এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮১৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 7845.15.9003412.224 | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৪715438
  • কি দুঃসাহস! চাকরী চাইছে
    চাকরী-খেকোর রাজ্যে!
    চল তোকে আজ লাশ করে দেই,
    এটাই আমার কাজ যে!!
  • K | 785612.35.5667.99 | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫২715439
  • কাল কি সব বামপন্থী ছাত্র সংগঠন ইসলামপুরের পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামবে??
  • K | 785612.35.5667.99 | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৩715440
  • বিদ্যুৎ এর ইউনিটের দাম বাংলাতে অন্য রাজ্যের থেকে অনেক অনেক -
    বিরোধীদের মুখে কুলুপ
    কেন ?
  • কল্লোল | 238912.66.45.35 | ২১ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৫715441
  • ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।
    একটা স্কুলের ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চলে কেন? স্বরাষ্ট্র মন্ত্রীর জবাব চাই।
  • PM | 018912.210.012323.15 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৫715442
  • ব্যস, বুড়ি ছোয়া হয়ে গেছে। আর কেউ কল্লোল দাকে প্যথলজিকাল বলতে পারবেন না। :D
  • কল্লোল | 342323.176.8923.166 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩৪715443
  • আহাহা চটো ক্যানে। গান শোনো। বাম আমলে লেখা। যেবার যাদবপুর বি্বিদ্যালয়ে বুদ্ধ-বিমান পুলিশ পাঠালো।

    এইত্তো ক্যামঙ্গ প্যাথলজিকাল হয়ে গেলাম। এক্কেরে নৈরজ্য।
    ঠিক আছে তো!!
  • PM | 9001212.30.7845.202 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১১715444
  • eibaar nishchinta :) --
  • PT | 340123.110.234523.20 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৯715445
  • "সদরে কামান দাগতে" গিয়ে তিনোকে প্রথম স্বীকৃতি দেন কাকা অসীম। সেই সব্বোনাশের লাইন ধরে এই গানটি যথেষ্ট নিরপেক্ষ!!! তাই কমরেড যখনই এই আমলে কেউ গুলিতে মরবে তখনই ঐ আমল স্মরণ করিয়ে দেওয়া একটি পবিত্র কর্তব্য। তাতে এই আমলের গুলির মৃত্যুটি অনেক কম বেদনাদায়্ক হয় ও সেই কারণেই কোন মোমবাতি জ্বলে না।

    সমস্যা একটাই। পেছন থেকে গুলি করে মারার যে নিরপেক্ষ কৌতুকটি নন্দীগ্রামের সময় থেকে চালু করা হয়েছিল তা এখনো চলছে। নন্দীগ্রামে কতজন পুলিশের গুলিতে মরেনি তা আমরা কেউ জানিনা এখনো। কিংবা দার্জিলিং ঃ "Police, however, deny opening fire in any of the incidents which have allagedy killed eight people." ভাঙ্গরে কার গুলিতে মানুষ মরেছে তা কেউ জানে? কাল পর্যন্ত "জেলার পুলিশ সুপার সুমিত কুমার স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পুলিশ গুলি চালায়নি।" পুলিশ যেখানে ছাত্র মারেনি সেখানে কিসের তদন্ত?

    মনে পড়ে গেলঃ তাপসী মালিক হত্যার তদ্ন্তের গতিপ্রকৃতি কি মানবাধিকার কর্মীরা রাখে?

    ঘেউ ঘেউ করার প্রস্তাবটা নেহাত-ই ফাঁকা বুলি ছিল। অবিশ্যি ঢপের জ্বালানিতে চলা রাজ্যের তাত্বিক তোল্লাইকারীরা যে ঐ লাইনেই খেলবে সে তো প্রত্যাশিতই।
  • কল্লোল | 342323.176.23.194 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৬715446
  • আহাহা। কষ্ট লাগে। সত্য কয়েছে। এ আমলে গুলি চললো, ওমনি লোকে ও আমলের কথা মনে পড়িয়ে দেয়। কি করা ভাই! অ্যালঝাইমার্সও হয় না এদের। তবে কি এঁদের (মানে গুরুর এঁদের)আবার রাস্তায় নামতে গাত্রে ব্যথা হয়। ঝাকগ্গে। গুরুতে ফাটালেই হব্বে।
  • PT | 340123.110.234523.20 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫১715447
  • সে আমলের কতাই তো তুল্লাম গো। তাপসি মালিকের পোড়া শরীলের ছবি-ছাবা নিয়ে রাস্তায় নেমে মানবাধিকার কম্মীরা এট্টু পোশ্নো করার সাহস দেকাবে নাকি?

    কিন্তু মোম্বাত্তি? কেউ মল্লেই তো মোম্বাত্তি হাতে রাস্তায় ঝাঁপ দেওয়াটাই সে আমলের দস্তুর ছিল। সেসব আলো কব্বে এক ফুঁয়ে নিবিয়ে দিয়ে পোতুল আর তার চ্যালা-বন্ধুরা সাত হাত গত্তের তলায় আশ্যয় নিয়েচে। মাজে-মদ্দে পুরনো অম্লরোগ চাগাড় দিয়ে উঠলে নিরপেক্কতা দেখানোর পোবিত্তিটাও চাগাড় দিয়ে ওঠে। তাই ঝক্কাস করে তদন্তের দাবী।
    তো ওম-শান্তি-ওম ভালই চলছে।
  • কল্লোল | 342323.176.1267.76 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২০715449
  • আহা ফাটুক। গুরুতেই ফাটুক।
  • PT | 340123.110.234523.20 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩০715450
  • আহা পোতুলের মত বালখিল্যরা গান গেয়েই যদি সমস্যার সমাধান করতে পারত!! গভীরে যাও......গভীরে যাও......

    "গুলিচালনার অভিযোগ প্রসঙ্গে অবশ্য একটা নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফরাক্কা, ঢোলাহাট, ভাঙড়, পুরুলিয়া, ইসলামপুর— পর পর এতগুলি জায়গায় জনবিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ট্রিগারে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পুলিশ গুলিচালনার অভিযোগ অস্বীকার করেছে। কোথাও বলেছে, শূন্যে গুলি চালানো হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে বলেছে গুলি চালানোই হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে গুলি কে চালাল? পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তারাই গুলি চালিয়ে থাকতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ক’জনকে ওই সব ‘গুলিচালনা’র অভিযোগে গ্রেফতার করা হল, তার কোনও স্পষ্ট হিসেব পুলিশ দেয়নি।

    এ এক নতুন প্রবণতা বাংলায়। পুলিশের বিরুদ্ধে বার বার গুলিচালনার অভিযোগ উঠেছে। পুলিশ বার বার অভিযোগ অস্বীকার করছে।.....

    এতগুলি ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। একটি ক্ষেত্রেও কি পুলিশকে তদন্তের মুখে দাঁড় করানো হল? হল না।"
    https://www.anandabazar.com/editorial/it-remains-a-mystery-in-every-case-who-shot-the-gun-dgtl-1.868407?ref=hm-ft-stry-ataglance-1
  • বাঙাল | 238912.66.347812.82 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৯715451
  • সব্বোনাশ করেছে, এতবার গুলি চলেছে! কল্লোলদাকে তাহলে অতগুলো উদাহরণ দিতে হবে।
  • S | 90067.146.9004512.46 | ২২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৫715452
  • পুলিশের গুলিতে ২ ছাত্র নিহত হলো। দয়া করে এ আমাল ও আমল করবেন না। বুঝি যে আমার আপনার কিস্যু যায় আসেনা। অন্যের বাড়ির ছেলে তো। তবুও অন্তত ভদ্রলোকের মুখোশটা পড়ে থাকুন।
  • | 785612.35.561212.18 | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫২715454
  • ২০১১ সালে পুলিশের গুলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী রোজিনা খাতুনের মৃত্যুর মধ্য দিয়েই শুরু ছাত্র সমাজের ওপর বর্বরতা , রাজেশ, তাপস .........আর কত
  • কল্লোল | 238912.66.1212.123 | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৪৬715455
  • বড় এসএর পড়াশুনার জন্য -

    আমার প্রথম পোস্টটা ছিলো এরকম -
    Name: কল্লোল IP Address : 238912.66.45.35 (*) Date:21 Sep 2018 -- 10:45 PM
    ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।
    একটা স্কুলের ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চলে কেন? স্বরাষ্ট্র মন্ত্রীর জবাব চাই।

    এতে এ আমল-সে আমল ছিলো না।
    কিন্তু ছিপুয়েমদের তাতে অশান্তি। তাই -
    Name: PM IP Address : 018912.210.012323.15 (*) Date:22 Sep 2018 -- 06:25 AM
    ব্যস, বুড়ি ছোয়া হয়ে গেছে। আর কেউ কল্লোল দাকে প্যথলজিকাল বলতে পারবেন না। :D

    ভাবলুম আহা কেষ্টর জীব, কষ্ট পাচ্ছে, তাই কষ্ট কমাতে এট্টু চুলকে দিলুম -
    Name: কল্লোল IP Address : 342323.176.8923.166 (*) Date:22 Sep 2018 -- 06:34 AM
    আহাহা চটো ক্যানে। গান শোনো। বাম আমলে লেখা। যেবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধ-বিমান পুলিশ পাঠালো।



    এইত্তো ক্যামঙ্গ প্যাথলজিকাল হয়ে গেলাম। এক্কেরে নৈরাজ্য।
    ঠিক আছে তো!!

    ততেই শিপুয়েমদের শান্তি হলো -
    Name: PM IP Address : 9001212.30.7845.202 (*) Date:22 Sep 2018 -- 07:11 AM

    eibaar nishchinta :) --

    কেমং ভালো হলো না?
  • PT | 340123.110.234523.8 | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১২715456
  • খবরের হেডিং তাহলে এই রকম হবেঃ
    "নতুন লাশের সন্ধানে মানবাধিকার কর্মী"
  • কল্লোল | 238912.66.014512.211 | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩০715457
  • তা বেশ।
  • PT | 340123.110.234523.6 | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৩715458
  • আবার ভেঙ্গেছে ব্রী-ই-ই-জ.....তবে এটি আপন হাতে গড়া তাই ব্রিটিশ কিম্বা বাম কাউকেই দায়ী করা যাচ্ছে না। অবিশ্যি যারা সিন্ডিকেট চালায় তারা বাম আমলেই জন্মেছিল!!

    "সূত্রের খবর, সোমবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের কালনাগিনী নদীর উপর ব্রিজটি তৈরি করা হচ্ছিল। এ দিন সকালে আচমকাই হুড়মুড় করে ভেঙে করে নির্মীয়মাণ ব্রিজটি।"
  • ?!? | 781212.194.672323.12 | ২১ অক্টোবর ২০১৮ ১১:৫০715461
  • চরম-পরম মিথ্যেবাদীর মুক্তমঞ্চে যখন-তখন এস্‌সে স্‌স্বঘোষিত, স্‌স্‌স্বদাবীকৃত সমা-আ-আ-জ স্‌স্‌চেতনতা দীর্ঘজীবী হোক।
  • PT | 340123.110.234523.23 | ২২ অক্টোবর ২০১৮ ০৯:৫৯715462
  • "মাওবাদীদের সঙ্গে বিজেপির যোগসাজশও উড়িয়ে দিচ্ছেন না রাজ্য গোয়েন্দারা। তাঁরা জেনেছেন, পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন সভাপতি কানাই হাঁসদা এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। জেনেছেন, জঙ্গলমহলে বিজেপির আকস্মিক বাড়বাড়ন্তে আদিবাসীদের একাংশেরও সক্রিয় ভূমিকা রয়েছে।"

    সত্যি? অবিশ্যি অবিশ্বাস করিই বা কি করে? অতিবদ অতিবামেরা চিরকালই তো শেষে এই পথেই হেঁটেছে। কংশাল....মুলোশাল ....
  • sm | 785612.35.90089.157 | ২২ অক্টোবর ২০১৮ ১৩:৩৯715463
  • মাকুশাল নাম টা কেমন?
  • PT | 340123.110.234523.24 | ২২ অক্টোবর ২০১৮ ১৫:৪৫715464
  • ওটা সোনার পাথরবাটি জাতীয় শব্দ।
  • pi | 7845.29.9004512.182 | ১১ নভেম্বর ২০১৮ ১৭:২৩715465
  • পুণ্যদার দেওয়াল থেকে।

    "নামপ্রকাশে অনিচ্ছুক শালবনী হাসপাতালের একজন ডাক্তার লিখছেনঃ---

    হাতবদল হয়ে যাচ্ছে শালবনী সুপারস্পেশালিটি হাসপাতাল। আর একবার বলছি, বেসরকারি হাতে হাতবদল হয়ে যাচ্ছে একটা জলজ্যান্ত সরকারি হাসপাতাল।

    এই হাসপাতালের ওপর জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশের মানুষ নির্ভরশীল ছিলেন।বিগত কয়েক বছরে এলাকার গরীব (মূলত আদিবাসী) মানুষের আশা-ভরসার কেন্দ্র হয়ে উঠেছিল এই হাসপাতাল। সেই হাসপাতাল এবার বিক্রি হয়ে যাচ্ছে জিন্দাল গোষ্ঠীর কাছে।

    শেষ বছর দুয়েক সময়ে প্রচুর স্পেশালিষ্ট ডাক্তার এই হাসপাতালের সাথে যুক্ত হয়েছিলেন। রমরমিয়ে শুরু হয়েছিল আলাদা শিশু বিভাগ। ফল মিলেছিল অচিরেই। বেশ কয়েকবার উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়ে সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল এই হাসপাতাল।

    সিজারিয়ান সেকশন শুরু হয় মাস ছয়েক আগে। তাছাড়া চোখ,নাক-কান-গলা,মেডিসিন,সার্জারি,মানসিক রোগ,নিউরোসার্জারি, শিশু,দন্ত,অ্যানাস্থেশিয়া ইত্যাদি অনেকগুলি বিভাগের বহির্বিভাগ পরিষেবা দেওয়া শুরু হয়। ২৪ ঘন্টা এক্স-রে,ইসিজি,ল্যাব, জেনারেল ইমার্জেন্সি','সপ্তাহে তিনদিন ইউএসজি' হতে থাকে। রোগীর সংখ্যা প্রায় তিন-চার গুণ হয়ে যায়।

    সেই হাসপাতাল হাতবদলের খবরে স্বভাবতই আতঙ্কে দিন গুনছে জঙ্গলমহল।আপাতত মুখে ৭৫ শতাংশ বেড বিনে পয়সায় দেওয়ার কথা বললেও চিকিৎসাক্ষেত্রে বেসরকারিকরণের কুফল নিয়ে সাধারন মানুষ যথেষ্ট ওয়াকিবহাল। বেসরকারি হাসপাতাল থেকে যথাযথ পরিষেবা পাওয়া যাবে কিনা সে নিয়ে মানুষ রীতিমতো সন্দিহান।

    আরও একটি ভেবে দেখার মত বিষয়...
    সবাই জানেন,এরাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসক, বিষেশত স্পেশালিষ্ট চিকিৎসক অপ্রতুল। নাম প্রকাশে অনিচ্ছুক, বেশ কিছু ডাক্তার জানিয়েছেন, এই হাসপাতাল উঠিয়ে তাঁদের অন্যত্র সরিয়ে দিলে তাঁরা চাকরি ছেড়ে দিতে প্রস্তুত। অনেক ডাক্তারের সাথেই এই এলাকার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল বিগত কয়েক বছরে। হাসপাতাল বেসরকারিকরণ এবং তার ফলস্বরূপ বেশ কিছু ডাক্তারের চাকরি ছেড়ে বেরিয়ে যাওয়া গোদের ওপর বিষফোঁড়া হতে যাচ্ছে বলেই এলাকার মানুষের ধারণা। এর দায় কে নেবে?

    ইতিমধ্যেই চিকিৎসায় এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে। সরকারের তরফে নতুন ওষুধপত্র আসা বন্ধ হয়ে গেছে। অলিখিত নিয়মে রোগী ভর্তির হারও কমিয়ে দেওয়া হয়েছে। যে ডাক্তারবাবুরা এতদিন মনপ্রাণ ঢেলে কাজ করতেন তাঁরাও আর কাজ করার তাগিদ অনুভব করছেন না। ফলে ভুগছে সাধারণ মানুষ।

    পুরো ব্যাপারটাই হয়েছে সবার অগোচরে। মিডিয়ার তৎপরতাও দেখা যায়নি। হাসপাতালের ডাক্তার/নার্সরাও পুরোপুরি ধোঁয়াশায়।

    মাঝখান থেকে পুকুর চুরির মত একটা জলজ্যান্ত সরকারি হাসপাতাল বেসরকারি হয়ে যাচ্ছে।"
  • PT | 340123.110.234523.17 | ১১ নভেম্বর ২০১৮ ১৮:৫২715466
  • এতো বহু পুরনো খবর (জানু ১৫)!!
    In a bid to scale up healthcare services in remote areas, the West Bengal government is leasing out and giving management control of a newly built super-speciality hospital at Salboni in West Midnapore district to JSW Cement Ltd.
    https://www.livemint.com/Companies/6gwTlsKGuJTleiJxme7ebRL/JSW-Cement-to-take-management-control-of-a-govt-hospital-in.htm

    কয়েকদিন আবাপ-তে ছোট্ট করে খবরটা ছেপেছিল। সবাই আসলে দিল্লীর মসনদ নিয়ে এত আলোচনায় ব্যস্ত যে এসব ছোটখাটো খবরে বিশেষ কারো নজর নেই।
  • dc | 232312.164.0123.67 | ১১ নভেম্বর ২০১৮ ২০:১২715467
  • বাপরে, প্রথম লাইনের ব্র্যাকেটটা প্রথমে নজরে পড়েনি।
  • sm | 785612.40.012312.11 | ১১ নভেম্বর ২০১৮ ২০:২২715468
  • বামফ্রন্ট আমলে, যাদবপুর টিবি হাসপাতাল মাগনায় দেওয়া হয় এন আর আই ব্যক্তিকে। যা, এখন কে পি সি মেডিকেল কলেজ নামে খ্যাত।
    ঢাকুরিয়া আম রি ও প্রায় একই কেস।
    এরম তো হাজার টা উদাহরন আছে।
  • PT | 340123.110.234523.17 | ১১ নভেম্বর ২০১৮ ২১:৫৪715469
  • বামেদের রাস্তাতেই তাহলে মুলোরা হাঁটছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন