এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : বৃষ্টিমুখর সন্ধ্যা (রায়), নীল পাখি, ও থংস ওরফে আপার পেনিনসুলা

    Tim
    অন্যান্য | ০৬ জুন ২০১৬ | ১৩২২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.85.8 | ১০ জুন ২০১৬ ০১:০৬709856
  • বড়াই, ক্যামেরার কথা শুনে দুঃখু পেলাম।
    হাতে হাতে মোবাইলে মোবাইলে যেসব ছবিগুলো ওঠে, সেইগুলো দিও।

    আর, আর, পাখির গান আমার বেশ ভাল্লাগে। ঃ-)
  • Bhagidaar | 216.208.217.6 | ১০ জুন ২০১৬ ০১:১১709857
  • এইযে এসেছে এই ঝামেলার মূল হোতা! এতজ না থাকলে এসব তো কিছুই হতনা!
  • 4z | 209.167.35.20 | ১০ জুন ২০১৬ ০১:১৬709858
  • ইন্দোদাকে লেন্সট্যাগের সাজেশন দিয়েছিলাম সেটা কি শুনেছে?
  • Atoz | 161.141.85.8 | ১০ জুন ২০১৬ ০১:১৬709859
  • ভাবুন একবার, যদি সশরীরে গিয়ে হাজির হতাম ত্রিশঙ্কুর মতন! ঃ-)
  • hu | 140.160.124.1 | ১০ জুন ২০১৬ ০১:১৮709861
  • খুবই খুশী হতাম তুমি এলে। তারা দেখার সময় তোমার কথা খুব মনে পড়েছে।
  • Atoz | 161.141.85.8 | ১০ জুন ২০১৬ ০১:১৮709860
  • ইন ফ্যাক্ট, আমার নেমন্তও ছিল । নেহাৎ হেমন্তকালে ছাড়া আমি নেমন্তে যাই না, তাই ---
    ঃ-)
  • hu | 140.160.124.1 | ১০ জুন ২০১৬ ০১:২০709862
  • ইন্দোদা, তোমার ক্যামেরা হারানোর খবরে খুব দুঃখ পেয়েছি। লেন্স তো আবার হবে। ছবিগুলো চলে গেলো। যাক গে, ছবির অভাব সর্ষে লিখে পুরণ কোরো।
  • Tim | 140.126.225.237 | ১০ জুন ২০১৬ ০২:০৪709863
  • ইন্দোদা,

    ছানা ঈগলের ছবি তুলেছি দুইখান, অনে-এ-এ-ক জুম করে, দোদুল্যমান নৌকো থেকে কি আর ভালো আসে? একটা ছবিতে একটু বোঝা যাচ্ছে। দেব'খন। গুরুতে ছবি দেওয়া তো ভারি হ্যাপা। এছাড়াও একটা লাল-কালো পাখীর ছবি ভালো এসেচে। সেও দিয়ে দেব।

    ইন্দোদার ওয়াইল্ড লাইফের ছবি কি সুন্দর সব হচ্ছিলো। ঃ-(
  • Blank | 96.12.0.135 | ১০ জুন ২০১৬ ০৩:৩৪709864
  • ভাগী দাকে বলে যাই,
    এমনি আংটি তোমার আছে অ্যাঁ?

    http://www.mysecretwood.com/
  • hu | 140.160.124.1 | ১০ জুন ২০১৬ ০৩:৫০709866
  • কি সুন্দর! এক্দম প্রথমটা আমার সবচে পছন্দ।
  • Blank | 96.12.0.135 | ১০ জুন ২০১৬ ০৩:৫২709867
  • হুঃ এরা সব আম্রিকায় থাকে এদিকে আম্রিকান আংটির খবর রাখেনা
  • sosen | 177.96.49.239 | ১০ জুন ২০১৬ ০৪:০৮709868
  • এগুলো আমি দেখেছি। কিন্তু খুব দশাসই।
  • Bhagidaar | 34.49.119.28 | ১১ জুন ২০১৬ ১১:৫৭709869
  • শুক্কুরবার রাত, সামনে উইকেন্ডের দুদিন পুরো বাকি, তারপর গতকাল জেনেছি যে আমার ইনোসেন্স সন্দেহাতীত, আজ আমি বড়লোক, তাই আজ লিখতে বসেছি। এর আগে খুচখাচ ওয়ানলাইনার আর একটি লম্বাআআ (এই শেষবার বলছি, আর বলবোনা, তাইলে দমুদি পিটুনি দেবে) ডিসক্লেমার লিখেছি শুধু। যাইহোক, মার্চ মাস নাগাদ বিরহে কাতর হয়ে সোসেন ও আমি প্ল্যান করছি কবে আমি ওবাড়ি যাব। কিন্তু ওবাড়িতে এখন কুড়ি আছে, তাই জানা গেল ঐ বাড়ি এখন আমার কাছে মনে যাকে বলে অফ লিমিট। তাই সোসেন প্ল্যান করল অন্য কোথাও যাবার। আমি কি তা আর বুঝিনি ভেবেছেন!

    যাইহোক, অল-সাইড - সাউথ-ফেসিং উইথ ওয়াটার বডি-র (রেফঃ ভূতের ভবিষ্যত) আহ্বান তো আর ফেলা যায়্না!
    তাই রাজি হয়ে গেলাম।
    তখন আমার এতটাই কাজের চাপ যে কোথায় যাওয়া হবে, কি করে যাওয়া হবে, কোথায় থাকা হবে, ইত্যাদি কোনো স্টেজেই আমি ঠিক ইনভলভড হতে পারিনি। শুধু এদের প্ল্যান প্রোগ্রাম শুনে বলেছিলাম দুটো সার্ভিস আমি অফার করছি, গাড়ি চালিয়ে দেব আর বাসন মেজে দেব।
    যাইহোক, তা বেড়াতে যাব, কিছু প্রস্তুতি তো নিতেই হয়। প্রথম কাজ ছুটি নেওয়া। তা বলতে নেই আমার বস এইসব ব্যাপারে খারাপ মানুষ নন। তা তেনাকে যখন বল্লাম কোথায় যাচ্ছি, তিনি তো আগ্রহভরেই প্রশ্ন করলেন, সেখানে কি আছে। বল্লাম এই যে তিনটে গ্রেট লেক আছে, সুপিরিয়র, মিশিগান আর হিউরন। তিনি বল্লেন, হিউরন একটা লেকের নাম? আমি তো শুনে থ, এই লোকটা কিনা চার বছর উইসকনসিন- এ কলেজ করে এসেছে!
    রওয়ানা হবার দু সপ্তাহ আগে মনে হল জঙ্গলের মধ্যে কেবিনে তিন রাত থাকব, একটা দুটো বোর্ডগেম হলে ভাল হয়। তাস তো হাতের কাছেই আছে, কিন্তু কপালে সোসেন জোটার পর থেকে আমি সবার তাসের স্কিল টেকেন ফর গ্রান্টেড করে নিই না আর, তাই দুটো গেম বাছলাম যেগুলো সহজে শিখিয়ে দিয়ে খেলে নেওয়া যায়। এমনি একটি গেমের নাম "ট্যাবু"। বিবরণ তো হুচি আগেই দিয়ে দিয়েছে, আমি আর দিচ্ছিনা। যথাসময়ে আসছি সেই গেমের কথায়। এক প্যাকেট তাস ও নিয়ে নিলাম।
  • Bhagidaar | 34.49.119.28 | ১১ জুন ২০১৬ ১২:০০709870
  • সোসেনকে ধমক দিয়ে ওর ফোন থেকে ২৫০ নজরুলগীতি ডিলিট করালাম, নিজের ফোনে গান ভরলাম, ক্যামেরা ব্যাটারি ইত্যাদি সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাস তৈরী!

    শিকাগো এয়ার্পোর্টের ঘটনাবলি তো আগেই শুনলেন। তারপর টিমি ও হুচি এলো গাড়ি ভর্ত্তি জিনিসপত্তর নিয়ে, সেই জিনিসের ফাঁকে ফাঁকে আমাদের ব্যাগ ইত্যাদি গুঁজে দেওয়া হল। তারপর তো গাড়ি ছুটলো। হুচি বৈদ্যবাটির লোক জেনে আমি বল্লাম ওখানে আমার ঠাকুমার মামারবাড়ি। ঠাকুমারও যে মামাবাড়ি থাকতে পারে এবং সেটাও যে কেউ চিনতে পারে এটা কেউ বিশ্বাসই করছিল না, সবাই হাসাহাসি করল। কিন্তু বিশ্বাস করুন, একদম সত্যি! হাইওয়ের ধারে একটি সাইনবোর্ডে সবার পছন্দের কিছু খাবারের দোকান আছে দেখে সেখানে যাওয়া হল কিন্তু দেখা গেলো সেইসব দোকানের নামই শুধু আছে, দোকান নেই। তারপর দূর থেকে আমি ম্যাকডির সাইনবোর্ড দেখতে পাওয়ায় সেখানেই যাওয়া হল। সেখানের হোটেলে ফোন সংক্রান্ত হুচির মুখঝামটা ছাড়া অন্য উল্লেখযোগ্য ঘটনাটি হল যে আমি ও টিম একই খাবর অর্ডার করেছিলাম, হুচি ও সোসেন একই খাবার। এটা যে একটা কি বিশাল কম্প্যাটিবিলিটি পয়েন্ট তা আপনারা ভাবতে পারবেন্না!

    খাওয়াদাওয়া সেরে আবার যাত্রা, হোটেলে পৌঁছানো, ও ঘুম! কাল আবার সকালে তাড়াতাড়ি বেরতে হবে!
  • san | 11.39.33.197 | ১১ জুন ২০১৬ ১২:১৪709871
  • নজরুলগীতি ডিলিট করালে ক্যানো ? বুঝিয়ে লিখবে তো।
  • Arpan | 24.195.231.101 | ১১ জুন ২০১৬ ১৩:০১709872
  • লং ড্রাইভে নজরুলগীতি? ঃ((
  • পিনাকী | 95.229.73.124 | ১১ জুন ২০১৬ ১৩:০৮709873
  • লং ড্রাইভের গীতি বিষয়ে কিছু সাজেশন দিন না। আম্মো যাচ্ছি ২৩শে জুন।
  • san | 11.39.33.197 | ১১ জুন ২০১৬ ১৩:৫৫709874
  • আহা , ডিলিট করানোর কারণ জিগ্যেস করছি , কী মুশকিল। হয়তো পিছনে কোনো শুষ্কং গপ্প থাকতে পারে , কেজানে :-D
  • | ১১ জুন ২০১৬ ১৪:৩২709875
  • কেন? কেন? নজরুলগীতি ডিলিট কেন??
    ইকি অন্যায়!
  • | ১১ জুন ২০১৬ ১৪:৩৮709877
  • ঐ তো নীল পাখিটাকে লুপে চালিয়ে দিলেই লং ড্রাইভ কেটে যাবে নে। :-D
  • Abhyu | 81.12.145.195 | ১১ জুন ২০১৬ ১৮:০৫709878
  • এইটা লেখা হয় নি। রোজাভা হল জাভার আগের ভার্শন এইটা নিয়ে ভাগী সন্দেহ প্রকাশ করলেই বলতাম বিটা ভারশন জানো না? জাভার ক্ষেত্রে আরো ছিলো একেবারে আলফা বিটা গামা থেকে রো অবধি।

    লং ড্রাইভে রাতের বেলায় বুলবুলি নীরব নার্গিস বনে চলতে পারে। কিংবা মোর ঘুমঘোরে এলে মনোহর।
  • kumu | 132.161.152.239 | ১১ জুন ২০১৬ ১৮:১৪709879
  • আমি কিনা আজকাল নিয়মিত আসিনা তাই সক্কলে এমনকি স্যান পজ্জন্ত সুযোগ পেলেই শুনিয়ে দ্যায়।তা এই টই আমি পুরোটা পড়েছি,ক্রস রেফ গুলো ও পড়ছি।,শুধু এইটে বুঝিনি সাতেপাঁচেতিনে না থাকা এজেডকে দেখেই কেন ভাগী বললো এই যে মূল হোতা আর এজেডও মিটিমিটি হেসে কী একটা বললো।
  • sosen | 184.64.4.97 | ১১ জুন ২০১৬ ১৯:২৪709880
  • নজরুলগীতির পিছনে বিশেষ কোনো গপ্পো নেই। কবে আমি একটা ৫-সিডি কালেকশন কিনেছিলাম তাতে পুরোনো নতুন বহু শিল্পীর গাওয়া গান ছিলো, এক গান দু তিন বার করেও ছিল। বিভিন্ন লোকের গলায়। সিডি ম্যাকবুকে ঢোকানো মাত্তর সেগুলো আইটিউনে সিংক হয়ে গেছে তারপর ফোন ঢোকানো মাত্র সব গান ফোনেও ঢুকে গেছে। ফলতঃ একটা যে কোনো অন্যগান স্যান্ডউইচড বাই দুটো নজরুলগীতি।

    এবার ন্যু অর্লিয়া থেকে কানে জ্যাজ ও মাথায় হ্যাং ওভার নিয়ে ফেরার সময় এক দু মিনিট অন্তর অন্তর ই ফিরদৌস, মানবেন্দ্র, ধীরেন, ফিরোজা, যূথিকা, সে পুরো ভিমরুলের চাকের মতো মুখ করেছিল। আমিই বা কতো স্কিপ করবো, একের পর এক গলা খেলিয়ে চলেছেন বিদগ্ধ লোকজন, ওদিকে কপালের ভাঁজ তার বাড়তে বাড়তে তিন থেকে পাঁচে পৌঁছে গেছে। সেশমেশ ভয় পেয়ে কামড়ে টামড়ে দিতে পারে ভেবে আমি ও গান বন্ধ কোরে দিলাম আর রেডিও চালালাম। তাতে কি ভাগ্যিস অ্যাডেল অমনি "হ্যালুউ" করে উঠলো আর ভাগির কপালটাও পার্মানেন্টলি ঐ রকম পাঁচটা ভাঁজ থেকে রক্ষে পেলো, আর খানিকক্ষণ থাকলে ওগুলো আর মিলাতো না। এত গজগজ করেছে যে আমি এবার আগে ভাগে ফোন ফাঁকাই করে দিয়েছি।

    এত বছর ধরে কি আর শুষ্কং থাকে রে বাপ, সবাই কি আর কুমুদি? ঃ)))
  • Tim | 108.228.61.183 | ১১ জুন ২০১৬ ১৯:৫৮709881
  • ভাগীর লেখা গোলা হচ্চে। চলুক চলুক
  • hu | 78.63.145.192 | ১১ জুন ২০১৬ ২০:০২709882
  • জমে গেছে। ভাগী হাত চালাও।
  • Atoz | 161.141.85.8 | ১১ জুন ২০১৬ ২২:৫৯709883
  • হুঁ, এই দ্যাখো না কুমুদি, আতজ সাতে নাই পাঁচে নাই পঞ্চান্নতেও না, ইদিগে এনারা কীসব কইচেন!
    আতজ তো তখন জম্ভলা মন্দিরের বাগানে "শরত আলোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে" গাইতে গাইতে টপাটপ আঙুর খাচ্ছিল। বল্লে বিশ্বাস যাবেন্না কী মিষ্টি আঙুর! ঃ-)
  • Bhagidaar | 34.49.119.28 | ১৩ জুন ২০১৬ ০৮:৫১709884
  • বাবাগো! টই কত নিচে নেমে গেছে। এইবেলা "ট্যাবু"-র গল্প না বলে নিলে আর বলা হবেনা।

    রবিবার ঝড়-বৃষ্টির জন্য সানসেট ক্রুজ এ যাওয়া হবেনা ঠিক করার পর আমরা কেবিনে ফিরে এলাম। আজই কেবিনে বসে আড্ডা ও কিছু খেলার প্রশস্ত দিন। টিম হুচি ও সোসেনকে বুঝিয়ে দিলাম কি করে ট্যাবু খেলতে হয়। নিয়মাবলী জেনে হুচি নিদান দিল " এ আবার কি ভাটের খেলা"! ভেউ!

    এই হল ট্যাবু খেলার যন্ত্রপাতি। কয়েকটি কার্ড, একটি ভেঁপু, একটি বালিঘড়ি, ও স্কোরশীট।



    আমরা ঠিক করে নিয়েছিলাম একটু আধটু বাংলা চলবে। অবশ্যই ক্লু-এর বাংলা প্রতিশব্দ দিয়ে দিলে চলবেনা কিন্তু ক্লু যে শুধু ইন্জিরি কথায় সীমাবদ্ধ রাখতে হবে তা নয়।

    শুরু হল খেলা। তিমি ও হুচি বনাম সোসেন ও আমি। এইটা উল্টে নিলে মানে কাপল টিম না রাখলে মনে হয় আরেকটু মজা হত।থংস এর কথাতেই প্রথমে চলে আসি। তিমি কার্ড তুলবে আর হুচি গেস করবে। সোসেন দেখবে তিমি কোনো ট্যাবু ওয়ার্ড বলছে কিনা, বল্লেই প্যাঁক করে ঐ বেগনে ভেঁপুটা বাজিয়ে দেবে।

    ওয়ার্ড টু গেস হোলো "থাগ(থুগ)"। একটু আনকমন, একটু অফ ওয়ার্ড, সন্দেহ নেই। তিমি অনেক ভেবে চিন্তে কান চুলকে বলল "সন্ধ্যা রায় মুভি"। তাতে হু গেস করলো ঠগিনি। বাবা তারকনাথ কেন গেস করল না ভগবান জানেন। তিমি বোল্লো মেল, হুচি বোল্লো ঠগ, তার থেকে আর কোনো ক্লু দেবার আগেই হুচি বোল্লো থংস? অতঃপর পৃথিবীর ইতিহাসে প্রথমবার সন্ধ্যা রায়ের নাম ও থংস শব্দটি একই বাক্যে উচ্চারিত হল।

    এই হোলো সন্ধ্যা রায় ও থং-এর কাহিনি। ন্যাচারালি ওখানে ছিলাম বোলে ব্যাপারটা অনেক বেশি হিলারিয়াস হয়েচিলো, গল্প লিখে সেই লেভেলের মজা পাঠককে পরিবেশন করা অন্তত আমার ক্ষমতার বাইরে।
    আরো কটা বেশ মজার এপিসোড হয়েছিলো। যথা হুচি ক্লু দিলো "হাসিনা মমতাকে কুড়ি কেজি---" তিমি গেস করলো "বিষ"? এইটার ব্যাক স্টোরি হোলো হাসিনা মমতা কে কুড়ি কেজি ইল্লিশ পাঠিয়েচে সেটা পাশের ঘর থেকে টিম চেঁচিয়ে বলায় হুচি শুনেচে কুড়ি কেজি বিষ পাঠিয়েছে। ক্লু ওয়ার্ড ছিলো পৈসোন ইভ্য।

    তারপর যা ক্লু ছিলো সেটায় তিমি বোল্লো পোস্টডক, হুচি বোল্লো ডিপ্রেশন! তার থেকে সুইসাইডাল, ইত্যাদি অনেক দূরে যাওয়া হয়েছিলো। হূক্স ল, য়ৌন্গ্স মোদুলুস সবি এসে গেলো, সেশমেশ জানা গেলো ক্লু ওয়ার্ড "স্ট্রেস"।

    এবার জু যখন ক্লু ওয়ার্ড ছিলো তখন হুচি সত্যজিত রায়ের ব্যোমকেশের সিনেমা উত্তম কুমার ইত্যাদি বলেও সেখানে পৌঁছোতে পারতো কিন্তু মনে হয় সাম্প্রতিক কালের ঘটনা বলে বিপ্লববাবুর এর জুটোপিয়ার টই এর কথাই আগে মনে পড়েছে। তবে এত ঝামেলা হবে জানলে আমি শিওর, ঠিক মাথা খাটিয়ে অন্য ক্লু খুঁজে বার করত।

    একবার সোসেনের আমাকে ক্লু দেবার সময়, সোসেন হঠাৎ বিশাল চোখ ফোক পাকিয়ে ধমকের গলায় চেঁচিয়ে উঠলো " হ্যাবিট ফর হুইচ আইদার আই উইল কিল ইউ অর ইউ উইল কিল ইওরসেল্ফ" বাবাগো! ভয়ে ভয়ে বল্লাম "স্মোকিং"? দেখা গেল ঠিকই বল্লাম!
  • Bhagidaar | 34.49.119.28 | ১৩ জুন ২০১৬ ০৮:৫৫709885
  • পৈসোন ইভ্য = পয়্সন আইভি।
    "থাগ(থুগ)"= থাগ (thug)
    য়ৌন্গ্স মোদুলুস = Young's modulus
  • d | 144.159.168.72 | ১৩ জুন ২০১৬ ০৯:২৯709886
  • মোদুলুস হেব্বি শব্দ। এইটে গুরু ভোক্যাবে ধোকাতে হবে।
    :-))))))))
  • dc | 132.174.185.242 | ১৩ জুন ২০১৬ ০৯:৪৫709888
  • অতঃপর সন্ধ্যা রায় ও থংস যুগপৎ উচ্চারিত হওয়ায় ট্যাবু গেমটি সার্থকনামা হইল (গম্ভীর ইমো)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন