এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৩১১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Trina | 237812.69.8967.168 | ২৪ জুলাই ২০১৯ ০৬:২৩715738
  • It is difficult to get a man to understand something, when his salary depends upon his not understanding it
  • S | 237812.68.5667.95 | ২৪ জুলাই ২০১৯ ০৯:১৪715739
  • বিজেপির বিরুদ্ধে দিদি যবে থেকে লড়াইতে নেমেছেন, তবে থেকে রাজ্যে বিজেপির ভোট বেড়েই চলেছে।
  • sm | 236712.158.455612.174 | ২৪ জুলাই ২০১৯ ০৯:৩৪715740
  • হে হে।ফেকুরা এখনো বিজেপি আর তিনদের থেকে সমদুরত্ব বজায় রাখছে?
    নাকি দূরত্বের হের ফের হচ্ছে?
  • PT | 236712.158.5678.159 | ২৪ জুলাই ২০১৯ ১২:৩৭715741
  • lina | 890112.162.674523.178 | ২৪ জুলাই ২০১৯ ১৩:০১715742
  • দিদি যবে থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই বন্ধ করেছেন, সিপিএমের ভোট কমেই চলেছে। এখন তো বোঝাই যাচ্ছে সিপিএমের এতদিনের রাজত্বের মূলে কে।
  • | 236712.158.455612.186 | ২৬ জুলাই ২০১৯ ১৯:৪৯715743
  • PT | 236712.158.676712.214 | ২৭ জুলাই ২০১৯ ১০:৩৭715744
  • "‘‘আর কিছু দাবি করবেন না। অনেক করে দিয়েছি। এবার বলুন, আপনাদের কাছে আমি কী দাবি করতে পারি?’’"

    মনে হচ্ছে না দু-টাকা কিলোর চাল, সব বিশ্রী প্রক্ল্প এমনকি শিক্ষকের মাইনে, কর্মচারীর ডিএ-কোনটাই জনগণের প্রাপ্য নয়-তাঁর দয়ার দান?
  • PM | 237812.69.453412.50 | ২৮ জুলাই ২০১৯ ১০:০৬715745
  • কাজের দাবি গনতান্ত্রিক অধিকার। না দিতে পারলে সরকারের ব্যর্থতা । তার বিরুদ্ধে ক্ষোভ , আন্দোলনের জাস্টিফিকেসন দরকার হয় না।

    কাজ না করে পয়্সা পওয়াকে দাতা আর গ্রহিতা দুজন ই দাক্ষিন্য মনে করে। (এপাতার কিছু বিচক্ষন ব্যক্তি ছড়া অবশ্য ।) কর্মক্ষম হওয়া সত্ত্বেও কাজ না করে পয়্সা কেনো পাবো না-- এই নিয়ে আন্দোলন করা একটু মুসকিল (ক্ষরা , বন্যা , বার্ধক্য, প্রতিবন্ধত্ব এইসব ছাড়া ) এরকম আন্দোলন হয়েছে কি আগে এদেশে? ইউকে তে অবশ্য দেখেছি
  • sm | 236712.158.895612.132 | ২৮ জুলাই ২০১৯ ১০:২৮715746
  • ইউ কের প্রায় অর্ধেক লোক কাজ না করেই, পয়সা পায়।ডোলে চলে।সব কিছু ফ্রি।যার কিছু নেই,অলস, তাঁদের জন্য ফ্রি তে বাড়ি,চিকিৎসা,শিক্ষা (?),মাস গেলে টাকা,বৃদ্ধ হলে স্টেট পেনশন।সব কিছুই ,ট্যাক্স পেয়ার এর টাকায়।যারা কাজ করে,তারাট্যাক্স দেয় আর এন আই পে করে।
  • PM | 237812.68.454512.54 | ২৮ জুলাই ২০১৯ ১১:৩৮715747
  • আমি যখন ছিলাম তখন পোষা কুকুরের জন্যেও ডোল দেওয়া হতো। দুটো বেকার ছেলেমেয়ে দুটো পোষা কুকুর, ফ্রী সরকারী বাড়িতে সুন্দর দিন কাটাতে পারতো ডোলের পয়্সায়।

    ঐ ফ্রী বাড়িও নিয়ম অনুযায়ী ২০ ব্ছর বাদে বাদে বেঙ্গে রিবিল্ড করা হতো।

    এসব এখনো হয় কিনা জানিনা
  • PT | 236712.158.566712.15 | ২৮ জুলাই ২০১৯ ১৬:২৭715749
  • কর্মহীনতা ও ডোলের পক্ষে যে এত যুক্তি খাড়া করা যায় সেটা গুরুর পাতায় তক্কাতে না এলে জানা যেত? এ এক পরম প্রাপ্তি!!
  • Atoz | 237812.69.4545.147 | ২৮ জুলাই ২০১৯ ২৩:৩৯715750
  • ইউ কে এত বাড়তি টাকাপয়সা পায় কোথা থেকে? অর্ধেক লোককে বিনা কাজে ফ্রী বাড়িঘর, মাস গেলে টাকা, স্টেট পেনসন????? এ তো সহজ কেলেংকারীর ব্যাপার না! এরা কি এখনও দুনিয়া লুট চালিয়ে যাচ্ছে তলে তলে?
  • PT | 237812.69.453412.116 | ২৯ জুলাই ২০১৯ ০৭:৪৮715751
  • পেনশনকেও ডোলের মধ্যে ধরলে তাত্বিক সমস্যা আছে ধরে নিতে হবে। প্রচুর তথ্য এখানে আছেঃ
    "Benefits in Britain: separating the facts from the fiction"
    https://www.theguardian.com/politics/2013/apr/06/welfare-britain-facts-myths
  • dc | 236712.158.786712.17 | ২৯ জুলাই ২০১৯ ০৭:৫৩715752
  • আরে এখানে ফক্স নিউজের আলোচনা চলছে দেখছি! নিও লিবারেলদের সবথেকে বড়ো কমপ্লেন হলো সরকারী সাবসিডি আর ডোলের বিরুদ্ধে, কারন যতো নচ্ছার অপোগন্ডগুলো কুঁড়েমি করে, কাজ না করে, সরকারের পয়সায় আরামে জীবন কাটাতে চায় আর বেচারা নিওলিবারালরা খেটে মরে।
  • sm | 236712.158.565612.163 | ২৯ জুলাই ২০১৯ ০৯:০২715753
  • আমি ব্রিটেন এর ডোল এর একনিষ্ঠ সমালোচক ছিলাম।কারণ কুঁড়ের বাদশারা সরকারি টাকায় মোচ্ছোব চালায়।
    একটা হাসপাতালে গিয়ে দেখুন,রাত্রে বেলায় আদ্ধেক বেড ব্লক করে দেবে,মাতাল, গাঁজাল রা।
    আমি এলকোহলিক বা নেশারু বলতে পারলেই,সে দেশে সিমপ্যাথি র বন্যা বয়ে যায়।আহা, ওঁর কি কষ্ট,ও মাতাল হয়ে গেছে গো!
    তারপর ধরুন স্টেট পেনশন।এটা ধনী দরিদ্র নির্বিশেষে সব্বাই পাবে।কেন?সব্বাই তো আমার মতো নিদারুন আর্থিক কষ্টে নেই।
    চাইল্ড ট্যাক্স বেনিফিট আগে সব্বাই পেতো।এখন অবিশ্যি,ইনকাম সিলিং করে দিয়েছে।
    তা,এতো করেও দেশ টা চলছে।সারা পৃথিবীর চোর চাটটা দের আশ্রয় দিয়ে,তাঁদের টাকা পয়সা বিলকুল হজম করে দিচ্ছে।যেমন ধরুন মালিয়া,নীরব ও ললিত মোদি।সারা বিশ্ব থেকে চোরেরা লন্ডনে শান্তিতে বসবাস করছে।
    কিন্তু এতো ডি মেরিট থাকা সত্বেও আমি এখন সমালোচনা থেকে সরে এসেছি।কারণ,কিছু হলেও গরীব গুরবো লোকজন সরকারি সাহায্য ও নিরাপত্তা পেয়ে থাকে।
    মাথা উঁচু করে বাঁচে।মনে এই জোর থাকে যে ছাদ, পেটের ভাট, নিরাপত্তা,স্বাস্থ্য ও শিক্ষার জন্য কারোর কাছে হাত পাততে হবে না।
    আমাদের দেশে,এসবের বালাই নেই বলাচলে। ছিঁটে ফোঁটা আছে।
    দেশের যা কিছু টাকা পয়সা,শিল্পপতি আর রাজনীতিবিদরা হজম করে দিচ্ছে।
    এখন কোন পথটা নেবেন,আপনি ই বিচার করুন,স্যার।
  • PM | 236712.158.566712.105 | ২৯ জুলাই ২০১৯ ০৯:৩৭715754
  • ডিসি, ফক্স নিউসের বেপার নয়। এই সব ফালতু ডিসকাসনে সকলের জন্য কাজের ন্যায্য দাবী আড়ালে চলে যাচ্ছে।
  • sm | 236712.158.895612.80 | ২৯ জুলাই ২০১৯ ০৯:৪৫715755
  • সকলের জন্য কাজ বাস্তবে সম্ভব নয়।তাহলে পুকুর কেটে ,বুঁজিয়ে আবার কাটতে হয়।ওটা হলো নির্বোধের দাবী।
    কম্যুনিস্ট দের নিজস্ব ঘরোয়া পাঁচন।
    সবাই কে টেস্ট করার আবদার।
  • S | 237812.68.674512.97 | ২৯ জুলাই ২০১৯ ০৯:৪৯715756
  • ফক্স নিউজে নিও লিবারেল???
  • Amit | 236712.158.23.215 | ১৫ আগস্ট ২০১৯ ০৭:৪৩715757
  • এটাকে তুলে দিলুম। রোজ কত কি নতুন কান্ড হয়ে যাচ্ছে, আজকে শোভন, কালকে ভুবন, পরশু পিসি ভাইপো, ইত্যাদি ইত্যাদি। মিস করা উচিত নয়। ভাটুরে ইতিহাসের দলিল হিসেবে জেগে থাকুক এইগুলো।

    :) :)
  • | 237812.69.563412.51 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:১৭715758
  • দেখুন এই পাতায় আমি বোধহয় সব থেকে বেশি তিনু ছিলাম।পাতার পর পাতা দিনের পর দিন পিটি দা কেসি অরিজিত বোধি দা বুনান পি এম আরো অনেক রথী মহারথী সাথে একা সংগ্রাম চালিয়ে গেছি। মাঝে মাঝে ন্যাড়া দা দুখে দা এইরকম দু এক জনের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। কিন্তু যদি একটু তলিয়ে ভাবেন আমি মোর আন্টি সিপিএম দ্যান তিনো। কেসি আমার নাম ই দিয়ে দিল " নিরুপায় তিনো"।

    তা এই আট বছরে এদের কাজকর্ম দেখে দেখে আমি ক্লান্ত। না কোন আদর্শ আছে না কোন চরিত্র আছে না আছে ন্যায় নীতি। ভাবতে অবাক লাগে একটা দলের ৯০% বা তার বেশি লোক পা থেকে মাথা অবধি কোরাপ্টেড ইনক্লুডিং আমাদের
    " সততার প্রতিমূর্তি "হাওয়াই চটি পড়া দিদি।শুধু চারটি রাস্তা ব্রিজ বানালে বা রাস্তার ধারে ধারে বিউটিফিকেশন করে কোন সরকারের দায়িত্ব শেয হয়ে যেতে পারে না।

    তবে এতে শেষ ১৫ বছর সিপিএম গ্রাম বাংলার বুকে যে সন্ত্রাস চালিয়েছে তা মিথ্যে হয়ে যায় না। মানুষ কে " টেকন ফর গ্রান্টেড" করে নেওয়া ( ভাবখানা হল " কানু বিনা গীত নাই") মানুষ সেকথা ভোলেনি। সব অত্যাচারের জবাব তারা ব্যালট বক্স এ দিয়েছে যে জন্য এ আজ তিনো রাজ্যের ক্ষমতায়।
  • বেঙ্গলী | 237812.68.674512.199 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৩৫715760
  • বাংলার একটা বড় অংশের লোকজন এখন নিরুপায় বিজেপি।
  • মদনা | 237812.68.344512.191 | ১৫ আগস্ট ২০১৯ ১১:১৮715761
  • আমি তৃণমূল। নিরুপায় হয়ে না, নিজের ইচ্ছায়। রাজ্যে তৃণমূল, কেন্দ্রে কংগ্রেস।
  • PT | 236712.158.455612.192 | ১৭ আগস্ট ২০১৯ ০৮:৫১715762
  • একসূত্রে বাঁধিয়াছি!! বিজেপি-তিনোমূল-মাওবাদী.....

    "‘টিম- পিকে’র প্রচারচিত্রে অটলবিহারী বাজপেয়ী হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অটলদা।’ ....আতিথেয়তায় খুশি অটলের বক্তব্য হিসেবে লেখা হয়েছে, ‘‘মায়ের হাতে তৈরি মালপোয়া না খেয়ে কি থাকা যায়?’’"

    "ছত্রধরঃ ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি ওঁর আদর্শে অনেকখানি প্রভাবিত।"

    (আজকের আবাপ)
  • মানিক | 237812.68.234512.178 | ১৭ আগস্ট ২০১৯ ০৯:৩৫715763
  • আচ্ছা, এই প্রশান্ত কিশোরের টাকাটা কোত্থেকে আসছে? পিসী কি আবার নুকিয়ে নুকিয়ে ছবি আঁকছেন?
  • | 237812.68.454512.138 | ১৭ আগস্ট ২০১৯ ০৯:৫১715764
  • তিনো দল টাই তো তাঁর ছবি আাঁকার টাকায় চলতো। এখন ...
  • বিভ্রান্ত হবেন না | 236712.158.786712.13 | ১৬ নভেম্বর ২০১৯ ২১:৩৫715766
  • বাংলায় রাজ্য সরকারের ডিটেনশন ক্যাম্প নিয়ে...

    ★★★★★★★

    ব্যাংক জালিয়াতি, ডাকাতি, নারী পাচার, মধুচক্র ইত্যাদি ক্ষেত্রে যুক্ত থাকার অভিযোগে বহু বিদেশী দুষ্কৃতী (মূলত নাইজেরিয়া বা দক্ষিণ আফ্রিকার) নিয়মিতভাবে রাজ্যের পুলিশের হাতে পাকড়াও হয়। বিচার চলাকালীন তাদের রাখতে হয় সাধারণ জেলখানায়। সেখানে তারা দেশীয় অভিযুক্ত বা সাজাপ্রাপ্তদের ওপর অত্যাচার করে, একই সঙ্গে স্থানীয় অপরাধীদের নিয়ে জেলের মধ্যেই নতুন নেটওয়ার্ক তৈরি করে।

    কিছুদিন আগেই ১৫০ জন বিদেশী অপরাধীকে বিচারের পর তাদের দেশে পাঠানো হয়েছে। এখনও আরও ১১০ জন বিদেশী বন্দী সাধারণ জেলে।

    রাজ্যে যে দু'টি ক্যাম্প হচ্ছে, তাতে সর্বাধিক ২০০ জনের জায়গা হবে। অথচ এন আর সি করে ২ কোটি নিরপরাধ বাঙালিকে তাড়ানোর হুঙ্কার দিচ্ছে অমিত শাহ, দিলীপ ঘোষরা। খুব স্বাভাবিকভাবেই এই অপপ্রচারের বিভ্রান্তি ক্ষণস্থায়ী হবে। তাহলে কীসের জন্য ও কারা ছড়াচ্ছে এই গপ্পো?

    মাথায় রাখবেন, সামনেই বাংলায় তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই ভুয়ো আশঙ্কা বাঙালি মুসলিমদের মধ্যে ছড়াতে পারলে তারা সিপিএম, কংগ্রেস বা মিম জাতীয় মুসলিম গোষ্ঠীকে ভোট দেবে। ভাগ হবে ভোট। লাভ হবে বিজেপির!

    চক্রান্তকারীদের মুখ ভোঁতা করে আত্মরক্ষায় ও বাংলা রক্ষায় বাংলার মা মাটি মানুষ সজাগ থাকুন!

    ★প্রসূন ভৌমিক
  • মানিক | 236712.158.780112.30 | ১৭ নভেম্বর ২০১৯ ১০:৫১715767
  • বাবরি ভাঙা নিয়ে সুপ্রীম কোর্টের রায়, সে নিয়েও ওনার কোনই বক্তব্য নেই। বিভ্রান্ত হবেন না। বাবরি ভাঙার আসামি আদবানী ওনার নারদা মামলার আসামী এমপিদের রক্ষা করেন।
  • | 237812.69.563412.229 | ১৭ নভেম্বর ২০১৯ ১১:২৩715768
  • জানখালাশ আসামী নাকি ১১০ জন। তাদের জন্য দুটো মস্ত মস্ত ডিটেনশান ক্যাম্প কেন লাগবে? সেই আসামীদের মধ্যেও অনেকে আফ্রিকার বিভিন্ন দেশের। তো তাদের জন্য বনগাঁয় কেন ডিটেনশান সেন্টার?
    সর্বোপরি টাইমিং। এখনই কেন?
    না না একদম বিভ্রান্ত হবেন না।

    ও হ্যাঁ এই নির্মাণকার্যের কন্ট্র‍্যাক্ট কে কারা পাচ্ছে?

    না না বিভ্রান্ত হবেন না।
  • PT | 237812.69.453412.164 | ১৭ নভেম্বর ২০১৯ ১১:৩৬715769
  • উইকি জানাচ্ছেঃ
    "The number of foreign prisoners in India was 6,370 as on 31 December 2016, a decrease of 5.4% from the previous year. Among convicted foreign prisoners, the highest number are from Bangladesh (75.7%, 1,792 convicts) followed by Nepal (8.9%, 211 convicts) and Myanmar (4.3%, 101 convicts)."

    ".......as on December 31, 2017. With 1,379 foreign convicts, West Bengal has the highest number of foreign convicts lodged in its jails, followed by Maharashtra (155) and Uttar Pradesh (151). Of the total number of foreign convicts, a whopping 63 per cent or 1,403 convicts belong to neighbouring Bangladesh."
    https://www.indiatoday.in/india/story/bjp-nrc-west-bengal-bangladeshi-criminals-ncrb-data-1614829-2019-11-01#:~:targetText=According%20to%20the%20NCRB%20report,foreign%20prisoners%20in%20the%20country.

    আফ্রিকা? বুঝ লোক যে জান সন্ধান!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন