্রোল পাম্প দেখিয়ে দিল । আমি তো আঁতকে উঠলাম সেকি খিল্লি হচ্ছে ?আমেরিকায় পেট্রোল পাম্পে যে সিগারেট পাওয়া যায় সেই জ্ঞান আমার ছিলোনা । বিষয়ে জ্ঞান না থাকলে যা হয় আর কি সত্য কে খিল্লি বলে মনে হয় । তার পর ধরুন আমার মত ঘড়েল ত্যাঁদড় সাত ঘাটের জল খাওয়া , মানে এপারে পুঁতলে ওপারে গাছ হয়ে ফুটে উঠব এই কনফিডেন্স ওয়ালা মানুষটাকে সির্ফ চুক্কি দিয়ে চলে গেলো ? এই যে সর্বজ্ঞানি কে লেঙ্গি মেরে ফেলে দেওয়া সে দুঃখ আপনেরা উস্কে দিলেন ঠিক সেই জায়গাটার কাহিনি শুনিয়ে । লিখুন লিখুন আপনাদের ওই এলাকার সাথে আমার একেবারে আত্মিক সম্পর্ক । বেশ ভালো হচ্ছে । পারলে একটা গ্র্যান্ড র‍্যাপিডসের ছবি দেবেন ওই হাফ মফস্বলে সেই প্রথম দেখেছিলাম তিন তলা জুড়ে বার ।
  • sosen | 177.96.35.127 | ০৮ জুন ২০১৬ ২৩:৫২709734
  • আমরা গ্র্যান্ড র‌্যাপিডসে ছিলাম না, শহর থেকে কিছুটা দূরে রাত কাটিয়েছিলাম মাত্র। ঘন্টা ছয়, তার বেশি নয়। ছবি বোধহয় তোলা হয়নি।
  • শপার্স | 172.234.120.51 | ০৯ জুন ২০১৬ ০০:১৮709735
  • আজ পুরনো ছবি ঘাঁটতে গিয়ে দেখি ন্যাভিগেটর রেস্টুরেন্টে খেয়েছিলাম। কেমন লেগেছিল মনে নেই।
    আর, থেমো না লিখে যাও...

  • hu | 78.63.145.192 | ০৯ জুন ২০১৬ ০৫:১৯709736


  • লেক সুপিরিয়র যেখানে সাগরের মত দিগন্ত ছুঁয়েছে সেখানে না থেমে তো উপায় নেই। শনিবারের ঝকঝকে সকালে রাস্তার ধারে গাড়ি পার্ক করে আমরা চারজন নেমে এলাম সেই নির্জন বিচে। কত অজস্র শেডের নীল আর সবুজ! আমি, সোসেন, ভাগী ছবি তুলছি। টিমের চোখ বাইনোকুলারে। আমাদের সামনে লম্বা দিন। অনেক কিছু জমা আছে লিস্টে। কিন্তু সুপিরিয়রের ধার ছেড়ে নড়তে ইচ্ছে করে না। টিমই দেখতে পেলো - জলের ঢেউয়ে নাচছে একটা হলদে পাখীর পালক। বালি ছুঁচ্ছে, আবার দূরে চলে যাচ্ছে। সেইসব সোনালী পাখীরা যারা বটফল খেতে নেমে আসে সূর্য ডোবার পরে তাদেরই কেউ ফেলে গেছে হয়তো। মেক্সিকোর সমুদ্র থেকে ঝিনুক তুলে দিয়েছিল টিম। তাকে রেখেছি আমার নুড়ি-পাথর জমানোর তোরঙ্গে। এই পালকটিরও স্থান হবে সেখানে। সোসেনও দেখলাম কুড়িয়ে নিল একটি গাছের বাকল। প্রতিদানে টিম ওর বাইনোকুলারের খাপটা ওখানেই ফেলে আসছিল, কিন্তু তারপর গাড়িতে এসে খেয়াল হতে ও আর সোসেন গিয়ে কুড়িয়ে আনলো।

    পরের দিন আমরা শিপ রেক ট্যুর নিলাম। সুপিরিয়র লেকে কিছু বিপজ্জনক জায়গা আছে। অনেক জাহাজ ডুবেছে এই লেকে। গ্লাসবটম বোটে করে কয়েকটা ডুবে যাওয়া জাহাজের খুব কাছে নিয়ে যায়। নৌকোর পাটাতন থেকে দেখা যায় দুশো বছর আগে ডুবে যাওয়া জাহাজের মাস্তুল, নাবিকদের ব্যবহারের বাথরুম, নুন বইবার ব্যারেল - নুন তো কবেই মিশে গেছে লেকের মিষ্টি জলে - ফাঁকা ব্যারেল গড়াগড়ি খাচ্ছে। নৌকো ছাড়লো যেখান থেকে তাদেরই গিফট স্টোরে সোসেন খুঁজে পেল ভাগীদারের আশ্চর্য আংটি। কেনার সময় তার রঙ ছিল সুপিরিয়রের মত গাঢ় নীল। যতই দিন গড়ায় ততই সেই নীলে কখনও সবুজ এসে মেশে, কখনও লাল, কখনও হলুদ। শেষবার যখন দেখেছিলাম তখন সেটা সোনালী-বাদামী মেশানো এক আশ্চর্য রঙে ঝলমল করছিল। টিমের মরুভূমি-জঙ্গল-সমুদ্র সব একসাথে দেখানোর প্রতিশ্রুতি মেটাতেই কিনা কে জানে! ভালো করে ঠাহর করলে হয়তো অরোরা বোরিয়ালিসও মিলে যেতে পারে। খুঁজে দেখো তো ভাগী।
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ০৬:৫০709737
  • চমৎকার লেখা, হুচি!
    আমারও অমন বাতিক কুটোকাটা কুড়োনোর। ছোটো ছোটো জিনিস কিনে রাখার। যেখানে যাই সেখানকার পাথরের আংটি পেলে একটা কিনে দিই ভাগীকে। কিন্তু এই আংটি কেনার সময় বুঝিনি ওর রং বদলায়। কিছু লেখাও ছিলনা। ভারী অবাক কান্ড।
    আমার ছোট্ট গাছের বাকলের টুকরোটিও বড় সুন্দর। কোথাও থেকে ভেসে এসেছে কিনা জানিনা।



    এই বাকলটার মতো-ই ছোটো ছোটো অকিঞ্চিৎকর অথচ দামি স্মৃতিতে ভরে আছে দিনগুলো।
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ০৭:০৩709738


  • সুপিরিয়রের কোলে বহু পুরোনো বাতিঘর।
    নীল, শুধু নীল



  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ০৮:১৯709739
  • অভিজ্ঞ তর্কচুঞ্চু যেমনটি হয়, ঈশানদা অলমোস্ট প্রমাণ করে ফেলেছে এই টইয়ে দেবব্রতবাবু ও বিপ্লব পালকে নিয়ে খিল্লি হচ্ছিলো। যেহেতু এই টইয়ে আমরা কবিতা বা মহতী সাহিত্য করতে বসিনি, তাই এবম্বিধ ১৮০ ডিগ্রি উল্টো ইমপ্রেশন অভিপ্রেত ছিলোনা। প্রথমে ঈশানদার পোস্টটা দেখি, যা কিনা কয়েকটা শব্দের সমষ্টি, যাতে এই ইমপ্রেশন হয়। বাক্যবন্ধগুলো, যথাক্রমেঃ "রোজাভা, পাখির টই (ব্লগ), পাখি সভ্যতার অভিশাপ কেন"। এই বিষয়ে আগে সোসেন, হু, এবং আমি লিখেছিলাম। আমাদের মূল পোস্টগুলো এখানে তুলে দিলাম, যেখানে যেখানে এই শব্দগুলো এসেছে।

    -----------------------
    “শুক্রবার সন্ধ্যেয় দেখা গেল ভাগী ও হুচি কতকিছু জানেনা, যথা রোজাভা কি, পাখিরা সভ্যতার অভিশাপ কেন, রাজকুমার রাজেন্দ্রকুমারের পার্থক্য (এটা নিয়ে ভাটে ক্র্যাশকোর্স হয়েছিলো কিন্তু লাভ হয়নি দেখা যাচ্ছে), অজিত কুমার গৌরব এদেরকে কেন আমরা চিনি ইত্যাদি। ভাগী ঘোষনা করলো এই ট্রিপে হুচিকে বলিউড ১০১ কোর্সের লেকচার দিতে হবে। উল্টোদিকে রোজাভা বিপ্লব (পাল নয়) নিয়ে সম্যক আলোচনা শুরু হলো।“
    “না রোজাভা ভাগী জানতোনা, এ টই সে টই ভাট সর্বত্র জিগ্যেস করছিলো আর লোকে ভাবছিলো সার্কাজম। অন্যদিকে তোর বলিউড জ্ঞান স্যানের গোরুমোষ চেনার সমান। এই দুটো আলাদা তো। বুঝে নিতে হবে।“
    “সেই রাস্তায়ই তো ঠিক হোলো যে হুচিকে বলিউড ১০১ আর ভাগীকে রোজাভা শেখাতে হবে; (পাঠক দেখছেন আমি আর তিমি কিন্তু দুটো-ই জানি)”
    “কিন্তু কিচ্ছু ওয়াইল্ড লাইফ, পাখি, কিছুই না দেখতে পেলেও সারাটা রাস্তা ধরে তিমি হুচি আর ভাগী গান গেয়ে গেল "ঐ নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ধরে দাও না! পুষব দাও না!" তার ভার্শন চেঞ্জ হতে হতে-হরিণটাকে ধরে দাওনা ইত্যাদি ঘুরে, " ঐ টইটাকে টইটাকে টইটাকে তুলে দাওনা! লিখব, দাওনা!" ইত্যাদিতে পর্যবসিত হল। সাধে কি আর চলমান ভাটিয়ালি বলা হচ্ছে? আমি এই গানটাই শুনিনি, আমার মাথাটা মোটামুটি খারাপ হয়ে গেল। বড়েশকে আমি প্রচুর গালাগালি দিলাম, দিতে দিতে একটা সত্যিকারের জঙ্গলমতো রাস্তায় ঢুকে পড়লাম, বাঁ দিকে লেক সুপিরিয়র ভেসে উঠল অসহ্য নীল নিয়ে, আর টুপ করে ফোন থেকে সমস্ত সিগন্যাল চলে গেল।“
    --------------------------------------------
    ঈশানদার জন্য প্রশ্নমালা
    ---------------------
    এবার প্রশ্ন হলো রেফারেন্সগুলো কিভাবে দেবব্রতবাবুকে পয়েন্ট করে? রোজাভা সম্পর্কে আলোচনায় কি দেবব্রতবাবুর কপিরাইট আছে? নীল পাখির গান, যা বড়েস দিয়েছিলেন ঐ ব্লগে, এবং যা নিয়ে বেশ কিছু ফাজলামি ভাটেই হয়ে গেছে, সেটা কি দেবব্রতবাবু সম্পর্কিত? তাহলে ভাটে বাংলা ও হিন্দী সিনেমার যে খিল্লিস্রোত চলেছিলো ঐ গানের লিংক দেওয়ার সূত্রে, সেগুলোও কি দেবব্রতবাবুর প্রতি খিল্লি ছিলো?

    চারজন গুরুর লোক যখন গুরুর বাইরে আড্ডা মারছে, তখন তো তারা টইয়ের টপিক নিয়ে আলোচনা করতেই পারে (ধরে নিচ্ছি, পারে, বিধিনিষেদ থাকলে ঈশানদা বলবে)। ঈশানদা কিভাবে ধরে নিলো আমরা রোজাভা নিয়ে খিল্লি করেছি, কনস্ট্রাক্টিভ কিছু নয়? যখন আমাদের উপরোক্ত পোস্টে একবারো রোজাভা নিয়ে বা দেবব্রতবাবু নিয়ে কোন খিল্লির ইঙ্গিত নেই, বরং ভাগী এত চর্চিত একটা বিষয় জানেনা বলে তাকে খিল্লি করার স্পষ্ট উল্লেখ আছে?

    মনে হওয়ার মধ্যে অন্যায় কিছু নেই। যা লিখতে চাই তাই পাঠকের কাছে কমিউনিকেটেড হলো কিনা সেই বিষয়ে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু সেটা ঈশানদা প্রথম পোস্টে পয়েন্ট আউট করার পরেই যখন আমরা লিখলাম যে অমন কিছু মিন করা হয়নি (বস্তুত আমার পোস্টটা দেখলে বোঝা যাবে, টইয়ে খিল্লি তো দূরস্থান আমরা রোজাভা নিয়ে আলোচনাতেও দেবব্রতবাবুকে নিয়ে খিল্লি করিনি সুতরাং যা ট্রিপেই ঘটেনি তা ভ্রমণকাহিনীতে আসা আরোই অসম্ভব), তখন সেটা অবিশ্বাস করার অর্থ কী?

    ঈশানদার মনে হওয়া যে ভুল তা তো আমাদের তরফ থেকে বলা হয়েছে, এবং কেউ কেউ জানিয়েছেন যে এটা তাদের মনে হয়নি। তাহলেও ঈশানদার ইমপ্রেশনই ধ্রুব সত্য বলে প্রমাণ করার এই মরিয়া চেষ্টা কেন?
    -----------------------------------------

    ঈশানদার শেষের পোস্ট দেখলে যে কেউ ভাববে "মনে হওয়া" নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। ওটা পড়ার পর আমার এই প্রথমবার ভয় হলো যে দেবব্রতবাবুকে আমরা দল বেঁধে খিল্লি করেছি এটা দিনের আলোর মত স্পষ্ট। তারপর ওনার প্রতিক্রিয়া দেখে স্বস্তি পেলাম। তাও জানাই, যদি আমাদের ক্রস রেফারেন্সে আপনার কোনভাবে মনে হয়ে থাকে আমাদের হ্যা হ্যা আপনার প্রতি খিল্লি, জানাবেন। নিঃশর্ত ক্ষমা চেয়ে নেব এখানেই। ঃ-)
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ০৯:২৭709740
  • বাবা। ঘুমোনোর আগে, একেবারে প্রশ্নমালা? :-)উত্তর দিয়েই যাইঃ

    এবার প্রশ্ন হলো রেফারেন্সগুলো কিভাবে দেবব্রতবাবুকে পয়েন্ট করে?

    - খুব সোজা। পাখির ব্লগ দেবব্রতবাবুর খোলা। রোজাভা দেবব্রতবাবুর লেখা। গানটি ওই ব্লগে খিল্লি করার জন্য দেওয়া। ফলে দেবব্রতবাবু কীভাবে সংযুক্ত না বোঝার কিচ্ছু নেই। কীভাবে দেবব্রতবাবুকে পয়েন্ট না করে এগুলো মঙ্গলগ্রহ বা অজানা উড়ন্ত কোনো বস্তুকে পয়েন্ট করে সেটা বোঝালেই বরং বাধিত হব।

    রোজাভা সম্পর্কে আলোচনায় কি দেবব্রতবাবুর কপিরাইট আছে?
    -- না নেই। যেমন "গার্বেজ"এ বিপ্লব পালের নেই।

    নীল পাখির গান, যা বড়েস দিয়েছিলেন ঐ ব্লগে, এবং যা নিয়ে বেশ কিছু ফাজলামি ভাটেই হয়ে গেছে, সেটা কি দেবব্রতবাবু সম্পর্কিত?

    -- হ্যাঁ, তোমরা ওই সংক্রান্ত খিল্লি শুরু করেছিলে ভাটে। তুমি নিজেই সেটা এই টইতে লিখেছ। লিখেছ, "খিল্লি ওড়ানো ভাট ও টইতেই যথেষ্ট হয়েছে"... এরকম কিছু একটা। আমার দিক থেকে এই টইয়ের লেখা সেই খিল্লিরই কন্টিনিউয়েশন মনে হয়েছে। সেটা আপত্তিকর লেগেছে ভাটেই লিখতাম, কিন্তু যথাসময়ে পড়িনি।

    তাহলে ভাটে বাংলা ও হিন্দী সিনেমার যে খিল্লিস্রোত চলেছিলো ঐ গানের লিংক দেওয়ার সূত্রে, সেগুলোও কি দেবব্রতবাবুর প্রতি খিল্লি ছিলো?
    -- সবকটা নয়। কিন্তু কিছু নিশ্চয়ই ছিল। যারা টই ফলো করেননি, তাঁরা নিশ্চয়ই এমনি গান নিয়ে হাসি-মজা করেছেন। সবাই ফলো করেছেন, এমন তো বলতে পারিনা।

    আরও কটা কথা বলে রাখি। যদিও সেগুলো প্রশ্নমালার অংশ না।

    এক। তোমরা ট্রিপে কী করেছ না করেছ সেটা নিয়ে আমার অ্যাবসলিউটলি কোনো বক্তব্য নেই। এগুলো শুধু এখানে লেখা প্রসঙ্গে বলা। ফলে ট্রিপে কী হয়েছে সে প্রসঙ্গ অবান্তর।

    দুই। আরও একটা কথা লিখেছিলে আগের পোস্টে। উত্তর দেওয়া হয়নি। ইঙ্গিত দিয়েছিলে, গুরুর ভাটে এরকম খিল্লি ওড়ানো ইত্যাদি হয়েই থাকে, যা লেখা হয়না। আমি যেকটা ভাটে আজ পর্যন্ত উপস্থিত থেকেছি, কলকাতা ও বেঙ্গালুরুতে, তাতে এই ধরণের কোনো আলোচনা হয়নি এইটা বল্তে পারি। যেগুলোতে আমি থাকিনি, কিন্তু তুমি থেকেছ, সেখানে হয়ে থাকতে পারে। আমি জানিনা।

    তিন। আমি কিছু প্রমাণ করার অ্যাট অল চেষ্টা করিনি। ইমপ্রেশন যা সেটুকুই দিয়েছি। নানা জায়গা থেকে ক্রস রেফারেন্স টানছ, অস্বীকার করতেই পারো, নো বিগ ডিল। ক্রিমিনাল অফেন্স তো কিছু না। :-)
  • dc | 120.227.233.24 | ০৯ জুন ২০১৬ ০৯:৪০709741
  • রোজাভার বিপ্লব সার্থক :d
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ০৯:৪৬709742
  • তুমিও ব্ল্যাঙ্কেট কনক্লুশন টানছোনা কি? যেমন পাখীর টইতে গানটা বড়েস কেন দিয়েছিলেন। আমরা ভাটে গানটা নিয়ে "আসলে" কাকে খিল্লি করছিলাম, এগুলোর প্রমাণ কি?
    আবারো ক্রস রেফারেন্স অস্বীকার কখন করলাম? রেফারেন্স টা বিষয় না ব্যক্তি সেইটাই তো প্রশ্ন। আমি তো লিখলাম যে রোজাভা নিয়ে কমেন্ট মানে দেবব্রতবাবুকে নিয়ে কমেন্ট কিভাবে হয়? সত্যিই, কিভাবে হয়?

    এরকম লোক ধরে ধরে দেগে দেওয়াও ক্রিমিনাল অফেন্স না, তবে বিগ ডিল, আমার কাছে।

    শেষের প্রোভোকেশনটা ইগনোর দিলাম। অস্বীকার তো, আফটার অল, ক্রিমিনাল অফেন্স না। ঃ-)
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ০৯:৪৮709744
  • আর হ্যাঁ, তর্কচুঞ্চু খেতাব পেয়েই যখন গেছি, তখন একটু কষ্ট করে ভাট থেকে দুটো পোস্ট কপি পেস্ট করে দিই। যদি তাতে স্মৃতিবিভ্রম কাটে।

    ------------------
    name: Tim mail: country:

    IP Address : 182.56.22.123 (*) Date:03 Jun 2016 -- 08:59 PM

    পাখির টইটা তুলে দিতে হবে সর্ষে লেখার আগে

    name: নওলকিশোর mail: country:

    IP Address : 216.208.217.6 (*) Date:04 Jun 2016 -- 12:57 AM

    টিম এরম ভাবে টই তুলে দিতে বল্ল? এরম বেসুরো ভাবে। টিম এরম কত্তে পারল? আলোচনা হল তো টই তুলতে কি বলতে হবে, কি গান গেয়ে টই তুলে দেবার অনুরোধ করতে হবে?
    --------------------

    এইগুলো ভাটের পোস্ট। তা, টিমের নিশ্চয় এখন মনে পড়ছে, যে, পাখির টই আর এই সর্ষের সম্পর্কটা কোথায়, আর কোন রেফারেন্স কীসে পয়েন্ট করে। প্রসঙ্গত আমারও এসব নিয়ে অনেকদিন কাটল।
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ০৯:৫০709746
  • এবং কী প্রমাণিত হলো?
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ০৯:৫০709745
  • গানের লিংক তো ব্লগে আছেই, আরে সেতো আমি মুখবন্ধেই লিখেছি। এতে কি প্রমাণিত হলো ?
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ০৯:৫৫709747
  • কিছু প্রমাণিত হলনা। আমি তো কিছু প্রমাণ করছিনা লিখলামই তো। রেফারেন্সটা কীসের সেটাই দেখা যাচ্ছে, এই অবধি।

    এবং তোমার যদি পয়েন্ট এই হয়, তুমি ব্যক্তি দেবব্রতাবাবুকে নিয়ে খিল্লি করনি, ওনার তোলা টপিকগুলি নিয়ে করেছ, সেটায় আমি এগ্রি করছি। সত্যিই ব্যক্তিগত জীবন টিবন নিয়ে তো কিছু লেখোনি। ব্যক্তি দেবব্রতবাবুকে বোধহয় তুমি আমি কেউই সেভাবে চিনিনা। কয়েকটা পয়েন্টার দিয়েই চিনি।
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ০৯:৫৬709748
  • এবং এই ক্রস রেফারেন্সগুলি আমার আপত্তিকর লাগছে। এইটুকুই বলার। যে কারণে আমি প্রথম পোস্টেই লিখেছিলাম, এটা কী বিষয়ক টই হচ্ছে বুজছিনা।
  • Arpan | 233.227.124.162 | ০৯ জুন ২০১৬ ০৯:৫৭709749
  • লেক সুপিরিয়রও যেমন। বেছে বেছে পাখির পালকই পাঠাল!
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ০৯:৫৮709752
  • হ্যাঁ, সঙ্গে ছিল রোজাভা। সেটাও বেছে বেছে পাঠিয়েছিল। :-)
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ০৯:৫৮709751
  • "ওনার তোলা" বললে দেবব্রতবাবুর অ্যাসোসিয়েশন থেকেই যায়। সেটা বাদ দাও। হ্যাঁ বিষয় নিয়ে আলোচনা খিল্লি সবই হতে পারে। ব্যক্তিগত আলাপচারিতায় হতে পারে, অন্য টইতে ক্রস রেফারেন্স হিসেবে আসতে পারে ও এসেও থাকে (যেমন একক ও বাজার নিয়ে রেফারেন্স টানা হয়), ভ্রমণকাহিনীতে আসতে পারে। এতে তো আপত্তির কিছু দেখিনা।
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ০৯:৫৮709750
  • কোনো অফেন্সই নেই। কম্প্রিহেনশন প্রবলেম হতেই পারে, তাতে আর কিই বা করার আছে। টিম খুব পরিষ্কার করেই বলে দিয়েছে আমাদের অবস্থান, এর পরে আর অ্যাপলজেটিক হওয়ার প্রয়োজন নেই, হলে বরম ভাগী আর হুচির প্রতি হওয়া উচিত যাদের ইগ্নোরেন্স নিয়ে আসলে ঠাট্টা হয়েছে।
    এক দুজনের ভুল বোঝা নিয়ে ভালো স্মৃতির টইটাকে খামোখা ভারাক্রান্ত করে লাভ কি?
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১০:০২709755
  • মানে ধরেই নিচ্ছি ঈশান বোঝেনি এটা কি বিষয়ক টই, সেরকম তো হতেই পারে। আমরাও অনেকেই তো একেকটা টই বুঝিনা। এতে লজ্জিত হওয়ার কিছু নেই তো। তারপর ধরা যাক রিডিং বিটুইন দ্য লাইনস করে ওর এটা আপত্তিকর ঠেকেছে, তাও হতেই পারে। আমাদেরো তো কত কিছুই আপত্তিকর লাগে। মিটে গেল। এতে অতো অসুবিধার কিছু নেই। ওরকম হবেই, মাথা কি আর সবসময় সোজাসুজি সব প্রসেস করতে পারে?
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ১০:০২709753
  • রোজাভা ভাগীদারের পাপ। লোকে আগেও বিশ্বাস করেনি, এখনও বিশ্বাস করছেনা ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন