এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৩১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | 340123.0.34.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৫715571
  • বামেরা কবে ৩৫৬ নিয়ে চেষ্টা করেছিল ?
  • Ishan | 89900.222.34900.92 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২০715572
  • সিপিএমের লোকেরা চারিদিকেই নাটক বলছেন, কিন্তু আমার একেবারেই নাটক মনে হয়নি। নাটক হতে গেলে স্ক্রিপ্টে কংগ্রেস, অখিলেশ, সকলকেই ঢোকাতে হবে। এবং মোদী নাটক করে গোটা বিরোধীপক্ষকে ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিল বলতে হবে। সেটা একেবারে অসম্ভব তা নয়, কিন্তু খুব খুব কঠিন। বস্তুত সিবিআইকে রাজনৈতিকভাবে বহুদিনই ব্যবহার করা হচ্ছে, মমতা তক্কে তক্কে ছিলেন, একটা চান্স পেয়েই পুরোদমে কাজে লাগিয়েছেন। এবং গোটা সর্বভারতীয় বিরোধীপক্ষকে নিজের দিকেও টেনে এনেছেন। সেটা যদি খুব ভালো রাজনৈতিক চাল না হয়, তো রাজনৈতিক চাল কী?

    রাজনৈতিক চালের বাইরেও দুখানা জিনিস অবশ্য আমার এখানে বলার আছে।
    এক, যেটা বললাম সিবিআই এর রাজনৈতিক প্রয়োগ। বস্তুত এই খেলাটা মোদী স্রেফ বাংলায় খেলছেন তা নয়। সরকারি আধিকারিকদের চাপ নিয়ে নিজের পক্ষে নিয়ে আসা, শুনলাম ত্রিপুরাতেও হয়েছে। এইটা যেকোনো মূল্যে বন্ধ করা উচিত। দীপঙ্কর ভট্টাচার্যের বিবৃতিতে দেখলাম সেই কথাটি আছে। আমি একমত।
    দুই, এর পরেও যাহা সত্য, যে, সারদা কেলেঙ্কারি হয়েছিল, এবং দোষীরা কেউ ধরা পড়েনি। পুলিশ ধরেনি, সিবিআইও ধরেনি। পুরোটাই রাজনৈতিক খেলা। এবং সারদা তো সামান্য, টুজি থ্রিজি নানা স্ক্যাম হয় শুনি, কেউ ধরা পড়েনা। সূর্যকান্ত মিশ্র বিবৃতিতে বলেছেন, যে, চোর ধরতে হবে। তাতেও আমি একমত (উনি নাটকও বলেছেন, তাতে নই)।

    এবার প্রশ্ন হল, চোর তো ধরা উচিতই, কিন্তু ধরবে কে। পুলিশ তো রাজ্য সরকারের। ওদিকে কেন্দ্রের রাজনৈতিক চাপও বন্ধ করা উচিত। কিন্তু করে কে। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের চাকর। কংক্রিট কিছু দাবী না থাকলে এগুলো সব হাওয়ায় ভাসানো রাজনৈতিক দাবীই থেকে যাবে। ইমিডিয়েট যে দাবীটা তাই তোলা উচিত, ইন্দ্রজিৎ গুপ্ত শেষবার যেটা তুলেছিলেন, ১। স্বাধীন পুলিশ কমিশন। প্রতিটি রাজ্যে। ২। সিবিআই কে স্বশাসিত করা।

    আর এটা যদি বামরা করে, তাদের 'জাতীয়' শক্তি হবার আগে 'আঞ্চলিক' শক্তি হতেই হবে। সে অন্য টপিক।
  • S | 2390012.156.561223.1 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৪715573
  • সমস্যা হলো দিদি একবার দিল্লির মসনদে বসলে সিবিআইয়ের সমস্ত ডকুমেন্ট নস্ট করে দেবেন। যেমনটি রাজ্যে করেছেন। ফলে চীট ফান্ড কেলেন্কারিতে কেউ আর কোনোদিনও ধরা পড়বে না। তাতে অবশ্যি কিছু যায় আসে না। কারণ সাধারণ মানুষের সন্চয়ের টাকা গায়েব করেছে যারা, তাদেরকে সেই সাধারণ মানুষই বাংলার মসনদে বসিয়েছে। অতেব ঠিকই আছে। তদন্তে কেউ ধরা পড়লো কিনা, ডাজনট ম্যাটার।
  • কল্লোল | 238912.66.2334.194 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৮715574
  • অমিত। না, বামেরা ৩৫৬র "চেষ্টা" করেছে বলে মনে পড়ে না। কিন্তু খুব খুব খুব আশা করেছিলো ইন্দিরা ৮০তে ফিরে এসে পবতে ৩৫৬ করবেন। একটা অকংগ্রেসী (তাও বাম) সরকার এতোদিন চলবে ওনারা নিজেরাই ভাবেন নি।
    হলে বোধহয় ভালো হতো। আজকের এই দিন আসতো না।

    কোক@।
    হয়তো আপনি ঠিক। কিন্তু আমার মন বলছে এটা ভেবেচিন্তে করা। কারন সারদা থেকে বাঁচতে চাওয়াই মুখ্য। সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতন্ত্র - এসব নিয়ে আজকের কোন রাজনৈতিক দলই পাত্তা দেয় না। ক্ষমতায় যেই আসুক এই একই কাজ করবে। শুধু সুবিধামতো (ক্ষমতায় যাবার বা থাকার জন্য) বিষয়গুলোকে ব্যাবহার করা হয় মাত্র।

    তবে আমার বেশ ভালো লাগছে। বেশ একটা নৈরাষ্ট্র নৈরাষ্ট্র ভাব।
    রাষ্ট্র দুর্বল হোক। মানুষের রাষ্ট্র নিয়ে মুগ্ধতা টলুক।
  • রাবন | 237812.58.56900.76 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০০715575
  • সরকারী কর্মীদের চাপ দিয়ে বা চাপ ছাড়া নিজেদের পক্ষে নিয়ে আসা বন্ধ করা দরকার। দেখা যাক রাজীবকুমার কোন দিকে পড়েন। চাপযুক্ত, না চাপমুক্ত।
  • Ishan | 89900.222.34900.92 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৬715576
  • সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের রাজনৈতিকীকরণ সমাপ্ত হয়েছে বলেই আমার ধারণা। রাজীব কুমারকে দিদি আগলে রেখেছে, ছেড়ে দিলেই বিজেপি নিয়ে নেবে। ভারতী ঘোষকে যেমন দিদি ঝ্যাঁটা মারতেই মোদী লুফে নিল। সিস্টেম না জঞ্জাল বোঝা দায়।
  • amit | 340123.0.34.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৮715578
  • সরকারি অফিসার রা কোনো ধোয়া তুলসীপাতা নয়, কিছু ক্ষেত্রে এরা ভিক্টিম হলেও অনেক কেস এ নিজেদের নম্বর বাড়াতে এরা নিজেরাই সরকারকে তেল দেয়। আর জলে থেকে কুমীর এর সঙ্গে সবাই কেন লড়তে যাবে ?

    তবে এই ক্যাচালটা হয়েছে ভালোই হয়েছে। মব্যা যেমনই হোক না কেন, এই মোদী শাহ জুটিকে যেভাবেই হোক ভোগানো যায়, ততই ভালো। এরা ২০১৯ এ কোনোভাবে ফিরে এলে সবাইকে গোয়ালে গিয়ে থাকতে হবে।
  • Ishan | 89900.222.34900.92 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৮715577
  • সমাপ্ত নয়, সম্পূর্ণ বলতে চেয়েছিলাম আর কি।
  • dc | 127812.49.010123.124 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫০715579
  • সেদিন দেখলাম রাস্তার ধারে দুটো দল নিজেদের মধ্যে ভয়ানক মারপিট করছে। এক দল প্রধানত খুনে, তবে চুরি ডাকাতিতেও নাম করেছে। অন্য দলটা চুরি ডাকাতিতেই বেশী পটু, তবে দরকার পড়লে কয়েকটা খুব জখম করতে পিছপা হয়না।
  • PT | 015612.129.7867.115 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৪715580
  • কিন্তু সিবিআই ডাকলে রাজীবকুমার যাবে না কেন?
  • amit | 340123.0.34.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৬715582
  • dc-সেটাই। এ রকম কেস এ সেকেন্ড দলটা একটু হলেও সেফ মনে হয় আর কি। আমাদের চয়েস তো সেই হাতে গোনা, ভিখিরির আবার পছন্দ অপছন্দ।
  • dd | 670112.51.3423.76 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৯715583
  • পুরোটাই গট আপ। অলীক কুনাট্য রংগ।

    যারা এটাও বোঝেন না তাদের রাজনৈতিক বিচক্ষনতা নিয়ে অনুকম্পা হয় মাত্র।

    তলায় তলায় সাঁট চলছে বিজেপি আর তিনোমূলের। এ সাত জন্মের বাঁধন।

    পচ্চিম বংগের দিদি/ নাগপুরের উদো।

    ঠিক আছে, ঠিক ঠাক মিললোনা কবিতাটা, এটা মানছি, কিন্তু মানে তো বুঝলেন ?
  • Du | 7845.184.4534.204 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৮715584
  • আমাদের যাই মনে হোক, টাকাটা যাদের গেছে তাদের কি মনে হবে?
  • PT | 015612.129.7867.115 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৩715585
  • পবতে তিনোকে দুর্বল করে বিজেপির বিন্দুমাত্র লাভ নেই যদিনা বিজেপি নিজে ক্ষমতায় আসতে পারে। সেই প্রচেষ্টায় এতদিন কান ধরে টানাটানি চলছিল এবার হয়্ত জুলফিতে টান পড়েছে। ভারতী ঘোষ কি তেমন কোন খবর না দিয়েই বিজেপির স্নেহধন্য হল?

    শ্রীকান্তর গ্রেপ্তার-রাজীবকে ধরার চেষ্টা-ধর্ণামঞ্চ-ভারতীর ভেসে ওঠা....এগুলো এক সুতোয় গাঁথা নয় সেটা ভাবলেও অবাক হতে হয়।

    "সিবিআই এর রাজনৈতিক প্রয়োগ।"
    এ বাবা.... এরাই তো রিজানুর, তাপসী মালিক, নন্দীগ্রাম ইত্যাদি সমস্যর সমাধান করবে বলে আমন্ত্রিত ছিল। গুরুতেও অনেকেই সেই সব রিপোর্ট নিয়ে নালেঝোলে হয়েছিল। এখন তবে কি নিদ্রা টুটিল?

    দেবলীনা হেমব্রম "ঢপবাজি" শব্দের যথাযত প্রয়োগ করেছেন। আমি তো খুশীই। কল্লোলদাও মনে হচ্ছে নরম হয়েছে। কিন্তু "মানুষের রাষ্ট্র নিয়ে মুগ্ধতা টলুক"-কল্লোলদার এই প্রত্যাশা এত তাড়াতাড়ি পূর্ণ হওয়ার নয়। ২ টাকার ভিক্ষান্ন আর ২৫০০০ টাকার বরপণ কাঁঠালের আঠা-রাষ্ট্রের সঙ্গে মুগ্ধতাকে সেঁটে রেখেছে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪১715586
  • পিটি, আপনার দেওয়া লিংকগুলো তখন পড়া হত না তেমন। কিছু কিছু বরপণ হলেও বাকীগুলো কাজেই লাগছে মনে হত। এখন দেখি "এই সময়" এও এরকম খবর! শ্বশুরবাড়ীতে মেরে ফেলেছে কন্যাশ্রীর টাকার জন্য !!!!
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=46152&boxid=35338
  • Atoz | 125612.141.5689.8 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৭715587
  • লাল ব্রিগেডের ছবিগুলোর কিছু লিংক কেউ প্লীজ তুলে দিন এখানে।
  • sm | 2345.110.123412.50 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৪715588
  • একটা এইসময়ের রিপোর্ট দেখেই ধারণা বদলে গেলো?তাজ্জব!
    রূপশ্রী প্রকল্পের দুটি প্রধান দিক।
    কন্যার বয়স 18 বছর ও পাত্রের বয়স মিনিমাম 21 বছর হতে হবে।
    মূল উদ্দেশ্য,নাবালিকা বিবাহ ঠেকানো।এক্ষেত্রেও কন্যাটির বয়স উনিশ।এই নাবালিকা বিবাহ মানে হাজার কমপ্লিকেশন।
    দুই,কন্যা সন্তানের বাবারা সাধারণত বিয়ের সময় চড়া সুদে স্থানীয় মহাজনের কাছে ধার নিয়ে সর্বস্বান্ত হয়। এর থেকে যাতে একটি পরিবার বাঁচে,সেটাই উদ্দেশ্য।এবং টাকাটি মেয়েটির একাউন্টেই যায়।
    উপরিউক্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে,অন্তত সরকার এর পক্ষ থেকে থোক টাকাটি জমা পড়েছিল।
    এরপর সেই বিবাহিত বধূর পরিবার তাঁর সঙ্গে যে অপরাধ করেছে তাতে করে সরকার কি করবে?প্রকল্প বন্ধ করে দেবে?
  • PT | 015612.129.7867.115 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৫715589
  • @Atoz
    দেবলীনা হেমব্রম বক্তৃতায় জানাচ্ছেনঃ
    "এই ঢপবাজীর বিরুদ্ধে আমাদের শপথ নিতে হবে।"
    আমি সেই অবস্থান নিয়েছি অনেক আগেই- নিজের চোখে দেখা ও কানে শোনা অভিজ্ঞতার ভিত্তিতে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৭715590
  • দেবলীনা হেমব্রমের বক্তৃতা এইমাত্র শুনলাম। অসাধারণ! অপূর্ব বলেছেন।
    লিংকের জন্য ধন্যবাদ।
  • sm | 2345.110.123412.50 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১০715591
  • পিটি, আগে ঠিক করুন কি করবেন?মানে বিজেপির বিরুদ্ধে লড়বেন,না তিনো দের বিরুদ্ধে না ঢপ বাজির বিরুদ্ধে।
    যদি ঢপ বাজি প্রায়োরিটি হয় তো বাম জমানা দিয়ে শুরু করুন।
    চাইলে তার ও আগে রাহুলের ঠাকুরদার গরিবি হটাও দিয়েও শুরু করতে পারেন।
  • Atoz | 125612.141.5689.8 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৩715594
  • কাক বক চৌত্রিশ বছর ঠাকুর্দা---এইসব দেখিয়ে নজর ঘোরানো ছাড়া আর কোন কাজটা হয়?
  • sm | 2345.110.123412.50 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৩715595
  • মনে রাখবেন,আদিবাসী উন্নয়নে বামেদের ভূমিকা অন্তত পব তে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। মমতা তো তাও অলিচিকি কে পূর্ন ভাষার মর্যাদা ও লেপচা দের উন্নয়নে আলাদা পরিষদ করে দিয়েছেন।
  • | 2345.106.673423.191 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৭715596
  • এদিকে প্রশান্তভূষণ ট্যুইট করেছেন সিবিয়াই রাজীব কুমারকে ব্যাকডেটে ডেকে পাঠিয়েছিল। খান দুই স্ক্রিনশট রয়েছে যেখানে চিঠি ইস্যুর তারিখের বেশ পিছনের তারিখে দেখা করতে বলা হয়েছে। দুই দুইবার ডেট ভুল হওয়াটা একটু কেমন যেন।
  • | 2345.106.673423.191 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৯715598
  • ব্যান করা হয়েছিল?
  • | 2345.106.673423.191 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৯715597
  • আর এই মেট্রো চ্যানেলে যাবতীয় ধন্না মিটিং এইসব না চার বছর আগে ব্যান কিরা হয়েছিল?
  • sm | 2345.110.123412.50 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৩715599
  • এতজ আমি কোন নজর ঘোরাচ্ছি না। আলোচনা করতে গেলে একটু তুলনা আসবেই। আপনি ই বলুন আদিবাসী উন্নয়নে বামেদের আমলে কি কি উল্লেখযোগ্য কাজ চোখে পড়েছে?
    কন্যাশ্রী,রূপশ্রী ভালো প্রকল্প। অন্তত আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।বাল্য বিবাহ ও স্কুলছুট কমেছে। তা,আমি যদি ক্রমাগত এইরকম প্রকল্প গুলোকে বরপন বলি ,ভিক্ষান্ন বলি, এটা বাজে,এটা বাজে,বলে ঢোল পেটাই।তাহলে নজর কে ঘোরাচ্ছে?
    এই তো বাজেটে,কৃষকদের সাহায্য নিয়ে এতো গলা ফাটানো। তা কোনকৃষক যদি প্রাপ্য 6 হাজার টাকা নেশা করে উড়িয়ে দেয় বা নেশা করতে গিয়ে মৃত্যু বরণ করে ,তাহলে দোষটা সরকারের?
  • PT | 015612.129.7867.115 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৬715600
  • "আগে ঠিক করুন কি করবেন?মানে বিজেপির বিরুদ্ধে লড়বেন,না তিনো দের বিরুদ্ধে না ঢপ বাজির বিরুদ্ধে।"
    ঠিক করাই আছে।
    তিনোরা মোট্টে বিজেপি-বিরোধী নয়। তাদের জন্যেই বিজেপি পব-তে ফেঁপে-ফুলে উঠেছে আর RSS-এর শাখা-প্রশাখা সংখ্যায় বেড়েছে। তিনোরাই RSS-এর বামমুক্ত ভারতের তত্বের ব্যবহারিক প্রয়োগ চালাচ্ছে পব-তে। তিনোর বিজেপি-বিরোধীতা নিতান্তই ঢপবাজী। কাজেই তিনো-বিজেপি-ঢপবাজী এই তেমাথা দৈত্যের বিরুদ্ধে একসঙ্গেই লড়তে হবে।
  • Du | 7845.184.4534.204 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪০715602
  • চিঠি তো পব সরকার রিসিভই করে না। এরকম ঐ সেনা আক্রমণ করছে বলে তাল তুলেছিল তখন দিল্লীর ইমেল, চিঠি কিছুই পায় নি বলেছিল। মাঝেরহাট ব্রীজ কেসে রেলের চিঠি পায় নি বলেছিল।
  • | 2345.106.673423.191 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৫715603
  • সে রিসিভ ত সেন্ড করার পরের ধাপ। কিন্তু ব্যাকডেটে ডেকে পাঠায় কেমনে? অজ্জিত চিঠিগুলো শেয়ার করেছে দেখো। ট্যুইটারে প্রশান্তভূষণের ফীডেও পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন