এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • sm | 53.251.91.253 | ০২ জুন ২০১৬ ২০:৩৯710206
  • ভালো করে লেভি তুলবে বলছে ।দিকে দিকে নমোর এড ছাপাবে।টিভি তে মাথা নাড়িয়ে,শির ফুলিয়ে চিত্কার করবে।পলিটব্যুর তে এ ওকে ঠেলা মারবে।বুড়ো নেতারা পার্টি অফিসে বসে ঢুলবে।কাজের লোকেরা তরমুজ হয়ে ঘুরে বেড়াবে। গুরু তে দল বেঁধে হা হুতাশ করবে; সে এক দিন ছিল বটেক!দু- একজন একবগ্গা;লিঙ্কের পাহাড় সাজিয়ে বসবে।
    বাড় খাওয়া কর্মীরা , নেতাদের পথ চেয়ে বসে থাকবে। নেতারা রাজ্যপালের কাছে মাঝে মধ্যে নালিশ জানাইবেন।
  • MR | 202.206.244.8 | ০৩ জুন ২০১৬ ০০:২৩710217
  • আর antiশিপিএমরা এই সুযোগে শিপিএম ফ্যামিলির মেয়েদের রেপ করব, যুবকদের মার্বে।ঠিকই আছে। আর কিবোর্ড বাজিয়েরা কতযে টাইপাবে!
  • কম রেড | 117.167.109.11 | ০৪ জুন ২০১৬ ১২:১৬710228
  • ঘুরে দাঁড়াবে।
  • উনি | 11.39.37.135 | ০৪ জুন ২০১৬ ১২:৫৫710233
  • ডিগবাজিতে বিশারদ। আর আছেন ওনার সমর্থক কাটাকুটির বিশারদেরা।
  • বিমান | 119.26.213.130 | ০৬ জুন ২০১৬ ০১:২৬710234
  • না না , আমরা সবাই ফিশ ফ্রাই খাব । :)) :)) :))
  • S | 74.234.95.160 | ০৬ জুন ২০১৬ ০৮:৫০710235
  • আমি তেলেভাজা খাবো।
  • | 213.99.211.81 | ০৭ জুন ২০১৬ ১৪:৩০710237
  • " না না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না
    শুনেছি চৌধুরী বাড়িয়ে নাকি বসেছে আসর
    এসেছে কলকাতার ই নাম করা সেই নট্ট কোম্পানী।

    যে পালা টি করছে ওরা নাম যে "তাসের ঘর"
    বুঝলে নটবর।।
    তুমি ও যাবে না, আমি যাবো না "
  • MR | 154.162.93.88 | ০৮ জুন ২০১৬ ২০:২২710207
  • শিপিএমের চিন্তা ছেড়ে জনগণের কথা ভাবুন!(বাপরে সেতো বিষম ব্যাপার)।বাচ্চা ছেলেদের পিটিয়ে খুন করছে। কখনও মোষ চুরি কখনো আম চুরি! তাতেকি উচ্চমধ্যবিত্তের গায়ে তো টুসকি পর্য্যন্ত পড়ছে না। বলো হীরক রাণীর জয়!
  • :( | 188.175.128.50 | ০৮ জুন ২০১৬ ২০:৩৫710208
  • শিপিয়েম ওসব সিখিয়ে গেছে
  • ranjan roy | 132.162.196.182 | ০৮ জুন ২০১৬ ২০:৪৭710209
  • ..., বলছেনঃ
    "RSS o TMC r ashubho aantat... Satyi ta tahole beriyei elo... Aar eto taratari!

    --হে তিন পুঁটকি ভগবান, আপনার ওপরের লিং টা অনেক উৎসাহ নিয়ে পড়ে দেখলাম-- খোদা পাহাড়, নিকলা চুহা!!
    ওতে উমাভারতী বলছেন মমতা ও নীতিশকুমারের আজকের রাজনৈতিক মঞ্চের বিপুল সাফল্যের পেছনে আসল কৃতিত্ব আর এস এস এর।ঃ))
    তাহলে বিশ্বাস করতে হয় আজকে বিহারে নীতিশকুমার যে বিজেপির গালে থাপ্পড়টা কষিয়েছেন তার কৃতিত্বও আর এস এস এর?
    আসলে বড় বড় কথা বলেও আজ বিহারে ও বঙ্গে বিজেপি ধেড়িয়েছে। লোকসভার ভোট প্রতিশত ও প্রভাব পড়ে গেছে। সেটা ঢাকতে উমা ভারতীর এই মন্তব্য।
    আর উমাকে এখন কেউ বিজেপিতেও সিরিয়াসলি নেয় না। মধ্যপ্রদেশ থেকে গদি হারিয়ে ঝগড়া করে বিজেপি ছেড়ে গেছিলেন। কয়েক বছর পরে হালে পানি না পেয়ে কেঁদে কেটে আবার ঢুকেছেন। কিন্তু সাইড লাইনড-।
    আপনাদের মমতার সাফল্যের পেছনে বিজেপির চক্রান্তের সমর্থনে একটু ভাল প্রমাণ নিয়ে আসুন। এতো ঘুড়ায়ও হাসব প্রমাণ।
    আর সিপিএম এর নেতাদের ২০০ সীট পাওয়ার কনফিডেন্সের পেছনে কার চক্রান্ত সেটাও একটু দেখুন।ঃ))
  • Ranjan Roy | ২৭ জুন ২০১৬ ১২:৫৮710213
  • বঙ্গের বাম দল ও রাজনীতি নিয়ে কিছু চিন্তার কথা।

    সিপিএম ও গণতান্ত্রিক কেন্দ্রিকতা
    ====================
    দলের পরিচালনের জন্যে লেনিন প্রণীত নীতি যার নিগলিতার্থ নীচের তলায় বিতর্ক টিতর্কের পর পিরামিড পার্টি সংগঠনের অ্যাপেক্স বডির নির্ণয় সবাই বিনা বাক্যব্যয়ে মেনে চলবে।
    এতদিন তাই হচ্ছিল। কিন্তু ২০১৬য় সিপিএম এর মত রেজিমেন্টেড দলের ডিসিপ্লিনে চিড়?
    ১) পার্টি কংগ্রেসে ডিসিশন হল কংগ্রেস/ বিজেপি কারো সঙ্গেই জোট চলবে না। শুধু বাম গণতান্ত্রিক জোট চলবে। তাই বিহারের ইলেক্শনে সিপিএম বিজেপির বিরুদ্ধে কং/জেডু জোটে যোগ না দিয়ে লিবারেশন সমেত সব বাম দলের সঙ্গে জোট করল। বেশ।
    ২) কিন্তু বঙ্গে জনগণ চেয়েছে বলে জোট করে ভোটের দিন সূর্যবাবু বললেন-- ছক্কা মেরেছি , আবার বললেন ২০০ সীট।
    কিন্তু সুহাসিনী আলি, বৃন্দা কারাত বললেন--কং এর সঙ্গে কোন জোট হচ্ছে না। তবু হলে মানিক সরকার বললেন এতে ক ংগ্রেসের লাভ হবে , সিপিএম এর ক্ষতি।
    রেজাল্ট বেরোলে দেখা গেল ঃ ক) জনগণ অন্য কিছু চেয়েছে। খ) মানিক সরকার ঠিক, সূর্যবাবু ভুল।
    ৩) সিপিএম এর পলিট ব্যুরো মিটিংয়ে বলা হল বঙ্গ ব্রিগ্রেডের নির্ণয় পার্টি কংগ্রেসের সিদ্ধান্তের 'উল্লংঘন'। সিসি মিটিংয়ে বঙ্গ ব্রিগ্রেডের আপত্তিতে ভাষা তরল করে বলা হল-- জোটের সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্দেশের সঙ্গে 'সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবাদে হরিয়ানার লড়াকু নেতৃ ডঃ জগমতী মিটিং ছেড়ে বেরিয়ে প্রেস কনফারেন্স করে পার্টি ছেড়ে দেবার কথা ঘোষণা করলেন।
    ৪) আগে একসাথে আন্দোলনের কথা বললেও শেষ মুহুর্তে শুধু সূর্য নয়, পরিষদীয় দলের কেউ কঁগ্রেসের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিলে যাবেন না ডিসিশন হল। কিন্তু দেখা গেল দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য দলের নির্দেশ অমান্য করে 'জনগণ চেয়েছে তাই' বলে জোটের মিছিলে হাঁটলেন।
    ৫) বঙ্গের নেতারা এটাকে কেবল নির্ণয়ের সঙ্গে 'অসামঞ্জস্যপূর্ণ' না বলে ' উল্লংঘন' বললেন আর শো-কজ করলেন তন্ময়কে। সেটা প্রেসেও এল!
    ৬) এদিকে বাম জোটের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। এখন সিপিএম এর অতগুলো সীট নেই; ফলে ছোট শরিকদের চোখে সে ইজ্জত নেই। তাই ওরা কং এর সঙ্গে জোট বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে অন্য জোটের কথা ভাবছে।

    সব মিলাইয়া কী খাড়াইল? শুধু জোটের নয়, বঙ্গে বাম রাজনীতি কোন পথে? সুধীজন চিন্তায়!
  • dc | 116.208.166.192 | ২৭ জুন ২০১৬ ১৩:৫২710214
  • অবলুপ্তির পথে। বিধান সভা ভোটের ফল বেরোবার দিনেই বলেছিলাম।
  • j | 151.197.16.185 | ২৭ জুন ২০১৬ ১৪:০৩710215
  • এটুকু অমৃতলালপনা করা যেতে পারে যে বঙ্গে পপুলিষ্ট রাইট এবং ফার রাইট রাজনীতির ভাল ভবিষ্যৎ আছে
  • অশ্বপতি কাব্যচঞ্চু | 131.241.218.132 | ২৭ জুন ২০১৬ ১৪:০৫710216
  • হোক না ডিবেট, আরো বেশি করে হোক। আমি তো চাইবো বিভিন্ন মতাবলম্বীরা নিজের/নিজেদের লাইনের স্বপক্ষে লিখুন। সাধারণ কর্মী/সমর্থক এবং তার বাইরেও লোকে জানুক। দেওয়াল ভাঙুক।

    পরের অংশটা রঞ্জনদার জন্যে একটা ধাঁধা।

    "He wrote that it was at his first command post, in Gibraltar in early November 1942, "that I first realized how inexorably and inescapably strain and tension wear away at the leader's endurance, his judgment and his confidence." No matter how bad things got, no matter how anxious the staff became, the commander had to "preserve optimism in himself and in his command. Without confidence, enthusiasm and optimism in the command, victory is scarcely obtainable."

    **** realized that "optimism and pessimism are infectious and they spread more rapidly from the head downward than in any other direction." He learned that a commander's optimism "has a most extraordinary effect upon all with whom he comes in contact. With this clear realization, I firmly determined that my mannerisms and speech in public would always reflect the cheerful certainty of victory—that any pessimism and discouragement I might ever feel would be reserved for my pillow."

    (সোর্স পরে দেবো)
  • | 213.99.211.81 | ২৭ জুন ২০১৬ ১৪:৫৩710218
  • আজকাল রাজদীপের ভয়েস আর পাওয়া ই যায় না। বেচারা বড়ো ই মুষড়ে পড়েছে। কাম অন রাজদীপ।
  • Ranjan Roy | ২৭ জুন ২০১৬ ১৭:৫৮710219
  • ও কে অজ্জিত। ব্যাটলফ্রন্টে রাইট স্পিরিট। কিন্তু তার পরে চাই সার্জনের নির্মম অবজেক্টিভ ছুরিতে ( যতটা সম্ভব) নির্মোহ বিশ্লেষণ।

    ভগবান বুদ্ধেরও অমনি গল্প আছে। সম্ভবতঃ মগধ সেনাপতি বা কেউ --বজ্জি বা লিচ্ছবি --- কোন গণতন্ত্রের সঙ্গে যুদ্ধের আগের রাতে আশীর্বাদ নিতে গেছলেন। উনি দুপক্ষের তুল্যমূল্য বিচার করে বললেন যে এই এই কারণে গণতন্ত্রটির জেতার সম্ভাবনা বেশি। তো আশীর্বাদধন্য সেনাপতি নিশ্চিন্ত হয়ে বিশ্রামে গেলেন ও সৈন্যদের ও আশ্বস্ত করলেন যে যখন ভগবন বলেছেন তো কোন চিন্তা নেই।
    অন্য পক্ষের সেনাপতি নিজের শিবিরে গিয়ে সত্যি কথাটা চেপে গিয়ে বললেন যে আমরা যদি এইভাবে ব্যুহ রচনা করি ও লড়াইয়ে দৃঢ় থাকি তো জিতবো।
    রেজাল্ট হল বুদ্ধের আশীর্বাদের বিপরীত।ঃ))
  • ranjan roy | 132.180.218.255 | ১৬ জুলাই ২০১৬ ০০:১৪710223
  • গন্ডগোল "চিন য্তদিন নিজেদের মুখে সমাজতান্ত্রিক বলবে ততদিন সমর্থন" শব্দবন্ধটি নিয়ে।
    পারাসোল আইল্যান্ড নিয়ে চিনের রণতরী ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করলেও কিছু বলা যাবে না। কাম্বোডিয়ার খমের রুজের কীর্তি "কিলিং ফিল্ড" নিয়ে বলা যাবে না-- বললে ব্র্যান্ডিং হবে--আম্রিকার ভূমিকাকে জাস্টিফাই করছেন!
    বাংলাদেশের ১৯৭১ এর জেনোসাইডে চিন ইয়াহিয়া খানের বর্বর সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। আমরা তবু নিন্দা করিনি।
    চিন ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসিকে সমর্থন দিলে বা তিয়েন আন মেন স্কোয়ারে নিরস্ত্র ছাত্রদের ট্যাংক দিয়ে পিষে মারলেও আমরা-- " বগলে ঝাঁকনে লগতে" থাকি।
    নর্থ কোরিয়ার পরিবারবাদের নৃশংস অবতারটি যেহেতু লাল কাপড় ঝুলিয়ে রেখেছেন তাই আমরা সমালোচনা করি না।
    আর কতদিন কাকা?
  • sm | 53.251.90.37 | ০২ অক্টোবর ২০১৬ ২১:৪২710226
  • সেই ট্রেন ধরলি-কিন্তু লাস্ট ট্রেন ধরলি।
  • PT | 213.110.242.6 | ০৩ অক্টোবর ২০১৬ ০০:০১710227
  • "নর্থ কোরিয়ার পরিবারবাদের নৃশংস অবতারটি যেহেতু লাল কাপড় ঝুলিয়ে রেখেছেন তাই আমরা সমালোচনা করি না।"
    সত্যি?
    এই লোকগুলোর সমালোচনা করে সময় নষ্ট করার কোন মানে হয়? তার চাইতে নন্টে-ফন্টে বা হাঁদা-ভোঁদা পড়লে সময়ের সুব্যবহার হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন