এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : বৃষ্টিমুখর সন্ধ্যা (রায়), নীল পাখি, ও থংস ওরফে আপার পেনিনসুলা

    Tim
    অন্যান্য | ০৬ জুন ২০১৬ | ১৩২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ১০:০৬709757
  • বাদ দেব কেন হে। রোজাভা আর পাখি দুটোই একজনের খোলা টই, যেগুলো নিয়ে ভাটেও প্রভূত খিল্লি করেছ। এখানেও লিখছ। এ নিছকই ঘটনাচক্র বলে মানতে পারছিনা। সেই জন্যই তো এত কথা।

    ক্রস রেফারেন্স টেনে এই ধরণের খিলিতে তোমার আপত্তি না থাকতে পারে, কিন্তু আমার আছে। যেখানে দেখব সেখানেই আপত্তি তুলব। ইন ফ্যাক্ট টইয়ের টপিক টেনে এনে ভাটে খিল্লি করলেও আপত্তি তুলব। যদি সময় সুযোগ ইত্যাদি থাকে।

    আর সর্বোপরি, সব ধরণের খিল্লিতে তুমি নিজে খুব স্পোর্টিং তো?
  • Arpan | 233.227.124.162 | ০৯ জুন ২০১৬ ১০:০৬709756
  • ডিঃ আমার ৯ঃ৫৭ এর পোস্টটা নেহাতই টিপ্পনী, সাধুভাষায় গ্যালারিচুঞ্চুত্ব। দুই বিবাদমান পক্ষের কারোর সমর্থন বা বিরোধিতা করে নয়।

    ডিঃ ডিঃ গুরুতে আজকাল সবকিছুই ডিঃ দিয়ে লেখা ভালো।
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ১০:১১709758
  • আরো টাইপ করাবে।

    বেশ, জানলাম। হতেই পারে তুমি পছন্দ করোনা টইয়ের টপিক নিয়ে ভাটে খিল্লি। আমি আবার মনে করি ওভাবে টপিক বেঁধে দেওয়া যায়না। মানে ওরকম টইয়ের টপিক আর ভাটের টপিক কি আলাদা করে ভেবে ভেবে আমরা কথা বলি? আমি বলিনা। সে নাহয় এগ্রি টু ডিসেগ্রি কর্লাম।

    সব ধরণের খিল্লিতে আমি কমফর্টেবল কিনা? কি জানি, গুরুর ইতিহাস কী বলছে? কিছুই দাবি করছিনা, জানিনা আরকি। তবে জানার আগ্রহ রইলো। ঃ-)
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১০:১২709759
  • আমাকে বলছ? আমি তো তোমার আপত্তিতে মানা করিনি। বললাম যে আমাদের অ্যাপলজেটিক হওয়ার কারণ দেখলাম না।
    শেষ লাইনটা একটু থ্রেটের মতো লাগল, তবে ঐ, ঠিক বুঝলাম না। কম্প্রিহেনশন প্রবলেম।
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ১০:১৩709760
  • নিজেকেই জিগাও না। গবেষকদের একজন গার্বেজ বলেছে, সেটাই নিতে পারছনা। তুমি নেবে খিল্লি। বেশ তো তোমার লেখা নিয়ে করে দেখাব একবার। :-)
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ১০:১৫709761
  • সোসেন তোমাকে কিছুই বলিনি। গোটা টইতে। কখনও বললে মেনশন করে দেব। আপাতত ডিফল্ট টিম।
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ১০:১৬709762
  • গবেষকদের গার্বেজ বলে খিল্লি তো করেনি। সিরিয়াসলি একটা স্টেটমেন্ট করেছে। একটা গ্রাম্ভারি প্রবন্ধকে খিল্লি বলে দিলে?

    আমার লেখা নিয়ে? নিশ্চয়, কোরো। সাদর আমন্ত্রণ ঃ-)
  • ঈশান | ০৯ জুন ২০১৬ ১০:২৩709763
  • আপাতত খিল্লি না। আমাকে এই রাত বারোটা অব্দি জাগানোর জন্য খিস্তি করব (মনে মনে)। কী কুক্ষণে ঘুমোতে যাবার আগে গুরু খুলেছিলাম।
  • Tim | 108.228.61.183 | ০৯ জুন ২০১৬ ১০:২৫709764
  • হ্যাঁ বিশেষতঃ বুধবারদিন। চলো গুডনাইট ঃ-)
  • ন্যাড়া | 109.72.224.255 | ০৯ জুন ২০১৬ ১০:২৬709766
  • ইয়ে মানে, রোজাভা কী? অল্প কথায় বোঝান যাবে?
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১০:৩০709767
  • গবেষকদের নয়, গবেষণাকে গার্বেজ বলেছে। ৯৯%। যদি না গুরুর গবেষকেরা ১% এর মধ্যে পড়ে। শুধু তাই নয়, পরশ্রীকাতর সাইকোম্যানিয়াক ইত্যাদি প্রভৃতি। আগামীর সিরিয়াল কিলার। সাবধানে থাকুন। হুঁ।
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১০:৩২709768
  • না যাবে না। আমার বেচারা বর এই একখানা পোশ্নো করে এত ফ্যাসাদে পড়ল, আর আপনি পুরোনো লোক বলে অল্প কথায় সামারি পেয়ে যাবেন?? এয়ার্কি?
  • ন্যাড়া | 109.72.224.255 | ০৯ জুন ২০১৬ ১০:৩৭709769
  • আমাকেও কি গান গাইতে হবে "রোজাভা কী, রোজাভা কী, রোজাভা কী বলে দাওনা, শুনব, দাও না, বলে দাওনা"?
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১০:৪০709770
  • ঃ-)))))
  • researcher | 132.161.235.65 | ০৯ জুন ২০১৬ ১১:০৪709771
  • প্রচুর ভারী ভারী টইএর ভিড়ে এই টইটি পড়ে অনেকদিন পর খুব আনন্দ পাচ্ছিলাম।হুচি,সোসেন,টিম,ভাগীদার (ওয়ান লাইনার হলেও) প্রত্যেকের লেখাই খুব উপভোগ্য।
    সারাজীবন গার্বেজ তৈরী করে মাথা থানইঁটের মত হয়ে গেছে,বেশী শক্ত কথা বোঝার ক্ষ্যামতা নাই,তবু আমার মতামত লিখি-আমার মনে হয়নি এই টইতে কোন ব্যক্তিবিশেষ বা বিষয়কে খিল্লি করা হয়েছে।
  • pi | 24.139.209.3 | ০৯ জুন ২০১৬ ১১:১৫709772
  • ইয়ে, লেখার মত সমউ সুযোগ বিশেষ নাই, কিন্তু এত কিছু তর্ক চোখে পরল বলে মনে হচ্ছে , যা মনে হয়েছিল, লিখেই দি। সবকিছু সবসময় ফলো করতে পেরেছি এমন না, কিন্তু ভাটে বেশ কয়েকবার পাখি নিয়ে খিল্লি হয়েছে খেয়াল হয়েছে, আর সেটা ঐ পাখি কি সভ্যতার শত্রু, সেই টপিক নিয়ে ঐ টইয়ে যে খিল্লি শুরু হয়েছিল, তার কন্টিনিউয়েশনই মনে হয়েছিল। মানে, ঐ টইতে ঐ গান তো ঐ টপিক নিয়ে খিল্লি ছিল বটেই। ব্যক্তি দেবব্রতবাবুকে নিয়ে কোন খিল্লি মনে হয়নি। ইন জেনেরাল ঐ দাও ফিরে সে অরণ্য লাইনে খিল্লি মনে হয়েছে, পাখি ও আগের কিছু টপিক নিয়ে। তারপর একদিন ঐ পাখির গান থেকে অন্য অনেক ক্যাওড়া গান চলে এসেছিল, সেগুলো আবার ঐ টপিক নিয়ে খিল্লি মনে হয়নি, গানগুলো নিয়েই মনে হয়েছিল। আবার এখানে লেখা প্রসঙ্গে ঐ টই তুলতে বলা নিয়ে বা ঐ টইকে রেফার করা নিয়ে তো আবার গান ও ঐ পাখি শত্রু এই টপিক নিয়ে খিল্লি মনে হল। নইলে ঐ গানটা তো ভাটেও দেওয়া হয়েছিল, ইউটিউব লিঙ্কই আছে। সেটা না দিয়ে টইটাকে রেফার করায়, তারপর রোজাভা প্রসঙ্গ আসায়, আগে টই ভাটে খিল্লির ব্যাকগ্রাউণ্ডে সব মিলিয়ে এই টপিকগুলো নিয়ে খিল্লি হচ্ছে, এমন একটা ইম্প্রেশন কারুর কাছে হতেই পারে, সত্যি খিল্লি করার ইন্টেনশন না থাকলেও। তার জন্য চিন্তা সোজা বেঁকার কিছু নেই। মানে ভুল বোঝার একটা সুযোগ থাকে। টই না দিয়ে, পাখির ব্লগ বলে ঐ টইটাকে রেফার না ক'রে কেবল ঐ গানটা দিয়ে সেই নিয়ে খিল্লি হলে হয়তো ভুল বোঝাবুঝির সিন থাকতো না। মানে ব্লগের টপিক নিয়ে খিল্লি হচ্ছে, এরকম মনে হবার কোন সুযোগ থাকতো না।
    তবে আবারো, ব্যক্তি দেবব্রতবাবুকে নিয়ে কোন খিল্লি হচ্ছে, এমন কখনো কোথাও মনে হয়নি।

    যাহোক, লেখা চলুক, পড়তে ভাল্লাগছে। আরো ছবি চাই।
  • Byaang | 132.171.69.121 | ০৯ জুন ২০১৬ ১১:১৯709773
  • সত্যি বহুদিন বাদে একটা টই পড়ে একটু আনন্দ পাচ্ছিলাম। মূল লেখাটা চলতে থাকলে আমা হেন মুখ্যুও একটু মন ভালো করার রসদ পেত, এই আর কি।
  • dc | 120.227.233.24 | ০৯ জুন ২০১৬ ১১:২৭709774
  • রোজাভা মিডল ইস্টে একটা জায়গার নাম, যার অন্য নাম সিরিয়ান কুর্দিস্তান। এই টইতে রোজাভা নিয়ে অনেক আলোচনা হয়েছিলঃ

    http://www.guruchandali.com/blog/2016/03/22/1458632123632.html?author=553464651470855
  • d | 144.159.168.72 | ০৯ জুন ২০১৬ ১১:২৯709775
  • উফফ! এতকিছু পড়ে আমি সেশপর্যন্ত পাইয়ের সাথেই একমত।

    হ্যাঁ এবার কথা হল অমনি রং বদলানো আংটি আমার আছে। শেনানডোয়া যাবার পথে ল্যুরে কেভার্ণের গিফট শপ থেকে কিনেছিলাম। ওরা বলেছিল মুড রিং, মুডের সাথে সাথে নাকি রং বদলায়। নবনীতা ড্রাইভ করে বেড়াতে নিয়ে গেছিল।
    আজ বাড়ী গিয়ে আরেকবার খুঁজে বের করতে হবে তো।
  • dc | 120.227.233.24 | ০৯ জুন ২০১৬ ১১:৩৩709777
  • আর ইয়ে, এই টইতে কিছু পোস্ট পড়ে মনে হলো গুরু বড়ো গুরুগম্ভীর জায়গা। এদিক ওদিক কিছু খিল্লিও কি করা যাবেনা? ঃ(
  • sosen | 184.64.4.97 | ০৯ জুন ২০১৬ ১১:৩৬709778
  • খিল্লি করবেন, কিন্তু এদিক ওদিক না। স্ট্রিমলাইনড খিল্লি করবেন। সাইটেশন দিয়ে।

    ডিঃ ইহাও একটি খিল্লি
  • dc | 120.227.233.24 | ০৯ জুন ২০১৬ ১১:৪১709780
  • হ্যাঁ রোজাভা নিয়ে এই টইটাও ছিল, মিস করে গেছি।
  • Bhagidaar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১১:৪২709781
  • কাজকম্ম খাওয়া দাওয়া সেরে লিখতে বসলাম। কাল একটা এক লাইনের বক্তব্য লিখে দিয়েছিলাম, বলাই বাহুল্য সেটা যথেষ্ট হয়নি।

    আমি টই কম পড়ি। অনেক টই-ই পড়তে শুরু করি কিন্তু তারা (টই-রা) যখন ফুলে ফেঁপে বড় হয়ে ওঠে, ততদিনে আমার ধৈর্য সেশ হয়ে যায়। একটি একসেপশন আমেরিকার নির্বাচনের টই, কারণ ঐ বিষয়টিতে আমার ইন্টরেস্ট গুরুর সঙ্গে পরিচয়ের আগে থেকেই। কিছু টই একেবারেই ছোঁয়া হয়্না, যথা রোজাভার টই। লজ্জার সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে রোজাভা কি বস্তু তা আমি জানতামনা। অন্য কোন টই-তে রোজাভার উল্লেখ দেখে সেখানে জিগাই "রোজাভা কি?" এতজ তার উত্তর দেয়, কিন্তু সেটা খিল্লি উত্তর, কারণ এতজ হয়্ত ভেবেছে আমি খিল্লি করে জিগ্গেশ করছি, অথবা প্লেন লেগ পুলিং। ঊত্তর যা ছিল তা পড়ে রোজাভা খায় না মাথায় মাখে কিছুই বোঝা গেল না, শুধু আমার ধারণা হল রোজাভা একটি সাংঘাতিক বস্তু। কিন্তু এটুকুও জানতামনা যে রোজাভা জিনিসটার নাম নাকি পপিচু-র মতো কোনো এক্রোনিম। তার ফলে খুঁজতে পারলামনা। জানা বাকি রয়ে গেল। আবার একদিন ভাটে মনে হয় জিগালাম, আবার খিল্লি উত্তর ফ্রম এতজ, ফলোড বাই ফ্রম অভ্যু, যে কিনা বল্ল রোজাভা জাভার পূর্বতন সংস্করণ। আমার এই নিরীহ প্রশ্নগুলি ওয়েল ডকুমেন্টেড। যাইহোক, রেগে মেগে ঠিক করলাম আর কাউকে খোলা পাতায় জিগাবোনা! রিক্লাইনারে রিল্যাকসিং টিম কে পেয়ে চেপে ধরলাম আর টিম আমাকে বুঝিয়ে দিল। আমি রোজাভা জানলাম, ভাবলাম সে এপিসোড সেশ হল। কিন্তু সে গুড়ে বালি!

    এবার বলুন আমি যদি নাই জানি যে রোজাভা সম্পর্কে কোথায় কার লেখা টই-এ জানা যাবে আমি তাহলে সেই লোকটা কে নিয়ে খিল্লিটা কি করে করব?

    এইটুকু টাইপ করতে ২৭ মিনিট লাগলো। মাগো!

    এবার আসি পাখির কথায়।

    টই ফলো করিনা বলে কোন টই-তে পাখির গান দেওয়া হয়েছে তা জানতামনা। ভাটে গানটার উল্লেখ দেখেই মনে হয় ইউটিউবে খুঁজে পেলাম আর কি বলব একেবারে লাভ অ্যাট ফার্স্ট প্লে! তারপর থেকেই গানটা মাথায় ঘোরে প্রায় ২৪ ঘন্টা। মাইরি একটু বাড়িয়ে বলছিনা। আমার ইউটিউবে গেলে দেখবেন জ্বলজ্বল করে "ওয়াচ এগেইন" বলে। তো যাইহোক, এই গানটা পাখির টই-এ না হোয়ে উদবেড়ালের টই বা বাপ্পি লাহিড়ীর টই বা বাংলা গানের অবনতির টই-তে হতে পাড়্ত, উড্ন্ট হ্যাভ ম্যাটার্ড। গানটার ক্যাচি টিউন আমার মন জয় করে নিতই নিত। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্চে যে এই গানটা যে পাখির টই-এ দেওয়া সেই পাখির টই আর রোজাভার টই যে একই লোকের লেখা সেটাও জানতামনা, তিনি কে তাও জানিনা, তাই তাঁকে নিয়ে খিল্লি করার প্রশ্নই ওঠেন। পুরো ব্যাপারটাই এব্সার্ড।
  • Debabrata Chakrabarty | ০৯ জুন ২০১৬ ১১:৫৩709782
  • আমার কিন্তু মনে হচ্ছেনা যে খুব একটি খিল্লি কিছু হচ্ছে , আর খিল্লি যদি হয়ও তাতে কি এসে গেলো ? সবাই প্রাপ্তবয়স্ক /বয়স্কা বলেই মনে হয় - বিলো দা বেল্ট না হলেই হোল । আর সব লেখা সবার ভালো লাগবে , মনঃপূত হবে ,পারস্পরিক পিঠ চুলকানি হবেনা বা বানান ভুল নিয়ে নাসিকা কুঞ্চিত হবেনা ঝগড়া হবেনা ,পাণ্ডিত্য ফলানো হবেনা ,তাহলে আর শিক্ষিত মধ্যবিত্তের থাকলোটা কি ? মাঝে মাঝে অলস দুপুরে এই তুই কি ক্যামেরা কিনলি রে - ও ছেলে শিবপুর ? কত দিন বিরিয়ানি খাইনা , সেইবার আমাদের কন্যাকুমারীতে জানিস তো এইসব ভাটের আলাপ হবেনা তো কি নিয়ে বাঁচবো । লিখুন লিখুন প্রাণ খুলে লিখুন বেশ হচ্ছে ।
  • Bhagidaar | 34.49.119.28 | ০৯ জুন ২০১৬ ১২:০২709783
  • লিখবো বৈকি, অবশ্যই লিখবো। কিন্তু ব্যাপারটা হচ্চে যে এই যে ওপরের লেখাটা পড়লেন, এটা গুরুর ইতিহাসে আমার লেখা দীর্ঘতম পোস্ট। প্রায় একঘন্টা ধরে লিখ্লাম। কিন্তু ঐ যে অনেক্ষন ধরে রান্না করার পর খেতে বসলে ঐ যে খাওয়া ৫ মিনিটে সেশ সেরকম একটা ফিলিং হল। এতক্ষন ধরে লিখলাম, পড়তে ৩ মিনিট। সেই ধাক্কাটা কাটিয়ে উঠি। এই পোস্টে দৌলতে আপাতত সন্ধ্যা রায়ের থঙ্গের গল্প মুলতুবি রইল। আমার বার্নি-প্রেমী বস কালকের রেজাল্টের পর আজ যাকে পেয়েছে ধরে ঝেরেছে। কাল কি হবে বোঝা যাচ্ছেনা!
  • dc | 120.227.233.24 | ০৯ জুন ২০১৬ ১২:১১709784
  • সন্ধ্যা রায়ের থঙ্গের গল্প কিন্তু বেশিক্ষন মুলতুবি রাখা ঠিক হবেনা।
  • S | 108.127.180.11 | ০৯ জুন ২০১৬ ১২:১২709785
  • এতো কৈফিয়েত দেওয়ারই বা কি আছে? আপনারা লিখুন না ভ্রমন বেত্তান্ত। সিলেক্টিভ সেনসিটিভিটি ইগনোর করুন।
  • d | 144.159.168.72 | ০৯ জুন ২০১৬ ১২:২৬709786
  • আচ্ছা সবাই যে যার জায়গায় উঠে দাঁড়িয়ে ভাগীদারকে একটু হাত্তালি দিয়ে দ্যান দুই প্যারাগ্রাফ টানা লেখার জন্য।
  • de | 69.185.236.52 | ০৯ জুন ২০১৬ ১২:২৭709788
  • আজ এসে পুউরোটা পড়লাম -

    দারুণ আইডিয়া দুই জুটিতে টই লেখার - টইটা প্লীজ চলুক!

    থংস, সন্ধ্যা রায় - সব একে একে আসুক।

    ভাগীদারের সঙ্গে হাত মিলিয়ে গেলাম - বাড়িতে আমি আর আমার কন্যাও নীল পাখী মোডে কথা বলি আজকাল - অনেক কিছুই ওই সুরে হয় ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন