এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১০:১৫716428
  • রঞ্জনদা - এসব পয়েন্ট তর্ক থেকেই আসুক না। এই টই পড়ে তো যে তর্কের কথা বলছি সেখানে তর্ক হচ্ছে না।
  • potke | 190.215.42.74 | ২৭ মে ২০১৬ ১০:১৬716430
  • স্ট্র্যাটেজিক ভুল হতে পারে, " আদর্শগত বিচ্যুতি" এই সব না বলাই ভাল ঃ)
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ১০:১৬716429
  • একটা কথা ভাবুন তো!
    হিটলার ব্যাপক জনসমর্থনে ইলেকশন জিতে সরকারে বসেচে আর সোস্যালিস্ট ও কমিউনিস্ট পেপার নাজিদের অ্যাড ছাপছে!!
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ১০:১৭716431
  • ও কে; অজ্জিত,
    ফেয়ার এনাফ। রাত্তিরে টইয়ে আসব। কাটলাম।
  • red pundit | 190.179.142.51 | ২৭ মে ২০১৬ ১০:৩৩716432
  • This is "Dialectic Materialism " ! :-D
  • pinaki | 90.254.154.105 | ২৭ মে ২০১৬ ১২:১১716433
  • আমার মনে হয় বেসিক প্রশ্নটা এইটা হওয়া উচিৎ যে একটা পার্টির মুখপত্র, যার কাজ হল নিজেদের স্পেসিফিক মতাদর্শ, কোনো ঘটনায় পার্টির স্ট্যান্ড বা পার্টির ভার্শন প্রচার করা ('নিরপেক্ষ' সংবাদপত্র হওয়ার কোনো দায় না নিয়ে), সেটা আর পাঁচটা বাজারি কাগজের বিজনেস মডেল ফলো করে চলবে কেন? আইডিয়োলজিকাল কম্প্রোমাইজ ইত্যাদি কথা যদি বাদও দিই, যে প্র্যাক্টিকাল সার্ভাইভাল নিয়ে আলোচনা হচ্ছে, সেখানেও এই বিজ্ঞাপন কতটা হেল্প করবে তা নিয়ে সন্দেহ আছে। অলরেডি তিনোরা এটা নিয়ে প্রচার করেছে যে তাদের হারাতে সিপিএম আসলে তলে তলে বিজেপির সাথেও সাঁট করেছে। কালকের বিজ্ঞাপনের পরে তিনোরা তুমুল উৎসাহে 'দেকেচো, কী বলেছিলাম' বলে প্রচারে নেমে পড়েছে, এবং একটা সেকশন সেই প্রচার খাবেও। একদিন পাতাজোড়া মোদীর বিজ্ঞাপন আর পরের দিন সে নিয়ে সমালোচনা - এই মডেলে এগোলে সারভাইভালের আশা বেশ দূর অস্ত বলেই মনে হয়।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১২:২৫716434
  • আরো কিছু খোঁজ নিলাম।

    (১) গণশক্তি এখন একটা ডেইলি নিউজপেপার। পার্টির মুখপত্র পিডি আর দেশহিতৈষী।
    (২) ডিএভিপি প্যানেলে না থাকলে সরকারি অ্যাড পাওয়া যায় না, শুনলাম ডেইলি নিউজ পেপার স্টেটাসও থাকবে না।
    (৩) পঃবঙ্গ সরকারের বিরুদ্ধে গনশক্তি কেস করেছিলো অ্যাড বন্ধ করে দেওয়া নিয়ে, জিতে যাওয়া সত্ত্বেও অ্যাড পায় না। বরং কিছুদিন আগে কিছু বেসরকারি অ্যাড পেয়েছিলো।
    (৪) প্যানেল থেকে বেরিয়ে এলে একমাত্র অপশন কর্মী/সমর্থকদের নিজেদের খরচে কাগজটা চালানো। সেটা কতটা ভায়েবল জানা নেই।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১২:২৬716435
  • (৫) নিউজপ্রিন্টও যে দামে সবাই পায় সেই দামে না পাওয়া যেতে পারে।
  • Arpan | 233.227.1.165 | ২৭ মে ২০১৬ ১২:৩৭716436
  • কিন্তু এইটা আবুল বাশার কী লিখলেন!?

  • IPGGKBK বা }8>)) | 127.194.37.10 | ২৭ মে ২০১৬ ১৩:১৭716438
  • অযাচিত অপ্রিয় মন্তব্য
    ---------------------
    নাঃ ! এ জিনিষ, এ বিদ্বেষ(?), এই পিঠ খামচাখামচি কোনদিনই যাবে না, কোনদিনই, অন্ততঃ এ পাতা বা এ সাইটের সব রকম রাজনৈতিক বা অরাজনৈতিক সুতো থেকে। বক্তব্যের থেকেও বক্তব্য পেশকারী বক্তার প্রায় DNA টেস্ট করে তারপর নিজের বক্তব্য পেশ করা।

    আর আবারও বলি, পক্ষপাতিত্ব ও নিজের ভালো লাগার দলের লোককে ছেড়ে অন্যের মন্তব্যে বা সামান্য আলাদা বক্তব্যে ও বক্তব্য পেশ করা ব্যক্তিকে (ঠিক তা না, বরঞ্চ জোর দিয়েই বলা ভালো যে নিজের লালিত অথবা ঘোষিত দল(সে রাজনৈতিক পার্টিই হোক বা এ পাতার প্রতিবেদকই হোক বা হোন)-আনুগত্যের বিরুদ্ধে বা সামান্য বিপরীত কোন মত ও মতাবলম্বী লোককে) উপহাস বা উপেক্ষা করার অসুখ বা ব্যাধি, থুড়ি, গুণ থেকে শ্রীমান অরিজিৎও কখনই মুক্ত ছিল না, আজও নেই। এ কথাটা আগে লেখার পর অন্য একজন নাঃ বলে (এখন মনে হচ্ছে শমীক) 'খুড়ো'কে সংশোধন করতে চেয়েছিল। তখনও যা লিখেছিলাম আজ এখনও তাই লিখলাম। তার পরেই বোধহয় 'ইতিহাস'শব্দ উল্লেখে একজনের ক্ষেত্রে সরব ও আরেকজনের ক্ষেত্রে নীরব থাকা নিয়ে লেখাতে শ্রীমান খুব উত্তেজিত থুড়ি আহত হয়ে কাউকে সরাসরি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্নই করে বসলো। কিন্তু হা হতোস্মি, সেই একদৃষ্টিসম্পন্ন কেউ আমার বা আমাদের অনেক অনেকের প্রিয় শ্রীমানকেও আক্রমণ বা ব্যাঙ্গাত্মক প্রশ্ন করে বসলো। তারপর কদিন দেখছিলাম না ওকে, মাঝে সাঝে আসি, সাইটের সব সুতো পড়ি না, দেখিও না, তাই জানি না, কিন্তু মনে হয় ও একটু সরিয়েই হয়ত রেখেছিল নিজেকে।

    কিন্তু মজার ব্যাপার ! আজ রেড রোডের ধ্যাষ্টামো ও সারা শহর জুড়ে তার অবশ্যম্ভাবী প্রভাব থেকে দূরে থাকার জন্য আপাততঃ কিছু সময়ের জন্য এখানে, পড়ছিলাম এই সাইটটা, আগের ক পাতা থেকেই, আর তা থেকেই দেখলাম কাল ৮.৫৮pmএর এই পোস্টিং
    “214.54.36.245 (*) Date:26 May 2016 -- 08:58 PM

    আরে এইটা কী কেস?” -এর কিছু পর

    “132.162.121.236 (*) Date:26 May 2016 -- 09:51 PM

    কী আশ্চর্য সমাপতন!…… ইত্যাদি” পোস্টিং-এর পর পরই ও আর পারলো না, লিখলো

    “69.90.52.120 (*) Date:26 May 2016 -- 10:00 PM

    ওফ, এখানেও এটা আসবে ভাবিনি। অ্যাটলিস্ট এখানে লোকজন একটু খোঁজ খবর রাখে ভেবেছিলাম!

    DAVP ক্লজগুলো একটু দেখে নেবেন। কেন্দ্রীয় সরকারের বা মন্ত্রকের বিজ্ঞাপন রিফিউজ করলে "ব্যবস্থা" নেওয়া হতে পারে।

    http://www.davp.nic.in/Newspaper_Advertisement_Policy.html - ক্লজ ১৮

    রঞ্জনদাও শেষে হুজুগে মাতলেন। ধুস।“

    তারপর তো লেখা চললো, চলছে, চলতে চলতে দেখলাম শ্রীমান প্রকাশ্যে শুধু তার বিজৃম্ভণ – জ্ঞাপন করছে জনতাকে। বিজৃম্ভণ শব্দটার প্রথম অর্থ যদিও হাই তোলা, কিন্তু আজ দেখলাম বিস্তার ও বিকাশ-ও হয়। ভাবলাম শ্রীমান হয়তো বিস্তৃত হচ্ছে, ব্যাপ্ত হচ্ছে। আমার থেকে অনেক বেশী শুভ বুদ্ধির লোক, অসংসদীয় কথাও কম বলে, বা বলে না। কিন্তু হায়,….

    আজ অনেক পাতা জুড়ে কপি করে অনেকগুলো পোস্ট পেস্ট করছিলাম, সেগুলো এখন আর দিলাম না, তবে শ্রীমানের সাথে বক্তব্যে আরেক ব্যক্তির পোস্টিং-এ খুব মিল পেলাম, আগেও পেতাম, শ্রীমান "চান্দু মিঞা' নামেও আগে লিখেছে মনে হয়, আর এই ব্যক্তির ছদ্মনামের আদ্যক্ষরও তাই।

    এবার শ্রীমানকে সরাসরিই বলি,
    তোকে কদিন আগে এক বরিষ্ঠ নাগরিক এই দুর্দিনে কিছু একটা কাজ শুরু করার কথায় ভেবেছিলেন, প্রকাশ্যে তোর নাম করে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু বাপু, আগে তো নিজেকে আরও মুক্ত, নৈর্ব্যক্তিক হতে হবে। অপ্রয়োজনীয় মন্তব্যে বলি, কলেজজীবনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা তার পরিণাম থেকেও বেরিয়ে আসতে হবে। এই হিসেবে তোর 10.10-এর পোস্টিংএর অনেক আগে ৮.৫৮pmএর পোস্টের পরই প্রতিবেদককে সরাসরি লেখা উচিত ছিল- "___, তুই এটা কি করে করলি?" (একদমই আমার ব্যক্তিগত মত)

    বহুকাল আগে যখন নিয়মিত বা নেশাগ্রস্ত ছিলাম, তখন বিভিন্ন ইস্যুতে, সে নন্দীগ্রাম, সিঙ্গুর বা অন্যান্য যে বিষয়ই হোক এ পাতার এক ছদ্মনামে-ঘোষিত স্পষ্টবক্তা ‘চিত্রাঙ্গদা’ও একই মন্তব্য করেছিল। তুই এবং কয়েকজন যারা আবার বিদগ্ধ বলে পরিচিত, এই অন্ধত্বের মোহজালের আড়ালে বসে বহু লোককে ‘প্রতিপক্ষ' ঠাউড়ে আক্রমণ করতিস, দল বেঁধে। ওই চিত্রাঙ্গদাই আমার মত সরাসরি লিখেছিল।

    আজও দ্যাখ, তোর
    69.90.52.120 (*) Date:26 May 2016 -- 10:23 PMএ লেখা

    "কিস্যু ফল ফলবে না। এত লোক গণশক্তি পড়ে (!) জেনে হেব্বি অবাক হয়েছি। তাও মাসে এত্ত লস! আরো অবাক হচ্ছি সিপিএম নিয়ে এত দুশ্চিন্তা দেখে।"
    পোস্টিংএর শেষ পংক্তির সাথে কদিন আগে সেই একদৃষ্টিসম্পন্ন ব্যক্তির দ্বারা আরেক গায়ক প্রতিবাদি চরিত্রকে ব্যাঙ্গাত্মক আক্রমণের ভাষার কোন তফাৎ আছে কি?

    আমার তোকে ‘পাখির চোখ’ করার কোন অভিপ্রায় নেই, কিন্তু ভেবে দ্যাখ্‌। ও’ই তিনটে ইফ্‌তার, নমাজ ইত্যাদি আর তার পর রাষ্ট্রের সেবায় স্বয়ং নিবেদিতপ্রাণেদের ছবির মত করেই বলি- যত এবং যতদিন আমরা এগুলো করব, ততই আমরা ‘ইন্দোনেশিয়ার ভবিষ্যতের দিকে এগোব।।। কাল না পরশু একটা নিবন্ধের লিঙ্ক দিয়েছিলাম।পড়েছিস কিন জানি না।

    গত পরশু কোনো এক আড্ডায় সবচেয়ে বেশী আলোচ্য বিষয় ছিল এটাই। যেখানে আমার মত ব্যাঙাচির থাকার একমাত্র কারণ ছিল কারুর সাথে আত্মীয়তা, নয়ত আমি কোনভাবেই ওখানে থাকার উপযুক্ত বা যোগ্যতা অর্জনকারী ছিলাম না। যাঁরা ছিলেন, তাঁদের অনেককেই সবাই প্রায় চেনে তুইও চিনিস, তাঁরা কিন্তু প্রকৃতই চিন্তিত। ঐ আড্ডায়ও কোনকালে চরম বিরোধী রাজনৈতিক অবস্থানে থাকলেও আজকের বিপদের দিনে তাঁরা কেউই পরস্পরের প্রতি একটুও আক্রমণাত্মক ছিলেন না।

    সেই কি একটা গান ছিল না,
    "দেয়ালে পিঠ
    ঠেকেছে এবার,
    লড়বে কিংবা মরবে?

    আমি তো তোমায়
    দেব' না বলে,
    "তুমি কি ঠিক করবে?'"
  • তিনো | 190.179.40.51 | ২৭ মে ২০১৬ ১৩:২৩716439
  • ও গণশক্তি তাহলে পার্টির নয় মেহনতি মানুষের মুখপত্র । তাহলে দিদির সরকারের গুনগান করা বিজ্ঞাপন গণশক্তির ছাপা উচিত । বেশ দেখা যাক
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৩:২৭716440
  • "চান্দু মিঞা" অন্য লোক। এবং পার্সেপশন সকলের বাগে আসে না।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৩:৩৩716441
  • সিএম ও অন্য লোক। আইপি দেখে আন্দাজ করার পন্থা বাতিল বহুদিন, ফোন+অপেরা মিনি ইত্যাদি আসার পর থেকে।

    বাকিটুকু বড্ড বেশি ব্যক্তিগত লেভেলে চলে গেছে, বাদ দিলাম।
  • pinaki | 90.254.154.105 | ২৭ মে ২০১৬ ১৩:৩৫716442
  • গণশক্তি পার্টির মুখপত্র নয় - এটা সত্যিই নতুন ইনফো। কবে হল এই পরিবর্তন সেটা জানা যাবে? সিরিয়াসলি কৌতূহল হচ্ছে। নেটে গণশক্তি ডট কমে গেলে কিন্তু বলছে ১৯৬৭ থেকে এটা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 'অর্গ্যান'।

  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৩:৩৭716443
  • জিগ্গেস করে দেখতে হবে।
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ১৩:৫০716444
  • কি একটা কাগজ; তার আবার স্টেটাস নিয়ে গবেষণা! আগে তো তেঁত ওষুধ গেলানোর মতন; ধমকে চমকে বাড়ি দিয়ে যেত। এখন আবার শুনছি ডেইলি নিউসপেপার হয়েছে; আবার পকেট কাটার সেরকম লোকজনও নেই।তাই, অগত্যা---
    সাড়ে চুয়াত্তর উবাচ;
    কুঁজোর ও সাধ হয় চিত হয়ে শুতে;
    গামছার ও সাধ হয় ধোপা বাড়ি যেতে।
    ---মলিনা দেবী।
  • :D | 138.153.145.125 | ২৭ মে ২০১৬ ১৩:৫১716445
  • অর্গ্যান কিন্তু মাউথপিস নয়। মাউথ-অর্গ্যান বোধহয়!
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৩:৫৭716446
  • পিনাকীর জন্যে - সাইট অনুযায়ী এখনো পার্টি পাবলিকেশন ইত্যাদি, তবে তাও ভেরিফাই করে নেবো। আগে ভেরিফাই না করার জন্যে দুঃখিত।

    @খুড়ো - রেগুলার এখানে না আসলে জানবে না - বিশেষ কিছু প্রাণীর জন্যে বিজৃম্ভনই কাজে আসে। ওটা "জনতার" জন্যে নয়, সেটা এখানকার "জনতা" বুঝেছে বলেই মনে হয়, চাইলে জিগ্গেস করে নিতে পারো।
  • IPGGKBK বা }8>)) | 127.194.37.10 | ২৭ মে ২০১৬ ১৪:০০716447
  • পুনশ্চ -

    এটা অরিজিৎকে নয়-
    আমিও আমার বলা ব্যাধিতে মাঝে মধ্যে আক্রান্ত হয়ে ভুল করে ফেলি, তার জন্য মাফ চাইছি।

    এটা অরিজিৎকে-

    তোর ছাত্রজীবনের উল্লেখটা মেল-এ গিয়ে করা যেত। কিন্তু আমার দুটো মেলের সেই পর্ব্বে পৌঁছলে অনেক নির্ভীক, নীতি-অভিভাবকদের অসৎ, পরছিদ্রান্বেষী মতামত প্রকাশ করার জন্য লোকজনকে চিনতে চাওয়ার ব্যাপারে আমার দ্বারস্থ হওয়ার মেলগুলো এসে তাদের কুৎসিত, কদাকার রূপগুলো সামনে চলে এসে সারাটা দিনই নষ্ট করে দিত।

    যাই হোক, তোর ওই জীবনের উল্লেখের জন্য আঘাত পেলে সর্বসমক্ষেই মাফ চাইছি।

    চললাম।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৪:০৮716449
  • হ্যাঁ, মুখপত্র নয় - কথাটা ভুল। শোনা কথায় বেশি ভরসা হয়ে গেছিলো। সরি।
  • খুড়ো | 127.194.37.10 | ২৭ মে ২০১৬ ১৪:১৯716450
  • খুড়োর পোস্টটা জগাইয়ের পোস্ট না দেখেই। তাই যেতে গিয়েও ফিরতে হল।

    দুইখান কথা-
    সেদিন জানলাম, মধুজা নাকি বিজয়গড়ের সব ওয়ার্ডেই লীড নিয়েছিল, পিছিয়েছে, হেরেছে, পুঁটিয়ারী, নাকতলা, আজাদগড়ের দিকের ওয়ার্ড গুলোর জন্য।
    একইভাবে শতরূপ ঢাকুরিয়া ও তত্সংলগ্ন সমস্ত জায়গায় লীড নিয়েছিল, এক তিলজলা ও লাগোয়া অঞ্চলে প্রচুর পিছিয়ে হেরে যায়।

    জগাইরে একখান কথা জিগাই =-
    জগাই পুঁটিয়ারী এলাকাতে থাকতো না? অন্য অর্থে নিও না।

    পরে কোনদিন এসে উত্তর দেখে নেবো।
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৪:৩৪716451
  • মধুজা হেরেছে আদিগঙ্গার দক্ষিণ দিকটা, মানে অ্যাডেড এরিয়ায়। আর সেটা আশ্চর্য নয়, আদি গঙ্গার ওপর ব্রীজ রেনোভেশন একটা বিরাট ফ্যাক্টর। তাও ওদিকেও খুব একতরফা হয়নি। নইলে ২৫-২৬ এর "এক্সপেক্টেড" মার্জিন সাড়ে নয়ে দাঁড়াত না।

    শতরূপ শুধু ৬৬ নং ওয়ার্ডে ২২০০০ এ পিছিয়ে ছিলো, বাকি ছটা ওয়ার্ডেই জিতেছে, কিন্তু ২২০০০ মেকাপ হয়নি।

    আমি এখনো পুঁটিয়ারীতেই থাকি।
  • kasbaa | 213.191.35.23 | ২৭ মে ২০১৬ ১৫:৩৩716452
  • ৬৬তে লিড ছিল ২১০০০এর আর শতরূপ ১০৫০০এর মত মার্জিনে হেরেছে, আগেই লিখেছিলাম।
  • 66 | 190.179.142.51 | ২৭ মে ২০১৬ ১৫:৫৬716453
  • ৬৬ তো আর এস পি র ওয়ার্ড সুশীল শর্মা - সেখানে এত মার্জিন ?
  • পাগলা জগাই | 131.241.218.132 | ২৭ মে ২০১৬ ১৬:০০716454
  • ধুর, ৬৬ তে জাভেদ খানের বাড়ি। এখন কাউন্সিলর ফয়েজ আহমদ খান।
  • kasbaa | 213.191.35.23 | ২৭ মে ২০১৬ ১৬:২৯716455
  • তাই তো ৯১, ৯২ আর ১০৬এ লিড নিয়েও শতরূপ জিততে পারল না।
  • dc | 132.164.103.214 | ২৭ মে ২০১৬ ১৬:৪২716456
  • যাক গনোশক্তি তাহলে এখনো পাট্টির মুখপত্রই আছে।
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ১৬:৫৬716457
  • লেভি দিন না, ও মহায়;শুনছেন ।
  • কল্লোল | 111.63.221.147 | ২৭ মে ২০১৬ ১৮:২১716458
  • ,IPGGKBK বা }8)) - আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন। এই গানটা কিভাবে পেলেন?

    লড়বে কিংবা মরবে
    সেটা তো আমরা দেবোনা বলে
    তোমরাই ঠিক করবে
    #
    উধাও মাঠ লোপাট ধান
    চোরের গোলা ভর্তি
    সামনে তোমার ধূ ধু আকাল
    তোমার ক্ষিদেই সত্যি
    তাই
    লঙ্গরখানায় ঢুকবে
    ন হকের ধান কাড়বে
    সেটা তো আমরা দেবোনা বলে
    তোমরাই ঠিক করবে
    লড়বে কিংবা মরবে
  • PT | 213.110.242.4 | ২৭ মে ২০১৬ ১৮:৩৩716461
  • নাঃ অত সহজে এখন আর কেউ হকের ধানের জন্যে মরতে চায় নাঃ ঐ ২ টাকা কিলোর লঙ্গরখানাই ভাল।
    আর না হলে লড়ার বা মড়ার দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য নোটা তো আছেই........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন